আমি সহজে কাউকে কমেন্ট করি না। কিন্তু আপনাকে করতে বাধ্য হচ্ছি। আপনার বোঝানোর কৌশল অসাধারণ। অনেকে ই স্বচ্ছ ধারণা পাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এভাবে আরো ভিডিও চাই
@@Engineering-Technology আমি facebook বা অন্য কোন কোন সামাজিক মাধ্যম ব্যবহার করি না। আমার ইন্টারনেট মূলত youtube দেখা নিয়ে। আমি যতক্ষণ মোবাইল ব্যবহার করি তার 90% সময় ইউটিউব দেখি এবং বাকি 10% সময় মোবাইলের অন্যান্য কাজ করি। আমি সহজে কাউকে কমেন্ট করি না। আর আমি অনেক আগেই আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছি এবং আপনার সবগুলো ভিডিও দেখেছি।
ভালোবাসা মুখ দেখে আসে না, মন থেকেই আসে🥰 এ ধরনের ডিটেইলস ভাবে অনেক ভিডিও খুজছিলাম,,, পাইনি,, তবে আপনি যেভাবে বুঝিয়ে দিলেন,, এভাবে একটা বাচ্চা পর্যন্ত বুঝে যাবে,, ধন্যবাদ,, আর আপনার এমন ভিডিও আরো 1ঘন্টা ডিউরেশন হলেও দেখতে ইচ্ছা হবে,, স্কিপ করতে মন চাবে না🥰🥰🥰 আবারো ধন্যবাদ আপনাকে,, অনেক উপকৃত হলাম,, EEE নিয়ে পড়ার ইচ্ছা আর ও একটু বেড়ে গেলো
আমার জীবনের প্রথম দিকে এরকম ভিডিও পেলাম না। আফসোস! ইলেকট্রনিক্সের এরকম কিছু দেখলে বা পেলে খাওয়া-দাওয়া ছেড়ে গবেষণা শুরু করে দিতাম। বোঝানোর ক্ষমতা পরিষ্কার, স্বচ্ছ। ভালো থাকেন। এক টাচে অন এক টাচে অফ হয় এরকম একটি সার্কিট দেখালে ভালো হত।
আসসালামু আলাইকুম ।ছোট ভাই আশা করি আল্লাহর রহমতে খুব ভালোই আছো। তোমার করা ভিডিও গুলো বুঝতে খুবই সহজ ।এবং তোমার বোঝানোর একটা অসাধারণ ক্ষমতা আল্লাহতালা তোমাকে দিয়েছে ।এজন্য তোমার জন্য দোয়া করি আল্লাহ তায়ালা যেন এই ক্ষমতাকে সঠিকভাবে ব্যবহার করার তৌফিক দান করেন। তারপর ছোট ভাই ট্রানজিস্টরের ভিডিও দিয়েছো। এটা দেখে আমি সহজেই এখন ট্রানজিস্টরের বেজ ইমিটর কালেক্টর ডিজিটাল মাল্টিমিটার দিয়ে বের করতে পারি। এটা শেখার জন্য আমি অনে
Ai rokom videoi khujchilam jekhane ato sundor vabe bughiye bughiye onek rokom ar diagram,electrical project banano dekhabe.....Dada sotti ai somosto video dite theko....❤❤❤❤❤
ভাইয়া আমি একজন ইলেকট্রনিক্স স্টুডেন্ট 👨🦱আমি আপনার ভিডিওগুলো নিয়মিত দেখি👁️আপনার বুজানুর ধরণ টা খুবই ভালো 😊ক্লাসে যে টপিক নিয়ে আলোচনা করা হয়। সেটা আমি আপনার ভিডিও দেখে আরো ভালো করে বুঝতে পারি 😇ধন্যবাদআপনাকে এত সুন্দর করে বোঝানোর জন্য 🥰
ধন্যবাদ আপনাকে ইলেকট্রনিকস এর কঠিন বিষয়টা আমাদের কাছে পানির মত সচ্ছ করে দেয়ার জন্যে। আপনার পরিবেশনা অনেক সুন্দর ও সাবলীল। অবশেষে আপনার দীর্ঘায়ু কামনা করছি এবং আরো সুন্দর সুন্দর বিষয় গুলো নিয়ে ভিডিও এর অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ
Many many thank you vaiya,,apnar ei video er jonno wett korchilam,,, apnar video dekhe onek concept clear hoye jai amr,,,automatic on off Circuit design er Video upload deowar jonno many many thanks vaiya
আসসালামু আলাইকুম ভাইজান। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে অসাধারণ ক্ষমতা দিয়েছেন। আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি সম্ভব হয় একটা ভিডিও দিয়েন। সেটা হলো, অল্প কিছু কম্পনেন্ট দিয়ে একটি ১২ ভোল্ট সার্কিট তৈরি করুন, যেটা একটি নেগেটিভ টাচ দিলে অন হবে এবং একই নেগেটিভ টাচ দিলে অফ হবে। প্লিজ...
ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া । আপনি যেমন Circuit চাচ্ছেন, হয় তো এমন একটা video আমি অনেক আগেই তৈরি করেছি । আপনি আমার চ্যানেলে মসফেটের video টা দেখলেই আপনার কাঙ্খিত circuit পেয়ে যাবেন । ধন্যবাদ ।
vai amio akta circuit digine korci jeta security er kaj korbe . mane ldr er upor akta alada lazer light thakbe sheta ldr k alo deya bondho korle akta red light and alarm bagbe r jokhon alo thakbe thokhon green light jolbe . Apnar alochona thake idea neya hoyce .
আপনার কাজ করার কথা শুনে ভালো লাগলো । দোয়া রইলো, চেষ্টা করতে থাকেন, ইনশা আল্লাহ সামনে ভালো কিছু হবে । আপনি চাইলে আপনার Project এর সাথে 4017 ic use করতে পারেন । তাহলে R ও ভালো ফলা ফল পাবেন । ধন্যবাদ ।
আসসালামু আলাইকুম ।ছোট ভাই আশা করি আল্লাহর রহমতে খুব ভালোই আছো। তোমার করা ভিডিও গুলো বুঝতে খুবই সহজ ।এবং তোমার বোঝানোর একটা অসাধারণ ক্ষমতা আল্লাহতালা তোমাকে দিয়েছে ।এজন্য তোমার জন্য দোয়া করি আল্লাহ তায়ালা যেন এই ক্ষমতাকে সঠিকভাবে ব্যবহার করার তৌফিক দান করেন। তারপর ছোট ভাই ট্রানজিস্টরের ভিডিও দিয়েছো। এটা দেখে আমি সহজেই এখন ট্রানজিস্টরের বেজ ইমিটর কালেক্টর ডিজিটাল মাল্টিমিটার দিয়ে বের করতে পারি। এটা শেখার জন্য আমি অনেক ভিডিও ইউটিউবে দেখছি কিন্তু শিখতে পারি নাই। কিন্তু তোমার এই একটা ভিডিও দেখে সহজেই শিখে গেছি এই জিনিসটা। ছোট ভাই তোমার কাছে আবেদন করি ইলেকট্রনিক্স এর তো অনেক কম্পনেট আছে প্রত্যেকটা সম্পূর্ণ আলাদা আলাদা একটা ভিডিও তৈরি করার জন্য যেমন ic ট্রানজিস্টর রেজিস্টর ডায়োড আরো অনেক যে কম্পোনেট আছে এইগুলো সার্কিটে কিভাবে সাজাতে হয় এবং কোথায় রেজিস্টার কোথায় ট্রানজিস্টার কত মানের কিভাবে দিতে হয় এটা কিভাবে বুঝব ।এর একটা ভিডিও দেয়ার জন্য অনুরোধ রইল। যাতে যারা আমরা নতুন কাজ শিখতেছি সহজে শিখতে পারি। সার্কিট কিভাবে সাজাতে হয় একটা ক্যালকুলেশন আছে সেটা তো আমরা জানি না এর একটা ভিডিও তোমার কাছে চাই সহজ ভাবে তৈরি করবা যাতে আমরা সবাই সহজে বুঝতে পারি। এবং এই জিনিসটা শিখে যেতে পারি। আর ছোট ভাই তোমার মোবাইল নাম্বারটা আর ঠিকানাটা একটু আমাকে দেবে যাতে করে তুমি তো ছোট ভাই তাই মাঝে মাঝে তোমার খোঁজ নিতে পারি। আশা করি আবদার টা পূরণ করবে ।তাহলে এখানে শেষ করলাম জাযাকাল্লাহু খাইরান।
ওয়া আলাইকুম আসসালাম,, আলহাম্দুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি । আশা করি আল্লাহর রহমতে আপনিও ভালো আছেন । ইনশা আল্লাহ আমি অবশ্যই চেষ্টা করবো প্রতিটা component সম্পর্কে ভিডিও বানানোর । circuit a যত গুলো component বসে প্রত্যেকটা component এর আলাদা আলাদা কাজ থাকে এবং এদের যেখানে যত টুকু value প্রয়োজন সেই হিসেবে calculation করে মানটা বের করা হয় । যে কোনো circuit তৈরি করতে হলে সবার আগে আপনাকে component গুলো সম্পর্কে ভালো ভাবে জানতে হবে । তারপর জানতে হবে component গুলোর value calculate করার নিয়ম বা সূত্র । এগুলো খুব সহজ বিষয়ও না আবার খুব কঠিন বিষয়ও না । একদিনে কিছুই করা যাবে না । এগুলোর জন্য প্রচুর সময় দিতে হবে এবং যতটুকুই শিখবেন, ঐটুকু নিজে নিজে practical করার চেষ্টা করতে হবে । কিছু personal সমস্যার কারনে আমি contact টা শেয়ার করলাম না ভাইয়া, কিছু মনে করবেন না please । তবে আপনি চাইলেই Instagram a follow করতে পারেন । জাযাকাল্লাহু খাইরান..
