মাগুর মাছ চাষ:পর্ব ৪:স্বল্প মূল্যে মাগুরের খাদ্য তৈরি:Farm made feed for Magur(Clarius)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2022
  • মাগুর মাছ একটা মোটামুটি বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন একক চাষের একটি মাছ।
    অনেক প্রতিকূল অবস্থাকে এটি সহজেই সহ্য করে করতে পারে বিধায় অনেকেই এটাকে অপরিমিত সংখ্যায় মজুদ করে চাষ করতে চান।
    সেই কারণে যে পরিমাণ খাদ্য দরকার হয় সেটার প্রয়োজনে অনেক বেশি।
    বেশি সংখ্যায় মজুদ করে খুব একটা লাভবান হওয়া যায় না।
    সীমিত সংখ্যায় এবং নিজের হাতে বানানো খাবার দিয়ে মাছ চাষ করতে পারলে একটা মিনিমাম আয়ের সম্ভাবনা থাকে।
    নিজের হাতে কিভাবে খাবার বানাতে পারবেন তারই দুই একটা নমুনা এখানে দেওয়া হয়েছে।
    সবাইকে ধন্যবাদ।
    #মাগুরের_খাদ্য_তৈরি,
    #abeed_lateef
    মাগুর মাছ চাষের অন্যান্য ভিডিও গুলি দেখতে চাইলে এই ভিডিও গুলি দেখতে পারেন
    1st Part • মাগুর মাছ চাষ।১ম পর্ব।...
    2nd Part • মাগুর মাছ চাষ। ২য় পর্...
    3rd Part • মাগুর মাছ চাষ। ৩য় পর্...
  • วิทยาศาสตร์และเทคโนโลยี

ความคิดเห็น • 148

  • @rafiksk1989
    @rafiksk1989 ปีที่แล้ว +3

    খুব সুন্দর লাগলো বা লাগবে আপনার ভিডিও

    • @abeedlateef8059
      @abeedlateef8059  ปีที่แล้ว +1

      💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

    • @user-dk9om2ee9r
      @user-dk9om2ee9r 23 วันที่ผ่านมา

      ​@@abeedlateef8059😊

  • @user-js1lv5jj8p
    @user-js1lv5jj8p ปีที่แล้ว

    আদাব স্যার। অপেক্ষায় ছিলাম।

  • @evergreenframehouse1007
    @evergreenframehouse1007 ปีที่แล้ว

    جزاك الله خيرا

  • @arshadulkarim1840
    @arshadulkarim1840 ปีที่แล้ว

    ধন্যবাদ স্যার আপনাকে

  • @rose-nz5dl
    @rose-nz5dl ปีที่แล้ว

    ধন্যবাদ স্যার,

  • @abdussalam3638
    @abdussalam3638 ปีที่แล้ว +1

    শুধু পাবদা চাষ নিয়ে একটা ভিডিও দিবেন স্যার, psl pls pls........

  • @sohel.SR7
    @sohel.SR7 ปีที่แล้ว +1

    স্যার,,অনেক ধন্যবাদ,, পাবদা এবং টেংরা একক চাষের ভিডিও দেবেন প্লিজ।

  • @nityanandabarman791
    @nityanandabarman791 ปีที่แล้ว

    অসাধারণ ধন্যবাদ স্যার খুব সুন্দর খুব ভালো লাগলো

  • @harekrishnabiswas1745
    @harekrishnabiswas1745 ปีที่แล้ว

    Thanks sir

  • @ziaulhoque2551
    @ziaulhoque2551 ปีที่แล้ว

    কৈ ( দেশি এবং থাই) এবং পাবদা মাছের একক চাষের উপর এ রকম একটা বিস্তারিত ভিডিও দেন প্লিজ।

  • @sayedkalins5874
    @sayedkalins5874 ปีที่แล้ว

    Thank you

  • @rlgamings8144
    @rlgamings8144 ปีที่แล้ว

    চার আচছালামু আলাইকূম আসাম থেকে বলছি আল্লার রহমতে আপনার ভিডিও দেখে মাছ চাষে আমার উন্নতি হয়েছে আমি আপনার মঙল কামনা করি। নুরুজ্জামান অবসর পাপ্ত শিঋক জিলা নগাও আসাম , গাও পূব মুকুন্দ আটি।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  ปีที่แล้ว

