মঙ্গলকাব্য (ভূমিকা অংশ) Mangalkabya | বাংলা সাহিত্যের ইতিহাস পর্ব - ৮

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ย. 2024
  • মধ্যযুগের বাংলা সাহিত্যে যে ধারাটি অন্যতম প্রধান হয়ে উঠেছিল তা মঙ্গলকাব্য। পঞ্চদশ শতকের শেষ থেকে অষ্টাদশ শতকের শেষ পর্যন্ত অর্থাৎ আধুনিক যুগের সূচনার আগে পর্যন্ত নিরন্তর লেখা হয়েছে এই মঙ্গলকাব্য। মনসা, চণ্ডী, শিব, ধর্ম প্রভৃতি লৌকিক দেবদেবীদের নিয়ে গড়ে উঠেছে মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, শিবায়ন, ধর্মমঙ্গল ইত্যাদি বিভিন্ন মঙ্গলকাব্য। আজকে বাংলা সাহিত্যের ইতিহাসের অষ্টম পর্বে মঙ্গলকাব্য কী সেই বিষয়েই প্রাথমিক ধারণা দেওয়া হলো। এর পরবর্তী পর্যায়ে বিভিন্ন মঙ্গলকাব্যগুলি পৃথকভাবে আলোচিত হবে।
    বঙ্গদেশে তুর্কি আক্রমণের প্রভাব • তুর্কি আক্রমণ ও বাংলা ...
    For educational purpose like my Facebook page :
    / onyopath
    Follow me on Facebook, Instagram & Twitter :
    / noisshobdik
    / anirbanim
    / anirbandas92

ความคิดเห็น • 264

  • @techsky3908
    @techsky3908 5 ปีที่แล้ว +20

    আপনি কামেরার সামনে দাড়িয়ে এত ভালো করে বোঝাতে পারেন, তাহলে ক্লাস এ তো আরও ভালো বোঝান।অসাধারণ দাদা এবং অসংখ্য ধন্যবাদ 😍

  • @koushikstudy552
    @koushikstudy552 5 ปีที่แล้ว +58

    আমি ইঞ্জিনিয়ারিং এর ছাত্র হলেও বাংলা ভাষা ও সাহিত্য প্রেমী হওয়ার কারণে আপনার ভিডিও একটাও মিস করিনা। কিছু কিছু ভিডিও বারবার দেখি। আপনার বলার ধরণটা অনবদ্য। 😊

    • @Anirban_das
      @Anirban_das  5 ปีที่แล้ว +5

      অনেক বড়ো প্রাপ্তি।

    • @amarkumarmandal2743
      @amarkumarmandal2743 4 ปีที่แล้ว +1

      @@Anirban_das dada shibayan,Chytanya ,kalikamangal video ki deachen? khuje pelam na. amar and bundhuder ei gulo khub bhalo lage ar darkar.

    • @starsong8132
      @starsong8132 3 ปีที่แล้ว +2

      অসাধারন

    • @moshfikurrahman7256
      @moshfikurrahman7256 3 ปีที่แล้ว +1

      Same to you.

  • @amirsohelworld8471
    @amirsohelworld8471 4 ปีที่แล้ว +3

    স্যার আপনার বলার ধরন অসাধারণ,বর্তমানের পরিস্থিতি অনুসারে প্রাচীন, মধ্য,আধুনিক সাহিত্যের যে পার্থক্য এবং যুক্তি তত্ব অনুসারে আপনি সামাজিক,রাজনৈতিক,অর্থনৈতিক বিষয়ে বাঙালির যে রূপ পরিবর্তন,এগুলিকে উপস্থাপন করলে খুব খুব ভালো হয়,যাতে বর্তমানে আমরা যারা বাংলা সাহিত্য নিয়ে পড়ছি সবার বুঝতে সুবিধে হবে। ধন্যবাদ।।

  • @sonalijana2811
    @sonalijana2811 5 ปีที่แล้ว +7

    অনেকদিন পরে আবার আপনার এপিসোড পেলাম। চিন্তায় পড়ে গিয়েছিলাম। যাই হোক বোঝানোর ধরনটা বেশ ভালো।👌👌

  • @shuvachakravorty5555
    @shuvachakravorty5555 5 ปีที่แล้ว +7

    দাদা অনেক ধন্যবাদ আপনাকে এত সাবলীল, সহজবোধ্য ভাবে বাংলা সাহিত্য পরিবেশন করার জন্য। আপনার উপস্থাপন ভঙ্গী ভীষণই আকর্ষক, ফলে বিষয়গুলো সহজেই আমাদের মনে গেঁথে যায়। আপনার প্রতিটি ভিডিওই মূল্যবান, সেগুলি আমাদের বাংলা সাহিত্যের পাঠে , বাঙালির ইতিহাস জানতে অনুপ্রাণিত করে। ভবিষ্যতে আপনার থেকে এরকম ভিডিও পাওয়ার আশা রাখি।অনেক ধন্যবাদ, শুভকামনা রইল!!!

