ডায়মন্ড ডাভ ঘুঘু পাখির দাম পালন পদ্ধতি ও নতুন সেটাপ | Diamond Dove Bird Price And care | Grow Life

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024
  • ডায়মন্ড ডাভ ঘুঘু পাখির দাম পালন পদ্ধতি ও নতুন সেটাপ | Diamond Dove Bird Price And care
    গ্ৰ লাইফের নতুন একটি এপিসোডে এ আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনি দেখবেন ডায়মন্ড ঘুঘু পাখির দাম কত এবং নতুন ডায়মন্ড পাখি কিনতে কিভাবে এদের খাঁচা সেটাপ করতে হয় এবং এদের পালন পদ্ধতি কি।
    এখানে যে দুইটা পাখি দেখছেন এই পাখিগুলো আমি আজকে নতুন করে কিনে এনেছি। এই পাখিগুলোর দাম কত নিলো । সাথে এদের খাঁচা এবং আনুষঙ্গিক জিনিসপত্র কিনতে কত খরচ হল। আর কিভাবে ডায়মন্ড আবার একটা নতুন সেট আপ তৈরি করতে হয়। এই ভিডিওতে আমি আপনাদের সব কিছু প্রাক্টিক্যালি দেখাবো।
    সো আশুন শুরু করি
    প্রথমে আমরা জানবো ডায়মন্ড ঘুঘু পাখি গুলোর দাম কত নিলো। এইযে জোড়াটা দেখছেন এটা কিন্তু একটা এডাল্ট পেয়ার। এই জোড়াটা দাম আমার কাছ থেকে নিয়েছে চৌদ্দশ টাকা। আসলে ডায়মন্ড ঘুঘু পাখির দাম বয়স কোয়ালিটি ও স্থান ভেদে বিভিন্ন রকম হয়। বিশেষ করে 1000 থেকে 2000 টাকার মধ্যে এর জোড়াগুলো বেচাকেনা হয়। মোটামুটি বাচ্চা সাইজের পাখিগুলো 1000 টাকায় বেচা কেনা হয়। এবং সেমি এডাল্ট বা এডাল্ট পাখি গুলোর চৌদ্দশ থেকে 2000 টাকার মধ্যে বেচাকেনা হয়ে থাকে। কিছু পাখি আবার ডিম পাড়া অবস্থায় বেচাকেনা হয় এক্ষেত্রে দাম আর একটু বেশীও হতে পারে।
    পাখি কিনে আনার পর সর্বপ্রথম আমি যে কাজটা করেছি সেটি হলো পাখি কিছু পানি খেতে দিয়ে রেখেছি। এরপর আমি ওদের খাঁচায় এবং ওদের পুরো শরীর সহ সবকিছু জীবাণুমুক্ত করব। আর এই কাজটা করার জন্য নিম পাতার সেদ্ধ করা পানি হতে পারে সবচাইতে ভালো একটি উপকরণ। কারণ এটা একটা ন্যাচারাল উপাদান যার ফলে এটা দিয়ে পাখিকে পরিষ্কার করলে পানি পাখির চোখে মুখে গেলেও কোন সমস্যা হবে না।
    দেখুন আমি আমার পাখিগুলোকে স্প্রে করে প্রথমেই ভালোভাবে জীবাণুমুক্ত করে নিলাম।
    এবার আসুন ওদের খাঁচা সেটা প্রথম বাকি জিনিসগুলোর দাম সম্পর্কে জেনে নেই।
    এবার আসুন জানি খাঁচার দাম কত। এখানে আপনি যে খাচা টা দেখছেন এটা হল বাজিগারের জন্য ব্যবহৃত 18 বাই 12 সাইজের খাঁচা । এরকম একটা খাঁচায় একজোড়া ডায়মন্ড পালন করা যায়। তবে আরও বড় খাতা ব্যবহার করতে পারলে সেটা আরো ভালো হয়। আমার কাছ থেকে এই খাচাটার দাম নিয়েছে 260 টাকা। তবে কয়েক জোড়া পাখি একসাথে পাললে এরকম বড় সাইজের খাঁচায় 2 থেকে 3 জোড়া পাখি কিন্তু একসাথে পাওয়া যায়। এখানে যে খাচাটা দেখছে এটা 24/24 সাইজের খাঁচা এবং এই খাঁচা গুলোর দাম হল সাড়ে 300 টাকা থেকে 400 টাকার মধ্যে। এ ক্ষেত্রে কয়েক জোড়া পাখি একসাথে পারলে আপনার খরচ অনেকটাই কমে যাবে।
