মিরপুরের কোথায় গেলে অল্প দামে কাপড় কিনতে পাওয়া যায়????

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • আজকে গেছিলাম মিরপুর 11 নাম্বার ভাসানীর মোরে। যারা মিরপুর এরিয়াতে থাকেন তারা এ ভাসানীর মর সবাই কমবেশি চিনে থাকবেন। সেখানে আসলে মূলত যাওয়ার কারণ হচ্ছে আমি কয়েকদিন আগে ওখানে দেখেছিলাম বেশকিছু দোকান হয়েছে এবং সেই দোকানের কাপড়-চোপড়ের দাম গুলো অনেক আয়ত্তের মধ্যে ছিল বলা যেতে পারে reasonable price। ভাসানীর মোড় থেকে ডানদিকে অনেকগুলো দোকান রয়েছে এবং যেগুলোতে কিনা রংবেরংগের এবং বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের ওয়ান পিস টু পিস থ্রি-পিস পাওয়া যায়। আমরা যারা একটু ফ্যাশনেবল মানুষ তারা ওয়ান পিস অথবা কুর্তি টাইপের জামা পরতে পছন্দ করি। ওইসব দোকানগুলোতেই কুর্তিও পাওয়া যায়। আপনি আপনার সাধ্যের মধ্যেই সেখান থেকে কিনতে পারবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কুর্তি। আমি আসলে ব্লক করতে যেয়ে আমার নিজেরই পছন্দ হয়েছিল তাই আমিও ওখান থেকে কুর্তি ক্রয় করেছি। ভাসানীর মরে ডানে এবং বামে প্রচুর দোকান দোকান রয়েছে শুধু জামাকাপড়েই নয 200 থেকে 300 টাকার মধ্যে জুতা এবং ২৫০ টাকার মধ্যে গজ কাপড় পাওয়া যায় সেখানে।
    তো ঘুরে ঘুরে দেখতে দেখতে অনেক টায়ার্ড হয়ে পড়েছিলাম এবং অনেক ক্ষুধা ও লেগেছিল তাই মিরপুর 11 নাম্বার বাসস্ট্যান্ডেই যেই রাব্বানী হোটেল এন্ড রেস্টুরেন্ট রয়েছে সেখানে ঢুকে পড়লাম আমি এবং আমার ভাবি। আসলে হালকা-পাতলা নাস্তা খাওয়ার উদ্দেশ্যে আমাদের সেখানে যাওয়া। ওখানের ফালুদাটা নাকি অনেক ভালো এবং মজা। তো আমরা দুজনে একটা হালিম অর্ডার করলাম তারপর দুইটা ফালুদা অর্ডার করলাম এবং সাথে একটা লাচ্ছি অর্ডার করলাম। খাবারগুলা মাশাল্লাহ ভালই ছিল। খেয়েদেয়ে দুজনে পেট পুজো করে বাসার দিকে চলে আসলাম।

ความคิดเห็น • 46