সালাম ভাইয়ের নতুন ছাদ বাগান তা দেখে কিছু পাগল প্রশ্ন করবে; এতো জায়গা রেখে কেনো ছাদে গাছ লাগান? কারণ এদের মস্তিষ্ক আছে; নাই মৃদু জ্ঞান, বাংলা পড়ছে, পড়ছে ভুগোল পড়েনি শুধু সাধারণ বিজ্ঞান। ফুলে ফলে যখন উঠবে ভরে সালাম ভাইয়ের ছাদ বাগান, যা দেখে ঐ নিন্দুকের দল হবে অজ্ঞান। যখন ফিরবে হুঁশ, খাওয়াতে হবে অর্গানিক মুলার জুস।
@@arifahmed1750 হে প্রিয় ভাই, এটা তেলবাজি নয়, এটাকে বলে উৎসাহ, এটাকে বলে উদ্দীপনা। কারণ বর্তমানে আমাদের দেশে পর্যাপ্ত জমি নেই। কিন্তু এরকম ব্যতিক্রম কৃষি পদ্ধতিতে যদি ফসল উৎপাদন করা যায়,তাহলে শহরে যারা থাকে তারাও কিছুটা উৎসাহ পাবে। কেননা ওনার গ্রামের এতো জমি থাকতে যদি বাড়ির ছাদ টাকে ও ফসলি মাঠ হিসেবে কাজে লাগাতে পারে তাহলে, আমাদের পতিত ছাদটাকেও কাজে লাগাই। ## যেখানে আপনি আমি অলসরা দেখবো ঊষর, যারা প্রকৃত পরিশ্রমী কিংবা আদর্শ উদ্যেক্তারা দেখবে উর্বর।
ছাদবাগানে সবজি চাষে আলাদা ভাবে অনেক যত্ন করতে হয়। ফলনও তুলনামূলক কম হয়। তাই জমিতে সবজি করাই বেশি ভালো আমার মতে।আর ছাদে ২-১ টা সবজি করতে পারনেন। ছাদে ফুল গাছ লাগালে বেশি সুন্দর হবে।টমেটো, বেগুন এই দুইটার ফলন ভালো পেতে পারেন।
ভাই সম্রাট শাহজাহান ভালোবাইসা তাজমহল বানাইছে সে তো বাড়িও বানাতে পারতো তাজমহল বানানে কি দরকার ছিল একেই বলে ভালোবাসা আমাদের সালাম ভাই প্রাকৃতিক সৌন্দর্যাকে ভালোবাসেন❤❤❤
আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে কিন্তু ভাই প্রত্যেক গাছে একটা করে খুটি দিয়ে দেন নয়তো গাছ পরে যাবে আমাদের যাদের একটুকরো জমিনো যদি থাকে সেটা এরকম সবজির বাগান করুন যেন খালি না থেকে
সবগুলো বেড পরিপূর্ণ হলে অনেক সুন্দর লাগবে।। একদিকে ফুল অন্য দিকে সবজি। অনেক ভালোলাগবে দেখতে ।। কে কি বললো এগুলোতে কান দিবেন না।। সুন্দর পরিকল্পনা ভাই আপনার
যখন কথা বলেন তখন ব্যাকগ্রাউন্ড মিউজিক না থাকলেই ভালো লাগে.... আবার যখন প্রাকৃতিক দৃশ্যগুলো দেখান তখন ঐ sequence গুলোর সাথে ব্যকগ্রাউন্ড মিউজিক ভালো মানায়।
মাশাআল্লাহ্ ভাইয়া আপনার ছাদ বাগান খুবই সুন্দর হবে আশা করি,লাল খেজুরের গূঢ় কত টাকা কেজি বিক্রি করেন একটু ভিডিওতে বলে দিলে ভাল হত, আমাদের আয়াত মনি ও অনেক গুনবতি হবে ইংশাআল্লাহ্ ভাল লাগল ভাইয়া বিডিও দেখে
২ বছর পর ই ছাদ ড্যামেজ হয়ে যাবে । ৫ বছর পর নতুন করে ছাদ ঢালাই দিতে হবে । কারণ আপনি সরাসরি ছাদে মাটি ফেলছেন। আলাদা করে ছাদ বাগানের জন্য ১ইট উঁচু করে পিলার দিয়ে ঢালাই দেন নাই😢।
আয়াত কি সুন্দর করে বলছে বাবা আমি অনেক কাজ করছি শুনে আমার অনেক হাসি পায়ছে অনেক কিউট আয়াত অনেক সুন্দর করে কথা বলে আয়াতের জন্য অনেক ভালবাসা আমার ছেলে আয়াতকে অনেক পছন্দ করে
সালাম ভাইয়ের নতুন ছাদ বাগান
তা দেখে কিছু পাগল প্রশ্ন করবে;
এতো জায়গা রেখে কেনো ছাদে গাছ লাগান?
