অনেক গল্প শুনেছি কিন্ত এই গল্পটা যতবার শুনি ততবারই শুনতে ভালো লাগে। আমি গড় মান্দারনের কাছে এক গ্রামে জন্মেছি। খুব ভালো লাগে যখন মান্দারনে দিকে দেখি। মনে হয় আমি খুব গর্বিত যে আমি এইখানে জন্মেছি।😊😊😊
ধন্যবাদ mirchi bangla কে এতো সুন্দর উপস্থাপনার জন্য..গল্পের সেরা দুই চরিত্র আয়েশা ও বিমলা... তাঁদের উপস্থিতি নারী চরিত্রের এক আলাদা স্বাদ উপভোগ করিয়েছে, অসাধারণ লেখনী... প্রণাম জানাই বাংলার সেরা উপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কে.. মন টা ভোরে গেলো
Sharadindu r oitihasik rochona somogro puro ta porechilam, tungavadrar tire sune. Chesta korbo bonkim rachanaboli porte. Thank you Sunday suspense for encouraging us to explore the treasures of Bengali literature.
গত তিন চার বছর ধরে আমি প্রতি রাত্রে গল্প শুনি।এতদিন আমার কাছে সবথেকে সেরা ছিল 'THE COUNT OF MONTE CRISTO' কিন্তু আজ দূর্গেশনন্দিনী শোনার পর ভিতরে ভিতরে একটা আলাদা অনুভুতি অনুভব করছি।যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না।ধন্য তুমি বাংলা সাহিত্য❤❤❤
হয়ত আজকাল অনেক উঠতি youtube channel এসেছে যারা গল্প শোনাছৈ কিন্তু Sunday Suspense ছিল,আছে আর থাকবে। গল্প বাছাই করা আর শোনার যে তৃপ্তি অন্য কোথাও নেই।। ধন্যবাদ..
শেষ অংশের আয়েশার অতৃপ্ত প্রেম কান্নার শিক্ত অশ্রু আমার চোখের কোনে জল ভরিয়ে দিল Thanks mirchi team heart touching story and outstanding performance ❤ you
ভালোবাসার আরেক নাম রেডিও মিরচি। প্রমাণ জানাই গল্পের লেখক বঙ্কিম চন্দ্র চট্টোপধ্যায় কে,,,এমন লেখনী যে কখনো শরীরের লোম দাঁড়িয়ে গেছে,কখনো দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়েছে। এগিয়ে যান
চোখে অনেকবার জল আসলো , জীবনে ভুলব না এই গল্প । ধন্যবাদ মির্চি বাংলা 💖 এতো সুন্দর গল্প পরিবেশন করার জন্য । সবাই আশীর্বাদ করবেন যাতে আমিও তিলোত্তমার মতো কাউকে অর্ধাঙ্গিনী করতে পারি ।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মানেই বাংলা সাহিত্যের এক স্বর্ণ যুগ,আর তার উপস্থাপনা যদি Mirchi Bangla করে তাহলে তার প্রশংসার ভাষা খুঁজে পাওয়া মুশকিল❤। Love you the Sunday Suspense team❤❤❤
গল্পের সেরা দুই চরিত্র হল আয়েশা আর বিমলা । তাদের সত্যিকারের ভালোবাসা,প্রেম,ত্যাগ ❤ এর মধ্যে দিয়ে গল্পটা সত্যিই অসাধারণ হয়ে উঠেছে । সত্যিই কারোর জীবনের আনন্দ কারো এর দুঃখ হয়ে হয় ,কিন্তু এটাই বাস্তব, সবাই ভালোবাসে নিরন্তর ভাবে,কারোর টা সফল হয় ,কারো টা হয় না , ❤❤❤
People debate between Reading the novel and watching the movie. But the winner is listening to the presentation by team Sunday suspense! Apnader ke shoto koti pronam🙏 Audio story r amon uposthapona sara prithibi te aar kono bhashaye kothao hoy ki na amar jana nei.
