নতুন রূপে ভিন্ন জগত||Vinnojogot Rangpur

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 พ.ค. 2024
  • একদম নতুন রুপে সেজেছে ভিন্ন জগৎ । Vinnojagat । Vinnojogot Rangpur । Vinnojagat
    #vinnojogot #park #travel #bangladesh
    ভিন্ন্যজগত বিনোদন পার্ক
    ভিন্ন জগৎ বাংলাদেশের একটি বিখ্যাত অ-প্রাকৃতিক স্থান। এটি রংপুর জেলায় প্রায় ১০০ একর। বিন্নো জগৎ বহু রাইড দ্বারা শোভা পায়। এই জায়গাটি আপনাকে দিবাস্বপ্নের জগতে নিয়ে যাবে। রংপুর-দিনাজপুর মহাসড়কে অবস্থিত, পার্কটি রংপুর শহর থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে পাগলাপীর নামে একটি গ্রামে অবস্থিত।
    রংপুর শহরের প্রাণকেন্দ্র থেকে একটু দূরে, রংপুর-সৈয়দপুর মহাসড়কের অদূরে গঞ্জিপুরের নৈসর্গিক পরিবেশে একটি "ভিন্ন পৃথিবী" অবস্থিত।
    "ভিন্না জগত" একটি ভিন্ন আঙ্গিকে নির্মিত একটি অনন্য পর্যটন গন্তব্য। শিক্ষা সফরে একটি ভিন্ন বিশ্ব পর্যটন কেন্দ্র ছাত্র এবং মজার সন্ধানকারীদের জন্য বিভিন্ন ডিগ্রির জন্য সজ্জিত। বাংলাদেশের প্রথম প্ল্যানেটোরিয়াম, রোবট স্কিন জোন, মহাকাশযাত্রা, লোকশিল্প জাদুঘর স্থাপিত হয়েছে ভিন্ন এক জগতে।
    বিশ্বের সপ্তাশ্চর্য তাজমহল, পিরামিড, চিড়িয়াখানা, চীনের মহাপ্রাচীর, মস্কো ঘড়ি, সুন্দরবন এবং আইফেল টাওয়ারের আদলে তৈরি করা হয়েছে। তাই আমরা বলি যে পৃথিবী এখন ভিন্ন জগতে দেখা যাচ্ছে।
    অন্য জাগতিক আকর্ষণ: প্রায় ১০০ একর ব্যক্তিগত জমিতে নির্মিত এই বিনোদন কেন্দ্রটি সব ধরনের পাখিতে পরিপূর্ণ। এর গাছে বিভিন্ন প্রজাতির পাখি দেখা যায়। সন্ধ্যার সময় তারা তাদের নীড়ে ফিরে যায়। দেশি-বিদেশি হাজার হাজার গাছে শোভা পাচ্ছে অন্য পৃথিবী। এখানে দর্শনার্থীরা গাছের ছায়ায় সারাদিন কাটাতে পারেন। ভিন্ন জগতের মূল ফটক পেরিয়ে তিন দিকে বিশাল লেক ঘেরা অপূর্ব দৃশ্য দেখে সামনে পড়বে একটি লোহার সেতু। সেতু পেরিয়ে যেন অন্য জগতের মধ্যে অন্য এক জগত।
    এখানে রয়েছে আধুনিক বিশ্বের বিস্ময় এবং দেশের প্রথম প্ল্যানেটোরিয়াম। রয়েছে রোবট স্ক্রিল জোন, স্পেস জার্নি, জল তরঙ্গ, সমুদ্রের স্বর্গ, অদ্ভুত গুহা, নৌকা ভ্রমণ, শাপলা স্কোয়ার, বীর শ্রেষ্ঠ ও ভাষা সৈনিক ভাস্কর্য, ওয়াক ওয়ে, থ্রিডি মুভি, ফ্লাই হেলিকপ্টার, মেরি গো রাউন্ড, লেক ড্রাইভ, সুইমিং পুল স্পিনিং হেড, ফিশিং সিস্টেম। একইসঙ্গে অন্তত ৫ শতাধিক বিভিন্ন দলের পিকনিক করার ব্যবস্থা রয়েছে। শুধুমাত্র ভিতরে অন্তত 8/9 শতাধিক গাড়ি পার্কিং সুবিধা আছে। কটেজ আছে ৭টি। রয়েছে তিন তারকা মডেলের ড্রিম প্যালেস। এখানকার জলাশয়ে বোটিং সুবিধা রয়েছে। শিশুদের জন্য রয়েছে ক্যাঙ্গারু, হাতি, ঘোড়াসহ বিভিন্ন প্রাণীর মূর্তি। অন্যান্য বিশ্বের জলাধারের চারপাশে বিভিন্ন ধরণের শোভাময় গাছ কৌশলগতভাবে রোপণ করা হয়েছে। প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে বাস, মাইক্রোবাস, মোটরসাইকেল, রিকশা, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে অসংখ্য মানুষ এখানে আসেন। বগুড়া থেকে ভিন্ন জগতে যাত্রা করা দম্পতি ফারহানা কবির ও আহসান কবির জানান, নিরাপত্তা থেকে শুরু করে উত্তরাঞ্চলের অন্যান্য বিনোদন কেন্দ্রের তুলনায় এই বিনোদন কেন্দ্রে সবকিছুই ভালো। বিভিন্ন জগতে থাকা-খাওয়াসহ সব ধরনের ব্যবস্থা রয়েছে। একই কথা বললেন পঞ্চগড়, নাটোরের অনেকেই। নিরাপত্তা ব্যবস্থা: বিভিন্ন বিশ্বের তাদের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা আছে। এখানে দর্শনার্থীদের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী।
    এ বিষয়ে ভিন্নজগতের মালিক মোস্তফা কামাল বলেন, ভিন্নজগত উত্তরাঞ্চলের সবচেয়ে বড় বিনোদন কেন্দ্র। তিনি বলেন, এখানে যারা আসবেন তাদের নিরাপত্তার দায়িত্ব এখানে যারা কাজ করছেন।
    #নতুন রূপে ভিন্ন জগত || 2023 সালের সকল আপডেট || Vinno Jogot Rangpur || Vinno Jogot Park ||
    #ভিন্ন জগৎ । Vinnojagat । Vinnojogot Rangpur । Vinnojagat Park । Vinnojogot a to z
    #জানুন ভিন্ন জগৎ, রংপুর বিভাগের অন্যতম সেরা বিনোদন পার্ক ও পিকনিক স্পট || vinno jogot rangpur ||
    #অল্প টাকায় ঘোরাঘুরির জন্য সেরা জায়গা এটাই | চিকলি ওয়াটার পার্ক রংপুর | Best tourist spot in Rangpur
    #ভিন্ন জগৎ আসলেই কতোটা সুন্দর! Vinno Jogot Park | Rangpur | নতুন নতুন কি দেখলাম |
    #ভিন্নজগত রংপুর - Vinno Jagot Rangpur | রংপুরের পার্ক | রংপুরের পিকনিক স্পট ভিন্ন জগৎ | VinnoJagot

ความคิดเห็น •