ব্যাংক সুদ ও সঞ্চয়পত্রের উৎসেকর আয়কর রিটার্নে গণনা/সমন্বয়ের নিয়ম । TDS on Bank Interest। Bank Para

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • ব্যাংক সুদ ও সঞ্চয়পত্রের উৎসেকর আয়কর রিটার্নে গণনা/সমন্বয়ের নিয়ম । TDS on Bank Interest। Bank Para
    শুধুমাত্র সঞ্চয়পত্রের আয়ে বিধবা নারীর আয়কর রিটার্ন। Income Tax Return for Shanchaypatra। Bank Para
    সঞ্চয়পত্র ভাঙলেই চালান গায়েব। সঞ্চয়পত্রে মুনাফার হার। Interest Rate on Shanchaypatra close।Bank Para
    সঞ্চয়পত্র কি সঞ্চয়পত্র? নাকি মানুষ ধরা ফাঁদ? আয়করের বেড়াজালে ফেঁসে যাচ্ছে ক্রেতা। Bank Para
    বছরের শুরুতেই সঞ্চয়পত্রের মুনাফায় বড় পরিবর্তন-২০২৩? shanchay patra interest rate 2023। Bank Para
    এখন থেকে আয়কর রিটার্ন জমা না দিলে আর ফেরত পাওয়া যাবেনা সঞ্চয়পত্রের মূল টাকা? Tax Return। Bank Para
    পাঁচ লক্ষ টাকার বেশি সঞ্চয়পত্র ক্রয়ে লাগবে না টিন সার্টিফিকেট। No eTIN Certificate for Shanchaypatra
    আয়কর রিটার্নে সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত প্রদর্শন করার সঠিক নিয়ম। How to show shanchaypatra and Balance on Income Tax Return। Bank Para
    এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ।
    আয়করের eTIN ভীতি দূর করুন এক নিমিষেই। Income Tax Return 2022-23। Bank Para এই ভিডিও থেকে আপনারা এতটুকু জানতে পারবেন যে,TIN নেয়া কোন অপরাধ নয় বা ভয়ের কিছুই নাই। অনেকেই সঞ্চয়পত্র ক্রয়ের জন্য, ব্যাংক হিসাব খোলার জন্য, লোন নেয়ার জন্য, এফডিআর করার জন্য, ইউটিউবের জন্য বা বিভিন্ন কাজে TIN টিন সার্টিফিকেট নিয়ে থাকেন, কিন্তু নেয়ার পরে প্রচন্ড ভয়ে থাকেন এবং অনেক সময়ই তারা আয়কর রিটার্ন দাখিল করেন না। তাদের জন্য বলছি আপনার কখনোই এটাকে ভয়ের মত কিছু ভাববেন না। জাস্ট প্রতি বছর নিয়মিত আয়কর রিটার্ন দাখিল করে দিবেন। Income Tax Return dakhil না করার কারণে আপনারা জরিমানার সম্মুখীন হতে পারেন।
    FB Link: bankparaa
    জিরো ট্যাক্স রিটার্ন জমার ভিডিও লিংক- • A to Z জিরো ট্যাক্স রি...
    যেকোন প্রয়োজনে যোগাযোগ- 01722-628475
    ধন্যবাদ সাথে থাকার জন্য।
    #OnlineTaxReturn
    #অনলাইনেট্যাক্সরিটার্ন
    #BankPara

ความคิดเห็น • 114

  • @siblerasel
    @siblerasel 9 หลายเดือนก่อน +1

    আপনার ভিডিওগুলো আমি প্রায়ই দেখি আপনি খুবই সুন্দর উপস্থাপনা করেন তবে একেবারে শেষে সামারি হিসেবে বলে দিলে আমাদের জন্য বুঝতে আরো সুবিধা😊

  • @ataurrahmanpasha5171
    @ataurrahmanpasha5171 10 หลายเดือนก่อน +1

    অত্যন্ত সুন্দর সহজবোধ্য উপস্থাপনা ।

  • @uniqueunicorn1377
    @uniqueunicorn1377 11 หลายเดือนก่อน +2

    কোন পুরুষ ব্যক্তি বেসরকারি কোম্পানীর হতে অবসর গ্রহণ করেন । সে প্রেক্ষিতে আনুতোষিক তহবিল বাবদ ৪৭ লক্ষ টাকা ও ভবিষ্যৎ তহবিল হতে ৪০ লক্ষ টাকা পান। এ টাকা তো কর অব্যাহতি প্রাপ্ত। কি ভাবে দেখানো হবে। পরামর্শ কামনা করছি।

