সেদিন তোমায় দেখেছিলাম ভোরবেলায় তুমি ভোরের আলো হয়ে দাঁড়িয়ে ছিলে কৃষ্ণচূড়ার ঐ ফুলভরা গাছটার নিচে...♥♪ বর্ণনার ভঙ্গি এমন যেন প্রথম প্রেমে পড়ার অনুভূতি। এই মাঝরাতে বাংলাদেশ থেকে শুনছি প্রিয় এ গান।
কতকাল হয়ে গেলো,একপলক দেখা হলো না আমাদের। কোথায় একবার শুনেছিলাম, "ভালোবাসলেই পেতে হবে?" তখন বুঝতে অপরাগ ছিলাম,তবে আজ!মনে হচ্ছে,চোরাবালির বাগানে আমি একাই ক্যাকটাস। শূন্য চোখে শুধু কথা খুঁজে বেড়াচ্ছি। কোথায় চলে গেলেন আপনি? শুকতারাদের ভীরে আমার কথা কি মনে পড়ে?পৃথিবীর ধড়-পাকড়ে খুব ব্যাস্ত আমি। ভেবেছিলাম ভুলে যাবো। রক্ত-মাংসের শরীরে আর কতই বা শক্তি থাকবে যে রাতের পর রাত অপচয় করে চোখের জল ফেলবো। কিন্তু দেখুন,সব হিসেব কেমন মিথ্যে হয়ে গেলো। শুরুর ছক থেকেই পা পড়ছে না! কীভাবে এই গোলধাঁধা থেকে বের হবো বলুন দিকি? আধুনিকতাকে নাকচ করলাম আমি। বাগানবিলাস ঘেষা কাঠের ঘরই আমার জন্য যথেষ্ট। প্রচন্ডরকম যথেষ্ট। কেবল আপনি হলেই হবে।আমরা দুজন রেডিওতে হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে তাল মেলাবো। ফিরে আসুন প্রিয়। ফিরে আসুন।প্রচন্ড ভালোবাসি।
আমার স্বর্গত পিতৃদেব বলতেন হেমন্ত মুখার্জি হলেন এ যুগের তানসেন। তাঁরই মত আমার পরিবারের সবাই হেমন্ত কন্ঠের মাধুর্য্যে আজও মন্ত্র মুগ্ধ! গানগুলি শুনে পিতৃদেব ও শিল্পীকে শ্রদ্ধাঞ্জলি জানাই।
So far away in US from my home country India I can not control my tears every time I listen to these songs - it reminds me of those days I left behind long long time ago.
I can feel the condition of your mind. It is same as mine though I am in Calcutta. Don't you come to your home land ever? However it is true, Calcutta is more lifefull than other cities in the world.
I used to listen the songs when I was in Calcutta. Now it is long time I am in Auckland , NZ but still I listen the songs of Hemanta da which is sooooooooo valuable in my life.
সেদিন তোমায় দেখেছিলাম ভোরবেলায় কথাঃ পুলক বন্দ্যোপাধ্যায় সুরঃ হেমন্ত মুখোপাধ্যায় সেদিন তোমায় দেখেছিলাম ভোরবেলা তুমি ভোরের বেলা হয়ে দাঁড়িয়ে ছিলে কৃষ্ণচূড়ার ওই ফুল ভরা গাছটার নিচে আমি কৃষ্ণচূড়ার সেই স্বপ্নকে আহা দুচোখ ভরে দেখে নিলাম। তুমি চলতে চলতে থমকে গেলে কেন কে জানে(২) আমার মনটা ছড়ানো ছিল যেখানে(২) আমি দেখলাম শুধু দেখলাম আর সুখের কান্না কেঁদে গেলাম । কথা খুঁজতে খুঁজতে ভুলতে হল কথা আমাকে(২) আমার কিছুই হলনা বলা তোমাকে(২) শুধু বুঝলাম আমি বুঝলাম, এক নতুন বেদনা খুঁজে পেলাম
