বসন্ত উৎসব ১৪২৭ Flashmob | North South University Shangskritik Shangathan
ฝัง
- เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024
- মানবতা যখন স্থবির, বিশ্ব যখন এক অনুজীবের ত্রাসে ঘরবন্দী, ঠিক সেই সময়ে ঋতুচক্রের বিবর্তনে এসেছে বসন্ত। এই বসন্ত বরণ উৎসবের পুরোটাই আমরা করতাম নর্থ সাউথ ইউনিভার্সিটির সব ছাত্র ছাত্রী দের সাথে নিয়ে।
আর বসন্ত উৎসব মানেই ফ্ল্যাশমব! পুরো ক্যাম্পাস জড়ো হতো প্লাজা এরিয়াতে, রঙের স্ফুরণ, প্রাণের স্পন্দন সেইসময় যেন প্রতি নিশ্বাসে অনুভব করা যায়।
যদিও আমরা এই নতুন স্বাভাবিক মাথায় রেখে চেষ্টা করেছি সবাইকে উৎসবের আমেজ দিতে, কিন্তু শূন্য ক্যাম্পাস আর প্লাজা এরিয়া দেখে পুরনো দিনের স্মৃতি এবং মুখরিত দিনের কথা মনে পড়েছে। তাই পুরোনো সেই প্রাণের স্মৃতিকে ফিরিয়ে আনতে এবার নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে ছিলো কিছুটা ভিন্ন ধাঁচের একটি ফ্ল্যাশমব!
Find us @
Facebook:- / nsuss
Instagram:- / _nsuss_