Indian Reaction on|মাথার ঘাম পায়ে ফেলে সম্পত্তির মালিক হয়েছেন,যাকাত দিতে হবে কিনা?|Mizanur Rahman

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025

ความคิดเห็น • 320

  • @kazisadik8943
    @kazisadik8943 3 ปีที่แล้ว +74

    প্রতি বছর খরচের অতিরিক্ত অংশ থেকে ১০০% এর ২.৫% এক ভাগ গরিব দুখিদের দান করাকে যাকাত বলে এটাই হলো নিসাব বা পরিমান।

    • @lastday7417
      @lastday7417 2 ปีที่แล้ว +1

      হ্যা তবে সেটা অর্থ বা টাকাই দিতে হবে কোনো লুংগি,কাপর নয়।

    • @azizulhaque5097
      @azizulhaque5097 2 ปีที่แล้ว +2

      ভাই এই শতকরা আরাই ভাগ যাকাত কিন্তু দান নয় ॥ প্রথমে কস্টে থাকা আত্বিয় স্বজন এরপর পরিচিত এবং গরীব দুখি মানুষে প্রাপ্য অধিকার বা হক বা পাওনা ॥ এটা কোন চ্যারিটি বা দান নয় ॥ বিশেষ করে লোক দেখানো ⁉️

    • @mdFarhad-n5y
      @mdFarhad-n5y 9 หลายเดือนก่อน

      কি পরিমান সম্পদ থাকলে তার থেকে কত পার্সেন্ট যাকাত দিতে হয় মানি এটা তাকে দিতেই হবে ,সেটা গুগল সার্চ করে জেনে নিবেন।এখন কথা হচ্ছে দেশে এমন অনেক বেক্তি আছে যাদের যাকাতের সম্পদ এতো পরিমান যে তা যদি যথা যত ভাবে আদায় করে তাহলে প্রতি বছর অনেক লোককে সাবলম্বী করে দেওয়া যায় ,সে জন্য ইসলামে প্রতি বছর জমা ক্রিত সম্পদের ২.৫%যাকাত আদায় করা বাধ্যতা মূলক।দেশে এমন অনেক লোক আছে যাদের সম্পদের ২.৫%করে হলেও বছরে লক্ষ লক্ষ টাকা আসে বুঝেন সেটা কি পরি পুর্ন ভাবে আদায় করা হয়? ইসলামের এমন একটা সময় ছিল রাষ্ট্রীয় ভাবে ধনিদের থেকে যাকাত আদায় করে গরিবদের দেওয়া হতো পলে চুরি ডাকাতি এসব কিছু একে বারে কম ছিল সমাজে ভারসাম্য বজায় থাকতো

  • @nayonkhan9649
    @nayonkhan9649 3 ปีที่แล้ว +124

    যাকাতের কখন দিতে হয়। যখন ৭ ভরি পরিমানের সর্নের দাম পরিমান টাকা বা সম্পদ যদি এক বছর জমা হয়ে থাকে তাহলে ঐ সম্পদের যাকাত দিতে হবে। এক লক্ষ টায় ২৫০০। টাকা দিতে হবে

  • @mahmudulhasanmaruf5608
    @mahmudulhasanmaruf5608 3 ปีที่แล้ว +19

    যাকাত দেয়া ফরজ।মানে এই কাজ প্রত্যেক ধনী মুসলিমকে অবশ্যই পালন করতে হবে। কোনো অজুহাত চলবে না

  • @nirob2589
    @nirob2589 3 ปีที่แล้ว +29

    অনাহার আলাদা আর যাকাত ভিন্ন যেটা মুসলমানদের অবশ্যই দিতে হবে। আপনার জমাকৃত অর্থের একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদ দিতে হবে। আর অনাহারের জন্য অন্যভাবে সাহায্য করতে হবে যাকাতের সাথে মেলালে হবে না।

  • @rajibsujon7604
    @rajibsujon7604 3 ปีที่แล้ว +14

    যাকাতের পরিমান হলো সম্পদের ৪০ ভাগের এক ভাগ বা ২.৫%।এখন যার ১০০০০০০০ টাকা আছে সে ৫ জন দরিদ্রকে ৫০০০০৳ করে দিয়ে ব্যবসার মূলধন দিতে পারেন।ফলে ঐ ৫ জনের স্থায়ী ব্যবস্থা হয়ে যায়।এতে দারিদ্রতাও হ্রাস পাবে,ইনশা-আল্লাহ।

  • @mdshihabrana8374
    @mdshihabrana8374 9 หลายเดือนก่อน +1

    মুসা আ(স:) আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারতেন। আর তিনি অনেক রাগী ছিলেন। ❤❤❤

  • @rabbanishahaj4134
    @rabbanishahaj4134 3 ปีที่แล้ว +29

    আই লাভ আই লাভ মিজানুর রহমান আজহারি হুজুর আলোচনা খুবই সুন্দর লাগল আলহামদুলিল্লাহ

  • @rkbanglachannel13
    @rkbanglachannel13 2 ปีที่แล้ว +11

    আজকেই আপনাদের ভিডিও দেখা শুরু করছি আমার মনে হয়
    আপনাদের প্রায় অর্ধেক ভিডিও দেখা হয়ে গেছে,আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আপনাদের ইসলামের জন্য কবুল করেন আমীন।

