দরগাহ গেইটে ও আশপাশে অনেক হোটেল আছে। বিভিন্ন দামের হোটেল আছে। বিভিন্ন কারণে সিলেটে যেহেতু সারা বছরই সিজন থাকে, সেহেতু হোটেল ভাড়া একটু বেশি। গিয়ে দামাদামি করে নিতে হবে। সাদা পাথর গিয়ে টিকেট কিনে ঘাটে গেলে অনেক ট্যুরিস্ট পাবেন কিংবা সিলেট আম্বরখানা থেকে বাসে উঠে ভোলাগঞ্জ যাবার পথেও কোন সহযাত্রির সাথে ভাব হয়ে গেলে টিম করে নিতে পারবেন, কোন একটা টিমের সাথে ঢুকে গেলেই হবে। অনেকেই ২-৪-৫ জন একসাথে গিয়ে টিম পূর্ণ করতে মানুষ খোঁজে, আশাকরি পেয়ে যাবেন।
এই ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। সাদা পাথর ও জাফলং নিয়ে কোন প্রশ্ন থাকলেও কমেন্টে জানাবেন, উত্তর দেয়ার চেষ্টা করবো।
❤❤❤❤❤
❤❤❤❤❤
Nice Video. (like)
Thank you so much!
Go ahead
Thank you so much!
Vai hotel name and vara koto. . .. R sada pathor e ki single 100 taka ticket kivabe kata jay
দরগাহ গেইটে ও আশপাশে অনেক হোটেল আছে। বিভিন্ন দামের হোটেল আছে। বিভিন্ন কারণে সিলেটে যেহেতু সারা বছরই সিজন থাকে, সেহেতু হোটেল ভাড়া একটু বেশি। গিয়ে দামাদামি করে নিতে হবে।
সাদা পাথর গিয়ে টিকেট কিনে ঘাটে গেলে অনেক ট্যুরিস্ট পাবেন কিংবা সিলেট আম্বরখানা থেকে বাসে উঠে ভোলাগঞ্জ যাবার পথেও কোন সহযাত্রির সাথে ভাব হয়ে গেলে টিম করে নিতে পারবেন, কোন একটা টিমের সাথে ঢুকে গেলেই হবে। অনেকেই ২-৪-৫ জন একসাথে গিয়ে টিম পূর্ণ করতে মানুষ খোঁজে, আশাকরি পেয়ে যাবেন।
১/২ জন গেলে কি জনপ্রতি ১০০ টাকার টিকিটে নৌকায় সাদাপাথর যাওয়া যাবে?
আগেই অন্য পর্যটকদের সাথে কোলাব করে নিবেন। অনেকেই একা বা দোকা যায়, তারাও বোটের জন্য ট্যুরমেইট খোঁজেন। অন্যথায় পুরো নৌকা নিতে হবে।