কারণ এদের মস্তিষ্ক আছে; নাই মৃদু জ্ঞান,
বাংলা পড়ছে, পড়ছে ভুগোল পড়েনি শুধু সাধারণ বিজ্ঞান।
ফুলে ফলে যখন উঠবে ভরে সালাম ভাইয়ের ছাদ বাগান,
যা দেখে ঐ নিন্দুকের দল হবে অজ্ঞান।
যখন ফিরবে হুঁশ,
খাওয়াতে হবে অর্গানিক মুলার জুস।
যেই পরিমান তেল দিছেন ফাস্ট জুসটা আপনারেই দিব 😂😂
Sondo gen mondo noy
@@arifahmed1750একদম 😂😂😂😂
@@arifahmed1750
হে প্রিয় ভাই, এটা তেলবাজি নয়, এটাকে বলে উৎসাহ, এটাকে বলে উদ্দীপনা। কারণ বর্তমানে আমাদের দেশে পর্যাপ্ত জমি নেই। কিন্তু এরকম ব্যতিক্রম কৃষি পদ্ধতিতে যদি ফসল উৎপাদন করা যায়,তাহলে শহরে যারা থাকে তারাও কিছুটা উৎসাহ পাবে। কেননা ওনার গ্রামের এতো জমি থাকতে যদি বাড়ির ছাদ টাকে ও ফসলি মাঠ হিসেবে কাজে লাগাতে পারে তাহলে, আমাদের পতিত ছাদটাকেও কাজে লাগাই।
## যেখানে আপনি আমি অলসরা দেখবো ঊষর,
যারা প্রকৃত পরিশ্রমী কিংবা আদর্শ উদ্যেক্তারা দেখবে উর্বর।
খুব ভালো লাগলো অনেক ধন্যবাদ আপনাকে এরকম একটা ছন্দ মিলিয়ে বলার জন্য
ভাই আপনার ছাদ বাগানের প্রস্তুতি দেখলে খুব ভালো লাগে সত্যি আমার কাছে ছাদ বাগান অনেক পছন্দের আশা করি আপনার ছাদ বাগানটা অনেক সুন্দর হবে ভবিষ্যতে
আয়াতের কথাগুলো খুব ভালো লাগে,,, ❤❤
ছাদ টা খোলা মেলা রাখলেই ভালো হতো.. যাদের এতো সুন্দর ফসলি জমি আছে...
কত স্বপ্ন কত আশা মানুষের জীবনে, আর এই সব কিছু রেখে একদিন চলে যেতে হয়,
ভাই ছাদ একটা বাশ ঝাড় রাইখেন। জোস্না রাতে চাদের আলো যখখন বাশ বাগানের মাথায় পড়বে তখন অনেক সুন্দর লাগবে
ভাইয়া ছাদে অনেক ফুল গাছ লাগালে অনেক সুন্দর হবে দেখলে মন টা ভালো হয়ে জাবে
এগুলোকে বলে ‘রেইন লিলি’। যদিও বলেছে সারাবছর ফুল হবে, আসলে বর্ষাকালেই এই ফুল বেশি ফুটে।
ছাদ বাগানের সবগুলা গাছে যখন টমেটো ধরবো আরো কিছু সবজি ফলবো তখন অনেক সুন্দর দেখা যাবে
আলহামদুলিল্লাহ, আমি ও এরকম ভিডিও বানাই ইনশাআল্লাহ সফলতা পাবো একদিন।
বাড়ি করা শেষ কিন্তু এখনো জানা হলো না কত টাকা খরচ হয়েছে অবশ্যই জানাবেন ❤❤❤
Ken re obaidul kakku er pocha bichi tore bola lagbe ken.
