রুহ শক্তিশালী হলে দেহ সহ আল্লাহর দিকে উড়তে থাকে আরেফবিল্লাহ হযরত মাওলানা শাহ তৈয়্যেব আশরাফ সাহেব।

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • ১১ জুলাই ২০২৪ইং বৃহস্পতিবার।
    আমাদের পরম শ্রদ্ধেয় শায়েখ আরেফ বিল্লাহ শাইখুল হাদীস হযরত মাওলানা শাহ আবদুল মতীন বিন হুসাইন সাহেব দা.বা.,পীর সাহেব ঢালকানগর, ঢাকা এর মাসিক ইজতেমায়--
    হযরত মাওলানা শাহ তৈয়্যেব আশরাফ সাহেব দামাত বারাকাতুহুম এর বয়ান।
    🌹রূহের শক্তি ও শায়েখের পরিচয় 🌹
    (নিজে শুনুন এবং অপরকে শুনতে উৎসাহিত করুন)
    স্থানঃ বাইতুল হক জামে মসজিদ, ঢালকানগর, ঢাকা ।
    ============================================================
    ঢালকানগর হযরতওয়ালা-তরজুমানে আকাবির আরেফবিল্লাহ শায়খুল হাদীস শায়খুল উলামা হযরত মাওলানা শাহ আবদুল মতীন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম এর সকল বয়ান শুনতে নিচের লিংকে ক্লিক করুন।
    shorturl.at/bfz35
    ঢালকানগর হযরতওয়ালার কবিতাসমগ্র শুনতে- shorturl.at/mnJP3
    Aref Billah Hazrat Mawlana Shah Tayeb Ashraf Saheb Damat Barakatohum-আরেফ বিল্লাহ হযরত মাওলানা শাহ্ তৈয়্যেব আশরাফ সাহেব বারাকাতুহুম এর বয়ান শুনতে- shorturl.at/goLNS
    মুফতী সৈয়দ রেজাউল করিম সাহেব দা.বা, পীর সাহেব হুজুর চরমোনাই এর বয়ান- shorturl.at/cdkF1
    মাওলানা আব্দুল আউয়াল সাহেব দামাত বারাকাতুহুম-পীর সাহেব,ডি.আই.টি।- shorturl.at/nyDU8
    আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী হুজুর দামাত বারাকাতুহুম এর বয়ান শুনতে- shorturl.at/kuyF5
    হাকিমুন নফস মুফতী মুসতাকুন্নবী সাহেব দামাত বারাকাতুহুম এর বয়ান শুনতে- shorturl.at/glxF6
    ==================================================================
    Connect with us for any query :
    → Facebook Personal : / mdrmasum
    → Facebook Group : / voiceofahlehaque
    ==================================================================
    সম্মানিত শ্রোতাদের জ্ঞাতার্থে জরুরী কিছু বিষয় :
    আমাদের এই চ্যানেলটিতে মনিটাইজেশন অফ করা আছে। যাতে করে নসিহত চলাকালীন কোন এ্যাড এসে আপনার মনোযোগে বিঘ্ন ঘটাতে না পারে। তাছাড়া অনেকে নজর হেফাজত করে নসিহত শুনতে চান ইউটিউব থেকে। কিন্তু এ্যাড চালু থাকলে অনেক সময়ই বেগানা মহিলাদের এ্যাড চলে আসে যার কারনে আমরা এটাকে স্ট্রিকলি বন্ধ করে রেখেছি। তাই আপনারা গুনাহ্ মুক্ত থেকে বয়ান শুনতে পারবেন এই চ্যানেল থেকে ইনশাআল্লাহ।
