বাংলাদেশ থেকে ওমরা করতে কত টাকা লাগে।Umrah Visa from Bangladesh.umrah hajj korte koto taka lagbe.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ต.ค. 2024
  • #ওমরাহ #হজ্জ #কাবা_শরীফ #কাবা
    সবচেয়ে কম খরচে ওমরা হজ্ব।
    আগামী বছর রেকর্ড সংখ্যক মানুষ ওমরাহ করবেন!
    ওমরাহ করতে কি কি কাগজ লাগবে?
    এবার থেকে কম খরচে ওমরা করতে পারবে বাংলাদেশীরা।
    ওমরাহ করতে কত টাকা লাগে।
    omra korte
    Omra korte ki ki pepar lage
    ওমরা হজ্জ করতে কত টাকা লাগে ২০২৪
    আজকে আমরা আলোচনা করব ওমরা হজ্জ করতে কত টাকা লাগে ২০২৪ । ওমরা হজ্জ করতে কত টাকা লাগে ২০২৪। আমাদের অনেকেরই স্বপ্ন থাকে হজ পালন করার কিন্তু অনেক সময় সেটা হয়ে ওঠে না। কারন অনেক ব্যায়সাপেক্ষ। তবে মক্কার পাশাপাশি নবীজি সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লামের কবর জিয়ারত করা পাশাপাশি মদিনা শহর ভ্রমণ করে দেখার ইচ্ছে থাকে সে ক্ষেত্রে ওমরা হজ পালন করার সুযোগ রয়েছে। যদি হজ পালন করার মতো টাকা না থাকে তাহলে ওমরা হজ পালন করতে পারেন কারন এতে খরচ কম। এবং বছরের যেইকোনো সময় আপনি ওমরা করতে পারবেন।শুধু হজের মওসুম ছাড়া।
    অরিজিনাল জাতীয় পরিচয় পত্রের প্রয়োজন হতে পারে। শিশুদের ক্ষেত্রে প্রয়োজন হবে জন্ম নিবন্ধন।
    বিবাহিতদের জন্য প্রয়োজন হবে বিবাহের সরকারি নিবন্ধন পত্র বা কাবিননামার পত্র অথবা বিবাহ রেজিস্ট্রেশন পত্র।
    ওমরা হজ্জ করতে কত টাকা লাগে ২০২৪
    এবার আমরা জানবো ওমরা হজ্জ করতে কত টাকা লাগে ২০২৪ । তার আগে জেনে নেই ওমরা ভিসার খরচ সম্পর্কে । ওমরা হজ পালন করার জন্য সৌদি আরবের ভিসা এর প্রয়োজন রয়েছে। এক্ষেত্রে সৌদি কর্তৃপক্ষ প্রথমবার ওমরার ভিসা সম্পূর্ন্য ফ্রি।এবং দ্বিতীয়বার ওমরা হজের জন্য ভিসা খরচ 700 রিয়েল ধরেছে। মূল খরচ এর পাশাপাশি আরও 200 রিয়াল এর মতো খরচ হতে পারে
    আমাদের মনে অনেকেরই প্রশ্ন যে ওমরা হজ করার জন্য কতদিন সময় পাওয়া যাবে। যদিও হজ পালন করার জন্য এত বেশি সময়ের প্রয়োজন হয় না তারপরেও সৌদি কর্তৃপক্ষ ওমরা হজ পালনের জন্য ৯০ দিনের জন্য ভিসা প্রদান করে থাকে। তবে উমরাহ পালন করতে প্রকৃতপক্ষে ২ থেকে ৩ দিনের বেশী সময় লাগেনা। আপনি চাইলে ৮৫ দিন সৌদি আরবে থাকতে পারবেন।
    হজ পালনের জন্য সেরা এজেন্সি নির্বাচন
    আমরা অনেক সময় আমাদের দেশে হাজীদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কুচক্রী মহলের খারাপ কার্যক্রম লক্ষ করেছি। তাই এ ধরণের হয়রানির শিকার হতে না চাইলে সরকারি লাইসেন্সকৃত ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করে হজ পালনের কার্যক্রম সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্কতার সাথে এজেন্সি নির্বাচন করতে হবে। কম খরচে কাজ সম্পন্ন করার নেশায় কোন ধান্দাবাজের হাতে পড়বেন না।
    ওমরাহ হজের প্যাকেজ এর খরচ কত? । ওমরা হজ্জ করতে কত টাকা লাগে ২০২৪
    ওমরা হজ্জ করতে কত টাকা লাগে ২০২৪ সেটা মূলত বিভিন্ন ট্রাভেল এজেন্সীর সাথে যোগাযোগ করে জানা যায়, চলতি বছরে বাংলাদেশ থেকে সৌদি আরবে ওমরাহ করার জন্য জনপ্রতি গড়ে খরচ হবে এক লক্ষ থেকে এক লাখ 50 হাজার টাকা।১২০০০০ টাকাই ও পাওয়া যায়। ওমরার জন্য সময় পাওয়া যাবে ১৪ দিন।আর ১১০০০০ থেকে ১২০০০০ ৮৫ দিনের জন্য ওমরা করলে খরচ হয়।
    ওমরা হজ পালন করার জন্য বিভিন্ন ধরনের প্যাকেজ এর প্রচলন রয়েছে। আর এই প্যাকেজের আওতায় বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে । যিনি এই প্যাকেজ এর আওতায় ওমরা হজ পালন করার জন্য যাবেন তিনি 7 থেকে 14 দিন সেখানে অবস্থান করতে পারবেন। খরচের লাগামটা যদি বুঝেশুনে ধরতে পারেন তাহলে মাত্র ১১৫,০০০ হাজার টাকা থেকে ২২০০০০টাকায় আরামসে ওমরাহ পালন করে আসতে পারেন।
    ১৪ দিনের প্যাকেজ খাবার যাতায়াত সবকিছু এজেন্সি দিয়ে থাকে।

ความคิดเห็น • 75