বিকাশ সিম হারিয়ে গেলে কী করবেন? || বিকাশ একাউন্ট পুনরুদ্ধার করুন || it center

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • #bkash_new_update
    #bkash
    #bkashsim
    #bkashapp
    #bkashsimreplacement
    #বিকাশ_সিম_রিপ্লেসমেন্ট
    বিকাশ নম্বর হারানো গেলে প্রথমেই উচিত দ্রুত সময়ের মধ্যে সিমটি রিপ্লেসমেন্ট করা। আপনার নিকটবর্তী যে কোন টেলিকম শপ থেকেই সিম কার্ড রিপ্লেস করে নিতে পারবেন। সিম কার্ড রিপ্লেস করার জন্য প্রয়োজন হবে, সিম যার নামে নিবন্ধিত আছে তার জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ ও আঙ্গুলের ছাপ (Fingerprint).
    তবে কিছু কিছু ক্ষেত্রে সিম কার্ড রিপ্লেস করা যায় না। বিকাশ সিম রিপ্লেস করতে না পারার কিছু কারণ হলো।
    সিম আপনার জাতীয় পরিচয়পত্র দ্বারা নিবন্ধিত নয়আঙ্গুলের ছাপ মিল না হলেসিম যার জাতীয় পরিচয়পত্র দ্বারা নিবন্ধিত তিনি উপস্থিত না থাকলে
    সতর্কতা- বিকাশ সিম রিপ্লেস করার পর প্রায় ২৪ ঘন্টা পর্যন্ত বিকাশ একাউন্ট ইনঅ্যাক্টিভ থাকতে পারে। টেকনিক্যাল ও সিস্টেমের কারণেই এমনটি হয়। ২৪ ঘন্টা পর আপনার বিকাশ একাউন্ট স্বাভাবিকভাবে কাজ করবে। পড়ুন- কেন সিম রিপ্লেসমেন্ট করলে বিকাশ একাউন্ট কাজ করে না।
    হয়ে থাকে। তাই এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। সবশেষে যখন আপনার বিকাশ একাউন্ট আবার চালু হয়ে যাবে তখন আপনার পিন কোড পরিবর্তন করে নিন।
    আসসালামু আলাইকুম,
    ইনফরমেশন রিলেটেড ভিডিও তৈরি করা হয় এই চ্যানেলে ।
    আমার দেওয়া সকল তথ্য গুলো সত্য
    আশা করছি আমার এই ক্ষুদ্র প্রচেষ্টায় আপনাদের যুগের সাথে তাল মিলিয়ে চলতে সাহায্য করবে।
    নতুন নতুন সব আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাব্সস্ক্রাইব করবেন ।

ความคิดเห็น • 54