কিনকিনি সরকার লিখেছেন ," এরকম গান আজকাল কেন হয় না ,? সেইতো সপ্তসুর আছে ,,,,,,,,,,,,,,"। এর উত্তর আছে ।এমন গান হবে কিভাবে? সেই মন নাই ,আবেগ নাই, অনুভূতি নাই,হৃদয় বোধ নাই , ত্যাগ নাই, উদারতা নাই । আছে শুধু গতি , শব্দ আর বাণিজ্যিক চিন্তাধারা । লেখক যাযাবর তাঁর " দৃষ্টিপাত " বইয়ে লিখেছিলেন," বিজ্ঞান মানুষকে দিয়েছে বেগ ,কেড়ে নিয়েছে মনের আবেগ।"
হেমন্ত মুখোপাধ্যায়ের গলার মিষ্টতার কথা আর কী বলবো।বলা সাধ্যে অতীত। তবে সঙখেপে বলা যায় ভগবানের দান তাঁর কন্ঠ। শত সহস্র গানে অনায়াসে অত সুন্দর সুর সৃষ্টি ই বা কিভাবে করতেন ? এটা দেখার সাক্ষী কেউ নেই।তাদের সাক্ষাৎকার নেওয়া যায়না? এমন কেউ নেই ? এ ধরনের সাক্ষাৎকার শুনতে আমরা সবাই খুব আগ্রহী।
@@piyalbanerjee9557 Nice to hear from you and I wrote above that written by Pulak babu. Your dad ,Gauriprasanna Majumder and Shyamal Gupta wrote the most modern Bengali songs in golden era of Bengali movie and songs. God bless them.
I often wonder who are those great writers who wrote these beautiful songs especially sung by Hemantha and Manna Day! what are the stories of their lives?
Ki je Opurbo, oshadharan gola!!! Bhaba Jay na!!! Ki je ek odbhut mishti, gombhir golar awaj --- bhaba Jay na. Temon cilo onar chehara . Ki shupurush !! Amar ma, mashira tader choto bela thekei HEMANTA r blind fan. Ei rokom shilpi are kono din o amra pabo na. Karon ei rokom shilpi bare bare jonmay na. Bhogoban ei rokom shilpi ke prithibi te bar bar pathan na. Amader sokoler oti priyo shilpi HEMANTA MUKHERJEE ke janai Soto koti Pranam , 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা, হেমন্ত মুখোপাধ্যায়ের নিজের সুরে গাওয়া এই গানটি ১৯৭২-৭৩ সালে পূজোর গান হিসাবে প্রকাশিত। বাড়িতে রেকর্ডে বহু হাজার বার শুনেছি। কিন্তু আজ ও শোনার ইচ্ছা একটুও কমেনি। আচ্ছা , আমাদের বাঙলায় তথা ভারতে বহু সঙ্গীত গুরু,সঙ্গিতগ্য, সুরকার সঙ্গীতের পন্ডিত, শিক্ষক ইত্যাদি আছেন। কিন্তু সুর ও মাত্র সাতটি। অথচ এই সাতটি সুরকে ঘুরিয়ে ফিরিয়ে এত স্বল্পায়াসে এত মিষ্টি, মধুর, মন ছুঁয়ে যাওয়া শত সহস্র গানে সুরারোপ তিনি করতেন কী ভাবে, ৫০ বছরের ও বেশী সময় ধরে ? এ প্রশ্নের সঠিক জবাব নেই।
HE used to touch the cord of human heart in his each and every creation. Once it (music) touches the heart immediately sips into the psyche that stays there forever. This was his unique approach. Ne never prioritized musical grammar and orchestration before human emotions. Therefore, he received appreciation both from his followers and critics. Simply we got trapped in his creations!