একটি কালজয়ী উপন্যাস কে এতো সুন্দর ভাবে উপস্থাপনা করার জন্যে মির্চি বাংলাকে অসংখ্য ধন্যবাদ। শুনছিলাম না ... চোখের সামনে দেখছিলাম |আশ্চর্য লাগে না ভাবতে যে অনেক সমালোচক এতো সুন্দর উপন্যাসটি প্রথমবার প্রকাশনার পর অনেক সমমলোচনা করেছিলেন।
আমি পুরোটা শুনে মুগ্ধ হয়ে গেলাম ... আমাদের বাংলা সাহিত্যে যে এত কালজয়ী গল্প রয়েছে ...তার যে অপূর্ব স্বাদ পেলাম এই দূর্গেশ নন্দিনী গল্প এর sunday suspense এর এই অনবদ্য , অসম্ভব সুন্দর উপস্থাপনায় ... কূর্নিশ জানায় সকল কলাকুশলীদের.. দীপ দা , প্রদ্যুৎ চ্যাটার্জি অনবদ্য তাদের কাজ
পুরো sunday suspense er team কে কি ভাষায় ধন্যবাদ দেব বুঝে উঠতে পারছি না । এত্ত সুন্দর ভাবে আমাদের মত শ্রোতা দের কাছে দূর্গেসনন্দিনী পরিবেশন করেছেন ❤❤❤❤❤❤ তা ভাষায় প্রকাশ করার সামর্থ্য আমার নেই । আপনাদের ভগবান প্রদত্ত GODGIFT এর চরণে প্রণাম 🥺👍🙏🙏🙏
ইতিহাসের স্মৃতি রোমন্থন করতে প্রায় সকলেরই ভালো লাগে। আর সেটা যদি দুর্গেশনন্দিনী'র মত উপন্যাস হয়,তাহলে উত্তেজনা ও শিহরণের পারদ যে চরম শিখরে পৌঁছবে,এটাই স্বাভাবিক।❤❤❤❤
My request! Please কপালকুণ্ডলা novel টাও করুন! বহু বছর পর মনে হচ্ছে sunday suspense ঠিক assistance পাচ্ছে! ❤ এতোদিন খুব ভালো লাগতো। এখন গর্বিত অনুভব করছি! Alexander Dumas র novel গুলিও শুনে শিহরিত আমরা!
খুবই সুন্দর একটি উপস্থাপনা...অনবদ্য।❤ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের যে সব রোমাঞ্চকর গল্পের এবং পরিদৃশ্যমান উপন্যাসের অনুভূতি দিয়েছেন তা সত্যিই অচিন্তপূর্ব....✨ এবং Sunday Suspense এর তত্বাবধানে গল্পটা যেন প্রাণোচ্ছল হয়ে উঠল।আমাদের স্রোতাদের পক্ষ থেকে একটি বিশেষ আবেদন...সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর এরকমই অসাধারন আরেকটি গল্প শুনতে চাই যা হলো ---- *রাজসিংহ*
বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ রচনাবলী গুলো রেডিও মীরচি অত্যন্ত সুন্দর ভাবে আমাদের সামনে তুলে ধরে, এ নতুন কিছুই নয়, তাও এই গল্পের উপস্থাপনা আমাদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিলো যা বদলানোর নয়। গল্পের সব চরিত্রই সুন্দর এবং বৈচিত্রপূর্ণ তবে আয়েশা চরিত্রটি যেনো হৃদয়ে একটু বেশি গভীর দাগ দেয় ❤️🩹
আবারও শুনলাম এই নিয়ে আনুমানিক চার বার, যতবার শুনি ততো বার নতুন রুপ লাগে, সত্যিই দ্বীপ দা অনবদ্য তোমার ভয়েজ দারুণ অভিনয় তোমার, মিরচি বাংলার সমগ্র টিম কে আমার ভালোবাসা 🍁❤️🍁
Thank you so much sunday suspense mirchi bangla thank you thank you ato valo golpo debar jonno khub sunder golpo mon anonde bore gelo amar kache kunu bhasa nei ki kore dhanyabad debo...❤❤❤❤
সত্যিই বাঙালি হয়ে জন্মে নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি। সত্যিই কি কালজয়ী রচনা লেখকের। চোখ বন্ধ করে পুরো গল্পটা যেন দেখলাম। সবার বিরহে কাতর হলাম,প্রার্থনা করলাম তাদের মিলনের জন্য। পুরো টিমকে কুর্নিশ জানাই। ❤❤❤ অনবদ্য সৃষ্টি।
❤ অসাধারণ উপস্থাপনা, অনেক ধন্যবাধ পুরো টিম কে এত সুন্দর vabe আমদের কাছে তুলে ধরার জন্য..কারণ সব বই কিনতে না পারার কারণে অনেক উপন্যাস পড়ার সাধ পূর্ণ হতো না...এই sunday Suspance টিম এর জন্য সেটা somvob হচ্ছে ❤❤❤❤❤❤
এটা সত্যি খুব হৃদয় এ লাগলো খুব ভালো লাগলো গল্প টা খুব ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