  • @mdilias767
    @mdilias767 3 ปีที่แล้ว +4

    অসংখ্য ধন্যবাদ মিজানুর রহমান আজহারি সাহেবের ওয়াজ রিয়েকশন দেওয়ার জন্য অনুরোধ করছি আরো বেশি বেশি মিজানুর রহমান আজহারি ওয়াজ রিয়েকশন দিবেন ধন্যবাদ

  • @kazisadik8943
    @kazisadik8943 3 ปีที่แล้ว +4

    অসংখ্য ধন্যবাদ মিজানুর রহমান আজহারি স্যারের ভিডিও দেয়ার জন্য 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @mdkamalks7509
    @mdkamalks7509 3 ปีที่แล้ว +16

    আল্লাহ আপনাদের কে হেদায়েত ধান করুণ আমিন

  • @zaherulislam4492
    @zaherulislam4492 2 ปีที่แล้ว +2

    যাকাত এমন এক টা জিনিস যার নাকি কোটি কোটি টাকা আছে সে ব্যক্তি যদি গরীব দুঃখী মানুষকে যাকাত না দেয় তার শাস্তি অনেক কঠিন হয় আল্লাহ পাক আমাদের কে যায় দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা যাতে গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারে এবং সঠিক নিয়ম মেনে যাকাত দিতে পারে সেই তৌফিক দেন আমিন

  • @DetailsTechnology
    @DetailsTechnology 3 ปีที่แล้ว +9

    অনাহার কে ১/২বেলা খাবার দেয়ার জন খুব বেশি বড় লোক হওয়া লাগেনা,এটা যে কেউ দিতে পারে।
    কিন্তু যাকাত দিতে হয় নিসাব পরিমাণ সম্পদ থাকলে।আর যাকাত দেয়া আবশ্যক।
    ২/৩ জনের যাকাতের সম্পদ দিয়ে যদি একজন গরিব লোক কে দেন,তাহলেই তো হয়।আর যাকাত কাদেরকে দিতে হয় সেটা এ ইসলামে বলা আছে।অমুসলিমদেরকে ও যাকাত দেয়া যায়।

  • @mdnayem3338
    @mdnayem3338 3 ปีที่แล้ว +5

    অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে মিজানুর রহমান আজহারি হুজুরের ভিডিও দেওয়ার জন্য ❤️❤️❤️❤️❤️❤️

  • @RuhulAmin-gl4vf
    @RuhulAmin-gl4vf หลายเดือนก่อน +1

    Ameen ❤❤

  • @mdsagorhossainsadik2092
    @mdsagorhossainsadik2092 3 ปีที่แล้ว +2

    অস্থির ভিডিও ভাইজান আপনি মিজানুর রহমান আজহারীর ওয়াজ বেশি বেশি আপলোড করবেন ইনশাআল্লাহ আপনার বেশি বেশি ভিউ হবে

  • @jaraislam3941
    @jaraislam3941 3 ปีที่แล้ว +10

    Title :ইতিহাসের সেরা কনফারেন্স
    মিজানুর রহমান আযহারির reaction চাই প্লজ🥰

  • @mdsalem2778
    @mdsalem2778 3 ปีที่แล้ว +4

    ধন্যবাদ আপু মিজানুর রহমানের ভিডিও দেওয়ার জন্য

  • @dhakabd7738
    @dhakabd7738 3 ปีที่แล้ว +4

    আপনাদের ইসলামের ছায়াতলে আসার আমন্ত্রণ রইল,আল্লাহতালা কবুল করুন,আমিন।

    • @DibyenduSarkar81
      @DibyenduSarkar81 3 ปีที่แล้ว

      ছায়াতলে থেকেই তো আজ এই অন্ধকার নেমে এসেছে। তাই এবার দয়াকরে ছায়া থেকে আলোতে ফিরে আসুন। সূর্যের মতো দীপ্তি শীল হন আর আগামী প্রজন্মকেও প্রগতির আলো দেখান।

  • @zahirulislambangladesh8873
    @zahirulislambangladesh8873 3 ปีที่แล้ว +3

    কিছু বলার নাই সত্যি অসাধারণ আওয়াজ

  • @mdmehedihasan2365
    @mdmehedihasan2365 3 ปีที่แล้ว +11

    ইসলাম সম্বন্ধে আরো জানুন তাহলে আপনারা ইসলামকে ভালোবাসবেন।

    • @DibyenduSarkar81
      @DibyenduSarkar81 3 ปีที่แล้ว

      বেশী ইসলাম ইসলাম না করে যদি তুমি নিজের DNA test করাও তাহলেই বুঝতে পারবে তোমার পূর্বপুরুষেরা হিন্দুই ছিল, পরবর্তীকালে মুঘলরা জোরকরে convert করে শান্তিপ্রিয় করেছে। তাই আরবরা দিনে যতবার না নিজেদের মুসলিম দেখানোর চেষ্টা করে তার থেকে তোমরা নিজেদের খাঁটি মুসলিম প্রমাণ করার বৃথা চেষ্টা করো। যেনো মার থেকে মাসীর দরদ বেশী।