সেদিন তোমায় দেখেছিলাম ভোরবেলা তুমি ভোরের বেলা হয়ে দাঁড়িয়ে ছিলে কৃঁষ্ণচূড়ার ওই ফুল ভরা গাছটার নিচে আমি কৃঁষ্ণচূড়ার সেই স্বপ্নকে আহা দুচোঁখ ভরে দেখে নিলাম।
ভারতীয় উপমহাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ কণ্ঠশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়: আবীর আহাদ, মুক্তিযোদ্ধা, ঢাকা।
Osonasonaagerdiner.nebhano.agun.abaer.jale.uthechhe..ami.arr.bachte.china.bevhe.thakte.ichhe.korvhhena.amamar.moner.manush.amar.kono.katha.sunchhena.are.baro.koshto.kihote.boloto
কন্ঠে যেমন মেলোডি তেমনই সুরেলা এবং আবেদনময়ী চির সবুজ ও হৃদয়গ্রাহী। এমন স্বর্নকন্ঠ খুবই বিরল। তার জন্য ভালোবাসা রইলো নিরন্তর।
সেদিন তোমায় দেখেছিলাম ভোরবেলায়
তুমি ভোরের আলো হয়ে দাঁড়িয়ে ছিলে
কৃষ্ণচূড়ার ঐ ফুলভরা গাছটার নিচে...♥♪
বর্ণনার ভঙ্গি এমন যেন প্রথম প্রেমে পড়ার অনুভূতি। এই মাঝরাতে বাংলাদেশ থেকে শুনছি প্রিয় এ গান।
কতকাল হয়ে গেলো,একপলক দেখা হলো না আমাদের। কোথায় একবার শুনেছিলাম, "ভালোবাসলেই পেতে হবে?" তখন বুঝতে অপরাগ ছিলাম,তবে আজ!মনে হচ্ছে,চোরাবালির বাগানে আমি একাই ক্যাকটাস। শূন্য চোখে শুধু কথা খুঁজে বেড়াচ্ছি।
কোথায় চলে গেলেন আপনি? শুকতারাদের ভীরে আমার কথা কি মনে পড়ে?পৃথিবীর ধড়-পাকড়ে খুব ব্যাস্ত আমি।
ভেবেছিলাম ভুলে যাবো। রক্ত-মাংসের শরীরে আর কতই বা শক্তি থাকবে যে রাতের পর রাত অপচয় করে চোখের জল ফেলবো। কিন্তু দেখুন,সব হিসেব কেমন মিথ্যে হয়ে গেলো। শুরুর ছক থেকেই পা পড়ছে না! কীভাবে এই গোলধাঁধা থেকে বের হবো বলুন দিকি?
আধুনিকতাকে নাকচ করলাম আমি। বাগানবিলাস ঘেষা কাঠের ঘরই আমার জন্য যথেষ্ট। প্রচন্ডরকম যথেষ্ট। কেবল আপনি হলেই হবে।আমরা দুজন রেডিওতে হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে তাল মেলাবো।
ফিরে আসুন প্রিয়। ফিরে আসুন।প্রচন্ড ভালোবাসি।
OH ! WONDERFUL FEELING.SALUTE
Apurbya
1973 সাল থেকে 1980 পর্যন্ত প্রতি বছর গ্রামের পূজা প্যান্ডেলে বহুবার এই গান চালিয়েছি।
কত বার যে শুনেছি তার হিসাব নেই,, যত বার শুনি ততবার মোহিত হয়ে যায়,,,,
আমার স্বর্গত পিতৃদেব বলতেন হেমন্ত মুখার্জি হলেন এ যুগের তানসেন। তাঁরই মত আমার পরিবারের সবাই হেমন্ত কন্ঠের মাধুর্য্যে আজও মন্ত্র মুগ্ধ! গানগুলি শুনে পিতৃদেব ও শিল্পীকে শ্রদ্ধাঞ্জলি জানাই।
নাহিদুল ইসলাম :এই উপমহাদেশি দুজন লিজেন্ড একজন মাননা দা আর একজন হেমন্ত বাবু কি অসাধারণ গান বার বার শুনতে মন চাই কি অসাধারণ সৃষ্টি।
Being a youngster,I'm also his die heart fan! Hamantha Mukherjee and Muhammad Rafi are the two epitomes,just like Kohinoor.
অসাধারণ গান। সেই ছোটোবেলা থেকে শুনে আসছি । আজকের দিনেও শুনে একইরকম মুগ্ধতার রেশ থেকে যায় ।
হেমন্ত বাবুর গান মানে অসাধারণ কিছু কালজয়ী শিল্পীকে শ্রদ্ধঞ্জলী ।
মনটা জুড়িয়ে গেল ।
কি কণ্ঠ !!!!!
সেই কবে থেকে গান টা শুনে যাচ্ছি, বার বার শুনতে ইচ্ছে করে।কথা আর সুর এর মিল এক হলে তাই হয়
হ ভাই
So far away in US from my home country India I can not control my tears every time I listen to these songs - it reminds me of those days I left behind long long time ago.
Same situation of me.
I can feel the condition of your mind. It is same as mine though I am in Calcutta. Don't you come to your home land ever? However it is true, Calcutta is more lifefull than other cities in the world.
