ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

বেলস পালসির চিকিৎসা বা ব্যায়াম/ মুখ বাঁকা রোগের চিকিৎসা / Bell`s palsy excise Bangla , BD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.พ. 2019
  • বেলস পালসির চিকিৎসা বা ব্যায়াম / ফেসিয়াল পালসি বা ফেসিয়াল ব্যায়াম ঃ হঠাৎ করে মুখ বেঁকে গেলে কি করবেন , ভয় পাওয়ায় কারণ নেই । শুধু মুখ বেঁকে গেলে ধরে নিতে পারেন এটা বেলস পালসি , এ টা কোন স্ট্রক নয় । স্ট্রোক হলে হাত এবং পাও প্যারালাইসিস হয় । কিন্তু বেলস পালসিতে শুধু মুখ বেঁকে যায় ।এটা সাধারনত ভাইরাস জনিত কারনে হয়ে থাকে । অনেক সময় ঠান্ডা লাগলে এটা হয়ে থাকে । আমাদের কানের নিচ দিকে ৭ নং ক্রেনিয়াল নার্ভ মুখে আসে । মুখের দুই পাশে দুইটা ফেসিয়াল নার্ভ থাকে । এটা কোন কারনে ইনফ্লামেশন হলে বেলস পালসি হয়ে থাকে ।
    বেলস পালসির সাথে সাথে মুখ বেঁকে যায় । চোখ দিয়ে পানি পরে , এক চোখ বন্ধ হয় না । ভাল্ভাবে ফিজিওথেরাপি চিকিৎসা নিলে এটা ভাল হয়ে যায় । অনেক সময় ৫/৬ মাসও লাগতে পারে ।
    এই বিষয়ে ভিশন ফিজিওথেরাপি সেনটারে এক্সাপার্ট ফিজিওথেরাপিস্ট দেখাতে চাইলে যোগাযোগ করু
    www.visionphysiotherapy.com , 01932797229

ความคิดเห็น • 713

  • @armanprince3538
    @armanprince3538 3 ปีที่แล้ว +179

    আসসালামু আলাইকুম সবাইকে আমি এই রোগে প্রথম আক্রন্ত হয় কোরবানী ইদ এর ২০ দিন আগে আমি একজন নিউরোসারজন দেখাই পরে ফিজিওথেরাপিসট আমি ২১ দিন থেরাপি নিই আর অই ব্যায়াম গুলা করি ভয় পাওয়ার কিছু নেই আমি মহান আল্লাহ এর রহমতে ১৪ দিন এর মাথায় ভাল হয়ে জাই❤️

    • @limonmiah3622
      @limonmiah3622 2 ปีที่แล้ว +1

      Vaiya fijio terapite korca kemon...r fijio terapi na niye osud r beam gulo korle ki tik hoye jabe insah allah plz vaiya ans

    • @mdhridoy3912
      @mdhridoy3912 ปีที่แล้ว

      বইয়া কি বেম

    • @amdadullah8329
      @amdadullah8329 ปีที่แล้ว

      কোথায় চিকিৎসা করিয়েছিলেন?

    • @jannatbristy3487
      @jannatbristy3487 ปีที่แล้ว +1

      Apnar ki kaner niche fola silo

    • @user-uu5bd2ot3h
      @user-uu5bd2ot3h ปีที่แล้ว +1

      ভাই আমাকে একটু বেয়ামটা শিখাবেন দয়া করে

  • @mobinulhoque7423
    @mobinulhoque7423 10 หลายเดือนก่อน +5

    আমার সহধর্মিণীর হয়েছে আজকে ডাঃ দেখিয়ে আসলাম স্যারের ব্যয়াম গুলো করে দেখি যদি আল্লাহ শেফা দান করেন।

  • @mdabulhossain4027
    @mdabulhossain4027 ปีที่แล้ว +15

    আমার হয়েছে বেলস‌ পালসি আমি ডাক্তার পরামর্শ নিয়মিত ব্যায়াম ‌করছি এবং ওষুধ খাচ্ছে এবং থেরাপি দিছে 12‌ দিন আল্লাহ তায়ালা বিশেষ রহমতে এখন আমি সুস্থ্য

    • @badrulalam462
      @badrulalam462 ปีที่แล้ว

      কোথায় দ

    • @mohammaduzzal4355
      @mohammaduzzal4355 ปีที่แล้ว

      কোথায় ডাক্তার দেখিয়েছেন?

    • @kazizarazaman
      @kazizarazaman 4 วันที่ผ่านมา

      Ki medicine niyechen

  • @twobrothergamingzone8245
    @twobrothergamingzone8245 3 ปีที่แล้ว +13

    অনেক অনেক ধন্যবাদ ভাই অনেক উপকৃত হলাম আজ বেশ কয়েকদিন হল আমার আম্মার এই একই সমস্যা হয়েছে এটা নিয়ে খুব চিন্তিত ছিলাম ভেবেছিলাম স্ট্রোক করেছে এলাকায় ডাক্তার দেখালাম কিন্তু কেউ রোগটি ঠিকমতো ধরতে পারছিল না একেকজন একেক কথা বলছিলাম হঠাৎ আপনার এই ভিডিওটি সামনে চলে আসে তারপর এবিষয়টি বুঝতে পারলাম এবং অনেকে টেনশন মুক্ত হলাম অনেক অনেক ধন্যবাদ ভাই

    • @atiurrahmanapon9531
      @atiurrahmanapon9531 2 ปีที่แล้ว

      Vai

    • @mdabdullahali1915
      @mdabdullahali1915 ปีที่แล้ว

      ভাই কতো দিন পরে সেরে গেছিলো

    • @ahiyaarju1494
      @ahiyaarju1494 ปีที่แล้ว

      Vaiya pore ki kre valo holo

    • @MdRofiq-zl1be
      @MdRofiq-zl1be ปีที่แล้ว

      Vai amar mukh majhe majhe kaapa keno

    • @user-rw2hm7gt1q
      @user-rw2hm7gt1q วันที่ผ่านมา

      ভাই আপনার কত দিন লেগেছিল সুস্থ হতে

  • @teamtiger11bd
    @teamtiger11bd ปีที่แล้ว +5

    এই সমস্যা টা আমার ৪-৫ বার হয়েছে। আল্লাহর রহমতে প্রতিবারই চিকিৎসকদের সাহায্যে সুস্থ হয়েছি। আমি জানতে চাচ্ছি এটা যদি প্রতি বছরই এরকম টা হয় তাহলে কি ভবিষ্যতে বড় কোন ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে কি.?