  • @ShahidKhan-lb7zu
    @ShahidKhan-lb7zu 10 หลายเดือนก่อน

    স্যার উপস্থাপনা ও টপিকটা সুন্দর হয়েছে,ধন্যবাদ।
    ১. নূন্যতম করের হিসাব কি শুধু এফডিআরের মুনাফার হবে?সেভিংস হিসাবের সুদও কি এটার
    অন্তর্ভুক্ত?
    ২.চূড়ান্ত করদায় কি শুধু সঞ্চয়পত্রের মুনাফা? অন্য কিছু থাকলে দয়া করে লিস্ট দিবেন।

  • @nrityadatta3179
    @nrityadatta3179 11 หลายเดือนก่อน

    অসাধারণ উপস্থাপনা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

  • @RimZimBrishti
    @RimZimBrishti 10 หลายเดือนก่อน +1

    As per SRO 253 of 2023 for Individuals source tax on interest from bank account/FDR is adjustable. Please read the SRO carefully. For Sansoypotra you are right.

    • @ezitax
      @ezitax  10 หลายเดือนก่อน

      SRO আবার পড়ুন ভাইয়া। ১ এর ৪ নাম্বার কলাম পড়ুন।

    • @RimZimBrishti
      @RimZimBrishti 10 หลายเดือนก่อน +1

      Yes, I read brother. It is not meant for Individual Tax payer. It is meant for tax payer exempted from submission of tax return as per clause 166 (2) of I.T.Law.
      Please see what is written for Sonsoypatra in item 2 (column 4).
      In income tax paripatra 2023-24 issued two weeks ago, it is very clearly written. Thanks.

    • @ezitax
      @ezitax  10 หลายเดือนก่อน

      @@RimZimBrishti Welcome dear vaiya

    • @dr.mahbubrashid8184
      @dr.mahbubrashid8184 10 หลายเดือนก่อน

      Can you please give me the SRO about sanchoypatra. PLS.

  • @Viewer-fh4pe
    @Viewer-fh4pe 9 หลายเดือนก่อน +2

    অন্য একটি ভিডিওতে বলেছিলেন এফডিআরের উৎসে কর নিয়মিত কর গননার চেয়ে বেশি হলে বেশিটুকু ফেরত পাওয়া যাবে না। কিন্তু নিয়মিত গননার করটুকু দিতে হবে এটা বলেননি। এতে বোঝা যায় উৎসে কর বেশি হওয়ার কারনে নতুন করে আর কর দিতে হবে না। এখন বলছেন ব্যাংক প্রফিটের উৎসে কর নিয়মিত করদায়ের চেয়ে বেশি হলেও নিয়মিত করদায় আলাদাভাবে দিতে হবে। বিষয়টি বুঝিয়ে বলবেন কি? ঐ ভিডিওতে নিয়মিত আয় ও ব্যাংক প্রফিট যোগ করে নিয়মিত করদায় বের করেছিলেন। আর এখন ব্যাংক প্রফিট নিয়মিত করদায় গণনায় অন্তর্ভুক্ত করছেন না। বিষয়টি ব্যাখ্যা করলে ভাল হয়।
    জনৈক ব্যক্তির নিয়মিত ন্যুনতম করদায় ৩০০০ টাকা হয়। তিনি অনলাইনে ব্যাংক প্রফিট এর উৎসেকর ৩০০০ টাকা দেখানোর পরে তার করদায় শূন্য দেখাল। আমি নিজেই তার রিটার্নটি সাবমিট করেছি। বিষয়টি আপনার বক্তব্যের সাথে সাংঘর্ষিক মনে হচ্ছে। বিষয়টি ব্যাখ্যা করে বলবেন কি?

    • @seranade50
      @seranade50 20 วันที่ผ่านมา

      ওনার কাছ থেকে কি কোন ব্যাখ্যা পেয়েছেন? আমিও একটি প্রশ্ন করেছি ওপরে। জানিনা উত্তর পাব কিনা। আমার প্রশ্নের বিষয়ে আপনার কোন ভাবনা থাকলে তা জানালে খুশি হতাম। ধন্যবাদ।

  • @sumaiyaakterliza4055
    @sumaiyaakterliza4055 11 วันที่ผ่านมา

    Vai amar baba r jaiga jomi vai dar dar nane lekha douai amader tar benimoi a taka dechi 20 luk jini dolil koran uni amader ai tax certificate ta decha ami ai taka bank a FDR korar somoi 2022 sale bank a ai tax certificate ta dai ami retun kono din joma dai ni jani o na ai certificate ta thakli ja retun joma detha hoi ami ja bank a FDR korache tax dai ni tati amar ki kono problem hobe

