সাধারণ মানুষের জন্য যত আইন, অথচ পুলিশের যে কত গাড়িরই কাগজ পত্র খুজে পায়নি গত আন্দোলনের সময় তা কি ভুলে গেছি।। বর্তমানেও অনেক পুলিশ আছে কাগজ পত্র হেলমেট ছাড়া গাড়ি চালায়।।
দেশের সব আইন প্রয়োগের ক্ষমতা দেখানো হয় সাধারণ মানুষের উপর। কি যে একটা অবস্থানের মধ্যে আমরা বসবাস করছি সাধারণ মানুষগন তা একমাত্র আল্লাহ তায়ালাই জানেন।
@@Sigmarafi4029 হাসাইলেন ভাই। আমি বাড়ি থেকে ১০ কিমি দূরে বাঁশ খাইয়া পুলিশরে বলবো কাগজ তো বাসায় রাইখা আসছি, নিয়া আইতাসি।🤣 কোন দেশের ট্রাফিক আইন এইটা ভাই।😐 পুলিশ আমারে আদর করবে।😑
পুলিশ সব সময় আইন মেনেই কাজ করেন।তাদের মত ভাল আর কোন দপ্তরে নাই।তাদের সম্পর্কে জনগন সব বুঝে কিন্তু কিছুই করতে পারে না ।তবে আল্লাহ্ অবশ্যই বিচার করেন এবং করবেন ইনশাআল্লাহ ।
মটরবাইক্ এর বিষয়ে যে ভাবে পুলিশ গুরুত্ব দেয়, সেইভাবে যদি মাদক চোরাচালান সহ বিভিন্ন ধরনের সিন্ডেকেট ও কিশোর গ্যাং দের বিরুদ্ধে যদি পুলিশ তৎপর হতো তাহলে আমাদের দেশ অনেক এগিয়ে যেতো।
দেশে প্রতিদিন কতো কোটি কোটি টাকার মাদক ধরা হয় সে বিষয় কি আদো জানেন.? নাকি অ্যান্দাজে কমেন্ট করলেন.? না জানলে কোনো থানায় গিয়ে দেখে আসিয়েন ডেইলি কতো মাদক ধরা হচ্ছে। অথবা কোর্টে গিয়ে খোঁজ নিয়েন প্রতি সপ্তাহে কি পরিমাণ মাদক ধংশ করা হচ্ছে৷
কখনো জানতে চান নাই এবং শুনতে চান নাই তাই শুনেন নাই। অনেক ক্ষেত্রে ডিউটি রত অবস্থায় পুলিশের কাছে জব্দ কৃত গাড়ি চালিয়ে থানাতে নিয়ে যেতে হয় সে মুহুর্তে সেই পুলিশ সদস্যের কাছে কাগজ, হ্যালমেট না থাকায় স্বাভাবিক। আর পুলিশকে গাড়ির জন্য মামলা দেয় কি দেয় না সেটা জানতে হলে ম্যাজিস্ট্রেটের সঙ্গে যোগাযোগ করুন অথবা একদিন সার্জেন্ট এর সাথে থেকে ডিউটি করুন। নিজেই দেখতে পাবেন মামলা দেয় কি দেয় না।
পুলিশের উচিত বাংলাদেশের প্রতিটি নাগরিককে স্যার সম্বোধন করা। কারণ তাদের টাকায় পুলিশ বেতন পায়। কিন্তু অধিকার পুলিশ নাগরিকদের সাথে খুব কুরুচিপূর্ণ আচরণ করে।
অন্যান্য বাহিনী বা অন্যান্য সরকারি কর্মচারী কর্মকর্তা বৃন্দ জনগণের টাকায় বেতন পায় তাহলে তারাও কি জনগণকে স্যার বলে সম্বোধন করবে উত্তরটা জানতে চাই? আপনাদের মত কিছু নির্বোধ মানুষের জন্যই বাংলাদেশে এই অবস্থা
ha ... obosshoi bolte hobe ... jodi she oporadhi proman na hoi .... and oporichito hoi... ha apni jodi porichoi janen she riksha wala tobe take apni kore bolte paren jodi apni tar che boro kaj koren ... but na janar age apnake sir bole shombodhon korte hobe jodi apni shochib o hon tobuo....
এরকম করলে কিছুই হবে না সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই জালেমকে হঠাতে হবে, ঘরে বসে থাকলে তো আল্লাহ সাহায্য করবে না এরকম হলে বিশ্বনবীর ঘরে বসে থাকতো, বদরের যুদ্ধে ওহুদের যুদ্ধ না করে, তাই সবাই মিলে এই জালিমকে হঠাৎ হবে, যখন সবাই এই জালিমকে হটানোর জন্য একত্রিত হবে তখন আল্লাহ সাথে সাথে আমাদেরকে সাহায্য করবে
কাগজপত্র সংশোধন পুলিশের কাজ না। বিআরটিএ আছে তার জন্য। কাগজপত্র না থাকলে মামলা হবে বাইকের সেইটা তো আইনে আছেই। আর তার জন্য জরিমানারও বিধান আছে৷ আগে পুলিশ ৫০০/১০০০ খেয়ে ছেড়ে দিতো তখনও পুলিশের দোষ হত, এখন মামলা দিলেও পুলিশের দোষ হয়। তাহলে পুলিশ কোথায় যাবে? 🤔
এ যেন সিনেমার কোন শুটিং নয়,এ যেন মন ভেঙে যাওয়ার এক হৃদয় বিদারক ঘটনা যা আশিকের জীবনে ঘটে গেলো। বাংলা সিনেমার গল্পকেও যেন হার মানিয়ে দেখিয়ে দিলেন দেশবাসীকে রাগ আর জিদ কাকে বলে।
৫ টা মিনিট তাকে বিশ্বাস করে সময় দিলে কি এমন ক্ষতি হতো। অমানবিক নিষ্ঠুর মানুষ। ধিককার জানাই এমন পুলিশ সার্জেনট কে। যারা মানুষের মনটাকে একটু বোঝার চেষ্টা করে না
ভাই ৫ মিনিট না, ১ ঘন্টা সময় দিবে,, কাগজ আনার জন্য কিন্তু তার বাইক টি রেখে যেতে হবে,,, বাইক সহ ছেরে দিলে কেউ আসবে না, আর আগে যেহেতু ৪০ হাজার টাকার মামলা খাইছে, তার মানে আপনার বুঝতে হবে তার গাড়িতে ঝামেলা আছে, পুলিশ খারাপ সবাই জানে কিন্তু আগে ঘটনা বুঝেন তার পরে মন্তব্য করেন