    • @user-nw3zw1yb6t
      @user-nw3zw1yb6t 9 หลายเดือนก่อน

      ভাই আপনার কি চোখে কোন সমস্যা হয়

  • @likhonattari5646
    @likhonattari5646 3 ปีที่แล้ว +12

    স্যার আপনার প্রতি অনেক দোয়া ও ভালবাসা অভিরাম৷

  • @MdHabib-yu6fq
    @MdHabib-yu6fq 6 หลายเดือนก่อน +6

    আমার ছোট ভাইয়ের হয়েছে সবাই দোয়া করবেন। আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে।আমিন।

  • @JannatulFerdous-uu1bx
    @JannatulFerdous-uu1bx 2 หลายเดือนก่อน +1

    আল্লাহ তুমি আমার আম্মু কে সুস্থ স্বাভাবিক সুন্দর জীবন দান করুন। সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে তাড়াতাড়ি সুস্থ স্বাভাবিক করে দেয়। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম

  • @malek-maruf535
    @malek-maruf535 3 ปีที่แล้ว +2

    আপনাকে অসংখ্য ধন্যবাদ।
    আমি খুবই চিন্তিত ছিলাম হঠাৎ করে মুখের এই অবস্থা দেখে

    • @mdsojunmahmud4942
      @mdsojunmahmud4942 2 ปีที่แล้ว

      ভাইয়া আপনার কি বেইলস পালসি হয়ছে

    • @mdsojunmahmud4942
      @mdsojunmahmud4942 2 ปีที่แล้ว

      কি ওষুধ খান

  • @lailarube4249
    @lailarube4249 4 ปีที่แล้ว +5

    আপনাকে এবং সেই আপুকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরকম একটি সচেতন মুলক ভিডিও আমাদের সাথে শেয়ার করার জন্য। আমিও এই রোগের শিকার হয়েছি। তবে আপনার এই ভিডিওটি দেখে আরো কিছু ব্যাম শিখতে পেরেছি। 😊😊 ধন্যবাদ💕

    • @MdAlamin-um9uh
      @MdAlamin-um9uh 3 ปีที่แล้ว +2

      আসসালামু আলাইকুম, আপু এখন আপনার কি অবস্থা?

    • @lailarube4249
      @lailarube4249 3 ปีที่แล้ว +1

      @@MdAlamin-um9uh alhamdulillah valo, sustho ache, kintu weather poreborton hobar karone majhe moddhy kaner lotir pechone pain hoy ,abar hobar somvabona r ki,

    • @MdAlamin-um9uh
      @MdAlamin-um9uh 3 ปีที่แล้ว

      @@lailarube4249 বেশি করে ব্যায়াম করেন।ইন শা আল্লাহ কমে যাবে।

    • @MdSumon-sz8sj
      @MdSumon-sz8sj 2 ปีที่แล้ว

      akon ki tik hoyse

    • @sharminakter7538
      @sharminakter7538 ปีที่แล้ว

      এখন কি অবস্থা তোমার আপু আমিও ১১ জুন ২০২০ এমন হয়েছে

  • @MRKhan-sk8mr
    @MRKhan-sk8mr 5 ปีที่แล้ว +16

    কৃতজ্ঞতা জানবেন চমৎকার একটা সচেতনতামূলক পোষ্ট করার জন্য। শুভকামনা রইলো।

    • @DrSaifulPhysiotherapist
      @DrSaifulPhysiotherapist  5 ปีที่แล้ว +1

      আপনাকেও অনেক ধন্যবাদ, ভাল থাকবেন৷

    • @happyaktar3689
      @happyaktar3689 4 ปีที่แล้ว +1

      @@DrSaifulPhysiotherapist আসসালামু আলাইকুম। আচ্ছা সার এরোগের বয়স যুদি বেশি যেমন ধরেন একবছর হয়েছে এই রোগ। তাহলে কি এটা ভালো হবে।এই বেয়ামে ।প্লিউ এটা একটু বলেন।এর জন্য কি করা যায়

    • @rajaulrajaul2008
      @rajaulrajaul2008 4 ปีที่แล้ว

      hi

  • @mychannelmy7384
    @mychannelmy7384 3 ปีที่แล้ว +2

    বেলস পালসি আজ 8 থেকে 10 দিন আমার এটা হয়েছে এখন আমি ঔষধও খাচ্ছি আবার ব্যায়াম করতেছি মোটামুটি একটু ভালোর দিকে আছি তবে খাওয়া-দাওয়া করতে সমস্যা হয় দোয়া করবেন যাতে আল্লাহতায়ালা তাড়াতাড়ি সুস্থ করে দেন

    • @rajibhossain6711
      @rajibhossain6711 2 ปีที่แล้ว

      ভাইয়া আপনার প্রব্লেম টা কি ভালো হয়েছে

  • @mychannelmy7384
    @mychannelmy7384 3 ปีที่แล้ว +1

    আমি থাকি মালয়েশিয়াতে প্রথমে আমি অনেক ভয় পেয়ে গেছিলাম যখন ডাক্তার বলল কোন সমস্যা হবে না এটা প্যারালাইসিস না স্টক না ভাইরাসজনিত একটি রোগ তখন ডাক্তার বলল ঠিক হয়ে যাবে তারপর মনে অনেক সাহস পেলাম একটু স্বস্তি পেলাম এখন আল্লাহ ভরসা

  • @nazmulmasum6628
    @nazmulmasum6628 3 ปีที่แล้ว +7

    স্যার আমার বেলপাস হয়েছে. ১৫দিন হল.. আমাকে ঔষধ দিয়েছে,বলছে ঔষধ খেতে ১মাসের জন্য,, আর মুখ মেসেজ করতে..স্যার আমি এখনো তেমন কিছু উন্নতি হয়নি..কি করব..যদি বলতেন..

  • @JannatulFerdous-uu1bx
    @JannatulFerdous-uu1bx 2 หลายเดือนก่อน +1

    আল্লাহ তুমি আমার আম্মু কে সুস্থ করে দেন । সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে তাড়াতাড়ি সুস্থ স্বাভাবিক করে দেয়। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম

  • @JahidVipno
    @JahidVipno ปีที่แล้ว

    আমার ৪_৫ দিন ধরে হয়েছে আমি খুব ভয়ে ছিলাম, কিন্তু আপনার ভিডিও দেখে ভয়টা কেটে গেলো।

  • @North-Bengal-Blogs
    @North-Bengal-Blogs 4 ปีที่แล้ว +4

    ধন্যবাদ ভাইয়া, আমার আম্মুর ২ দিন দরে এই সমস্যাটা দেখা দিয়েছে,,এই ভিডিও টা দেখে কিছু শিখতে পারলাম।

    • @anisulislam7
      @anisulislam7 3 ปีที่แล้ว

      kotodin lagse recover hote?

