[Re-Upload] - Baseera চ্যানেলে কিছু কিছু ভিডিওতে এমন কিছু তিলাওয়াতের রেকর্ডিং ব্যবহার করা হয়েছিল যা কপিরাইটেড। কপিরাইটেড কন্টেন্ট পরিবর্তন করে সেই ভিডিওগুলো ধারাবাহিকভাবে নতুন করে আপলোড করা হচ্ছে। আগের আপলোডটি কিছুদিনের মধ্যে সরিয়ে ফেলা হবে। ধন্যবাদ
দেড় বছর আগে এই ভিডিওটা শুনার পর আল্লাহর অশেষ রহমতে হেদায়েত পেয়েছি। আজ আমার স্ত্রীকে সাথে নিয়ে আবার শুনলাম। আল্লাহ আপনাদের সবাইকে সর্বোত্তম প্রতিদান দিক। জাযাকাল্লাহ খাইরান।
এই ভিডিও দেখা প্রতিটি ভাই বোনের সাথে এই দুনিয়াবি জীবনের হয়তো কখনো দেখা হবে না কিন্তু ইনশাআল্লাহ আমরা একদিন একসঙ্গে জান্নাতে বসে সুরা পান কারতে করতে গল্প করবো!
আমি এটা শুনছিলাম দুনিয়ায় বসে,কিন্তু ফিল করছিলাম আমি জান্নাতে আছি। আর এগুলো আমার সাথে ঘটছে। আলহামদুল্লিলাহ! আলহামদুলিল্লাহ! ইন শা আল্লাহ। একদিন আল্লাহর ক্ষমা নিয়ে,জান্নাতে যেয়ে সয়ং আল্লাহর সাথে সাক্ষাৎ করবো❤️ অপেক্ষা সেই সুন্দর দিনটার।
হয়তো কোনো এক সময় আসবে যখন আমি গুনাহে হাবুডুবু খাবো। হয় তো তখন কেউ এই কমেন্টে লাইক করবে আর তখনই এত সুন্দর হেদায়েতপূর্ন্য কথা শুনতে আসবো আর আমার মাথা নিচু হবে আল্লাহর দরবারে ❤ রাসুলের ভালোবাসায় ভরে উঠবে আমার মন। সৃতি - ৬-১০-২০২৪
আপনি আল্লাহ কে দেখছেন,,আপনি আল্লাহ কে দেখছেন,, এই বাক্যটাই শুনার সাথে সাথেই মন টা যেন কেমন করে উঠে।ভিডিও টেনে টেনে বার বার শুনছি, যত বার শুনি তত বার যেন এক অন্য রকম অনুভুতি,,,ইয়া আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা,, আমাদের সবাই কে আপনাকে দেখার তৌফিক দান করুন। আমিন
রোজ শূনি তাও মন ভরে নাহ জানিনা আমার আল্লাহ কত সুন্দর যিনি এত সুন্দর জান্নাত শ্রীসটি করেছেন। 😍😍😍 ইনশাআল্লাহ একদিন আমার আলিয়ার হাত দরেই জান্নাতে যাবো🥰🥀❤️🥀❤️🥀❤️🥀❤️🥀❤️🥀❤️🥀❤️🥀❤️🥀❤️❤️🥀❤️🥀❤️❤️🥀❤️🥀❤️🥀❤️🥀❤️🥀❤️🥀❤️🥀❤️🥀❤️🥀❤️🥀❤️❤️🥀🥀❤️🥀❤️🥀❤️🥀❤️🥀🥰🥀🥰🥀🥰🥀🥰🥀🥰🥀🥰🥀🥰🥀🥀🥰🥀🥰🥀🥰🥀🥰🥀🥰🥀🥰🥀🥰🥀🥰🥀🥰 জান তুমায় শপ্নে নয় বাস্তবে ছাই 🥀 সুদু দুনিয়াতেই নয় জান্নাতে ও ছাই 🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀 তুমার মতন নয় তুমাকেই চাই allahor kache amar ektai chaoya Duniyate r jannate jeno amar aliya ke pai 🥰🥰🥰🥰🥰🥰 Onontto kal she jeno amar boker upor mata reke ghumai Allah o allah Onek beshi valo bashi ze amar aliya ke Kore dao na allah take amar ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
এই সেই ভিডিও যার দ্বারা আমি আল্লাহ তা আলার হেদায়েত প্রাপ্ত হয়েছি!!আমি আল্লাহ এবং এই ভাইয়ের কাছে কৃতজ্ঞ!! ভিডিওটি যত বারই দেখি আমি প্রতিবার নতুন ভাবে হেদায়েত প্রাপ্ত হই!!শুকরিয়া আলহামদুলিল্লাহ!!