    • @Anirban_das
      @Anirban_das  5 ปีที่แล้ว +3

      তোমাদের থেকেই উৎসাহ পাই। সঙ্গে থেকো, ছড়িয়ে দিও।

    • @shuvachakravorty5555
      @shuvachakravorty5555 5 ปีที่แล้ว +1

      অবশ্যই সঙ্গে থাকব! আর সাধ্যানুযায়ী ছড়িয়ে দেবার চেষ্টা করে যাব!!

  • @camelliamandal8853
    @camelliamandal8853 3 ปีที่แล้ว +6

    প্রতিটা মঙ্গল কাব্য নিয়ে বিশদে আলোচনার অপেক্ষায় রইলাম।❤️

    • @camelliamandal8853
      @camelliamandal8853 3 ปีที่แล้ว

      Section B : Topics from the History of Bangla Literature.
      1. Periodization of Bangla Literature : Old Bangla and Middle Bangla.
      2. Points of difference between modern and pre-modern Bangla Literature.
      3. Roots and reasons behind the emergence of modernity in Bangla Literature.
      4. Evolution of various Middle Bangla forms ; Mangal Kavyas, Vaishnava lyrics, Adapted
      narratives (Ramayana, Mahabharata, Bhagavata) and religious biographies. 5. Secular forms in
      middle Bangla literature.
      6. Narrative and lyric trends in the nineteenth century Bangla poetry.
      7. Development of prose.
      8. Bangla dramatic literature (nineteenth century, Tagore, Post-1944 Bangla drama).
      9. Tagore and post-Tagoreans.
      10. Fiction, major authors :
      Bankimchandra, Tagore, Saratchandra, Bibhutibhusan, Tarasankar, Manik ).
      11. Women and Bangla literature : creators and created.
      PAPER II
      Prescribed texts for close study
      [Answers must be written in Bengali]
      Section A
      1. Vaishnava Padavali (Calcutta University)
      Poems of Vidyapati, Chandidas, Jnanadas, Govindadas and Balaramdas.2. Chandimangal Kalketu episode by Mukunda (Sahitya Akademi).
      3. Chaitanya Charitamrita, Madhya Lila by Krishnadas Kaviraj (Sahitya Akademi).
      4. Meghnadbadh Kavya by Madhusudan Dutta.
      5. Kapalkundala by Bankimchandra Chatterjee.
      6. Samya and Bangadesher Krishak by Bankimchandra Chatterjee.
      7. Sonar Tari by Rabindranath Tagore.
      8. Chhinnapatravali by Rabindranath Tagore.
      Section B
      9. Raktakarabi by Rabindranath Tagore.
      10. Nabajatak by Rabindranath Tagore.
      11. Grihadaha by Saratchandra Chatterjee.
      12. Prabandha Samgraha, Vol. 1, by Pramatha Choudhuri.
      13. Aranyak by Bibhutibhusan Banerjee.
      14. Short stories by Manik Bandyopadhyay : Atashi Mami, Pragaitihasik, Holud-Pora, Sarisrip,
      Haraner Natjamai, Chhoto-Bokulpurer Jatri, Kustharogir Bou, Jakey Ghush Ditey Hoy.
      15. Shrestha Kavita by Jibanananda Das.
      16. Jagori by Satinath Bhaduri.
      17. Ebam Indrajit by Badal Sircar
      এর পরতি টা বিষয়ে আলোচনা চাই।

  • @jayasengupta5632
    @jayasengupta5632 4 ปีที่แล้ว +1

    খুব ভালো মাষ্টারমশাই আপনি, জ্ঞানের ভান্ডার বোধহয় একেই বলে, বাংলা সাহিত্যের প্রতি অনেক বেশী আকর্ষণ অনুভব করছি, নিজের দেশের প্রকৃতি সংস্কৃতি এই সাহিত্যেরই অংশ, নতুন প্রজন্ম জানুক নিজের দেশের সংস্কৃতি।

  • @Supriyaprosenjit
    @Supriyaprosenjit 4 ปีที่แล้ว +11

    আমি বাংলা এম, এ ছাত্র।
    এখন চাকরী করি।
    আপনার কথা খুব ভালো লাগে।
    আরও ভিডিও আপলোড করেন।

    • @Anirban_das
      @Anirban_das  4 ปีที่แล้ว +2

      করবো

    • @mahadebmanna3598
      @mahadebmanna3598 4 ปีที่แล้ว

      দাদা আমি BA 2nd year Bengali Honours এর student,
      আমাদের সামনে 3rd semester cc-5 থেকে কিছু important question suggestion দিন না please

