Jeno Tomari Kache - Somlata Acharya Chowdhury 4K Live at Midnapore December 2023

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น • 4

  • @Souvikblogs
    @Souvikblogs  ปีที่แล้ว +1

    পারে, মন খারাপই পারে
    তোমায় ফেরাতে,
    এসো, মনের কুল-কিনারে
    না হয় বেড়াতে।

    ও.. পারে, মন খারাপই পারে
    তোমায় ফেরাতে,
    এসো, মনের কুল-কিনারে
    না হয় বেড়াতে।

    মন হলে দাঁড়িয়ে
    একবার ডেকো সঙ্গপন,
    মোম গোলে হয়েছে আঁধার
    জ্বালিয়ে রেখো মন।

    যেন তোমারি কাছে
    জমে অভিমান আছে,
    যেন তোমারি কাছে
    জমে অভিমান আছে।।

    আজ না হয় কথা থাক
    লুকোনো অনুতাপে ঢাকি চোরাকাঁটা আগুন,
    আজ শুধুই বলে যাক
    চোখের পাতা খুলে রাখি নিদার নিঝুম।

    মন বলে
    তোমাকে একবার আগলে ছুঁয়ে যাই,
    মোম গলানো সন্ধ্যে বার বার
    থাকছি ছুঁয়ে তাই।

    যেন তোমারি কাছে
    জমে অভিমান আছে,
    যেন তোমারই কাছে
    জমে অভিমান আছে।।

    দাও আমায় বলে কোন গোপনে রাখা
    মেঘে ঢাকা আকাশের দেশ,
    নাও আমার ভিজে মন
    সারিয়ে নিতে যদি পারো যত না বিশেষ।

    মন হলে দাঁড়িয়ে
    একবার ডেকো সঙ্গপন,
    মোম গোলে হয়েছে আঁধার
    জ্বালিয়ে রেখো মন।

    যেন তোমারি কাছে
    জমে অভিমান আছে
    যেন তোমারি কাছে
    জোমে অভিমান আছে।।

  • @BipasaBiswas-2-7
    @BipasaBiswas-2-7 5 หลายเดือนก่อน

    ❤❤️‍🔥

  • @ramkrishnaacharya5362
    @ramkrishnaacharya5362 ปีที่แล้ว +1

    ❤❤❤

  • @Soumili_Guha
    @Soumili_Guha 6 หลายเดือนก่อน

    #SATA❤️‍🔥