    • @mdmehedihasan2365
      @mdmehedihasan2365 3 ปีที่แล้ว +1

      @@DibyenduSarkar81 ও তাই নাকি ইসলাম থেকেও কি তোমাদের হিন্দুদের বানানো মূর্তিপূজার ক্ষমতা বেশি হয়ে গেল নাকি,,,,,,,,,, নিশ্চয়ই মহান আল্লাহ মহান ক্ষমতাধর, তিনি পবিত্র কুরআনে তা উল্লেখ করেছেন। আর জেনে রাখো আমাদের পবিত্র কুরআন এর সমতুল্য কোনো আসমানি কিতাব দেখাতে পারবে কি,,,,,,,, নিশ্চয়ই না!!!!! তোমাদের বেদ, মহাভারত এগুলো সবই বানোয়াট মহান রব এক মাত্র প্রভু আল্লাহ যদি চান তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে,,,,,,,!!! আমাদের কুরআন ১৪০০ বছর আগে যা যা বলেছে তা আজ বিজ্ঞান উন্নত হওয়ার পর সব বুঝতে পারছে তাই বলব নিজে বানানো খেলনাকে খোদা না মেনে এক মাত্র ঈশ্বর মহান আল্লাহর গোলামি কর কারন আমাদের উচিত সকল মানুষের একমাত্র খোদার ইবাদত করা যিনি হলেন আল্লাহ।।।।।। ❤️❤️❤️

  • @akashuddin8850
    @akashuddin8850 3 ปีที่แล้ว +3

    I love mizanur Rahman azhari ❤️❤️❤️❤️

  • @MuniraEity
    @MuniraEity 3 ปีที่แล้ว +2

    যার যেমন সম্পদ রয়েছে সেভাবে একটা নির্দিষ্ট পরিমাণ দিতে হয় যাকাত। একটা সীমা দেয়া আছে এর সমপরিমাণ বা উপ্রে সম্পদ হলে তবেই সে যাকাত দিবে আর মোট সম্পত্তির ২.৫ পার্সেন্টেজ দিতে হবে প্রতি বছর। আর নর্মাল্লি দান করা এবং যাকাত দেয়া দুটি ভিন্ন বিষয়। স্বাভাবিক ভাবে আপনি যতটুকু পারেন মানুষকে দান সাদকা করতে পারেন। কিন্তু যাকাত মানেই ওই নির্দিষ্ট সীমা পরিমাণ সম্পদের মালিক যিনি তাকে সেই মোট সম্পদের ২.৫ পার্সেন্ট দান করতে হবে (বছরে ১ বার)। যাদের সামর্থ্য আছে তাদের যাকাত দেয়া বাধ্যতামূলক।

  • @InspiredJB
    @InspiredJB 3 ปีที่แล้ว +11

    সম্পদের ৪০ ভাগের একভাগ যাকাত আদায় করা ফরজ। অর্থাৎ শতকরা আড়াই টাকা। কাজেই কারো ৮০,০০০( আশি হাজার) টাকা যাকাতযোগ্য সম্পদ থাকলে সে ২,০০০ ( দুই হাজার ) টাকা যাকাত দিবে

  • @mijanurislamjahid4078
    @mijanurislamjahid4078 3 ปีที่แล้ว +1

    Alhamdulillah amr prioyo bokta hujur

  • @razo263
    @razo263 3 ปีที่แล้ว +20

    মহান বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩🇧🇩

  • @minarulislam1152
    @minarulislam1152 3 ปีที่แล้ว +6

    ভালোবাসা অবিরাম❣️❣️❣️🇧🇩🇧🇩🇧🇩

  • @MdMamun-zf1le
    @MdMamun-zf1le 3 ปีที่แล้ว +1

    আল্লাহু আকবার 😭😭😭😭😭😭😭😢😢😢😢😥😥😥😥😥

  • @AliG-w1l
    @AliG-w1l 9 หลายเดือนก่อน

    আসলে ভালো লাগছে সত্য কথা না বললেও নয় আপনাদের ভিডিওগুলো খুব ভালো লাগছে আমার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ❤❤❤

  • @ShahinChowdhury-sx5jd
    @ShahinChowdhury-sx5jd 4 หลายเดือนก่อน +1

    মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে একটি কুঠার কিনে দিয়েছিলেন । যাতে তিনি বাগান থেকে কাঠ কেটে তা বিক্রি করে স্বাবলম্বী হতে পারে। তাই যাকাতে এমন কিছু দেওয়া যাতে তিনি তা দিয়ে কাজ করে খেতে পারে।

