লাউ গাছে লাউ ধরানোর ১০০% কার্যকর পদ্ধতি। লাউ গাছে লাউ ধরানোর কৌশল। লাউয়ের ফলন বৃদ্ধির উপায়।
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- লাউ গাছে লাউ ধরানোর ১০০% কার্যকর পদ্ধতি লাউ গাছে লাউ ধরানোর কৌশল। লাউয়ের ফলন বৃদ্ধির উপায়।
লাউ গাছে এই শক্তিশালী দ্রবণটি স্প্রে করলে প্রচুর পরিমাণে ফুল আসবে। এই শক্তিশালী দ্রবণটি লাউয়ের প্রচুর পরিমাণে ফুল এবং ফল আনতে সহায়তা করে। আপনারা এই দ্রবণটি গাছে প্রয়োগ করে দেখুন প্রচুর ফলন পাবেন।
লাউ চাষ
লাউয়ের ফলন বৃদ্ধির উপায়
PGR
শক্তিশালী দ্রবণ
nafis Gardening and organic food center
মাটিতে লাউ ধরানো সহজ কিন্তু টবে অনেক জালি আসলেও লাউ টেকানো যায়না
ফ্লোরা ২.৫ মিলি + জিংক গোল্ড ৩-৪ গ্রাম + কুইক পটাশ বাম্পার ৪ গ্রাম ( ১ লিটার পানির জন্য)
এই গুলি কলা গাছে দেওয়া যাবে?
দেওয়া যাবে।❤
ভাই কুইক পটাশ+ চিলেটেড জিংক এবং বায়োগ্রিন দিয়ে দিছি ১৫ দিনের চারা লাউ গাছে ১ হাত লম্বা হইছে চারা গাছ কোন সমস্যা হবে
@@MdEmon-hg6ix আশা করি সমস্যা হবে না।
গাছের বয়স কতদিন হলে এগুলো দেওয়া যাবে?কতদিন পরে পরে দিতে হবে?
গাছ মেচিউর হলে দেওয়া যাবে আর 15 দিন পর পর দিতে হবে।
নন
লাউ গাছের পাতাগুলোর ছাইড় পুড়ে গেছে আরডোগা সবুজ নাহয়ে হালকা হলুদ হয়ে আসে। কি কারন।
পটাশিয়াম সালফেট বা সাদা পটাশিয়াম স্প্রে করে দিন।
ভাই আপনার নাম্বার দেওয়া যাবে??
বাসার লাউ গাছে অনেক ছোট লাউ ধরছে কিন্ত সবগুলো পচে যাচ্ছে মানে একটু বড় হলেই ভিতরে নষ্ট হচ্ছে । এর কারণ এবং প্রতিকার কি
ছত্রাকনাশক স্প্রে করে দিবেন।
এক ধরনের ফ্রুট ফ্লাই পোকার আক্রমণে এ ধরনের ক্ষত সৃষ্টি হয়। এই খতে ব্যাকটেরিয়া আক্রমণ করে লাউ পচে যায়। প্রাথমিকভাবে আপনারা ছাই ছিটিয়ে দিতে পারেন। না গেলে ডায়াজিনন স্প্রে করে দিতে পারেন।