ভাই আমি আপনার সবগুলো ভিডিও দেখার চেষ্টা করি,সবগুলো ভিডিও আমার কাছে খুবই ভালো লাগে। ভাই্, মোটর অটো অন অফ একটি সার্কিট তৈরী দেখাবেন./দেখতে চাই ( পানির ট্যাংকের)
চমৎকার উপস্থাপনা ভাইয়া। আপনার এরকম বাস্তবধর্মী ভিডিওর জন্য অপেক্ষা করি। আশা করি next এ আপনার কাছ থেকে এ ধরনের আরো ভিডিও পাবো। এ ভিডিওতে লিকেজ কারেন্টের বিষয়টি আর একটু বোঝা দরকার। লিকেজ কারেন্ট কোথা হতে উৎপন্ন হলো আর কোন পথ দিয়ে যায়, যার জন্য 20k বা variable resistor ব্যবহারের প্রয়োজন পড়লো।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, একটা পানির ট্যাপকে যখন বন্ধ করা হয়, তখন বন্ধ করার পরও কিছু পরিমান পানি চুইয়ে চুইয়ে পড়তে থাকে । যা খুবি সামান্য । এখানে সেন্সরের output off থাকলেও সেন্সরের সাথে ব্যাটারির পজেটিভ তারটা লাগানো থাকার কারনে সামান্য লিকেজ কারেন্ট সেন্সর থেকে বের হয় । R সেই লিকেজ কারেন্টটুকু বাইপাস করে ব্যাটারির নেগেটিভে পৌছে দেওয়ার জন্যই ঐ 20K রেজিস্টর ব্যবহার করা হয়েছে ।
Ok.. কোথায় কত মানের রেজিস্টর বসাতে হয়, সেই সম্পর্কে এই চ্যানেলে video আছে । এছাড়া resistor এর মান নিয়েও video আছে । voltage divider নিয়ে video বানাবো ।
Bhiya apni jodi simple akta 5V charger r video diten valo hoto karon ai circuit jodi Mobile charger use kori atar cost onek bere jabe tachara ami chai je akta input diye Ac and Dc 2ta e on hobe.
vai ami ki q2 transistor pnp dite parvo ? ar jodi q2 npn transistor na connection kori ebong pnp transistor connection kori tahole 470R resistor vad dite parvo? Explain diven vai 😊
Ji apni PNP use korte parben but ekhon jei result paoya jacche sei same result paben na. Same result er jonno circuit diagram a ektu chagne korte hobe.
আমি সহজে কাউকে কমেন্ট করি না। কিন্তু আপনাকে করতে বাধ্য হচ্ছি। আপনার বোঝানোর কৌশল অসাধারণ। অনেকে ই স্বচ্ছ ধারণা পাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এভাবে আরো ভিডিও চাই
MOST WELCOME...
এই চ্যানেলে এমন বেশ কিছু video আছে । সেগুলোর দেখার অনুরোধ রইলো । হয় তো আপনার উপকারে আসবে ।
@@Engineering-Technology আমি facebook বা অন্য কোন কোন সামাজিক মাধ্যম ব্যবহার করি না। আমার ইন্টারনেট মূলত youtube দেখা নিয়ে। আমি যতক্ষণ মোবাইল ব্যবহার করি তার 90% সময় ইউটিউব দেখি এবং বাকি 10% সময় মোবাইলের অন্যান্য কাজ করি। আমি সহজে কাউকে কমেন্ট করি না। আর আমি অনেক আগেই আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছি এবং আপনার সবগুলো ভিডিও দেখেছি।
@@grambangla3846 এত সময় ধরে TH-cam ব্যবহার করা ভালো নয় কিছু মনে করবেন 🙅
@@Engineering-Technology qw
Bi apnr address please
ভালোবাসা মুখ দেখে আসে না, মন থেকেই আসে🥰
এ ধরনের ডিটেইলস ভাবে অনেক ভিডিও খুজছিলাম,,, পাইনি,, তবে আপনি যেভাবে বুঝিয়ে দিলেন,, এভাবে একটা বাচ্চা পর্যন্ত বুঝে যাবে,, ধন্যবাদ,, আর আপনার এমন ভিডিও আরো 1ঘন্টা ডিউরেশন হলেও দেখতে ইচ্ছা হবে,, স্কিপ করতে মন চাবে না🥰🥰🥰 আবারো ধন্যবাদ আপনাকে,, অনেক উপকৃত হলাম,,
EEE নিয়ে পড়ার ইচ্ছা আর ও একটু বেড়ে গেলো
জাযাকাল্লাহু খাইরান.... 🤍🤍. Ami R O valo kisu bananor chesta korbo. Insha Allah...
এক কথায়
ভাইয়ার বুঝানোর ক্ষমতা অসাধারণ।
Thank you so much vaiya.