I used to listen the songs when I was in Calcutta. Now it is long time I am in Auckland , NZ but still I listen the songs of Hemanta da which is sooooooooo valuable in my life.
আপনাকে অনেক ধন্যবাদ।
Don't you come to Calcutta ever? Don't forget your own city.
সুন্দর গান! আমি সবসময় হেমন্তের গাওয়া পুরনো গান শুনতে চাই।
That's a pretty song! I always want to listen to the old songs sung by Hemanta Mukherjee.
এমন গলা আর হবেন। কী অসাধারণ গলা!
Osadharon....chirokaleen
এরকম গলা কেন এরকম শিল্পী আর কখনও জন্মাবে না। এই যোগ্যতার শিল্পী অনেক অনেক প্রার্থণার ফল।
I AM MAD ABOUT HEMANTA, WHO IS HE ? MAN OR SUPER GOD ? IN HIS VOICE, MADE THE MATTER WHAT'S ?
আমিও হেমন্ত-পাগল। হেমন্ত মুখোপাধ্যায়ের গলা শুনলে মনে হয় ঈশ্বর গান শোনাচ্ছেন।
Man with a God gifted voice
সেদিন তোমায় দেখেছিলাম ভোরবেলায়
কথাঃ পুলক বন্দ্যোপাধ্যায়
সুরঃ হেমন্ত মুখোপাধ্যায়
সেদিন তোমায় দেখেছিলাম ভোরবেলা
তুমি ভোরের বেলা হয়ে দাঁড়িয়ে ছিলে
কৃষ্ণচূড়ার ওই ফুল ভরা গাছটার নিচে
আমি কৃষ্ণচূড়ার সেই স্বপ্নকে আহা
দুচোখ ভরে দেখে নিলাম।
তুমি চলতে চলতে থমকে গেলে কেন কে জানে(২)
আমার মনটা ছড়ানো ছিল যেখানে(২)
আমি দেখলাম শুধু দেখলাম
আর সুখের কান্না কেঁদে গেলাম ।
কথা খুঁজতে খুঁজতে ভুলতে হল কথা আমাকে(২)
আমার কিছুই হলনা বলা তোমাকে(২)
শুধু বুঝলাম আমি বুঝলাম,
এক নতুন বেদনা খুঁজে পেলাম
বানানটা 'কৃষ্ণচূড়া'; 'কৃঁষ্ণচূড়া' নয়। প্লিজ ঠিক করে নিন।
এখন এরকম গান কেনো হয় না? সেইতো সপ্তসুর ই এখনও আছে আর বাংলা ভাষাটা ও একরকম আছে🤔
Ei rokom gaan ke likhben? Ke I ba gaiben? Tai ah ar esob gaan hoy na.ekhon sudhu ache chil chitkar ar faltu music. Surer badale asur .
এত সুন্দর যাঁর কণ্ঠস্বর তিনি নিশ্চয় ঈশ্বরের খুব প্রিয়।❤
Legendary voice. Such songs remain immortal throughout the whole life.
মন ভালো হয়ে যায় এই রকম গান শোনার পর । কি কথা আর কি মিষ্টি সুর।
হৃদয় ছুয়ে যায় গানটা।আর কিছু বলার অপেক্ষা রাখে না!!!
love u sir....... greatly respectable for me.... besides... I'm pure Assamese.. love.......... u......
কিনকিনি সরকার লিখেছেন ," এরকম গান আজকাল কেন হয় না ,? সেইতো সপ্তসুর আছে ,,,,,,,,,,,,,,"। এর উত্তর আছে ।এমন গান হবে কিভাবে? সেই মন নাই ,আবেগ নাই, অনুভূতি নাই,হৃদয় বোধ নাই , ত্যাগ নাই, উদারতা নাই । আছে শুধু গতি , শব্দ আর বাণিজ্যিক চিন্তাধারা । লেখক যাযাবর তাঁর " দৃষ্টিপাত " বইয়ে লিখেছিলেন," বিজ্ঞান মানুষকে দিয়েছে বেগ ,কেড়ে নিয়েছে মনের আবেগ।"
beautiful remark remember for ever in my life
@@samardasgupta5177 Thanks, Mr.Dasgupta for your comments. Whatever came in my mind ,I wrote. I feel obliged that you have liked it.