  • @hasinabegum-ph5or
    @hasinabegum-ph5or หลายเดือนก่อน +1

    স্যার আমার গাল এর নিচের চোয়ালের দিকটা অবশ হয়ে গেছে,অনেক ফুলে গেছে, নাড়াতে পারি না, অনেক ব্যথা করে,,, becobion খেয়ে কমছিল,এখন ওষুধও কাজ করে না ।স্যার আমি কী ধরনের ব্যায়াম করলে অবশ গাল ঠিক করতে পারব?বয়স 20বছর

  • @sanjidajahansetu5293
    @sanjidajahansetu5293 ปีที่แล้ว

    আমার বয়স ২০ আজ থেকে দুই দিন আগে সকালে ঘুম থেকে উঠার পর বোঝতে পারলাম যে আমার ফেইসের বাম পাশে কোনো প্রোবলেম হইছে,এখন আপনার ভিডিও দেখার পর বোঝতে পারলাম যে আমার কি হয়েছে।

  • @mdaminshekhmdamin3537
    @mdaminshekhmdamin3537 2 หลายเดือนก่อน

    আল্লাহর কাছে দোয়া করি,আপনাকে নেক হায়াত দান করুক

  • @ETCtv-rr7ot
    @ETCtv-rr7ot 4 ปีที่แล้ว +4

    এটা কি যত দেরী হবে তত বেশী সমস্যা হবে না যা হওয়ার তা হয়ে গেছে।অন্যান্য রোগেরতো একটা শেষ পরিনতি আছে এই রোগের শেষ পরিনতি কি জানাবেন প্লিজ।

  • @ButterFly-sj4ix
    @ButterFly-sj4ix 2 ปีที่แล้ว +2

    Sir, Amar 1 week holo bells palsy hoise, Ami excesice golo korsi, kinto maje maje Amr moker bibinno jaigai lafalafi korse jemon(affected side er oporer tot, abong affected side er niser tot)
    Ata kno hosse Janale opokrito hotam plz.. plz.. tension asi..

  • @user-id8vw3kd9o
    @user-id8vw3kd9o 9 หลายเดือนก่อน

    অনেক ধন্যবাদ ভাই আমার একটা ভাইয়ের ছেলে হয়ে গেছে ওর জন্য দোয়া করবেন

  • @optimusking9466
    @optimusking9466 8 หลายเดือนก่อน

    Tnx bhai amr ma er ekta dik hotat beke jeichilo ami khub tension e chilam tarpor dekhi na ota thanda laga ar karon e 😢😢😢❤

  • @alitoyeb1629
    @alitoyeb1629 ปีที่แล้ว

    আমার সহধর্মিণীর হয়েছে। সকালের নিকট দোয়ার দরখাস্ত রইলো

  • @ArifulIslam-yh6it
    @ArifulIslam-yh6it 3 ปีที่แล้ว

    Thank u sir.. Hotat amar babar kal skl theke halka half inch nicher thoth beke gese... Voy peye gasilam but vdio dkhe alhamdulillah aktu voy katlo.. Onk doa roilo sir

  • @kalyanroy5789
    @kalyanroy5789 3 ปีที่แล้ว +1

    Thanks for video. Yesterday I had face palsy suddenly. Taking medicines but when I will start the facial exercises

  • @NawfelKawser
    @NawfelKawser 23 วันที่ผ่านมา

    Facial palsy r therapy Korte chacchi. Nobinagar Ashulia, Sena Shopping Complex r Kase. Aktu janan

  • @mohammadhabibur2124
    @mohammadhabibur2124 2 ปีที่แล้ว +2

    ড. আমি ১৮ বছরের একটি মেয়ে, আমার বেলস পালসি হয়েছে ২মাসের ও আগেে। আপনার ভিডিও দেখে কিছু কিছু ব্যায়াম করতাম। চিকিৎসা হয়েছি কিছু হয়নি। তারপর বড় ড. দেখানোর পরে, তিনি কিছু ব্যায়াম দিয়েছে আর ঔষধ দিয়েছে। এখন একটু কমেছে, কিন্তু মুখে অনেক ব্যাথা সেটা কমছেনা। আর ড. বলেছে মুখ একটু বাকা থেকে যাবে। আমি এখন কি করবো ড. প্লিজ বলবেন?? আমি খুব হতাসার মধ্যে আছি।

    • @satulmoni202
      @satulmoni202 ปีที่แล้ว

      আমার ও সেম ২ দিন দরে

  • @absourab4190
    @absourab4190 ปีที่แล้ว

    আপনাকে অনেক ধন্যবাদ। আমার এই সমস্যা আছে ❤️ আপনার দেখানো এক্সারসাইজ গুলো করবো ইনশাআল্লাহ

  • @rsrifatmia269
    @rsrifatmia269 5 ปีที่แล้ว +2

    আমার ছোটবেলায় বেলস পালসি হয়েছে। অনেক কবিরাজও দেখিয়েছি ভাল হয় নাই। আপনার ভিডিও টা দেখে বুঝতে পারছি আমার বেলস পালসি হয়েছে। আমি রামপুরা, ঢাকা থাকি আমি আপনার সাথে দেখা করতে চায়। আপনার ঠিকানাটা দিলে দেখা করতাম,,,,,,,,,

    • @DrSaifulPhysiotherapist
      @DrSaifulPhysiotherapist  5 ปีที่แล้ว +1

      ভিশন ফিজিওথেরাপি সেন্টার
      হাউজ ২৩ ( হাইকেয়ার হাসপাতালের বিপরীত পাশে), লেক ড্রাইভ রোড, সেক্টর ৭, উত্তরা. 01932797229

  • @rsrakibalhasan4734
    @rsrakibalhasan4734 4 ปีที่แล้ว +4

    ধন্যবাদ স্যার, খুব চিন্তিত ছিলাম, ডাক্তার দেখিয়েও কেমন যেন সন্তুষ্ট হতে পারতেচজিলাম না।