@@imran-1k নিয়ম অনুযায়ী বাইকের মালিক কাগজ দেখানোর জন্য ২৪ ঘণ্টা সময় পাওয়ার কথা। এই আইন টা অতি উৎসাহী পুলিশের কারণে অনেকেই এপ্লাই করতে পারেন না। এটা একটা সমস্যা। আর আমাদেরও জ্ঞান - সাহসের অভাব।
আমিও অনেক ভোগান্তির মাঝে ছিলাম জানিনা কোন দিন ট্রাফিক সহ তাদের গাড়িও জ্বালিয়ে দি নিজেরটা জ্বালাবো আর তাদেরটা বাইচা থাকবে অসম্ভব ট্রাফিকসহ জ্বালায় দিমু 😠😠😠😠😠
মোটরসাইকেল হারিয়ে গেলে পুলিশের বাপের সাধ্য নাই উদ্ধার করে মানুষকে সাহায্য করার 😭 মোটরসাইকেল পেলেই উনাদের মতো নিষ্ঠাবান পুলিশ মনে হয় দেশে আর খুঁজে পাওয়া যাবে না।এমন একটা ভাব ধরে পারলে আইনের সব ধারা এখানেই প্রয়োগ করে 😭
কাগজ দেখানোর সুযোগ মানে কি বাড়িতে রাইখা আসা নাকি? তাইলে তো যেকোনো জায়গায় ধরা খাইলেই সবাই বলতো বাড়ি রাইখা আসছি কাগজ।।নিয়া আসতেসি। মামলা দিয়েন নাহ।😐😐😐 আবার ১১৮ জন লাইক ও দিসে এই কমেন্টে। ভাইরে ভাই। মানুষ পারেও।
অন্যের ঘাড়ে জীবন চালান তাই এমন কথা বলতে পারছেন, পুলিশের সাথে আসামীর পূর্ব পরিচয় থাকে না আসামির মনোভাব আসামি ধরা পড়ে পুলিশের কাছে। সত্য মিথ্যার পরিচয় মানুষ দেখলেই কিছুটা অনুমান করা যায়
আল্লাহর কসম ওরা কোন আইনের কাজ করে না ওরা শুধু টাকার জন্য কাজ করে জনগণের ভালোর জন্য না আর উনি যদি এখানে যদি ওদেরকে যদি টাকা দিত তাহলে সবকিছু সমাধান হয়ে যেত
বাংলাদেশের শুধু এই একটা আইনই ১০০% পালন করেন আমার পুলিশ ভায়েরা।কিন্তু রাস্তার উপর ফুটপাতে দোকান গুলো তাদের নজরে আসেনা।বাইক রাস্তার পাসে রাখলো কেন এটাই বাইকারের অপরাধ।
@@sunnyobuzz5141 আপনি কি সেই ট্রাফিক পুলিশের ঘুষ খাওয়া দালাল !? সব জায়গায় আলতু ফালতু কমেন্ট করে যাচ্ছেন। অন্যের বিপদে খুব মজা নিচ্ছেন তো !? গর্তে পড়তে আপনারো বেশি দেরি নেই। তখন অন্যরাও আপনার অসহায়ত্বের তামাশা উড়াবে। আশা করি আপনি তখন তাদের এপ্রিশিয়েট করবেন।
@@sunnyobuzz5141 ও আরেকটা কথা, তখন কিন্তু আবার যাদের কাছে বখরা খেয়েছেন বা খাচ্ছেন তাদের সাথে পল্টিবাজি করে উল্টো তাদের সহ দুনিয়ার সব লোকের বদনাম করেন না !! কেমন !!?
এরকম করলে কিছুই হবে না সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই জালেমকে হঠাতে হবে, ঘরে বসে থাকলে তো আল্লাহ সাহায্য করবে না এরকম হলে বিশ্বনবীর ঘরে বসে থাকতো, বদরের যুদ্ধে ওহুদের যুদ্ধ না করে, তাই সবাই মিলে এই জালিমকে হঠাৎ হবে, যখন সবাই এই জালিমকে হটানোর জন্য একত্রিত হবে তখন আল্লাহ সাথে সাথে আমাদেরকে সাহায্য করবে
মোটরসাইকেলের মালিককে ফাঁসি দেওয়া হোক। ফেরেস্তার মতো পুলিশকে অপমান করেছে। তাকে ক্রস ফায়ারও করা যেতে পারে। পুলিশ হচ্ছে সরকারের সন্তান, তাদের অপমান কোনো ভাবেই মেনে নেওয়া হবে না। প্রয়োজনে পেট্রোল অকটেনের মূল্য ৫০০ টাকা করা যেতে পারে।
আজকাল এমন অর্থ কষ্টের, মনন কষ্টের সাহসিও আছে, 🥺🤔😔 যে কিনা নিজের বাইক জ্বালিয়ে মনন প্রয়াসের লুকায়িত ক্ষোভ ঝাড়ে। :::::🤕🇧🇩 এটাই বর্তমান বাংলাদেশের হাইলাইট দৃশ্যত🕳️
নসিমন, করিমনে জীবনের ঝুঁকি নিয়ে মানুষ চলে সেখানে ট্রাফিক পুলিশ তৎপর নয় কিন্তু মটর সাইকেলে সব আইন প্রযোজ্য। দ্বিমুখী নীতি পরিহার করার জন্য পুলিশ প্রশাসন কে করজোড়ে অনুরোধ করছি।
কাগজ থাকলেও মানতে চায় না, দাড়ালেই মামলা,আমার সব কিছু ওকে কিছু দিন আগেও ৪২০০ টাকা দিতে হলো, প্রথমে থামিয়ে একটা সই নিয়ে তার পরে কথা বলে তাহলে পাবলিকের কিছু করার থাকে সই নেওয়া হলে কিছু করার থাকে না😥
অবশ্যই পারি। ভাই ৭ দিনেই বাইকের নাম্বার করা যায়। নাম্বার হলে বাইক বৈধ। ৩ মাস লাগুক আর ৬ মাস লাগুক, নাম্বার ছাড়া বাইক রাস্তায় নামানো দন্দনিয় অপরাধ। বাইক রাস্তায় নামালে বাইকের প্রমাণপত্র অবশ্যই সাথে রাখতে হবে, তা না হলে পুলিশ মামলা দিবে। বুচ্ছেন। আপনি আইন মেনে চলুন পুলিশ মামলা দিবে না। আর সব ঠিক থাকার পরেও যদি মামলা দেয় তবে আপনার এলাকায় জাতীয় প্রেসক্লাবের যে শাখা আছে সেখানে গিয়ে আপনার অভিযোগ জানাবেন।