  • @maynulmaynul1200
    @maynulmaynul1200 3 ปีที่แล้ว +2

    এই বুরুনাই দেশে আছি এখন আমি আর এই রাজপ্রসাদে টয়লেটর কমট ব্যাছিগং এগুলো সব সরনো দিয়ে বানানো এটা ১০০% সত্য কথা

  • @mdmehedihasan2365
    @mdmehedihasan2365 3 ปีที่แล้ว +15

    আপনাদের মেধা শূন্যর তালিকায়।।।।।।। হিন্দুধর্মের কোনো সঠিক নিদর্শন প্রকৃতিতে আছে কি????? কিন্তু ১৪০০ বছর আগের কুরআনের বাণীগুলো এখন নিদর্শন হিসেবে দেখতে পাবেন।।।।।

    • @DibyenduSarkar81
      @DibyenduSarkar81 3 ปีที่แล้ว +1

      হিন্দু কোনো ধর্ম নয়। এটা একটা জাতির নাম। সমগ্র ভারত উপমাদেশে (বর্তমান আফগানিস্তান থেকে মায়ানমার) বসবাসকারী সকলেই জাতিতে হিন্দু। ধর্মের নাম হলো সনাতন ধর্ম। সনাতন কথার অর্থ হলো যাহার কোনো শুরু বা শেষ নেই, অর্থাৎ যাহা নিরন্তন। সিন্ধু সভ্যতার carbon dating এর মাধ্যমে অনেকে বলেন সনাতন ধর্ম ৫০০০ সালেরেও প্রাচীন ধর্ম। সনাতন ধর্মের সঠিক নিদর্শন আমরা বেদ, ভগবতগীতা, ব্রমানা, আরণ্যক, উপনিষদ, বেদাঙ্গ, উপবেদ, দর্শন, স্মৃতি, পুরান, রামায়ণ, মহাভারত প্রভৃতি নানান জ্ঞানবর্ধক গ্রন্থ থেকে পাই। আমরা তথাকথিত শুধু একটিমাত্র "আসমানী কিতাব" কে ব্রম্য বাক্য মেনে চলি না।
      We are seekers but not stupid believers.

    • @mdmehedihasan2365
      @mdmehedihasan2365 3 ปีที่แล้ว

      @@DibyenduSarkar81 তোমাদের ধর্মে কিছুই নেই,,,, শুধু ঘোড়াচালক কৃষ্ণের কয়টা বউ ছিল, রাধার কাহিনী, রাবণের কাহিনী, শিবের কাহিনী বলা হয় আরে ভাই তোমাদের ধর্ম গুরুরা গাছের পূজা করে 🤣🤣🤣 মাছের পূজা করে😂😂😂 সাপের পূজা করে😂😂😂 কুমিরের পূজা করে 🤣🤣🤣 ভূতের পূজা করে। হায়রে বিধর্মীরা তোরা কি কুরআনের উদাহরন দেখছ না,,, তোরা কি দেখছ না ১৪০০ বছর আগে বলা ফিরআউনকে যে কিনা নিজেকে খোদা দাবি করেছে এখন তার অবস্হা কি হয়েছে গিয়ে মিশরে দেখে আসো তাহলে বুঝতে পারবে। তুমি শুধু কুরআনের একটি আয়াতকে ভুল প্রমাণিত করে দেখাও,,,, open challenge তুমি পারবেনা কারন কুরআন মহান আল্লাহর নাযিলকৃত আসমানি কিতাব তাতে বিন্দু মাত্র ভুল তুমি পাবে না। অপরদিকে তোমাদের বেদ যা বলা হয়েছে তার বিপরীত জিনিস আবার বলা হয়েছে মহাভারতে তাই বলি ভুল মার্কা জীবনব্যবস্হা হতে বেরিয়ে আসো এবং প্রকৃত ধর্ম ইসলামকে অনুসরন কর যদি তোমরা সত্যবাদী হয়ে থাক।

    • @DibyenduSarkar81
      @DibyenduSarkar81 3 ปีที่แล้ว

      @@mdmehedihasan2365 ভগবতগীতা তে ভগবান শ্রী কৃষ্ণ স্বয়ং নিজে বহুবার বলেছেন যে একমাত্র তিনিই হলেন পরমপুজ্য পরমেশ্বর।
      "শ্রীভগবান বললেন-যাঁরা তাঁদের মনকে আমার সবিশেষ রূপে নিবিষ্ট করেন এবং অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করেন, আমার মতে তাঁরাই সর্বশ্রেষ্ঠ যোগী।" --BG 12:2
      ঠিক এরকমই কোরআনে আল্লাহ কি নিজেই নিজের কথা বলেছে কখনো? যদি বলে থাকে তাহলে সেটার আয়াত কোরআন থেকে দিন। আর যদি না বলে থাকে তাহলে কোরআন যে শুধু আল্লাহর বাণী, রঙ্গিলা আরবের রাজা মুহাম্মদের বানানো গল্প না, সেটা কি করে বুঝবো?