    আমাদের আকাবিরে দ্বীনদের মধ্যে অনেকেই ছবি তোলা ও ভিডিও করাকে অপছন্দ করেন। যার কারনে তাদের ভিডিও কিংবা স্টিল ছবি ধারণ করা হয় না। তাছাড়া তাদের নির্দেশও তা। তাই হযরতদের লাইভ ভিডিও না হলেও বয়ানসমূহ কিন্তু খুবই স্পষ্ট ও গুরুত্বপূর্ণ। তাছাড়া বয়ানইতো আমাদের উদ্দেশ্য। আল্লাহ আমাদেরকে মনোযোগ সহকারে অমূল্য বয়ান ও নসিহতপূর্ণ কবিতা সমূহ শ্রবণ করার তৌফিক দান করুন। আমিন।
    ==================================================================
    অনেকেই ঢালকানগর হযরতওয়ালার ঠিকানা চান তাদের জন্য- আপনি যদি কমলাপুর থেকে আসেন তাহলে নারায়ণগঞ্জগামী ট্রেনে করে গেন্ডারিয়া রেল স্টেশন নামবেন। সেখান থেকে রিক্সায় অথবা হেটে যেতে পারবেন। ঢালকানগর ছাপড়া মসজিদ। আর যদি গুলিস্তান থেকে আসতে চান তাহলে যাত্রাবাড়ী ফ্লাইওভারে উঠতে দক্ষিন দিকে জুড়াইন রেললাইনের কিছু লেগুনা চলে সেগুলো দিয়েও গেন্ডারিয়া রেল স্টেশন যেতে পারবেন।
    হযরতওয়ালা প্রতি ইংরেজী মাসের দ্বিতীয় বৃহস্পতিবার বাদ এশা মাসিক ইজতেমায় বয়ান করেন। প্রতি মঙ্গলবারে বাদ আসর সাপ্তাহিক মজলিশ হয়। তাছাড়া প্রতি জুমআর আগে পরেও বয়ান করেন।
    ==== ঢালকানগর হযরতওয়ালা দা.বা. এর সংক্ষিপ্ত জীবনী====
    নামঃ মোহাম্মদ আবদুল মতীন।
    পিতার নামঃ হোসাইন।
    সন্তানঃ ২ ছেলে তিন মেয়ে।
    খলিফাঃ হযরত মাওলানা শাহ হাকিম মুহাম্মাদ আখতার (রহঃ)
    এদেশের হক্কানী সিলসিলার যে সকল পীর-মাশায়েখ উম্মতের এসলাহে বাতেনির লক্ষ্যে নিরসল সাধনা করছেন তাদের মধ্যে অন্যতম একজন হলেন মাওলানা আবদুল মতীন বিন হুসাইন ছাহেব দামাত বারাকাতুহুম। তাসাউফ ও তরীকতের পুণ্যময় জগতের রাহবার আরেফবিল্লাহ্ হযরত মাওলানা শাহ মুহাম্মদ আখতার ছাহেব রহ্. এর বিশিষ্ট খলিফা। খানকাহে চিশতিয়া এমদাদিয়া আশরাফিয়া ঢালকাগনরের পরিচালক। স্বীয় মুর্শিদ নিজ শায়েখের নামে প্রতিষ্ঠিত নির্মানাধীন ’জামিয়া হাকীমুল উম্মত ও গুলশানে আখতার কমপ্লেক্স’-এর স্বপ্নদষ্টা ও প্রতিষ্ঠাতা। তাজকিয়া ও তাসাউফের মেহনতের পাশাপাশি তিনি এলমে হাদীসের খেদমতের সাথেও নিজেকে সম্পৃক্ত রেখেছেন। বোখারী শরীফের দরস দিচ্ছেন জামিয়া রাব্বানিয়ায়। ঢালকানগর বাইতুন নূরসহ আরও কয়েকটি মাদরাসার সাথে যুক্ত আছেন। তিনি হযরত শাইখুল হাদীস হযরত মাওলানা আজীজুল হক ছাহেব রহ্. এর ভক্ত, অনুরক্ত ও খাস শাগরেদ।
    ============================================================
    আল্লাহ্ পাকের সন্তুষ্ঠি অর্জন ও সঠিক দ্বীন প্রচারের নিয়্যতে বেশি বেশি শেয়ার দিন। যেন আল্লাহ আপনাকে আমাকে এই উছিলায় মাফ করে দেন। অসীম নেকি হাসিলে আপনিও অংশগ্রহন করুন।
    #KhanqahBD
    #ShahAbdulMatinBinHusain
    #EslahiBoyanBD