  • @user-rw5bf9dn1k
    @user-rw5bf9dn1k 10 หลายเดือนก่อน +1

    অধিগ্রহনের বিল পেয়েছি সরকার থেকে (ওয়ারিশ সম্পত্তি)। এটা আমার প্রথম ফাইল। ফাইলে টাকা টা দেখাতে চাইলে source tax এবং award certificate ছাড়া আর কিছু প্রয়োজন আছে কি? gain tax দিতে হবে কি?

  • @seranade50
    @seranade50 20 วันที่ผ่านมา

    একটি বিষয় পরিষ্কার করলে বাধিত হব। ধরা যাক কোন ব্যক্তির আয়ের উৎস কেবল ব্যংক সুদ/লাভ। তিনি যাকাত ফান্ডে দান করে কর রেয়াত দাবি করেন। ক) (নিয়মিত আর অনিয়মিত আয়ের প্রশ্নে না গিয়ে) গ্রস ব্যাংক সুদ/লাভকে সাধারণ আয় হিসেবে গণনা করে যে আয়কর নিরুপিত হবে, তা থেকে বিনিয়োগ রেয়াত আর উৎসে কর বাদ দিয়ে চূড়ান্ত কর পরিশোধ করলে কি তাতে বিধির ব্যত্য ঘটবে? খ) আবার আপনার হিসেব অনুযায়ী, ব্যাংক সুদ/লাভ নিয়মিত আয় নয়। তাহলে, এই ব্যক্তির ক্ষেত্রে নিয়মিত আয় কি শুন্য হবে? সেক্ষেত্রে কি তিনি (উৎসে কর্তিত কর ছাড়া) কোন করই দেবেন না? ধন্যবাদ।

  • @yusufbakhtiar4805
    @yusufbakhtiar4805 11 หลายเดือนก่อน +1

    Bhalo bolesen.... Dhonnobad.

    • @ezitax
      @ezitax  11 หลายเดือนก่อน

      ধন্যবাদ

  • @angellisa3226
    @angellisa3226 10 หลายเดือนก่อน +1

    আমার বাবার সম্পদ থেকে পাওয়া ৬ লাখ টাকা ২০২২ সালে করা টিন সাটিফিকেট দিয়ে, আমার কি আয়কর রিটার্ন বানাতে হবে? ব্যাংকের কর্মকর্তারা বলল যারা নতুন বানাবে তাদের লাগবে আমার নাকি লাগবেনা, তাও কনফিউজড আছি উত্তর দিবেন??

    • @ezitax
      @ezitax  10 หลายเดือนก่อน

      সঞ্চয়পত্র ক্রয় করলে ৫ লাখের উপরে হলে লাগবে

  • @sdonline97
    @sdonline97 11 หลายเดือนก่อน

    প্রথমবার এই অনলাইন রিটার্নের (১পাতা/ডিটেইলস) সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা কিভাবে দিবো? নাকি দিতে হবে না? যেমন ব্যাংক স্টেটমেন্ট, DPS স্টেটমেন্ট এবং অন্যসব প্রয়োজনীয় ডকুমেন্ট

  • @zamanashfaq
    @zamanashfaq 10 หลายเดือนก่อน

    কর্মচারির পেনশনের আওতায় প্রাপ্ত "উৎসব ভাতা" আয়করযোগ্য কি না? যদি তা আয়করযোগ্য না হয়ে থাকে, তবে তা আয়কর আাইন, ২০২৩ এর কোন ধারা বা এসআরও অনুযায়ী হয়ে থাকে-জানালে উপকৃত হবো । ধন্যবাদ ।

  • @mahdibhuiyan8951
    @mahdibhuiyan8951 9 หลายเดือนก่อน

    very informative

  • @user-wm2ed7up4p
    @user-wm2ed7up4p 10 หลายเดือนก่อน

    সঞ্চয়পত্রের হিসাব সহ আয়কর রিটার্ন অনলাইনে কি ভাবে দেওয়া যায় তাহার একটা ভিডিও দেন

  • @hasinaakhter3988
    @hasinaakhter3988 9 หลายเดือนก่อน

    কোথায় এবং কিভাবে রির্টানের সাথের দেয়া কর দেখাতে হবে e-return form

  • @AbdurRahman-xi8zn
    @AbdurRahman-xi8zn 10 หลายเดือนก่อน +1

    আমার কোন আয় নাই। আছে পেনশন আয় ও স:প:এর উৎস কর। কিন্তু আমার প্রাপ্ত সন্চয়ী হিসাবে নূন্যতম কর কেটেছে ৩৮১৩ টাকা সুদ পেয়েছি ১৮৩৮৭/ টাকা। আমার প্রশ্ন আমাকে কর দিতে হবে কি না?