    এবার আসুন দেখি খাঁচার বাইরে আর কি কি জিনিস কিনতে হবে। ডায়মন্ড পাখির জন্য খাঁচার ভেতরে কিন্তু আপনার একটা হ্যাঙ্গার ব্যবহার করতে হবে। তবে হ্যাঙ্গার গুলো দোকান থেকে না কিনে আপনি কার্ড অথবা বাসের হ্যাঙ্গার ব্যবহার করবেন। আমার এখানকার টা দেখুন এটা কিন্তু নরমাল একটা ডাল ব্যবহার করা হয়েছে। সমস্যা হচ্ছে আপনি যদি দোকান থেকে প্লাস্টিক অথবা স্টিলের হ্যাঙ্গার কিনে পাখির খাঁচায় দেন তবে ব্রিডিংয়ের সময়ে এই জিনিসগুলো পিছলে যায় । তাই আমরা সব সময় বলি পাখির খাঁচা তে প্রাকৃতিক উপকরণে তৈরি কাঠের অথবা বাসের হ্যাঙ্গার ব্যবহার করতে। সবচেয়ে ভালো হলো রাউন্ড রাউন্ড বা গোল হ্যাঙ্গার ব্যবহার করা। তবে বাঁশের লাঠি অথবা চারকোনা কাঠের লাঠি ও ব্যবহার করা যায় এতে সমস্যা নেই।
    এর পরবর্তীতে আর যে জিনিস গুলো লাগবে এগুলোর মধ্যে রয়েছে খাবারের পাত্র। খাবার পাত্র হিসাবে স্টিল প্লাস্টিক অথবা মাটির পাত্র ব্যবহার করা যায়। আমি এখানে প্রাকৃতিক উপাদান মাটির পাত্রই সিলেক্ট করেছি। এই মাটির তৈরি খাবারে পাত্রটি আমার কাছ থেকে 30 টাকা দাম নিয়েছে ‌ । এরকম একটা খাবারের পাত্র দিয়ে তার মত সব সময় পাখিকে খাবার দিয়ে রাখতে হবে। কিভাবে ডায়মন্ড ঘুঘু পাখির জন্য খাদ্য প্রস্তুত করতে হয় এটা আমি একটু পরে আপনাদের বলছি প্রথমে খাচার সেটাপ টি শেষ করে নেই‌
    সঠিক একটি খাবারের পাত্র নির্বাচনের পর আপনাকে পাখির জন্য একটি পানির পাত্র নির্বাচন করতে হবে। পানির পাত্র হিসেবে বাইরে থেকে সহজে খুলে পরিষ্কার করা যায় এই ধরনের পাত্র ব্যবহার করা সহজ। এটা ব্যবহার করলে প্রতিদিন পানি পরিবর্তন করে দিতে সুবিধা হয়। এ পাত্রটা 20 টাকা দাম নিয়েছে। 6 কয়টা জিনিস মোটামুটি পাখির খাঁচা দিয়ে দিলেই আপনার ডায়মন ডাবের সেটাপ প্রস্তুত হয়ে যাবে। হারি ডিম পাড়ার পাত্র আমি কিছুদিন পর পাখির খাঁচা সেট করব ওদেরকে এখন এখানে সেট আপ হতে সময় দিতে হবে।।
    এবার আসুন আমরা এই পাখিটার খাদ্য তালিকা ও দেখেনি ই
    ডায়মন্ড পাখির দানাদার খাদ্য তালিকা বা সিড মিক্স....
    চিনা ৪০০ গ্ৰাম
    কাউন ৩০০ গ্ৰাম
    ভূট্টা ভাংগা ১০০ গ্ৰাম
    ক্যানেরী বীজ ৫০ গ্ৰাম
    সূর্যমুখী বীজ ৫০ গ্ৰাম
    মুসুর ডাল ৫০ গ্ৰাম
    তিল ৫০ গ্ৰাম
    তিশি ৫০ গ্ৰাম
    পোলাউ ৫০ গ্ৰাম
    উপরোক্ত কারণগুলো ছাড়াও ডায়মন্ড পাখি বিভিন্ন রকমের শাক সবজি খাবার হিসেবে খেয়ে থাকে। ঘুঘু পাখি মূলত পুঁই শাক, পালং শাক, কলমি শাক, মিষ্টি কুমড়া, ঘাস জাতীয় খাবারগুলো তাদের সবুজ খাবার হিসেবে গ্রহণ করে। ঘুঘু পাখি পারলে আপনাদের এই সবগুলো খাবারের ব্যবস্থা পাখির জন্য করতে হবে। এছাড়া অনেকে প্রশ্ন করেন ঘুঘু পাখিকি গ্রিট খায়, বা ডায়মন্ড ডাভ ঘুঘু পাখিকি কাটেল ফিস বোন খায়, ঘুঘু পাখির জন্য মিনারেল ব্লক। প্রশ্নগুলোর উত্তর হচ্ছে ঘুঘু পাখি গ্রিট খায় কারণ গ্রিট তাদের হজম প্রক্রিয়ায় সহায়তা করে এবং শরীরে বিভিন্ন মিনারেল সরবরাহ করে। পাখির খাদ্য তালিকা আরও একটি গুরুত্বপূর্ণ নাম হচ্ছে কাটেল ফিস বোন বা মিনারেল ব্লক এগুলো মূলত বিভিন্ন রকমের খনিজ উপাদান এর পরিপূর্ণ থাকে যা ঘুঘু পাখির স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এজন্য পাখির খাঁচায় একটি করে মিনারেল ব্লক ও একটি করে ক্যাটেল ফিস বোন দিয়ে রাখা

