@@mimdadulhaq5109 এটা কেমন কথা তা তো আপনার জানা উচিৎ ওই মালোয়ানের বাচ্চারাই তো আমাদের দেশে অশান্তির কারণ। হায়রে ভাই কমেন্ট এ একটু ভালো লেখছে দেখে গলে গেলেন।
আমি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার অধিবাসী হিন্দু বাঙালি, নিয়মিত বাংলাদেশের এই রকম নাটক গুলি দেখি। অসম্ভব ভাল লাগে, কাহিনী, অভিনয়, গ্রামের চিত্র সবই দারুন, নতুন নতুন কাহিনী গুলি যাঁরা লিখছেন তাদেরকে ধন্যবাদ জানাই। পশ্চিমবঙ্গের বাংলা ভাষা ভারতের অন্য ভাষার সঙ্গে মিশে গিয়ে নিজস্বতা হারিয়ে ফেলছে। এজন্য দুঃখ হয়। কিন্তু আনন্দ লাগে বাংলাদেশের জন্য কারন আপনারাই বাংলা ভাষা ও সংস্কৃতির ভবিষৎ। আসলে আমরা একই দেশ ছিলাম তো , তাই আমি সব বাংলাভাষীকেই ভালোবাসি।
পুরো নাটকটায় শুধু মোশাররাফ করিমের অসাধারণ অভিনয় দেখে মুগ্ধ হলাম । তার মত অভিনেতা আমাদের কলকাতায় খুব অভাব । ধন্যবাদ । পরিচালক কেও ধন্যবাদ । কলকাতা থেকে 01.07.2022
আমিও একজন বাঙালি। তবে আপনাদের আর আমার দেশের মাঝে একটা তারকাঁটা র বেড়া দেয়া আছে। যেটা দেশ আলাদা করে দিতে পারলেও মন আর ভাষা আলাদা করে দিতে পারেনি আজও,আগামীতেও পারবে না। ভালো থাকুন আপনারা আর বেঁচে থাক বাঙালির নাটক আপনাদের হাত ধরে, এই কামনাই করি। আর একটা কথা না বলে পারছি না যে, এই ধরনের চরিত্রে মোশারফ ভাই ছাড়া আর কাউকেই যেন ভাবাই যায় না! অনবদ্য অভিনয়। ভালো থাকুন ভাইয়া।-- পিনাকী মণ্ডল, মধ্যমগ্রাম, কোলকাতা।
আমি ভারতের ত্রিপুরা থেকে বলছি,, এত সুন্দর অভিনয় করিম ভাই কি করে করেন জানি না। আমি গ্রামের মানুষ,,, গ্রামের সহজ সরল আবেগ টাকে এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য অনেক অনেক কৃতজ্ঞ । ভাল থাকবেন সুস্থ থাকবেন । জীবনে কোনদিন দেখা হলে নিজেকে ভাগ্যবান বলে মনে করব।
পরিচালক সাগর জাহানের নাটক মানে হলো একটা গল্পের নুতনত্বের ছাপ থাকে, আর মোশারফ করিমের অভিনয় অতুলনীয় । যত পুরাতন নাটক হউক তাতে যায় আসে না কিছুই।মনে হয় আবার দেখী মোশারফ করিমের অভিনয় ।
আমি india থেকে আমি জানি না মোশাররফ ভাই এতো নিখুত অভিনয় করে কি করে আমার মনে হয় অভিনেতা হিসেবে মোশাররফ ভাই পৃথিবীর এক নম্বর ভাই আমি আপনার 250 ও বেশি নাটক দেখেছি ভাই আমি এক বার আপনাকে দেখতে চাই
মোশারফ করিমের নাটকই এক মাত্র কারণ যার জন্য আমি বাংলাদেশ কে ভালোবাসি, সত্যি ভারতীয় হয়েও ওনার জন্য সম্মান এবং ওনার নাটক এর অভিনয় অতুলনীয় আর এই নাটকটির মধ্যে ব্যাবহৃত বাঁশির সুর চোঁখ দিয়ে জল নিয়ে আসে সত্যিই অতুলনীয়।
কেন ভারতীয় হলে বাংলাদেশের মানুষকে সম্মান করা যায় না? মনে রাখবেন ভারত দেশটা অনেক বড়। তাই দেশের মত মনটাকে বড় এবং উদার করেন। আমরা বাংলাদেশি হয়ে উত্তম, সুচিত্রা, লতামঙ্গেসকার, মোহাম্মদ রফি, শাহরুখ খান, মাধুরী দীক্ষিতকে ভালবাসতে একটুও কুণ্ঠাবোধ করিনা।
@@munshimd.asadullah5014প্লিজ এভাবে নেবেন না। উনি ভালোবাসার কথাই বলেছেন। আমিও একজন বাংলাভাষী ভারতীয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাভাষার আসল নাটকগুলো বাংলাদেশেই হয়। এরজন্য দেশ নিরপেক্ষ হয়ে বাংলাভাষার জন্য গর্ব বোধ করি।
Ami India te thaki. Natokta khub valo laglo. Nijer baba k hariyechhi 1986. Jemon sundor golpo totodhik sundor ovinoy. Ek kothay osadharon. Lekhok, natok nirmata, sob ovineta r ovinetrira and sob kolakusolider dhonnobad janai eto sundor natok upohar dewar jonno.