    • @mdmehedihasan2365
      @mdmehedihasan2365 3 ปีที่แล้ว +2

      @@DibyenduSarkar81 কুরআনে মহান আল্লাহ বলেছেন আমি মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য

    • @DibyenduSarkar81
      @DibyenduSarkar81 3 ปีที่แล้ว

      @@mdmehedihasan2365 কোন আয়াতে বলেছে? আয়াত number কত?

  • @mahadihasan7748
    @mahadihasan7748 3 ปีที่แล้ว +5

    ধন্যবাদ 😍😍😍

  • @monirujjamanhazi5289
    @monirujjamanhazi5289 15 วันที่ผ่านมา

    আল্লাহ তুমি আমাদের হেদায়ত দান করোন আমিন

  • @merajuddin7290
    @merajuddin7290 2 ปีที่แล้ว +3

    অাল্লাহ অাপনাদের ইসলামের পথে অাসার তৌফিক দান করুক অামিন

  • @abirhossen3461
    @abirhossen3461 3 ปีที่แล้ว +8

    Happy Victoria Day ❤️❤️🇧🇩❤️🇧🇩❤️❤️

  • @AbdulMotionMia-u6v
    @AbdulMotionMia-u6v 10 หลายเดือนก่อน

    ছোট সূরা তাকাসূরের তরজমা।। সূরা টা রাএে পরলে একহাজার আয়াতের ছোয়াব আমল নামায় আললাহ দিয়া দেন।

  • @m0barakhossin40
    @m0barakhossin40 2 ปีที่แล้ว +4

    আপনি মাথায় কাপড় দিয়ে ওয়াজ শুনবেন,সওয়াব পাবেন। হে আল্লাহ তুমি আমার এই দুই ভাই বোনকে ইসলামের জন্য কবুল করে নাও, আমিন,আমিন,আমিন,

    • @2024okay
      @2024okay 2 ปีที่แล้ว

      আমিন

  • @ahababanjum4832
    @ahababanjum4832 3 ปีที่แล้ว +5

    Nice to watching D. Mizanur Rahman Azhari Sir. Please give reactions more on his vedio.💞💐🇧🇩

  • @mdrubelislam530
    @mdrubelislam530 2 ปีที่แล้ว

    Good luck Mizanur Rahman azahari

  • @mdjuwelyasin4049
    @mdjuwelyasin4049 ปีที่แล้ว

    ❤❤❤❤মিজানুর রহমান আজহারী

  • @joynulahmed4596
    @joynulahmed4596 3 ปีที่แล้ว +3

    মুকার্রম বারি সাহহেবের ওয়াজ রিয়েকশন দিন

  • @lastday7417
    @lastday7417 2 ปีที่แล้ว

    যখন কারো কাছে ৭ ভরি সর্ন বা তার পরিমান টাকা ১ বছর জমে থাকে তখন সেই টাকার মোট আরাই ভাগ ওই বছরের শেষে দিতে হয়,আর এর নিচে থাকলে যাকাত দেওয়া বাধ্যতামূলক নয়,এভাবে প্রতি এক বছর পর পর দিতে হবে,
    সহজে বললে বর্তমান সর্নের ভরির বাজার মুল্যে ২ লক্ষ ৮০ হাজার টাকা থেকে যাকাতের এই সিষ্টেম শুরু হবে।
    যদি কারো কাছে ৩ লক্ষ্য থাকে তাতে সারে সাত হাজার টাকা যাকাত হবে,
    যদি ৪ লক্ষ্য টাকা থাকে তার হবে ১০ হাজার।
    যদি ১ কোটি টাকা থাকে তার যাকাত দিতে হবে ২ লক্ষ ৫০ হাজার টাকা।
    মোট কথা : এই সিষ্টেম টা আল্লাহ এজন্য দিয়েছেন যেনো প্রথিবীর প্রতিটা মানুষ ২ লক্ষ ৮০ হাজার টাকার মতো সম্পদ শালি থাকেই থাকে,
    যদি আজ এমন হতো ভাবুন প্রথিবির উচু নিচু বৈষম্য কি আর থাকতো

  • @mdsuwell3602
    @mdsuwell3602 ปีที่แล้ว

    Allah hu akbar ☝️☝️💪☝️☝️☝️

  • @mdsirajul479
    @mdsirajul479 2 ปีที่แล้ว

    আমি মালোশিয়াতে আছি আপনাদের ভিডিও দেখি বাংলাদেশী বয় সিরাজুল ইসলাম

  • @sahabajmondal4142
    @sahabajmondal4142 2 ปีที่แล้ว +1

    জাকাত সম্পর্কে পুরো বিষয়টি জানতে হবে। তাহলে আপনার ধারণা আসবে। এক বেলা খাওয়ায়ে সাময়িক খুধা নিবারণ হবে কিন্তু জীবন ব্যবস্থা পাল্টাবে না।

  • @pentagonenterprise8211
    @pentagonenterprise8211 2 ปีที่แล้ว +1

    সারা বছর প্রয়োজনীয় সমস্ত খরচ করার পর ৭ ভরি স্বর্নের সমপরিমাণ অর্থ যদি স্থিতি অবস্থায় থাকে, তবে সেই অর্থের ২.৫% যাকাত দিতে হবে।

  • @soharabhossain3926
    @soharabhossain3926 3 ปีที่แล้ว +4

    এজন্য যাকাতের ফান্ড করে দেওয়ার নিয়ম, ১০০ টাকার যাকাত হল ২.৫০ টাকা।

  • @mohamodsukkur5952
    @mohamodsukkur5952 3 ปีที่แล้ว +1

    মাশাআল্লাহ🇧🇩👍👍

  • @itsrumman
    @itsrumman 3 ปีที่แล้ว +6

    Zakat is compulsory and has punishment from Allah if not given.