জান্নাতের সর্বশ্রেষ্ট আলোচনা।উনার প্রতিটি শব্দ অন্তরকে বিদ্ধ করে। পাষাণ হ্দয়ের মানুষ ছাড়া সকলে video টা দেখে কেঁদে উঠবে। আল্লাহর কাছে কোটি কোটি শোকরিয়া এ ধরনের video পাওয়ার জন্য।আলহামদুলিল্লাহ।
কয়েক বছর আগে ভিডিওটি কয়েকবার শুনছি। হঠাৎ করে মনের অজান্তে আজকে এই ভিডিওটির কথা মনে হলো, তাই শোনার জন্য আবার চলে আসলাম। এ ভিডিও যতই দেখি তত ইচ্ছা হয় শুনতে। দয়াময় আল্লাহ আমাকেও তোমার ওই জান্নাতে নসিব করিও ১০/১০/২০২৪ ইং।
আল্লাহ যদি কোনোদিন মৃত্যু পরবর্তি জীবনে আমাদেরকে মাফ করে আমাদের এই নেয়ামত পাওয়ার সুযোগ করে দেন , তাহলে আমি দুনিয়ায় থাকা অবস্থায় যখন জান্নাতের কথা স্বরন করেছিলাম তখন আরো একবার স্বরন করবো ইনশাআল্লাহ । আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম হিসেবে কবুল করে নিয়েন (আমিন)
আসসালামু আলাইকুম.. আমি সতের বছর বয়সী এক কিশোরী... জীবন মৃত্যু জীবন এর পুরো সিরিজ শুনে শেষ হলো আজ! বেঁচে থাকলে নতুন এক জীবনযাত্রা শুরু করব ইনশাআল্লাহ.. দুনিয়ার মায়াজাল ভেদ করে জীবনের আসল উদ্দেশ্যের জন্য প্রস্তুত হচ্ছি ধীরে ধীরে...মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন আমার দ্বীনের পথকে সহজ করে দেন...
এই পর্বটা যতবারই শুনি মনে হয় আমি ও জান্নাতে চলে গিয়েছি আর সেভাবেই কথা গুলোর সাথে সাথে নিজেকে কল্পনা করি। আল্লাহ্ যদি গুনাহ্ গুলো ক্ষমা করে দিয়ে আল্লাহর রহমত দিয়ে কবরের আজাব মাফ করেন এবং পরকালে ভালো রাখেন।
সারা দিন টা খুব ডিপ্রেশন গিয়েছিল রাতে ঘুমাবার আগে চিন্তা করছিলাম কিভাবে ঘুমাব এত চিন্তা নিয়ে বুক ফেটে যাচ্ছিল। সারা ভিডিও দেখলাম মনে হচ্ছে আমি ই এই এই দুনিয়ায় সবছেয়ে সুখি মানুষ। আলহামদুলিল্লাহ আআলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ আমার জিবনের অনেক গুলো ভালো সময় কেটেছে এই ভিডিও দেখে আরো দুই বছর আগে। এখনো যখনি দেখি আল্লাহর রহমতে ঈমানি শক্তি অটোমেটিক বাড়ে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ।
ইশ মনে হচ্ছিল যে আমি জান্নাতে উপস্থিত ছিলাম এতক্ষন। এই ভিডিও যদি শেষ না হত। হে আল্লাহ আপনি আমাকে আপনার বিশাল জান্নাতের পথে পরিচালিত করুন। এবং এই চ্যানেলের উদ্দ্যেশ্য কে আপনি কবুল করুন । আমিন
যতবার শুনি দুনিয়ার চিন্তা অনেক অনেক দূরে সরে যায় মাথা থেকে,,,,জান্নাতের বর্ণনা শুনে যদি এতটা তৃপ্তি ❤️তাহলে জান্নাত লাভের পর কি হবে তা প্রকাশের ভাষা নেই,,,,আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দান করুন🤲🤲 আমিন
চোখ দিয়ে পানি এসে যায়। আমার মত পাপী লোক................। অসাধারণ লাগে, মনে হয় যদি ভালো কিছু করা যায়। এই তো আর কয় বছর আল্লাহর নৈকট্য, এত কাছে যাওয়া......। শুধু কল্পনা........। আসতাগফিরুল্লা.......
যতক্ষণ শুনি শুধু শুনতে ইচ্ছে করে, যখন ভিডিওটা শেষ হয়ে যায় তখন ফ্যাকাশে লাগে, মনে হয় এত অল্প সময় কেন, টানা কয়েক দিন আপনার ভিডিও দেখলে মন ভরবে না, আল্লাহ তাকে সুস্থতা দান করুক,
আপনার বয়ান টা শুনে, আমার মনে হচ্ছে, আমি এখুনি জান্নাতের বিতর আছে, আল্লাহ্ তালা আমাদের সবাইকে, পাছওয়াক্ত নামাজ আদায় করার তউপিক দিন, আমিন আমিন সুম্মাআমিন 🧡🧡💛💛❤️❤️❤️
এখনই শুনতে এত ভালো লাগছে না জানি জান্নাত লাভের পর কেমন অনুভূতি হবে। আল্লাহ সুবহানাল্লাহু তায়ালা আমাদের সবাইকে জান্নাত লাভের এবং সে অনুযায়ী আমল করার তাওফিক দান করুন, আমিন।
কথাগুলো হলো 2019 এর এখনো মনে আছে baseera এই সিরিজ ঠিক দেখে নিজেকে পরিবর্তন করেছিলাম মহান আল্লাহর প্রেমে পড়ে গিয়েছিলাম এবং শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য নএকঈ কাজ করতাম আজ ৫ বছর হয়ে গেল সেই সময় এই সিরিজটি দেখে যে অনুভূতি হয়েছিল তা কাউকে বোঝাতে পারবো না এই সিরিজটি যে উপস্থাপন করেছেন আল্লাহ উনাকে নেক হায়াত দান করুন
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ,, আমি আপনাদের কাছে সারাজীবন ঋনি থাকবো,,আমার মন দুনিয়া দ্বারা কুলুষিত হয়ে গেছে আমি আল্লাহর দিকে ফিরেছি তবুও কিছু কিছু দিক আমি পরিবর্তন করতে পারছিনে আমি অবিবাহিত আমি দ্রুত বিয়ে করে আমার অর্ধেক দ্বীন পূরণ করতে চাই,, সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমার খুব দ্রুত বিয়ের ব্যবস্থা হয়ে যায় এবং আমার জীবনে এমন জীবনসঙ্গী আসুক যার সাথে আমি জান্নাত পযন্ত যেতে পারি ❤
যখনই ইমানটা দুর্বল অনুভব করি তখনই এই ( মৃত্যু জীবন মৃত্যু ) থেকে যেকোনো একটি পর্ব দেখা শুরু করি খুব ভালো লাগে ------------------------- আর বিশেষ করে আপনার মন মুগ্ধকর কন্ঠ খুব ভালো লাগে 🥀
৯/৮/৯/২০২১ সময় টা লিখে রেখে গেলাম, ঠিক ১০০ বছর পরে হয়তো কোন একজন ভাই কমেন্ট টা দেখবে । কিন্তু তখন আমার অস্তিত্ব হয়তো আর এই পৃথিবীতে থাকবে না। আমার জন্য দোয়া করবেন 🤲🤲। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ।
আলহামদুলিল্লাহ খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন ভাই এতো ভালো লেগেছে এতো ভালো লেগেছে জা আপনাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার জানা নাই । আমরা জেন বেশি বেশি আমল করতে পারি আললাহ আমাদের তওবা দান করুন আমিন !