    • @ezitax
      @ezitax  10 หลายเดือนก่อน

      dite hobe nah

  • @riazahmed8226
    @riazahmed8226 11 หลายเดือนก่อน +4

    ভাই বেশি বেশি ভিডিও চাই ৩০ নভেম্বর চলে আসছে, সময় খুব কম।

    • @ezitax
      @ezitax  11 หลายเดือนก่อน

      ইনশাআল্লাহ

    • @saifulalam4754
      @saifulalam4754 11 หลายเดือนก่อน

      ভাই পূর্ণাঙ্গ ভিডিও দরকার ঠিক এরকম একটা আয়কর ফর্ম পূরণ করে ভিডিও দেন।

  • @bibekanandadey4425
    @bibekanandadey4425 10 หลายเดือนก่อน +1

    amar salary theke 10% Advance income tax already kete rakhe. tahole ki amar nunotomo tax dite hobe

    • @ezitax
      @ezitax  10 หลายเดือนก่อน

      আপনার ট্যাক্স এ্যাসেস করে তার থেকে এডভান্স ট্যাক্স বাদ দিতে হবে

  • @hasanimam6893
    @hasanimam6893 11 หลายเดือนก่อน +2

    অবসরপ্রাপ্ত বেসরকারী চাকুরীজীবিদের জন্য ভিিডিও দিবেন।

    • @ezitax
      @ezitax  11 หลายเดือนก่อน

      জি ইনশাআল্লাহ

  • @AhmedR7AH
    @AhmedR7AH 10 หลายเดือนก่อน

    Assalamualaikum, Shanchay Patra kivabe gift hishabe dekhano jay? Tax file er agei, gift peyei jodi kine fela hoy? Thanking you.

  • @monirmolla6323
    @monirmolla6323 11 หลายเดือนก่อน +1

    আমি একজন প্রবাসী একাউন্ট এ টাকা পাঠািইলে টাকা রাখলে আমার টাকার কোনো ভ্যাট নিতো না সরকার এখন আমি সঞ্চয় পত্র কিনছি এখন আমার জখন তিন বছর সঞ্চয় পত্র মেয়াদ সেস হয়ে জাবে তখন আমি জদি সন্চয় পত্র আর না কিনি তখন কি আমার টাকা ব্যাংকে থাকলে সরকার ভ্যাট কেটে নিবে নাকি

    • @md.saifulalam4221
      @md.saifulalam4221 11 หลายเดือนก่อน

      না,টাকা কাটার কোনো সুযোগ নেই।

  • @hasnahena1710
    @hasnahena1710 11 หลายเดือนก่อน +4

    আঙ্কেল সবাই এত মার প্যাচ বুঝিনা বলেইতো আপনাদের দারস্থ হই।অনেক কিছুই বুঝাতে চাইলেন কিন্তু সার মর্মটাই সংক্ষেপে বললেন না।পূর্বের তুলনায় এখনকার রদবদল কোন কোন জায়গায় হলো, আমাদের লাভ লস কি পরিমান হলো? সত্যি কি সবাই বুঝেছি ? সবার কাছে প্রশ্ন রাখলাম। ধন্যবাদ।

    • @ezitax
      @ezitax  11 หลายเดือนก่อน +1

      আন্টি এখানে শুধু কর গণনা দেখিয়েছি আমি।

    • @tronkamal5949
      @tronkamal5949 10 หลายเดือนก่อน +1

      আপনি ঠিক মত বুঝাতে পারেন না। সোজা করে বুঝাতে চেষ্টা করেন। নূন্যতম কর টা আপনি বুঝাতে যেয়ে পেচিয়ে ফেলেছেন।

  • @user-pf9bf8xv6r
    @user-pf9bf8xv6r 10 หลายเดือนก่อน +1

    যদি ব্যাংক ডিপজিট ও সঞ্চয় পত্রের আয় থাকে তাহলে কি নুন্যতম কর প্রজোজ্য হবে? কোন ট্যাক্স কি দিতে হবে! মহিলাদের করসীমা ২০২৩ সালে কত?