  • @arkadip1515
    @arkadip1515 2 ปีที่แล้ว +2

    আমি একাদশ শ্রেণির বিজ্ঞানের ছাত্র। আমাদের সিলেবাসে মঙ্গলকাব্য নিয়ে আলোচনা হয়েছে। তাই দেখলাম। ভালো লাগল ❤️❤️❤️❤️

  • @nitusarker3
    @nitusarker3 4 ปีที่แล้ว +6

    এর পরের পর্ব গুলো কি আপলোড করা হয়নি???
    আমি পাচ্ছিনা, সিরিজ টা খুব ভালো লাগছিলো

  • @subhomondal6844
    @subhomondal6844 2 ปีที่แล้ว

    TH-cam a ato gulo channel ghurlam,tumi best tader modhya akdom point to point. Thank you dada.

  • @tanmaydhali8923
    @tanmaydhali8923 4 ปีที่แล้ว +2

    আমি ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র , ............ কিন্তু
    ভাষার প্রতি ভালভাসায় , বা টানে
    এখনও বেঁধে আছি এখানে ,
    আর এই বাঁধন হল দাদার ইউটিউব চ্যানেল , আছে @Anirban_Das নামে।

  • @alhamdulillahbd9135
    @alhamdulillahbd9135 5 ปีที่แล้ว +3

    বাংলাদেশ থেকে। চমৎকার ভাইজান.......

  • @aditisarkar2672
    @aditisarkar2672 5 ปีที่แล้ว +11

    তোমার video আমার পড়াশোনায় অনেক help করে তাই video টা অবশ্যই ভালোত লাগবেই। কিন্তু মঙ্গলকাব্যর পরের episod টা একটু তাড়াতাড়ি দিয়ো please

  • @debjani48
    @debjani48 5 ปีที่แล้ว +4

    অনেকদিন পরে আপনার ভিডিও পেলাম দাদাভাই ❤❤ আর আপনার ভিডিও মানে বোঝানো সম্পর্কে কি বলবো?! সত্যিই মুগ্ধতা! না বোঝা বা ভুলে যাওয়ার চান্সই নেই!!🌷🌷🙃😊

    • @Anirban_das
      @Anirban_das  5 ปีที่แล้ว +2

      কী বলি.. কৃতজ্ঞতা..

    • @debjani48
      @debjani48 5 ปีที่แล้ว

      @@Anirban_das 😁😊

  • @amritamondal8468
    @amritamondal8468 4 ปีที่แล้ว +1

    Sir apni kub valo kora bujia bolan ...apnar porano ami valo kora bujta pari..🙏🏽🙏🏽thanks

    • @Anirban_das
      @Anirban_das  4 ปีที่แล้ว

      এখন থেকে এই চ্যানেলে থাকবে সাংস্কৃতিক কন্টেন্ট আর পড়াশুনা সংক্রান্ত ভিডিওগুলি আমাদের নতুন চ্যানেল 'অন্যপাঠ'এ আপলোড করা হবে। লিঙ্ক থেকে গিয়ে সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশন পেতে 🔔 আইকনটি প্রেস করুন।
      th-cam.com/channels/3vIX-NcN5Zn9Bsf7extwFA.html

  • @subratasutradhar9378
    @subratasutradhar9378 4 ปีที่แล้ว +3

    দাদা অসাধারণ । প্রতিটি ভিডিওতে প্রচুর শিখি । তুমি রেফারেন্স লিখতে পারো যাতে করে আমাদেরও বড্ডো উপকার হবে । যাই হোক ভীষন ভালো লেগেছে , আমিও বাংলা বিভাগের বরাবরই একজন খারাপ ছাত্র , তোমার ভিডিওর সাহায্যে নিজেকে বইয়ের পাশাপাশি আপডেট করতে পারি । কৃতজ্ঞ । অবশ্যই ভালো থেকো

    • @Anirban_das
      @Anirban_das  4 ปีที่แล้ว +2

      শুভেচ্ছা..

  • @debashreebiswas5962
    @debashreebiswas5962 5 ปีที่แล้ว +4

    বিহারীলালের সারদা মঙ্গল কাব্য নিয়ে আলোচনা করার জন্য, আপনার কছে অনুরোধ রাখছি।😊

  • @arnavdev1082
    @arnavdev1082 2 หลายเดือนก่อน

    অনেক নতুন কিছু জানতে পারলাম অনেক অনেক ধন্যবাদ sir 🙏🙏

  • @শিঞ্জিনী
    @শিঞ্জিনী 4 ปีที่แล้ว +1

    Sir, আপনার প্রতিটি ভিডিও আমাদের খুবই সমৃদ্ধ করে ,এরকম আরো বেশি ভিডিও চাই

  • @user-ek3mn4ll3y
    @user-ek3mn4ll3y 5 ปีที่แล้ว +4

    from Bangladesh!
    শেষের কবিতা is the best👌✌

  • @binaysutradhar7551
    @binaysutradhar7551 4 ปีที่แล้ว

    আমি একজন শিক্ষক, পাশাপাশি বাড়ির বিভিন্ন কাজ করার পরে সময় ঠিক একটা পাই না। কিন্তু তোমার video গুলো এতটাই ভালো লাগে, তাই ঠিক একটা সময় না পেলেও প্রায় প্রতিটা video দেখি। কিছু কিছু video বারবার দেখি। Video এর তথ্য যতটাই থাকুক না কেনো, তোমার বাচন ভঙ্গি অসাধারণ,,, হয়তো সেই কারনেই বেশি আকৃষ্ট হই।