@@thejatiobhai9472 ভাই আইন মেনে চলাই ভালো। কারণ বাইক নিয়ে সারা দেশে অনেক হইচই হয়েছে। তাই বাইকের উপরে খুব করাকরি আইন প্রয়োগ চলছে সারা দেশে। তবে বাইকের শোরুম এর কাগগ বা নাম্বার করার আবেদন পত্র থাকলেও অনেক সময় পুলিশ মামলা দেয় না, তবে এটা পুলিশের ইচ্ছার উপরে নির্ভর করবে।
এই সমস্যার মধ্যে আমিও পড়েছি, আমি ও অনেক জরিমানা দিয়েছি, এমনকি তাদের বাপের কালি গাড়ি রেখার করে নিয়ে জায়,এটা কিসের আইন ধিক্কার জানাই এদের মত সার্জন এবং পুলিশদের,
পুলিশ কে মানবিক মূল্যবোধের শিক্ষা দেওয়া উচিত। সে যেহেতু ৫ মিনিট সময় চেয়েছে তাকে সময় দেওয়া উচিত ছিল। যদি কোন ছাত্র লীগ নেতা হত তাহলে তো গাড়ী তো ধরতো না আবার চাকরি টা যেতো।
এত টাকার বাইকে কি আর সুখে আগুন দেয়। যে সমস্যায় থাকে সেই জানে এর কত জ্বালা। সঠিক তদন্ত হওয়া উচিত। আমাদের দেশে দূর্নীতি আছে এটা অস্বীকার করার উপায় নেই। তবে সবাইকে অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।
বাংলাদেশের মানুষের এমন করুণ পরিণতি হয়েছে যা বলার ভাষা নেই । রাস্তা, বাজার ঘাট, স্কুল কলেজ, হাসপাতাল, গাড়িঘোড়া এককথায় সমস্ত জায়গায় এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে, যেটা বলার বাইরে। আল্লাহ তাআলা কবে যে আমাদের এই অবস্থা থেকে মুক্তি দিবেন ।
জনাব পুলিশ কি জনগণের বন্ধু না শত্রু যে জনগণের অনুরোধ পর্যন্ত গ্রহণ করতে চাচ্ছে না। আমি মনে করি খুব দ্রুত পুলিশকে এই বিষয়ে উপলব্ধি করা উচিৎ। আল্লাহপাক আমাদের সবাইকে পরিপূর্ণ ঈমান ও হেদায়েত দান করুন । আমিন । ধন্যবাদ ।
আপনার চেয়ে অনেক সচেতন গাড়ীওয়ালা সার্জেন্টের হাতে মামলা খায়, পুলিশের হাতে যতগুলো ধারা আছে, আপনার ততোটা লোম নেই। ৫০০ টাকা দিবেন, ধারা গায়েব। বিআরটিএ 'তে ঘুষ ছাড়া brand new মার্সিডিজের ফিটনেস পাবেন না।
@@humayunkabir2927 এইযে ভাই এখানে সব গাড়িওলার কথা বলা হয় নি। উনি অল রেডি তিন বার মামলা খেয়ে কাগজ ছাড়া কেন বের হলেন? আর এটা শুধু বিআরটিতে ই না। এটা সারা বাংলাতেই ভাই৷ এটাই আমাদের প্রাণের বাংলাদেশ
কি যেন হয়েছে দেশের সব জায়গায় সাধারন মানুষের হাহাকার
Apni bujte parchen na ki hoyeche?? Naki bujte chaichen na..
এর শেষ কোথায়
@@abreshamdoha9164 ha vhai,ami bujhtesi na,apni ki bolte chatsen?
Tik
বাইনচোদ কাগজ ছাড়াই রাস্তায় নামছে কেন। এর আগে কাগজ ছাড়াই তিনবার মামলা খাইছে। মনে ছিলনা
সাধারণ মানুষের জন্য যত আইন, অথচ পুলিশের যে কত গাড়িরই কাগজ পত্র খুজে পায়নি গত আন্দোলনের সময় তা কি ভুলে গেছি।। বর্তমানেও অনেক পুলিশ আছে কাগজ পত্র হেলমেট ছাড়া গাড়ি চালায়।।
এক মাত্র আল্লাহ ছাড়া সাধারণ মানুষের কষ্ট দেখার কেউ নেই ।
Allah gorib manusher kosto dakhay na
ঠিক বলছেন ভাই🥰🥰
তবু্ও আমরা আল্লাহর দেখানো পথে চলি না
@Rakibul Hasan tr t rtr
RIGHT
দুঃখ লাগে বাংলাদেশের আইন শুধু সাধারণ মানুষের জন্য 🤭🤭🤭🤭🤭
আসলে সোনার দেশ বলে সবাই মুখরিত কিন্তু এমন সব ভিডিও দেখলে তো
মোটর সাইকেল এর আইন নিয়ে পুলিশ প্রশাসন যতটুকু তৎপর। অন্য বিষয়ে ততটুকু তৎপর দেখা যায় না।।
100% right
R8
karon, beshirvag oporadh bick use korei shongotitho hoy
Vhai,,sobi taka!!
@@jodorwot4474 tur moto musher toh manob shomajei thakar odikar thaka uchit na, ami emon ki kharap kotha bollam? je amar maa'k cho** shuro korte hobe?
পুলিশ এত বিরক্ত করে যা বলার বাহিরে,
কষ্ট লাগে তখন যখন সব ডকুমেন্টস থাকার পরেও একটা না একটা ইস্যু খুজে নেয়
টাকা খাওয়ার জন্য অজুহাত বের করে।
@@yeasirarafat5580 সেটাই ভাই
যে ইস্যু টা ধরা হয় সেটা নিশ্চয়ই বাংলাদেশে অনুমতি আইনের বাহিরে না..?
আপনি বাইক চালাবেন অবশ্যই সকল নিয়ম জেনে এবং মেনে চালাবেন কারো বাপের সাধ্য নাই আপনাকে মামলা দেওয়ার।
বাইক চালাবি রাস্তায় আর কাগজ থাকবে ঘরে তাও একবার না, তিনবার মামলা খাওয়ার পরেও।
কাগজপত্র বারবারই বাসায় রেখেই তার রাস্তায় নামা উচিত হয়নি। ১/২ বার মানা যায়..