❤️❤️মাশাল্লাহ,,,জাজাকাল্লাহু খাইরান - এতো সুন্দর একটা ভিডিও আমাদেরকে উপহার দেওয়ার জন্য। সম্পুর্ণ কথাগুলো শুনে মনটা ভোরে গেলো। আল্লাহর প্রতি ভালবাসা অনেক অনেক বেড়ে গেছে। ❤️❤️
সবগুলো পর্ব শুনলাম,বলতে গেলে এর আগে তেমন শুনিনি।এত্তোটা ভালো লেগেছে যে ভক্ত হয়ে গেলাম আপনার।আল্লাহ তায়ালা আপনাকে নেক হায়াত দান করুন এবং এটাকে আপনার নাজাতের ওসীলা করে দিন।আমীন
কিছুক্ষনের জন্য জান্নাতের মায়ার পড়ে গিয়েছি, চোখ দিয়ে মায়ার পানি ঝড়তে লাগলো🥹 কান্না করে দিয়েছি, হে পরম দয়ালুময় আমার আল্লাহ আমি আমার সর্বোচ্চটা দিয়ে আপনার সমস্ত ইবাদত পালন করবো, আপনার বিধি বিধান মেনে চলবো, আমার একটাই চাওয়া আমি যেন জান্নাতে প্রবেশ করতে পারি😔☺️
[Re-Upload] - Baseera চ্যানেলে কিছু কিছু ভিডিওতে এমন কিছু তিলাওয়াতের রেকর্ডিং ব্যবহার করা হয়েছিল যা কপিরাইটেড। কপিরাইটেড কন্টেন্ট পরিবর্তন করে সেই ভিডিওগুলো ধারাবাহিকভাবে নতুন করে আপলোড করা হচ্ছে।
আগের আপলোডটি কিছুদিনের মধ্যে সরিয়ে ফেলা হবে।
ধন্যবাদ
শ্রেষ্ঠ মানুষেরা নতুন পর্ব দেখতে চাই
আল্লাহ আপনাকে যেন সুস্থ রাখেন
বুঝতে পারছি।
Kono nobir jiboni din vai...
Great...
Alhamdulillah, from Assam India
আমি এই পর্ব রোজ রাতে শুনি,,, ❤️❤️💓আলহামদুলিল্লাহ❤️❤️,,,, তাও মন ভরে না,,,,❤️❤️❤️জান্নাত না জানি কত সুন্দর❤️❤️❤️,,,, ইয়া রব আমাদের সবাইকে জান্নাত নসিব করুন,,,,,আমিন❤️❤️
same
আমিন
আপু বলছি আপনি কোন জামায়াতে পড়াশোনা করেন
Ami general a pori
আমিও আপনার মত অনেক শুনেছি
দেড় বছর আগে এই ভিডিওটা শুনার পর আল্লাহর অশেষ রহমতে হেদায়েত পেয়েছি। আজ আমার স্ত্রীকে সাথে নিয়ে আবার শুনলাম।
আল্লাহ আপনাদের সবাইকে সর্বোত্তম প্রতিদান দিক। জাযাকাল্লাহ খাইরান।
এই ভিডিও দেখা প্রতিটি ভাই বোনের সাথে এই দুনিয়াবি জীবনের হয়তো কখনো দেখা হবে না কিন্তু ইনশাআল্লাহ আমরা একদিন একসঙ্গে জান্নাতে বসে সুরা পান কারতে করতে গল্প করবো!
এই বর্ননা আর সুরা আর রহমান শুনে ইসলাম ধর্ম গ্রহণ করছিলাম ❤❤ আলহামদুলিল্লাহ
তুমি কবে ইসলামের ছায়া তোলে এসেছো।
আলহামদুলিল্লাহ 😊
আল্লাহ আপনাকে উত্তম জান্নাত নসিব দান করুন।
সুবহানাল্লাহ। আল্লাহু আকবর। কতই না সুন্দর জান্নাত 😍
আমি এটা শুনছিলাম দুনিয়ায় বসে,কিন্তু ফিল করছিলাম আমি জান্নাতে আছি।
আর এগুলো আমার সাথে ঘটছে।
আলহামদুল্লিলাহ! আলহামদুলিল্লাহ!
