অসাধারণ একজন অভিনেতা, একজন ভালো মানুষ এবং আমিও একটা কথা বলবো এই কথোপকথনে অকারণে বারে বারে ইংরাজীর বুলি না কপচে উনি বাংলা ভাষাটাকে যেভাবে সম্মান দিলেন বর্তমান সময়ে সেটাও একটা বড় ব্যাপার 🙏👌❤️
@@HappyCrocodileHiding-py9sfjetar Bangla nei kimba Bangla jana nei sheta tini ingreji te boltei paren. Tini beshirbhag ki bolar ceshta korechen sheta dekhun na.
অনেক অভিনয়শিল্পীর সাক্ষাৎকার বা ভিডিওতে দেখেছি, দর্শকদের বিরক্তি, অপছন্দের প্রকাশ। কিন্তু টোটা রায় চৌধুরীর ভিডিওতে সবসময় তাঁকে , তাঁর জীবনশৈলীকে ভালোবেসে অগাধ প্রশংসাসুচক কমেন্ট দেখি। এটা কিন্তু কম বড় কথা নয়। এ জিনিস উনি অর্জন করেছেন ওঁর অসাধারনত্ব দিয়ে। আমি নিজেও ওঁর খুব বড় গুণমুগ্ধ । মুষ্টিমেয় শিল্পী আছেন আমার পছন্দের সারিতে। টোটা স্যর তার মধ্যে অন্যতম। এ যুগের কেউ নেই তেমন সেই সারিতে। ওঁর অনেক সাফল্য কামনা করি। ওঁর মত সত্যিকারের যোগ্যতম ব্যক্তি যেন যোগ্য পুরষ্কার পান। জাতীয় পুরস্কার আসুক ওঁর ঝুলিতে...🙏🙏
Tota da ❤just love you,biggapon nei choti chata nei ,budhdhi jibi noy ,sada mata neriho nipat paser barir dada addyo panto modhyo bitto onek onek onek valo laga valo basar arombor beheen ek attmodripto socheton songrami chiro jubok ❤ love you tota da ,apni oo apnar poribar khub valo thakun,eswarer kache ei kamonai kori
খুব প্রিয় একজন অভিনেতা। উনি নিজের যোগ্যতার নিরিখে তেমন বেশি কাজ করার সুযোগ পাননি... ভালো থাকবেন প্রিয় অভিনেতা। আশা করি এখনো অনেক সময় আছে ভালো ভালো কাজ করার....
He is not only a handsome actor but also a multifaceted talented hero whose acting is always appreciated.We would love to see him more in Bengali films. ❤️🥰🌹🙏
মধ্যবিত্ত বাঙালিয়ানা ঘরের রবিবারের সকালের মতো অশেষ ব্যস্ততা কে বলি দিয়ে টোটা দার পুরো সাক্ষাৎকারটি শুনলাম, মানে বাধ্য হলাম শুনতে নিজের রুচির সুবাদে, টোটা দার আমি ভীষণ বড়ো একটি অনুগামী, আমি একজন এমন দর্শক যে কিনা উভয় বাণিজ্যিক এবং আর্ট ছবিকে সম্মানের সাথে দেখে । টোটা দা দুটোতেই ভীষণ ভাবে পারদর্শী, আজ সত্যজিৎ রায় বেঁচে থাকলে টোটাদাকে নিয়ে নিশ্চই ভালো মাপের বেশ কিছু কাজ করানো হতো। এটা যদিও বিশ্বাস করানো খুব কঠিন, ঠিক যেমন বাংলার দর্শক কোনোদিন ভাবতে পারতেন না, উত্তম বাবু "নায়ক" সিনেমা তে অভিনয় করবেন। যাইহোক, একটা সুপ্ত আশার কথা বলি, টোটা দাকে ভীষণ ভাবে psychological thriller ছবি তে দেখতে ইচ্ছে করে তার সাথে আরও আরো ফেলুদা, জানিনা কোনোদিন সে আশা মিটবে কিনা? টোটাদার প্রশংসা করার যোগ্যতা নেই, কিন্তু টোটা দা unique, এইটুকু তো বলতেই পারি। আর সর্বশেষ বলি, সন্দীপ রায়ের ফেলুদা হলেন কিনা বড়ো কথা নয়, উনি বাঙলির হৃদয়ের ফেলুদা হয়ে সবার মন জয় করেছেন, সেটি বড়ো কথা।
টোটা বাবু আপনি অনন্য। আপনাকে আমি ভীষণ শ্রদ্ধা করি, একজন খাঁটি মানুষই এই ধরনের কথা বলতে পারে ও এতো দৃঢ়তার সাথে অভিনয় করতে পারে। আমি মনে করি আপনি ভারতের একজন শ্রেষ্ঠ অভিনেতা। জয় হোক আপনার। 🌷💖🙏
টোটার আমাকে হয়ত মনে নেই। আমরা কিন্ত একসঙ্গে বেশ কিছুদিন কাটিয়েছিলাম। indo-Amarican Society, (Camak Street) এ তে একটা workshop হয়েছিল সেখানে এবং পরবর্তী সময় Sree Anjan Dutta র একটা workshop ও আমরা এক সঙ্গে ছিলাম। টোটা আমার থেকে বয়সে ছোট হলেও বন্ধু ছিলাম আমরা। কাজের শেষে একসঙ্গে ফেরা হতো মাঝেমধ্যেই। একটা কথা বলতেই হবে ও খুব নিস্টাবান মানুষ। খুব কর্তব্য পরায়ন। ভাল লাগল interview দেখে যেমন ছিল তেমনই মানসিকতা আছে। আরও অনেক স্মৃতি মনে পরে যাচ্ছে। ভাল থেকো টোটা। তোমার হয়ত মনে নেই তবুও আমার নামটা বলি... সোনাই 😊
অত্যন্ত শিক্ষিত পরিশীলিত মার্জিত একজন অভিনেতা। বাঙলার প্রতি তাঁর ভালোবাসা আবেগ শ্রদ্ধা ওঁর প্রতিটি ছত্রে শব্দে প্রস্ফুটিত। খুব ভালো থাকুন আপনি। অনেক ভালো ভালো কাজ উপহার দিন আপনার দর্শকদের।
টোটারায় চৌধুরী আমার একজন প্রিয় অভিনেতা।আজকের সাক্ষাৎকার দেখে মনে হল টোটা একজন খোবভালো মানুষও। অনেক শুভেচ্ছা।তোমার চলার পথ আর ও ভালো হোক।তোমার এই মানসিকতা আজকের যুগে কমই আছে।ভালো থেকো।সুনন্দা গোস্বামী।
কি বলবো, প্রতিটি বিষয়,যা নিয়ে উনি কথা বললেন এবং যেভাবে বললেন এক কথায় অনবদ্য। আমরা একজন সত্যনিষ্ঠ মানুষ বলতে যা বুঝি, কথায় ও কাজে তাঁদের যে মিল থাকে, সেটাই অন্যদের অনুপ্রেরণা। খুব ভালো থাকুন।আর বাংলাকে অন্তর থেকে ভালোবাসার কথা স্বীকার করে, এতো মিষ্টি ভাষাকে যে সম্মান জানালেন, একজন বাঙালি হয়ে, সত্যিই খুব আনন্দ পেলাম। বাছাই করা সুন্দর, আনন্দদায়ক বিভিন্ন ছবিতে ওনার সাবলীল অভিনয়,যা এতদিন ধরে দর্শকদের মন জয় করেছে, সেই ধারাবাহিকতাই যেন বজায় থাকে, এই অনুরোধ রইলো। অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।
খুব আনন্দ পেলাম একটা সুন্দর সাক্ষাতকার শুনে।বাংলা ভাষার উচ্চারণ কানকে আমার আরাম এনে দিলো টোটা ভাই।প্রতিটা কঘা ছিলো যুক্তি পূর্ণ। টোটাভাইকে ভালবাসা অবিরাম।
খুব প্রানবন্ত একটি আড্ডা উপভোগ করলাম। ওনার বেশ কিছু ছবি দেখেছি। খুব ভালো লাগে ওনার স্পষ্ট dialogue বলা। কিন্তু টেলিভিশন এ ওনার srimoyee দেখে আমি মুগ্ধ। এই আড্ডা তেই উনি বলেছেন যে Srimoyee র লেখা টা খুব ভালোবেসে লেখা। হয়তো তাই জন্যে এবং ওনার এবং ইন্দ্রানী হালদারের chemistry টা অসাধারন। অন্য যে কোনো চরিত্র তেই দেখি না কেন, চোখের সামনে Srimoyee চলে আসে। খুব ভালো থাকবেন, আরও অনেক অনেক দিন আপনাকে পেতে চাই।
পছন্দের অভিনেতা তো বটেই, তার সঙ্গে যোগ করতেই হয়, উনি আমার খুব পছন্দের একজন মানুষও! বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে সামান্য মেলামেশার সুযোগ থাকার জন্য, এটুকু নিশ্চিতভাবে বলতে পারি, হাতে গোনা যে কয়েকজন সত্যিকারের ভালো মানুষ এই ইন্ডাস্ট্রিতে আছেন, তার মধ্যে অন্যতম একজন হলেন টোটা রায়চৌধুরী! অনেক ভালোবাসা রইল ওনার জন্য... ♥️♥️♥️
