ভোগান্তি সয়েই বাড়ির পানে মানুষের ঢল || Eid Train Journey || Train Station | Eid Journey ||

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025
  • ভোগান্তি সয়েই বাড়ির পানে মানুষের ঢল || Eid Train Journey || Train Station | Eid Journey ||
    দেশের সবচেয়ে নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের অন্যতম হচ্ছে ট্রেন ভ্রমণ। ট্রেন ভ্রমণ কে না ভালোবাসে? আর ভ্রমণের গন্তব্য খুব বেশি দূরত্বের হলে কম খরচে অবশ্যই ট্রেন ভ্রমণ সবচেয়ে উপযুক্ত বলা যায়। দুঃখের বিষয়, যে ট্রেন সাধারণ মানুষের জন্য নিরাপদ, আরামদায়ক ও সাশ্রয়ী, সেই ট্রেনই কখনো আবার অনিরাপদ, অস্বস্তিদায়ক ও অতিব্যয় হয়ে দাঁড়ায়। তাই ট্রেন ভ্রমণে সতর্কতা পালন করা জরুরি। ট্রেন ভ্রমণকারীদের উদ্দেশে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করা হলো।
    টিকিট সংগ্রহ না করে ট্রেন ভ্রমণে আইনত অপরাধ ও জেল-জরিমানা রয়েছে। তাই ভ্রমণের আগেই টিকিট নিশ্চিত করতে হবে। ট্রেন ছাড়ার নির্ধারিত সময়ের আগেই স্টেশনে আসুন। অনেক সময় ট্রেন অথবা বগি চিনতে অসুবিধার কারণে অন্য ট্রেন অথবা নির্ধারিত ট্রেনের অন্য বগির, অন্য একজনের আসনে বসতে হয়।
    সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো টাকাপয়সা এক জায়গায় না রেখে কয়েকটি স্থানে ভাগ করে রাখুন। যেমন পকেটে কিছু টাকা, অন্য ব্যাগে কিছু টাকা, মানিব্যাগে কিছু টাকা-এভাবে রাখলে একটি অংশ হারিয়ে গেলে অথবা পকেটমার হলেও একেবারে সব টাকা হারিয়ে যাবে না। অনেক স্টেশনে খাবারের মান ভালো নয়, খাবার তৈরি করার পরিবেশও ভালো নয়। তা ছাড়া খাবারের দামও মানের তুলনায় অনেক বেশি। তাই বাড়ি থেকেই খাবার নিয়ে যাওয়া শ্রেয়। প্রয়োজনীয় ইলেকট্রনিক জিনিস চার্জ করে নিন এবং চার্জার, পাওয়ারব্যাংক সঙ্গে রাখুন। অনেক সময় ট্রেনে তাড়াতাড়ি ওঠার প্রয়োজন হয়, তখন ভিড় ঠেলেই উঠতে হয়। তাই ওই সময়ে পকেটমারের কাছ থেকে রক্ষা পাওয়ার জন্য মুঠোফোন, মানিব্যাগ ও প্রয়োজনীয় কিছু সম্পর্কে খুব সতর্ক হোন।
    বাংলাদেশের ট্রেন ভ্রমণে অনাকাঙ্ক্ষিত মারাত্মক একটা সমস্যা হলো ট্রেনে পাথর নিক্ষেপ। চলন্ত ট্রেনে ‘পাথর নিক্ষেপ’ যাত্রীদের কাছে এক ভয়ংকর আতঙ্ক। দুর্বৃত্তদের ছোড়া পাথরে হতাহত হচ্ছেন চালক, প্রহরী ও যাত্রীরা।
    ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
    #Train_Journy
    #ঈদুল_আজহা_উপলক্ষে_ট্রেন_চড়ে_বাড়ি_আসা

ความคิดเห็น •