  • @niloyislamemran
    @niloyislamemran 3 ปีที่แล้ว +1

    যাকাত আপনার কাছে যদি এক লাখ টাকা থাকে তাহলে 2500 শো টাকা দিতে হবে কোন এক গরীবকে আর যারা প্রচুর ধন সম্পদের মালিক তারা তো কোন এক গরীব কে প্রচুর টাকা দিতে পারে যাতে তার পুরো জীবন চলে যায় আর অন্য কারো কাছে চাওয়া না লাগে। যার যেমন সামর্থ্য সে তেমন ভাবেই সাহায্য করবে।

  • @2024okay
    @2024okay 2 ปีที่แล้ว

    আলহামদুলিল্লাহ

  • @JahingirAlom-wh3bx
    @JahingirAlom-wh3bx 5 หลายเดือนก่อน

    Mijanur. Sar. Na. Hujur❤❤

  • @ins.rajislam9207
    @ins.rajislam9207 2 ปีที่แล้ว

    যাকাত দিতে হয় মোট সম্পত্তির চল্লিশ ভাগের এক ভাগ অর্থাৎ ২.৫% তবে দেওয়ার শর্ত রয়েছে। ৭.৫ ভরী সর্ণ অথবা ৫২.৫ ভরী রূপার দামের সমপরিমাণ টাকা বা সর্ন ১ বছর কাল সময় থাকে তবে ঐ সম্পদের উপর যাকাত দিতে হবে।

  • @muhammadminhajabedin6735
    @muhammadminhajabedin6735 2 ปีที่แล้ว

    আপু এবং ভাইয়া মিজানুর রহমান আজহারীর আরো ভিডিও চাই।😘🙂🥰

  • @AslamKhan-u2s2h
    @AslamKhan-u2s2h 3 หลายเดือนก่อน

    আপনাদের চিন্তা করা উচিত আল্লাহ কে নিয়ে, ইমান না আনলে আপনারা চিরস্থায়ী জাহান্নামে থাকবেন

  • @rajuahammad3792
    @rajuahammad3792 3 ปีที่แล้ว

    বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ ভাসমান সেতু নিয়ে রিয়েকশন দাও

  • @muhammadmasudmasud6719
    @muhammadmasudmasud6719 2 ปีที่แล้ว

    Masa-allah 🥰🥰

  • @eftekhartube3020
    @eftekhartube3020 3 ปีที่แล้ว

    যাকার সবাইকে দিতে হবে বিষয়টা এরকম নয়।। যাদের নির্দিষ্ট পরিমাণ সম্পদ রয়েছে, তাদের যাকাত দিতে হয়।। বছর শেষে যাদের ৫২ তোলা রোপা সমপরিমাণ সম্পদ যাদের রয়েছে, তাদের যাকাত দিতে হয়। এর কম থাকলে যাকাত দেওয়া আবশ্যক নয়।। আর যাকাত যেকোনো একজন বা দুইজনকে দিতে হয়, ঢালাওভাবে সবাইকে নয়।। যাতে যাকাত পাওয়ার পর ওই ব্যাক্তিটি ব্যাবসা বা অন্যকিছু করে সারাজীবন খেতে পারে।। এভাবে সব সম্পদশালীরা যাকাত দিলে গরীব থাকতো না।।

  • @muhammadminhajabedin6735
    @muhammadminhajabedin6735 2 ปีที่แล้ว

    সাত ভরি স্বর্ণ বা সাড়ে ৫২ তলা রুপার মতো অথবা এগুলোর সমান অর্থ যদি এক বছর থাকে তাহলে তবে তার ওপর যাকাত দেওয়া ফরজ। এটি ইসলামের পাঁচটি মৌলিক স্তম্ভ: নামাজ রোজা ও হজের মধ্যে অন্যতম একটি। (বুখারী ও মুসলিম হাদিসের আলোকে।)🙂

  • @olichowdhury4523
    @olichowdhury4523 3 ปีที่แล้ว +2

    অসংখ্য ধন্যবাদ তোমাদের
    বিশেষ করে আমার বন্ধু শিলাজ্বিৎ

  • @hossainparbeshossainhossai4699
    @hossainparbeshossainhossai4699 2 ปีที่แล้ว

    শুধু মুসলিম না দিদি, যদি মুসলিম বড় লোকটার পাশে যদি হিন্দু খৃষ্টান ইত্যাদি সবাইকে দিতে হবে, খালি গরিব কে দিলে হবে না, এইটা ইসলামে নেই।