আমার tota দা কে খুব ভাল লাগতো,এখনও ভালো লাগে, ভবিষ্যৎ এ ও আমার প্রিয় অ্যাক্টর আর প্রিয় মানুষ হয়ে থাকবে।এই আড্ডাটা বেশ ভালো লাগলো। সত্যি একটা educated এবং সৎ স্পষ্টবাদী মানুষের interview অনেকদিন পর দেখলাম।
@@banibratabanerjee8873stupid na but lovi ..noyto Rajneeti krto na.ovinoy tai mon diye krto..jehetu Rajniti te onk taka tai jhop bujhe kop mere dilo.den nijr production house khule dilo😂
He is really a gentleman... absolutely gentleman....his behaviour is very nice..... humble person....I know him but not so much...I meet him once.. that's why I came to know
খুব সুন্দর আড্ডা। মন ভরে উপভোগ করলাম। টোটা চৌধুরী আমার প্রিয় অভিনেতাদের মধ্যে একজন। যতদূর মনে হয় উনি একজন ভালো মনের মানুষ। আপনার অভিনয় আরও দেখতে চাই। খুব ভালো থাকবেন। 🙏
One of my favourite people...not only as an actor, but learnt in this interview today that he is a such a grounded albeit alluring human! My respect to Tota...
টোটা বাবুর মতো বাংলার প্রতি, বাংলা ভাষার প্রতি প্রেম আমি খুব কম অভিনেতার মধ্যে দেখেছি.. উনি আমাদের এক পরিচিতের আত্মীয় হন, মা বলছিলেন। একদিন টোটা বাবুর সাথে দেখা করার এবং অটোগ্রাফ নেওয়ার ইচ্ছা রইলো।
One of the best ফেলুদা after সব্যসাচী বাবু.. এখন অন্য কাউকে যদি কেউ ভাবে সেটা experiment ছাড়া অন্য কিছই নয়.. তবে.. "টোটা দা = ফেলুদা" অন্য কাউকে ভাবা যাচ্ছে না।
@@8319-x6z সেটা তোমার "point of view".. Changing in mannerisms as per the director's choice.. experiment তো definately হবে.. তবে hai.. update, upgrade as per the time প্রচন্ড ভাবে দরকার.. যেমন "colt" ছারো.. six shotter কিন্তু ভার থাকা উচিত আর ভারী bullets.. এই চেঞ্জ গুলো লাগবে.. বোক বাক্সের ছোটো ভাই ইন্টারনেটের সাথে এসে যাওয়াতে গল্পের চেঞ্জ এক্সাইটমেন্ট/থ্রিল গুলোকে ঠিক জায়গায় বসানো.. এগুলো লাগবেই must.. তবে hai cigarette 🚬 আর মদ 🥃 চাই ১৪+ dark Stories লাগবে.. সবার জন্য আলাদা বয়স্কদের আলাদা.. এই চেঞ্জ গুলো লাগবেই।
"পাঁচ হাজার বছরের সভ্যতা" এটা কোনো অভিনেতা বলবেন না. পড়াশোনা করা, শিক্ষিত, মার্জিত, অভূতপূর্ব বাংলা উচ্চারণ, শব্দচয়ন, বাংলা প্রেমী, নিজের শিকড়ের প্রতি মূল্যবোধ, পারিবারিক দায়বদ্ধতা... আরও এমন কিছু.. সাম্প্রতিক কোনো অভিনেতা এমন নেই। আপনার জন্য অনেক শুভেচ্ছা আর ভালোবাসা টোটা স্যর. সঞ্চালকও খুব ভালো।
We are passing through a very bad state in West Bengal now. Don't know whether at all this wound of West Bengal will heal in near future. This adda has given me little peace. Thanks to both of you.
আপনাকে আরও আরও চরিত্রে দেখতে চাই। অসাধরন সাবলীল আপনার অভিনয় ক্ষমতা। মানুষ হিসেবে খুবই down to earth person। মানুষ তোটা রয়চৌধুরি কে জেনে আজ খুব ভালো লাগলো। সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
খুব খোলাখুলিভাবে এবং গুছিয়ে সুন্দর এই আলাপচারিতা অনেক উজ্জীবিত করল। বাংলাকে ভালোবাসার প্রমাণ মিলল বাংলা ভাষার এমন সপ্রতিভ প্রয়োগে। ধন্যবাদ। শিগগির আবার উল্লেখযোগ্য কোনো ভূমিকায় দেখতে চাই। ভালো থাকবেন। নমস্কার। 🎉🎉🎉🎉🎉
Tota is a good actor we want him to see in some Hindi film more apart from Bengali to learn Or teach Hindi film herores abour talent of T O T A Chowdhury
অত্যন্ত ভাল লাগল এই সাক্ষাৎকার।বহুদিন পরে একটি অনুষ্ঠান শুনলাম যেখানে "বাংলায়" কথা বলা হল। কলকাতায় গিয়ে আমার নিজের মনে হয় বাংলা অপাঙক্তেয়ের ভাষা হয়ে গেছে। মাসী পিসী মামী কাকিমা জেঠিমা বলে ডাকা উঠে গেছে। মা-বাবারা গর্ব করে বলেন তাদের ছেলেমেয়েরা বাংলা লিখতে পারেনা। বাংলা বলে অবাঙালীর ঢঙে। আমার পরিচিতরা অনেকে বাংলা লিখতে বিরক্তি প্রকাশ করেন নাকি অসুবিধা হয়। আমি নিজে তিন দশকের ওপর জার্মানীতে রয়েছি কিন্তু আমার মাতৃভাষা বলতে পড়তে লিখতে কোন অসুবিধা হয়না। ধন্যবাদ টোটা রায়চৌধুরী আপনার বক্তব্য আপনি সুন্দর ভাবে বলেছেন কোন অহংকারের প্রকাশ ছাড়া বিশেষ করে অন্যদের দোষের দিকে অঙ্গুলিনির্দেষ না করে বরং বিনীতভাবে তাদের গুণগুলির প্রশংসা করে। একজন প্রকৃত শিল্পী সারাজীবন শিখতে চায় সেটা যার কাছ থেকেই হোক। আপনার এই অসমান্য গুণটি রয়েছে। আপনার দীর্ঘ এবং সুস্থজীবন এবং সাফল্য কামনা করি। আশকরি আপনি বিভিন্ন মনোগ্রাহী চরিত্রে অভিনয় করে অভিনয় জগতকে সমৃদ্ধ করবেন আর দর্শকদের মুগ্ধ করবেন।
প্রথমেই বলি অসাধারণ একটা ইন্টারভিউ। অনেক আর্টিস্ট আজকাল নিজেদের জাহির করার জন্য আধা ইংরেজী আর আধা বাংলায় কথা বলে কথোপকথন টাকে ঘেঁটে ঘ করে দেন, শুনতে ইচ্ছা করে না, কিন্ত এই ইন্টারভিউ তে সেটা হয় নি এবং শেষ হওয়ার পর মনে হচ্ছে আর একটু হলে ভালো হত। টোটাদা কে মানুষ হিসেবে আমি খুব বড়ো মনে করি। চোখের বালি এবং ফেলুদা আমার দেখা ওনার সেরা কাজ। তবে রোহিত সেন কে আমি বড্ড বেশি ভালবাসি। শুধু মনে হয় আমার যদি একজন রোহিত সেন থাকত❤️❤️ আর একটি ব্যপারে আমার জানার ইচ্ছা, উনি এই বয়সে এত সুন্দর কি করে আছেন🥰 আমি তো পুরো ❤️❤️❤️❤️ পরিশেষে বলি আপনার অনেক ভালো ভালো কাজ দেখতে চাই আর আপনি এই রকম হাসিখুশি থাকুন।
Thanks alot for this beautiful interview of this versatile and one of most talented actors of Bengali Movie Industry. He is not in any lobby. He somehow has not joined any political party actively so far I know. An also he is really a lovely human being as well. amar ekdam moner kotha gulo uni bole gellen.
