সোলার প্যানেল সংক্রান্ত বিষয় নিয়ে খুব ভালো পরিকল্পনা করেছেন অরূপদা...চ্যানেলে পর পর ভিডিও আসছে খুব ভালো লাগছে, আমরা এই গরমে ঠিক যেমন বৃষ্টির জন্য অপেক্ষা করছিলাম, ঠিক তেমনই পর পর ভিডিও গুলো পেয়ে তেমনি অপেক্ষার অবসান হল.. ভালো থাকবেন অরূপদা.. নিজের খেয়াল রাখবেন ❤️
Arup Da , Coal based energy amader present ...solar panel amader future !! ami ekta suggestion di...apnar solar panel niye valoi experience ache eta asset hisebe dekhe eta niye business kora khubi profitable...apnar knowledge ache Labour o ache bass ar vabte hobe na ei business er future khub bright ...amar kotha miliye neben ete valoi profit thakbe sathe sathe poribesh keo pollution free rakha jabe ...🥰
দাদা, 7 unit মানে 7000 watt অর্থাৎ আপনাকে 8000watt বা তার বেশি সোলার প্যানেল দিয়ে প্রত্যেকদিন আপনি 7 unit কারেন্ট পেতে পারবেন।। 8kilo খরচ প্রায় ongrid হলে 480000/- Off-grid হলে আরও বেশি। তবে আমি আপনাকে বলব আপনি দুটো সিস্টেম তৈরি করুন 3 kilo করে
7 unit=7000watt-hour দিনে ৮ ঘন্টা সূর্যের আলো পড়লে -৭০০০/৮=৯০০ ওয়াট (প্রায়) এর প্যানেল প্রয়োজন। এর সাথে ৬০ শতাংশ এফিসিয়েন্সি ধরলে, প্রকৃত প্যানেল প্রয়োজন: ৯০০/৬০X১০০=১৫০০ ওয়াট।
তবে একটি বিষয় মাথায় রাখতে হবে, ইনভার্টারের ক্ষমতা ২.৫ থেকে ৩ কেভিএ এর মতো রাখতে হবে। ব্যাটারি ব্যাকআপ সাথে থাকলে ইনভার্টারের ক্ষমতার ৮০% লোড একসাথে চালাতে পারবেন। অন্যদিকে গ্রীড কানেক্টেড পাওয়ার থাকলে আপনি একসাথে অনেক বেশি লোড চালাতে পারবেন।
@@besttechnobangla1303 আমার প্রশ্নটা সেটা ছিলনা আপনি যেটা বলছেন..আমার প্রশ্নটা ছিল, অরূপ বাবু নিজেই ভিডিও তে বলেছেন ওনার এই হাইব্রিড সোলার সিস্টেম, ওনার রোজকার প্রয়োজনের অতিরিক্ত যে বিদ্যুৎ উৎপাদন করে, সেটা গ্রিডে পাঠিয়ে দেয়.. আবার যখন দরকার পড়ে তখন সেটা গ্রিডের থেকে প্রয়োজন মত নিয়ে নেয়..তাই আমার প্রশ্নটা ছিল, তাহলে কি অরূপ বাবুও নেট মিটার লাগিয়েছেন, নাকি এই সোলার সিস্টেমের যে হাইব্রিড ইনভার্টার আছে, সেটা নেট মিটার ছাড়াই আমাদের সবার বাড়িতে যে সাধারণ মিটার লাগানো আছে, তার মাধ্যমেই গ্রিডে বিদ্যুৎ দেওয়া নেওয়া করতে সক্ষম..? কোনটা..? সেটাই আমার প্রশ্ন ছিল অরূপ বাবুর কাছে..
Khub bhalo laglo. Khub informative. Thanks.
সোলার সিস্টেম নিয়ে বিশদভাবে আলোচনা করেছেন যা সবাই উপকৃত হবে।খুব সুন্দর ভিডিও। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
দাদা আজ আবার নতুন করে সোলার সিস্টেম ভিডিও দেখলাম। ভালোই লাগল।
সোলার প্যানেল সংক্রান্ত বিষয় নিয়ে খুব ভালো পরিকল্পনা করেছেন অরূপদা...চ্যানেলে পর পর ভিডিও আসছে খুব ভালো লাগছে, আমরা এই গরমে ঠিক যেমন বৃষ্টির জন্য অপেক্ষা করছিলাম, ঠিক তেমনই পর পর ভিডিও গুলো পেয়ে তেমনি অপেক্ষার অবসান হল.. ভালো থাকবেন অরূপদা.. নিজের খেয়াল রাখবেন ❤️
অমিত ভাই পরে কথা হবে।
কত ওয়াটের সোলার প্যানেল লাগালে আমি রান্না করতে পারবো ?
Khub valo video
খুব সুন্দর লাগলো ভিডিও টা
Sir bolchije. Giloy r neem giloy aki jinis. Please janaben.
ak jinis nim gache hole setake nim giloy bole.
Arup Da ,
Coal based energy amader present ...solar panel amader future !! ami ekta suggestion di...apnar solar panel niye valoi experience ache eta asset hisebe dekhe eta niye business kora khubi profitable...apnar knowledge ache Labour o ache bass ar vabte hobe na ei business er future khub bright ...amar kotha miliye neben ete valoi profit thakbe sathe sathe poribesh keo pollution free rakha jabe ...🥰
অসাধারন❤❤❤👏👏👏
How much amount you saved after installing solar system. Also mention previous and present amount.