Hisab rake nai mone hoy tai bolte pare na
সালাম ভাই india 🇮🇳 murshidabad থেকে ❤❤
অনেক ভালোবাসা
ভাই আপনার ছাদ বাগানের জন্য শুভ কামনা রইল 🌹❤
আরে ভাই ছাদ বাগান করার মজা এই আলাদা,,,
ছাদ বাগান করলে ঘর এর বিতরে ঘরম কম হয়😊
শীতে ভালো লাগে শীতের শাকসবজি তাজা তাজা খাওয়া যায় কি যে একটা আনন্দ শীতের সকাল❤
ভাই যতই চেষ্টা করেন মাটির মত ফসল পাবেন না ছাদে
নিজেদের খাওয়ার জন্য যথেষ্ট হবে।
কে বলেছে?
গোবর ও ভার্মিকম্পোট পর্যন্ত পরিমানে দিতে পারলে এবং পানি নিষ্কাসন ভালো হলে। জায়গা অনুযায়ী কম নয় বেশি হবে।
দেখে নিয়েন।
যখন ছাদটা ড্যাম হবে সেদিন দেখবেন কেমন কষ্ট লাগে
বাগান ভিলাস,, কিছু ঘ্রাণ ছড়ায় এমন ফুল গাছ লাগান,, শিড়ি দিয়ে উঠেই যাতে মন ভালো হয়ে যায়
ছাদের চারপাশে সব ধরনের গাছ লাগালে অনেক সুন্দর লাগবে দেখতে🥰🥰❤❤
আয়াতকে কথা গুলো অনেক কিউট লাগে 😊😊
ভাই ব্যাকগ্রাউনড এর বাশির সুর টা অনেক সুন্দর ছিলো,,,
ছাদের যেকোনো গাছ খুবই ভাল হবে। কারন মাটি তৈরি একেবারে পারর্ফেক্ট💗
অসাধারণ লাগবে যখন ছাদ ভরে গাছ থাকবে।😊😊😊❤❤❤
আয়াতের কথা গুলো অনেক ভালো লাগে❤আয়াতের মতো যদি আল্লাহ আমাকে ও একটা মেয়ে দিতো 😭৮ টা বছর দরে আল্লাহ আমাকে নিঃসন্তান বানিয়ে রাখছে 😭😭
ও
দোয়ায়ে গন্জলে আরশ পড়বেন বেশী বেশী৷ আমি ফল পেয়েছি
গাছান্ত চিকিৎসা নিতে পারেন
@@RajanMia-n9q গাছান্ত কি বুঝলাম না
@sharmeenrahman7736 ইনশাআল্লাহ আপু পড়বো।
ছাদবাগানে সবজি চাষে আলাদা ভাবে অনেক যত্ন করতে হয়। ফলনও তুলনামূলক কম হয়। তাই জমিতে সবজি করাই বেশি ভালো আমার মতে।আর ছাদে ২-১ টা সবজি করতে পারনেন। ছাদে ফুল গাছ লাগালে বেশি সুন্দর হবে।টমেটো, বেগুন এই দুইটার ফলন ভালো পেতে পারেন।
মাশা-আল্লাহ অনেক সুন্দর ভাই কুনজো লতা ফুল গাছ লাগালে ভালো লাগবে
এইগুলো শুধুমাত্র বর্ষায় হয়। বারমাসি না।