🍃রাত ১ টা বাজে তখন আমার অঙ্ক করার সঙ্গী হিসেবে✨ Sunday Suspense💫 চালু করে দিয়েছিলাম এখন ৫টা বাজে সময় যে কীভাবে কাটল🌸 বুঝতেই পারিনি💗 💐আমার জীবনে শোনা সেরা গল্প এটা 🍁 🌼✨যখন অভিরাম স্বামী বললেন যে তিলোত্তমার মৃত্যু কাল উপস্থিত তখন চোখের কোনে দেখি জল জমেছে 🥹🌷 তারপর গল্প শেষে মনটা ভাল হয়ে গেল🫀💝 🦋✨আমার সবথেকে প্রিয় চরিত্র লাগল আয়েসা সে তার 💗প্রেম খুবই সহজে ত্যাগ করল কারণ সে রাজকুমারের সুখ চেয়েছিলেন 🫂💫 আয়েসার এই ত্যাগের সাথে একটা লাইন খুবই মিলে যাচ্ছে ---✨🤍 🌷💫যদি আরও কারে ভালোবাসও🍃 যদি আরও ফিরে নাহি আসো 🫀✨তবে তুমি যাহা চাও 🥹তাই যেন পাও🍁 আমি যত দুঃখ পাই গো🪷🫂😊 ................ 🥹🫂💫স্মৃতি হিসাবে রয়ে গেল আমার এই কমেন্ট✨🫀🤍
প্রথমে নমঃস্কার জানাই সকল Sunday Suspense এর সকল হরবোলা ও কলাকুশলীদের, আপনাদের সকল গল্প গুলিই খুব সুন্দর কিন্তু যদি আরও একটু বেশি করে ঐতিহাসিক এবং পৌরাণিক কাহিনীর উপর গল্প নির্বাচন করেন তাহলে ভালো লাগতো, সকলের জন্য শুভেচ্ছা ❤🎉
Ekta request roilo- apnader protyek er sathe ekbar porichoy korar odhir agroho roilo. Sunday suspense recording er behind the scenes ba kono youTube live er madhyome taa sombhob hole at least jaante parbo je kon manush gulor karone amar jibon ke upobhog kora ta ato sundor hoye uthchhe. Antorikkk dhonyobaad janai arekbar❤❤
Great 👌 👍 ..But it has been ages that listeners have been deprived of a thrilling Feluda Story and a Professor Shonku adventure..Requesting for the same !!!!
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্পঃ, সেই গল্পঃ শুনে চোখ দিয়ে জল বের হবে না তাও কি সম্ভব !! 🥺💔 ( The count of Monte Christo এর পর heart touching story hole seta দূর্গেশনন্দিনী হবে )
অনেক গল্প শুনেছি কিন্ত এই গল্পটা যতবার শুনি ততবারই শুনতে ভালো লাগে। আমি গড় মান্দারনের কাছে এক গ্রামে জন্মেছি। খুব ভালো লাগে যখন মান্দারনে দিকে দেখি। মনে হয় আমি খুব গর্বিত যে আমি এইখানে জন্মেছি।😊😊😊
❤
ধন্যবাদ mirchi bangla কে এতো সুন্দর উপস্থাপনার জন্য..গল্পের সেরা দুই চরিত্র আয়েশা ও বিমলা... তাঁদের উপস্থিতি নারী চরিত্রের এক আলাদা স্বাদ উপভোগ করিয়েছে, অসাধারণ লেখনী... প্রণাম জানাই বাংলার সেরা উপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কে.. মন টা ভোরে গেলো
Sharadindu r oitihasik rochona somogro puro ta porechilam, tungavadrar tire sune. Chesta korbo bonkim rachanaboli porte. Thank you Sunday suspense for encouraging us to explore the treasures of Bengali literature.
গত তিন চার বছর ধরে আমি প্রতি রাত্রে গল্প শুনি।এতদিন আমার কাছে সবথেকে সেরা ছিল 'THE COUNT OF MONTE CRISTO' কিন্তু আজ দূর্গেশনন্দিনী শোনার পর ভিতরে ভিতরে একটা আলাদা অনুভুতি অনুভব করছি।যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না।ধন্য তুমি বাংলা সাহিত্য❤❤❤
Same♥️
Same♥️
@@nishadgain1147😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😟😟😭😟😭😭😭😭😭😟😟😭😟😟😟😟😟😟😭😭😭😭😟😟😟😭😭😭😟
Ekdom ami o sunechi "The count of Monte Cristo" sera legeche..
part 1 টা best ছিল, তবে সব মিলিয়ে অসাধারণ গল্প ।।।।।অনির্বাণ দা এর ভয়েস টা fabulous 😍😍😍😍😍😍
হয়ত আজকাল অনেক উঠতি youtube channel এসেছে যারা গল্প শোনাছৈ কিন্তু Sunday Suspense ছিল,আছে আর থাকবে। গল্প বাছাই করা আর শোনার যে তৃপ্তি অন্য কোথাও নেই।।
ধন্যবাদ..