Thanks Bai 👌 আমাদের কে এতো কিছু শিখানোর জন্য love you Bai 👌👍
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
এই চ্যানেলে এমন বেশ কিছু video আছে । সেগুলোর দেখার অনুরোধ রইলো । হয় তো আপনার উপকারে আসবে ।
খুব ভালো ভিডিও, ভালো ভাবে বোঝানোর জন্য অনেক অনেক ধন্যবাদ
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
এই চ্যানেলে এমন বেশ কিছু video আছে । সেগুলোর দেখার অনুরোধ রইলো । হয় তো আপনার উপকারে আসবে ।
আমার জীবনের প্রথম দিকে এরকম ভিডিও পেলাম না। আফসোস! ইলেকট্রনিক্সের এরকম কিছু দেখলে বা পেলে খাওয়া-দাওয়া ছেড়ে গবেষণা শুরু করে দিতাম। বোঝানোর ক্ষমতা পরিষ্কার, স্বচ্ছ। ভালো থাকেন। এক টাচে অন এক টাচে অফ হয় এরকম একটি সার্কিট দেখালে ভালো হত।
ok ভাইয়া আমি চেষ্টা করবো এই বিষয়ে একটা video বানানোর ।
ধন্যবাদ ।
খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ
Most welcome..
আমি বাংলা দেশ। পাকিস্তান ও ভারতের ইউ টিউব দেখেছি কিন্তু এত সুন্দর করে কেউই বুঝাতে দেখি নাই। চালিয়ে যাও। তোমার উজ্জল ভবিষ্যৎ কামনা করছি। আমিন
জাযাকাল্লাহু খাইরান..
এই চ্যানেলে এমন বেশ কিছু video আছে । সেগুলোর দেখার অনুরোধ রইলো । হয় তো আপনার উপকারে আসবে ।
Asholai vi ato sundor vaba bakha Akhono Kno chanel a dakhi nai
বাংলায় এতো ভালো ভিডিও পাবো আশা করিনাই, অনেক ভালো বোঝাইছেন। ধন্যবাদ ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ।
এই চ্যানেলে এমন বেশ কিছু video আছে । সেগুলোর দেখার অনুরোধ রইলো । হয় তো আপনার উপকারে আসবে ।
ভাই চমৎকার একটি শিক্ষনিয় ভিডিও পোষ্ট করলেন যা ইতি পুর্বে আর দেখি নাই।অনেক ধন্যবাদ সুন্দর ভিডিও এবং স্বাবলিল ভাষায় বুজিয়ে বর্ননা করার জন্য।
Most welcome vaiya..❤
আসসালামু আলাইকুম ।ছোট ভাই আশা করি আল্লাহর রহমতে খুব ভালোই আছো। তোমার করা ভিডিও গুলো বুঝতে খুবই সহজ ।এবং তোমার বোঝানোর একটা অসাধারণ ক্ষমতা আল্লাহতালা তোমাকে দিয়েছে ।এজন্য তোমার জন্য দোয়া করি আল্লাহ তায়ালা যেন এই ক্ষমতাকে সঠিকভাবে ব্যবহার করার তৌফিক দান করেন। তারপর ছোট ভাই ট্রানজিস্টরের ভিডিও দিয়েছো। এটা দেখে আমি সহজেই এখন ট্রানজিস্টরের বেজ ইমিটর কালেক্টর ডিজিটাল মাল্টিমিটার দিয়ে বের করতে পারি। এটা শেখার জন্য আমি অনে
ওয়ালাইকুম আসসালাম ভাই.. THANK YOU SO MUCH.. ❤
Ai rokom videoi khujchilam jekhane ato sundor vabe bughiye bughiye onek rokom ar diagram,electrical project banano dekhabe.....Dada sotti ai somosto video dite theko....❤❤❤❤❤
Thank you so much
ভাই এরকম ভিডিও বানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ইনশাআল্লাহ
জাযাকাল্লাহু খাইরান ❤
Your video is lovely... 😄😄😄
Plz continue ur video....
আমরা আপনার পাশে আছি।।।☺️☺️
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
এই চ্যানেলে এমন বেশ কিছু video আছে । সেগুলোর দেখার অনুরোধ রইলো । হয় তো আপনার উপকারে আসবে ।
ভাই অলরেডি দেখা শেষ।।।। ☺️☺️
আপনার বিডিও দেখে কমেন্ট না করে পারলাম না,,স্যাতিই অসাধারণ 🥰❤️❤️
Thank you so much vai
খুব সুন্দর ভাবে বানিয়েছেন ভিডিওটা, ভালো করে ভিডিও বানানোর জন্য ধন্যবাদ আপনাকে
জাযাকাল্লাহু খাইরান..
ভাইয়া আমি একজন ইলেকট্রনিক্স স্টুডেন্ট 👨🦱আমি আপনার ভিডিওগুলো নিয়মিত দেখি👁️আপনার বুজানুর ধরণ টা খুবই ভালো 😊ক্লাসে যে টপিক নিয়ে আলোচনা করা হয়। সেটা আমি আপনার ভিডিও দেখে আরো ভালো করে বুঝতে পারি 😇ধন্যবাদআপনাকে এত সুন্দর করে বোঝানোর জন্য 🥰
আপনাকেও অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটা মন্তব্য লেখার জন্য । আপনাদের Support আমার জন্য অনেক বড় অনুপ্রেরনা ।
আপনি অনেক ভাল মানুস এত সুন্দর করে কেউ বুঝায় না,,,ইনশাআল্লাহ্ আপনি অনেক দ্রুত এগিয়ে যাবেন,,,,
জাযাকাল্লাহু খাইরান...❤
Real hiro ato sundor kore bujalen .thanks vaiya shathe shathe subscribe korsi.