ความคิดเห็น • 71

  • @CopyPasteMr
    @CopyPasteMr 8 หลายเดือนก่อน +3

    সফলতা কখনো কাউকে বলে আসে না আমিও একদিন সফলতা পাবো ইনশাআল্লাহ ❤❤❤

  • @lifeisdynamite2533
    @lifeisdynamite2533 2 ปีที่แล้ว +2

    Wow anty.

  • @bmminarulislamnyon9152
    @bmminarulislamnyon9152 2 ปีที่แล้ว +1

    খুবই ভালো লাগলো।

  • @miskathasan5694
    @miskathasan5694 หลายเดือนก่อน +1

    ২৪/২৪ লাভবার্ড এর খাচায় ২ জোড়া ব্রিড করানো যাবে?

  • @Tasinsworld
    @Tasinsworld 2 ปีที่แล้ว +3

    বাজরিগার পাখি টেম করার ভিডিও দেন

  • @hossainzakaria3369
    @hossainzakaria3369 2 ปีที่แล้ว +2

    Diamond dove ke soptahe kotodin grit khawabo?

  • @alaminmulla1362
    @alaminmulla1362 ปีที่แล้ว

    Bai boro khachai 2 jora pakhir jono ki 2 ta dim parar jono hari dibo..pij polben.

  • @krishipakhikotha5341
    @krishipakhikotha5341 2 ปีที่แล้ว

    খুব সুন্দর ভিডিও

  • @ranamolla4189
    @ranamolla4189 2 ปีที่แล้ว

    So beautiful bro ❤️❤️

  • @zsgaming8985
    @zsgaming8985 2 ปีที่แล้ว

    thank you bhai

  • @jannatulmawa6311
    @jannatulmawa6311 4 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @Tasin827
    @Tasin827 2 ปีที่แล้ว +1