একদম ঠিক বলেছেন।
শেষ অংশের আয়েশার অতৃপ্ত প্রেম কান্নার শিক্ত অশ্রু আমার চোখের কোনে জল ভরিয়ে দিল
Thanks mirchi team heart touching story and outstanding performance ❤ you
অপূর্ব। এখনো পর্যন্ত আমার শোনা বেস্ট গল্পঃ। বঙ্কিচন্দ্র চট্টোপাধ্যায় এর অসাধারণ লেখনী সাথে অদ্ভুত সুন্দর উপস্থাপনা।অনেক ধন্যবাদ mirchi team ❤
আমরা গর্বিত আমরা বাঙালি❤
Thanks a lot for The complete Saga
এ সংসারে হৃদয়ের সমস্ত ব্যাধি সমস্ত অসুখের প্রধান ওষুধ হলো প্রণয়!!! ❤❤❤
Khub valo durgesh nondini is ta best sob theke valo upnnas ❤❤
ভালোবাসার আরেক নাম রেডিও মিরচি। প্রমাণ জানাই গল্পের লেখক বঙ্কিম চন্দ্র চট্টোপধ্যায় কে,,,এমন লেখনী যে কখনো শরীরের লোম দাঁড়িয়ে গেছে,কখনো দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়েছে। এগিয়ে যান
চোখে অনেকবার জল আসলো , জীবনে ভুলব না এই গল্প । ধন্যবাদ মির্চি বাংলা 💖 এতো সুন্দর গল্প পরিবেশন করার জন্য । সবাই আশীর্বাদ করবেন যাতে আমিও তিলোত্তমার মতো কাউকে অর্ধাঙ্গিনী করতে পারি ।
Paben nah🤦♀️
@@AnnuAniiing😂😂
Lllll
Uponyas ta age porechi...ebar sunlam...
Presentation niye kono kotha hobena...darun 😍
Godhuli didi debi didi somak dada mohor didi prottekei opurbo🥰
Sobar pratibha soili ar parisram ke kurnish janai 😇
Bankim chandra chattopadhay arek mon chuye jawa sristi...
Ayesha ar bimala ei dui nari charitro mone daag kete gelo😍ek narir er jonno aro dui narir atyotyag sotti ekta drishtanto sthapon kore😇
Ayesha bimala ar tilottama ei tinti choritro nari holeo konorokom jotilota nei tader moddhe...byaktigoto monobhav tader tinjoner parosporik somporke kono aanch aste deyni...
sudhu sneho bondhutto ar bhalobasa birajoman sekhane...
sobcheye bhalo lagar jaiga etai😊
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মানেই বাংলা সাহিত্যের এক স্বর্ণ যুগ,আর তার উপস্থাপনা যদি Mirchi Bangla করে তাহলে তার প্রশংসার ভাষা খুঁজে পাওয়া মুশকিল❤।
Love you the Sunday Suspense team❤❤❤
Sunday suspense মানে একটা আলাদা জগৎ।।।।।।আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সুন্দর সুন্দর গল্প উপহার দেয়ার জন্য। Love you all.❤❤❤❤❤❤❤❤❤❤
গল্পের সেরা দুই চরিত্র হল
আয়েশা আর বিমলা ।
তাদের সত্যিকারের ভালোবাসা,প্রেম,ত্যাগ ❤ এর মধ্যে দিয়ে গল্পটা সত্যিই অসাধারণ হয়ে উঠেছে ।
সত্যিই কারোর জীবনের আনন্দ কারো এর দুঃখ হয়ে হয় ,কিন্তু এটাই বাস্তব, সবাই ভালোবাসে নিরন্তর ভাবে,কারোর টা সফল হয় ,কারো টা হয় না ,
❤❤❤
❤❤
People debate between Reading the novel and watching the movie. But the winner is listening to the presentation by team Sunday suspense! Apnader ke shoto koti pronam🙏
Audio story r amon uposthapona sara prithibi te aar kono bhashaye kothao hoy ki na amar jana nei.