    • @ezitax
      @ezitax  10 หลายเดือนก่อน +1

      ৪০০০০০/- টাকা। নিয়মিত আয়ের উপরে কর না আসলে আর অতিরিক্ত কর দিতে হবে নাহ

  • @accountinglabbd6795
    @accountinglabbd6795 11 หลายเดือนก่อน +1

    চমৎকার উপস্থাপন।

    • @ezitax
      @ezitax  11 หลายเดือนก่อน

      ধন্যবাদ

  • @hannankhan7725
    @hannankhan7725 10 หลายเดือนก่อน +1

    সঞ্চয়পত্র এন্ট্রি দিতে গেলেই internal Error Occurred লিখা আসে কেন

    • @ezitax
      @ezitax  10 หลายเดือนก่อน

      জাতীয় সমস্যা। ২/১ দিনে ঠিক হয়ে যাবে আশা করা যায়।

    • @hannankhan7725
      @hannankhan7725 10 หลายเดือนก่อน

      কয়েক সপ্তাহ থেকে চেষ্টা করেছি কিন্তু হচ্ছে না শুধু পেনশনার দিলে হচ্ছে

  • @protapghose8967
    @protapghose8967 11 หลายเดือนก่อน +2

    ব্যাঙ্ক ইন্টারেস্ট ৮,৫০,০০০ টাকা হলে মিনিমাম ট্যাক্স কি ১০% অর্থাৎ ৮৫০০০ হবে ?
    এটা হলে যাদের রেগুলার ইনকাম ১৫% অথবা ২০% স্ল্যাবে পড়বে তাদের জন্যে ভালো। একটু কাইন্ডলি জানাবেন ?
    nbr এর কোনো লিংক দিতে পারবেন যেখানে এটা বলা হয়েছে ?

    • @ezitax
      @ezitax  11 หลายเดือนก่อน

      জি না। স্ল্যাব অনুযায়ী বেশি হলে বেশি দিতে হবে।

  • @bluesky5204
    @bluesky5204 11 หลายเดือนก่อน +2

    ভাই, প্রাপ্তি স্বীকার পত্রে মোট সম্পদের ঘরটা এবার রাখা হয়নি, তাহলে কত টাকার সম্পদ দেখানো হলো এর কি প্রমাণ কর দাতার কাছে থাকবে?

    • @riazahmed8226
      @riazahmed8226 11 หลายเดือนก่อน +2

      যে কপিটা জমা দিবেন ওটার একটা ফটোকপি রেখে দিবেন। এটা একটা ভালো কাজ করেছে কারণ আপনার কত সম্পত্তি আছে সেটা অন্য লোকের জানার দরকার নেই।

    • @ezitax
      @ezitax  11 หลายเดือนก่อน

      রাইট

    • @smkamrulhasan1484
      @smkamrulhasan1484 11 หลายเดือนก่อน

      @@riazahmed8226 bojlam na. onno lok janbe kivabe..?

  • @suppertricks7170
    @suppertricks7170 11 หลายเดือนก่อน +2

    ভাই আমি গত বছর নভেম্বর মাসে একটা এবং এ বছর জানুয়ারি মাসে একটা সঞ্চয়পত্র ক্রয় করেছি এই মাসের ১৫ তারিখে দাখিল করতে চাচ্ছিলাম, এক্ষেত্রে আমার কোন সমস্যা হবে! আর সঞ্চয় পত্রের আয়কর রিটার্ন দাখিলের শেষ সময় কবে বললে খুব উপকার হবে ভাই?

    • @ezitax
      @ezitax  11 หลายเดือนก่อน

      সমস্যা নেই। ৩০ নভেম্বর এর মধ্যে দাখিল করতে হবে।

  • @zamanashfaq
    @zamanashfaq 11 หลายเดือนก่อน +1

    সরকারি বেতনভুক্ত কর্মকর্তার বাড়ি ভাড়া ভাতা ও উৎসব ভাতা আয়করযোগ্য কি না? অনুগ্রহ করে জানাবেন।

    • @ezitax
      @ezitax  11 หลายเดือนก่อน

      করমুক্ত

    • @zamanashfaq
      @zamanashfaq 11 หลายเดือนก่อน

      ধন্যবাদ

    • @md.saifulalam4221
      @md.saifulalam4221 11 หลายเดือนก่อน

      না

  • @jibendranathsarker3372
    @jibendranathsarker3372 10 หลายเดือนก่อน

    আমার আয় সঞ্চয়পত্রের ও সেভিংস একাউন্টের সুদ এবং অফিস থেকে প্রাপ্ত মেডিকেল ভাতা ও বোনাস। কিন্তু মোট আয় সাড়ে তিন লাখ টাকার বেশি নয়। আমি যদি কোন কারণে ৩০ নভেম্বর এর রিটার্ন দাখিল করতে না পারি তাহলে আমাকে কি কর্ত্তনকৃত উৎসে করের উপর জরিমানা দিতে হবে?

