শ্রীশ্রী হরি-সঙ্গীত:- নমঃ গুরু চন্দ্রায় নমঃ তম বিমোচন। শিল্পীঃ-মতুয়া শ্রী বিকাশ বৈরাগী।

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • 🚩জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ🚩
    ***********★************
    শ্রীমত অশ্বিনী গোসাইয়ের রচিয়তা, শ্রীশ্রী হরি-সঙ্গীত নমঃ গুরু চন্দ্র নমঃ তম বিমোচোন।
    🚩হরি-সঙ্গীত🚩
    ****************
    নম গুরুচন্দ্র নমঃ তমঃ বিমোচন;
    আমার চিত্তগুহার অন্ধকার কর উদগীরণ
    নমঃশূদ্র কুলোদ্ভব, তুমি ভবাদি বান্ধব;
    তোমার সৌরভে জগত মাতিলে ঘুচিল রৌরব।
    তুমি জ্ঞানদাতা, জগতপিতা পতিতে কর পাবন।।
    কোটি চন্দ্র দিবাকর, উদিত চরণে তোমার
    দিবানিশি দিচ্ছে ঝলক ঘূচ্ল অন্ধকার।
    আমায় দিয়ে আলোক, কর পুলক,
    ভূলোকে গোলকের ধন।।
    ক্ষুদ্র নমঃশূদ্রগণ, তাঁদের অজ্ঞান ভঞ্জন;
    দিব্য জ্ঞান করিয়া দান-করিলে ব্রাহ্মণ।
    হরি নাম ধর্ম্ম করি বিতরণ, পাষন্ড করলে দলন।।
    দিয়ে পিতৃধর্ম্মে মন, করলে প্রতিজ্ঞা পূরণ;
    নমঃকূল কলঙ্করাশি করিলে হরণ,
    এবার গার্হস্থ্য প্রশস্ত জগতে করলে অপর্ণ।।
    আমার হৃদয় আকাশে, গুরুচাঁদ উদয় হও এসে;
    তোমার রূপমাধুরী, নয়ন ভরি দেখব হরিষে।
    মূঢ় অশ্বিনী কয়, দীন দয়াময়, দাও আমারে শ্রীচরণ।।
    শিল্পী:- মতুয়া শ্রী বিকাশ বৈরাগী।
    চ্যানেল :+ "হরিনামের তরি"
    ভিডিও লিংক: • শ্রীশ্রী হরি-সঙ্গীত:- ...
    চ্যানেল লিংক: / @balabiplob
    জয় হরিবল,, সকলের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা সকলেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সকলের কাছে সেয়ার করবেন।। জয় হরিবল ।।

ความคิดเห็น • 1

  • @Balabiplob
    @Balabiplob  4 ปีที่แล้ว

    জয় হরিবল।।সকল হরিভক্তের শ্রী যুগল চরনে আমার অন্তর স্থল থেকে প্রনাম।।।এবং সকলের কাছে একটু অনুরোধ সবাই চ্যানেল টি সাবস্ক্রাইব করবেন এবং এই শ্রী শ্রী হরি-সঙ্গীত গান টি সবার কাছে সেয়ার করবেন।। জয় হরিবল ।।