ইউরোপের ননসেনজেনভুক্ত কোন দেশে ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করলে আপনি সফল হবেন জেনে নিন।

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024
  • অন্যান্য ননসেন্স ভুক্ত দেশগুলোতে ফাইল প্রসেস করতে একটু সাবধানতা অবলম্বন করুন। কারণ একমাত্র সার্বিয়া এবং বেলারুশ ইউক্রেন ছাড়া অন্য কোন দেশ বাংলাদেশিদেরকে তেমন ভিসা দিচ্ছে না।
    আলহামদুলিল্লাহ সার্বিয়ার কিছু পারমিট অনলাইন করলাম । বর্তমানে সার্বিয়াতে বিভিন্ন কোম্পানিতে ভ্যাকেন্সি আছে। এছাড়াও আমাদের কাছে বেলারুশের নতুন ডিমান্ড রয়েছে ৩ মাসের মধ্যে ফ্লাইট দিয়ে দিতে পারব বৈধ কাজের ভিসায় ফ্যাক্টরি ওয়ার্কার, কনস্ট্রাকশন ওয়ার্কার, এগ্রো ফার্ম, বয়স ১৮ থেকে ৫০ বছর।
    যারা ইউরোপের স্বপ্ন লালন করেন, এখনো বেলারুশ সেই ধরনের জটলা তৈরি হয়নি, তাই আগেভাগে ফাইল প্রসেস করলে বর্তমানে ভোগান্তিহীনভাবে ইউরোপ চলে যেতে পারবেন। কারণ যে কোন দেশের ভিসা শুরু হইলে, বাংলাদেশিরা সেই দেশের দিকে ছুটে গিয়ে সেই দেশটা জ্যাম করে দেয়। যেমন বিগত দিনে রোমানিয়া, বর্তমানে সার্বিয়া অলরেডি জ্যাম করে দিয়েছি আমরা। তাই আমি বলব ইউরোপে যাওয়ার জন্য বর্তমানে বেলারুশ দেশটাই বেস্ট। বেলারুশ যাওয়ার পরে আপনারা চাইলে সেখানে দীর্ঘদিন অবস্থান করার পরে, সেনজেন দেশ থেকে বৈধ ওয়ার্ক পারমিট এনে বৈধ ভিসা নিয়ে বৈধভাবে যেতে পারবেন। শর্টকাটে যেতে হলে যুদ্ধবিধ্বস্ত দেশ ইউক্রেন হয়ে সেন্ট্রাল ইউরোপে যাওয়ার সুযোগ রয়েছে তবে সেটা রিক্স নিয়ে। এবং বেলারুশ থেকে পোল্যান্ড, লিথুনিয়া, লাতভিয়া বর্ডারগুলো দিয়া ঢোকা যা,য় তবে অধিক টাকা খরচ করে রিক্স নিয়ে। আমরা আপনাদের বৈধ কাজের নিশ্চয়তা নিয়ে বেলারুশ পর্যন্ত বৈধ কোম্পানিতে পাঠাবো।
    ________==============----------------
    বুলগেরিয়াতে সুইং অপারেটর নিয়োগ দেয়া হবে, যারা যদি ইন্ডিয়া ভিসা জটিলতা থাকে ভিন্ন কোন দেশে গিয়ে এম্বাসি ফেইস করার মন-মানসিকতা রাখেন তারা আবেদন করতে পারেন, কাজের ভিডিও দিতে হবে পাঁচ মিনিটের।
    -----------=========-----------=========---------
    চলমান কিছু কাজের তালিকা।
    সংযুক্ত আরব আমিরাত, বর্তমানে ভিসা বন্ধ আছে ,তবুও স্পেশাল ক্যাটাগরিতে, কিছু স্পেশাল কোম্পানির ভিসা পাচ্ছে। আমরা সংযুক্ত আরব আমিরাতে হাই পাওয়ার কোম্পানিতে, ইনডোর ক্লিনার এবং কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে কর্মী পাঠাতে পারতেছি, আপনারা চাইলে আবেদন করতে পারেন, সরাসরি কোম্পানির ভিসা। ইনডোর ক্লিনার এ ২৫ থেকে ৩০ হাজার টাকা পাঠাতে পারবেন, কনস্ট্রাকশন কাজে গেলে ৩৫ থেকে ৪০ হাজার টাকা পাঠাতে পারবেন, কিছু প্রজেক্ট এর ক্ষেত্রে খাওয়াটা নিজের হয়, কিছু প্রজেক্ট এর ক্ষেত্রে থাকা খাওয়া দুইটাই কোম্পানি দেয়। প্রসেসিং সময় সর্বোচ্চ দুই মাস।
    --------------------------_____________------------------