ভাই সম্রাট শাহজাহান ভালোবাইসা তাজমহল বানাইছে সে তো বাড়িও বানাতে পারতো তাজমহল বানানে কি দরকার ছিল একেই বলে ভালোবাসা আমাদের সালাম ভাই প্রাকৃতিক সৌন্দর্যাকে ভালোবাসেন❤❤❤
এগুলি রেইন লিলি, সারা বছর ফোটে না just বর্ষাকালে ফুটে তাও বৃষ্টির পানির ছিটা পড়লে।
আয়াত মামুনি কি সুন্দর কাজ করছে দেখে ভালোই লাগলো ❤❤❤❤❤
রেইন লিলি বৃষ্টির সিজনের ফুল। এখন চন্দ্রমল্লিকা, গাদা এগুলো লাগালে ভালো হতো
ছাদ বাগানের পরিবেশটা হয়ে উঠুক রঙ্গে রঙ্গিন । আমীন
আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে কিন্তু ভাই প্রত্যেক গাছে একটা করে খুটি দিয়ে দেন নয়তো গাছ পরে যাবে আমাদের যাদের একটুকরো জমিনো যদি থাকে সেটা এরকম সবজির বাগান করুন যেন খালি না থেকে
টপের মধ্যে তুলশী গাছ রাখতে পারেন,পোকামাকড় থেকে রক্ষা পাবেন।
আপনার ভিডিওর জন্য সব সময় অপেক্ষায় থাকি
সত্য বলছেন
এই ফুলগুলোর নাম রেইন লিলি,এর আরও কিছু কালার পাওয়া যায়
হলুদ এবং সাদা রঙেরগুলো বেশি সুন্দর লাগে
তাড়াতাড়ি কমেন্ট করি তাড়াতাড়ি লাইক পাবো ❤🎉
এই রকম ছাঁদ বাগান তারাই করে যারা শৌখিন মানুষ
সবগুলো বেড পরিপূর্ণ হলে অনেক সুন্দর লাগবে।। একদিকে ফুল অন্য দিকে সবজি। অনেক ভালোলাগবে দেখতে ।। কে কি বললো এগুলোতে কান দিবেন না।। সুন্দর পরিকল্পনা ভাই আপনার
আমি আপনাদের ভিডিও দেখি চার বছর, কিন্তু কমেন্ট করলাম আজ প্রথম।
ভাই আশা করি সব কিছু পারফেক্ট হলে ছাদ বাগান টা অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ
যতদূর সম্ভব মাটি দিয়েছেন।কোকোপিট বা কাঠের গুঁড়ি এসব হালকা জিনিস দিলে ওজন কম হত।
ছাদটা এখন অনেক সুন্দর লাগতাছে
বাড়িটার চারপাশ বাউন্ডারি দিয়ে সুন্দর একটা গেইট করলে ভালো লাগবে। নয়তো বাড়িটা চোখ লাগতেছে না।
আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার ছাদের ডিজাইন টা অনেক ভালো হইছে, আয়াতের কথা বলা চলা ফেরা অনেক ভালো লাগে মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ ❤❤
বর্ষাকালীন ফুল গাছ শীতকালে কেন লাগাচ্ছেন?