আসলে ভাষা খুজে পাচ্ছি না কি ভাবে এমন অসাধারণ গল্প তৈরী করা যায়। পুরো নাটক একটা অসাধারণ সৃষ্টি আমি সৌদি আরব দেখে দেখলাম। আজকে বাবা মায়ের কথা খুবই মনে পরছে চোখের পানি ধরে রাখতে পারছি না। সবসময় নামাজ পরে দোয়া করি আল্লাহ্ আমার বাবা মাকে একশত বছরের হায়াত দান করুক 😰😰😰 আমিন
মোশাররফ করিম শুধু মাত্র একজন অভিনেতা নয়,মোশাররফ করিম হলো একটা প্রতিভার নাম,সে সব চরিত্রে সেরা অভিনয় তার রক্তের সাথে মিশে গেছে,,, আমার মতে সে বাংলাদেশের সর্বকালের সেরা অভিনেতা।।।।
আমরা আধুনিকতা ভভুলে আগের জীবন যদি ফিরে ফেতাম। সেটাই মানউশের জন্য ভালো। আমি সারা জীবন মোশাররফ করিম এর ভক্ত। আমি ধন্যবাদ জানাই পরিচালককে। অনেক সুন্দর একটা নাটক। আমি জীবন এমন নাটক দেখি নাই।চোখ দিয়ে পানি বেরিয়ে এল।
যত আপনাদের এই নাটকগুলো দেখি ততই নিজে সমৃদ্ধ হই।মোশাররফ সাহেবের অভিনয় এবং তৎসহ সবার অভিনয় দেখে মনে হয় আমি নিজে যেন ঐ জায়গায় রয়েছি,এবং আমার সামনেই ঘটনাগুলো ঘটছে।কি গল্প কি পরিচালনা এত উচ্চমানের যা এখন আর কলকাতায় পাই না।
Amon valo story jibone prothom dekhlam....chukher pani dhore rakha impossible... Thanks to director & artist Mosharraf Karim for creating best drama.....❤❤❤
অনেকে বলতো মোসারফ করিম শুধু মানুষকে হাসির নাটক উপহার দেয়। এখন আমি বলতাম না মোসারফ করিম সব অভিনয় করতে পারে। নাট্য জগতে মোশারফ করিমের অভিনয় সেরা তাহার তুলনা হয় না। ধন্যবাদ সাগর জাহান এবং আমার বন্ধু মোশারফ করিম।
এমনি একটা গল্প, জা চোখের পানি কেড়ে নেওয়ার মতো,মায়ের ভালোবাসা কতো সহনীয় এটা ভালোবাবেই বুঝাইছে,বাংলাদেশের নাটক দ্বরাই এমন একটা মনোমুগ্ধকর কনটেইন বানানো সম্ভব
হৃদয়ের গহীনে হাসি-কান্না এবং আনন্দ অশ্রুর মিশিলে গ্রাম বাংলার রুপ সৌন্দর্যে ভরা এমন নাটক বরাবরই আমার প্রিয়। এধরনের আরও বেশি বেশি নাটক দেখতে চাই। আজকাল এই নাটক গুলো খুব দেখা যায় না
কিন্তু আমি তো চিঠি চাইনা, আমি আমার বাবাকে চাই,,,,,,,,,, প্রতিটি বাবা হারা সন্তানের মনের কথা। খুব বেশি ভালো লাগলো নাটকটি। সমস্ত কলাকুশলীদের শুভেচ্ছা রইল 💐💐💐
আমি বাংলার।এপারের। এমন অভিনয় মুশাররফ সাহেবের খুব কম দেখেছি। দেখিই না বলা চলে। নাটকের মানুষ আমি। যদিও পেশাগত কারনে সময় পাইনা। তবে দেখি। মুশাররফ সাহেব আপনি হয়ত আমার এ লেখা দেখবেন না কখনো। তবু বলি, শম্ভু বাবু উৎপল বাবু অজিতেশ বাবু এদের অভিনয় দেখে যৌবন পার করে দেওয়া আমার স্মৃতির মণিকোঠায় আপনি যে স্থান করে নিলেন তা অন্যান্য জ্যোতিষ্কদের মতো থেকে যাবে আমার শেষ নৌকায় পা দেবার দিন পর্যন্ত। ধন্যবাদ ও অভিনন্দন।
গল্পটার মধ্যে অনেকগুলো কথা আছে বোঝার মতন অনেক আবেগপ্রবণ একটা গল্প 😭😭 আমাদের মোশারফ ভাই এত সুন্দর ভাবে গল্পটা মধ্যে অভিনয় করেছে আমরা মনিমুক্ত হয়ে গেছি 😭😭 গল্পটার মধ্যে মোশারফ ভাই সবচেয়ে বেশি মানিব্যাগতা দেখিয়েছে যখন চেয়ারম্যান সাব বলছে যে লাশটাকে দাফন করে দেওয়া হোক 😭😭 তখন আমাদের মোশারফ ভাই বলছে না এটা দাফন কেন করবেন এটা পুলিশের কাছে নিয়ে যাওয়া হোক উনি নিয়েও যায় এবং কি সেই লাশের পরিচয় উনি বের করেন ওনি নিজের ছাগল বিক্রি করে পত্রিকায় বিজ্ঞাপন দেন ভাই গল্পটা অনেক ভালো লাগলো সো নাইস আলহামদুলিল্লাহ দোয়া করি আপনারা আরো সুন্দর সুন্দর গল্প আমাদেরকে উপহার দেবেন 😭😭😭
আসলে আমরা শুধু একটু সময় করে নাটক দেখি, যারা এই নাটকের পিছনে সময় দেয়, শ্রম দেয়, তারা অনেক মেধা খাটিয়ে এই অভিনয় গুলি করে, ধন্যবাদ দেই এই টিমের সকল সংশ্লিষ্ট ব্যক্তিদের। যারা এই অভিনয় গুলি দেখবে অবশ্যই তারা মায়ার জালে আটকে যাবে
আসসালামু আলাইকুম ভাইয়া আমি জামালপুর থাকি আসলে আপনারা এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য গ্রামের দৃশ্য মনটা ভরে যায় এবং আপনাদের গল্পের দৃশ্য কান্নাকে আর থামাতে পারলাম না আশা করি এই সমস্ত নাটক এগুলা বেশি বানাবেন প্রেমের নাটকের চাইতে গ্রাম অঞ্চলের এরকম নাটক একটাই যথেষ্ট
পাছ বছর হয়ে গেলো নাটকটির বয়ষ। এই বার নিয়ে দশবার দেখলাম। ধন্যেবাদ আমার পছন্দের পরিচালক সাগর জাহান। আরো ধন্যেবাদ জানাই মিজানুর রহমান আরিয়ান বাইকে কারন তার নাটকে আমি অন্যেকিছু খুজে পাই। যা আর কোনো পরিচালকের মাযে খুজে পাইনা????