    • @mdridoymia390
      @mdridoymia390 3 ปีที่แล้ว

      আমার ও সমস্যা হয়ছে।আপনাকে কী কোন ঔষধ দিয়েছে। কীভাবে বালো হয়ছে

    • @rsrakibalhasan4734
      @rsrakibalhasan4734 3 ปีที่แล้ว +2

      @@mdridoymia390 আমি ব্যায়াম গুলো করতেছিলাম আর চুইঙাম চিবুইছি কন্টিনিউস।
      আল্লাহ ভাল করা দিয়েছেন

    • @user-qv2on1rz5o
      @user-qv2on1rz5o 2 ปีที่แล้ว

      @@rsrakibalhasan4734 ভাই আপনি কত বছর এ রোগে ভোগছেন।সেম আমারো সভস্যা😭😭😭😭

    • @rsrakibalhasan4734
      @rsrakibalhasan4734 2 ปีที่แล้ว +1

      @@user-qv2on1rz5o আমি ২ সপ্তাহ যাবত ভুগছিলাম তখন

    • @sharifahamed796
      @sharifahamed796 11 หลายเดือนก่อน

      Vai apni ki akn pura puri susto

  • @hafizsheikh5303
    @hafizsheikh5303 4 ปีที่แล้ว +3

    আসসালামুআলাইকুম স্যার.. আমার প্রায় 1 বছরের বেশি হয়ে গেছে এই সমস্যাটা হয়েছে.. আপনি যেই যে ব্যায়ামগুলোর কথা বললেন সেগুলো করলে কি আমি ঠিক হব... দয়া করে বলবেন... আর আমি আপনার সাথে কথা বলতে চাই,,,

  • @joymaatara8391
    @joymaatara8391 3 ปีที่แล้ว +2

    দাদা ভাই আমার মুখের ডান দিকে হটাৎ ঝিমঝিম করতে থাকে কিন্তু
    চোখ বনধ করি,ভূরু কোচকানো,চোয়াল জিবহা নারানো অন্যান্য পদধতি করতে পারি একজন
    থ্যারাপিষট পরিক্ষা করেন। কিন্তু বা দিকের গালে হাঁ করলে একটু মনে হয়
    ব্যাঁকা লাগে আপনার পদধতি ব্যাবহার করা যাবে।

  • @mdbadshafeni
    @mdbadshafeni ปีที่แล้ว +1

    Vai jan
    Amar kalke vel felchi hoice
    Ami apnar deya video ta dektechi
    And oi bave muk lada chada kortechi
    To vaiya ar vaire ki ar kichu kora lagve naki

  • @simuakter1522
    @simuakter1522 3 หลายเดือนก่อน

    আসসালামু আলাইকুম
    আমার আম্মু রাত্রে হঠাৎ খেয়াল করে সে তার এক মাসে মুখ নাড়াতে পারছি নাড়াতে পারছেন না বাম হাত দিয়ে কোন কিছু ধরলে সেটা পড়ে যায় বাম মুখটা একটু বাঁকা মুখে পানি রাখতে পারেনা কিন্তু অনিতা হঠাৎ খেয়াল করছে ঘুম থেকে উঠার পর সুস্থই ছিল মন্ডলের অন্যান্য সকল অঙ্গই নাড়াতে পারে ভ্রুও নাড়াতে পারে শুধু ঠোঁটের এক পাশ আর হাত এখন কি করনীয় প্লিজ আমাকে জানাবেন

  • @SaifulIslam-xu9hm
    @SaifulIslam-xu9hm 4 ปีที่แล้ว +3

    ভাইয়া এইটার জন্য কি কোন ঔষুধ আছে???নাকি শুদু ব্যায়াম

  • @mdabulhossain4027
    @mdabulhossain4027 ปีที่แล้ว

    আমার আজ ৫ দিন হয়েছে বেলস‌ পালসি।ডাক্টার পরামর্শ নিয়মিত ব্যায়াম ‌করছি এবং ওষুধ সেবন করছি দেখি আল্লাহ তায়ালা কি‌ করে

  • @RiaRia-wn8rk
    @RiaRia-wn8rk 18 วันที่ผ่านมา

    Amr maa stroke krse aro ek bosor age , ekn o sustho hoy nai puro ,but mukh er kotha clear chhilo ,but ajk 2 din jabot tar mukh er kotha kmn varri hoia ashe , ekn ei obosthay ki koronio ,,, plz suggest

  • @ArifulIslam-bv7mk
    @ArifulIslam-bv7mk ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ্,,,,, স্যার আমি গত ২৬ তারিখ রাতে ঘুমিয়েছি ঠিক ছিলাম তবে পরের দিন সকাল বেলায় ঘুম থেকে উঠে দেখি আমার মুখ বেকে গেছে ঠিক আপনি যেগুলো বল্লেন এমনটাই এখন আমি গ্রামের বাড়িতে আসছি ঢাকা থেকে কিন্তু ভালো কোনো ডাঃ দেখাতে পারতেছিনা এখন এই বেয়াম গুলোর পাশাপাশি কি কোনো ঔষধ খেতে হবে,,,, কি কি ঔষধ খেতে পারবো একটু বল্লে উপক্রিত হতাম।

  • @mdrafisikder3523
    @mdrafisikder3523 ปีที่แล้ว +2

    আল্লাহ্ আপনাকে সুস্থ রাখেন যেন

  • @ahmedalamin725
    @ahmedalamin725 5 ปีที่แล้ว +5

    ভাইয়া আমার মুখের এক পাস বাকা হয়ে গেছে। ও চোখ একটা ছোট হয়ে গেছে।ওনেক মেডিসিন ডাডাক্তার দেখাইয়া ওষুধ খাইতাছি।কিন্তুু কুনো ভাবে কমতেছে না। এখন আমি কি করবো।এই সমস্যা টা কি ভাই টিক হবে।দয়াকরে যানাবেন।আমি অনেক টেনশন করতাছি।আর আমি কি করলে সমস্যা টা সমাদান হবে আমাকে জানাবেন

    • @anis.840
      @anis.840 5 ปีที่แล้ว

      ভাইয়া কতো দিন হলো আপনার
      আমার ২ মাস হয়ে গেছে
      কিন্তু আমার সমস্যা এখন আছে
      অল্প একটু উন্নতি হইছে