23:47
ধন্যবাদ mirchi Bangla ❤
DurgeshNondini.......mirchi bangla 🙏🙏🙏🙏🙏♥️♥️♥️
Sunday suspense শোনার সময় মাঝে মাঝে মনে হয় আমি ওই গল্পের মধ্যে রয়েছে। সত্যি কি অসাধারণ ভাবে গল্প গুলো প্রর্দশিত করা হয়ে থাকে।❤️❤️
একটি কালজয়ী উপন্যাস কে এতো সুন্দর ভাবে উপস্থাপনা করার জন্যে মির্চি বাংলাকে অসংখ্য ধন্যবাদ। শুনছিলাম না ... চোখের সামনে দেখছিলাম |আশ্চর্য লাগে না ভাবতে যে অনেক সমালোচক এতো সুন্দর উপন্যাসটি প্রথমবার প্রকাশনার পর অনেক সমমলোচনা করেছিলেন।
p
z
Zmx,
Lx
Z.z, z zl.. o 1:56:29
1:56:37 kয়৷
য়৷ ং বয়কপ🤘
😮 ৈ তলয় শয় 1:56:50 ং
, 1:56:50 ভিম, অয দভ্য দিন , ক্ক য, প,ভক,৷৷
!(! ®×৷ !৷ : 1:56:58 [ ×.,৷ ৷ ৷ ৷, ! ? , ®, , ? , [
সাহিত্য সম্রাটের লেখা বলে কথা হৃদয় ছুঁয়ে যাবে না তা কি হয়নাকি!❤
অসংখ্য ধন্যবাদ মিরচি বাংলা এত সুন্দর করে তুলে ধরার জন্য✨❤️
আমি পুরোটা শুনে মুগ্ধ হয়ে গেলাম ... আমাদের বাংলা সাহিত্যে যে এত কালজয়ী গল্প রয়েছে ...তার যে অপূর্ব স্বাদ পেলাম এই দূর্গেশ নন্দিনী গল্প এর sunday suspense এর এই অনবদ্য , অসম্ভব সুন্দর উপস্থাপনায় ... কূর্নিশ জানায় সকল কলাকুশলীদের.. দীপ দা , প্রদ্যুৎ চ্যাটার্জি অনবদ্য তাদের কাজ
প্রতিটা চরিত্রই অসাধারণ পারফরম্যান্স করেছে❤
কি মধুর! ❤
😘
এতটুকু বলার যে এইরকম ধরনের গল্পের আসায় আমার মত শ্রোতা রা এখানে আসে এবং গল্প শুনে তৃপ্তি পায় lots of love Sunday suspense ❤️🙏
অসাধারণ গল্প❤❤
শেষটা সত্যি অসাধারণ,, বাস্তবে সত্যি কত আয়েশা এক রাশ ব্যাথা আর মিথ্যা হাসি নিয়ে বেঁচে আছে,,❤❤❤😢😢😢
Bankimchandra chottopaddhay Ar golpo taar upor radio mirchir uposthapona .....kono tulona hoiina ....just ashadharon
উফফ… মনে হলো যেন কোনো সিনমা দেখলাম…❤️ আরও চাই এরকম গল্প ❤️
পুরো sunday suspense er team কে কি ভাষায় ধন্যবাদ দেব বুঝে উঠতে পারছি না ।
এত্ত সুন্দর ভাবে আমাদের মত শ্রোতা দের কাছে দূর্গেসনন্দিনী পরিবেশন করেছেন ❤❤❤❤❤❤ তা ভাষায় প্রকাশ করার সামর্থ্য আমার নেই ।
আপনাদের ভগবান প্রদত্ত GODGIFT এর চরণে প্রণাম 🥺👍🙏🙏🙏
এরকম আরো অনেক অনেক অনেক অনেক শুনতে চাই...... অসাধারণ এই ধরনের গল্প Mirchi এর কাছে request এই.......