কত সুন্দর নাটক সাগর জাহানের কোন প্রেমের কাহিনী নেই শিক্ষা নিও একেই বলে নাটক আর কিছু কিছু পরিচালক নাটক বানায় শুধু প্রেম আর প্রেম নাটকটা দেখে চোখের পানি ধরে রাখতে পারিনি একেই বলে নাটক একেই বলে মানুষের প্রতি মানুষের ভালোবাসা বিনা স্বার্থের ভালোবাসা এটাই মানুষ বোঝে না মানুষ শুধু বোঝে প্রেম যেটা পাপ সেগুলোই আমাদেরকে দেখানো হয় যাতে করে সমাজটা নষ্ট হয় প্রত্যেকটা নাটকের শুধু প্রেম আর প্রেম আর মোশারফ করিমের নাটক ের মান্নার মত মান্নার ছবিগুলোতে প্রেম থাকতো দশ পারসেন্ট শিক্ষানীয় থাকতো ৯০% মোশারফ করিমের নাটক তেমনি শিক্ষা নিও থাকে কোনটাই হানডেট পারসেন কোনটাই ৬০% কোন টায় ফিফটি পার্সেন্ট কোনটাই ১০% কিন্তু শিক্ষা নিয়েও থাকে হান্ড্রেড পার্সেন্ট মোশারফ করিমের নাটক মানেই হাসি আর কান্না মোশারফ করিম নাটক ছেড়ে দিলে অনেকে হয়তো নাটকে দেখবে না কারণ অপূর্ব আরফিন নিশো এদের নাটকে শুধু প্রেম শিক্ষা নিও তেমন একটা কিছু নেই আর এফ অন্বেষণ নাটকে কিছু শিক্ষা নেওয়া আছে মেজবেন চৌধুরী আরাফিন নিশো এদের দুজনের জুটির নাটকের কিছু শিক্ষা নিও হাসি কষ্ট সমস্ত বেশি থাকে কিন্তু অপূর্ব অভিনয়টা তেমন একটা ভালো হয় না বেশিরভাগ শাকিব খানের মতো প্রেমের পিছনে দৌড়ায় নায়িকাদের পিছনে এইজন্য তার তিন তিনটে বিয়ে কিন্তু আরএফএল নিশো তার নাটকগুলো ভালো লাগে তাই আর এফ এল মোশারফ করিম মেজ ভাবিন চৌধুরি এরা তিনজন নাটক থেকে যদি বিরত নেয় বাপ ভারতী দেয় তাহলে কেউ আর নাটক দেখবে না কারণ এই তিনটা চরিত্র অসাধারণ যা রঙিন পদ্মা কেউ হার মানিয়েছে ইন্ডিয়া নাটক গুলো কেউ ইন্ডিয়ান ছবিগুলো কেউ হার মানিয়েছে এই তিনজন নায়ক নায়িকা অসাধারণ এদের মুভমেন্ট আর অভিনয় যে কোন অভিনয় তে এরা পারদর্শী মানুষকে হাসাতে পারে কাঁদাতে পারে একেই বলে অভিনয় ধন্যবাদ সাগর জাহান ভাইকে সাগর জাহান ভাইয়ের নাটক গুলো ভালই হয় আরো ভালো হয় রশিদ বন্যা ভাইয়ের নাটক এই দুইজন পরিচালক কে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর নাটক আমাদেরকে উপহার দেয়ার জন্য ভালো থাকবেন মোঃ আবুল হোসেন
জানি না কিভাবে আপনারা এরকম একটা গল্প লেখেন... চোখের জল আটকাতে পারলাম না।।আর এত সাবলীল অভিনয়,,ভাষায় প্রকাশ করা যায় না...ভারত থেকে❣️❣️❣️
Ameo
তোরা ভারতের আকাডারা আমাদের বাংলাদেশের নাটক দেখবিনা।
@@maababamaababamaa001maabab2
ata kamon kotha.
@@mimdadulhaq5109 এটা কেমন কথা তা তো আপনার জানা উচিৎ ওই মালোয়ানের বাচ্চারাই তো আমাদের দেশে অশান্তির কারণ। হায়রে ভাই কমেন্ট এ একটু ভালো লেখছে দেখে গলে গেলেন।
ধন্যবা আপনাকে
একটা গান তিন থেকে চারবার শুনলে বিরক্তি লাগে কিন্তু পবিত্র আযান ১০০ বার শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায় সুবহানাল্লাহ 💚💚💚💚👍
তুমি কে গো তোমার তো নাটক দেখাই ঠিক না দেখো কেনো, বোকাচোদা।
পাগলের বাচ্চা এতো দামি কথা কোন নোংরা জায়গায় এসে কমেন্ট করিস???