    • @ahmedalamin725
      @ahmedalamin725 5 ปีที่แล้ว

      @@anis.840 ভাইয়া আমার ৬ মাস হয়ে গেছে এই সমস্যা টার।

    • @DrSaifulPhysiotherapist
      @DrSaifulPhysiotherapist  5 ปีที่แล้ว

      আলামিন ভাই , আপনি প্রয়োজনে ভিশন ফিজিওথেরাপি সেন্টারে ( হাউজ ২৩, লেক ড্রাইভ রোড , সেক্টর ৭, উত্তরা, ঢাকা । এপয়েনম্যান্ট ০১৯৩২৭৯৭২২৯) ভিজিট করতে পারেন । আমরা চেষ্টা করব । আশা করি ভাল হয়ে যাবেন । এছাড়া আরো কোন পরামর্শের কলও দিতে পারেন ০১৭৮৭১৫২৮৭২

    • @DrSaifulPhysiotherapist
      @DrSaifulPhysiotherapist  5 ปีที่แล้ว

      @@anis.840 আনিস ভাইজান। অনেক সময় অনেক বেশি সময় লাগে । ধৈয্য ধরে এক্সারসাইজগুলো করতে থাক ।

    • @ahmedalamin725
      @ahmedalamin725 5 ปีที่แล้ว +1

      Tnx vai

  • @afsanaparveen8009
    @afsanaparveen8009 3 ปีที่แล้ว +1

    আমার ও একই সমস্যা। বছর খানেক আগে হয়েছিলো।তারপর থেকে ডান চোখের ভিতর একটা টান লাগে কপাল আর চোখের ভিতর দিয়ে নাকের ডগা পর্যন্ত। ডান চোখ দিয়ে পানিও পড়ে।এখন আমার মুখ সম্পূর্ণ ঠিক আছে কিন্তু চোখের এই সমস্যা টা দেখা দিয়েছে। কি করণীয় বলবেন প্লিজ?

    • @shamimatuli2521
      @shamimatuli2521 2 ปีที่แล้ว

      @Afsana Parveen apu apnar fb id deya jabe? Amro same problem🥺

  • @MrinalKantiRoy
    @MrinalKantiRoy 3 ปีที่แล้ว +1

    সপ্তাহখানেক ধরে ডান কানের পেছনে ব্যাথা হচ্ছিল। খাওয়ার সময় জিহ্বার অস্বাভাবিকতা লক্ষ্য করছিলাম। চোখের পাতা লাফাচ্ছিল। আজ সন্ধায় গোসলের সময় হঠাৎ খেয়াল করলাম, ঠিকমত থু ফেলতে পারছি না। মুখ হা করলে বামপাশে বেঁকে যাচ্ছে। গোসল করে বের হয়ে ব্লাড প্রেসার মাপলাম। ১০৫/৮০ পাওয়া গেল। ইন্টারনেটে সার্চ দিয়ে দেখলাম, বেলস পালসির সাথে লক্ষণ মিলে যায়। প্রাথমিকভাবে টেলিফোনে ডাক্তারি পরামর্শ নিয়ে বেলস পালসি সম্পর্কে নিশ্চিত হলাম।
    আপনার ফিজিওথরাপি টিপসের মাধ্যমে উপকার। হবে বলেই বিশ্বাস। ধন্যবাদ আপনার পরামর্শের জন্য।

  • @simnatman6203
    @simnatman6203 4 ปีที่แล้ว +2

    ভাই আমার মুখের এক সাইডের মেড বেশি এবং এক সাইডের মেড কম,
    আমার মুখের নাকের ডান-বাম দুদিক সমান না এখন আমি কি করব❓
    প্লিজ দয়া করে একটু বলবেন

  • @taniakhatun2714
    @taniakhatun2714 3 ปีที่แล้ว +1

    খুবই গুরুত্বপূর্ণ আপনার কথাগুলো

    • @FatemaAkter-gn3ei
      @FatemaAkter-gn3ei 2 ปีที่แล้ว

      Treatment of cerebral pulsy of women নিয়ে একটি ভিডিও করলে উপকৃত হব।

  • @Priyaislam134
    @Priyaislam134 5 วันที่ผ่านมา +1

    ধন্যবাদ ভাইয়া

  • @nigarsultana1397
    @nigarsultana1397 3 ปีที่แล้ว

    অনেক ধন্যবাদ ভাইয়া। আমার মার এ সমস্যা হয়েছে। আপনার ব্যায়ামগুলো করাবো। আমার একটা জানার বিষয় ছিল। আমার মা বলেন যে ওনার মুখ আর দাত চাবায়ে আসে। মুখের ভেতর পানি পানি লাগে। এর সমাধান কি??

  • @user-jl6qk4ot3l
    @user-jl6qk4ot3l 2 ปีที่แล้ว

    ভাইয়া আমার এই সমস্যা হচ্ছে ২ দিন যাবত, আমার বাম পাশে অবশ আর বাম কানে ব্যথা , ঘুমালে বেশি ব্যথা হয়, আমার কি করুনিয় জানালে অনেক উপকার হবে । আমি আপনার ভিডিও ফলো করছি , বায়াম করছি।

  • @atikchandrima9523
    @atikchandrima9523 4 ปีที่แล้ว

    ভাইয়া আমার মা আজ চার দিন জাবত এ সমস্যা য় আছে অনেকে বলছে এটা পেরালাইছ আপনার কাছ থেকে অনেক কিছু সিখলাম

  • @mehrinmeha3037
    @mehrinmeha3037 2 ปีที่แล้ว +1

    স্যার আজকে দুইদিন যাবৎ আমার মুখের ডান পাশটা অবশ এর মতো হয়ে গেছে।কথা বলতে আর হাসতেও পারি না, কথা বলতে গেলে মুখ বাকা হয়ে যায়। আর চোখ বন্ধ করতে পারি নাএমন অবস্থায় আমার কী করনীয়

  • @mdimamhossain555
    @mdimamhossain555 4 หลายเดือนก่อน

    আমি সৌদি আরব থেকে বলছি
    আমারও
    ফেসের বাম সাইট অভস গেছে
    কি কারনে হলো তা বুঝতে পারছি না
    দয়া করে আমাকে কিছু পদ্ধতি দিবেন বাম চোখ ছোট হয়ে গেছে শুধু পানি বেরোচ্ছে
    এখন অনেক ভয় লাগছে কি করতে পারি ভাই