বারবার এমন করাটা কিন্তু এই লোকেরও গাফিলতি
দেশের সব আইন প্রয়োগের ক্ষমতা দেখানো হয় সাধারণ মানুষের উপর। কি যে একটা অবস্থানের মধ্যে আমরা বসবাস করছি সাধারণ মানুষগন তা একমাত্র আল্লাহ তায়ালাই জানেন।
আসলে তীব্র অর্থ কষ্টে তার মন মেজাজ একদম খারাপ
😓😢😓
আসলে অভাব অনেক বড়ো একটা অভিশাপ 😢😪😪😪
হায়রে আইন 😭😭😭😭এই আইনটি যদি আজকে সব ক্ষেত্রে সমান ভাবে মানা হতো তাহলে দেশটা আজকে অনেক ভালো থাকতো।।।
R8
সাধারণ মানুষ যেয় কত কষ্টে আছে এটা তার প্রমাণ
Right
😄😄😄🤣
banchod ain manbi na abr kahini
এর আগে কতবার বাঁশ খাইসে নিজেই কইলো। তো চারটা কাগজ বাইকে রাখতে এত্ত প্রব্লেম কই? নিজে ঠিক থাকলে ১০০ জন ভুল হইলেও তখন পক্ষে কথা বলা যায়।
ekta baler desh baldesh
cholse hawar upore
আমরা সাধারন মানুস অনেক কস্টে আছি। মাজে মাজে তো গলায় দড়ি দিতে ইচ্ছে করে। 😭😭😭
মুখ না খুলে মাঠে না নামলে তাই করতে হবে জনগণকে
এর আগে কতবার বাঁশ খাইসে নিজেই কইলো। তো চারটা কাগজ বাইকে রাখতে এত্ত প্রব্লেম কই? নিজে ঠিক থাকলে ১০০ জন ভুল হইলেও তখন পক্ষে কথা বলা যায়।
দিবো ভাবছি😭
@@muntasirsifat8635 গাড়ীর প্রয়োজনিয় কাগজ সঙ্গে না থাকলে অবশ্যই কাগজ দেখানোর সুযোগ পাবে গাড়ীর মালিক ।
@@Sigmarafi4029 হাসাইলেন ভাই। আমি বাড়ি থেকে ১০ কিমি দূরে বাঁশ খাইয়া পুলিশরে বলবো কাগজ তো বাসায় রাইখা আসছি, নিয়া আইতাসি।🤣
কোন দেশের ট্রাফিক আইন এইটা ভাই।😐
পুলিশ আমারে আদর করবে।😑
বিচার একদিন হবেই হবে ইনশাআল্লাহ
আগেকার ইংরেজরা আর এখন কার পুলিশ... এই ২টার মধ্যে কনো পার্থক্য নেই..😢😢
🤣
Thik
একদম ঠিক, তাও ইংরেজ বা তালেবান এর হাতে দেশ চলে গেলে ভালো
ঠিক বলেছেন
পুলিশ হলো অবৈধ সন্তান
এসব পুলিশের উপর আল্লাহর গযব আসুক।। আমিন
Amin
আমিন
আজাইরা চোখ বন্ধ করে পুলিশের উপর বদদোয়া না দিয়ে ভালোভাবে ভেবে দেখেন দোষটা আসলে কার।
পুলিশ পুলিশের কাজ করেছে আপনি পুলিশ হলে বুঝতেন
amin
200 taka dilay bap dakiya cariya ditoh haram kurar dol
পুলিশ আসলেই মানুষকে হয়রানি করে বেশি
আর কথা তো শুনতে চায় না পুলিশ
কথা শুনলে হারাম খোরেরা হারাম খাবে কি করে ??
Kotha sunle tader chakri thakbe na...tader direct order ache ashob ar...😑
আবালের মত কথা বলেন কেন ভাই? বাইকের কাগজ দেখবে না টাফিক তা কেমন করে হয়।আপনার কাগজ আছে সেটা ছারা বের হবেন কেন বলেন।
শুধু পুলিশ না পুলিশের বাবাও করে
রাইট
এভাবেই হোক প্রতিবাদ।
পুলিশ সব সময় আইন মেনেই কাজ করেন।তাদের মত ভাল আর কোন দপ্তরে নাই।তাদের সম্পর্কে জনগন সব বুঝে কিন্তু কিছুই করতে পারে না ।তবে আল্লাহ্ অবশ্যই বিচার করেন এবং করবেন ইনশাআল্লাহ ।
হে আল্লাহ সব অপরাধের বিচার করবে...
অনেক সুন্দর মন্তব্য করছেন
মটরবাইক্ এর বিষয়ে যে ভাবে পুলিশ গুরুত্ব দেয়, সেইভাবে যদি মাদক চোরাচালান সহ বিভিন্ন ধরনের সিন্ডেকেট ও কিশোর গ্যাং দের বিরুদ্ধে যদি পুলিশ তৎপর হতো তাহলে আমাদের দেশ অনেক এগিয়ে যেতো।
রাইট
রাইট
Sotti kotha bolechen
ঠিক
দেশে প্রতিদিন কতো কোটি কোটি টাকার মাদক ধরা হয় সে বিষয় কি আদো জানেন.?
নাকি অ্যান্দাজে কমেন্ট করলেন.?
না জানলে কোনো থানায় গিয়ে দেখে আসিয়েন ডেইলি কতো মাদক ধরা হচ্ছে। অথবা কোর্টে গিয়ে খোঁজ নিয়েন প্রতি সপ্তাহে কি পরিমাণ মাদক ধংশ করা হচ্ছে৷
সরকারের অশান্তিতে আমরা এখন মানসিক ভাবে অসুস্থ 😥
Respect🔥
আইন কি শুধু সাধারণ মানুষের জন্য। পুলিশ যখন অন্যায় করে এবং সাধারণ মানুষ কে শুধু শুধু হয়রানি করে তখন পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না কেন।
ওনারা যে ধোঁয়া তুলসী পাতা তাই!
ora toh sekhasir chely
পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিলে সরকার টিকবেনা তাই
আমাদের দেশের প্রশাসন এর ব্যবহার দেখলেই মনে হই শুধু উনারাই মানুষ আমরা মানুষ নই😢
আইনের দোহাই দিয়ে যে অন্যায় গুলো করছেন সাধারণ মানুষের সাথে এর বিচার আল্লাহ একদিন ঠিকই করবেন।
ইনশাআল্লাহ
Right
InssAllah
এটা দারুণ প্রতিবাদ 💯💯💯
জবাবটা মুখের উপর ই দিয়ে দিল😡
সাবাস ভাই স্যালুট তোমাকে❤️
আল্লাহ ছাড়া গরীব দুঃখিদের কষ্ট বুঝার মত কেউ নাই এই দেশে।
বাইক চালাবি আর কাগজ থাকবে ঘরে? তাও তিনবার মামলা খাওয়ার পরেও।
@@নীড়হারা শুধু এই বাইকের ঘটনাই চোখে পড়ল। দেশে আর কোনো ঘটনা নাই সব জায়গায় আজ জুলুম হচ্ছে শোষণ করা হচ্ছে গরীবদের উপরে। হাতির চোখ ওলাদের চোখে পড়ে না ।
তিনবার মামলা খাইয়াও এই লোকের শিক্ষা হয় নাই। সব কিছু ঠিক থাকলে পুলিশ মামলা দিবে কিসের ভিত্তিতে?
অনেক পুলিশ হেলমেট ছাড়া কাগজ পত্র ছাড়াই বাইক চালায় রাস্তায় বেআইনি ভাবে। কই তাদের তো বাইক কখনো জব্দ হতে শুনি নাই বা জরিমানা দিতে শুনি নাই 🙂💔
Hahaha🇧🇩
কখনো জানতে চান নাই এবং শুনতে চান নাই তাই শুনেন নাই।
অনেক ক্ষেত্রে ডিউটি রত অবস্থায় পুলিশের কাছে জব্দ কৃত গাড়ি চালিয়ে থানাতে নিয়ে যেতে হয় সে মুহুর্তে সেই পুলিশ সদস্যের কাছে কাগজ, হ্যালমেট না থাকায় স্বাভাবিক।
আর পুলিশকে গাড়ির জন্য মামলা দেয় কি দেয় না সেটা জানতে হলে ম্যাজিস্ট্রেটের সঙ্গে যোগাযোগ করুন অথবা একদিন সার্জেন্ট এর সাথে থেকে ডিউটি করুন। নিজেই দেখতে পাবেন মামলা দেয় কি দেয় না।
Tader jonno sob maf..
@@sheikhrafi7589 apni police naki vai?
@@productsreviewsguide সত্য কথা বললে পুলিশ অথবা ক্ষমতাসীন দলের লোক বানানোর অভ্যাস বাজ্ঞালি কবে পরিত্যাগ করবে.?
