ছাত্রজীবনের স্মৃতিচারণায় স্বামী দিব্যানন্দ : মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও।

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024
  • #পূজনীয় স্বামী দিব্যানন্দজী মহারাজ রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের ছাত্রজীবনের স্মৃতিচারণার প্রসঙ্গে অনেকগুলি অনুপ্রেরণামূলক কথা নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলেছেন। সেই কথাগুলির মধ্যে রয়েছে জীবন গঠনের অনন্ত শক্তি। স্বামীজী (স্বামী বিবেকানন্দ) বলেছেন “মানুষ চাই, মানুষ চাই; আর সব হইয়া যাইবে। ...শিক্ষা কর - দান করিবার জন্যই এ-জীবন, প্রকৃতি তোমাকে দান করিতে বাধ্য করিবে; সুতরাং স্বেচ্ছায় দান কর। ...দুঃখী মানুষের ব্যথা অনুভব কর, আর ভগবানের নিকট সাহায্য প্রার্থনা কর-সাহায্য আসিবেই আসিবে। ...এই জীবন ক্ষণ ভঙ্গুর, জগতের ধন, মান, ঐশ্বর্য - সকলই ক্ষণস্থায়ী। তাহারাই যথার্থ জীবিত, যাহারা অপরের জন্য জীবনধারণ করে।”

ความคิดเห็น •