ইন শা আল্লাহ। একদিন আল্লাহর ক্ষমা নিয়ে,জান্নাতে যেয়ে সয়ং আল্লাহর সাথে সাক্ষাৎ করবো❤️
অপেক্ষা সেই সুন্দর দিনটার।
হয়তো কোনো এক সময় আসবে যখন আমি গুনাহে হাবুডুবু খাবো। হয় তো তখন কেউ এই কমেন্টে লাইক করবে আর তখনই এত সুন্দর হেদায়েতপূর্ন্য কথা শুনতে আসবো আর আমার মাথা নিচু হবে আল্লাহর দরবারে ❤ রাসুলের ভালোবাসায় ভরে উঠবে আমার মন।
সৃতি - ৬-১০-২০২৪
আপনি আল্লাহ কে দেখছেন,,আপনি আল্লাহ কে দেখছেন,, এই বাক্যটাই শুনার সাথে সাথেই মন টা যেন কেমন করে উঠে।ভিডিও টেনে টেনে বার বার শুনছি, যত বার শুনি তত বার যেন এক অন্য রকম অনুভুতি,,,ইয়া আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা,, আমাদের সবাই কে আপনাকে দেখার তৌফিক দান করুন। আমিন
Amin
Amin
আমি এই ভিডিও দেখে হেদায়েত প্রাপ্ত হয়েছি।ইনশাল্লাহ এখন আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি।
আল্লাহ কবুল করুন ❤❤
আল্লাহ কবুল করুন❤❤❤
amin🥰🥰
এই ভিডিও দেখার পর জান্নাত পাওয়ার লোভ আরও বেড়ে গেল। সুবহানাল্লাহ 💓💓💓
প্রচুর ধন সম্পদেও,
যেই সুখ নেই
সে সুখ নামাজ ও আল্লাহর ইবাদতের মাঝে আছে।
রোজ শূনি তাও মন ভরে নাহ
জানিনা আমার আল্লাহ কত সুন্দর যিনি এত সুন্দর জান্নাত শ্রীসটি করেছেন। 😍😍😍
ইনশাআল্লাহ একদিন আমার আলিয়ার হাত দরেই জান্নাতে যাবো🥰🥀❤️🥀❤️🥀❤️🥀❤️🥀❤️🥀❤️🥀❤️🥀❤️🥀❤️❤️🥀❤️🥀❤️❤️🥀❤️🥀❤️🥀❤️🥀❤️🥀❤️🥀❤️🥀❤️🥀❤️🥀❤️🥀❤️❤️🥀🥀❤️🥀❤️🥀❤️🥀❤️🥀🥰🥀🥰🥀🥰🥀🥰🥀🥰🥀🥰🥀🥰🥀🥀🥰🥀🥰🥀🥰🥀🥰🥀🥰🥀🥰🥀🥰🥀🥰🥀🥰
জান তুমায় শপ্নে নয়
বাস্তবে ছাই 🥀
সুদু দুনিয়াতেই নয় জান্নাতে ও ছাই 🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀
তুমার মতন নয় তুমাকেই চাই
allahor kache amar ektai chaoya
Duniyate r jannate jeno amar aliya ke pai 🥰🥰🥰🥰🥰🥰
Onontto kal she jeno amar boker upor mata reke ghumai
Allah o allah Onek beshi valo bashi ze amar aliya ke
Kore dao na allah take amar ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
আলহামদু লিল্লাহ , হে আমার প্রতিপালক , হে আমার রব , হে বিশ্ব জাহানের মালিক, হে আসমান ও জমিনের মালিক , হে চন্দ্র , সূর্য এর মালিক আপনি আমাকে হেদায়েদ দান করুন , আপনার আনুগত্য হওয়ার তৌফিক দান করুন , হে আমার প্রতিপালক আপনি আমাকে যখন যেই অবস্থাতে রাখেন তাতেই আপনার প্রতি সন্তুষ্ট হওয়ার তৌফিক দান করুন। হে আমার পালনকর্তা আপনি আমাকে কখনো একা ছেরে দিয়েন না। হে আমার রিজিক দাতা আপনি আমার প্রতি রহমত দান করুন।
এই সেই ভিডিও যার দ্বারা আমি আল্লাহ তা আলার হেদায়েত প্রাপ্ত হয়েছি!!আমি আল্লাহ এবং এই ভাইয়ের কাছে কৃতজ্ঞ!!
ভিডিওটি যত বারই দেখি আমি প্রতিবার নতুন ভাবে হেদায়েত প্রাপ্ত হই!!শুকরিয়া আলহামদুলিল্লাহ!!
হে রব্ব আমাকে জান্নাতিদের দলে অন্তর্ভুক্ত করুন এবং সমস্ত মুসলিমকে জান্নাত দান করুন আমিন ইয়া রব্ব
জান্নাতের সর্বশ্রেষ্ট আলোচনা।উনার প্রতিটি শব্দ অন্তরকে বিদ্ধ করে।
পাষাণ হ্দয়ের মানুষ ছাড়া সকলে video টা দেখে কেঁদে উঠবে। আল্লাহর কাছে কোটি কোটি শোকরিয়া এ ধরনের video পাওয়ার জন্য।আলহামদুলিল্লাহ।
সুবহানআল্লাহ 🖤
লিখার ভাষা হারিয়ে ফেলেছি। কান্না ভেজা হতে বাধ্য হয়েছি ! জান্নাতের বর্ণনা , মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার সাক্ষাতের বর্ণনা শুনে রীতিমতো কাঁপছিলাম !