বাহ্ সুন্দর করে বলেছেন 👌👌 একেবারে ঠিক ☺️
@@anitabiswas6954 Thanks. Stay safe , stay well.
@@dewdrops5969 আপনি ও ভালো থাকবেন সুস্থ থাকবেন,,,, 💐💐
আসলে বিকল্প কোন গানের সাথে তুলনাহীন এই গানটা যার কোন পরিমাপ হয় না এত্ত ভাললাগা একটা গান।
thik bolchen vhi...
Mon vore jai
হেমন্ত মুখোপাধ্যায়ের গলার মিষ্টতার কথা আর কী বলবো।বলা সাধ্যে অতীত। তবে সঙখেপে বলা যায় ভগবানের দান তাঁর কন্ঠ। শত সহস্র গানে অনায়াসে অত সুন্দর সুর সৃষ্টি ই বা কিভাবে করতেন ? এটা দেখার সাক্ষী কেউ নেই।তাদের সাক্ষাৎকার নেওয়া যায়না? এমন কেউ নেই ? এ ধরনের সাক্ষাৎকার শুনতে আমরা সবাই খুব আগ্রহী।
When I was a schoolboy and now I am a man listening the same song for so many years. Just amazing song and Hemanta.
Asadharon. Je 11 jon dislike koreche tader ganer sence o asadharon. Tader prize hisebe ghuter mala dewya hok.
যখনই এ গান শুনি মন ভালো হয়ে যায়।
চিরনতুন গান মন জুড়ে আছে থাকবে চিরকাল বাঙালী মনে ❤
A golden voice of a golden singer of golden age.....
Bhalo..beshe.jadi.bhalo.basher.manuske.shara.jibonagle.rakte.napari.tabe.bhalo.beshakilove.bolte.paro.sona.archey.more.jaobhalo
পুলক বাবুর গানগুলো রোমান্টিক,আবেগপ্রবনে ভরা ও বিমর্ষতাপূর্ণ. আর হেমন্তের কন্ঠে এটা মারাত্মক, প্রাণান্তকর
Bazlur Rahman Thank you for your comments. Lyricist of this song is my father Pulak Bandopadhyay
@@piyalbanerjee9557 Nice to hear from you and I wrote above that written by Pulak babu. Your dad ,Gauriprasanna Majumder and Shyamal Gupta wrote the most modern Bengali songs in golden era of Bengali movie and songs. God bless them.
@@bazlur-Vancouver Thank you for your comments
ওনার সব গানই এক কথায় অনবদ্য।
Etai sur ...etai sangeet...r kichu bolar nei..
🙏❤💚💙 প্রণাম অবিরাম
Asomvab rokom valo laga ei gaan ,kono din o purono hobe na,,,ei prithibi joto din thakbe toto din ei gaan thakbe,,🙏🙏🙏🙏
simply, sweet , I am totally pleased with the great melody !!!
I often wonder who are those great writers who wrote these beautiful songs especially sung by Hemantha and Manna Day! what are the stories of their lives?
beautiful. Thanks for posting clear audio
What a golden voice which cannot be compared with any one.
সেদিন তোমায় দেখেছিলাম ভোর বেলায় ....গান গুলো জীবনের সাতে মিশে আছে ...শুধু গেয়ে যায়
খুব সুন্দর গান ।মন ছুঁয়ে যায়।
MAGNIFICENT. PULAK- HEMANTA COMBINATION JUSTAWESOME.
Ki sundar gaan 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ঈশ্বরের কন্ঠ 💕💕
ঈশ্বরের কন্ঠ আপনি শুনেছেন?
সঙ্গীতের এই ক্ষণজন্মা মানুষগুলোই আমার ঈশ্বর।
বিমোহিত হয়ে শুনি ...
Excellent Artest so nice gaan ber ber suntee icechee kore e Bangladesh 🌹 thanks 👍❤️🌹💐 😊🌹🧡
Ki je Opurbo, oshadharan gola!!! Bhaba Jay na!!! Ki je ek odbhut mishti, gombhir golar awaj --- bhaba Jay na. Temon cilo onar chehara . Ki shupurush !! Amar ma, mashira tader choto bela thekei HEMANTA r blind fan. Ei rokom shilpi are kono din o amra pabo na. Karon ei rokom shilpi bare bare jonmay na. Bhogoban ei rokom shilpi ke prithibi te bar bar pathan na. Amader sokoler oti priyo shilpi HEMANTA MUKHERJEE ke janai Soto koti Pranam , 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Soul touching song. Nice.