আপনার সোলার প্যানেল গুলো কত volt ?
আপনার হাসিমুখ দেখলে মন ভালো হয়ে যায়
Thik bolechen kakur hashi mukh ta dekhke mon amnitei bhalo hoye Jai
Kemon achen kaku
Dada amar ekhane khub hanumaner dapot a6e panel Lagale thakbe ?
এটা আমার জানার ইচ্ছে।আমাদের বাড়িতে একি অবস্থা
Na dada kono rokom somossa hobe na@@debabratachatterjee3360
খরচ কত?😢😮
আমার বাড়িতে দৈনিক 7 ইউনিট খরচ হয়। এই সোলার বসাতে গেলে কত capacity বসাতে হবে এবং কত খরচ লাগতে পারে ?
1.5 kw. system লাগালেই চলবে।
দাদা, 7 unit মানে 7000 watt
অর্থাৎ আপনাকে 8000watt বা তার বেশি সোলার প্যানেল দিয়ে প্রত্যেকদিন আপনি 7 unit কারেন্ট পেতে পারবেন।।
8kilo খরচ প্রায় ongrid হলে 480000/-
Off-grid হলে আরও বেশি।
তবে আমি আপনাকে বলব আপনি দুটো সিস্টেম তৈরি করুন 3 kilo করে
7 unit=7000watt-hour
দিনে ৮ ঘন্টা সূর্যের আলো পড়লে -৭০০০/৮=৯০০ ওয়াট (প্রায়) এর প্যানেল প্রয়োজন। এর সাথে ৬০ শতাংশ এফিসিয়েন্সি ধরলে, প্রকৃত প্যানেল প্রয়োজন: ৯০০/৬০X১০০=১৫০০ ওয়াট।
তবে একটি বিষয় মাথায় রাখতে হবে, ইনভার্টারের ক্ষমতা ২.৫ থেকে ৩ কেভিএ এর মতো রাখতে হবে। ব্যাটারি ব্যাকআপ সাথে থাকলে ইনভার্টারের ক্ষমতার ৮০% লোড একসাথে চালাতে পারবেন। অন্যদিকে গ্রীড কানেক্টেড পাওয়ার থাকলে আপনি একসাথে অনেক বেশি লোড চালাতে পারবেন।
Pagol bola ke lol 😂 😂 @@besttechnobangla1303
একটা প্যানেল বসালে খরচ কত?
আপনার সোলার সিস্টেম লাগানোর আগে কত বিল আসতো, এখন কত আসে???
এই সিস্টেম লাগানোর জন্য কি আপনার WBSEDCL থেকে আলাদা করে নেট মিটার লাগাতে হয়েছে..?? না বাড়ির আগের মিটারেই হয়ে গেছে..??
আপনি বাড়িতে সোলার লাগালে কোনরকম নেট মিটার এর দরকার নেই।
আপনি যদি অতিরিক্ত বিদ্যুৎ সরকারকে বিক্রি করতে চান, তবেই নেট মিটার লাগাতে হবে।
@@besttechnobangla1303 আমার প্রশ্নটা সেটা ছিলনা আপনি যেটা বলছেন..আমার প্রশ্নটা ছিল, অরূপ বাবু নিজেই ভিডিও তে বলেছেন ওনার এই হাইব্রিড সোলার সিস্টেম, ওনার রোজকার প্রয়োজনের অতিরিক্ত যে বিদ্যুৎ উৎপাদন করে, সেটা গ্রিডে পাঠিয়ে দেয়.. আবার যখন দরকার পড়ে তখন সেটা গ্রিডের থেকে প্রয়োজন মত নিয়ে নেয়..তাই আমার প্রশ্নটা ছিল, তাহলে কি অরূপ বাবুও নেট মিটার লাগিয়েছেন, নাকি এই সোলার সিস্টেমের যে হাইব্রিড ইনভার্টার আছে, সেটা নেট মিটার ছাড়াই আমাদের সবার বাড়িতে যে সাধারণ মিটার লাগানো আছে, তার মাধ্যমেই গ্রিডে বিদ্যুৎ দেওয়া নেওয়া করতে সক্ষম..? কোনটা..? সেটাই আমার প্রশ্ন ছিল অরূপ বাবুর কাছে..
Kolkata theke bolchhi,apnar mobile no. Ta deben jogajog korte chai
♥♥♥♥♥♥♥♥♥♥
Sudu ac chalate chai
সোলার যেখান থেকে লাগিয়েছেন সেই ডিস্ট্রিবিউটর এর নাম্বারটা দেন আমি লাগিয়ে নেব
Arup da phone no ta dile katha baltam
Description এ উনি ফোন নম্বর দিয়েছেন
9062892101
Apnar phone no.ta din
9062892101
বাংলাদেশ থেকে দেখছি
আমিও
টোটাল কতো ব্যয় হলো
Total 2 লক্ষ টাকার মতো।
Put your phone number in the vidio pls nothing benefits for the vidio pls