দেশের মালিক পুলিশ আর সরকার আমরা সবাই আশ্রয় নিয়ে আছি, তাই যা খুশী করবে আমাদের মেনে নিতে হবে।
মানুষের মনে কতটা ক্ষোভ আর দুঃখ পেলে এটা করতে পারে, আজ আমরা কোথায় আছি।
পুলিশের উচিত বাংলাদেশের প্রতিটি নাগরিককে স্যার সম্বোধন করা। কারণ তাদের টাকায় পুলিশ বেতন পায়। কিন্তু অধিকার পুলিশ নাগরিকদের সাথে খুব কুরুচিপূর্ণ আচরণ করে।
অন্যান্য বাহিনী বা অন্যান্য সরকারি কর্মচারী কর্মকর্তা বৃন্দ জনগণের টাকায় বেতন পায় তাহলে তারাও কি জনগণকে স্যার বলে সম্বোধন করবে উত্তরটা জানতে চাই? আপনাদের মত কিছু নির্বোধ মানুষের জন্যই বাংলাদেশে এই অবস্থা
এদের আচরণ মানুষের মধ্যে পড়েনা
ha ... obosshoi bolte hobe ... jodi she oporadhi proman na hoi .... and oporichito hoi... ha apni jodi porichoi janen she riksha wala tobe take apni kore bolte paren jodi apni tar che boro kaj koren ... but na janar age apnake sir bole shombodhon korte hobe jodi apni shochib o hon tobuo....
Osikkhito nirbodh🥱
@@moshiurshakh402 চোদু বাঙালী আপনারা ভালো হবেন কবে ?
এটা হচ্ছে বাংলাদেশের উন্নয়ন
এরকম করলে কিছুই হবে না সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই জালেমকে হঠাতে হবে, ঘরে বসে থাকলে তো আল্লাহ সাহায্য করবে না এরকম হলে বিশ্বনবীর ঘরে বসে থাকতো, বদরের যুদ্ধে ওহুদের যুদ্ধ না করে, তাই সবাই মিলে এই জালিমকে হঠাৎ হবে, যখন সবাই এই জালিমকে হটানোর জন্য একত্রিত হবে তখন আল্লাহ সাথে সাথে আমাদেরকে সাহায্য করবে
আল্লাহ তুমি বাংলাদেশের সাধারণ মানুষ হেফাজত করো আমিন✔️🇧🇩😭
পুলিশ যখন ৪০ হাজার টাকার বিনিময়ে কাগজপএ সংশোধন না করিয়ে মোটরসাইকেল ছেড়ে দিয়েছে সেটা কোন আইনে লেখা আছে?? সেটা কি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো নয়??
কাগজপত্র সংশোধন পুলিশের কাজ না। বিআরটিএ আছে তার জন্য। কাগজপত্র না থাকলে মামলা হবে বাইকের সেইটা তো আইনে আছেই। আর তার জন্য জরিমানারও বিধান আছে৷ আগে পুলিশ ৫০০/১০০০ খেয়ে ছেড়ে দিতো তখনও পুলিশের দোষ হত, এখন মামলা দিলেও পুলিশের দোষ হয়। তাহলে পুলিশ কোথায় যাবে? 🤔
যথেষ্ট যুক্তি রয়েছে আপনার কথায়।
ধান্দা না হলেই মামলা।
সুন্দর একটি মন্তব্য
@@shohanurrahmanshohan4295 আরে ছাগলের তিন নম্বর বাচ্চা ঘস দিলে ঠিকই চেড়ে দিত
এ যেন সিনেমার কোন শুটিং নয়,এ যেন মন ভেঙে যাওয়ার এক হৃদয় বিদারক ঘটনা যা আশিকের জীবনে ঘটে গেলো। বাংলা সিনেমার গল্পকেও যেন হার মানিয়ে দেখিয়ে দিলেন দেশবাসীকে রাগ আর জিদ কাকে বলে।
৫ টা মিনিট তাকে বিশ্বাস করে সময় দিলে কি এমন ক্ষতি হতো। অমানবিক নিষ্ঠুর মানুষ। ধিককার জানাই এমন পুলিশ সার্জেনট কে। যারা মানুষের মনটাকে একটু বোঝার চেষ্টা করে না
Ora kukurer theke .o kharap
ধুর শালা তুই ভোদাই। পুলিশকে এরোকম হাজার লোকে বলে বাসায় কাগজ ফেলে আসছি। নিয়ে আনব ১০ মিনিট সময় দেন। পরে আর আসে না
সে কি গাড়ীটা রেখে কাগজটা আনতে পারতো না,,,,আগুন লাগাইতে কে বলছে?,আর আমরা তো বাঙালী আমরা এক কথার মানুষ না।
ভাই ৫ মিনিট না, ১ ঘন্টা সময় দিবে,, কাগজ আনার জন্য কিন্তু তার বাইক টি রেখে যেতে হবে,,, বাইক সহ ছেরে দিলে কেউ আসবে না, আর আগে যেহেতু ৪০ হাজার টাকার মামলা খাইছে, তার মানে আপনার বুঝতে হবে তার গাড়িতে ঝামেলা আছে, পুলিশ খারাপ সবাই জানে কিন্তু আগে ঘটনা বুঝেন তার পরে মন্তব্য করেন
@@imran-1k নিয়ম অনুযায়ী বাইকের মালিক কাগজ দেখানোর জন্য ২৪ ঘণ্টা সময় পাওয়ার কথা। এই আইন টা অতি উৎসাহী পুলিশের কারণে অনেকেই এপ্লাই করতে পারেন না। এটা একটা সমস্যা। আর আমাদেরও জ্ঞান - সাহসের অভাব।
আমিও অনেক ভোগান্তির মাঝে ছিলাম
জানিনা কোন দিন
ট্রাফিক সহ তাদের গাড়িও জ্বালিয়ে দি
নিজেরটা জ্বালাবো আর তাদেরটা বাইচা থাকবে অসম্ভব
ট্রাফিকসহ জ্বালায় দিমু
😠😠😠😠😠
মোটরসাইকেল হারিয়ে গেলে পুলিশের বাপের সাধ্য নাই উদ্ধার করে মানুষকে সাহায্য করার 😭 মোটরসাইকেল পেলেই উনাদের মতো নিষ্ঠাবান পুলিশ মনে হয় দেশে আর খুঁজে পাওয়া যাবে না।এমন একটা ভাব ধরে পারলে আইনের সব ধারা এখানেই প্রয়োগ করে 😭
একদম সত্য কথা বলেছেন
এদের ও বিচার হবে ২দিন আগে আার ২ দিন পর
সমসসা কি?
Well said. Shuorer baccha police.
@@sunnyobuzz5141 সব কমেন্টসেই দেখি আপনি আছেন । আপনার কি বিবেক নাই ?
@@nishadhasan4867 না
ওরা কখনোই ভুল করে না,, ভুল শুধু করে জনগণ!!!!!