আমি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম
মেদিনীপুর জেলার অধিবাসী হিন্দু বাঙালি, নিয়মিত বাংলাদেশের এই রকম নাটক গুলি দেখি। অসম্ভব ভাল লাগে, কাহিনী, অভিনয়, গ্রামের চিত্র সবই দারুন, নতুন নতুন কাহিনী গুলি যাঁরা লিখছেন তাদেরকে ধন্যবাদ জানাই। পশ্চিমবঙ্গের বাংলা ভাষা ভারতের অন্য ভাষার সঙ্গে মিশে গিয়ে নিজস্বতা হারিয়ে ফেলছে। এজন্য দুঃখ হয়। কিন্তু আনন্দ লাগে বাংলাদেশের জন্য কারন আপনারাই বাংলা ভাষা ও সংস্কৃতির ভবিষৎ। আসলে আমরা একই দেশ ছিলাম তো , তাই আমি সব বাংলাভাষীকেই ভালোবাসি।
❤
❤❤❤❤
আপনাকে অনেক ধন্যবাদ
Thanks 🙏
ধন্যবাদ আপনাকে
পুরো নাটকটায় শুধু মোশাররাফ করিমের অসাধারণ অভিনয় দেখে মুগ্ধ হলাম । তার মত অভিনেতা আমাদের কলকাতায় খুব অভাব । ধন্যবাদ । পরিচালক কেও ধন্যবাদ ।
কলকাতা থেকে
01.07.2022
ৃঙঙ
Right Dada I am indian
আপনাদের কলকাতায় শুধু সংসার ভাংগার গল্প।
@@mdzomshed4827right
@@mdzomshed4827R bolen na , songsar bhanga r 4-5 ta biyer galpo sudhu
আমিও একজন বাঙালি। তবে আপনাদের আর আমার দেশের মাঝে একটা তারকাঁটা র বেড়া দেয়া আছে। যেটা দেশ আলাদা করে দিতে পারলেও মন আর ভাষা আলাদা করে দিতে পারেনি আজও,আগামীতেও পারবে না। ভালো থাকুন আপনারা আর বেঁচে থাক বাঙালির নাটক আপনাদের হাত ধরে, এই কামনাই করি। আর একটা কথা না বলে পারছি না যে, এই ধরনের চরিত্রে মোশারফ ভাই ছাড়া আর কাউকেই যেন ভাবাই যায় না! অনবদ্য অভিনয়। ভালো থাকুন ভাইয়া।-- পিনাকী মণ্ডল, মধ্যমগ্রাম, কোলকাতা।
Love you mosaraf bhaiya.from.india
From India
Nice comment ❤❤❤❤❤
Amra ar apnara akoi Bangali, just desh alada,kintu ar sob kicui ak,valosi kolkata
ধন্যবাদ ভাই,, আপনার অনুভূতিকে স্যালুট জানাই ভাই
আমি হুগলী ভারত থেকে।
হৃদয় ছুঁয়ে যাওয়া একটা নাটক দেখলাম। কি অসাধারণ একটা ঘটনা। মোশাররফ করিম ভাই, অভিনয় মনোমুগ্ধকর। খুব ন্যাচারাল।
আমি ভারতের ত্রিপুরা থেকে বলছি,, এত সুন্দর অভিনয় করিম ভাই কি করে করেন জানি না। আমি গ্রামের মানুষ,,, গ্রামের সহজ সরল আবেগ টাকে এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য অনেক অনেক কৃতজ্ঞ । ভাল থাকবেন সুস্থ থাকবেন । জীবনে কোনদিন দেখা হলে নিজেকে ভাগ্যবান বলে মনে করব।
সময় থাকলে শাকিন সারিসুরি নাটক টা দেখবেন অনেক সুন্দর
@@manakmanak7726মিঠুন দ্যা ফেল
@@manakmanak7726
.
Ooooomoooooooko
``
@@manakmanak7726
@litankar8149 💚❤️
প্রথমে দেখে বুঝতে পারিনি যে শেষে এসে নিজের অজান্তেই চোখে পানি চলে আসবে,,, ধন্যবাদ মোশাররফ করিম ভাই কে এত সুন্দর একটা নাটক উপহার দেওয়ার জন্য
সত্যিই অসাধারণ
কি সুন্দর একটি নাম হযরত মোহাম্মদ সাঃ লাইক হবে
Apnar kotha bojte parlam na
আমাদের প্রিয় নবীকে নিয়ে ফাজলামো করো হে মাইরের উপর মাইর হবে বলে দিলাম।
Munafik shomproday
নবীর নাম নিয়ে আর কত ভাবে বিক্ষা করবি?
তরে জুতা দিয়ে পিটানো উচিত
যেমন গল্প তেমনি অভিনয় অসাধারণ মন ভরে গেল ! মোশারফ করিমের অভিনয় চোখে পরার মত এক কথায় অনবদ্য ! ( ভারতবর্ষ থেকে )
আমার দেখা সবচেয়ে সেরা গল্প, অসাধারন অভিনয়,
কুমিল্লা জেলার বরুড়া উপজেলা
রাকিব হাসান
Akdam thik bolechhen , Bangladesh er natok gulo satyee khub bhalo lage.
পরিচালক সাগর জাহানের নাটক মানে হলো একটা গল্পের নুতনত্বের ছাপ থাকে, আর মোশারফ করিমের অভিনয় অতুলনীয় । যত পুরাতন নাটক হউক তাতে যায় আসে না কিছুই।মনে হয় আবার দেখী মোশারফ করিমের অভিনয় ।
Right 👍👍
right
ঠিক বলেছেন।
You r right
Right 👍
আমি ভারতীয়। বাংলাদেশের গ্রামের ছবি দেখে মন টানে । প্রকৃতি এতো সুন্দর । গল্পটা অসাধারণ, মর্ম স্পর্শী।
take love from Bangladesh.
চলে আসেন বাংলাদেশে ঘুরতে
Welcome to u, u come to Bangladesh my dear
আমি ভারতের মুর্শিদাবাদের আমার জেলার পাশেরই জেলা রাজশাহী আমার বাংলাদেশের প্রতি ভালো বাসা বলে বোঝাতে পারবোনা । ❤❤❤❤❤❤❤😊😊😊😊
এটি ব্রাহ্মণবাড়ীয়ার মৌরাইল গ্রাম
এমন অসম্ভব সুন্দর গ্রামের চিত্রে আর এখন সুন্দর মনোমুগ্ধকর নাটক দেখতে পাই না😢😢😢
Yes bro you are right 😢
আমি india থেকে আমি জানি না মোশাররফ ভাই এতো নিখুত অভিনয় করে কি করে আমার মনে হয় অভিনেতা হিসেবে মোশাররফ ভাই পৃথিবীর এক নম্বর ভাই আমি আপনার 250 ও বেশি নাটক দেখেছি ভাই আমি এক বার আপনাকে দেখতে চাই
বাংলাদেশ চলে আসেন
অসাধারণ একটা গল্প কি অসাধারণ অভিনয় এইজন্যই মোশাররফ করিম একজন বেস্ট অভিনেতা
কলকাতা থেকে বলছি.....
