Sohorer Akashe (শহরের আকাশে) - Kabir Suman

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ธ.ค. 2024
  • Lyrics and Composition - Kabir Suman
    শহরের আকাশে যে তারা এক আঁধারবিন্দু
    সংখ্যালঘুর মতো সে লুকোয় গুরুছায়া নিয়ে
    এ দেশে সে মুসলিম ও দেশে বৌদ্ধ হিন্দু
    খ্রীষ্টান দু'দিকেই ছায়াপথে রয়েছে লুকিয়ে।
    জীবনসন্ধে এল, তাকে বলি লুকিয়ে থেকো না
    সংখ্যালঘুর মতো সংখ্যাগুরুও চলে যায়
    জীবনের ইন্ধন ফুরিয়ে যাবেই একদিন
    অমোঘ মৃত্যু আসে, লঘু গুরু বেবাক মেলায়।
    নামে কী বা আসে যায়, সংখ্যাগুরুর গুরুবাণী
    অথচ ওখানে মরে কাবেরী, এখানে আয়েষা
    কার্বনে গড়া দেহ পুড়ে যায় একই আগুনে
    তারপরে হয় ভোট, গণতন্ত্রের চেনা ভাষা।
    বারবার হবে খুন লঘুরা যে গুরুদের হাতে
    বারবার পুড়ে যাবে যে ঘর আগুনে মানুষের
    সে ঘরে সকাল হবে আতঙ্করাত চলে গেলে
    কিছুটা সবুর করো ফুরোবে আগুন সূর্যের।
    সকাল হবে না আর হিলিয়াম শেষ হয়ে গেলে
    ধর্ম বা রাজনীতি কোথাও জ্বালবে না আগুন
    তার আগে জ্বেলে দাও প্রিয়তমা একটি প্রদীপ
    একটু মাটির দেহে একটি শিখার গুনগুন।

ความคิดเห็น • 2

  • @debsankarray
    @debsankarray 2 หลายเดือนก่อน +1

    কবীর বাণী ❤ ! সঙ্গে সুমন 🙏🙂 !

  • @debsankarray
    @debsankarray 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