ওয়ালিল্লাহিল হামদ্ 💚
alhamdulilla
প্রতি রাতেই শুনি।।।।
আলহামদুলিল্লাহ।
খুব বেশি সুখ খুঁজে পাই।।😍🥰🥰😍❤️❤️
প্রায় চার বছর ধরে শুনছি তবুও মন ভরে না। মহান আল্লাহ যেন সকল মুমিন বান্দাকে জান্নাত নসিব করেন। আমিন
কয়েক বছর আগে ভিডিওটি কয়েকবার শুনছি।
হঠাৎ করে মনের অজান্তে আজকে এই ভিডিওটির কথা মনে হলো,
তাই শোনার জন্য আবার চলে আসলাম।
এ ভিডিও যতই দেখি তত ইচ্ছা হয় শুনতে।
দয়াময় আল্লাহ আমাকেও তোমার ওই জান্নাতে নসিব করিও ১০/১০/২০২৪ ইং।
হয়তোবা এত সুন্দর করে জান্নতের বর্ণনা করার জন্য আল্লাহপাক আপনাকে জান্নাত দান করতে পারেন।
আল্লাহ যদি কোনোদিন মৃত্যু পরবর্তি জীবনে আমাদেরকে মাফ করে আমাদের এই নেয়ামত পাওয়ার সুযোগ করে দেন , তাহলে আমি দুনিয়ায় থাকা অবস্থায় যখন জান্নাতের কথা স্বরন করেছিলাম তখন আরো একবার স্বরন করবো ইনশাআল্লাহ । আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম হিসেবে কবুল করে নিয়েন (আমিন)
যতোই শোনি ততোই লোভ হয়, ইয়া'আল্লাহ তুমি মহান🤲
সুবহান আল্লাহ❤️❤️❤️
অজান্তেই চোখের কোনে পানি চলে আসলো
I am proud to be a Muslim ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Alhamdulillah ❤️❤️❤️❤️❤️
নিয়মিত নামায আদায় করার চেষ্টা করুন, আপনার মনের প্রশান্তি বাড়বে।
SubhanAllah..protiti muslim k bojar towfik dan koruk..
এইরকম আলোচনা শুনলে হৃদয়টা শীতল হয়ে যার, সুবহানাল্লাহ। ❤️❤️
ইয়া আল্লাহ্, দয়াকরে আমি সহ প্রত্যেকটা মুমিন মুসলিমকে জান্নাতুল ফেরদৌস দান করিও।
আজ সকালে ইউটিউবে প্রথম ভিডিও মাশা-আল্লাহ
💓💓💜মাশাল্লাহ itsMarufChy here!
আমিও 💌💌💌💌.......
প্রতিটি ক্ষন অপেক্ষায় থাকি......নিত্য নতুন ভিডিও জন্যে
আলহামদুলিল্লাহ! এত তথ্যবহুল কথা, এত মধুর উপস্থাপন আল্লাহকে ভালোবাসতে উৎসাহ দেয় সত্যিই। 💚
যত শুনি ততই ইসলামের প্রতি আগ্রহ বাড়তেই থাকে।
আসসালামু আলাইকুম..
আমি সতের বছর বয়সী এক কিশোরী... জীবন মৃত্যু জীবন এর পুরো সিরিজ শুনে শেষ হলো আজ! বেঁচে থাকলে নতুন এক জীবনযাত্রা শুরু করব ইনশাআল্লাহ.. দুনিয়ার মায়াজাল ভেদ করে জীবনের আসল উদ্দেশ্যের জন্য প্রস্তুত হচ্ছি ধীরে ধীরে...মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন আমার দ্বীনের পথকে সহজ করে দেন...
Allahumma Ameen
আমিন
এতো মৃত্যু আর সংক্রমিত মানুষের ভিড়েও সুস্থতার চাদরে যিনি আমাদের জড়িয়ে রেখেছেন, সেই মহান রবের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ! 💕
৬ বছর যাবত আছি বাসিরার সাথে আলহামদুলিল্লাহ 🥹
জীবনের জন্য সব চেয়ে গুরুত্বপূর্ণ চ্যানেল ❤
যতবার শুনি অন্তর টা শীতল হয়ে যায়। যখনই দুনিয়াবি জীবন নিয়ে দুশ্চিন্তা করি ততবারই এই ভিডিও টা দেখি ততবারই চিন্তা মুক্ত হয়ে যায়❤❤❤❤
সুবাহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ।হে আল্লাহ আপনার রহমত আশায় আছি। নিশ্চয়ই আপনি আমাদের প্রতি দয়া করে জান্নাত দিবেন।
❤️আমার দেখা শ্রেষ্ঠ ভিডিও।
❤️"সুবহানঅাল্লাহ"!❤️
মনে হল সত্যি সত্যি জান্নাতে চলে আসছি। ❤️
❤️"সুবহানঅাল্লাহ" ❤️
সব গুলো পর্ব শুনে আমি মনে হয় মৃত্যুর পর জিবন টাতে গুরে আসলাম। আল্লাহ জান্নাত জাওয়ার তৌফিক দান কর। আমিন🤲
এই পর্বটা যতবারই শুনি মনে হয় আমি ও জান্নাতে চলে গিয়েছি আর সেভাবেই কথা গুলোর সাথে সাথে নিজেকে কল্পনা করি।
আল্লাহ্ যদি গুনাহ্ গুলো ক্ষমা করে দিয়ে আল্লাহর রহমত দিয়ে কবরের আজাব মাফ করেন এবং পরকালে ভালো রাখেন।
In Sha Allah
Ameen
