ইতালিতে ব্যবসা করে কীভাবে লাভবান হবেন? I Palash Rahman I Voice Bangla

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 1

  • @Ali.shobuz
    @Ali.shobuz 2 ปีที่แล้ว +2

    বাংলায় ব্যবসায় পড়ানো হলেও যখন উচ্চতর মাধ্যমে ব্যবসায় নিয়ে পড়বেন তখন বুঝবেন যে আমাদের বাংলাদেশীরা এখানে যেটাকে ব্যবসা বলে সেটা Business টার্ম এ Shop keeping বা দোকানদারী। তাহলে এখানে বাংলাদেশী imprenditore খুবই কম । PARTITA IVA খোলা মানেই ব্যবসা করা নয় এটা শুধুমাত্র ভ্যাট নম্বর যা ব্যাক্তিগত ভাবেও খোলা যায়।
    অধিকাংশ বাংলাদেশীরা ditta individuale খুলে দোকানদারী করে এবং এবিষয়ে সঠিক আলোচনা না করে বা না বুঝেই কাজকর্ম শুরু করে ফেলে।
    যদিও এখন বাংলাদেশী বিভিন্ন প্রতিষ্ঠান এ বিষয়ে যথেষ্ঠ সহায়তা করে থাকে যেমনঃ CCL সিসিএল কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় মানুষ কোন ইতালির commercialista নামধারী কিছু মানুষ দ্বারা পরিচালিত হয়ে ভুল ভাল ভাবে কাজ চালিয়ে যাচ্ছেন এবং নিজের লাভের থেকে ক্ষতি বেশী করে যাচ্ছেন। Ditta individuale এর থেকে লিমিটেড কোম্পানি করা অনেক ক্ষেত্রেই ভালো কিন্তু আগে অভিজ্ঞদের পরামর্শ নেয়া উচিৎ এবং নিয়মিত scontrino কাটা এবং নূন্যতম tax pay করা detrazione এর মাধ্যমে iva scalare করা বরাবরই উচিৎ ।
    সাধারণত যে সকল কোম্পানি ইতালিতে খোলা যায় :
    S.r.l. - সীমিত দায় কোম্পানি: সর্বনিম্ন শেয়ার মূলধন € 10,000 সহ ক্লাসিক জয়েন্ট স্টক কোম্পানি
    S.r.l.s - সরলীকৃত সীমিত দায় কোম্পানি
    S.p.a. - জয়েন্ট স্টক কোম্পানি: S.r.l এর মতো কিন্তু বৃহত্তর বাস্তবতার জন্য ডিজাইন করা হয়েছে। ন্যূনতম শেয়ার মূলধন €50,000। দুই ধরনের S.p.a: খোলা এবং বন্ধ:
    খোলা: S.p.a. স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ক্লাসিক, যে কেউ তার শেয়ার কিনতে বা বিক্রি করতে পারে, এটির মূল্য নির্ধারণ করতে সহায়তা করে।
    বন্ধ বা ব্যক্তিগত: শেয়ার স্থানান্তর বিনামূল্যে কিন্তু ব্যক্তিগত চ্যানেলের মাধ্যমে সঞ্চালিত হয়।
    বর্তমান সময়ে Commercial geography বা ব্যবসায়ী মানচিত্রে কাপড়ের ব্যবসা চিন্তা করাই একটি অলাভজনক প্রস্তাব। কিন্তু এসব নিয়ে বিস্তারিত আলোচনার কোন কারণ নেই। বাংলাদেশের থেকে আরও কম দামে ইতালিতে stock এর কাপড় পাওয়া যায়।
    আর কেউ যদি brand management নিয়ে পড়াশোনা করে থাকে তাহলে জানা কথা যে 2023 থেকে 2028 পর্যন্তই সময় আছে নতুন প্রোডাক্ট এবং brand ইতালিতে দাঁড় করানোর। সম্পূর্ণ ভুল ধারণা যে নুতন product এর ব্যবসার সুযোগ নেই।
    বর্তমানে রেস্টুরেন্ট, রিয়েল এস্টেট,imformation technology, virtual Bank, online money exchange, crypto currency exchange, export import, এনার্জি হাব, logistica, money market, foreign exchange market, hotels and resorts, transportation, agricultural and domestic animals firm এ জাতীয় প্রায় সকল ব্যবসাই তুলনামূলক পজিটিভ রেজাল্ট এর পর্যায়ে।