অসাধারণ অসাধারণ অভিনয়
চোখে জল চলে আসলো শেষমেস।
এই নাটকগুলো সবারই দেখা উচিত।
আই স্যালুট মোশাররফ করিম,
এতো সুন্দর অভিনয় করেছেন মোশাররফ করিম। চোখের জল ধরে রাখতে পারলাম না। বাংলাদেশ নাটকে সেরা। কুশীলবদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
মোশারফ করিমের নাটকই এক মাত্র কারণ যার জন্য আমি বাংলাদেশ কে ভালোবাসি, সত্যি ভারতীয় হয়েও ওনার জন্য সম্মান এবং ওনার নাটক এর অভিনয় অতুলনীয় আর এই নাটকটির মধ্যে ব্যাবহৃত বাঁশির সুর চোঁখ দিয়ে জল নিয়ে আসে সত্যিই অতুলনীয়।
কেন ভারতীয় হলে বাংলাদেশের মানুষকে সম্মান করা যায় না? মনে রাখবেন ভারত দেশটা অনেক বড়। তাই দেশের মত মনটাকে বড় এবং উদার করেন। আমরা বাংলাদেশি হয়ে উত্তম, সুচিত্রা, লতামঙ্গেসকার, মোহাম্মদ রফি, শাহরুখ খান, মাধুরী দীক্ষিতকে ভালবাসতে একটুও কুণ্ঠাবোধ করিনা।
@@munshimd.asadullah5014প্লিজ এভাবে নেবেন না। উনি ভালোবাসার কথাই বলেছেন। আমিও একজন বাংলাভাষী ভারতীয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাভাষার আসল নাটকগুলো বাংলাদেশেই হয়। এরজন্য দেশ নিরপেক্ষ হয়ে বাংলাভাষার জন্য গর্ব বোধ করি।
Ami India te thaki. Natokta khub valo laglo. Nijer baba k hariyechhi 1986. Jemon sundor golpo totodhik sundor ovinoy. Ek kothay osadharon. Lekhok, natok nirmata, sob ovineta r ovinetrira and sob kolakusolider dhonnobad janai eto sundor natok upohar dewar jonno.
আসলে ভাষা খুজে পাচ্ছি না কি ভাবে এমন অসাধারণ গল্প তৈরী করা যায়। পুরো নাটক একটা অসাধারণ সৃষ্টি আমি সৌদি আরব দেখে দেখলাম। আজকে বাবা মায়ের কথা খুবই মনে পরছে চোখের পানি ধরে রাখতে পারছি না। সবসময় নামাজ পরে দোয়া করি আল্লাহ্ আমার বাবা মাকে একশত বছরের হায়াত দান করুক 😰😰😰 আমিন
মোশাররফ করিম শুধু মাত্র একজন অভিনেতা নয়,মোশাররফ করিম হলো একটা প্রতিভার নাম,সে সব চরিত্রে সেরা অভিনয় তার রক্তের সাথে মিশে গেছে,,, আমার মতে সে বাংলাদেশের সর্বকালের সেরা অভিনেতা।।।।
জানি না কিভাবে আপনারা এরকম একটা গল্প লেখেন... চোখের জল আটকাতে পারলাম না।।আর এত সাবলীল অভিনয়,,ভাষায় প্রকাশ করা যায় না
নিজের অজান্তেই চোখের পানি ধরে রাখতে পারলাম না। নাটকের গল্পটা অসাধারণ ছিল সাথে মোশাররফ করিমের রিদয় কাতর অভিনয় টা মারাত্মক ভাবে মোনটা ছুয়ে দিলো।
নাটক টা এই নিয়ে দুইবার দেখা হলো।অসাধারণ একটা কাহিনী। অসাধারণ তাদের অভিনয়।
এই নাটকের, কথা আমি ভুলতে পারিনা অসাধারণ নাটক, এই নাটকে একটা কথা সব থেকে বেশি মুল্যবান কথাটা হলো গরীবের শুধু বিশ্বাস ছাড়া আর কিছু নেই এই দুনিয়াতে
নাটক টা দেখে, বাবার কথা মনে পড়ে গেল,, হে আল্লাহ, আপনি আমার বাবাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন,,আমিন
মোশাররফ করিম ভাই সেরাদের সেরা একজন অভিনেতা। এ যাবৎকালে যতো সেরা অভিনেতা ধরাতে আসছে তার মধ্যে মোশাররফ করিম অন্যতম একজন।
আমরা আধুনিকতা ভভুলে আগের জীবন যদি ফিরে ফেতাম। সেটাই মানউশের জন্য ভালো। আমি সারা জীবন মোশাররফ করিম এর ভক্ত। আমি ধন্যবাদ জানাই পরিচালককে। অনেক সুন্দর একটা নাটক। আমি জীবন এমন নাটক দেখি নাই।চোখ দিয়ে পানি বেরিয়ে এল।
এতো ইমোশনাল নাটক বহুদিন পর বিদেশের মাটিতে বসে দেখলাম,মন গলে গেল। অভিনয় তো নয় যেন জীবনকাহনের সাথে একাকার হয়ে যাওয়া তিনটি চরিত্র আমায় পাগল করে ছাড়লো। গ্রেট জব..!!
তৃপ্তিতে মন ভরে গেল। একেবারে অসাধারণ নাটক-ব্র্যান্ড বাংলাদেশ!