    আলবেনিয়াতে ভিজিট ভিসা এক মাসের মধ্যে প্রসেস করে দেয়া যাবে।
    _________________-----------------____________
    ক্রোয়েশিয়াতে রেস্টুরেন্ট ওয়ার্কার, হাউসকিপিং ওয়ার্কার, ডেলিভারি ম্যান কাজের জন্য আমার কাছে ডিমান্ড রয়েছে, ৪ থেকে ৫ মাসের মধ্যে এম্বাসি ফেইস করিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। নেপাল গিয়ে ভিসা করে আনতে হবে, সেখানে দুই থেকে তিন মাস অবস্থান করা লাগবে। যারা অত্যন্ত কম সময়ে যেতে চাচ্ছেন তাদেরকে পাঁচ মাসের আশেপাশে ফ্লাইট দেয়া যাবে, তবে শর্ত হচ্ছে আমরা কাজের ভিসায় ঢুকাবো সেখানে নেওয়ার পরে টিআরপি কার্ড করে দিয়ে এনওসি দিয়ে দিব আপনারা চাইলে, ইউরোপের অন্য দেশে গিয়ে জব করতে পারবেন।
    ---------------- _____________----------------________
    সার্বিয়া তে বিভিন্ন কাজের ডিমান্ড রয়েছে যেমন ফ্যাক্টরি ওয়ার্কার, কনস্ট্রাকশন ওয়ার্কার, লাইট ড্রাইভার, হেভি ড্রাইভার, swing operator, যারা ছয় মাস থেকে এক বছরের উপরে সময় দিতে পারবেন তারা সার্বিয়ার জন্য চেষ্টা করতে পারেন।
    ________________----------------------______________
    সৌদি আরবে গ্রোসারিসপ, কফি শপ, এবং কনস্ট্রাকশন এর কাজের জন্য কর্মী নিয়োগ, প্রসেসিং সময় সর্বোচ্চ দুই মাস।
    _______________---------------------__________
    কাতারে ফ্রি ভিসায় কাজের নিশ্চয়তা এবং এক বছরের আকামা করে দিব। প্রসেসিং সময় সর্বোচ্চ দেড় মাস।
    ______________-----------------------______________
    মালয়েশিয়াতে প্লান্টেশন কাজের জন্য ডিমান্ড রয়েছে প্রসেসিং সময় সর্বোচ্চ চার মাস।
    __________--------------_____________
    দক্ষিণ কোরিয়াতে যারা ভাষা শিখে , ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে,HRDতে রোস্টার ভুক্ত হয়ে আছেন তারা চাইলে E-9 এবং E-10 ভিসায় ,ম্যানুফেকচারিং এবং মৎস্য এই দুটি ক্যাটাগরিতে আবেদন করতে পারেন ভিসার মেয়াদ থাকবে চার বছর নয় মাস। প্রসেসিং সময় ছয় মাস থেকে এক বছর।
    ________________------------------____________
    যাদের আগ্রহ আছে সরাসরি সাক্ষাতে কথা বলুন। ভাই আপনার অফিস কোথায়, ভিসার রেইট কতো? বেতন কতো? কি কাজ ?সুযোগ-সুবিধা কেমন? ইত্যাদি জানার জন্য মুঠো ফোনে ফোন না দিয়ে , নিম্নলিখিত নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন ০১৮২২২২৭০১০, অথবা সরাসরি সাক্ষাৎ করুন।
    যোগাযোগের ঠিকানা।
    ধন্যবাদান্তে
    মোঃ ইউসুফ আলী মজুমদার
    ৩৬ রোকেয়া ম্যানশন।
    লিফটের ৬, সপ্তম তলা
    রুম নাম্বার ৭০৩।
    নয়া পল্টন ঢাকা ১০০০
    নয়াপল্টন বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন।
    অথবা নয়াপল্টন আনন্দ ভবন কমিউনিটি সেন্টারের সামনের বিল্ডিং।
    অথবা নয়াপল্টন স্কাউট মার্কেটের পাশের বিল্ডিং।