  • @md.majedurrahman7128
    @md.majedurrahman7128 11 หลายเดือนก่อน +1

    ব্যাংক হিসাব হতে tds ১০% বেশি কর্তন করা হলে কিভাবে সমন্বয় করা যাবে?

  • @nazamuddin6547
    @nazamuddin6547 10 หลายเดือนก่อน

    আসসালামু আলাকুম ভাইয়া। আমি নেজাম বলছি- এফডিআর, সঞ্চয়পত্রের উৎসকর চুড়ান্ত কর দায় এবং ডিপিএস/সেভিং এর উৎস কর নূন্যতম করের সাথে সমন্বয় করা যাবে-রাইট?

  • @md.shafiqulislam2000
    @md.shafiqulislam2000 10 หลายเดือนก่อน

    আসসালামু আলাইকুম। অনলাইনে প্রাইভেট চাকুরীর আয় পূরণ করার সময় 9:24 আমি অফিস গ্রাচুইটি খাতে যে টাকা দিয়েছে তা গ্রাচুইটি কলামে লিখলে তা কর অব্যাহতি কলামে দেখাচ্ছে। এটা কি ঠিক?

  • @RIFATTECH0
    @RIFATTECH0 9 หลายเดือนก่อน

    ভালোবাসা রইল প্রিয় স্যার
    রিফাত😍

  • @md.majedurrahman7128
    @md.majedurrahman7128 11 หลายเดือนก่อน

    মিজ রহিমার উদাহরণ অনুযায়ী
    কর পরিগণনা ১৮৫০+ উৎসে কর্তন

  • @epiprogram5290
    @epiprogram5290 11 หลายเดือนก่อน +1

    স্যার,আপনার হিসাবে নিয়মিত আয় যদি ৩,৫০,০০০ টাকার নীচে হয় তাহলেও কি উনাকে কোন কর দিতে হবে।

  • @md.ziaulmorshed5101
    @md.ziaulmorshed5101 11 หลายเดือนก่อน +2

    আপনাকে ধন্যবাদ। সঞ্চয়পত্রের TDS & Bank সুদ TDS এর মোট যোগফল আরোপযোগ্য কর হিসাবে Return এর 12# কলামে দেখানো হয়েছে। এখন Return এর 15 # কলামে নূন্যতম কর Bank TDS 35000/=বসবে? না 5000/বসবে? জানালে কৃতজ্ঞ থাকব।

    • @ezitax
      @ezitax  11 หลายเดือนก่อน +1

      ৩৫০০০

    • @md.ziaulmorshed5101
      @md.ziaulmorshed5101 11 หลายเดือนก่อน +1

      ধন্যবাদ।

  • @ashrafijuthy4427
    @ashrafijuthy4427 11 หลายเดือนก่อน +1

    কত ট্যাক্স দেয়া হলো, এটা আগে তো লাস্ট পেজ এ থাকতো, যেটা অফিস সাইন করে, সীল মেরে দিতো, এবার কি দিবে? মানে কোন ডকুমেন্টস দিবে, যেটা দেখালে সার্টিফিকেট না তুললেও বোঝা যাবে যে কেউ একজন রিটার্ন জমা দিয়েছেন।

    • @ezitax
      @ezitax  11 หลายเดือนก่อน

      প্রাপ্তি স্বীকারপত্র আছে তো

    • @smkamrulhasan1484
      @smkamrulhasan1484 11 หลายเดือนก่อน

      @@ezitax Prapti sikar potro kothay pabo...? Ata ki download korte hobe? IT GA-2023 e to nai.

    • @muhammadnizamuddin9844
      @muhammadnizamuddin9844 10 หลายเดือนก่อน

      স্বীকৃতি পত্র "আইটি-১১ছ(২০২৩)" নামে ওয়েবসাইটে আছে। সেটি ডাউনলোড করে পূরণ করে নিতে হবে।

  • @md.ashiqurrashid1772
    @md.ashiqurrashid1772 11 หลายเดือนก่อน

    Income from post office regular income/minimum tax applicable?