কি কৰে যে বুজাব আমাৰ মনেৰ কথা এত ভালো লেগেছে এই নাটক চোখেৰ জল ৰাখতে পাৰিনাই। I love you mosharraf Karim bhai. I am from India Assam
সাগর জাহানের নাটক মানে.. চোখের পাতা ঘোরানো যায় না অসাধারণ... সালাম জানাই আর মোশাররফ ভাইয়ের বিকল্প তিনি নিজেই সাবাস👌👌👌
আহা সবারই কি সাবলীন অভিনয়। মনটা একদম জুড়িয়ে গেলো। শুধু বাংলাদেশেই সম্ভব এরকম নাটক প্রস্তুত করা। ধন্যবাদ সাগর জাহান ভাই 🖤🙏
বস মোশাররফ করিম এমন একজন অভিনেতা যে কোনো চরিত্র কে সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে পারে ❤
পুরো নাটকে তার অভিনয় দেখে সত্যি আমি মুগ্ধ হলাম।
যত আপনাদের এই নাটকগুলো দেখি ততই নিজে সমৃদ্ধ হই।মোশাররফ সাহেবের অভিনয় এবং তৎসহ সবার অভিনয় দেখে মনে হয় আমি নিজে যেন ঐ জায়গায় রয়েছি,এবং আমার সামনেই ঘটনাগুলো ঘটছে।কি গল্প কি পরিচালনা এত উচ্চমানের যা এখন আর কলকাতায় পাই না।
আচ্ছা বাংলাদেশে কী উচ্চতম শিল্পীর ফ্যাক্টরী আছে কি l প্রতিটি নাটকের কলাকুশলীরা magnificent/ mashallah
Amon valo story jibone prothom dekhlam....chukher pani dhore rakha impossible... Thanks to director & artist Mosharraf Karim for creating best drama.....❤❤❤
ভারতের, পশ্চিম বঙ্গের থেকে লিখছি, অসাধারণ এই নাটকের অভিনয়,,,,,
মোশাররফ করিম মানেই অসাধারণ কিছু, তার মধ্যে, হাওয়াই মিঠাই, তিনি এখজন সৌভাগ্যবান,চৌধুরী সাহেবের ফ্রী অফার, উচ্চতর ভালবাসা, বারা বারি, ঘাউড়া মজিদ এখন ব্যাবসায়ি, জালালের গল্প, অগ্গাত নামা।
চোখের পলকে চোখ থেকে চলে আসলো।
অসাধারণ একটা গল্পের জন্য ধন্যবাদ সাগর জাহান কে।এবং মোশাররফ বসকে।
বাংলা নাটকের পাশে থাকুন সবসময়।
আপনাদের ভালোবাসায় এগিয়ে যাক আমাদের বাংলা নাটক।
সকলের প্রতি অফুরন্ত ভালোবাসা 💝
Right
অবশ্যই আপনাদের পাশে আছি এবং থাকবো
Kishu kishu manush ase tader kono din vula jayna jemon apni....
🎉🎉🎉🎉🎉🎉
❤❤❤❤❤❤❤❤❤❤
আপনারাই পারেন এতো সুন্দর ভাবে এই উপহার দিতে। ভাষা নেই। ভালো থাকুন আপনার Bangladesh এর নাটক।
অনেকে বলতো মোসারফ করিম শুধু মানুষকে হাসির নাটক উপহার দেয়। এখন আমি বলতাম না মোসারফ করিম সব অভিনয় করতে পারে। নাট্য জগতে মোশারফ করিমের অভিনয় সেরা তাহার তুলনা হয় না। ধন্যবাদ সাগর জাহান এবং আমার বন্ধু মোশারফ করিম।
ঐ গুলো মুর্খ। বাংলাদেশের নাটকের ইতিহাসে মোশাররফ করিম ও জাহিদ হাসান সেরা অভিনেতা 👍👍👍👍
'প্রথম প্রেম' দেইখেন, আরো অসাধারণ।
right vi sam
নাটকটি এতো সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন যারা,লেখক,ডিরেক্টর সহ সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
অসাধারণ একটা নাটক উপভোগ করলাম । যেমন পরিচালনা ঠিক তেমনি অভিনয় ।
অসাধারন গল্প, বেচে থাকুক মানবতা।
Karim vai is a comedy & tragedy king of bangla drama. Love from India 🇮🇳
আমি ভাৱতবৰ্ষেৱ আসাম দেশ থেকে মোশ্বাৱফ কৱিম আমাৱ খুবেই প্ৰিয় উনাৱ নাটক প্ৰায় সব দেখেসি তবে মেহমান নাটক খানাই উনি দাৰুন অভিনয় কৱেসে।
মেহমান নাটক খানাৱ জৱিতও সমস্ত অভিনেতা অভিনেত্ৰী এবং কলা কৌসলিকে আমাৱ তৱফ থেকে ধন্যবাদ জ্ঞাপন কৱলাম, আগামীতে আৱ সুন্দৱ নাটক দেখাৱ আমাৱ ইচ্ছা ৱইল।
এমনি একটা গল্প, জা চোখের পানি কেড়ে নেওয়ার মতো,মায়ের ভালোবাসা কতো সহনীয় এটা ভালোবাবেই বুঝাইছে,বাংলাদেশের নাটক দ্বরাই এমন একটা মনোমুগ্ধকর কনটেইন বানানো সম্ভব
মোশাররফ করিম সব সময় বস।
এত সাধারণ ভাবে নিজেকে উপস্থাপন করেন মনে হয় বাস্তব ঘটে যাচ্ছে।
ভালবাসা অবিৱাম মোশাররফ করিম❤❤বস।
আসাধরন নাটক।
চোখে পানি চলে আসলো।
মোসারেফ ভাই আপনি আসলেই অসাধারণ অভিনেতা।
ও নাটক তা দেখলাম কিন্তু কি বোলবো অসাধাৰণ। বলার মতো কোনো ভাসা নেই। Very Very heart touching story ❤❤❤
হৃদয়ের গহীনে হাসি-কান্না এবং আনন্দ অশ্রুর মিশিলে গ্রাম বাংলার রুপ সৌন্দর্যে ভরা এমন নাটক বরাবরই আমার প্রিয়। এধরনের আরও বেশি বেশি নাটক দেখতে চাই। আজকাল এই নাটক গুলো খুব দেখা যায় না
হৃদয় ছোঁয়া, অনেকবার দেখলাম, তবু মনে হয় আবার দেখি,