    👍👍👍

  • @febryyanto1693
    @febryyanto1693 2 ปีที่แล้ว +2

    👍👍👍💪💪💪💪

  • @MdNahid-p7d
    @MdNahid-p7d 2 หลายเดือนก่อน

    Vai apnar bari kothay ❤

  • @arifrehman353
    @arifrehman353 ปีที่แล้ว

    এক খাচায় একটি।ফিমেল ২ টি মেল রাখা যাবে কি

  • @md.sagorkhanfaruk45
    @md.sagorkhanfaruk45 2 ปีที่แล้ว +2

    ভাই পাখিটি আমার ভালো লেগেছে। আমার কাছে বিক্রি করতে পারেন।

    • @krishipakhikotha5341
      @krishipakhikotha5341 2 ปีที่แล้ว

      ভাইয়া আপনি চাইলে আমার থেকে কিনতে পারেন

    • @mdnurulamintareq1607
      @mdnurulamintareq1607 8 หลายเดือนก่อน

      ​@@krishipakhikotha5341ভাই আপনার নাম্বারটা একটু দেন

  • @uniquebloggers5611
    @uniquebloggers5611 2 ปีที่แล้ว +1

    Diamond dove thanda lagle medicine video den

  • @SumonAhmed-rw7gh
    @SumonAhmed-rw7gh หลายเดือนก่อน

    ভাই এটি কি বাজিগর পাখির যে খাবারটি খাবাই ডায়মন্ড ঘুঘু পাখিকে খাবার যাবে
    এসব পার্টি কি সাইজ একটু ছোট হয় নাকি ভাই
    অবশ্যই ভাই কমেন্টে রিপ্লাই দিবেন
    ভাই আমি নতুন করে ঘুঘু পাখি পালবো তো তাই জন্য

    • @SumonAhmed-rw7gh
      @SumonAhmed-rw7gh หลายเดือนก่อน

      ভাই আমার কাছে এক জোড়া ডায়মন্ড ঘুঘু পাখি ৮০০টাকা জোড়া চাইছি বাইরের সাইজের ছোট তাই জন্য আনি নাই

  • @HinduSanataniBharat
    @HinduSanataniBharat 5 หลายเดือนก่อน

    পশ্চিমবঙ্গের বাঙালিদের ঘুঘু নিয়ে কুসংস্কার যে কবে দূর হবে। ডায়মন্ড ডাভ আমার প্রিয় পাখি। এরা অস্ট্রেলিয়ান পাখি। ঘুঘু পাখি শান্তির প্রতীক।

  • @sabbirhossainbd1260
    @sabbirhossainbd1260 2 ปีที่แล้ว +1

    Val amar Pakhi lagbe

    • @krishipakhikotha5341
      @krishipakhikotha5341 2 ปีที่แล้ว

      আমি দিতে পারবে ভাইয়া

    • @rezuan_raj
      @rezuan_raj 5 วันที่ผ่านมา

      Dam koto 1 jura

  • @dreamyoutube2003
    @dreamyoutube2003 2 ปีที่แล้ว

    ভাই এই পাখি গুলো কোথায় থেকে কালেক্ট করতে পারবো জানাবেন প্লিজ

  • @Anisha_jekim3
    @Anisha_jekim3 2 ปีที่แล้ว +1

    Ami bajigar paki kinse kinto Akon pogonto dim pare na
    4 ta dim soho kine gilam

  • @monjurulhaque7159
    @monjurulhaque7159 ปีที่แล้ว

    এই পাখিকে কী 12 বাই 10 ইঞ্চির খাচাতে পালা যাবে

  • @mdmahim8889
    @mdmahim8889 2 หลายเดือนก่อน

    আমাদের কুষটিয়াই দাম ৬০০ টাকা রানিং জরা

  • @davidthevampire5787
    @davidthevampire5787 2 ปีที่แล้ว

    24*24 kon jaygay 350-400 takay bikri kore, address den amar lagbe 6pcs

  • @sadafsir9000
    @sadafsir9000 2 ปีที่แล้ว

    আমার মাদি পাখিটার ভেন্ট এর পশম কমে গেছে এবং পশমে পুপ্স লেগে থাকে।
    এটা কী ধরনের সমস্যা?
    কীভাবে ঠিক করবো?