  • @JannatulFerdous-uu1bx
    @JannatulFerdous-uu1bx 2 หลายเดือนก่อน

    আমার আম্মু জন্য সবাই একটু দোয়া করবেন আল্লাহ যেন তাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়।
    اَللّٰهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ بِأَنِّيْ أَشْهَدُ أَنَّكَ أَنْتَ اللّٰهُ لَا إِلٰهَ إِلَّا أَنْتَ الْأَحَدُ الصَّمَدُ الَّذِيْ لَمْ يَلِدْ وَلَمْ يُوْلَدْ وَلَمْ يَكُنْ لَّهُ كُفُوًا أَحَدٌ
    আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশ্‌হাদু আন্নাকা আনতাল্লা-হু লা ইলা-হা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ূলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ

  • @afnanhassanafif8572
    @afnanhassanafif8572 4 หลายเดือนก่อน

    স্যার দীর্ঘ দিন ধরে আমার মুখের ডান পাশ বেশি ফোলা আর বাম পাশ তার তুলোনাই কম।এটাতে আমার কোনো সমস্যা হয়না।তবে আমার ছবি তুললে তখন মুখ একপাশে উচু অন্য পাশে নিছ দেখায় এই বিছছিরি লাগে।এখন এই অবস্থা থেকে আমি কিভাবে মুক্তি পাবো।দয়া করে আমার এটার রিপ্লাই দিবেন

  • @sorhabali2757
    @sorhabali2757 4 ปีที่แล้ว +20

    Sir; আমি কথা বলতে বা হাসতে মুখ বেকা হয়ে যায় আৰ সব সময় কম্প্নন কৰে থাকে তাই যদি কিছু Medicin বা উপদেস দিতেন উপকাৰ হৈতো

    • @AsrafulIslam-gj2mf
      @AsrafulIslam-gj2mf 2 ปีที่แล้ว

      স্লামালাইকুম ভাই কেমন আছেন

    • @faridulislam4353
      @faridulislam4353 2 ปีที่แล้ว +1

      Vai apnar nurv a problem ase amar mone hay .apnar basa kothay

    • @MdRobiul-ls5bu
      @MdRobiul-ls5bu 2 ปีที่แล้ว

      ভাই শারছে নি,আপনার মুখ বাকা???প্লিজ জানান,প্লিজ প্লিজ

    • @itzazizvillagelife8232
      @itzazizvillagelife8232 2 ปีที่แล้ว

      @@MdRobiul-ls5bu আপনার ঠিক হয়েছে ভাই

    • @nhnyt5799
      @nhnyt5799 2 ปีที่แล้ว

      ভাই,,, আমারো আপনার মতো হয়েছে,,,,,, আপনি কি কোনো মেডেসিন পেয়েছেন।

  • @mida3807
    @mida3807 2 ปีที่แล้ว

    Amr mukh beke jayni kintu ami amr bam pasher facial muscle control korte parsina fully. Amr ki korte hbe.? Ki doc dekhabo?

  • @tajnahartara2322
    @tajnahartara2322 2 ปีที่แล้ว +1

    অনেক উপকৃত হলাম।💚

  • @abinashroy2720
    @abinashroy2720 2 ปีที่แล้ว +2

    স্যার এই ব্যায়ামের পাশাপাশি ওষুধ খেতে হবে কিনা

  • @Farida-fq2tu
    @Farida-fq2tu 2 ปีที่แล้ว +1

    স্যার,আমার আঘাত লাগার কারনে ঠোঁটের উপরের অংশটি একপাশে অবশ হয়ে আছে। নিরুপায়ের উপায় কি?

  • @jibonjibon5358
    @jibonjibon5358 หลายเดือนก่อน

    আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আমার ছোট ভাইর ও এ সমস্যা এখন আপনার সাথে দেখা করতে চাই আপনি কোই বসেন

  • @addyfilmsmusic7543
    @addyfilmsmusic7543 4 ปีที่แล้ว +1

    অসংখ্য ধন্যবাদ। কিন্তু শুধু ব্যায়াম করলেই কি virus মরে যাবে। আর Bell's palsy ঠিক হয়ে যাবে?

  • @mdbelal505
    @mdbelal505 2 ปีที่แล้ว

    আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটা ছাড়ার জন্য

  • @anirbandutta7819
    @anirbandutta7819 3 ปีที่แล้ว

    নমস্কার আমার মুখের ডানদিকে কোনো রকম Moovment হচ্ছে না এবং ডানদিকের চোখটি blink করছে না। কথা বলতে গেলে ঠোঁট বামদিকে বেঁকে যাচ্ছে। আমি কি Bell's palsy তে আক্রান্ত? মুখের কোন দিকে এইটি হয়েছে।

  • @abdurrouf980
    @abdurrouf980 4 หลายเดือนก่อน

    আমার ছেলের চার দিন ধরে এই সমস্যা শুধু বেয়াম করলেই ভালো হবে।নাকি কোন ঔষধ লাগবে।বয়স আট বছর

  • @mdshohansarmin6248
    @mdshohansarmin6248 2 ปีที่แล้ว

    ভাই আপনি যা যা বললেন ঠিক তেমনটাই আমার হয়েছে দুদিন আগে দয়া করে একটু বলবেন ভাই আমার কি করা উচিত খুব উপকৃত হতাম ভাই 😭😢

  • @mofazzalhossainrana6467
    @mofazzalhossainrana6467 ปีที่แล้ว

    Bells palsy r jonno choke ki drop va lubricant bebohar kora jai,,, bolben

  • @sabinayesmin3331
    @sabinayesmin3331 4 ปีที่แล้ว +1

    স্যার আমার এক বছর হয়ছে ডান চোখ স্যামান ছোট কি করলে ভাল হবে স্যার বলেন পিলজ

  • @ridoyahmed3136
    @ridoyahmed3136 14 วันที่ผ่านมา

    আসসালামু আলাইকুম স্যার আমার এই সমস্যা টা দেখা দিছে 2018 সালে তখন বুঝতে পারি নাই শুধু কয়েক দিন পরে পরে বাম চাইট ব্যাথা করে মাথা, আমি হাশি দিলে বা কথা বললে, উপরে দিকে তাকালে, ছবি তুললে এই কারণ গুলোতে বুঝা যাই বাম দিতে বাকা দেখা যাই, মানুষে আমারে নিয়া মজা করে, আমার পাশে কেউ নাই যে ডাক্তার এর কাছে নিবে টাচ মোবাইলও ছিলো না যে আপনাদের ভিডিও দেখে বুঝতে পারবো আমার এই সমস্যা হয়ছে।😭😭😭😭😭😭 কি করবো আমি আমার বাকা মুখ সোজা হবে নি স্যার। বাকা মুখ সার্জারি করা যাই নি প্লিজ স্যার রিপ্লাই দিন।🙏🙏🙏😭😭😭😭😭