কয়েক মিনিট এর জন্য মনে হলো দুনিয়া থেকে কোথায় হারিয়ে গেলাম আলহামদুলিল্লাহ
আমার সমস্ত মন খারাপের, দুশ্চিন্তা আর হতাশার শেষ ঠিকানা এই video টা, নিমেষে মন ভালো হয়ে যায় alhamdulillah ❤
মনের অজান্তেই চোখ দিয়ে পানি চলে আসছে, তবে এটা আনন্দ অশ্রু।আল্লাহ আপনার সকল মুমিন বান্দাকে আপনি জান্নাত নসিব করুন আমিন।
আমি ইন্ডিয়ার, স্টেট ওয়েস্ট বেঙ্গলে মুর্শিদাবাদ ডিসটিক থেকে বলছি ,নতুন কিছু ভিডিও ভেবে চমকে গিয়ে ছুটে বাসীরা খুলে দেখলাম, কথাটা এটাই বোঝাতে চাইলাম যে Baseera ভিডিও পেতে কত এক্সাইটেড থাকি আমরা....শ্রেষ্ঠ মানুষদের ভিডিও আরো পেলে খুব ভালো হতো Thank you 💗
সারা দিন টা খুব ডিপ্রেশন গিয়েছিল রাতে ঘুমাবার আগে চিন্তা করছিলাম কিভাবে ঘুমাব এত চিন্তা নিয়ে বুক ফেটে যাচ্ছিল।
সারা ভিডিও দেখলাম মনে হচ্ছে আমি ই এই এই দুনিয়ায় সবছেয়ে সুখি মানুষ। আলহামদুলিল্লাহ আআলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
আসলে কি লেখব ভাষা হারিয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন
পড়তে বসলে গানের পরিবর্তে এই ভিডিও গুলা শুনি এখন আলহামদুলিল্লাহ পড়ায় ভালো মনোযোগ দিতে পাড়ছি ধন্যবাদ❤️
Hmm akdom thik💗💖
কিছুক্ষণের জন্য জান্নাতে হারিয়ে গিয়েছিলাম। আল্লাহ আমাকে জান্নাত দিও😢
আমি তো ভাই লোভে পড়ে গেছি জান্নাতের!
আমি লোভী না!
কিন্তু আমার লোভ হয়
এরকম জান্নাতের প্রতি
আমি তো ভাই লোভে পড়ে গেছি জান্নাতের!
আমি লোভী না!
কিন্তু আমার লোভ হয়
এরকম জান্নাতের প্রতি
Amin
আমিন
Amr insallah lagbo
আলহামদুলিল্লাহ আমার জিবনের অনেক গুলো ভালো সময় কেটেছে এই ভিডিও দেখে আরো দুই বছর আগে। এখনো যখনি দেখি আল্লাহর রহমতে ঈমানি শক্তি অটোমেটিক বাড়ে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ।
হারিয়ে গিয়েছিলাম এক অন্য জগতে
😊😊 Islam is great religion
Your voice is fantastic
ইশ মনে হচ্ছিল যে আমি জান্নাতে উপস্থিত ছিলাম এতক্ষন। এই ভিডিও যদি শেষ না হত। হে আল্লাহ আপনি আমাকে আপনার বিশাল জান্নাতের পথে পরিচালিত করুন। এবং এই চ্যানেলের উদ্দ্যেশ্য কে আপনি কবুল করুন । আমিন
ইউটিউব এ আমার দেখা সবচেয়ে সেরা ভিডিও। ধন্যবাদ আপনাকে স্যার ♥️
আসলেই ইসলাম মানেই সুন্দর, ইসলাম মানেই শান্তি, ইসলাম মানেই আত্মতৃপ্তি ♥️
মনে হচ্ছে কথাগুলো অন্তর টাকে টেনে টেনে আল্লাহর সান্নিধ্যে নিয়ে যাচ্ছে❤️❤️
যতবার শুনি দুনিয়ার চিন্তা অনেক অনেক দূরে সরে যায় মাথা থেকে,,,,জান্নাতের বর্ণনা শুনে যদি এতটা তৃপ্তি ❤️তাহলে জান্নাত লাভের পর কি হবে তা প্রকাশের ভাষা নেই,,,,আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দান করুন🤲🤲
আমিন
আল্লাহু আকবর! আমাদের জন্য জান্নাতে কত মহান নেয়ামত অপেক্ষা করতেছে। অথচ আমরা এই ক্ষনস্থায়ী জীবনের সুখে পড়ে চিরস্থায়ী সুখকে ভুলে যাচ্ছি! 😭😭
ভিডিও গুলি মন দিয়ে শুনার সময় এক অন্যরকম অনুভুতি হয় মনে,,,,, মনেহয় আমি ওখানেই আছি
যতই শুনি মন ভালো লাগে 💗💗 যখনই খারাপ লাগে দুঃচিন্তায় পরি এই ভিডিওটা চোখ বন্ধ করে দিয়েছে। 😌🥹
আলহামদুলিল্লাহ আপনি সুন্দর একটি আলোচনা করেছেন, মহান আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন,আমিন।
এমন সুন্দর একটা ইমাজিনেশন দেওয়ার জন্য আপনাকে ধন্যবাধ। আল্লাহ আপনাকে উত্তম প্রতিধান দান করুক।
চোখ দিয়ে পানি এসে যায়। আমার মত পাপী লোক................। অসাধারণ লাগে, মনে হয় যদি ভালো কিছু করা যায়। এই তো আর কয় বছর আল্লাহর নৈকট্য, এত কাছে যাওয়া......। শুধু কল্পনা........। আসতাগফিরুল্লা.......