  • @nikhilchandra9015
    @nikhilchandra9015 11 หลายเดือนก่อน +1

    আয়কর নির্দেশিকায় ব্যাংক সুদ,এফডিআর সুদ নিয়ে কর পরিগননা করে দেখিয়েছেন। তাহলে কর পরিগননা সঠিক হয়নি কি?৭৬,৭৭,৭৮ পৃষ্ঠা।

    • @smkamrulhasan1484
      @smkamrulhasan1484 11 หลายเดือนก่อน

      your message is not clear

    • @nikhilchandra9015
      @nikhilchandra9015 11 หลายเดือนก่อน

      এফডিআর, ব্যাংক মুনফায় নতুন করে কোন কর দিতে হবে নাকি চুরান্ত করদায়?

  • @mohammadsaifulislam998
    @mohammadsaifulislam998 11 หลายเดือนก่อน

    প্রদেয় কর ৮২,৬০০/- , তাহলে উনাকে ৫,০০০/- চালানের মাধ্যমে জমা দিতে হবে ?

  • @rashedmenon1363
    @rashedmenon1363 11 หลายเดือนก่อน

    নিয়মিত আয় যদি ৩,৫০,০০০ টাকার নীচে হয় তাহলেও কি কর দিতে হবে?

  • @NilayKumarSaha
    @NilayKumarSaha 11 หลายเดือนก่อน

    Mpoভুক্ত শিক্ষকদের করদায় নিয়ে একটি ভিডিও দেন।

    • @ezitax
      @ezitax  11 หลายเดือนก่อน

      ইনশাআল্লাহ

  • @dr.mahbubrashid8184
    @dr.mahbubrashid8184 10 หลายเดือนก่อน

    এখানে নিয়মিত আয়ের উপর আয়কর ১৮৫০ টাকা হলেও, সিটি কর্পোরেশন বিবেচনায় নূন্যতম ৫০০০ টাকা কর হবে কি?? পরিপত্রে মিস রহিমার বেলায় তা দেখানো হয় নি। রহিমার আয়কর ১৪ টাকা । Pls explain . I think here miss Rahima has paid on tds on bank interest that is 14500 tk which is more than 5000.

    • @rahulkarmokar7528
      @rahulkarmokar7528 10 หลายเดือนก่อน

      আমিও এটা নিয়ে কনফিউশন এ পড়ে গেছি ভাই। এক একটা উদাহরন এ এক একভাবে করেছে পরিপত্রে। এবারে আয়করের নিয়ম টা একেবারে ফালতু করেছে। অনেক বিষয় ক্লিয়ার করে নি। আপডেট পেয়ে থাকলে জানাবেন।

  • @litonazad233
    @litonazad233 11 หลายเดือนก่อน

    Thanks vai

  • @RIFATTECH0
    @RIFATTECH0 9 หลายเดือนก่อน

  • @zamanashfaq
    @zamanashfaq 11 หลายเดือนก่อน

    সরকারি বেতনভুক্ত কর্মকর্তার প্রাপ্ত সম্মানী কি আয়করযোগ্য? অনুগ্রহ করে জানাবেন।

    • @ezitax
      @ezitax  11 หลายเดือนก่อน

      কি বাবদ সম্মানী?

    • @zamanashfaq
      @zamanashfaq 11 หลายเดือนก่อน

      @@ezitax কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য।

  • @electricalandhvacengineer3526
    @electricalandhvacengineer3526 11 หลายเดือนก่อน

    March 2023 e Tin korsi, may 2023 e 10 years er 1ta dps matured hoise. Akon amar First return e total lav er takatai asbe naki oi lav er taka k 10 dia vag kore 1 year er lav show korbo? Kindly janaben.

    • @ezitax
      @ezitax  11 หลายเดือนก่อน

      মোট টাকাটাই আসবে

  • @MdHabib-qe9zw
    @MdHabib-qe9zw 11 หลายเดือนก่อน +3

    ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন

    • @ezitax
      @ezitax  11 หลายเดือนก่อน

      আলহামদুলিল্লাহ ভাইয়া। আপনি কেমন আছেন?