    • @Anirban_das
      @Anirban_das  4 ปีที่แล้ว

      প্রণাম নেবেন.. চেষ্টা করি মাত্র..

  • @swagatadebnath7191
    @swagatadebnath7191 4 ปีที่แล้ว

    Apnar vdo gulo amr khub vlo lage.....apnar bolar dhoron ta onoboddo..... Otulonio....monograhi....👍👍👍👍

  • @pratimaray952
    @pratimaray952 5 ปีที่แล้ว +4

    স্যার খুব ভালো l পদ্মানদীর মাঝি আলোচনা করার অনুরোধ রইলো স্যার ।

    • @Anirban_das
      @Anirban_das  5 ปีที่แล้ว +1

      চেষ্টা করবো, দেখি কবে হয়

  • @nilotpolbedi650
    @nilotpolbedi650 5 ปีที่แล้ว +4

    Welcome back after a long period . Plz , make at least 2 video in each week.

  • @somnathghosh1785
    @somnathghosh1785 5 ปีที่แล้ว +1

    তোমার এই ভিডিও গুলো দেখে আমি 1st year পড়ার সময় খুব সাহায্য পেয়েছি। তাই বলছি দাদা 3rd year সিলেবাসের কিছু উপন্যাস সমন্ধে কিছু ভিডিও তৈরী করো যেমন "কবি", "পথের পাঁচালী","বীরাঙ্গনা কাব্য" ও "চিলেকোঠার সিপাহ"।।

  • @tanujamandal9150
    @tanujamandal9150 4 ปีที่แล้ว +1

    Khub valo laglo dada. Thank you so mach dada🥰🥰.

  • @bidyasmotivation987
    @bidyasmotivation987 3 ปีที่แล้ว

    Khub khub khub khub valo dada👌👌👌👌

  • @sawravmonirul4854
    @sawravmonirul4854 3 ปีที่แล้ว

    ওপার বাংলা থেকে শুভকামনা রইল
    অসাধারণ বাচন ভঙ্গি ও সাবলীল উপস্থাপন

  • @leoniddatta9997
    @leoniddatta9997 4 ปีที่แล้ว +1

    আমি নেদারল্যান্ডসে থাকি, ইঞ্জিনিয়ারিং এর ছাত্র। ভাষার প্রতি আগ্রহ প্রবল। দেশে থাকাকালীন এক বাংলার ছাত্রর কাছে থেকে বই এনে এনে বাংলা সাহিত্যের ইতিহাস পড়তাম।
    আপনার চ্যানেলের কন্টেন্ট খুব কন্টেন্ট খুব ভালো , নতুন ভিডিও আবার কবে পাবো?

    • @Anirban_das
      @Anirban_das  4 ปีที่แล้ว +1

      ফেব্রুয়ারি থেকে.. ভাষার প্রতি ভালোবাসায় মুগ্ধ হলাম

  • @shubranil7302
    @shubranil7302 4 ปีที่แล้ว

    আর্য আগমনের আগে বর্তমান বঙ্গ এ শুধু astroloed গোষ্ঠী নয়.... দ্রাবিড় ও mongoloed গোষ্ঠীর মানুষ বাস করতেন......
    Jar জন্যে বাংলায় বহু দ্রাবিড় শব্দ পাওয়া যায় যেমন kuntol. চন্দন etc...
    খুব ভালো প্রচেষ্টা ছিল দাদা

  • @mdshawn9454
    @mdshawn9454 5 ปีที่แล้ว +3

    Sir your all videos are animated and resplendent.. Many many thanks from Bangladesh... And i will request you to create more Video...