Thik vai aita Bangladesh tai sob dosh jonogon er😅
গাড়ীর প্রয়োজনিয় কাগজ সঙ্গে না থাকলে অবশ্যই কাগজ দেখানোর সুযোগ পাবে গাড়ীর মালিক ।
ততক্ষণে পুলিশ বলবে মামলা হয়ে গেছে জরিমানা দিয়েই গাড়ি নিতে হবে।
কাগজ দেখানোর সুযোগ মানে কি বাড়িতে রাইখা আসা নাকি? তাইলে তো যেকোনো জায়গায় ধরা খাইলেই সবাই বলতো বাড়ি রাইখা আসছি কাগজ।।নিয়া আসতেসি। মামলা দিয়েন নাহ।😐😐😐
আবার ১১৮ জন লাইক ও দিসে এই কমেন্টে। ভাইরে ভাই। মানুষ পারেও।
সুযোগ পাবে থানায়,
অন্যের ঘাড়ে জীবন চালান তাই এমন কথা বলতে পারছেন, পুলিশের সাথে আসামীর পূর্ব পরিচয় থাকে না আসামির মনোভাব আসামি ধরা পড়ে পুলিশের কাছে। সত্য মিথ্যার পরিচয় মানুষ দেখলেই কিছুটা অনুমান করা যায়
মহামান্য হাইকোর্ট বিভাগের একটি "রুলিং " আছে কাগজ দেখানো এর সময় এর " কিন্তু দায়িত্ব যাঁরা পালন করেন তাঁরা বলেন মূল আইনের কাজ করছেন তাঁরা।
আল্লাহ আমাদের রাগ নিয়ন্ত্রণ করার শক্তি দান করুক, আমীন সুম্মা আমীন
পুলিশ আর ফেরাউন মধ্যে কোন পার্থক্য নেই।
Hasina Madam K Kano Bad Delan .....Tar Family Faraun Ar Bosoooooo
রাইট
ফেরাউন এখন বেচে থাকলে পুলিশকে গুরু মানতো
আল্লাহর কসম ওরা কোন আইনের কাজ করে না ওরা শুধু টাকার জন্য কাজ করে জনগণের ভালোর জন্য না আর উনি যদি এখানে যদি ওদেরকে যদি টাকা দিত তাহলে সবকিছু সমাধান হয়ে যেত
এই কথা বলতে আল্লাহর কসম বলা লাগলো আপনার। আল্লাহর কসম শব্দ টাকে সস্তা বানাইয়েন না
Tik
সেদিন হয়ত খুব বেশি দেরী নেই যেদিন মানুষ নিজের জীবন দিয়ে প্রতিবাদ করবে 😔😔
তীব্র নিন্দা জানাই 😥😥
যৌবনের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়❤️❤️
নিজের ইউটিউব প্রোফাইলে তাহলে নাচা নাচির ভিডিও আপলোড করা কেন?
এইসব পোস্ট যারা করে তারা ধর্ম ব্যবসায়ি এরা লাইক কমেন্ট পাওয়ার জন্য এমন করে আমি এইমাএ শায়েখ আহমাদুল্লাহ হুজুরের বয়ান শুনলাম
বাইকারদের উপর অনেক অত্যাচার করছে। যা মোটেও সহ্য করার মতো না। এই ঘটনায় তিব্র নিন্দা জানাই একজন বাইকার হিসেবে।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার প্রতিধ্বনি পৌঁছে যাক আল্লাহপাকের আরশে আজিমে এবং বিজয় শুরু হোক পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলামের Amin❤🌹
আমিন
কোথায় কি মন্তব্য করতে হয় না জেনেই আসে ইসলাম ধর্ম কে হেয় প্রতিপন্ন করতে ! ফাল্তু কোথাকার ? 🤔🤔😏😏
শাওয়ার ধর্ম ইসলাম
Amin
গরিবের কষ্ট আল্লাহ সারা কেউ বুঝে না
যেভাবে নিত্য পন্যর দাম বাড়ছে মানুষ চিন্তাই অতিষ্ট হয়ে যাচ্ছে। কখন যানি নিজের গায়ে আগুন ধরিয়ে দেয়।
আল্লাহ্ হেফাজত করোন। আমিন
এই পুলিশ কে আইনের আওতায় এনে কঠিন বিচার করা উচিত
Tik bolecen
Why
Right
গত তিন চার বছর আগে এই রকম একটা খবর দেখছিলাম
বাংলাদেশের শুধু এই একটা আইনই ১০০% পালন করেন আমার পুলিশ ভায়েরা।কিন্তু রাস্তার উপর ফুটপাতে দোকান গুলো তাদের নজরে আসেনা।বাইক রাস্তার পাসে রাখলো কেন এটাই বাইকারের অপরাধ।
রাস্তার দোকান থেকে তো টাকা পায়🤣🤣
Ok
সার্জেন্টদের সম্পদের খোঁজ নেয়া হোক 👍
পুলিশ ভাইদের কে বলছি আপনারা সবাই ভাল হয়ে যান
ঘুষখোর আর লুটপাটকারি কখনো তার পেশা ছাড়বে না,
কাজটা যদিও ঠিক করেনি। কিন্তু মানুষ যে কতটা সুখে আছে এই থেকে অনুমান করা যায়।
এই লোকটাকে সহযোগিতা করার প্রয়োজন সবার। আহারে কত কষ্ট থাকলে নিজের গাড়ীতে নিজেই আগুন দেয়।
নির্লজ্জ মিথ্যাচার পুলিশের বাচ্চারা
মানুষ হবো কবে আমরা💔
কেন তুমি মানুস না? তাহলে কি?
মানুষ আর হবেনা
বাংলাদেশ থাকবেই..
যেদিন দূর্নীতি মুক্ত হবে
সেই দিন বাংলাদেশ কে স্বাধীন দেশ
বলা যাবে
@@sunnyobuzz5141 halar put.. tui ki police er pa cata camca naki.... sobar post a giye reply dis ultapalta.. naki sorkarer pa cata camca
@@sunnyobuzz5141 আপনি কি সেই ট্রাফিক পুলিশের ঘুষ খাওয়া দালাল !? সব জায়গায় আলতু ফালতু কমেন্ট করে যাচ্ছেন। অন্যের বিপদে খুব মজা নিচ্ছেন তো !? গর্তে পড়তে আপনারো বেশি দেরি নেই। তখন অন্যরাও আপনার অসহায়ত্বের তামাশা উড়াবে। আশা করি আপনি তখন তাদের এপ্রিশিয়েট করবেন।
@@sunnyobuzz5141 ও আরেকটা কথা, তখন কিন্তু আবার যাদের কাছে বখরা খেয়েছেন বা খাচ্ছেন তাদের সাথে পল্টিবাজি করে উল্টো তাদের সহ দুনিয়ার সব লোকের বদনাম করেন না !! কেমন !!?