যতক্ষণ শুনি শুধু শুনতে ইচ্ছে করে,
যখন ভিডিওটা শেষ হয়ে যায় তখন ফ্যাকাশে লাগে, মনে হয় এত অল্প সময় কেন, টানা কয়েক দিন আপনার ভিডিও দেখলে মন ভরবে না, আল্লাহ তাকে সুস্থতা দান করুক,
আপনার বয়ান টা শুনে, আমার মনে হচ্ছে, আমি এখুনি জান্নাতের বিতর আছে, আল্লাহ্ তালা আমাদের সবাইকে, পাছওয়াক্ত নামাজ আদায় করার তউপিক দিন, আমিন আমিন সুম্মাআমিন 🧡🧡💛💛❤️❤️❤️
এখনই শুনতে এত ভালো লাগছে না জানি জান্নাত লাভের পর কেমন অনুভূতি হবে। আল্লাহ সুবহানাল্লাহু তায়ালা আমাদের সবাইকে জান্নাত লাভের এবং সে অনুযায়ী আমল করার তাওফিক দান করুন, আমিন।
কথাগুলো হলো 2019 এর এখনো মনে আছে baseera এই সিরিজ ঠিক দেখে নিজেকে পরিবর্তন করেছিলাম মহান আল্লাহর প্রেমে পড়ে গিয়েছিলাম
এবং শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য নএকঈ কাজ করতাম আজ ৫ বছর হয়ে গেল
সেই সময় এই সিরিজটি দেখে যে অনুভূতি হয়েছিল তা কাউকে বোঝাতে পারবো না
এই সিরিজটি যে উপস্থাপন করেছেন আল্লাহ উনাকে নেক হায়াত দান করুন
❤❤ বালো লাগলো ভাইয়া❤❤
তুমি জান্নাত চেয়েও না,বরং তুমি দুনিয়াতে এমন কাজ করো,যেন জান্নাত তোমাকে চায়।
(হযরত আলী রাঃ)
ধন্যবাদ এত সুন্দর করে জান্নাত উপস্থাপন করার জন্য।
আলহামদুলিল্লাহ কতটা ভাগ্য নিয়ে আমরা মুসলিম ঘরে জন্ম নিয়েছি এবং আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর উম্মত হয়ে এসেছি 🥰🥀
SALLALLAHU ALAIHI WASALLAM
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ,,
আমি আপনাদের কাছে সারাজীবন ঋনি থাকবো,,আমার মন দুনিয়া দ্বারা কুলুষিত হয়ে গেছে আমি আল্লাহর দিকে ফিরেছি তবুও কিছু কিছু দিক আমি পরিবর্তন করতে পারছিনে আমি অবিবাহিত আমি দ্রুত বিয়ে করে আমার অর্ধেক দ্বীন পূরণ করতে চাই,, সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমার খুব দ্রুত বিয়ের ব্যবস্থা হয়ে যায় এবং আমার জীবনে এমন জীবনসঙ্গী আসুক যার সাথে আমি জান্নাত পযন্ত যেতে পারি ❤
যখনই ইমানটা দুর্বল অনুভব করি
তখনই এই ( মৃত্যু জীবন মৃত্যু ) থেকে যেকোনো একটি পর্ব
দেখা শুরু করি খুব ভালো লাগে
-------------------------
আর বিশেষ করে আপনার মন মুগ্ধকর কন্ঠ খুব ভালো লাগে 🥀
হে মুহাম্মদ (সাঃ) তুমি শ্রেষ্ঠ মানব ও নবীনদের মধ্যে শ্রেষ্ঠ তোমার প্রতি দরুদ।
আমি এটা যে কতবার শুনেছি, হিসাব রাখা সম্ভব নয়। যত শুনি ততোই ভাল লাগে 🌷
৯/৮/৯/২০২১ সময় টা লিখে রেখে গেলাম, ঠিক ১০০ বছর পরে হয়তো কোন একজন ভাই কমেন্ট টা দেখবে । কিন্তু তখন আমার অস্তিত্ব হয়তো আর এই পৃথিবীতে থাকবে না। আমার জন্য দোয়া করবেন 🤲🤲।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ।
❤️❤️ Baseera ❤️❤️
আমার সব থেকে প্রিয় একটি ইউটিউব চ্যানেল
আমি প্রায়ই এই জান্নাতীদের বর্ণনা শুনি, আর অভিভুত হৈ! মহান্ আল্লাহ্র আমাদের জন্যই রেক েছেন! আহমাদের কে সঠিকভাবেই জীবন কাটানোর তাওফিক দান করুণ! আমীন❤❤❤
আলহামদুলিল্লাহ ,,
জলন্ত আগুন মোড করে রাখতে যে রুকুম কষ্ট,, ঠিক তেমনি ইসলাম দরে রাখতে এমন কষ্ট,,
আল্লাহু আকবর,,
প্রতিদিন রাতে ঘুমানোর আগে শুনি। আল্লাহ আমাকে একজন উত্তম জীবন সংগী দান করুন।
আলহামদুলিল্লাহ ❤
আলহামদুলিল্লাহ খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন ভাই এতো ভালো লেগেছে এতো ভালো লেগেছে জা আপনাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার জানা নাই । আমরা জেন বেশি বেশি আমল করতে পারি আললাহ আমাদের তওবা দান করুন আমিন !