কিন্তু আমি তো চিঠি চাইনা, আমি আমার বাবাকে চাই,,,,,,,,,, প্রতিটি বাবা হারা সন্তানের মনের কথা। খুব বেশি ভালো লাগলো নাটকটি। সমস্ত কলাকুশলীদের শুভেচ্ছা রইল 💐💐💐
বাস্তবতার সাথে কিছুটা হলেও মিলেছে😭😭
অসাধারণ, ধন্যবাদ লেখক ও পরিচালককে,যাদের বাবা মা পৃথিবীতে নেই তাদের চোখের পানি আসবেই ,
শেষে এসে নিজের অযান্তে কখন যে দুই চোখের পানি তপ তপ করে ঝড়তে লাগলো টেরই পেলাম না।।
অনেক সুন্দর একটা নাটক মনের অজান্তে চোখে অনেক পানি জরেছে
নিখুঁত অভিনয়ই মানুষের মন জয় করে,
শেষের বেলায় অশ্রু ঝরছে 😭😭
অরে ভাই মোশাররফ করিম ভাই।আপনি আসলেই অসাধারণ
এতো সুন্দর অভিনয়,,,, করলো মোসা ভাই,,,,আখিতে পানি চলে আসলো
অসাধারণ অসাধারণ। অন্তরে ছুয়ে গিয়েছে
আমি বাংলার।এপারের।
এমন অভিনয় মুশাররফ সাহেবের
খুব কম দেখেছি। দেখিই না বলা চলে।
নাটকের মানুষ আমি। যদিও পেশাগত কারনে সময় পাইনা। তবে দেখি।
মুশাররফ সাহেব আপনি হয়ত আমার এ লেখা দেখবেন না কখনো। তবু বলি, শম্ভু বাবু উৎপল বাবু অজিতেশ বাবু এদের অভিনয় দেখে যৌবন পার করে দেওয়া আমার স্মৃতির মণিকোঠায় আপনি যে স্থান করে নিলেন তা অন্যান্য জ্যোতিষ্কদের মতো থেকে যাবে আমার শেষ নৌকায় পা দেবার দিন পর্যন্ত।
ধন্যবাদ ও অভিনন্দন।
ধন্যবাদ, ভাই মোশাররফ করিমের এমন অনেক নাটক আছে দেখিয়েন
সত্যিই শেষ বেলেয় চোখ দিয়ে পানি চলে আসলো...😢😢😢
মেহমান আর আদর্শ বিদ্যালয় এই দুইটা নাটক একই জায়গায় হয়েছে এবং এই দুইটা নাটক অনেক পুরানো হয়ে গেছে তারপরেও অনেক ভালো লাগে
অসাধারন একটা নাটক চঃখে পানি চলে আসল মোশারফ ভাই ভাল অবিনেতা
গল্পটার মধ্যে অনেকগুলো কথা আছে বোঝার মতন অনেক আবেগপ্রবণ একটা গল্প 😭😭 আমাদের মোশারফ ভাই এত সুন্দর ভাবে গল্পটা মধ্যে অভিনয় করেছে আমরা মনিমুক্ত হয়ে গেছি 😭😭 গল্পটার মধ্যে মোশারফ ভাই সবচেয়ে বেশি মানিব্যাগতা দেখিয়েছে যখন চেয়ারম্যান সাব বলছে যে লাশটাকে দাফন করে দেওয়া হোক 😭😭 তখন আমাদের মোশারফ ভাই বলছে না এটা দাফন কেন করবেন এটা পুলিশের কাছে নিয়ে যাওয়া হোক উনি নিয়েও যায় এবং কি সেই লাশের পরিচয় উনি বের করেন ওনি নিজের ছাগল বিক্রি করে পত্রিকায় বিজ্ঞাপন দেন ভাই গল্পটা অনেক ভালো লাগলো সো নাইস আলহামদুলিল্লাহ দোয়া করি আপনারা আরো সুন্দর সুন্দর গল্প আমাদেরকে উপহার দেবেন 😭😭😭
অসাধারণ অভিনয় মোশাররফ করিম ভাই সত্যি একজন অভিনেতা।
আসলে আমরা শুধু একটু সময় করে নাটক দেখি, যারা এই নাটকের পিছনে সময় দেয়, শ্রম দেয়, তারা অনেক মেধা খাটিয়ে এই অভিনয় গুলি করে, ধন্যবাদ দেই এই টিমের সকল সংশ্লিষ্ট ব্যক্তিদের।
যারা এই অভিনয় গুলি দেখবে অবশ্যই তারা মায়ার জালে আটকে যাবে
অসাধারণ এক টি গল্প ধন্যবাদ পরিচালক কে❤❤❤❤❤
মার চরিত্রটা অদ্ভুত হয়েছে এই কৃতিত্বটা ডাইরেক্টরের মন ছুঁয়ে যায়।
যখন যা আসে মনে তাই বলি ভাই ধন্যবাদ
আমার দেখা।
মোশারফ করিমের সব চেয়ে সুন্দর নাটক।
নাটক দেখার পর চোখের পানি দরে রাখতে পারলাম না অসম্ভব সুন্দর 😢😢😢
খুব ভালো লাগলো ❤ ধন্যবাদ ❤ সাগর জাহান ❤ Mosaref korim ❤
আসসালামু আলাইকুম ভাইয়া আমি জামালপুর থাকি আসলে আপনারা এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য গ্রামের দৃশ্য মনটা ভরে যায় এবং আপনাদের গল্পের দৃশ্য কান্নাকে আর থামাতে পারলাম না আশা করি এই সমস্ত নাটক এগুলা বেশি বানাবেন প্রেমের নাটকের চাইতে গ্রাম অঞ্চলের এরকম নাটক একটাই যথেষ্ট
এমন একটা গল্প আমার চোখে পানি চলে এসেছে । মন ছুঁয়ে যায়, ধন্যবাদ
মোশাররফ করিম একজন জাত অভিনেতা তার কোনো তুলনা হয় না, সেটা আবারও প্রমান করলেন❤️❤️
এতো ভালো অভিনয় ভীষন ভাবে মুগ্ধ করে।
অনেক আগে দেখছিলাম অসম্ভব ভালো লেগেছিল, আজ আবার দেখে সেই পুরনো অনূভুতি পেলাম।
কেমনে পারে মানুষ এতো সুন্দর অভিনয় করতে 🥲 অসাধারণ মোশাররফ করিম ভাই ❤
পাছ বছর হয়ে গেলো নাটকটির বয়ষ। এই বার নিয়ে দশবার দেখলাম। ধন্যেবাদ আমার পছন্দের পরিচালক সাগর জাহান। আরো ধন্যেবাদ জানাই মিজানুর রহমান আরিয়ান বাইকে কারন তার নাটকে আমি অন্যেকিছু খুজে পাই। যা আর কোনো পরিচালকের মাযে খুজে পাইনা????