  • @jannatbristy3487
    @jannatbristy3487 ปีที่แล้ว

    Assalamualaikum sir.amar sele kaner niche fule jay.tarpor tritment a valo hoy kintu gal ta chepe gese.orthat bam pase hoyesilo bam paser galta chepe gese.ami onk tension a asi.doctor dekhaise tini tan pase exercise dise bam pase dai nai ata keno korlo.please reply dile ami onk upokrito hobo karo jodi amon hoye thake bolben pkease

  • @user-hm7so6uf5b
    @user-hm7so6uf5b 4 หลายเดือนก่อน

    আমার মুখ বাকা হয়ে গেছে ৩৫ বছর আগে এখন কি ভালো হবে প্লিজ উত্তর দেন।

  • @sadiaislam-rb3yt
    @sadiaislam-rb3yt หลายเดือนก่อน

    sir amr 2019 sale hoicilo.... ami 90% sostho hoi...alhon o halka problem ace...ami ki r valo hobo na...doya kore janaben

  • @RukuMoni-io1vc
    @RukuMoni-io1vc 9 หลายเดือนก่อน

    sir amar baba er o emon hyse,,onk voye aci chintay achi

  • @rituritu7498
    @rituritu7498 ปีที่แล้ว

    আসসালামু আইলাকুম ভাইয়া আমার আজ এক সপ্তাহ এমন আমি এখন কি করব এটা জন্য কি কোন ওষুধ খেতে হবে নি। জানলে আমাকে বলেন।

  • @joyetachakma2210
    @joyetachakma2210 ปีที่แล้ว

    Sir আমার যখনি কোনো সমস্যা হয় আমি আপনার ভিডিও দেখি.........❤️❤️❤️

  • @user-ex2li1rw5z
    @user-ex2li1rw5z 9 หลายเดือนก่อน

    স্যার আমি প্রবাসে আছি এখন আমার এই সমস্যা টি দেখা দিয়েছে সমস্যাটা দেখা দিয়েছ হলো আমি কাঠমিস্তির কাজ করি কাঠ কাটার সময় ছোট্ট এক টুকরো কাঠ এসে চোখে লাগে, চোখে লাগার পরদিন থেকে আমি বুঝতে পারলাম আমার মুখের এক সাইড কাজ করছে না দয়া করে জানাবেন আমার এখন করণীয় কি

  • @shitoldas4931
    @shitoldas4931 ปีที่แล้ว +1

    আজকে এই সমস্যার জন্য ডাক্তার দেখাইয়া আইলাম।দোয়া রাখবেন সবাই আমার জন্য যেনো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি।

    • @biplobreza3940
      @biplobreza3940 ปีที่แล้ว

      আপনার সমস্যা ঠিক হইছে ভাই?

    • @shitoldas4931
      @shitoldas4931 ปีที่แล้ว

      @@biplobreza3940 এখনো পুরাপুরি ঠিক হয় নাই ভাইজান

    • @joyahmedsany7044
      @joyahmedsany7044 ปีที่แล้ว

      Ki medicine khaichilen vai

  • @rubayajahan5441
    @rubayajahan5441 2 ปีที่แล้ว

    Vaiya amr babar mukh baka r jonno kotha ta clear ashce na ...abr alajihbba ta kemon Jani hoye ache kotha clear ashce na ... doctor onk dekhano hocce bt kono valo treatment pacci na ei bishoye apni kichu bolte parben ki ... apnar ei tips dekhe korchi ekhon ager theke ekto valo hocce .. ekhon kothar clear hoyar jonno ki korte Hobe vaiya plz ekto bolen

  • @munnamondal661
    @munnamondal661 ปีที่แล้ว

    বলছি স্যার কোমরের Pain হলে কি বিয়াম করবো, একটু বললে ভালো হয়.

  • @shahanazbegum4268
    @shahanazbegum4268 ปีที่แล้ว

    ভাই আমার স্বামী ঠিক আপনি যা বল্লেন এই সমস্যা। কোন ঔষধ আছে কি।অনেক ধন্যবাদ।

  • @achieveradmission
    @achieveradmission ปีที่แล้ว

    আমি ইশ্বরের কৃপায় ভালো হয়েগেছি। প্রথমে খুব ভয় পেয়েছিলাম। চার মাস কিছু
    ব্যায়াম করার পরে ঠিক হয়েগেছি।

  • @afsanamimiakhi1677
    @afsanamimiakhi1677 3 ปีที่แล้ว

    Vaia amr pray ak soptah theke mukh baka hosse .Ami bujte pari ni .ar ak cokh diye sudhu Pani pore tai cokher dakter k dekhaisi.dakter amr cokhe injection dise ...akhn peralysis ar cikitsa nissi osud khassi .to injection ki kono bad effect korbe?? Vaia aktu bolen plz

  • @chandansarker1993
    @chandansarker1993 8 หลายเดือนก่อน

    এই রোগটা আমার হইছে এখানে কোনো চিকিৎসা নাই ব্যায়াম করতেছি এখন কি কি ঔষুধ খেলে তারাতারি ঠিক হবে

  • @keyamoni3945
    @keyamoni3945 ปีที่แล้ว +1

    Ata ki puro puri vabe sere utha somvob?

  • @user-zh8hv8fc8d
    @user-zh8hv8fc8d 8 หลายเดือนก่อน

    আচ্ছা সার আমার মুখের এক পাসের গাল ফুলা বেশি আরেক পাসের গালের ফুলা কম হাসলে মুখের এক পাস বেকা হয়ে যায়, আর ছবি তুললে মুখের ছবি বেকা আসে --সার আমার এই সমস্যা টা অনেক দিনের সমস্যা এখন সার কি খেলে মুলের দুই পাস সমান থাকবে সার একটু বলবেন সার প্লিজ

  • @mdrashedkhan1776
    @mdrashedkhan1776 2 ปีที่แล้ว +1

    আলহামদুলিল্লাহ আমি ও অনেক সুস্থ আমার হয়েছিল

    • @sumaiyaislam5515
      @sumaiyaislam5515 2 ปีที่แล้ว

      Kivabe susto hoyechen plz ektu bolen

  • @shakilhossainsaboz2927
    @shakilhossainsaboz2927 5 ปีที่แล้ว +1

    ami ai roge akranto
    and amr kaner pase pain to pain er jonno ami ki korte pari?