আমরা সাধারন জনগন খুব কস্টে আছি 😭
এরকম করলে কিছুই হবে না সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই জালেমকে হঠাতে হবে, ঘরে বসে থাকলে তো আল্লাহ সাহায্য করবে না এরকম হলে বিশ্বনবীর ঘরে বসে থাকতো, বদরের যুদ্ধে ওহুদের যুদ্ধ না করে, তাই সবাই মিলে এই জালিমকে হঠাৎ হবে, যখন সবাই এই জালিমকে হটানোর জন্য একত্রিত হবে তখন আল্লাহ সাথে সাথে আমাদেরকে সাহায্য করবে
কাগজ পত্র নাই। মামলা দিলে খুব কষ্ট লাগে।
চোরও চুরি করার পর ধরা খাইয়া এমন ডায়লগ মারবে
যত আইন শুধু সাধারন মানুষের জন্য, যখন জাতীয় স্বার্থে আইনের প্রশ্ন আসে তখন পুলিশ কোথায় থাকে।
ভাইকে সবার সহায়তা করা উচিত।
মোটরসাইকেলের মালিককে ফাঁসি দেওয়া হোক। ফেরেস্তার মতো পুলিশকে অপমান করেছে। তাকে ক্রস ফায়ারও করা যেতে পারে। পুলিশ হচ্ছে সরকারের সন্তান, তাদের অপমান কোনো ভাবেই মেনে নেওয়া হবে না। প্রয়োজনে পেট্রোল অকটেনের মূল্য ৫০০ টাকা করা যেতে পারে।
🤣
পুলিশ সরকারের পরকিয়ার কুলাঙ্গার সন্তান
Moner Moto Kotha bolesen
😄😄😄😄😄😄😄
আবাল
আইন জনগণের ভালোর জন্য করা হয়।
কিন্তু সেই আইনের দোহাই দিয়ে জনগনের তছরুপ করা ঠিক নয়। 😡
আমাদের দেশের মতো এতো ভালো আইনের ব্যবহার আর অন্য কোনও দেশে আছে কীনা সন্দেহ!
হে আল্লাহ তুমি ঐ পুলিশের উপর গজব নাজিল করো, আমিন
পুলিশ কে পাঁচশো টাকা দিলেই তো ছেড়ে দিত।
আমি ২০০০ টাকা দিতে চায়ছিলাম।আমাকে তাও ৩০০০ টাকা মামলা দেয়
আরে মিয়া পুলিশের জুতা মারলি ঠিক হত
Eta pulicer chadabaji.jotoi kagoj potro thakuk taka ditei hobe na hole mamla khabe etai bangladesh.
১০০০ টাকা কমিশন সার্জন সরকারের কাছে থেকেই পাবে। সুধু সুধু ঘুষের বদনাম নিবে কেন? 😂😂😂
হা সত্যি ভুল করেছে !!? মামুর হাতে ৫ শ টাকার নোট গুজে দিলেই ঝামেলা শেষ ৷
আজকাল এমন অর্থ কষ্টের, মনন কষ্টের সাহসিও আছে, 🥺🤔😔
যে কিনা নিজের বাইক জ্বালিয়ে মনন প্রয়াসের লুকায়িত
ক্ষোভ ঝাড়ে। :::::🤕🇧🇩
এটাই বর্তমান বাংলাদেশের হাইলাইট দৃশ্যত🕳️
সময় আমাদেরও আসবে কোনোদিন ইন শাহ আল্লাহ।।। খোদার কসম আছে তারা এই সময় যেমন করতেছে সবার সাথে তেমনটাই ফেরত দিবো তার থেকে ভয়ংকর টাও ফেরত দিবো ইন শাহ আল্লাহ
পুলিশের কি অবস্থা হবে আল্লাহ ভালো জানেন এতো হারাম উপার্জন করা পুলিশ গুলো আল্লাহর কাছে কি জবাব দিবে 😕
তুমি কে ভাই বেহেশত থেকে দুনিয়ায় আসছো নাকি |
@@kafiluddin2756 common sense আছে নাকি আপনার
নসিমন, করিমনে জীবনের ঝুঁকি নিয়ে
মানুষ চলে সেখানে ট্রাফিক পুলিশ তৎপর
নয় কিন্তু মটর সাইকেলে সব আইন প্রযোজ্য। দ্বিমুখী নীতি পরিহার করার জন্য
পুলিশ প্রশাসন কে করজোড়ে অনুরোধ করছি।
ট্রাফিক পুলিশ যদি অন্যায় করে থাকে।
তাহলে এই আগুন নানা ভাবে তার ঘরে জ্বলবে।
আল্লাহ যেন দোয়া কবুল করেন, আমিন।
@@kazimehedihasansagor4006 আমীন
একজন সহজ সরল মানুষ 💔💔💔
দেশ স্বাধীন হলে ও দেশের মানুষ স্বাধীনতা পাচ্ছে না ।পুলিশ এখন দেশের মালিক।
Tor nanir heda
যে আইন মানুষের ফকির বানায়
সেই আইন দরকার নেই।
৩ বার মামলায় ৪০০০০ হাজার টাকা জরিমানা। লাইসেন্স পেতে বছরের পর বছর। দেশটা এখন পুলিশের।
please leave this country
কাগজ থাকলেও মানতে চায় না, দাড়ালেই মামলা,আমার সব কিছু ওকে কিছু দিন আগেও ৪২০০ টাকা দিতে হলো, প্রথমে থামিয়ে একটা সই নিয়ে তার পরে কথা বলে তাহলে পাবলিকের কিছু করার থাকে সই নেওয়া হলে কিছু করার থাকে না😥
ঠিক আছে ভাইয়া ❤️❤️❤️❤️
কতটা কষ্ট পেলে মানুষ এমন করে
আমাদের সকলকে একটু সহনশীলতা অবলম্বন করা উচিত। আল্লাহ আমাদের ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হওয়ার সামর্থ্য দিন
এই কষ্টের শেষ কোথাই😢😢
আমার একটা মানুষ হইলো না-
যে আগা গোড়া জানবে আমারে ❤️❤️❤️
কি দিয়ে গালি দিমু পুলিশকে.....
নিজের আত্নমর্যাদার কারণে গালি দিতেও পারি না।
সাধারণ মানুষ বর্তমানে সরকারি বাহিনীর জন্য হাহাকার অবস্থায় আছে....।
এই বিষয়ে যদি গালি দিতে যান তাহলে বুঝতে হবে আপনার পারিবারিক শিক্ষার অভাব আছে।
অপরাধ কার ছিলো ? চোরাই বাইক বার বার কাগজ দেখাতে পারে নাই। রাস্তায় বাহির হইলে কাগজ সাথে রাখতে হয়। তুই কেন গালি দিবী ?
Thik bole che
আমরা সব সময় দেখি পুলিশ অনেক সময় সবকিছু থাকার পরেও টাকা চাই। না হলে মিথ্যা মামলার ভয়ে টাকা দিতে হয়।
আজকে এই গাড়িতে তিনজন ছিল।গাড়ির কাগজ ছিল না। আইন মানতে আমাদের সমস্যা, পুলিশ মামলা দিলে এত দোষ কেন হবে?
@@Yunus_dhulkifi sotto kotha volle ga jole ken ?
বাইক কিনেছে মাত্র ১ মাস হলো কিন্তু বাইকের কাগজ করতে সময় লাগে ৩ মাস। তাহলে সার্জেন্ট কেন মাসলা দিলো? এই প্রশ্নের উত্তর কোথায় পাবো কেউ বলতে পারেন????