আমিন
সবাই, আমার জন্য দোয়া করবেন, আমি যেনো, জান্নাতুলফেরদাউস জাইতে পারি, আমিন, ❤️❤️❤️
এই চ্যানেলটির প্রতিষ্ঠা যাঁরা করেছেন, তাদেরকে আল্লাহ রব্বুল আলামীন যেন দুনিয়া ও আখেরাতের কামিয়াবি দান করেন! আমীন ইয়া রব্বাল আলামীন! 👏
মাশআল্লাহ অনেক সুন্দর এপিসোড!
❤️❤️মাশাল্লাহ,,,জাজাকাল্লাহু খাইরান - এতো সুন্দর একটা ভিডিও আমাদেরকে উপহার দেওয়ার জন্য। সম্পুর্ণ কথাগুলো শুনে মনটা ভোরে গেলো। আল্লাহর প্রতি ভালবাসা অনেক অনেক বেড়ে গেছে। ❤️❤️
মাশাআল্লাহ❤️আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদৌসে যাওয়ার তউফিক দান করুন
আমিন
বলার ভাষা নাই কান্না করে দিছি😭 আল্লাহর নেয়ামত থেকে কেউ যেন বঞ্চিত না হয় আমিন 🥰
*5rree😊eww
এতো সুন্দর কথাগুলো যে ধন্যবাদ কিভাবে জানাবো এই চ্যানেলকে আর বক্তাকে.... ভাষা খুঁজে পাচ্ছিনা,সুবহানআল্লাহ্! অনেক দোয়া রইলো...
আলহামদুলিল্লাহ ১০ টি ভিডিও দেখলাম। জাজাকাল্লাহ খাইরান।
মনটা ঠাণ্ডা হয়ে গেল,কথা শুনেই না জানি জান্নাতে গেলে আমাদের অনুভূতি কেমন হবে ,আল্লাহ আমাদের কবুল করুক আমিন
আগের গুলোই ভালো ছিলো। আর সে গুলো, কতবার যে শুনেছি তার কোনো হিসেব নেই। জাযাকাল্লাহ খইর
আলহামদুলিল্লাহ হে আমার রব তুমি দুনিয়ার মানুষ কে তৈফিক দান করো ‼️💞 হে আল্লা এই সুস শতো দুনিয়ার তুমি প্রভু হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে দান করো জার প্রতিসূতী তুমি কখনোই ব্যাতিক্রম করোনা আমিন সুম্মা আমিন 🤲🏻❤️
রাতে ঘুমানোর আগে এই পর্ব টা না দেখলে ঘুম আসে না কত সুন্দর উপস্থপনা
সবগুলো পর্ব শুনলাম,বলতে গেলে এর আগে তেমন শুনিনি।এত্তোটা ভালো লেগেছে যে ভক্ত হয়ে গেলাম আপনার।আল্লাহ তায়ালা আপনাকে নেক হায়াত দান করুন এবং এটাকে আপনার নাজাতের ওসীলা করে দিন।আমীন
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 💞🌹🌺
প্রিয় শাইখ এই ভিডিও টা কতো বার শুনছি তা জানিনা, যতো শুনি ততই নতুন লাগে 😊😊 মন ভালো হয়ে যায়, ভালো কাজ করার প্রতি ইচ্ছা জাগে 😊😊
Alhamdulillah
জান্নাতের এই সুসংবাদ শুনার পর মনে হয়
যতো তাড়াতাড়ি মরবো ততোই ভালো লাগবে
আর আল্লাহর সাতে দেকা হবে
আল্লাহ আপ্নাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানান।।।আমিন
শত কিছুর পরের বার বার ফিরে আসতে চাই আল্লাহর রহমতের ছায়ায়।আমার রব ক্ষমাশীল😊
ধন্যবাদ প্রিয় চ্যালেন Bassera এত সুন্দর করে উপস্থাপন করার জন্য💖
17:08 - 23:33 এই অংশটি আমার সবচেয়ে প্রিয়....🥰😍😘🤗........সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ☝️❤️🥰........জাযাকাল্লাহু খাইরান☺️
আল্লাহ তায়ালা আপনাকে সবসময় নেক হায়াত দান করুন, আমিন।
আলহামদুলিল্লাহ "" 🤍🤍🤍,,কতই না সুন্দর হবে সেই (রব্) যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন.🤍🤍
কলিজা জুড়ানো সেই ভিডিও টা♥️🤲🌸
মনের অজান্তেই চোখের কিনারা ভিজে উঠল কথাগুলো শুনতে শুনতে !!!
বাংলাদেশের একমাত্র পছন্দনীয় একটি ইউটিউব চ্যানেল। Baseera
কিছুক্ষনের জন্য জান্নাতের মায়ার পড়ে গিয়েছি, চোখ দিয়ে মায়ার পানি ঝড়তে লাগলো🥹 কান্না করে দিয়েছি, হে পরম দয়ালুময় আমার আল্লাহ আমি আমার সর্বোচ্চটা দিয়ে আপনার সমস্ত ইবাদত পালন করবো, আপনার বিধি বিধান মেনে চলবো, আমার একটাই চাওয়া আমি যেন জান্নাতে প্রবেশ করতে পারি😔☺️