    • @Anirban_das
      @Anirban_das  5 ปีที่แล้ว +3

      অনেক ধন্যবাদ ভাই.. পাশে চাই।

  • @sanjoykumar39
    @sanjoykumar39 5 ปีที่แล้ว +3

    খুব-ই ভালো লাগলো।বাংলা ভাষার উৎপত্তি নিয়ে একটা আলোচনা থাকলে ভালো হতো।

    • @Anirban_das
      @Anirban_das  5 ปีที่แล้ว +2

      আছে তো। দেখুন পেয়ে যাবেন।

  • @soumitrasarkar9203
    @soumitrasarkar9203 5 ปีที่แล้ว +2

    দাদা পরের ভিডিও এর অপেক্ষায় রয়েছি।।।।

  • @rafatahmedadnan3447
    @rafatahmedadnan3447 2 ปีที่แล้ว

    আমি অনার্স এ পড়ি বাংলা নিয়ে আপনার ভিডিও দেখে অনেক উপকৃত হই।

  • @ratnade8287
    @ratnade8287 5 ปีที่แล้ว +2

    দাদা এটাও অসাধারণ 😊😊।
    অলংকার নিয়ে যে ভিডিও টা ছিল তোমার এই semester এ খুব কাজে আসছে।thanks da...
    এভাবেই পাশে থেকো আমাদের ।😊

    • @Anirban_das
      @Anirban_das  5 ปีที่แล้ว +2

      ধন্যবাদ

    • @juliaakterittutorialinbang7954
      @juliaakterittutorialinbang7954 4 ปีที่แล้ว

      ☺️

    • @protap614
      @protap614 2 ปีที่แล้ว

      এই রত্না ,দিদির বিয়ে কেমন খেলি?

    • @ratnade8287
      @ratnade8287 2 ปีที่แล้ว

      @@protap614 🤣🤣🤣 dhur baba .. ata you tube to

  • @Shreyasrisaha4321
    @Shreyasrisaha4321 2 ปีที่แล้ว

    Ki ar bolbo....ak kothay osadharon............
    Apnar vdo gulo ato sundor hoy kikore bujhie na......🙂🙂.......ami class 11 er student...... Bengali te kono private tutor nieni.....but apnar vdo gulo regular dakhi......karon apnar channel ei pora ami sobcheye bhalo bujhi....😚😌...
    Awesome bojhanor style apnar......♥️♥️♥️

  • @smmahmud6491
    @smmahmud6491 4 ปีที่แล้ว +8

    দাদা...
    আমি বাংলাদেশ থেকে।। কোন উপায় যদি থাকতো আপনার কাছে এসেই পড়তেম।। কোন উপায় তো নেই।। প্লিজ একে একে দ্রুত বাকী ভিডিও গুলো যদি দিতেন খুব খুব উপকৃত হতাম।।

    • @PrinceGupta-on8gm
      @PrinceGupta-on8gm 4 ปีที่แล้ว +1

      অসংখ্য ধন্যবাদ আপনাকে 💐💐 নীচের দেওয়া লিংকে ক্লিক করে দেখতে পারেন.... bnglasahitto.blogspot.com/?m=1... আপনাদের সামান্যতম হলেও কিছুটা উপকারে আসতে পারে...

  • @monidipdas3662
    @monidipdas3662 5 ปีที่แล้ว +4

    বাংলা অনার্স এর সিলেবাস নিয়ে একটা ভিডিও করে দিন, sir, আমি বাংলা অনার্স নিয়ে পড়ছি,, ফাস্ট ইয়ার ,, semester 1st, ,, আর এইরকম কাব্য নিয়ে আরও ভিডিও বানিয়ে দিন,,,

  • @rupsonakhatun4580
    @rupsonakhatun4580 3 ปีที่แล้ว

    Apnar kotha khub valo bojha jai Sir khub valo lage

  • @saydaatunnssamim9181
    @saydaatunnssamim9181 2 ปีที่แล้ว

    বাংলাদেশ থেকে প্রতিটি ভিডিও দেখি।
    আন্তরিক শ্রদ্ধা।

    • @Anirban_das
      @Anirban_das  2 ปีที่แล้ว +1

      ভালোলাগলো তোমার কমেন্ট

  • @susmitahazra9701
    @susmitahazra9701 3 ปีที่แล้ว

    Amazing👍👍. This video is very helpful for me 😊😊.

  • @aouliareja1312
    @aouliareja1312 3 ปีที่แล้ว

    অসাধারণ আলোচনা খুবই উপকৃত হলাম। 👌

  • @tirthankarmandal2165
    @tirthankarmandal2165 4 ปีที่แล้ว

    Upnar upaathapana annabadya. Chaliya jan. Amara achi

    • @Anirban_das
      @Anirban_das  4 ปีที่แล้ว

      অনেক ধন্যবাদ.. ☺️

  • @capitaldhakatv3980
    @capitaldhakatv3980 4 ปีที่แล้ว +1

    Really good, Keep going.