    • @MdHabib-qe9zw
      @MdHabib-qe9zw 11 หลายเดือนก่อน +1

      @@ezitax আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালই আছি

  • @user-ms5jv6nd7d
    @user-ms5jv6nd7d 11 หลายเดือนก่อน

    স্যার আমার বেতন খাতে আয় ২৩৪১২৩ টাকা এবং সঞ্চয় পত্রের আয় ১৬৫০০ টাকা। উৎস কর দিয়েছি।এখন আমাকে কি নূন্যতম কর ৩০০০টাকা দিতে হবে? দয়া করে জানাবেন।

  • @riazahmed8226
    @riazahmed8226 11 หลายเดือนก่อน +2

    ধরেন আমার আয় সঞ্চয় পত্র থেকে ৪৫০০০+ ডিপিএস থেকে ৩০০০০+ ব্যাংক সুদ ১০০০+ ব্যবসা থেকে ২০০০০০ মোট আয় ২৭৬০০০ আমি কর রেয়াত পাব।

    • @ezitax
      @ezitax  11 หลายเดือนก่อน +1

      জি না

    • @parveenbegum3600
      @parveenbegum3600 11 หลายเดือนก่อน +2

      ​@@ezitaxকেন না? উনি সন্চয় পত্র ও ডিপিএস এ বিনিয়োগ করলে রেয়াত পাবে ১৫% এর ক্যালকুলেশ এপ্লাই হবে। তাহলে আপনি না বলছেন কেন?

    • @ezitax
      @ezitax  11 หลายเดือนก่อน

      @@parveenbegum3600 উনি কর রেয়াত কোথায় খাটাবেন শুনি আপু। উনার নিয়মিত আয় ২৭৬০০০ টাকা মানে তাকে কোন কর এমনিতেই দিতে হবে না এক্সট্রা। তাহলে কেন পাবেন কর রেয়াত?

    • @parveenbegum3600
      @parveenbegum3600 11 หลายเดือนก่อน

      @@ezitax এই ব্যাখ্যাটিও অনেক গুরুত্বপূর্ণ। আপনি ভিডিওতে এধরণের ব্যাখ্যাগুলো দিলে আপনার ভিডিও আরও শিক্ষনীয় হবে।
      আপনাকে একটি অনুরোধ করছি। আপনি এফডিআর, সঞ্চয় পত্র এই দুই উৎস থেকে আয়ের উপর একটি ভিডিও দিন। যেমন আমার শুধুমাত্র এই দুই উৎস থেকে আয় রয়েছে। এবং কর পরিগননা করে দেখেছি আমার যে উৎসে কর কর্তন করা হয়েছে তার চেয়ে নিট কর কম এসেছে হিসাব করে কর রেয়াত ১৫%(সঞ্চয় পত্রের বিনিয়োগ ৫ লাখ) হিসাব করার পর। এ ক্ষেত্রে আমি হিসাবটি কী ভাবে দেবো? দয়া করে ভিডিও দিলে উপকৃত হবো। অনেকেই উপকৃত হবে। কারণ আমার মতো অনেকেই চাকরি করে না। তাদের আয় এই ধরনের বিনিয়োগের উপর নির্ভরশীল। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য আয়কর বিষয়ে ভিডিও দেয়ার জন্য।

    • @ezitax
      @ezitax  11 หลายเดือนก่อน

      @@parveenbegum3600 আপনার আয়ের পরিমাণ উল্লেখ করুন আপু।

  • @nazmuljsr
    @nazmuljsr 11 หลายเดือนก่อน

    ন্যূনতম কর ক্যালকুলেশনের সময় একবার সাড়ে তিন লাখ বাদ দেয়া হলো আবার নিয়মিত কর ক্যালকুলেশনের সময় সাড়ে তিন লাখ বাদ দেয়া হলো,

  • @sadequehossain
    @sadequehossain 11 หลายเดือนก่อน

    এফ ডি আর এর সুদ থেকে ব্যাংক যে ১০% ট্যাক্স কেটে নে তার ব্যাপারে গ্যাজেটে বলা হয়েছে তা "চূড়ান্ত করদায়।" আপনি বলেছেন, তা ন্যূনতম
    করদায়। আপনার সদয় মতামত কামনা করছি।

    • @ezitax
      @ezitax  11 หลายเดือนก่อน +2

      ওটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে, যাদের জন্য আয়কর রিটার্ন দাখিল করতে হয় না।

  • @pijushnath3772
    @pijushnath3772 11 หลายเดือนก่อน +1

    1/3 rd hobe salary

    • @ezitax
      @ezitax  11 หลายเดือนก่อน

      জি সেটাই করা হয়েছে।

  • @shajahansiraj9330
    @shajahansiraj9330 11 หลายเดือนก่อน

    ৫০০০০০ টাকার বছরে tdsকত?

  • @AliKhan-td5xf
    @AliKhan-td5xf 11 หลายเดือนก่อน

    Bhai nonnotom kor fee ase bhaiya