👍🏻 The 👍🏻 saga 👍🏻 is 👍🏻 great 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
সত্যিই অপূর্ব। মুগ্ধ হয়ে শুনে গেলাম।অনেক দিন আগে পড়া গল্পো আবার নতুন করে শুনতে ভীষণ ভালো লাগলো।❤❤
আজকাল আর এমন গল্প লেখা হয় না. কী অসাধারণ গল্প টা আর কি বলার ধরণ. Ufff Just Amazing ❤
বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কিন্তু কী অসাধারন।
অসাধারণ সাহিত্য ❤
প্রণাম হে মহান সাহিত্য সম্রাট 🙏
এই ত্রিকোণ ভালোবাসার গল্পঃ
আজ হৃদয় স্পর্শী
🧡🤍💚
আমি সানডে সাসপেন্স এর খুব অল্প সংখ্যক গল্পই শুনেছি। আর এখনো পর্যন্ত আমার শোনা শ্রেষ্ঠ গল্প হল দুর্গেশনন্দিনী। ❤❤
সত্যিই অসাধারন 😊😊
ইতিহাসের স্মৃতি রোমন্থন করতে প্রায় সকলেরই ভালো লাগে। আর সেটা যদি দুর্গেশনন্দিনী'র মত উপন্যাস হয়,তাহলে উত্তেজনা ও শিহরণের পারদ যে চরম শিখরে পৌঁছবে,এটাই স্বাভাবিক।❤❤❤❤
Thnkuu bro🥰
Z 🤔🎂
Àķ lĺĺpq
Ll
😊
My request! Please কপালকুণ্ডলা novel টাও করুন! বহু বছর পর মনে হচ্ছে sunday suspense ঠিক assistance পাচ্ছে! ❤ এতোদিন খুব ভালো লাগতো। এখন গর্বিত অনুভব করছি! Alexander Dumas র novel গুলিও শুনে শিহরিত আমরা!
খুবই সুন্দর একটি উপস্থাপনা...অনবদ্য।❤ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের যে সব রোমাঞ্চকর গল্পের এবং পরিদৃশ্যমান উপন্যাসের অনুভূতি দিয়েছেন তা সত্যিই অচিন্তপূর্ব....✨ এবং Sunday Suspense এর তত্বাবধানে গল্পটা যেন প্রাণোচ্ছল হয়ে উঠল।আমাদের স্রোতাদের পক্ষ থেকে একটি বিশেষ আবেদন...সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর এরকমই অসাধারন আরেকটি গল্প শুনতে চাই যা হলো ---- *রাজসিংহ*
😅
😅😅😊
😅
Aisha character really took my heart❤
বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ রচনাবলী গুলো রেডিও মীরচি অত্যন্ত সুন্দর ভাবে আমাদের সামনে তুলে ধরে, এ নতুন কিছুই নয়, তাও এই গল্পের উপস্থাপনা আমাদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিলো যা বদলানোর নয়। গল্পের সব চরিত্রই সুন্দর এবং বৈচিত্রপূর্ণ তবে আয়েশা চরিত্রটি যেনো হৃদয়ে একটু বেশি গভীর দাগ দেয় ❤️🩹
কেন যে তিনি সাহিত্য সম্রাট এটা তারই এক নিদর্শন, প্রতি টি জায়গায় যে ভাষার প্রতি স্থাপন তাতে আমি মন্ত্রমুগ্ধ
আবারও শুনলাম এই নিয়ে আনুমানিক চার বার, যতবার শুনি ততো বার নতুন রুপ লাগে, সত্যিই দ্বীপ দা অনবদ্য তোমার ভয়েজ দারুণ অভিনয় তোমার, মিরচি বাংলার সমগ্র টিম কে আমার ভালোবাসা 🍁❤️🍁
শেষ টা শুনে মণ ভরে গেলো 🥰🥰😊😊। ভালোবাসার মানুষ গুলো এক হলে আমার খুব ভালো লাগে 😊🥰🥰। ভগবান এই ভাবেই সবার ভালোবাসার মানুষ গুলো কে এক করে দিও ❤
তাহলে দুর্গেশনন্দিনী টা আসলে কে?
জীবনের সেরা গল্প শুনলাম ❤ খুব সুন্দর ❤ অভিনয় সাংঘাতিক ❤
Thank you so much sunday suspense mirchi bangla thank you thank you ato valo golpo debar jonno khub sunder golpo mon anonde bore gelo amar kache kunu bhasa nei ki kore dhanyabad debo...❤❤❤❤
"Sudhu roye gache aktai naam Durgesh Nandini"
Betar natto rup ta sotti impressive. Loved it.
❤ জানি না কেন গল্পটা হৃদয়ে ছুয়ে গেল এটা ভাবতেই অন্য রকম লাগছে।
অপূর্ব অসাধারণ....
দীপ মির্চির অমূল্য রত্ন...
অন্য সমস্ত কলাকুশলীরাও ভীষণ ভালো....