  • @litonahmed5125
    @litonahmed5125 3 ปีที่แล้ว +1

    আজকে শাবনুরের জন্মদিন স্পেশাল কিছু চাই।

  • @hossainmiya8609
    @hossainmiya8609 3 ปีที่แล้ว +1

    আপু ইউসুফ জুলেখার কাহিনীর রিয়াকশন দেন

  • @jadir241
    @jadir241 3 ปีที่แล้ว

    কখনও যাতে যাকাত নিতে না হয়, বলতে বুঝানো হয়েছে কর্মসংস্থান এর সুযোগ করে দেওয়া......এই পরিমাণ সম্পদ দিতে হবে যেনো যাকাত আদায়কারী একটি রিকশা কিনে ওর জীবিকা নির্বাহ করতে পারে। অথবা সেলাই মেশিন কিনে দেওয়া। এরকম টাইপের কিছু একটা করা। এটাই বলা হয়েছে।

  • @UniqueStudy1
    @UniqueStudy1 6 หลายเดือนก่อน

    মানুষ যদি বিধর্মী হয় এবং ভালো কাজ করে। তাদের ভালো কাজের বিনিময় পৃথিবীর তে তার জন্য। উপহার পাবে৷ মানে ভালো কাজের জন্য তার পৃথিবীর ভালো কিছু পাবে। কিন্তুু মারা যাবার পর তাদের জন্য রয়েছে কঠিন সাস্তি।
    কারণ যারা আল্লাহ সাথে শিরিক করে। তাদের কে কখনো জান্নাতে যাবে না।

  • @t.j.-thegamer3205
    @t.j.-thegamer3205 3 ปีที่แล้ว +3

    An nafee channel theke Sura Mulk er reaction chaii plzz

  • @akhiakter3100
    @akhiakter3100 3 ปีที่แล้ว +4

    Happy Victory Day🇧🇩

  • @ranashohel3200
    @ranashohel3200 3 ปีที่แล้ว

    Vai ami Malaysia theka dakhi apnar video..ami apnaka mizanur rahoman azhari sir er science niye akta video kotha 100 bar bolcee

  • @anarulhok2571
    @anarulhok2571 3 หลายเดือนก่อน

    1lakh taka thakle 2500 taka
    Jakat dite hoi ..insha allah ..
    Buste pere sen.❤

  • @howtomake4055
    @howtomake4055 3 ปีที่แล้ว +1

    যাকাত...❤️❤️❤️❤️❤️

  • @mrrahim9584
    @mrrahim9584 2 ปีที่แล้ว

    নির্দিষ্ট পরিমাণ সম্পদ হলে তার থেকে ২.৫% সম্পদ যাকাত দিতে হয়।অর্থাৎ সাড়ে সাত ভরি স্বর্ন হলে অথবা সে পরিমাণ সম্পদ থাকলে (সেটা নগদ অর্থ হতে পারে)তখন যাকাত দেয়া ফরজ হয়ে যায়।আশা করি বুঝতে পেরেছেন

  • @mdalaminhosen6696
    @mdalaminhosen6696 3 ปีที่แล้ว +7

    যার যতটুকু সমর্থ আছে সে ততটুকু দিবে এক হাজারে 25 টাকা দেওয়া লাগে

    • @gean13-v1x
      @gean13-v1x ปีที่แล้ว

      ভুলভাল বলবেন না

  • @atifahmedasif3019
    @atifahmedasif3019 3 ปีที่แล้ว +4

    আমি মনে করছিলাম। আপনারা আজ। বিজয় দিবস। উপলক্ষে। বিজয় দিবস। এর হিস্টরি সম্পর্কে ভিডিও আনবেন। আপনারা তো এমন ভুল করে নাহ।

  • @abdulbaset7953
    @abdulbaset7953 3 ปีที่แล้ว

    Sudipta Mem Ke Onek Dhonnobad Khub Valo React Deyar Jonno
    Besirvag Car e Amader German Brands
    Porsche/BMW/Mercedes Benz Only Made In Germany 🇩🇪
    Azhari Absolutely Right
    Reference From The Holy Quran
    Sura Takasor
    Allah Is The Greatest