Thank you so much vaiya.. ❤
ধন্যবাদ আপনাকে ইলেকট্রনিকস এর কঠিন বিষয়টা আমাদের কাছে পানির মত সচ্ছ করে দেয়ার জন্যে। আপনার পরিবেশনা অনেক সুন্দর ও সাবলীল। অবশেষে আপনার দীর্ঘায়ু কামনা করছি এবং আরো সুন্দর সুন্দর বিষয় গুলো নিয়ে ভিডিও এর অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ
Most welcome vaiya..
Amar khub khub proyojon vai ,please trai you .
Tomar sob video khub valo
THANK YOU SO MUCH..
আসসালামুআলাইকুম ভাইয়া,, এরকম ভিডিও আরও চাই,ধন্যবাদ।।
Owa alaikum assalam vaiya.. INSHA ALLAH, ami try kore jacchi regular video bananor.
most welcome and also thank you ❤
সালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ আপনার কথাগুলো শুনে অনেক ভালো লাগলো দোয়া করি আল্লাহ যেন আপনাকে সুস্থ এবং সম্মানের সাথে রাখেন
জাযাকাল্লাহু খাইরান ❤
ভাই আপনার ভিডিও গুলো দেখে অনেক কিছু শিখতে পারছি
Thank you so much
Many many thank you vaiya,,apnar ei video er jonno wett korchilam,,, apnar video dekhe onek concept clear hoye jai amr,,,automatic on off Circuit design er Video upload deowar jonno many many thanks vaiya
MOST WELCOME VAIYA..
বাংলা টিউটোরিয়াল এর মধ্যে আপনার আপনার টিউটোরিয়ালগুলো সবথেকে বেস্ট থ্যাঙ্ক ইউ❤❤❤
Most welcome vaiya
আলহামদুলিল্লাহ ❤️অনেক সুন্দর ভিডিও বানায় ছেন অনেক কিছু শিখতে পারলাম ❤️❤️দোয়া রইল 🤲🤲🤲
জাযাকাল্লাহু খাইরান..
এই চ্যানেলে এমন বেশ কিছু video আছে । সেগুলোর দেখার অনুরোধ রইলো । হয় তো আপনার উপকারে আসবে ।
@@Engineering-Technology আলহামদুলিল্লাহ আমি আপনার সব গুলো ভিডিও দেখেছি এবং কাজ করি আমার চ্যানেল টা ঘুরে আসবেন ❤️❤️❤️
sir allah aponar somman aro bariye dik
aponar theke onek kichu sika jai
thanks dear
জাযাকাল্লাহু খাইরান.. ❤
Allah apnakeo onek valo rakhuk.
আপনাকে অংশ ধন্যবাদ দিয়ে ছুট করবনা,আপনি আমার বস, বস সবসময় বস। ভাল থাকবেন দোয়া রইল আপনার জন্য।
জাযাকাল্লাহু খাইরান ❤
Baier circuit making ta onek balo lage
Thank you very much..vai
Good❤❤❤❤❤❤❤❤❤
Thank you so much
Khub bhalo explanation. ❤️
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
এই চ্যানেলে এমন বেশ কিছু video আছে । সেগুলোর দেখার অনুরোধ রইলো । হয় তো আপনার উপকারে আসবে ।
Jan vore gelo vai tomar kotha gulo sune
Thank you so much vai
আপনার ভিডিও ১ বছর দেখলে এবং বুঝলে ,পরের বছর একটা দোকান খুলতে পারবো।।
আপনি অসাধারণ বোঝাতে পারেন Boss
আমার ভিডিও আপনার উপকারে এসেছে, জেনে ভালো লাগলো ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত জানানোর জন্য ।
ভাইয়া আনার ভিডিও গুলা অনেক ভালো লাগে
Thank you so much
অসংখ্য ধন্যবাদ ভাইয়া
খুবই ভালো লাগলো ভাই
Thank you vai..
অনেক ধন্যবাদ...... এভাবে বোঝানোর জন্য।।
Most welcome..
এই চ্যানেলে এমন বেশ কিছু video আছে । সেগুলোর দেখার অনুরোধ রইলো । হয় তো আপনার উপকারে আসবে ।
এত সুন্দর করে বুঝানোর জন্য ধন্যবাদ ❤❤❤❤
Most welcome vaiya
ভাই অনেক বেশি ভালো হয়েছে 555 ic ভিডিও দেও তারাতাড়ি ❤❤❤❤❤
Video already ache to vai.
onek onek thanks vaia aita explain korar jonno☺😌
Most welcome vaiya.
ভাইয়া আপনার জন্য শুভো কামনা রইলো।
একদিন আপনি অনেক বড় হবেন।
অসাধারণ
জাযাকাল্লাহু খাইরান..❤
আসসালামু আলাইকুম ভাইজান।
আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে অসাধারণ ক্ষমতা দিয়েছেন।
আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি সম্ভব হয় একটা ভিডিও দিয়েন।
সেটা হলো, অল্প কিছু কম্পনেন্ট দিয়ে একটি ১২ ভোল্ট সার্কিট তৈরি করুন, যেটা একটি নেগেটিভ টাচ দিলে অন হবে এবং একই নেগেটিভ টাচ দিলে অফ হবে। প্লিজ...
ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া । আপনি যেমন Circuit চাচ্ছেন, হয় তো এমন একটা video আমি অনেক আগেই তৈরি করেছি । আপনি আমার চ্যানেলে মসফেটের video টা দেখলেই আপনার কাঙ্খিত circuit পেয়ে যাবেন ।
ধন্যবাদ ।
vai amio akta circuit digine korci jeta security er kaj korbe . mane ldr er upor akta alada lazer light thakbe sheta ldr k alo deya bondho korle akta red light and alarm bagbe r jokhon alo thakbe thokhon green light jolbe . Apnar alochona thake idea neya hoyce .
আপনার কাজ করার কথা শুনে ভালো লাগলো । দোয়া রইলো, চেষ্টা করতে থাকেন, ইনশা আল্লাহ সামনে ভালো কিছু হবে ।
আপনি চাইলে আপনার Project এর সাথে 4017 ic use করতে পারেন । তাহলে R ও ভালো ফলা ফল পাবেন ।
ধন্যবাদ ।
👍👍👍
আসসালামু আলাইকুম ।ছোট ভাই আশা করি আল্লাহর রহমতে খুব ভালোই আছো। তোমার করা ভিডিও গুলো বুঝতে খুবই সহজ ।এবং তোমার বোঝানোর একটা অসাধারণ ক্ষমতা আল্লাহতালা তোমাকে দিয়েছে ।এজন্য তোমার জন্য দোয়া করি আল্লাহ তায়ালা যেন এই ক্ষমতাকে সঠিকভাবে ব্যবহার করার তৌফিক দান করেন। তারপর ছোট ভাই ট্রানজিস্টরের ভিডিও দিয়েছো। এটা দেখে আমি সহজেই এখন ট্রানজিস্টরের বেজ ইমিটর কালেক্টর ডিজিটাল মাল্টিমিটার দিয়ে বের করতে পারি। এটা শেখার জন্য আমি অনেক ভিডিও ইউটিউবে দেখছি কিন্তু শিখতে পারি নাই। কিন্তু তোমার এই একটা ভিডিও দেখে সহজেই শিখে গেছি এই জিনিসটা। ছোট ভাই তোমার কাছে আবেদন করি ইলেকট্রনিক্স এর তো অনেক কম্পনেট আছে প্রত্যেকটা সম্পূর্ণ আলাদা আলাদা একটা ভিডিও তৈরি করার জন্য যেমন ic ট্রানজিস্টর রেজিস্টর ডায়োড আরো অনেক যে কম্পোনেট আছে এইগুলো সার্কিটে কিভাবে সাজাতে হয় এবং কোথায় রেজিস্টার কোথায় ট্রানজিস্টার কত মানের কিভাবে দিতে হয় এটা কিভাবে বুঝব ।এর একটা ভিডিও দেয়ার জন্য অনুরোধ রইল। যাতে যারা আমরা নতুন কাজ শিখতেছি সহজে শিখতে পারি। সার্কিট কিভাবে সাজাতে হয় একটা ক্যালকুলেশন আছে সেটা তো আমরা জানি না এর একটা ভিডিও তোমার কাছে চাই সহজ ভাবে তৈরি করবা যাতে আমরা সবাই সহজে বুঝতে পারি। এবং এই জিনিসটা শিখে যেতে পারি। আর ছোট ভাই তোমার মোবাইল নাম্বারটা আর ঠিকানাটা একটু আমাকে দেবে যাতে করে তুমি তো ছোট ভাই তাই মাঝে মাঝে তোমার খোঁজ নিতে পারি। আশা করি আবদার টা পূরণ করবে ।তাহলে এখানে শেষ করলাম জাযাকাল্লাহু খাইরান।
ওয়া আলাইকুম আসসালাম,, আলহাম্দুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি । আশা করি আল্লাহর রহমতে আপনিও ভালো আছেন । ইনশা আল্লাহ আমি অবশ্যই চেষ্টা করবো প্রতিটা component সম্পর্কে ভিডিও বানানোর । circuit a যত গুলো component বসে প্রত্যেকটা component এর আলাদা আলাদা কাজ থাকে এবং এদের যেখানে যত টুকু value প্রয়োজন সেই হিসেবে calculation করে মানটা বের করা হয় ।
যে কোনো circuit তৈরি করতে হলে সবার আগে আপনাকে component গুলো সম্পর্কে ভালো ভাবে জানতে হবে । তারপর জানতে হবে component গুলোর value calculate করার নিয়ম বা সূত্র ।
এগুলো খুব সহজ বিষয়ও না আবার খুব কঠিন বিষয়ও না । একদিনে কিছুই করা যাবে না । এগুলোর জন্য প্রচুর সময় দিতে হবে এবং যতটুকুই শিখবেন, ঐটুকু নিজে নিজে practical করার চেষ্টা করতে হবে ।
কিছু personal সমস্যার কারনে আমি contact টা শেয়ার করলাম না ভাইয়া, কিছু মনে করবেন না please । তবে আপনি চাইলেই Instagram a follow করতে পারেন ।
জাযাকাল্লাহু খাইরান..
