গানটি শুনতে শুনতে সমস্ত দেহ মন উজার করে এক অসহ্য যন্ত্রনা উথলে উঠছে , সেই ভয়ংকর রাতে অভয়ার আর্তনাদ, তার চিৎকার হাহাকার ভেসে আসছে😢। সংগীত আর সংগত করা বাদ্যযন্ত্র, সব মিলেমিশে প্রবল আর্তনাদ ধ্বনি হল এই বাংলার বুকে। এত গীতিকার সঙ্গীতকার আছেন এই বাংলায়, কিন্তু অরিজিৎ এবং শ্রেয়া ঘোষাল দেখালেন গান, সমস্ত আন্দোলনকারীদের জন্য যেন এ গান নিয়ে এল গভীর অনুপ্রেরণা 🙏🙏🙏🙏
ওরা কেউ গান শুনতে পাচ্ছে না। তুমি কি নিঃশব্দে শুনছো। তুমি ভালো থেকো। পরী হয়ে ফিরে এসো। কেউ যেন তোমাকে স্পর্শ করতে না পারে। ওরা চিৎকার করছে। তুমি শুনতে পাচ্ছ। ওরা বৃষ্টিতে ভিজছে। তুমি কি বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছো? ওরা হাঁটছে হাজার হাজার তুমি কি ভিড়ের মধ্যে মিশে গেছ? ওরা তোমার চিৎকার শুনতে পায়নি। ও : তোমাকে তো চিৎকার করার সুযোগ দেয়নি। সেদিন কি কেঁদেছো? আমরা অসহায়, নির্বাক, হতাশ, চুপ ঐ দেখো ওরা হাসছে, কি পৈশাচিক আনন্দ। আমরা ভালো করে চিৎকার করতে পারছি না। ওরা এখনও ঘুরছে। আর তোমার ব্যাগ, ল্যাপটপ, ক্লাসরুম, সবাই তোমাকে খুঁজছে, স্পর্শ করতে চাইছে। তুমি কি পরী হবে?
19th Oct 2024 Indoor stadium e ami Shreya Jir live concert dekhte gechilm. Gaan tr lyrics screen e esechiclo..apnadr request e ami description box e lyrics ta bengali translate kre pathalm.
On 19th Oct 2024, I was present in Netaji Indoor Stadium for Shreya Ghoshal's live concert. I saw the lyrics on the screen. As per your request I have written down the lyrics, translated it to Bengali and have given the lyrics in the description box of this video.
গানটি শুনতে শুনতে সমস্ত দেহ মন উজার করে এক অসহ্য যন্ত্রনা উথলে উঠছে , সেই ভয়ংকর রাতে অভয়ার আর্তনাদ, তার চিৎকার হাহাকার ভেসে আসছে😢। সংগীত আর সংগত করা বাদ্যযন্ত্র, সব মিলেমিশে প্রবল আর্তনাদ ধ্বনি হল এই বাংলার বুকে। এত গীতিকার সঙ্গীতকার আছেন এই বাংলায়, কিন্তু অরিজিৎ এবং শ্রেয়া ঘোষাল দেখালেন গান, সমস্ত আন্দোলনকারীদের জন্য যেন এ গান নিয়ে এল গভীর অনুপ্রেরণা 🙏🙏🙏🙏
@purabibhattacharjee2259 Ekdm e tai 👍👍❤️❤️
Moner katha bole dilen 😢😢😢
মনের কথা বলেছেন 👍
এই গান এক Renaissance, ধীর পদক্ষেপে এগোচ্ছে বিপ্লব । Very painful song indeed...... 🙏🏻
এ এক গভীর ক্ষত যা কোনদিন সরবার না...এই ঘা নিয়ে বাঙালি তথা ভারতীয়.. সমগ্র মানবজাতিকে চলতে হবে আগামী দিনে..এই গানটা সেই ক্ষতের প্রতীক হয়েই থাকবে...😢
অপূর্ব প্রতিবাদী গান, রোম রোম সাড়া জাগায় শ্রেয়া তোমার গানে।আমি ৭০ বছর বয়সের এক মানুষ তোমার দীর্ঘায়ু কামনা করি 🎉।
@@durjoyde1521 👍👍
অসাধারন! অনন্য প্রতিবাদ। বাংলাদেশ থেকে।
@@mohammadkamruzzaman3736 Dhonnobaad 😊
এই সব সঙ্গীত যা প্রতিবাদের কণ্ঠস্বর ইতিহাসের পাতায় প্রতিথ হয়ে থাকবে।
@@tapanbanerjee5498 ekdm e tai 👍👍
অভূতপূর্ব নির্ভেজাল প্রতিবাদ ।
@@gobinda1593 Ekdm 👍👍
এ এক গভীর ক্ষত যা কোনদিন সরবার না...এই ঘা নিয়ে বাঙালি তথা ভারতীয়.. সমগ্র মানবজাতিকে চলতে হবে আগামী দিনে..এই গানটা সেই ক্ষতের প্রতীক হয়েই থাকবে...😢
এই গানের গীতিকার অর্ণা শীল, সুরকার শান্তনু মৈত্র
ওরা কেউ গান শুনতে পাচ্ছে না।
তুমি কি নিঃশব্দে শুনছো।
তুমি ভালো থেকো।
পরী হয়ে ফিরে এসো।
কেউ যেন তোমাকে স্পর্শ করতে না পারে।
ওরা চিৎকার করছে।
তুমি শুনতে পাচ্ছ।
ওরা বৃষ্টিতে ভিজছে।
তুমি কি বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছো?