  • @Zakirislamic
    @Zakirislamic หลายเดือนก่อน

    These are beauty of Islam

  • @abirhossen3461
    @abirhossen3461 3 ปีที่แล้ว +4

    Happy Victoria Day ❤️🇧🇩

  • @Alamin-pm7pl
    @Alamin-pm7pl ปีที่แล้ว

    I'm form Bangladesh Dhaka come form Malaysia Kuala Lumpur

  • @anarulmandol2076
    @anarulmandol2076 2 ปีที่แล้ว

    Hmm allah jai bola tai kora vai bon nice

  • @Jakirlaskar-nt1tt
    @Jakirlaskar-nt1tt 4 หลายเดือนก่อน

    যাকাত সম্বন্ধে যে কথা বলেছে ঠিকই

  • @arraju2375
    @arraju2375 3 ปีที่แล้ว

    সচ্ছল ব্যক্তির জন্য যাকাত দেয়া ফরজ।
    অর্থাৎ বাধ্যতামূলক ।

  • @sabihaabedin6475
    @sabihaabedin6475 3 ปีที่แล้ว +1

    Surah wakiyah
    Channel name-An Nafee
    Recited by Abu ubayda

  • @kawsarekjibon
    @kawsarekjibon ปีที่แล้ว

    তার নির্দিষ্ট সম্পদের পর, শতকে ২.৫% যাকাত দিতে হবে।

  • @glamorofcricket6640
    @glamorofcricket6640 3 ปีที่แล้ว

    সৈয়দ মোকাররম বারী হুজুরের ওয়াজ এর রিয়েকশান দিন সুদীপ্তা দি

  • @jahanirina7837
    @jahanirina7837 2 ปีที่แล้ว +1

    কষ্টকরে কোরান দেখে নিবেন। যাকাত কি? এবং কেন?

  • @shohelahmed373
    @shohelahmed373 ปีที่แล้ว

    মেয়েটার knowledge ভালো,চেষ্টা করলে অনেক কিছু শিখতে পারবে

  • @armanhowlader557
    @armanhowlader557 2 ปีที่แล้ว

    যাকাত হলো আপনি যতটুকু পরি মান দেওয়ার মালিক অনেক জনকে না দিয়ে একজনকে দিয়ে দিবেন সে যেন আগামী বছর আর যকাত নিতে না আসে অনেক দেওয়ার প্রয়োজন নেই একজনকে দিয়ে দেবেন সে স্বাবলম্বী হবে এমন করে প্রতিবছর একজন একজন করে দিয়ে দিলে সবচাইতে ভালো হয় আর হলো অনেক জনকে দেওয়া মানে লোক দেখানো দেওয়া আপনি মনে করেন একটি লুঙ্গি একটি শাড়ি কিনে পড়ার মতো সবার সামর্থ্য থাকে তার জন্য লুঙ্গি বা সারি দেওয়ার প্রয়োজন নেই

  • @shbosswithcricket2311
    @shbosswithcricket2311 3 ปีที่แล้ว

    Sudipta Thik boleche

  • @zamankawsar9999
    @zamankawsar9999 3 ปีที่แล้ว

    Zakat is not charity any longer according to Islam. Zakat is a haq for the poor, a right in the assets of the rich.

  • @Raselmd-df9pc
    @Raselmd-df9pc ปีที่แล้ว

    Amin

  • @মিহরীমা
    @মিহরীমা 3 ปีที่แล้ว

    যাকাত এটা তো অন্য ব্যাপার। কিন্তু আপনি যদি ধনী বা গরীব হন আপনিও দান সদকা দিতে পারবেন। তার মধ্যে টাকাও থাকতে পারে শাড়ি ও থাকতে পারে, জামা কাপড় থাকতে পারে ইত্যাদি ইত্যাদি। দান-সদকা আমরা প্রত্যেকে করতে পারি সেটা যেকোন কিছু দিয়ে হলেও।

  • @mostaquemohammad9019
    @mostaquemohammad9019 ปีที่แล้ว

    যাকাতের বিধান সমর্পকে আরো জানুন তারপর মন্তব্য করুন, কাদের উপর যাকাত দেওয়া উচিত বা কাদের দেওয়া ফরয, কেমন দেওয়া ভাল এসব বিস্তারিত জানুন তারপর বলুন। এগুলি sensitive issue ভাল জানা উচিত।

  • @meibrahimhasan1595
    @meibrahimhasan1595 2 ปีที่แล้ว

    Islam is best

  • @jjsjsjddbdbbd
    @jjsjsjddbdbbd 3 ปีที่แล้ว +1

    Masallah

  • @রুহানিশিফা
    @রুহানিশিফা 2 ปีที่แล้ว

    মুফতি আরিফ বিন হাবিব তিনার ওয়াজ দেন

  • @mdjunayed4288
    @mdjunayed4288 3 ปีที่แล้ว +1

    তাহেরি কে নিয়ে একটা ভিডিও বানান ওনুরত করছি

  • @mukhlessk9346
    @mukhlessk9346 3 ปีที่แล้ว

    Jacket quality onek Gulo quality Akshay Islami Paisa Sona Chandi 100/ 2.5/ taka Dan kurte hai vah chhore say say Sansar Chalanor por odhik poriman Sampad thakile Masha Allah

  • @zahirulislam2192
    @zahirulislam2192 5 หลายเดือนก่อน

    সারে ৭ তোলা সর্ণ ৫২ তোলা রৌপো পরিমান অর্থ হলে যাকাত দিতে হয় তবে অর্থ দেউয়াই মুখ্য নিয়ম

  • @karemsky
    @karemsky 3 ปีที่แล้ว

    Urban X Dhaka 2.0 | Bangladesh er opor reaction din please.....

  • @rasulerummah
    @rasulerummah 3 ปีที่แล้ว

    হাফিজুর রহমান সিদ্দিকীর বয়ান চাই