ভাই ফ্রিজের সার্কিট সম্পর্কে একটা ভিডিও বানাইয়েন।
আপনার ভিডিওগুলো অনেক সুন্দর
ok ভাইয়া আমি চেষ্টা করবো এই বিষয়ে একটা video বানানোর ।
ধন্যবাদ ।
vhai apnake onek dhonno bad
aro video chai
MOST WELCOME VAIYA.. next video is coming soon..
PC Motherboard এর Mosfet এর মান নির্ণয়, ভালো নষ্ট বোঝার পদ্ধতি প্রভৃতি নিয়ে আলোচনা করলে অনেক কৃতজ্ঞ থাকতাম। ধন্যবাদ।
OK.. i will try to make a video on MOSFET TESTING.
THANK YOU..
Khub shundor bujhan apni
Thank you very much..vai
খুব সুন্দর হইছে।।। 🥰🥰
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
এই চ্যানেলে এমন বেশ কিছু video আছে । সেগুলোর দেখার অনুরোধ রইলো । হয় তো আপনার উপকারে আসবে ।
ভাই আমি আপনার সবগুলো ভিডিও দেখার চেষ্টা করি,সবগুলো ভিডিও আমার কাছে খুবই ভালো লাগে। ভাই্, মোটর অটো অন অফ একটি সার্কিট তৈরী দেখাবেন./দেখতে চাই ( পানির ট্যাংকের)
Ok vaiya, ami try korbo.
THANK YOU..
❤❤❤
❤😊
Thanks for nice app God bless you from Iran 🇮🇷 ❤
Most welocme.. God bless you too.
Just awesome bhai❤
Thank you very much..vai
I h'v been looking for this good type of videos, really good learning.
Glad it was helpful!
THANK YOU SO MUCH
চমৎকার উপস্থাপনা ভাইয়া। আপনার এরকম বাস্তবধর্মী ভিডিওর জন্য অপেক্ষা করি। আশা করি next এ আপনার কাছ থেকে এ ধরনের আরো ভিডিও পাবো।
এ ভিডিওতে লিকেজ কারেন্টের বিষয়টি আর একটু বোঝা দরকার। লিকেজ কারেন্ট কোথা হতে উৎপন্ন হলো আর কোন পথ দিয়ে যায়, যার জন্য 20k বা variable resistor ব্যবহারের প্রয়োজন পড়লো।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া,
একটা পানির ট্যাপকে যখন বন্ধ করা হয়, তখন বন্ধ করার পরও কিছু পরিমান পানি চুইয়ে চুইয়ে পড়তে থাকে । যা খুবি সামান্য ।
এখানে সেন্সরের output off থাকলেও সেন্সরের সাথে ব্যাটারির পজেটিভ তারটা লাগানো থাকার কারনে সামান্য লিকেজ কারেন্ট সেন্সর থেকে বের হয় । R সেই লিকেজ কারেন্টটুকু বাইপাস করে ব্যাটারির নেগেটিভে পৌছে দেওয়ার জন্যই ঐ 20K রেজিস্টর ব্যবহার করা হয়েছে ।
Good video,best video,nice video
Many many thanks
Thank you so much dada. TH-cam a AI bapar a basirvag video fake. Thank you dada.
You are most welcome
এই চ্যানেলে এমন বেশ কিছু video আছে । সেগুলোর দেখার অনুরোধ রইলো । হয় তো আপনার উপকারে আসবে ।
Op viy❤❤❤❤❤
Oshadharon
Thank you so much
ভাইয়া এই রকম আরো ভিডিও চাই
অবশ্যই ভাইয়া । এধরনের অনেক VIDEO আসবে এই চ্যানেলে, ইনশা আল্লাহ ।
ধন্যবাদ ।
অসাধারন,
Thank you so much.
onek valo video
Thank you so much..
আপনি সেরা
জাযাকাল্লাহু খাইরান..ভাই
very very thanks, very good vedio.
Most Welcome, and also THANK YOU SO MUCH for your inspiration.
ভাই অনেক ধন্যোবাদ
Most Welcome..ভাই
এই চ্যানেলে এমন বেশ কিছু video আছে । সেগুলোর দেখার অনুরোধ রইলো । হয় তো আপনার উপকারে আসবে ।
Really NC Mode Disconnect To neutral contours Light on
মোবাইল দিয়ে মটর অন অফ করার একটি সার্কিট তৈরি করে দেখান অনেক উপকার হবে
ইনশা আল্লাহ, আমি চেষ্টা করবো এই বিষয়ে একটা video বানানোর ।
ধন্যবাদ ।
ওনেক গবেষণা করে বলেছেন
Thank you so much vai
ভাই আপনার ভিডিওটা পাগলেও বুঝবে। আপনার বুঝানোর ধৈর্য আছে। আমরা এরপরে একটা ৫৫৫ আইসি দিয়ে এলডিআর সার্কিট দেখতে চাই
❤❤❤
@@tanjim_toha365 আমি চেষ্টা করবো এই বিষয়ে ভিডিও বানানোর । ধন্যবাদ ।
সকল কম্পোনেন্ট এর এই রকম ভিডিও চাই।
Insha Allah paben.