  • @abhishekgharami2590
    @abhishekgharami2590 4 ปีที่แล้ว +4

    জীবনানন্দ দাশের ''আট বছর আগে একদিন" কবিতাটির ব্যাখা আশা করছি।।

  • @alowarhussain3872
    @alowarhussain3872 4 ปีที่แล้ว +1

    অনেক ভাল লাগলো।

  • @animeshdas5444
    @animeshdas5444 5 ปีที่แล้ว +5

    1st comment,,hit like যদি তোমরাও মনে করো,,,জানি ভালো হবে🤩🤩🤩

    • @Anirban_das
      @Anirban_das  5 ปีที่แล้ว +2

      ধন্যবাদ 😀

    • @animeshdas5444
      @animeshdas5444 5 ปีที่แล้ว

      @@Anirban_das 🤩🤩😍😍😘😘love u dada

  • @alrafa1598
    @alrafa1598 4 ปีที่แล้ว +1

    বাংলাদেশ থেকে ভালোবাসা।

  • @tapsisultana9299
    @tapsisultana9299 2 ปีที่แล้ว

    Thank you

  • @rimpapanrui
    @rimpapanrui 4 ปีที่แล้ว +1

    Sir, December a 1st sem khub tention a ache question niya suggestion dila khub Valo hoto ,,

  • @amirhossenmondal4080
    @amirhossenmondal4080 4 ปีที่แล้ว

    Hello sir ami Rejina khatun Ami andaman and Nicobar island a thaki Ami apnar video's dakhi onek valo help pai ami Ami M. A bangla pori.

  • @tricksrule148
    @tricksrule148 4 ปีที่แล้ว +1

    Sir apnar video or jonno wait korchi .
    B A 3rd year er syllabus niye video toiri korun. Bengali Honours

  • @lokmanhakim2751
    @lokmanhakim2751 5 ปีที่แล้ว +1

    ধন্যবাদ, দাদা

  • @rubelsk8149
    @rubelsk8149 5 ปีที่แล้ว +1

    ***POINT TO BE NOTED***

  • @DilipKumar-bx7uv
    @DilipKumar-bx7uv 5 ปีที่แล้ว +2

    Sir dinobondhu mittrer nildorpon natok ta nia ekta video banan

  • @pb26360
    @pb26360 4 ปีที่แล้ว +1

    দাদা, পরবর্তী ভিডিও গুলোর অপেক্ষায়...

  • @ar4661
    @ar4661 3 ปีที่แล้ว

    বাংলাদেশ থেকে দেখছি 🇧🇩

  • @animeshots7406
    @animeshots7406 ปีที่แล้ว

    ❤❤ দাদা বাংলার একদম প্রাচীন কাল এর ইতিহাস নিয়ে কিছু ভালো বই suggest করবেন !

  • @debasishpal5705
    @debasishpal5705 5 ปีที่แล้ว +4

    দাদা ভাই ,সমস্ত বিষয়ভিত্তিক আলোচনা ই সহায়ক ,বৈষ্ণব পদাবলী সাহিত্যের একটি আলোচনা করলে ভালো হয়।।

  • @prativasarkar727
    @prativasarkar727 5 ปีที่แล้ว +1

    Sir asadharan bolar dhoron..
    Monehoy anekbar shuni..
    Ami vishon upokrito hoi apnar video dekhe..pls sir ektu bekaron niye alokpat korun..

    • @Anirban_das
      @Anirban_das  5 ปีที่แล้ว

      সময় পাচ্ছি না ঠিক করে..

  • @mrinalkantidas6785
    @mrinalkantidas6785 ปีที่แล้ว

    ভীষন ভালো লাগছে আপনার ক্লাস

  • @unnamed6428
    @unnamed6428 5 ปีที่แล้ว +6

    ভাই, আরো রেগুলার ভিডিও দিন। এই গতিতে চললে এই সিরিজ শেষ করতে এক যুগ লেগে যাবে
    😤

  • @tanoyhazra6631
    @tanoyhazra6631 ปีที่แล้ว

    খুব ভালো লাগলো

  • @nilotpolbedi650
    @nilotpolbedi650 5 ปีที่แล้ว +4

    চর্যাপদ এর নির্বাচিত কিছু পদ যেমন 1 নং, 5 নং 6 নং ,28 নং , এবং 33 নং পদ গুলি নিয়ে আলোচনা করলে উপকৃত হতাম ।

  • @razibulislam5846
    @razibulislam5846 5 ปีที่แล้ว +1

    ভাই অনেক ভালো লাগে পরের ভিডিও চাই?

  • @ashokkarjee4653
    @ashokkarjee4653 5 ปีที่แล้ว +1

    Dada jiboni sahitto r upor akta episode diben ..plz .

  • @chumkidas5721
    @chumkidas5721 5 ปีที่แล้ว

    Dada anek din pr dakha,,,,,, bisbrikkho..... Oponnas ta alochana korle khub vlo hai...