অনেক অনেক ভালোবাসা
সত্যিই বাঙালি হয়ে জন্মে নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি। সত্যিই কি কালজয়ী রচনা লেখকের। চোখ বন্ধ করে পুরো গল্পটা যেন দেখলাম। সবার বিরহে কাতর হলাম,প্রার্থনা করলাম তাদের মিলনের জন্য। পুরো টিমকে কুর্নিশ জানাই। ❤❤❤
অনবদ্য সৃষ্টি।
❤ অসাধারণ উপস্থাপনা, অনেক ধন্যবাধ পুরো টিম কে এত সুন্দর vabe আমদের কাছে তুলে ধরার জন্য..কারণ সব বই কিনতে না পারার কারণে অনেক উপন্যাস পড়ার সাধ পূর্ণ হতো না...এই sunday Suspance টিম এর জন্য সেটা somvob হচ্ছে ❤❤❤❤❤❤
"এ সংসারে হৃদয়ের সমস্ত ব্যাধি,সমস্ত অসুখের প্রধান ওষুধ প্রণয়"❤
T̤a̤i̤ n̤a̤ k̤e̤
এই প্রণয় হল- সংসারের সমস্ত ব্যাধি, অসুখের প্রধান কারণ।
Tik
U r looking gorgeous ❤
❤
Ufff ki darun.....
Sunte sunte ak somoy Mone hoche ami bimala ami Ayesha Ami tilottoma ........
Amar mon chue gache ai golpoti,
Sunday suspense ke aro Akbar dhonyobad janai ami ato sundor golpo sonanor jonno❤
মন ছুঁয়ে গেলো কদিন আগে মীর দা দেবদাস শুনে যা অনুভূতি হলো এই টাও শুনে একই অনুভূতি হলো ❤❤
Khub i bhalo laglo! Osadharon poribeshona..monta bhore gelo
অসাধারণ উপস্থাপনা। আয়েশা চরিত্রটি সবথেকে মনগ্রাহি লাগলো.
এইটার জন্য অপেক্ষায় ছিলাম। প্রতিটি পার্ট একসঙ্গে।❤❤❤❤
দূগেশনন্দিনী ❤❤❤❤❤❤
গড় মান্দারনে আমার বাড়ি 😊
গল্পটা শুনে খুবই ভালো লাগলো❤❤
কেন জানি না মনে হয়! Deep দার গল্পপাঠ মীর দার থেকেও বেশি ভালো লাগে....🙏🙏🙏
yes that's true... as a narrator Deep is much ahead than Mir...
Nope
Deep is king as a narrator
I think, this is true since last 4 years. You should listen to the stories before 2018-19, I believe , you will reconsider your choice
এ একদম সত্য বলেছেন 🍁❤️🍁
অনেক সুন্দর উপস্থাপনা, চোখ বন্ধ করে শুনলাম, মনে হলো আমি নিজেই উপন্যাসের ভিতরে ঢুকে গেছি
এমন সুন্দর ও বড় গল্প শুনতে প্রচুর ভালো লাগে 🥹 এমন গল্প আরো চাই❤️ সত্যি অসাধারণ 😊
What a story ❤❤
Mind blowing.. Thanks a lot.
রাত ২:৪৮ শুনা শেষ করলাম। অসাধারণ ♥️
খুব চমৎকার গল্প অসাধারণ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
3:55:20 অবদি যে কতবার শুনলাম তার ঠিক নেই💫
@Love for mirchi team❤❤
এটা সত্যি খুব হৃদয় এ লাগলো খুব ভালো লাগলো গল্প টা খুব ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
🍃রাত ১ টা বাজে তখন আমার অঙ্ক করার সঙ্গী হিসেবে✨ Sunday Suspense💫 চালু করে দিয়েছিলাম এখন ৫টা বাজে সময় যে কীভাবে কাটল🌸 বুঝতেই পারিনি💗
💐আমার জীবনে শোনা সেরা গল্প এটা 🍁
🌼✨যখন অভিরাম স্বামী বললেন যে তিলোত্তমার মৃত্যু কাল উপস্থিত তখন চোখের কোনে দেখি জল জমেছে 🥹🌷 তারপর গল্প শেষে মনটা ভাল হয়ে গেল🫀💝
🦋✨আমার সবথেকে প্রিয় চরিত্র লাগল আয়েসা সে তার 💗প্রেম খুবই সহজে ত্যাগ করল কারণ সে রাজকুমারের সুখ চেয়েছিলেন 🫂💫
আয়েসার এই ত্যাগের সাথে একটা লাইন খুবই মিলে যাচ্ছে ---✨🤍
🌷💫যদি আরও কারে ভালোবাসও🍃 যদি আরও ফিরে নাহি আসো 🫀✨তবে তুমি যাহা চাও 🥹তাই যেন পাও🍁 আমি যত দুঃখ পাই গো🪷🫂😊 ................
🥹🫂💫স্মৃতি হিসাবে রয়ে গেল আমার এই কমেন্ট✨🫀🤍
🫂✨🥹💗.........