Khub valo laglo.Sreemoyee te Rohit Sen er character e ta ke dekhe mon vhore giyechilo r aj ei interview ta te tar sabolil...sochho...marjiti o jothajoto kotha sune aaro valo laglo...👍👍👍👍👍
It feels great to know that the role from SUVO MUHARAT was first offered to me before Rituporno offered it to Tota...and there was soooooo much story behind the closed doors that the world will never care to learn about.
টোটা দা, আপনার পুরো সাক্ষাৎকারটা খুব ভালো লাগলো ❤❤❤ মন কেড়ে নিলো আপনার বাংলার প্রতি ভালোবাসা❤❤🥰🥰🥰 সত্যিই, কি যে ভালো লাগছিল ❤️❤️🤗🤗🤗 আপনি আবারও একটা ভালো দারুণ কোনো মেনস্ট্রিম কমার্শিয়াল সিনেমায় অভিনয় করুন । পাগলু ২ এর পর আর সেরকম কোনো মেনস্ট্রিম কমার্শিয়াল সিনেমায় আপনাকে দেখতে পেলাম না । আমি আপনাকে আবার এই ধরনের সিনেমায় দেখতে চাই 👍👍😊😊 ভালো থাকবেন দাদা 🙏🙏❤️❤️
টোটা চৌধুরীর সাথে আড্ডা খুব খুব ভালো লাগলো। আমি চাই আপনি আরো অনেক অনেক কাজ করুন। আপনাকে দেখতে আপনার দর্শক কখনোই বোর হবে না। আপনার অভিনয় ভীষণ পছন্দ আমার। আমি আপনার একজন খুব বড় fan তো সেই দৃষ্টিকোণ থেকে বলছি আপনাকে দেখার জন্য আপনার অভিনয় দেখার জন্য আমাদের মতো fan রা হাপিত্যেশ করে বসে থাকে। তবে হ্যাঁ কমার্শিয়াল ছবি, দেব এরা সব big no no। যতই আপনি প্রশংসা করুন। দেবের ছবি ধৈর্য্য ধরে বসে দেখা যায় না। ভালোবাসা নেবেন, ভালো থাকবেন। ❤ কমেন্টটা পড়লে একটা reply দেবেন please, যাতে বুঝি যে আপনি commetns সত্যি পড়েন।
Siti cinema channel কে অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানটির জন্য। Tota দা অনেক অনেক উচু দরের মানুষ। আমার রেসপেক্ট উনার প্রতি যত দিন যাচ্ছে, তত বেড়ে যাচ্ছে। অসাধারণ মনের মানুষ। অনেক অনেক ভালোবাসা র শুভেচ্ছা রইলো উনার জন্য এবং অবশ্যই এই চ্যানেল এর জন্য।
আমার খুব প্রিয় অভিনেতা। যদিও আমি একজন বয়স্ক ব্যক্তি কিন্তু সিনেমা খুব একটা দেখি না। তবুও শ্রীময়ী দৌলতে। " টোটা রায়চৌধুরী "আমার খুব একজন প্রিয় অভিনেতা । আলোচনা শেষে উনি বিশ্বাস নিয়ে যে কথাগুলো বললেন সেই ব্যাপারে আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি কথাগুলি 100% সত্যি। সাক্ষাৎকারটি খুব ভালো লাগলো সঙ্গে টোটা রায়চৌধুরী।
অসম্ভব সুন্দর সময় কাটালাম এই আড্ডার শরিক হয়ে। টোটা রায়চৌধুরী আমার অত্যন্ত প্রিয় একজন অভিনেতা। বহুদিন পর কারোকে এত সুন্দর বাংলায় কথা বলতে দেখলাম। অনেক শুভেচ্ছা রইলো ওঁর জন্য
সত্যিই একজন অসাধারণ মানুষ। সাবলীল কথাবার্তা। চোখের বালি শ্রেষ্ঠ অভিনয়। ফেলুদা হিসাবে বেশ ভালো । এমন একজন মানুষ যার সাথে অনেকক্ষণ ধরে আড্ডা মারা যায় মন খুলে।যেনো কলেজে র এক প্রিয় বন্ধু। যাকে সব বলা যায় ❤।
আমার খুব পছন্দের একজন মানুষ এবং অবশ্যই একজন প্রিয় অভিনেতা। আর একটা জিনিস যেটা খুব ভালো লাগলো এই সাক্ষাৎকারে যে পুরো সাক্ষাৎকারটা আমাদের প্রিয় অভিনেতা এবং সাংবাদিক মশাই দুজনেই এত সুন্দর শুদ্ধ বাংলায় পুরো সাক্ষাৎকারটা দিলেন যেটা সত্যি এখনকার দিনের শোনা যায় না 🙏♥️
Rohit Sen ke amra konodin bhulbo na.... Jemon obhinoy temon dialogue... Khub bhalo lagloo interview ta.... Ekta kotha jante echa korche dada apni ki M P Jewellers er barir chele ekbar sunechilam... seta ki sotti
What a wasted opportunity, such a sharp, intelligent, intellectual individual with such interesting thoughts and experiences to share - interviewer has failed miserably. Interviewer cuts the guest off, mid sentence/thought - so incredibly rude.
টোটাকে বাংলায় কথা বলতে দেখে মানুষের এত আনন্দ দেখে যুগপৎ ভালো ও খারাপ লাগছে। বাঙালি বাংলায় কথা বলবে এতে আশ্চর্য না হওয়াই স্বাভাবিক, অথচ আজ এমন পরিস্থিতি, এতেই লোক অবাক হয়ে যাচ্ছে। কী অবস্থা...
উনি আমার অত্যন্ত প্রিয় একজন শিল্পী !! অসাধারণ অভিনেতা এবং সেইসঙ্গে একজন, সৎ, নির্লোভ, নির্ভীক, নিজের মেরুদন্ড সোজা রেখে জীবনের পথে এগিয়ে চলা ভালো মনের একজন মানুষ! ওনার প্রতি আমার শ্রদ্ধা ও শুভ কামনা রইলো! উনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এইরকমই স্বচ্ছ মানসিকতার মানুষ হয়েই থাকুন সারাজীবন!!