মাশাআল্লাহ অনেক সুন্দর গ্রামের ভিডিও গুলো অনেক ভালো লাগে ❤
আসসালামু আলাইকুম সালাম ভাই আপনি একবার একজন বিদবা মহিলা ও তার এতিম বাচ্চাকে সাহায্য করেছিলেন। এখন তাদের কী অবস্থা যদি একটু জানাতেন।
ছাদ যত শুকনো থাকবে ততো ভালো থাকবে।
খুব সুন্দর পরিকল্পনা আপনাদের।❤❤❤
টমেটু তো করতেছেন চাদ তো খারাপ হয়ে যাবেবে কারণ যখন।টমেটু লাল হয়ে যাবেবে তখন পাখি রা সেকানে যাবে এবং টমেটু ও খারাপ করবে এবং চাদ ও খারাপ হয়ে যাবে
মাশাল্লাহ আপনার চাঁদ বাগানের সম্পূর্ণতার অপেক্ষায় রয়লাম। আপনাদের ভিডিও চার বছর যাবত দেখে আসছি কিন্তু কোন সময় কমেন্ট করিনি।
যখন কথা বলেন তখন ব্যাকগ্রাউন্ড মিউজিক না থাকলেই ভালো লাগে.... আবার যখন প্রাকৃতিক দৃশ্যগুলো দেখান তখন ঐ sequence গুলোর সাথে ব্যকগ্রাউন্ড মিউজিক ভালো মানায়।
❤ অনেক সুন্দর লাগছে ভাবী ও আয়াত কে❤
টমেটোতে মাসা বাঁধবেন লাউ গাছের মতন তাহলে ফসল ভালো হবে
ভাই আপনি একুয়াফনিক্স অথবা হাইড্রোফনিক পদ্ধতিতে চাষাবাদ করতে পারেন।
মানুষ এর কথায় কান দিয়ে কি লাভ?? আপনি কমেন্ট পড়েন কেনো?? আপনি যা করছেন যথেষ্ট ভালো
আসসালামু আলাইকুম শম্পা আপু আয়াত মামনি কে বলুন সুবহানাল্লাহ সুবাহানাল্লাহ বলে গাছ লাগাইতে তাহলে তার জন্য জান্নাতে একটি গাছ হবে
রেইন লিলি। এই গুলো ৩টা কালার পাশাপাশি লাগালে ফুল যখন ফোটে দেখতে সুন্দর।সারা বছর ফুটলে ও বর্ষা তে বেশি ফোটে।
মাশাল্লাহ আয়াতের কথা গুলো আমার কাছে অনেক ভালো লাগে ভাই
অনেক সুন্দর ভিড়িও দেখে ভালো লাগলো আপনার ছাদ বাগান অনেক সুন্দর হয়েছে ❤❤❤❤❤
চাদে সবজি চাষ করায় দোসের কি আছে আমি বুজিনা,
Summer e ghor thanda rakhbe sader gasgulo. Good idea
আপনার ছাদবাগানে কিছু টব অথবা বড় ডামমের বেবসথা রাখতে পারেন।
Prothom 1/2 bar chade valo hobe kintu ar pore aste aste temon valo fol paben na jeta matite paben
ছাদে সবজি না লাগিয়ে ফুল গাছ লাগান দেখতে ভালো লাগবে
মাশাআল্লাহ্ ভাইয়া আপনার ছাদ বাগান খুবই সুন্দর হবে আশা করি,লাল খেজুরের গূঢ় কত টাকা কেজি বিক্রি করেন একটু ভিডিওতে বলে দিলে ভাল হত, আমাদের আয়াত মনি ও অনেক গুনবতি হবে ইংশাআল্লাহ্ ভাল লাগল ভাইয়া বিডিও দেখে
ভাইয়া চত্বরের মধ্যে ফুলের চারা লাগান ভালো লাগবে আর ছাইডে সবজি লাগান
সাটুরিয়া বাজার থেকে আপনাদের বাসায় যেতে কয় মিনিট লাগে..?