ওরা হাঁটছে হাজার হাজার
তুমি কি ভিড়ের মধ্যে মিশে গেছ?
ওরা তোমার চিৎকার শুনতে পায়নি।
ও : তোমাকে তো চিৎকার করার সুযোগ দেয়নি।
সেদিন কি কেঁদেছো?
আমরা অসহায়, নির্বাক, হতাশ, চুপ
ঐ দেখো ওরা হাসছে,
কি পৈশাচিক আনন্দ।
আমরা ভালো করে চিৎকার করতে পারছি না।
ওরা এখনও ঘুরছে।
আর তোমার ব্যাগ, ল্যাপটপ, ক্লাসরুম,
সবাই তোমাকে খুঁজছে,
স্পর্শ করতে চাইছে।
তুমি কি পরী হবে?
@@ASHISPAUL-ys9pe ashojjo jantrana o ebhabe prokash kora jay...apurba 👍👍
This type of song is required at this stage. Thanks.
@@Jayanta_Kumar_Sikdar you are absolutely right 👍
শ্রেয়া আমাদের গর্ব
@@123ujj ❤️❤️
Goosebumps 😭😭😭.... Shreya Ghoshal ma'am tar ei sristyr moddhe diye jeno revolution ghotiye diye gelen....onek respect 🙏🙏...sathe justice petei habe ,,r aaro drirocheta hotei habe🤞🤞🤞
❤️❤️
Excellent.
@@SibeshChakraborty-v2o 👍👍
Ami 80 te Shreya ke sunlam samnasamni prothom......Tomar sustho dirghojibon Ramona kori.....aro anek sundor sundor gaan geye Samantha rithobir manusher bondhu hoye thako.😊
@@bimolendughosh1386 khub sundar 🙏🙏
Thanks didi ❤
Touch Heart Mind & Soul. God bless You.
❤️❤️
Congratulations
Thanks 😊
She is pure human being !!
Absolutely ❤️❤️
What a talent!!!
Really 👍👍
Witnessed this song live, so emotional. Msg reached to thousands thru this song to make this protest more power
@@sujatamaiti8155 Absolutely 👍❤️
Goosebumps!!! Lyrics, music, and rendition are out of the world! Stay blessed 🙌 😇, Shreya ghoshal.
Salute to her.
@@tirthaadhikari4617 👍👍
Having Goosebumps
অনবদ্য এক প্রতিবাদ 🙏🏻🙏🏽🪔🙏🏻🙏🏽
@@Amriterasoresangita99 👍👍❤️❤️
✊🔥
@@shreyaghoshaluniverse1 Thanks 😊
গান টা ভালো লাগলো। শব্দ আর একটু জোরে হলে আরও ভালো লাগতো।
Thanks 😊
gantar lyricsta like dile khub bhalo hoi.
19th Oct 2024 Indoor stadium e ami Shreya Jir live concert dekhte gechilm. Gaan tr lyrics screen e esechiclo..apnadr request e ami description box e lyrics ta bengali translate kre pathalm.
😢😢😢,😭😭
It will do much good if you give the lyrics in the description box. The music is too loud, so can't get the lyrics
On 19th Oct 2024, I was present in Netaji Indoor Stadium for Shreya Ghoshal's live concert. I saw the lyrics on the screen. As per your request I have written down the lyrics, translated it to Bengali and have given the lyrics in the description box of this video.
Thank you @@rumpa_cooking_music_travel
তুমি বন্ধু শুনবে :
ডাক্তারদের 1 কোটি 70 লক্ষ টাকার তহবিলের হিসেব দেখবে।
গরমিল ধরা পরলেই ;
ডাক্তারদের ঘেঁটি ধরবে।
শ্রেয়ার গাওয়া গানের আসল কথা ছিল এরকম।
It's not clear to me..
হিসেব দেখতে গেলে তো হাজার হাজার কোটি টাকার হিসেব দেখতে হয়।
@@debashisghosh3269 👍👍
Sarajiban mane thakbe aeigun
Ekdm e tai 👍👍
Resigne the chief minister..
Thnx
Shreya Ghoshal favourite gana tumhare pass Amra sobai acchi
@@sanjoydeb6928 Thanks 😊😊