এত ভালো একটা ইন্টারভিউ আমি খুব কম দেখেছি/শুনেছি।টোটা রায়চৌধুরী আমার খুব প্রিয় একজন অভিনেতা।শুধু অভিনেতা নন একজন স্বচ্ছ মনের স্পষ্ট বক্তাও তিনি।অনেক কথা বলতে ইচ্ছে করছে।শুধু বলি,ওনার আফশোষ গুলির মতো আমার একটি আফশোষ হল,ওনাকে আর ও দুর্দান্ত কিছু চরিত্রে না দেখতে পাওয়া।ওনার পুরো প্রতিভাকে কাজে লাগানোর অনেক সুযোগ কিন্তু ছিল।
Khub sunder bishesh korey apnar kotha barta khub bhalo lagey bujhiye kotha sabay bolte parena kintu Apnake dekhe seta puropuri bojha jai je apni khub sposhto bokta ebong apnar ei attitude tay apnake special baniyeche i really enjoyed this episode with my favourite decent actor Mr. TOTA ROYCHOUDHURY. opekhhyai roilam abar apnake dekhar ebong ami feluda goyendagiri cinema ta dekhechii bhison bhalo legeche r ou onek bhalo chobi dekhte chay❤❤❤❤❤❤❤❤❤ lot's of Love
সত্যি এক জন ভদ্র মানুষ, আমি এক সময় ফুলের decoration এর কাজ করতাম Spring club a আর সেই সুভাদে Tota sir er der family function er কাজ ও করতাম. এমনকি ওনার চিত্র Villain er success party o decor korechilam....But jeta bolar chilo seta holo amar joto tuku mone porche Onar meyer birthday or kono 1ta function er decoration er payment aante aami onader barite gechilam r aami jehetu Beleghata er chele so kono problem hoyni...Aami esechi sune aamake kintu niche naa bosiye tikh onader floor e dakhlo Madam ( maane onar wife ) aamake 1 cup tea dilo r boste bollo tota sir aashlen kajer proshongsha korlen and j payment deaoar chilo seta dilen and aami onader barite onek baar gechi konodin niche bosan ni drawing room a deke ktha bolechen...r eta aaro bolar karon holo Tota sir chara aami r o onek jaigai or celebrity der office a o gechi but eto ta respect keu kono din deyni...ei incident ta aaj o aami barite boli.....Hats of u Sir
অসাধারণ একজন অভিনেতা, একজন ভালো মানুষ এবং আমিও একটা কথা বলবো এই কথোপকথনে অকারণে বারে বারে ইংরাজীর বুলি না কপচে উনি বাংলা ভাষাটাকে যেভাবে সম্মান দিলেন বর্তমান সময়ে সেটাও একটা বড় ব্যাপার 🙏👌❤️
Cut money টা কি বাংলা ভাষা....
Cut money টা এখন কিন্তু বাংলা ভাষা হয়ে গেছে...যেমন টাইম...😂
@@HappyCrocodileHiding-py9sfjetar Bangla nei kimba Bangla jana nei sheta tini ingreji te boltei paren. Tini beshirbhag ki bolar ceshta korechen sheta dekhun na.
Thik tai
অনেক অভিনয়শিল্পীর সাক্ষাৎকার বা ভিডিওতে দেখেছি, দর্শকদের বিরক্তি, অপছন্দের প্রকাশ।
কিন্তু টোটা রায় চৌধুরীর ভিডিওতে সবসময় তাঁকে , তাঁর জীবনশৈলীকে ভালোবেসে অগাধ প্রশংসাসুচক কমেন্ট দেখি। এটা কিন্তু কম বড় কথা নয়। এ জিনিস উনি অর্জন করেছেন ওঁর অসাধারনত্ব দিয়ে। আমি নিজেও ওঁর খুব বড় গুণমুগ্ধ । মুষ্টিমেয় শিল্পী আছেন আমার পছন্দের সারিতে। টোটা স্যর তার মধ্যে অন্যতম। এ যুগের কেউ নেই তেমন সেই সারিতে।
ওঁর অনেক সাফল্য কামনা করি। ওঁর মত সত্যিকারের যোগ্যতম ব্যক্তি যেন যোগ্য পুরষ্কার পান। জাতীয় পুরস্কার আসুক ওঁর ঝুলিতে...🙏🙏
একজন নিপাট ভদ্র লোক। ভালো অভিনেতা অনেক আছে। ভালো মানুষ কজন আছে? ওনার মাটিতে পা থাকে, এটা বিরাট বড় ব্যাপার। সুস্থ থাকুন, ভালো থাকুন।
Akdom!!!
Karatee man...deciplined hben eta to natural
Ekdom i tai.
Tota da ❤just love you,biggapon nei choti chata nei ,budhdhi jibi noy ,sada mata neriho nipat paser barir dada addyo panto modhyo bitto onek onek onek valo laga valo basar arombor beheen ek attmodripto socheton songrami chiro jubok ❤ love you tota da ,apni oo apnar poribar khub valo thakun,eswarer kache ei kamonai kori
Amr besh dujoner kothopokothon e Khub valo laglo … 👍🏻
স্পষ্ট বক্তা, সুশীল ভাষা আর ঝকঝকে উচ্চারণ। একজন 'ভদ্রলোক'-এর প্রকৃত নমুনা। 🙏
আশা করি ভবিষ্যতেও আরো ভালো চরিত্রে আমরা টোটা রায় চৌধুরীকে দেখতে পাবো...বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যেন ওনাকে হারিয়ে না ফেলে!
He is a good actor but above all he is a great Nationalist and a true admirer of our rich Heritage and culture. A perfect “Red Pill” gentleman.❤🙏🏻
খুব সুন্দর একটা আড্ডা এবং আর একটা কথা না বললেই নয় সেটা হলো অনেকদিন পর একটা আড্ডা দেখলাম যেখানে বেশিরভাগ কথাবার্তা বাংলাতে হলো। আর টোটা রায়চৌধুরী ❤️
খুব প্রিয় একজন অভিনেতা। উনি নিজের যোগ্যতার নিরিখে তেমন বেশি কাজ করার সুযোগ পাননি... ভালো থাকবেন প্রিয় অভিনেতা। আশা করি এখনো অনেক সময় আছে ভালো ভালো কাজ করার....