Thank you
love you boos❤🎉
❤❤❤
ভাই আপনার এনিমিশণগুলো খুব ভাল মাশাল্লাহ। কিন্তু যদি আপনি আমাদেরকে Breadboard কাকে বলে এটা বুঝিয়ে দিতেন তাহলে ভাল হত। ধন্যবাদ।
ভাইয়া আমি যে বোর্ডটার ওপর কম্পোনেন্ট গুলোকে সাজিয়েছি ঐটাই ব্রেড বোর্ড ।
Thank you so much.
অসাধারণ
Thank you
It works perfectly!
Thank you so much..
💚💚💚 IC ছাড়া টয়লেট এ ঢুকলে বাতি জলবে , আসলে বাতি নিভে যাবে, এমন সার্কিট এর ভিডিও দেন দয়া করে।।।।
Ok vaiya.. ami try korbo.
THANK YOU.
Super vai
thank you so much vai..
5v solar panel output দিয়ে রিলে চালু থাকবে রাত হলে solar output voltage আছবে না আর রিলে বন্ধ হয়ে যাবে আর লাইট জ্বলবে।
ok ভাইয়া আমি চেষ্টা করবো এই বিষয়ে একটা video বানানোর ।
ধন্যবাদ ।
nice video,
Many many thanks
Good job
Thank you
Excellent
Thank you so much 😀
ভাইয়া পরের ভিডিওতে একটি floatlass relay কিবাবে কাজ করে যদি দেখান, কোব উপকৃত হব।
আমি চেষ্টা করবো এই বিষয়ে একটা video বানানোর ।
ধন্যবাদ ।
Good vai
জাযাকাল্লাহু খাইরান ❤
ভোল্টেজ ডিভাইডার পদ্ধতিতে রেজিস্ট্রিরের মান নিয়ে নির্ধারণ পদ্ধতি সম্পর্কে একটি ভিডিও বানান।
Ok.. কোথায় কত মানের রেজিস্টর বসাতে হয়, সেই সম্পর্কে এই চ্যানেলে video আছে । এছাড়া resistor এর মান নিয়েও video আছে ।
voltage divider নিয়ে video বানাবো ।
Dada darun
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
এই চ্যানেলে এমন বেশ কিছু video আছে । সেগুলোর দেখার অনুরোধ রইলো । হয় তো আপনার উপকারে আসবে ।
Very very good
Thanks
এই চ্যানেলে এমন বেশ কিছু video আছে । সেগুলোর দেখার অনুরোধ রইলো । হয় তো আপনার উপকারে আসবে ।
Very nice 👍👍
Thank you so much vai
Bhiya apni jodi simple akta 5V charger r video diten valo hoto karon ai circuit jodi Mobile charger use kori atar cost onek bere jabe tachara ami chai je akta input diye Ac and Dc 2ta e on hobe.
Ok vaiya ami bujhte parchi. ami try korbo power supply niye video bananor.
THANK YOU
ভাইয়া আপনার কাছে বিশেষ অনুরোধ যে রিমোট দিয়ে on/of করা জাবে এরকম একটা সার্কিট বানানোর ভওডিয়ো দেন প্লিজ 😊
Thik ache vaiya.
Thank you
@@Engineering-Technology কবে দিবেন??
thanks
❤❤❤❤
Most welcome vaiya..❤
দাদা গাড়ির অল্টারনেটর কিভাবে কাজ করে সেটার একটা ভিডিও করার অনুরোধ রইলো
ok thik ache, ami ami try korbo ai bisoy a video bananor.
THANK YOU.
vai ami ki q2 transistor pnp dite parvo ? ar jodi q2 npn transistor na connection kori ebong pnp transistor connection kori tahole 470R resistor vad dite parvo? Explain diven vai 😊
yes yes yes yes
Ji apni PNP use korte parben but ekhon jei result paoya jacche sei same result paben na. Same result er jonno circuit diagram a ektu chagne korte hobe.
আপনি কম্পোনেন্ট এনিমেশন গুলো কোন সফটওয়্যার দিয়ে করেন, প্লিজ জানাবেন।
power point
Thanks a lot
Most welcome
এই চ্যানেলে এমন বেশ কিছু video আছে । সেগুলোর দেখার অনুরোধ রইলো । হয় তো আপনার উপকারে আসবে ।
Vai 12 volt 10ampr auto cutoff chrg bananor circuit niye akta video banaiyen...
OK vai.. ami try korbo
THANK YOU.
Voltage divider এই সম্পর্কে ভিডিও দেন ভাই।
Ok vaiya.
Thank you
NICE VIDEO
Thanks
Proximity sensior niye video dekhte chai
OK.. i will try.
THANK YOU
nice❤❤❤🎉
Thank you very much..vai