      আল্লাহ আপনাকে মাছ চাষে সফল করুন।
      💖💖💖💖💖💖

  • @SubhashreeMoyra-bf5vl
    @SubhashreeMoyra-bf5vl ปีที่แล้ว

    1:50 1:52 Bhalobasa

  • @palashmanna6411
    @palashmanna6411 ปีที่แล้ว

    প্রনাম গুরুজি 💖।

  • @sahmed1533
    @sahmed1533 ปีที่แล้ว

    ওকে

  • @Shafikulislam.Dulal529
    @Shafikulislam.Dulal529 ปีที่แล้ว

    আমি একজন সাউদি প্রবাসী স্যার আমি আপনার নতুন পুরাতন সব ভিডিও গুলো দেখি অনেক ভালো লাগে ৷ আপনার দীর্ঘায়ু কামনা করছি ৷ আশা করছি ২০২৩/ ২০২৪ সালের মধ্যে মাছ চাষ শুরু করবো ইনশা আল্লাহ | দোয়া করবেন ৷ স্যার আপনী অক্ক্লান্ত পরিশ্রম করে আমাদের জন্য ভিডিও বানান সেজন্য আপনাকে ধন্যবাদ | আমি আশা করছি আপনী আমাদের জন্য মাছ চাষের যাবতীয় তথ্য দিয়ে একটি বই লিখে যাবেন ?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  ปีที่แล้ว

      বই লিখার আগেই অনেক বিপত্তি হয়ে গেছে ভাই।

  • @akagrofisheries8078
    @akagrofisheries8078 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম স্যার,
    সুবর্ন রুইয়ের পোনা ২ মাস বয়সে ২০০ লাইন হয়েছে,
    এই ২০০ লাইনের পোনা শতাংশে ১২ পিজ রুই অন্যান্য ৫পিজ, মোট ১৭পিজ দিয়ে কালচার করলে কি ১০ মাসে ২-২.৫কেজি করা সম্ভব হবে????
    নিজে তৈরি করা ফিলেট ফিড খাইয়ে ও
    সঠিক পরিচর্যা করলে??

  • @tapankhatua7648
    @tapankhatua7648 ปีที่แล้ว +3

    Sir DORB ki?

    • @utpalkumarroy2424
      @utpalkumarroy2424 18 วันที่ผ่านมา

      Rice bran theke tel ber korar por j ongso thake setai DORB

  • @kabirobi
    @kabirobi ปีที่แล้ว

    Assalamu alaikum sir, bran molasses east mixture Ki dorb bran hisabe use Kora jabe?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  ปีที่แล้ว

      দুইটা ভিন্ন জিনিষ।

  • @sohelmahfuz635
    @sohelmahfuz635 ปีที่แล้ว +6

    স্যার মাগুর মাছের কালার আসার জন্য কি করবো।

    • @yeakubsarkar3365
      @yeakubsarkar3365 ปีที่แล้ว +1

      আমিও জানতে চাই

    • @abeedlateef8059
      @abeedlateef8059  ปีที่แล้ว +3

      খাদ্যে সয়াবিন মিল এবং মসুরের ডাল এর খুদ পাউডার করে দিবেন।

    • @gotoschengenarea
      @gotoschengenarea 14 วันที่ผ่านมา

      vai ekta powder ace mac lal thakbe

  • @iqbalhossain3347
    @iqbalhossain3347 10 หลายเดือนก่อน

    স্যার, আমার পুকুরে বর্তমানে ১কেজি =৫০ টি মাগুড় মাছ আছে। ১কেজি মাছের জন্য কি পরিমাণ ফিড পুকুরে দিব? ফিডের সাইজ কত মিলি হতে হবে?

  • @noakhaliaquarium7559
    @noakhaliaquarium7559 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম স্যার dord meaning কি একটু আমাদেরকে বুঝিয়ে বলবেন

  • @md.mominulislam3078
    @md.mominulislam3078 ปีที่แล้ว

    Vai, proti sotoke height koto pcs shing er pona sara jabe? Panir height 3.5-4 feet.janaben pls

    • @abeedlateef8059
      @abeedlateef8059  ปีที่แล้ว +1

      ৩০০ টা দিতে পারেন।

  • @viky9281
    @viky9281 ปีที่แล้ว

    Sir IMC ke ki 40 percent fish meal/shutki powder deoa jete pare?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  ปีที่แล้ว

      যাই দেন, যত টুকুই দেন আমিষ টা হিসাব করে দিতে হবে।

  • @user-iu5rb6ce5i
    @user-iu5rb6ce5i 9 หลายเดือนก่อน

    Dorb টা আসোলে কি

  • @indrajithaldar9577
    @indrajithaldar9577 ปีที่แล้ว +1

    Assalamu alaikum sir
    Soybeanmeal, rapeseed not available sir..
    Nut shells, fishmeal, dorb, These foods are available sir..I would be very grateful sir if you tell me which of these foods will make 35% food with quota person.
    Thank you very much sir❤️❤️