He is not only a handsome actor but also a multifaceted talented hero whose acting is always appreciated.We would love to see him more in Bengali films. ❤️🥰🌹🙏
মধ্যবিত্ত বাঙালিয়ানা ঘরের রবিবারের সকালের মতো অশেষ ব্যস্ততা কে বলি দিয়ে টোটা দার পুরো সাক্ষাৎকারটি শুনলাম, মানে বাধ্য হলাম শুনতে নিজের রুচির সুবাদে, টোটা দার আমি ভীষণ বড়ো একটি অনুগামী, আমি একজন এমন দর্শক যে কিনা উভয় বাণিজ্যিক এবং আর্ট ছবিকে সম্মানের সাথে দেখে । টোটা দা দুটোতেই ভীষণ ভাবে পারদর্শী, আজ সত্যজিৎ রায় বেঁচে থাকলে টোটাদাকে নিয়ে নিশ্চই ভালো মাপের বেশ কিছু কাজ করানো হতো। এটা যদিও বিশ্বাস করানো খুব কঠিন, ঠিক যেমন বাংলার দর্শক কোনোদিন ভাবতে পারতেন না, উত্তম বাবু "নায়ক" সিনেমা তে অভিনয় করবেন। যাইহোক, একটা সুপ্ত আশার কথা বলি, টোটা দাকে ভীষণ ভাবে psychological thriller ছবি তে দেখতে ইচ্ছে করে তার সাথে আরও আরো ফেলুদা, জানিনা কোনোদিন সে আশা মিটবে কিনা? টোটাদার প্রশংসা করার যোগ্যতা নেই, কিন্তু টোটা দা unique, এইটুকু তো বলতেই পারি। আর সর্বশেষ বলি, সন্দীপ রায়ের ফেলুদা হলেন কিনা বড়ো কথা নয়, উনি বাঙলির হৃদয়ের ফেলুদা হয়ে সবার মন জয় করেছেন, সেটি বড়ো কথা।
টোটা বাবু আপনি অনন্য। আপনাকে আমি ভীষণ শ্রদ্ধা করি, একজন খাঁটি মানুষই এই ধরনের কথা বলতে পারে ও এতো দৃঢ়তার সাথে অভিনয় করতে পারে। আমি মনে করি আপনি ভারতের একজন শ্রেষ্ঠ অভিনেতা। জয় হোক আপনার। 🌷💖🙏
টোটার আমাকে হয়ত মনে নেই। আমরা কিন্ত একসঙ্গে বেশ কিছুদিন কাটিয়েছিলাম। indo-Amarican Society, (Camak Street) এ তে একটা workshop হয়েছিল সেখানে এবং পরবর্তী সময় Sree Anjan Dutta র একটা workshop ও আমরা এক সঙ্গে ছিলাম। টোটা আমার থেকে বয়সে ছোট হলেও বন্ধু ছিলাম আমরা। কাজের শেষে একসঙ্গে ফেরা হতো মাঝেমধ্যেই।
একটা কথা বলতেই হবে ও খুব নিস্টাবান মানুষ। খুব কর্তব্য পরায়ন। ভাল লাগল interview দেখে যেমন ছিল তেমনই মানসিকতা আছে। আরও অনেক স্মৃতি মনে পরে যাচ্ছে।
ভাল থেকো টোটা।
তোমার হয়ত মনে নেই তবুও আমার নামটা বলি... সোনাই 😊
অত্যন্ত শিক্ষিত পরিশীলিত মার্জিত একজন অভিনেতা। বাঙলার প্রতি তাঁর ভালোবাসা আবেগ শ্রদ্ধা ওঁর প্রতিটি ছত্রে শব্দে প্রস্ফুটিত।
খুব ভালো থাকুন আপনি। অনেক ভালো ভালো কাজ উপহার দিন আপনার দর্শকদের।
টোটারায় চৌধুরী আমার একজন প্রিয় অভিনেতা।আজকের সাক্ষাৎকার দেখে মনে হল টোটা একজন খোবভালো মানুষও। অনেক শুভেচ্ছা।তোমার চলার পথ আর ও ভালো হোক।তোমার এই মানসিকতা আজকের যুগে কমই আছে।ভালো থেকো।সুনন্দা গোস্বামী।
কি বলবো, প্রতিটি বিষয়,যা নিয়ে উনি কথা বললেন এবং যেভাবে বললেন এক কথায় অনবদ্য। আমরা একজন সত্যনিষ্ঠ মানুষ বলতে যা বুঝি, কথায় ও কাজে তাঁদের যে মিল থাকে, সেটাই অন্যদের অনুপ্রেরণা। খুব ভালো থাকুন।আর বাংলাকে অন্তর থেকে ভালোবাসার কথা স্বীকার করে, এতো মিষ্টি ভাষাকে যে সম্মান জানালেন, একজন বাঙালি হয়ে, সত্যিই খুব আনন্দ পেলাম। বাছাই করা সুন্দর, আনন্দদায়ক বিভিন্ন ছবিতে ওনার সাবলীল অভিনয়,যা এতদিন ধরে দর্শকদের মন জয় করেছে, সেই ধারাবাহিকতাই যেন বজায় থাকে, এই অনুরোধ রইলো। অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।
খুব আনন্দ পেলাম একটা সুন্দর সাক্ষাতকার শুনে।বাংলা ভাষার উচ্চারণ কানকে আমার আরাম এনে দিলো টোটা ভাই।প্রতিটা কঘা ছিলো যুক্তি পূর্ণ। টোটাভাইকে ভালবাসা অবিরাম।
এই মনোগ্রাহী আড্ডায় এক নিখাদ বাঙালি, সৌম্যদর্শন ব্যক্তিত্বের অসামান্য আভিজাত্য, সুস্পষ্ট, স্বচ্ছ মনোভাব মুগ্ধ করল। শুভেচ্ছা নিরন্তর🙏
এমন মেরুদণ্ডী বাঙালির আজ খুব অভাব, আপনি দীর্ঘজীবী হোন। এগিয়ে চলুন ।🎉
Khub sundor interview....Tota Roychoudhury is one of the multitalented actors of India...onar moddhe kono show off nei which makes him a perfect gem
অসাধারণ লাগল।তৃণাঞ্জনকে ধন্যবাদ টোটা রায়চৌধুরির সাক্ষাত্কার নেওয়ার জন্য।টোটা কে অভিনন্দন উনি নিজেকে কত সুন্দর করে পরিবর্তন করেছেন।খুব ভালো কাজ করুন ভবিষ্যতে
খুব প্রানবন্ত একটি আড্ডা উপভোগ করলাম। ওনার বেশ কিছু ছবি দেখেছি। খুব ভালো লাগে ওনার স্পষ্ট dialogue বলা।
কিন্তু টেলিভিশন এ ওনার srimoyee দেখে আমি মুগ্ধ।
এই আড্ডা তেই উনি বলেছেন যে Srimoyee র লেখা টা খুব ভালোবেসে লেখা।
হয়তো তাই জন্যে এবং ওনার এবং ইন্দ্রানী হালদারের chemistry টা অসাধারন। অন্য যে কোনো চরিত্র তেই দেখি না কেন, চোখের সামনে Srimoyee চলে আসে।
খুব ভালো থাকবেন, আরও অনেক অনেক দিন আপনাকে পেতে চাই।
পছন্দের অভিনেতা তো বটেই, তার সঙ্গে যোগ করতেই হয়, উনি আমার খুব পছন্দের একজন মানুষও! বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে সামান্য মেলামেশার সুযোগ থাকার জন্য, এটুকু নিশ্চিতভাবে বলতে পারি, হাতে গোনা যে কয়েকজন সত্যিকারের ভালো মানুষ এই ইন্ডাস্ট্রিতে আছেন, তার মধ্যে অন্যতম একজন হলেন টোটা রায়চৌধুরী! অনেক ভালোবাসা রইল ওনার জন্য... ♥️♥️♥️
নির্ভেজাল একটা আড্ডা দেখলাম ❤ আরও একটু বেশিক্ষণ হলে খুশি হতাম 😊 টোটা দা আরও ভালো - ভালো কাজ করুক, এটাই চাইবো 😊😊
বাংলাভাষা কে ভালোবাসা টোটাকে, বাংলাদেশ থেকে অনেক অনেক ভালোবাসা পাঠালাম 💖💖💖💖💖💖!
আমার tota দা কে খুব ভাল লাগতো,এখনও ভালো লাগে, ভবিষ্যৎ এ ও আমার প্রিয় অ্যাক্টর আর প্রিয় মানুষ হয়ে থাকবে।এই আড্ডাটা বেশ ভালো লাগলো। সত্যি একটা educated এবং সৎ স্পষ্টবাদী মানুষের interview অনেকদিন পর দেখলাম।
যেমন sharp ,বুদ্ধিদীপ্ত চেহারা, তেমনি smart with lovely diction . Love Tota. He's special, not a run-of- the- mill like stupid Dev and the like. 😁
Dev is not stupid dada
@@banibratabanerjee8873stupid na but lovi ..noyto Rajneeti krto na.ovinoy tai mon diye krto..jehetu Rajniti te onk taka tai jhop bujhe kop mere dilo.den nijr production house khule dilo😂
@@Iampritibarmanlobh toh sobar ache Amar apnar sobar....natural eta.
@@banibratabanerjee8873bullshit jeet & dev r not even 1% close to Great Tota Roychowdhury
After Sabyasachi Chakraborty , I think Tota Roy Choudhury will be perfect for next feluda. He should have get a role "feuda" character.
He is really a gentleman... absolutely gentleman....his behaviour is very nice..... humble person....I know him but not so much...I meet him once.. that's why I came to know
He is one of my favorite actor in WB industry very smart well spoken n his acting speaks for him he should work i bollywood as well he is awesome ❤❤
He has acted in few OTT series and movie in Bollywood.