সেরা । Ar basi bole ... Sobdo k choto krbo na ...onuvuti r onk basi kichu .....ja ogochal e mone thaka jabe. ..hoyto amrittu ...
অসাধারণ ভালো লাগলো। 🎉❤🎉। অসংখ্য ধন্যবাদ আপনাদের । অভিরাম ভালোবাসা আপনাদের প্রতি।
"এ সংসারে হৃদয়ের সমস্ত ব্যাধি, সমস্ত অসুখের প্রধান ওষুধ প্রণয়।"
Ufffffffff ki 6ilo ata ! Wow wow ki অনবদ্য রচনাবলী
Thank you mirchi bangla and your team🤜🤛🌜🌛🙏🙏🙏🙏🙏🙏🤟
প্রথমে নমঃস্কার জানাই সকল Sunday Suspense এর সকল হরবোলা ও কলাকুশলীদের, আপনাদের সকল গল্প গুলিই খুব সুন্দর কিন্তু যদি আরও একটু বেশি করে ঐতিহাসিক এবং পৌরাণিক কাহিনীর উপর গল্প নির্বাচন করেন তাহলে ভালো লাগতো, সকলের জন্য শুভেচ্ছা ❤🎉
এটা অসাধারণ হয়েছে আমার খুব ভালো লেগেছে❤🎉❤
Thanks to Mirchi bangla make this ❤ fabulous 🎉🎉🎉🎉🎉🎉
সুন্দর উপস্থাপনে উপন্যাসটিকে আরও জীবন্ত রূপ দান করা হইছে❤
এপার বাংলা থেকে শুনছি❤️
পুরো ঝাকানাকা ❤❤❤
Kichu bolar jonno vasha khuja plam na just next level❤
historical classic ta besh laglo..thank you team sunday suspense as always🙏
এক কথায় দারুন
সবাই কে কুর্নিশ জানাই
শূন্যতায় বেঁচে থাক ভালবাসা,
প্রাপ্তিতে শুধু অবহেলা বাড়ে…
Story টি দারুন লেগেছে ❤
খুব ভালো লাগলো আপনার গল্প পাঠ এখন রাত তিনটা বাজে অনেক ধন্যবাদ জানাই আপনাকে নমস্কার নেবেন ❤️❤️❤️❤️❤️🙏🙏🙏
সত্যিই অসাধারণ👏✊👍👏✊👍👏✊👍
Ekta request roilo- apnader protyek er sathe ekbar porichoy korar odhir agroho roilo. Sunday suspense recording er behind the scenes ba kono youTube live er madhyome taa sombhob hole at least jaante parbo je kon manush gulor karone amar jibon ke upobhog kora ta ato sundor hoye uthchhe. Antorikkk dhonyobaad janai arekbar❤❤
গল্পটা শুনতে শুনতে কখন যে চোখের কোনে জল চলে এলো বুঝতে পারিনি 😢😢 ভালোবাসা সত্যি খুব বেদনার 😢❤
The classic signifies how events shape destiny of life , how way changes and we come infront of what we call fate.
বাড়ির কাছের গড়মান্দারনের গল্প আগেই পড়েছি দূর্গেশন্দিনীতে, কিন্তু সান্ডে সাসপেন্সের পরিবেশনা নতুন করে প্রস্ফুটিত করল গড়মান্দারনের প্রতিটি কোনা।❤
Amar o bari Mandaron ar pass ai .
Sotti khub bhalo laglo ❤
Eta ki kamarpukur er pase
@@debabratabanerjee9763 Ha go 20 min lagbe bike e... amar bari ekhanei
Hmm
অসংখ্য ধন্যবাদ সানডে সাসপেন্স এর সমস্ত দাদা ও দিদি দের এইরকম অসাধারণ গল্প দেওয়ার জন্য
Thank's for your story.....
৭ম বারের মতো শুনলাম।❤
Osadharon! Simply Wow! Hey Matrika, tomar hrito gourab aamra punorudhhar korbo!
Great 👌 👍 ..But it has been ages that listeners have been deprived of a thrilling Feluda Story and a Professor Shonku adventure..Requesting for the same !!!!
Yes true I miss feluda stories
Sara jebon a ai golpo ta amr mona thakba . Thank you for all
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্পঃ, সেই গল্পঃ শুনে চোখ দিয়ে জল বের হবে না তাও কি সম্ভব !! 🥺💔 ( The count of Monte Christo এর পর heart touching story hole seta দূর্গেশনন্দিনী হবে )