    • @abeedlateef8059
      @abeedlateef8059  ปีที่แล้ว

      এটা দেখে হিসাব করে বানান
      th-cam.com/video/tSiIzjtB_Zg/w-d-xo.html

  • @humayunazad6137
    @humayunazad6137 ปีที่แล้ว

    স্যার বায়োফ্লকে কালার নিয়ে আসার জন্য কি করব।এই কালারের জন্য অনেক খতি হচ্ছে। আশা করি উত্তর দিবেন।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  ปีที่แล้ว

      আমি বায়োফ্লকে পরামর্শ দেই না ভাই।

  • @usogobindaganj1636
    @usogobindaganj1636 10 หลายเดือนก่อน

    স্যার,আসসালামু আলাইকুম, শুধু মাগুড় মাছের পুকুড়ে গোসল বা কাপড় ধোয়া যাবে কি?

  • @mddelowar6203
    @mddelowar6203 ปีที่แล้ว

    আসসালামুয়ালাইকুম স্যার সাদা মাছের কালার ভালো করতে কি কি মেডিশিন দিবো

    • @abeedlateef8059
      @abeedlateef8059  ปีที่แล้ว

      খাবারে সয়াবিন মিল যুক্ত করতে হবে।

  • @mousumisarkar173
    @mousumisarkar173 11 หลายเดือนก่อน

    স্যার আমি জি৩ রুই পোনা কোথায় পাবো,

  • @minuislam8566
    @minuislam8566 ปีที่แล้ว

    স্যার আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন

    • @abeedlateef8059
      @abeedlateef8059  ปีที่แล้ว

      ওয়ালাইকুম সালাম।
      আলহামদু লিল্লাহ!

  • @mostafagayen1217
    @mostafagayen1217 ปีที่แล้ว +1

    স্যার আমি ভারত থেকে মস্তফা গায়েন বলছি পনাছাড়ার ক্ষেত্রে পুকুরপ্রস্তুতি কিভাবে করব আরএখানে ডি আরবি ব্রান সোয়াবিনও শুঁটকি গুড়ো পাওয়া খুব কঠিন সরিষাখোল ভূট্রাগুড়ো গমেরআটা গমেরভূশী ধান ভাঙানো গুড়ো কতটা করে দেওয়া যাবে

    • @abeedlateef8059
      @abeedlateef8059  ปีที่แล้ว

      পুকুর প্রস্তুতি এর ভিডিও দেখুন।

  • @emranhossain9228
    @emranhossain9228 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম স্যার। শুধু ব্লাড কাপ মাছ চাষ করা যায় কি জানাবেন পিলিজ

    • @abeedlateef8059
      @abeedlateef8059  ปีที่แล้ว

      শামুক কি সরবরাহ করতে পারবেন।

    • @emranhossain9228
      @emranhossain9228 ปีที่แล้ว

      @@abeedlateef8059আসসালামু আলাইকুম স্যার। স্যার চলনবিলের শামুক কিনে আনবো। শামুক ১০টাকর নিচে দাম পড়বে কেজি।সিজনের সময় ২০টন কিনে রাখবো। যে পুকুরে মাছ চাষ করবো সেই পুকুরে শামুক রাখবো এবং একস্ট্রা পুকুরও রাগবো । স্যার আপনার মোবাইল নাম্বার টা দিবেন প্লিজ আপনা সাথে একটু কথা বলে পরামর্শ করতাম ।

  • @mdalamin-hu4xh
    @mdalamin-hu4xh 6 หลายเดือนก่อน

    স্যার ছায়াযুক্ত পুকুরে কি মাছ পালন করতে পারি।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  6 หลายเดือนก่อน

      মৃগেল এবং মাগুর।

  • @shaifulislam150
    @shaifulislam150 ปีที่แล้ว

    সলাম নিবেন।
    বছরের কোন সময় পোনা সংগ্রহ করলে, চাষ ভালো হবে?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  ปีที่แล้ว +2

      পুকুর ফাঁকা রাখার কোন মামলা নাই।

  • @mretyunjoychakroborty7498
    @mretyunjoychakroborty7498 ปีที่แล้ว

    sir 3rd part a bollen body wight 3% ,4th part a body wight 20% khabar detay, kano.dhonnobad

    • @abeedlateef8059
      @abeedlateef8059  ปีที่แล้ว

      মাছের বয়স অনুযায়ী।

  • @RofikulIslam-sx9pc
    @RofikulIslam-sx9pc ปีที่แล้ว

    স্যার, খাদ্য কি তৈরী করতে হবে না শুধু মিলিং করলেই হবে।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  ปีที่แล้ว