টোটা আপনার তো আমি ভক্ত কিন্তু বাংলাকে ভালোবাসার কথা বললেন তাই আপনাকে আমি আমার হৃদয়ে স্থান দিলাম। ❤❤❤
খুব সুন্দর আড্ডা। মন ভরে উপভোগ করলাম। টোটা চৌধুরী আমার প্রিয় অভিনেতাদের মধ্যে একজন। যতদূর মনে হয় উনি একজন ভালো মনের মানুষ। আপনার অভিনয় আরও দেখতে চাই। খুব ভালো থাকবেন। 🙏
One of my favourite people...not only as an actor, but learnt in this interview today that he is a such a grounded albeit alluring human! My respect to Tota...
টোটা বাবুর মতো বাংলার প্রতি, বাংলা ভাষার প্রতি প্রেম আমি খুব কম অভিনেতার মধ্যে দেখেছি.. উনি আমাদের এক পরিচিতের আত্মীয় হন, মা বলছিলেন। একদিন টোটা বাবুর সাথে দেখা করার এবং অটোগ্রাফ নেওয়ার ইচ্ছা রইলো।
One of the best ফেলুদা after সব্যসাচী বাবু.. এখন অন্য কাউকে যদি কেউ ভাবে সেটা experiment ছাড়া অন্য কিছই নয়.. তবে..
"টোটা দা = ফেলুদা" অন্য কাউকে ভাবা যাচ্ছে না।
😊😊😊
Yes, absolutely but I think when he acts as Feluda he should take a bit more time and delay his timing while delivering the dialogues
@@8319-x6z সেটা তোমার "point of view"..
Changing in mannerisms as per the director's choice.. experiment তো definately হবে..
তবে hai.. update, upgrade as per the time প্রচন্ড ভাবে দরকার..
যেমন "colt" ছারো..
six shotter কিন্তু ভার থাকা উচিত আর ভারী bullets.. এই চেঞ্জ গুলো লাগবে.. বোক বাক্সের ছোটো ভাই ইন্টারনেটের সাথে এসে যাওয়াতে গল্পের চেঞ্জ এক্সাইটমেন্ট/থ্রিল গুলোকে ঠিক জায়গায় বসানো.. এগুলো লাগবেই must..
তবে hai cigarette 🚬 আর মদ 🥃 চাই
১৪+ dark Stories লাগবে..
সবার জন্য আলাদা বয়স্কদের আলাদা..
এই চেঞ্জ গুলো লাগবেই।
ভারতবর্ষ কে নিয়ে যে কথাটা বললেন টোটা সেটা দেখে ছাতি ফুলে ৫৬ ইঞ্চি হয়ে গেল !!! উফফ !! সেরা সেরা...জয় হিন্দ ❤❤❤
"পাঁচ হাজার বছরের সভ্যতা"
এটা কোনো অভিনেতা বলবেন না. পড়াশোনা করা, শিক্ষিত, মার্জিত, অভূতপূর্ব বাংলা উচ্চারণ, শব্দচয়ন, বাংলা প্রেমী, নিজের শিকড়ের প্রতি মূল্যবোধ, পারিবারিক দায়বদ্ধতা... আরও এমন কিছু.. সাম্প্রতিক কোনো অভিনেতা এমন নেই।
আপনার জন্য অনেক শুভেচ্ছা আর ভালোবাসা টোটা স্যর.
সঞ্চালকও খুব ভালো।
বাংলা সিনেমা জগতে টোটা রায়চৌধুরীর মত অভিনেতা এখন নেই। অহল্যা,চোখের বালি তার প্রমাণ।আর উনি সিনেমা জগতে খুব ভদ্র ভালো মানুষ।আপনি ভালো থাকবেন।
টোটার ইন্টারভিউ অপূর্ব লেগেছে।।
যে কথাটা টোটাদা বললেন যে সাধারন মানুষের কাছে পৌঁছে দিতে হলে তাদের মতো করে বলতে হবে, একদম ঠিক 👌👌👌👏👏👏❤❤❤
"সব্যসাচী চক্রবর্তীর" পর, ফেলুদা চরিত্রে "টোটা রায়চৌধুরী" কে আমার দারুন লেগেছে.......👍👍👍
Amar o khub bhalo legeche
Recent indranil sengupto keo bhalo laglo
ভাবনা গুলোয় মিল পেয়েছি। অনেক শ্রদ্ধা ❤
We are passing through a very bad state in West Bengal now. Don't know whether at all this wound of West Bengal will heal in near future. This adda has given me little peace. Thanks to both of you.
So true... Ami shomo byathi
Tota is my favorite actor. Intelectual, smart. I saw Chokher bali, Shubho maharath, Sreemoyi, Feluda etc
আমার ভীষণ প্রিয় এক জন মানুষ ইনি, এরকম মানুষের ভীষণ প্রয়োজন আমাদের সমাজের ❤❤❤❤🙏🙏
Last advice ta akdom amaro chhotto jiboner oviggota kotha....khub sotti kotha ❤
আপনাদের আড্ডাটা খুব ভাল লাগলো ,আপনি সবসময়ই আমার একজন প্রিয় অভিনেতা, সবধরনের চরিত্রে ই আপনার অভিনয় দক্ষতা প্রসংশার দাবী রাখে
Excellent interview. An absolute down to earth human being. Salute.
অনেকদিন পর আপনাকে দেখে ভীষণ ভালো লাগছে ❤❤ অনেক ভালো থাকবেন দাদা।🙏🙏
Tota apnar George Busch reply ta asadharon. Rituparno Ghosh amar bhison priyo ekjon. Tar chole jawar akhep ami bhulte pari na.