ความคิดเห็น • 20

  • @mohiuddinasif8349
    @mohiuddinasif8349 13 ชั่วโมงที่ผ่านมา

    রিক্রুটিং এজেন্সির লাইসেন্সকৃত ইউরোপ নিয়ে কাজ করে। এমন অফিসের সাথে কাজ করতে ইচ্ছুক আমি। দয়া করে উত্তর দিবেন।

  • @lipon3271
    @lipon3271 15 วันที่ผ่านมา

    Serbia work permit VISA Total payment cost?

  • @ALHelal-r7z
    @ALHelal-r7z 17 วันที่ผ่านมา +1

    আলহামদুলিল্লাহ ❤❤❤

  • @MEHEDIHASAN-um1oj
    @MEHEDIHASAN-um1oj 13 วันที่ผ่านมา

    মলডোভার ভিসা কি হয়?

  • @mdnateem6692
    @mdnateem6692 17 วันที่ผ่านมา +1

    Corotiar জন্য কি ফাইল এখন জমা দিবো নাকি আরো ২-৩ মাস পরে

  • @MdMamun-x6b1m
    @MdMamun-x6b1m 15 วันที่ผ่านมา

    ভাইয়া আমি যেতে চাই

  • @ধুমকেতু-স৮দ
    @ধুমকেতু-স৮দ 2 วันที่ผ่านมา

    whatsup ye nok korle to replay den nah vhi.😮

  • @robinahmedrobinahmed2781
    @robinahmedrobinahmed2781 8 วันที่ผ่านมา

    সবাই রাজ পথে নামেন ইউরোপের এম্বাসি বাংলাদেশের চাই

  • @ornobkhan-n7h
    @ornobkhan-n7h 17 วันที่ผ่านมา

    Belarus koto tk lagbe janaben hobe ki na gurte parbo na vi jodi hoi 100 hobe ki na

  • @himovlogofficial
    @himovlogofficial 17 วันที่ผ่านมา

    Alhamdulillah

  • @ornobkhan-n7h
    @ornobkhan-n7h 17 วันที่ผ่านมา

    Belarus ki india jete hobe naki

  • @BilalAhmed-v2o
    @BilalAhmed-v2o 17 วันที่ผ่านมา

    ভাই বেলারুশ এর ভিসা স্টিকার করার দায় ইন্ডিয়া যাওয়া লাগে❤ কিন্তু ইন্ডিয়া ভিসা দিচ্ছে না, আপনার পরামর্শ চাই ❤ জানাবেন 🎉 ধন্যবাদ ❤🎉

  • @RahimHasan-f8f
    @RahimHasan-f8f 17 วันที่ผ่านมา

    Boss ❤❤❤❤

  • @jahidulvlogeurope
    @jahidulvlogeurope 17 วันที่ผ่านมา

    Ukrain khoroch koto

  • @kabirhasan1282
    @kabirhasan1282 17 วันที่ผ่านมา +2

    বলিলেন আগামী মাসে আমার বেলারুসের ভিসা কই

    • @MdSopan-k6q
      @MdSopan-k6q 17 วันที่ผ่านมา

      সবচাপা

    • @mohammadripon4980
      @mohammadripon4980 16 วันที่ผ่านมา

      ভাই বেলারুশের জন্য আপনি কত টাকা দিয়ে চুক্তি করলেন

    • @mohammadripon4980
      @mohammadripon4980 16 วันที่ผ่านมา

    • @HaSan-q8x1s
      @HaSan-q8x1s 13 วันที่ผ่านมา

      Kabir hasan vai apner shate kotha boler cilo ki vabe contact korbo??