  • @biswaranjansengupta6625
    @biswaranjansengupta6625 4 ปีที่แล้ว

    Apanar video gulo aami regular dekhi, bhalo lage....tobe mangal kabyer karon ta onekta bam amoler sahitya itihasher byakkha r songe onekta mile jacche....ei niye amar mone hoi apnar nijosshyo research proyojon....bongo bhumi te Arya onuprobesh ba agomon er besh bohu sotabdi r pore mangal kabyer agomon..
    er songe Arya sonskriti theke loukik deb debi theke banchano noi, borongcho somosamayaik musolman akromonkarider dhormantokoron prokriya theke hindu somaj ke banchate mongolkabyer bhumika chilo. Obosyo ame onnanno karoner songeo ekmot.
    Lokkho korun British sashoner protipotti r songe songe mangal kabyer biday, etao ekta lokkhoniyo byapar...
    Sei somoy mongol kabya geeti natya rupe gram e gram e ekta promod mulok kintu dhormo rokkhakari madhyam hisebe byabohrito hoto...

    • @Anirban_das
      @Anirban_das  4 ปีที่แล้ว

      যথার্থ বলেছেন।

  • @ridhiya1993
    @ridhiya1993 5 ปีที่แล้ว +2

    Sir ghore baire(rabindranath er)upanas niye akta video korun....

  • @PrasantaNandini
    @PrasantaNandini 3 ปีที่แล้ว

    ধন্যবাদ দাদা

  • @joybanerjee8845
    @joybanerjee8845 3 ปีที่แล้ว

    I'm watching this on Jan 31st 2021

  • @laxmibiswas2081
    @laxmibiswas2081 2 ปีที่แล้ว

    অসাধারণ দাদা

  • @syedsiddiquemridul3417
    @syedsiddiquemridul3417 4 ปีที่แล้ว

    পরের পর্বের জন্য অপেক্ষা করছি

  • @abedasultanawac4591
    @abedasultanawac4591 5 ปีที่แล้ว +1

    Tnx vaia.... Vaia
    রাজতরঙ্গিনি nia vedio koren

  • @selimali614
    @selimali614 5 ปีที่แล้ว +3

    দাদা ভারতচন্দ্র রায়ের অন্নদামঙ্গল কাব্যের সারাংশ টির একটি video দিবেন।।

    • @Anirban_das
      @Anirban_das  5 ปีที่แล้ว

      একটু দেরি হবে। সবে তো মঙ্গলকাব্য চলছে

    • @selimali614
      @selimali614 5 ปีที่แล้ว

      @@Anirban_das Dada amr samne exam ache...tar jonno...

  • @bapan8951
    @bapan8951 5 ปีที่แล้ว +4

    স্যার ছন্দ শিখতে প্রচুর অসুবিধা হচ্ছে 1 মাস পর পরীক্ষা কি করবো কিছু বুঝতে পারছি না...

  • @nilimashit8345
    @nilimashit8345 ปีที่แล้ว

    অসাধারণ,,,,, খুব ভালো বুঝতে পারলাম।👌

    • @Anirban_das
      @Anirban_das  ปีที่แล้ว

      Thanks. Follow Onyopath TH-cam channel

  • @ramlalsarkar2922
    @ramlalsarkar2922 4 ปีที่แล้ว +2

    Sir NET er syllabus er kicho video din adhunik juger kabya uponnas etc

  • @akterhossain4160
    @akterhossain4160 5 ปีที่แล้ว +1

    দাদা মনসামঙ্গল অন্নদামঙ্গল আলাদা আলোচনা করলে ভালো হতো, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী এবং পরশ পাথর কবিতাগুলোর বিষয়বস্তু আলোচনা করবেন একটু??

  • @VladimirPutin-mz1dn
    @VladimirPutin-mz1dn ปีที่แล้ว

    ❤️❤️❤️

  • @meghayeasmin9938
    @meghayeasmin9938 4 ปีที่แล้ว +3

    দাদা ভারতচন্দ্রের 'অন্নদামঙ্গল' নিয়ে একটা ভিডিও করেন ........

  • @rajdeepmahanta497
    @rajdeepmahanta497 4 ปีที่แล้ว +3

    স্যার আমি 1st semester a পড়ছি,, সামনে তো পরীক্ষা, এখনো আমি নাথ সাহিত্য টা ঠিক মত বুঝে উঠতে পাচ্ছি নাকি,,, একটু যদি হেল্প করতেন

  • @brahmanandamakur1839
    @brahmanandamakur1839 4 ปีที่แล้ว

    PROTHOMOTO THANK YOU VERY MUCH. AMI SCHOOL TEACHER JODIO MECHANICAL ENGG ER STUDENT.BUT BANGLAR PROTI PREM AMAKE EI BOYOSEO TENE ENECHHE BANGLAI.AMI EKHON 'NSOU' THEKE HONOURS KORCHHI.R APNAR VIDEO GULOR OPOR VITTI KORE PORASONA KORCHHI....JOTO BOLBO TOTOI KOM HOBE APNAR KACHHE AMAR REEN SOMBONDHE...AMI DURGAPUR THEKE BRAHMANANDA......