আপনাকে আরও আরও চরিত্রে দেখতে চাই। অসাধরন সাবলীল আপনার অভিনয় ক্ষমতা। মানুষ হিসেবে খুবই down to earth person।
মানুষ তোটা রয়চৌধুরি কে জেনে আজ খুব ভালো লাগলো। সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
খুব খোলাখুলিভাবে এবং গুছিয়ে সুন্দর এই আলাপচারিতা অনেক উজ্জীবিত করল। বাংলাকে ভালোবাসার প্রমাণ মিলল বাংলা ভাষার এমন সপ্রতিভ প্রয়োগে। ধন্যবাদ। শিগগির আবার উল্লেখযোগ্য কোনো ভূমিকায় দেখতে চাই। ভালো থাকবেন। নমস্কার। 🎉🎉🎉🎉🎉
Tota is a good actor we want him to see in some Hindi film more apart from Bengali to learn Or teach Hindi film herores abour talent of T O T A Chowdhury
আমার প্রিয় এক অভিনেতা..অসাধারণ মানুষ ..খুব ভালো থাকবেন sir..🙏
টোটা রায়চৌধুরী মানুষটাই আলাদা❤
অত্যন্ত ভাল লাগল এই সাক্ষাৎকার।বহুদিন পরে একটি অনুষ্ঠান শুনলাম যেখানে "বাংলায়" কথা বলা হল। কলকাতায় গিয়ে আমার নিজের মনে হয় বাংলা অপাঙক্তেয়ের ভাষা হয়ে গেছে। মাসী পিসী মামী কাকিমা জেঠিমা বলে ডাকা উঠে গেছে। মা-বাবারা গর্ব করে বলেন তাদের ছেলেমেয়েরা বাংলা লিখতে পারেনা। বাংলা বলে অবাঙালীর ঢঙে। আমার পরিচিতরা অনেকে বাংলা লিখতে বিরক্তি প্রকাশ করেন নাকি অসুবিধা হয়। আমি নিজে তিন দশকের ওপর জার্মানীতে রয়েছি কিন্তু আমার মাতৃভাষা বলতে পড়তে লিখতে কোন অসুবিধা হয়না। ধন্যবাদ টোটা রায়চৌধুরী আপনার বক্তব্য আপনি সুন্দর ভাবে বলেছেন কোন অহংকারের প্রকাশ ছাড়া বিশেষ করে অন্যদের দোষের দিকে অঙ্গুলিনির্দেষ না করে বরং বিনীতভাবে তাদের গুণগুলির প্রশংসা করে। একজন প্রকৃত শিল্পী সারাজীবন শিখতে চায় সেটা যার কাছ থেকেই হোক। আপনার এই অসমান্য গুণটি রয়েছে। আপনার দীর্ঘ এবং সুস্থজীবন এবং সাফল্য কামনা করি। আশকরি আপনি বিভিন্ন মনোগ্রাহী চরিত্রে অভিনয় করে অভিনয় জগতকে সমৃদ্ধ করবেন আর দর্শকদের মুগ্ধ করবেন।
খুব ভালোলাগলো আড্ডাটা, টোটা রায়চৌধূরীর অজানা কিছু কাহিনী শুনে আরো ভালোলাগলো । মনে হচ্ছে আরো জানতে পরলে ভালো হতো। ❤
প্রথমেই বলি অসাধারণ একটা ইন্টারভিউ। অনেক আর্টিস্ট আজকাল নিজেদের জাহির করার জন্য আধা ইংরেজী আর আধা বাংলায় কথা বলে কথোপকথন টাকে ঘেঁটে ঘ করে দেন, শুনতে ইচ্ছা করে না, কিন্ত এই ইন্টারভিউ তে সেটা হয় নি এবং শেষ হওয়ার পর মনে হচ্ছে আর একটু হলে ভালো হত। টোটাদা কে মানুষ হিসেবে আমি খুব বড়ো মনে করি। চোখের বালি এবং ফেলুদা আমার দেখা ওনার সেরা কাজ। তবে রোহিত সেন কে আমি বড্ড বেশি ভালবাসি। শুধু মনে হয় আমার যদি একজন রোহিত সেন থাকত❤️❤️ আর একটি ব্যপারে আমার জানার ইচ্ছা, উনি এই বয়সে এত সুন্দর কি করে আছেন🥰 আমি তো পুরো ❤️❤️❤️❤️
পরিশেষে বলি আপনার অনেক ভালো ভালো কাজ দেখতে চাই আর আপনি এই রকম হাসিখুশি থাকুন।
Thanks alot for this beautiful interview of this versatile and one of most talented actors of Bengali Movie Industry. He is not in any lobby. He somehow has not joined any political party actively so far I know. An also he is really a lovely human being as well. amar ekdam moner kotha gulo uni bole gellen.
Victor Banerjee r por jodi amar khub priyo Actor Tota Da ..
Onek Valo thako ,Sustho Thako Dada ... 🥰🥰🥰🥰
আড্ডাটা খুব ভালো লাগলো। সবথেকে ভালো লাগলো বিনয়ী শক্ত মেরু দণ্ড থাকার জন্য।
Khub valo laglo.Sreemoyee te Rohit Sen er character e ta ke dekhe mon vhore giyechilo r aj ei interview ta te tar sabolil...sochho...marjiti o jothajoto kotha sune aaro valo laglo...👍👍👍👍👍
আপনি ভীষণ ভালো একজন নির্ভেজাল মানুষ। দিনের শেষে সেটাই সবথেকে বড় প্রাপ্তি হয় একজন মানুষের। 😇
It feels great to know that the role from SUVO MUHARAT was first offered to me before Rituporno offered it to Tota...and there was soooooo much story behind the closed doors that the world will never care to learn about.
What's the story?
Apni to aage onek cinema, serial korten. Kothay hariye gelen apni
The most capable and worthwhile actor who is underrated
টোটা দা, আপনার পুরো সাক্ষাৎকারটা খুব ভালো লাগলো ❤❤❤
মন কেড়ে নিলো আপনার বাংলার প্রতি ভালোবাসা❤❤🥰🥰🥰
সত্যিই, কি যে ভালো লাগছিল ❤️❤️🤗🤗🤗
আপনি আবারও একটা ভালো দারুণ কোনো মেনস্ট্রিম কমার্শিয়াল সিনেমায় অভিনয় করুন ।
পাগলু ২ এর পর আর সেরকম কোনো মেনস্ট্রিম কমার্শিয়াল সিনেমায় আপনাকে দেখতে পেলাম না ।
আমি আপনাকে আবার এই ধরনের সিনেমায় দেখতে চাই 👍👍😊😊
ভালো থাকবেন দাদা 🙏🙏❤️❤️
টোটা চৌধুরীর সাথে আড্ডা খুব খুব ভালো লাগলো। আমি চাই আপনি আরো অনেক অনেক কাজ করুন। আপনাকে দেখতে আপনার দর্শক কখনোই বোর হবে না। আপনার অভিনয় ভীষণ পছন্দ আমার। আমি আপনার একজন খুব বড় fan তো সেই দৃষ্টিকোণ থেকে বলছি আপনাকে দেখার জন্য আপনার অভিনয় দেখার জন্য আমাদের মতো fan রা হাপিত্যেশ করে বসে থাকে। তবে হ্যাঁ কমার্শিয়াল ছবি, দেব এরা সব big no no। যতই আপনি প্রশংসা করুন। দেবের ছবি ধৈর্য্য ধরে বসে দেখা যায় না। ভালোবাসা নেবেন, ভালো থাকবেন। ❤ কমেন্টটা পড়লে একটা reply দেবেন please, যাতে বুঝি যে আপনি commetns সত্যি পড়েন।
মানুষ bored হবার প্রশ্ন ওঠেনা,,টোটা,, আপনি খুব কাংক্ষিত চরিত্র দর্শকের কাছে,, অভিনীত প্রতিটা চরিত্রের সাথে justice করেছেন,,,স্পষ্ট বক্তা,, ,
Such a candid and intellectual interview by one of our favourite actor Totada
Siti cinema channel কে অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানটির জন্য। Tota দা অনেক অনেক উচু দরের মানুষ। আমার রেসপেক্ট উনার প্রতি যত দিন যাচ্ছে, তত বেড়ে যাচ্ছে। অসাধারণ মনের মানুষ। অনেক অনেক ভালোবাসা র শুভেচ্ছা রইলো উনার জন্য এবং অবশ্যই এই চ্যানেল এর জন্য।
সুন্দর ও সহজ ভাবে দেওয়া উত্তর গুলো মনে দাগ কাটল।❤
দারুন পছন্দের একজনের এমন খোলাখুলি আড্ডা খুব এনজয় করলাম। ভালো থাকুন সুস্থ থাকুন। টেলিভিশনে আবার দেখার অপেক্ষায় থাকবো।
অসম্ভব ভালো একটা অনুষ্ঠান দেখলাম মোন ভালো হয়ে গেল।
আরও অনেক কাজ দেখতে চাই টোটা রায়চৌধুরীর কাছে।
আমার খুব প্রিয় অভিনেতা। যদিও আমি একজন বয়স্ক ব্যক্তি কিন্তু সিনেমা খুব একটা দেখি না। তবুও শ্রীময়ী দৌলতে। " টোটা রায়চৌধুরী "আমার খুব একজন প্রিয় অভিনেতা ।
আলোচনা শেষে উনি বিশ্বাস নিয়ে যে কথাগুলো বললেন সেই ব্যাপারে আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি কথাগুলি 100% সত্যি।
সাক্ষাৎকারটি খুব ভালো লাগলো সঙ্গে টোটা রায়চৌধুরী।
টোটা দা একজন আসাধারণ ব্যাক্তি। আমি আসা করি তোমার আরো ভালো কাজ আমি আমরা সবাই দেখতে পাবো। শুভ কামনা রইলো আরো ভালো হোক তোমার আগামী দিনের পথচলা।🙏
অসম্ভব সুন্দর সময় কাটালাম এই আড্ডার শরিক হয়ে। টোটা রায়চৌধুরী আমার অত্যন্ত প্রিয় একজন অভিনেতা। বহুদিন পর কারোকে এত সুন্দর বাংলায় কথা বলতে দেখলাম। অনেক শুভেচ্ছা রইলো ওঁর জন্য
My all time favourite ❤️👌
আমার একটাই ইচ্ছে ছিল, অন্ততঃ একবার ফেলুদা চরিত্রে আপনাকে দেখার!