বাহ অসাধারণ একটা নাটক।
নাটক টি সত্যিই অসাধারণ।
আমাদের মোশাররফ করিম ভাই তো তুলনা হীন।
একটা মানুষের মধ্যে যে অভিনয় করার এতো প্রতিভা থাকে বা বাংলাদেশের এই নাট্য কার দের না দেখলে বোঝা যায় না।সত্যি দারুন
অনেক সুন্দর একটি নাটক আর যাই বলি বাংলাদেশের নাটক গুলো এক কথায় অসাধারণ আর যদি হয় মোশাররফ ভাই তাহলে তো কথাই নাই অসাধারণ
প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ কে যারা ভালোবাসেন একটা করে লাইক দিবেন ❤❤❤❤
Ei prothom dekhlam prem chara natok.khubi vlo lagce
I am 57 years old I see your acting is very good.Tomar actinger tulona hoi na and thanks writer. Good bless you.Bhalo theko
শেষ দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না অসাধারণ মোশারফ করিম ভাই
কত সুন্দর নাটক সাগর জাহানের কোন প্রেমের কাহিনী নেই শিক্ষা নিও একেই বলে নাটক আর কিছু কিছু পরিচালক নাটক বানায় শুধু প্রেম আর প্রেম নাটকটা দেখে চোখের পানি ধরে রাখতে পারিনি একেই বলে নাটক একেই বলে মানুষের প্রতি মানুষের ভালোবাসা বিনা স্বার্থের ভালোবাসা এটাই মানুষ বোঝে না মানুষ শুধু বোঝে প্রেম যেটা পাপ সেগুলোই আমাদেরকে দেখানো হয় যাতে করে সমাজটা নষ্ট হয় প্রত্যেকটা নাটকের শুধু প্রেম আর প্রেম আর মোশারফ করিমের নাটক ের মান্নার মত মান্নার ছবিগুলোতে প্রেম থাকতো দশ পারসেন্ট শিক্ষানীয় থাকতো ৯০% মোশারফ করিমের নাটক তেমনি শিক্ষা নিও থাকে কোনটাই হানডেট পারসেন কোনটাই ৬০% কোন টায় ফিফটি পার্সেন্ট কোনটাই ১০% কিন্তু শিক্ষা নিয়েও থাকে হান্ড্রেড পার্সেন্ট মোশারফ করিমের নাটক মানেই হাসি আর কান্না মোশারফ করিম নাটক ছেড়ে দিলে অনেকে হয়তো নাটকে দেখবে না কারণ অপূর্ব আরফিন নিশো এদের নাটকে শুধু প্রেম শিক্ষা নিও তেমন একটা কিছু নেই আর এফ অন্বেষণ নাটকে কিছু শিক্ষা নেওয়া আছে মেজবেন চৌধুরী আরাফিন নিশো এদের দুজনের জুটির নাটকের কিছু শিক্ষা নিও হাসি কষ্ট সমস্ত বেশি থাকে কিন্তু অপূর্ব অভিনয়টা তেমন একটা ভালো হয় না বেশিরভাগ শাকিব খানের মতো প্রেমের পিছনে দৌড়ায় নায়িকাদের পিছনে এইজন্য তার তিন তিনটে বিয়ে কিন্তু আরএফএল নিশো তার নাটকগুলো ভালো লাগে তাই আর এফ এল মোশারফ করিম মেজ ভাবিন চৌধুরি এরা তিনজন নাটক থেকে যদি বিরত নেয় বাপ ভারতী দেয় তাহলে কেউ আর নাটক দেখবে না কারণ এই তিনটা চরিত্র অসাধারণ যা রঙিন পদ্মা কেউ হার মানিয়েছে ইন্ডিয়া নাটক গুলো কেউ ইন্ডিয়ান ছবিগুলো কেউ হার মানিয়েছে এই তিনজন নায়ক নায়িকা অসাধারণ এদের মুভমেন্ট আর অভিনয় যে কোন অভিনয় তে এরা পারদর্শী মানুষকে হাসাতে পারে কাঁদাতে পারে একেই বলে অভিনয় ধন্যবাদ সাগর জাহান ভাইকে সাগর জাহান ভাইয়ের নাটক গুলো ভালই হয় আরো ভালো হয় রশিদ বন্যা ভাইয়ের নাটক এই দুইজন পরিচালক কে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর নাটক আমাদেরকে উপহার দেয়ার জন্য ভালো থাকবেন মোঃ আবুল হোসেন
আমি ভাবতে পারি না এত সুন্দর নাটকের গল্প কিভাবে আপনারা লেখেন নাটকটা দেখে আমার চোখের পানি আটকে রাখতে পারিনি শত চেষ্টা করে পারিনি
নাটকের লাস্ট সিন দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম,, না,
আমিও
নাটক দেখে ও মানুষ কাদে এই নাটক না দেখলে বুঝতে পারতাম না।। ধন্যবাদ জানাই অসাধারণ একটা গল্প লেখার জন্য,,
খুব সুন্দর একটা নাটক দেখার মতন অনেক ধন্যবাদ পরিচালক ভাই কে
আমি ও চোখের জল আটকাতে পারেননি শেষে,, সত্যই অনবদ্য অভিনয়
এক কথায় অসাধারণ একটি নাটক। সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন।
কি বলবো জানি না শুধু এই টুকু বলি মোশাররফ করিম এর অভিনয় মনে দাগ কেটে গেছে
দীর্ঘ এক বছর ধরে খুঁজে খুঁজে এই নাটকটি আবার পেলাম দেখতে খুব মন চাচ্ছিল আজ আবার দেখছি ভারতের রাজস্থানে বসে ২২ /০৬ /২০২৩ রাত ১১ টা
এক বছর আগে কেঁদেছিলাম আজ আবার কাঁদলাম
ওনার নাটক দেখে আমার কখনোই নাটক মনে হয়না পুরাই বাস্তব 🤔🤗
মোশাররফ করিমের নাটক মানেই অসাধারণ,,,
আমাদের দেশের অহংকার তিনি
Ji ..
খুব বাস্তব মনে হইলো। আগের গ্রামের মানুষ গুলি এমন ছিলো। এখন স্বার্থপর হয়েগেছে।
ওরে কাহিনী কি সুপার, চোখের জল থামাতে পারলামনা