  • @myloverbird2565
    @myloverbird2565 ปีที่แล้ว +5

    ভাই আমি সেমি এডাল্ড 500 টাকা করে দেব বেচে দেবেন

    • @sanchoyalam3919
      @sanchoyalam3919 11 หลายเดือนก่อน +1

      আমি একজোড়া কিনতে চাই, কত টাকা রাখবেন

    • @mdnurulamintareq1607
      @mdnurulamintareq1607 8 หลายเดือนก่อน

      ভাই আপনার নাম্বারটা একটু দিবেন

    • @Nazmul-f6e
      @Nazmul-f6e 4 หลายเดือนก่อน

      ভাই আপনার লোকেশন কোথায় আমি তিন জোড়া নিব

    • @myloverbird2565
      @myloverbird2565 4 หลายเดือนก่อน +1

      @@Nazmul-f6e চুয়াডাঙ্গা জেলা দর্শনা থানা

    • @kalam-kq5ft
      @kalam-kq5ft 4 หลายเดือนก่อน

      ভাই আপনার লোকেশন দেন। আমি নিব

  • @DxAlomgir-
    @DxAlomgir- 4 หลายเดือนก่อน

    ভাই আমি 400 টাকা দিয়ে কিনছি এক জোড়া

  • @kajolrekha6053
    @kajolrekha6053 ปีที่แล้ว

    Vaiya amader ethane 600 taka pair sell hocce

  • @alamin8152
    @alamin8152 2 ปีที่แล้ว

    কোথায় থেকে কিনছেন ভাইয়া

  • @sylsayem
    @sylsayem 9 หลายเดือนก่อน +1

    size suto kno

  • @asikurrahman9459
    @asikurrahman9459 2 ปีที่แล้ว

    vaii ami ekjora nibo aonar kace ki ace

  • @tazahmad4751
    @tazahmad4751 2 ปีที่แล้ว

    vai apnr takki dam bashi rakca

  • @sarowarjoni9353
    @sarowarjoni9353 ปีที่แล้ว

    Apner location kothay?

  • @MdManik-xz5ok
    @MdManik-xz5ok 7 หลายเดือนก่อน

    ডাম কত

  • @henaislam8679
    @henaislam8679 9 หลายเดือนก่อน

    Apner daimond dover baby hole bolben ami nibo

  • @NosratJahanSrabony
    @NosratJahanSrabony 2 ปีที่แล้ว

    আমি বিক্রি করতে চাই ডায়মন্ড ঘুঘু।
    আড়াই মাস বয়স। লোকেশন মিরপুর।

    • @mamunchow4663
      @mamunchow4663 2 ปีที่แล้ว

      বাচ্চার দাম কতো,কতো ঝোড়া দিতে পারবেন।

    • @JakirHossain-ph7zs
      @JakirHossain-ph7zs ปีที่แล้ว

      দাম কত

  • @mithunpall9046
    @mithunpall9046 2 ปีที่แล้ว

    আমার চার জরা রানিং ঘুঘু আছে বগুড়া

    • @zumbabaura7035
      @zumbabaura7035 ปีที่แล้ว

      - মাশাআল্লাহ ❤️

  • @jamiislam928
    @jamiislam928 ปีที่แล้ว

    আমাদের এখানে ৬০০টাকা জোরা এডাল্ট

    • @odrija_ori
      @odrija_ori ปีที่แล้ว +1

      Kon jaygay Ata vaiya 😊

    • @একযাযাবর
      @একযাযাবর 7 หลายเดือนก่อน

      জি কোথায় 600 টাকা জুড়া

  • @rajinsami9225
    @rajinsami9225 2 ปีที่แล้ว

    চিনা তো খায় না ? কী করবো ?

    • @zumbabaura7035
      @zumbabaura7035 ปีที่แล้ว

      - কাউন দেন!- কাউন চিনা সাল্লে ধান খুবই ভালো খায়।

  • @krtahabigaming8813
    @krtahabigaming8813 2 ปีที่แล้ว

    Hi

  • @sabbirhossainbd1260
    @sabbirhossainbd1260 2 ปีที่แล้ว

    Apni ki besa kina koren

    • @growlife
      @growlife  2 ปีที่แล้ว

      আমি বিক্রি করি না

  • @TithiTithi-l7i
    @TithiTithi-l7i ปีที่แล้ว

    🦜🦜🦜🦜🦜🦜🦜🦜

  • @saroaralam3301
    @saroaralam3301 2 ปีที่แล้ว

    ঘুঘু কি ভুট্টা খায়?

    • @FX_M1887
      @FX_M1887 4 หลายเดือนก่อน

      hmm

  • @mohammadmotiur698
    @mohammadmotiur698 2 ปีที่แล้ว

    এদের ধো রা যাবে না।

  • @Tasinsworld
    @Tasinsworld 2 ปีที่แล้ว

    বাজরিগার পাখি টেম করার ভিডিও দেন