শখ পূরণ হয়েছে 👍দারুন ভাবে 🌹
A great actor , a perfect gentleman exuding intelligence 🙏
Best wishes to a lovely human being
Osadharon ekta interview. Tota borabor khub khub bhodrolok ebong ei interview bujiye Dan kotota boro maper manush uni. Pronaam nio dada! ❤️
সত্যিই একজন অসাধারণ মানুষ। সাবলীল কথাবার্তা। চোখের বালি শ্রেষ্ঠ অভিনয়। ফেলুদা হিসাবে বেশ ভালো । এমন একজন মানুষ যার সাথে অনেকক্ষণ ধরে আড্ডা মারা যায় মন খুলে।যেনো কলেজে র এক প্রিয় বন্ধু। যাকে সব বলা যায় ❤।
আমার খুব পছন্দের একজন মানুষ এবং অবশ্যই একজন প্রিয় অভিনেতা। আর একটা জিনিস যেটা খুব ভালো লাগলো এই সাক্ষাৎকারে যে পুরো সাক্ষাৎকারটা আমাদের প্রিয় অভিনেতা এবং সাংবাদিক মশাই দুজনেই এত সুন্দর শুদ্ধ বাংলায় পুরো সাক্ষাৎকারটা দিলেন যেটা সত্যি এখনকার দিনের শোনা যায় না 🙏♥️
Choti chata hobar dorkar nei Tota.....kono salar sahos hobena tomar chokher dike takiye kotha bolar...ei jedh ta maintain koro sesh obdi....❤
অনেক বাংলায় কথা হল। যেটাতে মন ভরে গেল ।
Rohit Sen ke amra konodin bhulbo na.... Jemon obhinoy temon dialogue... Khub bhalo lagloo interview ta.... Ekta kotha jante echa korche dada apni ki M P Jewellers er barir chele ekbar sunechilam... seta ki sotti
Khub bhalo laglo onar kotha sune . Honest & straightforward .
আমি আপনার অভিনয় খুব পছন্দ করি। আর আপনি মানুষ হিসেবে অনেক সৎ। সেটা আপনার কথা শুনেই মনে হয়। ভালো থাকবেন 🙏
What a wasted opportunity, such a sharp, intelligent, intellectual individual with such interesting thoughts and experiences to share - interviewer has failed miserably. Interviewer cuts the guest off, mid sentence/thought - so incredibly rude.
আপনার অভিনয় দেখেছি
আজ আপনার interview দেখে বুঝলাম আপনি অনেক বড় মাপের মানুষ। অনেক কিছু শিখতে পারলাম। ধন্যবাদ। ভালো থাকবেন
অত্যন্ত পছন্দের অভিনেতা। বাংলা চলচ্চিত্রের দুর্ভাগ্য, ওঁকে বেশি করে ব্যবহার না করা।
Khub valo bolechen
What an interview! ! Wise people are so humble.
টোটাকে বাংলায় কথা বলতে দেখে মানুষের এত আনন্দ দেখে যুগপৎ ভালো ও খারাপ লাগছে। বাঙালি বাংলায় কথা বলবে এতে আশ্চর্য না হওয়াই স্বাভাবিক, অথচ আজ এমন পরিস্থিতি, এতেই লোক অবাক হয়ে যাচ্ছে। কী অবস্থা...
উনি আমার অত্যন্ত প্রিয় একজন শিল্পী !! অসাধারণ অভিনেতা এবং সেইসঙ্গে একজন, সৎ, নির্লোভ, নির্ভীক, নিজের মেরুদন্ড সোজা রেখে জীবনের পথে এগিয়ে চলা ভালো মনের একজন মানুষ! ওনার প্রতি আমার শ্রদ্ধা ও শুভ কামনা রইলো! উনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এইরকমই স্বচ্ছ মানসিকতার মানুষ হয়েই থাকুন সারাজীবন!!
Perfect man ❤thanks
An underrated performance of Tota is his role in Angshumaner Chobi. He has a very solid body of work.
Darun laaglo. Big fan of handsome Tota Roychoudhuri. A few days back watched Sreemoye again only because of him.
টোটা রায়চৌধুরী একজন সেরা মানুষ, সেরা অভিনেতা এবং নির্ভেজাল অকপট ব্যক্তিত্ব---তাঁর সাক্ষাৎকার একটি প্রকৃত গুণীজনের সাক্ষাৎকার !
Totada,you are too much smart Gentle man💗 And amazing Actor 💗💗💗
এত ভালো একটা ইন্টারভিউ আমি খুব কম দেখেছি/শুনেছি।টোটা রায়চৌধুরী আমার খুব প্রিয় একজন অভিনেতা।শুধু অভিনেতা নন একজন স্বচ্ছ মনের স্পষ্ট বক্তাও তিনি।অনেক কথা বলতে ইচ্ছে করছে।শুধু বলি,ওনার আফশোষ গুলির মতো আমার একটি আফশোষ হল,ওনাকে আর ও দুর্দান্ত কিছু চরিত্রে না দেখতে পাওয়া।ওনার পুরো প্রতিভাকে কাজে লাগানোর অনেক সুযোগ কিন্তু ছিল।
Tota Da, darun laglo. Apnar "Aborto" cinemati eto valo legeche j amar laptop a download kora ache. Bochore kotobar j dekhi tar thik nei. Thank You!
Khub sunder bishesh korey apnar kotha barta khub bhalo lagey bujhiye kotha sabay bolte parena kintu Apnake dekhe seta puropuri bojha jai je apni khub sposhto bokta ebong apnar ei attitude tay apnake special baniyeche i really enjoyed this episode with my favourite decent actor Mr. TOTA ROYCHOUDHURY. opekhhyai roilam abar apnake dekhar ebong ami feluda goyendagiri cinema ta dekhechii bhison bhalo legeche r ou onek bhalo chobi dekhte chay❤❤❤❤❤❤❤❤❤ lot's of Love
সত্যি এক জন ভদ্র মানুষ, আমি এক সময় ফুলের decoration এর কাজ করতাম Spring club a আর সেই সুভাদে Tota sir er der family function er কাজ ও করতাম. এমনকি ওনার চিত্র Villain er success party o decor korechilam....But jeta bolar chilo seta holo amar joto tuku mone porche Onar meyer birthday or kono 1ta function er decoration er payment aante aami onader barite gechilam r aami jehetu Beleghata er chele so kono problem hoyni...Aami esechi sune aamake kintu niche naa bosiye tikh onader floor e dakhlo Madam ( maane onar wife ) aamake 1 cup tea dilo r boste bollo tota sir aashlen kajer proshongsha korlen and j payment deaoar chilo seta dilen and aami onader barite onek baar gechi konodin niche bosan ni drawing room a deke ktha bolechen...r eta aaro bolar karon holo Tota sir chara aami r o onek jaigai or celebrity der office a o gechi but eto ta respect keu kono din deyni...ei incident ta aaj o aami barite boli.....Hats of u Sir
সেই এক ই রকম রয়ে গেলে দাদ সেই রঞ্জীত মল্লিক এর আমল থেকে দেখছি কত দিন পার হয়ে গেছে কিন্তু চেহারাটা একই রকম রয়ে গেছে ❤ দেখে ভাল লাগল দাদা
দারুণ লাগলো টোটা দা তোমার সাক্ষাৎকার , অনেক দিন পরে দেখলাম ।
মাথা উচু করে বাঁচার মজাই আলাদা ।
অনেক অনেক প্রণাম । ❤