  • @mritunjoygorai4034
    @mritunjoygorai4034 5 ปีที่แล้ว +1

    ভালো লাগলো।অনেকদিন পর ভিডিও দিলেন আবার।

    • @Anirban_das
      @Anirban_das  5 ปีที่แล้ว +1

      হ্যাঁ একটু বিরতি পড়লো।

  • @samratdutta.5759
    @samratdutta.5759 4 ปีที่แล้ว

    মঙ্গলকাব্য সম্পর্কে আরও কিছু অজানা তথ্য জানতে পারলাম। একটি সর্নিবন্ধ অনুরোধ- বাংলা সাহিত্যের বিবিধ শাখা যেমন- কাব্য, নাটক, উপন্যাস, ছোটোগল্প ইত্যাদি বিষয়ের সংজ্ঞা, লক্ষণ, প্রকারভেদ, তাদের বৈশিষ্ট্য প্রভৃতি ওই সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্পর্কে আলোচনা করলে অত্যন্ত উপকৃত হব এবং পরীক্ষার প্রস্তুতিতেও যথেষ্ট সাহায্য পাবো।

  • @anikkundu1161
    @anikkundu1161 5 ปีที่แล้ว +1

    দাদা , তুমি CU এর জন্যে ভিডিও বানাও । আমাদের স্টেট ইউনিভার্সিটির জন্যে একটু ভাবো । যদিও কিছু কিছু মিল পাই। তবুও একটু স্টেট এর দিক টা একটু দেখো। দাদা , নবান্ন , রাজা , কৃষ্ণ কুমারী , এই নাটক গুলো নিয়ে একটা ভিডিও বানাও প্লিজ ।

  • @asrafulislam6874
    @asrafulislam6874 4 ปีที่แล้ว

    Thank

  • @bablubaskey3600
    @bablubaskey3600 3 ปีที่แล้ว +2

    স্যার , মঙ্গল কাব্যের রচনার কারণ বা কেনো মঙ্গল কাব্য রচনা করা হয়েছিল এই সম্পর্কে একটু আলোচনা করলে ভালো হতো ।

  • @ankurmohanta4788
    @ankurmohanta4788 5 ปีที่แล้ว +3

    Sir Birangana ba jagori aktu alochana korle valo hoi

  • @ankurmohanta4788
    @ankurmohanta4788 4 ปีที่แล้ว +2

    স্যার নতুন ভিডিও কবে আসবে অপেক্ষায় আছি

  • @jhumaghosh1435
    @jhumaghosh1435 3 ปีที่แล้ว

    Dada porer part gulo ektu taratari din please 🙏🙏

  • @sonalijana2811
    @sonalijana2811 5 ปีที่แล้ว +3

    শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার আলোচনার জন্য অনুরোধ করেছি। কবে পাবো?

  • @shilpighosh6064
    @shilpighosh6064 4 ปีที่แล้ว +1

    As a important subscriber আপনার কাছে একটি অনুরোধ আছে,,তথ্য পরিবেশন করার পর যদি mocktest বা প্রশ্নোত্তরের ব্যবস্থা করেন তাহলে উপকৃত হব

  • @sushmitadas3529
    @sushmitadas3529 5 ปีที่แล้ว +1

    khubi valo laglo sir.

    • @Anirban_das
      @Anirban_das  5 ปีที่แล้ว

      ধন্যবাদ। সঙ্গে থেকো।

  • @samsulmondal7313
    @samsulmondal7313 3 ปีที่แล้ว

    Thank you sir

  • @susamasarder979
    @susamasarder979 5 ปีที่แล้ว +1

    Sir chandidas o bidyapotir parthokko ta dile khub hoto

  • @nobonilsharif959
    @nobonilsharif959 5 ปีที่แล้ว +1

    Osdharon

    • @Anirban_das
      @Anirban_das  5 ปีที่แล้ว

      ধন্যবাদ

  • @sudipsarkar7595
    @sudipsarkar7595 5 ปีที่แล้ว +2

    th-cam.com/video/iHD5C5U3fpA/w-d-xo.html
    মঙ্গল কাব্য বিষয়ে অসাধারণ আলোচনা, বোর্ড ওয়ার্ক সহ ...বিশেষ সহায়ক হবে মঙ্গল কাব্যকে জানতে

  • @asifmahmood9105
    @asifmahmood9105 4 ปีที่แล้ว

    osadharon .

    • @Anirban_das
      @Anirban_das  4 ปีที่แล้ว

      ধন্যবাদ

    • @asifmahmood9105
      @asifmahmood9105 4 ปีที่แล้ว

      @@Anirban_das dada ekta ques silo, bousnob ra ki goutom buddho k bishnur obotar mane? jodi boolten