Wonderful
সেদিন তোমায় দেখেছিলাম ভোরবেলায় ❤
jemon lekha temon sur ar temon e hemanta babur gola....onobodyo biroho ghera 1 romantic song
Ça
Daarun!
Best romantic voice in this planet.
পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা, হেমন্ত মুখোপাধ্যায়ের নিজের সুরে গাওয়া এই গানটি ১৯৭২-৭৩ সালে পূজোর গান হিসাবে প্রকাশিত। বাড়িতে রেকর্ডে বহু হাজার বার শুনেছি। কিন্তু আজ ও শোনার ইচ্ছা একটুও কমেনি। আচ্ছা , আমাদের বাঙলায় তথা ভারতে বহু সঙ্গীত গুরু,সঙ্গিতগ্য, সুরকার সঙ্গীতের পন্ডিত, শিক্ষক ইত্যাদি আছেন। কিন্তু সুর ও মাত্র সাতটি। অথচ এই সাতটি সুরকে ঘুরিয়ে ফিরিয়ে এত স্বল্পায়াসে এত মিষ্টি, মধুর, মন ছুঁয়ে যাওয়া শত সহস্র গানে সুরারোপ তিনি করতেন কী ভাবে, ৫০ বছরের ও বেশী সময় ধরে ? এ প্রশ্নের সঠিক জবাব নেই।
HE used to touch the cord of human heart in his each and every creation. Once it (music) touches the heart immediately sips into the psyche that stays there forever. This was his unique approach. Ne never prioritized musical grammar and orchestration before human emotions. Therefore, he received appreciation both from his followers and critics. Simply we got trapped in his creations!
যদি 50 টা বছর আগে শুনতাম
সুখেও শুনি আবাৱ দুখেও শুনি শেষ হয়না !
🙏🙏🙏Song of the Century 🙏🙏🙏
I want listen to it again again
Amar kichui holo na bola tomake......💝 Hemanta Mukherjee
Darun
আমি কৃঁষ্ণচূড়ার সেই স্বপ্নকে আহা
দুচোঁখ ভরে দেখে নিলাম।...............................
Excellent
Amar praner moner gan
my best one - thanks for uploading with clear audio
Awesome presentation
aha ki opurbo gaan , moner kotha bole je gaan , jemon kotha temni sur ,
osadharon
Osadharon gaan khub bhalo lage
oshadharon
koto bar je sunrci tar kono hisab nai ,
অপরূপ ।
It's too good ......
So nice tone
This is what is called music
2ha ki chamotkar gan hridaye chue jai
god gifted voice
Apurbo
SIMPLY GREAT
অসাধারণ
jatai suni tatai abak hoye suni.aamar ganer gurudev..........sudhu TUMI.
Soul stirring.
Aswem ever green 🟢🟢🟢🟢🟢🟢
Srida lockdown kamon asho?
Apurbo kotha shambolito Hemanta konther ekti gaan ja bar bar shunleo abedon shesh hoy na.
চিরকালের গান..
onek sweet song
...Je Gane Mon-pran Bhore Jay ...
Ei sob gaan shunte shuntei to boro hoyechhi.
heart touching song always any were
Super Romantic Song Sung Superbly by SuperSinger
Just chokh bondho kore feel kori, love love love love love love love only LOVE.... Aei gaan konodin purono hoyna...
সেদিন তোমায় দেখেছিলাম ভোরবেলা
তুমি ভোরের বেলা হয়ে দাঁড়িয়ে ছিলে
কৃঁষ্ণচূড়ার ওই ফুল ভরা গাছটার নিচে
আমি কৃঁষ্ণচূড়ার সেই স্বপ্নকে আহা
দুচোঁখ ভরে দেখে নিলাম।
Shahadat Hossain দারুণ গানটা
Apurbo gaan
তুমি আমার কৈশোর ।কে হারাবে তোমাকে?
Ei sob gaan kotodin o purono hobena
Khub Darun Bhalo gaan
গোল্ডেন voice... অমর সৃষ্টি...
পাগল করা গান।