  • @Horrorbangla823
    @Horrorbangla823 2 ปีที่แล้ว

    sir amr lip muocele oparetion hoise... Akhn kotha bolle r hasle... Jei pashe oparetion hoise oi pash baka hoiye jay akhn ki korte pari... Bolle onk upokar hoito...plz bolen

  • @mdhumayonrashid9262
    @mdhumayonrashid9262 5 ปีที่แล้ว +1

    Amar 8 bosor Meyer bells palsy hoise 2 weeks dhore.akhon ki kono oshudh khete Hobe naki shudhu exercise korlei Hobe? Plz janan.....

    • @DrSaifulPhysiotherapist
      @DrSaifulPhysiotherapist  5 ปีที่แล้ว

      আপনি এক্সারসাইজগুলো সুন্দর করেন । উপকৃত হবেন । প্রয়োজনে ভিশন ফিজিওথেরাপি সেন্টারে ( হাউজ ২৩, লেক ড্রাইভ রোড , সেক্টর ৭, উত্তরা, ঢাকা । এপয়েনম্যান্ট ০১৯৩২৭৯৭২২৯) ভিজিট করতে পারেন । এছাড়া আরো কোন পরামর্শের কলও দিতে পারেন ০১৭৮৭১৫২৮৭২

    • @4bgamer674
      @4bgamer674 3 ปีที่แล้ว

      @@DrSaifulPhysiotherapist 2tiyo number taki apner

  • @ishanarahman4274
    @ishanarahman4274 4 ปีที่แล้ว

    @Dr Saiful, physiotherapist vaia amar onno kono sharirik oshubidha hoy na kintu mukh baka. Eta onek bochor dhore. Ami ki beyam gula try kore dekhbo?

  • @sharminkoly1446
    @sharminkoly1446 3 ปีที่แล้ว

    Vai,amar 9month age,ai problem hoyece,therapy diye 90% improve hoice.but eye pain,water fall when I eat only, some times eye area lafalafi kore.eye dr.dekhaicilam.apni aktu information dile valo hoto.

  • @MasumaAkhi
    @MasumaAkhi 9 หลายเดือนก่อน

    Amr o airokom hoyesilo..Allah rohomote Ami 15 din er mathay sustho hoyejai..

    • @DolaAnik
      @DolaAnik 7 หลายเดือนก่อน

      আপু কোন থেরাপি নিছিলেন?
      আর কি কি করতেন বলবেন প্লিজ

  • @user-uu5bd2ot3h
    @user-uu5bd2ot3h ปีที่แล้ว

    স্যার আমার মুখের উভয় পাশে কোন কাজ করে না এবং চোখ বন্ধ হয় না। আমার জন্য একটা সলিউশন দিবেন প্লিজ???
    সম্পুর্ন চেহারা অবস হয়ে আছে। মুখে পানি নিলে পরে যায় কুলি করতে পারি না

  • @md.masudrana1364
    @md.masudrana1364 ปีที่แล้ว

    অসাধারণ ভাইয়া
    আমার জন্য দোয়া করবেন।

  • @foysolahmad2536
    @foysolahmad2536 2 ปีที่แล้ว

    Assalamualiqum sir ..sir Amar 2 mounth hoise bell,s pluse effect hoise..Ami terpy Nicci..ager Teke aktu improve Hoise..Tobe Amar effect eye ta akono Boro Roye gese..lip ta hashi dile beke jay..so sir plz plz plzzzz kicu suggest koren amake... Plz sir.

  • @MdAnamul-ym3uk
    @MdAnamul-ym3uk 2 ปีที่แล้ว

    স্যার জন্মগত ভাবে মুখ বাকা হলে করনীয় কি? তার বয়স ২৩ বছর এটা কি ভালো হওয়ার সম্ভাবনা আছে? দয়া করে জানাবেন

  • @marufalam3290
    @marufalam3290 3 ปีที่แล้ว

    Sir Jodi shudhu exercise gola kori..r therapy Jodi na dei tahole kono prblm hobe ki?

  • @sohelkhancse
    @sohelkhancse ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম, ভাই আমার বয়স ৩২ আমি গত ১৬/০৪/২০২৩ আমার মুখ বাকা হয়ে যায়। পরের দিন আমাই United Hospital এ ডক্টর দেখাইছি। গত কাল ও আজ থেরাপি দিয়েছি। হাই পাওয়ার এর অষুধ খাচ্ছি। বাসায় ব্যাম করছি। এবং নিজে ও থেরাপি র মেসিন কিনেছি সামনে ঈদ বাড়ি গিয়ে থেরাপি দিবো। সব রকম চেস্টা চালাচ্ছি বাকি আল্লার ইসসা। কিন্তু আমি মনে মনে ভয় পাচ্ছি। দয়া করে রিপ্লায় দিবেন সাজেস্ট করবেন

  • @sadiaafrin1315
    @sadiaafrin1315 ปีที่แล้ว

    ভিডিও তে যে বলা হয়েছে, জিহবার ব্যায়াম এর আরেকটা ভিডিও আছে।সেই ভিডিও টা কোথায় পাবো। বললে ভালো হয়।

  • @user-re1yq9du3q
    @user-re1yq9du3q ปีที่แล้ว

    Vaya..amr celer boys 17 month..o pore giecilo..1 kon or hasle r kanle omn muk beke jasce

  • @ahmedalamin725
    @ahmedalamin725 4 ปีที่แล้ว +2

    হ্যালো স্যার। স্যার আমার এই সমস্যাটা গত দুই বছর হয়ে গেছে মুখ বেঁকে গেছে এবং নাক টা ও বেঁকে গেছে। ও চোখ একটা ও ছোট হয়ে গেছে। অ মুখের ডান পাশ বাম পাশের দিকে তাকালে সমান মনে হয় না বেশ কম লাগে। অনেক ডাক্তারও দেখিয়েছি। ওষুধ খেয়েছি কিন্তু কোন ফলাফল পাইনি রূগটা ভালো হয়নি। তারপর ফিজিওথেরাপি ও করলাম মুখে অনেকদিন থেরাপিও দিলাম প্রায় দুই মাসের মতন থেরাপি দিয়েছি কিন্তু ভালো হয়নি ঠিক আছে একটু ভালো হয়েছিলো।কিন্তুু পরে দেখি আবার যেই সেই মুখ টা আরো বেশি বাকা হয়ে গেছে। দয়া করে স্যার এখন আমি কি করতে পারি একটু জানাবেন স্যার অনেক চিন্তিত আছি।অনেক টেনশনে আছে।