আয়াতের ছাদবাগান সফল হোক।
ছাদে সবজি বাগান না করে শুধু ফুলের বাগান করলে ভালো হত।
আয়াতের কথা গুলো খুব সুন্দর লাগে। মাশাআল্লাহ্
আসসালামুও আলাইকুম কেমন আছেন দোয়েল ফ্যামিলি
ভাই আপনার টমেটো গাছ পঁচন দরবে কারণ আপনি গারাইছেন বেশি আগের শিকড় যতটুক ততটুকু গারাইবেন
ভাই এতো টাকা খরচ করে ছাদ করলেন খুব ভালো কিনতু ফুল বাগান কোরে ছাদ টা নসটোকোরলে ছাদ বেকার হয়ে যাবে
আমি প্রবাসী আপনার ভিডিও অনেক দিন থেকে দেখি তবে আপনার এতো জমি থাকতে ছাদে বাগান এটা টাকার অপোচাই।
আমরাও আজকে বাড়ির উঠানে সবজি বুনলাম ❤❤❤ আপনাদের মত।।।
আপনাদের যে জমি আছে সেগুলোই দেখি ঠিক মত চাষ করতে পারেন না আবার ছাদে
Oigula rain Lily... Egula 12 mashi ful na bristyr season a hoy sudhu bristyr pani pele
এত সুন্দর ঘরটাকে ছাদ বাগান বানাইছে মানুষের জমি না থাকে করে এক বাপ থাকে টাকা পয়সা নাড়াচাড়া দিতেছে তো ওই জন্য ছাদ বাগান
২ বছর পর ই ছাদ ড্যামেজ হয়ে যাবে । ৫ বছর পর নতুন করে ছাদ ঢালাই দিতে হবে । কারণ আপনি সরাসরি ছাদে মাটি ফেলছেন। আলাদা করে ছাদ বাগানের জন্য ১ইট উঁচু করে পিলার দিয়ে ঢালাই দেন নাই😢।
বাড়ি করে বাড়ির ভিতরে ডেকোরেশন না করে শুধু ছাদ নিয়ে ভিডিও দেখান কেন ভাইয়া?
ইনটোরিয়রের কাজ,ফার্নিচার কখন দেখব?😑
আয়াত কি সুন্দর করে বলছে বাবা আমি অনেক কাজ করছি শুনে আমার অনেক হাসি পায়ছে অনেক কিউট আয়াত অনেক সুন্দর করে কথা বলে আয়াতের জন্য অনেক ভালবাসা আমার ছেলে আয়াতকে অনেক পছন্দ করে
মাশাল্লাহ আয়াতের কাজ দেখে খুব ভালো লাগলো 🥰🥰
Love from South Korea ❤❤❤
ছাদে ফুল বাগান করলে অনেক সুন্দর হবে
আসসালামুয়ালাইকুম ভাই খুব সুন্দর লাগছে।আমার ছাদ বাগান করার খুব শখ কিন্তু ছাদ এখনো ঢালাই দিতে পারেনি
ভাই ছাদ বাগান খালি করলে হয় না অনেক ক্ষয়ক্ষতি হয় কিন্তু ছাদের
প্রত্যেকটা বেডে একটা করে কল লাগিয়ে দেন। তাহলে পানি দিতে সুবিধা হবে।
Ma Sha Allah Ayath speek so nicely ❤
Ajke protom comment korlam bhiya,apnar video gula amer onek valo lage,bobissote icca ace apnar moto akta khamar bari korar
আমি ডাটা অন করতে করতে যারা যারা কমেন্ট করছেন সবাইকে আমি দেখে নেব আমার আগে কেন কমেন্ট করছেন❤❤❤❤❤
বাড়ির আঙিনায় এত্ত এত্ত কৃষি জমি রেখে বাড়ির ছাদে সবজি চাষ করা এটা শুধু টাকার বিলাসিতা মাএ, আপনি ঔষধি বৃক্ষ লাগাতে পারতেন বা সুন্দর সুন্দর ফুল গাছ লাগাতে পারতেন, সকাল বিকেলে একটা সুন্দর সাস্থসম্মত হাওয়া বাতাস, সাথে ফুলের বাগিচায় সুন্দর একটি বিকেল সকাল উপভোগ হতো 😊
কাঠের গূরো ছাদ বাগানের পক্ষের
সালাম ভাই আজকের ভিডিও টোন টা অনেক সুন্দর🎉🎉❤❤
ভাই আপনার পুরো বাড়ির একটা ভিডিও চাই। ছাদ সহ।
মানিকগঞ্জ নাকি ধামরাই
bi bagan bilash kiso flwer tree lagan very nice tree pls pls
❤❤❤ অনেকদিন পর ফাস্ট ভিডিও কমেন্ট করলাম❤❤❤❤
খুব মিষ্টি লাগে আয়াত মামনির কথাগুলো।