ความคิดเห็น • 22

  • @MuhibullabinSolaiman
    @MuhibullabinSolaiman 27 วันที่ผ่านมา +1

    হে পরওয়ারদেগার তুমি হুজুরকে নেক হায়াত দান কর

    • @VoiceofAhleHaque
      @VoiceofAhleHaque  26 วันที่ผ่านมา

      আমিন, সদকায়ে জারিয়ার নিয়তে শেয়ার করতে পারেন।

  • @user-yk3dx8cu8o
    @user-yk3dx8cu8o หลายเดือนก่อน +2

    Alhamdulillah

  • @MdimaratHossain-mo5ui
    @MdimaratHossain-mo5ui หลายเดือนก่อน +1

    সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যে আল্লাহ এত সুন্দর করে দুনিয়া সৃষ্টি করেছেন অতুলনীয় আলোচনা খুবই ভালো লাগলো আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করুন ও হুজুরের পরিবারের সকল সদস্যদের প্রতি আল্লাহর রহমত দান করুন সবকিছু একমাত্র আল্লাহর দান আলহামদুলিল্লাহ

  • @RatnaIslam-nl8qo
    @RatnaIslam-nl8qo 25 วันที่ผ่านมา +1

    আমার জীবনে মানুষ আর মানুষ দেখেছি কিন্তু হজরত শাহ আবদুল মতিন বিন হুসাইন হুজুরের মতো এমন একজন নূর ওয়ালা মানুষ আর তেমন দেখিনি তবে আমি কারো প্রতি খারাপ ধারণা করিনি বরং সাবধান হয়েই চলার চেষ্টা করি আমার সবচেয়ে পছন্দের মানুষের নাম শাহ আবদুল মতিন বিন হুসাইন হুজুর জাকে আল্লাহর জন্য আমি দীলের গভীর হতে ভালোবাসি

  • @RatnaIslam-nl8qo
    @RatnaIslam-nl8qo 25 วันที่ผ่านมา +1

    মনে রাখবে মানুষ শুধু মাত্র রিজিকের জন্যই বেশি অস্থির হয় কিন্তু প্রকৃত জে জীবনদাতা রিজিকদাতা ও মৃত্যুদাতা তাকে পাওয়ার জন্য কোনো ব্যকুলতা বা অস্থিরতা নেই জার ফলে সে আল্লাহর অকল্পনীয় সাহায্য হতে বনচিতো হয়

  • @RatnaIslam-nl8qo
    @RatnaIslam-nl8qo หลายเดือนก่อน +3

    হজরত ওয়ালা অবশ্য বলেন জে আজ কিছু হলেই ছবি ভিডিও, লোক দেখানোর মনমানসিকতা ইহা আল্লাহর কাছে মোটেও গ্রহণীয় নেক আমল নয় বরং লানতের কাজ হজরত ওয়ালা এমনি একজন জারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন, জদি দেখা না হয় ভেবোনা দুরে আছি শুধুই আল্লাহর জন্য হজরত শাহ আবদুল মতিন বিন হুসাইন হুজুরকে বড্ড ভালোবাসি

  • @RatnaIslam-nl8qo
    @RatnaIslam-nl8qo หลายเดือนก่อน +1

    হজরত শাহ আবদুল মতিন বিন হুসাইন হুজুর কতো বড়ো জে মহান বুজুর্গ তা অন্ধ দীলের অহংকারী মানুষ আবার কি করে উপলব্ধি করিবে আল্লাহ ওদেরকে অহংকারে সুশোভিত করে রেখেছেন যদিও ওরা নিজেদেরকে অনেক কিছু মনে করে থাকে হজরত ওয়ালার সব কথার মূল কথা হলো আসুন আমরা সকলে গুনাহ মুক্ত জীবন গড়ি অর্থাৎ ভিতর ও বাহির উভয়ই জেনো হেদায়েতের নূরে ভরপুর করি আল্লাহ আমাদের সকলকেই জেনো এই ফিতনার জামানায় নূরের পথে চলার তৌফিক দান করেন

  • @RatnaIslam-nl8qo
    @RatnaIslam-nl8qo 25 วันที่ผ่านมา +1

    মানুষ আমার উপকার ও অপকার কিছুই করতে পারে না, উপকার ও অপকার করার মালিক একমাত্র আমার আল্লাহ জিনি আমাকে অস্তিত্বহীন হতে অস্তিত্ব দেন না চাইতেই নেয়ামতসমূহ দিয়ে পালেন আবার মৃত্যু ও দিবেন আবার পুনরায় জীবন দান করবেন ও আমার বিচার করে জান্নাত অথবা জাহান্নামের ফয়সালা করবেন