অবশ্যই পারি। ভাই ৭ দিনেই বাইকের নাম্বার করা যায়। নাম্বার হলে বাইক বৈধ। ৩ মাস লাগুক আর ৬ মাস লাগুক, নাম্বার ছাড়া বাইক রাস্তায় নামানো দন্দনিয় অপরাধ। বাইক রাস্তায় নামালে বাইকের প্রমাণপত্র অবশ্যই সাথে রাখতে হবে, তা না হলে পুলিশ মামলা দিবে। বুচ্ছেন। আপনি আইন মেনে চলুন পুলিশ মামলা দিবে না। আর সব ঠিক থাকার পরেও যদি মামলা দেয় তবে আপনার এলাকায় জাতীয় প্রেসক্লাবের যে শাখা আছে সেখানে গিয়ে আপনার অভিযোগ জানাবেন।
এই একমাস চলার মত কাগজ কি পাওয়া যায় না বাইক কিনলে?
se jodi kagaj nai kore tahole vollo kivave je vasa theke ane deve etar uttar tui dite parvi ?
বাইনচোদ কাগজ ছাড়াই রাস্তায় নামছে কেন। এর আগে কাগজ ছাড়াই তিনবার মামলা খাইছে। মনে ছিলনা
@@thejatiobhai9472 ভাই আইন মেনে চলাই ভালো। কারণ বাইক নিয়ে সারা দেশে অনেক হইচই হয়েছে। তাই বাইকের উপরে খুব করাকরি আইন প্রয়োগ চলছে সারা দেশে। তবে বাইকের শোরুম এর কাগগ বা নাম্বার করার আবেদন পত্র থাকলেও অনেক সময় পুলিশ মামলা দেয় না, তবে এটা পুলিশের ইচ্ছার উপরে নির্ভর করবে।
এই সমস্যার মধ্যে আমিও পড়েছি, আমি ও অনেক জরিমানা দিয়েছি, এমনকি তাদের বাপের কালি গাড়ি রেখার করে নিয়ে জায়,এটা কিসের আইন ধিক্কার জানাই এদের মত সার্জন এবং পুলিশদের,
পুলিশ কে বলতেই চাই.
এক দিন মহান আল্লাহ সঠিক বিচার করবেন.
আল্লাহর হাত থেকে কেউ রেহাই পাবেন না.
সবাই কে মহান আল্লাহ সঠিক পথ দেখান আমিন...!
নীরবে কাঁদো কেউ নাই শোনার 😭
বাইনচোদ কাগজ ছাড়াই রাস্তায় নামছে কেন। এর আগে কাগজ ছাড়াই তিনবার মামলা খাইছে। মনে ছিলনা
পুলিশ যেন অন্য গ্রহের মানুষ
আমার সোনার বাংলা 💔
পুলিশ কে মানবিক মূল্যবোধের শিক্ষা দেওয়া উচিত। সে যেহেতু ৫ মিনিট সময় চেয়েছে তাকে সময় দেওয়া উচিত ছিল। যদি কোন ছাত্র লীগ নেতা হত তাহলে তো গাড়ী তো ধরতো না আবার চাকরি টা যেতো।
এত টাকার বাইকে কি আর সুখে আগুন দেয়। যে সমস্যায় থাকে সেই জানে এর কত জ্বালা। সঠিক তদন্ত হওয়া উচিত। আমাদের দেশে দূর্নীতি আছে এটা অস্বীকার করার উপায় নেই। তবে সবাইকে অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।
বাংলাদেশের মানুষের এমন করুণ পরিণতি হয়েছে যা বলার ভাষা নেই । রাস্তা, বাজার ঘাট, স্কুল কলেজ, হাসপাতাল, গাড়িঘোড়া এককথায় সমস্ত জায়গায় এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে, যেটা বলার বাইরে। আল্লাহ তাআলা কবে যে আমাদের এই অবস্থা থেকে মুক্তি দিবেন ।
বলার ভাসা নাই ত কন ভাসায় বললে তুনি?
@@sunnyobuzz5141 বোকা নির্বোধ বোঝেনা কিছু ।
@@mirabdulfardous4580 তুমি বুঝিয়ে দাও হে মহাপুরুস
অনেক কষ্ট লাগলো ভাই
এবার শান্তি তো একটা স্বপ্ন জ্বলে গেলো 😔😔
@Priya হুম
আপনার কি বাইক আছে
প্রতিবার মামলার নামে সরকারি কোষাগারে কত টাকা দেন? হয়রানি করার থেকে আন্তরিক ভাবে সমাধানের উপায় আপনাদের জানা থাকলেও সেটা করেন না "এগুলো বন্ধ হওয়া উচিত
জনাব পুলিশ কি জনগণের বন্ধু না শত্রু যে জনগণের অনুরোধ পর্যন্ত গ্রহণ করতে চাচ্ছে না। আমি মনে করি খুব দ্রুত পুলিশকে এই বিষয়ে উপলব্ধি করা উচিৎ। আল্লাহপাক আমাদের সবাইকে পরিপূর্ণ ঈমান ও হেদায়েত দান করুন । আমিন । ধন্যবাদ ।
এটা খুব সুন্দর একটা কাজ করছে,,, সরকারের পক্ষে থেকে তাকে পুরষ্কিত করা হবে,,,,,,,
আইন শুধু মটরসাইকেলের উপর প্রয়োগ করতে পছন্দ করেন । কিন্তু অন্য গাড়ীগুলোর ব্যপারে কঠোরতা প্রকাশ করেনা ।
দেশের অবস্থা খুবই নাজুক,, সকল মানুষ কে এক হয়ে কাজ করতে হবে,,, নাহলে কিছুই ঠিক করা যাবে না
তিন বার নাকি তিনি জরিমানা খেয়েছেন। তারপরও উনি সচেতন হননি। তাহলে কত বার মামলা দিলে উনার শিক্ষা হতো? এটাও দেখার বিষয়
আপনার চেয়ে অনেক সচেতন গাড়ীওয়ালা সার্জেন্টের হাতে মামলা খায়, পুলিশের হাতে যতগুলো ধারা আছে, আপনার ততোটা লোম নেই। ৫০০ টাকা দিবেন, ধারা গায়েব। বিআরটিএ 'তে ঘুষ ছাড়া brand new মার্সিডিজের ফিটনেস পাবেন না।
@@humayunkabir2927 এইযে ভাই এখানে সব গাড়িওলার কথা বলা হয় নি। উনি অল রেডি তিন বার মামলা খেয়ে কাগজ ছাড়া কেন বের হলেন? আর এটা শুধু বিআরটিতে ই না। এটা সারা বাংলাতেই ভাই৷ এটাই আমাদের প্রাণের বাংলাদেশ
এ দেশের এই একটা আইন পুলিশ ভালো ভাবে পালন করে। লাইসেন্স থাকলেও হয়রানি না থাকলেও হয়রানি 🤣🤣🤣🤣🤣🤣
আইন তো তারাই মানে না ।
জনগণকে সচেতন করুন ,
মামলা দিয়ে সবকিছু সমাধান করা যায় না।