      মিলিং করলেই হবে।

    • @RofikulIslam-sx9pc
      @RofikulIslam-sx9pc ปีที่แล้ว

      @@abeedlateef8059 স্যার সে ক্ষেত্রে তো পাওডার হবে তা কি মাছে খেতে পারবে

  • @bishnubarman582
    @bishnubarman582 ปีที่แล้ว

    নমস্কাৰ ছার আমি অসম থেকিযে বলচি অআপোনাৰ ভিডিও টা দেখিযে ভালো লাগচে আমাৰ পাছ বিঘা পুখুর পানী চারি ফুট লবন কয কেজী দিতে হবে দযা করিযা বলেন ? আমি শতকে হিসাপ জানী না

    • @abeedlateef8059
      @abeedlateef8059  ปีที่แล้ว

      ২৫- ৩০ কেজির মত দিবেন।

  • @mamaunkhan7039
    @mamaunkhan7039 ปีที่แล้ว

    গরিবের বন্ধু আপনার মঙ্গল কামনা করি সবসময়, আমার প্রিয় স্যার,লবন,চুন ছিটা গুড় একটি প্রয়োগের কত দিন পর আরটি দেওয়া যাবে? শিং মাছ চাষে প্রানীজ আমিষ বেশি না উদভীদ আমিষবেশি দিব,আমি আপনার অনুসারী ,

    • @abeedlateef8059
      @abeedlateef8059  ปีที่แล้ว

      কোনোটার সাথে কোনোটারই বিপরীত ক্রিয়া নাই। পাশাপাশি সবগুলোই চালালে কোন সমস্যা নাই।
      উদ্ভিদ আমিষ দিয়েও আপনার আমিষের মান ঠিক রাখলে ভাল ফলাফল পাবেন।
      তবে প্রাণিজ আমিষ কিছুটা দিলে সহজেই % মিলানো যায়।

  • @mdsohel-go6di
    @mdsohel-go6di ปีที่แล้ว

    ভাই আংগুল সাইজ তেলাপিয়রা, ঠিকঠাক খাবার পরিচজা দিলে ২শ /২৫০ গ্রাম হতে কতদিন সময় লাগবে বলে আপনি মনেকরেন। জনতেচাই

  • @mdhumayunkabirrubelmdhumay6351
    @mdhumayunkabirrubelmdhumay6351 ปีที่แล้ว

    স্যার আসসালামু আলাইকুম ডিয়ার বি কোনটা যদি একটু ভালোভাবে খুলে উপকার হত

    • @abeedlateef8059
      @abeedlateef8059  ปีที่แล้ว +1

      ব্রান থেকে তেল বের করে নেবার পর যেটা থাকে।

  • @habiburrahaman1718
    @habiburrahaman1718 ปีที่แล้ว

    এয়ারেটর দিয়ে শতকে মাগুর কতগুলো ছাড়া যেতে পারে!!

  • @akagrofisheries8078
    @akagrofisheries8078 ปีที่แล้ว

    স্যার আসসালামু আলাইকুম, আপনার পরমূলা অনুযায়ী
    আমি যদি শুধু নিজে বানানো খাবার খাওয়াই তাহলে রেজাল্ট কেমন আসবে???

    • @abeedlateef8059
      @abeedlateef8059  ปีที่แล้ว

      ১ মাস খাইয়ে দেখুন কেমন রেজাল্ট হয়!

  • @khandokarnahid5132
    @khandokarnahid5132 ปีที่แล้ว

    আমার একটা জিনিস জানার আছে। প্রজনন মৌসুমের বাইরে রুই কাতলা মৃগেল বা পাঙ্গাসহ অন্যান্য মাছের কৃত্রিম উপায়ে পোনা উৎপাদন কি সম্ভব?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  ปีที่แล้ว +1

      না। এ পর্যন্ত সম্ভব না।

  • @mamaunkhan7039
    @mamaunkhan7039 ปีที่แล้ว +1

    স্যার হাজার ছালাম নিবেন্ ১ কে, জি,=৩৫০ টি শিং মাছ, খাদ্য কত % দিব? অনেক কিছু শিখালেন, ধন্যবাদ,

    • @abeedlateef8059
      @abeedlateef8059  ปีที่แล้ว

      ১ কেজি মাছের জন্য ১৫০ গ্রাম খাবার দিতে পারেন।

  • @sibsankardas5821
    @sibsankardas5821 ปีที่แล้ว

    স্যার বলছি মাগুর ও সাদা মাছকে যদি মুরগির ভুঁড়ি খাওয়াই তাহলে কি কোনো ক্ষতি হবে?

  • @MahadiHasan-tc6xi
    @MahadiHasan-tc6xi ปีที่แล้ว

    স্যার,আমি নারিশ এর ভাসমান ফিট খাওয়ায়,কিন্তু মাছের গ্রোথ আনার জন্য কি কোন কিছু খাওয়াতে হবে??

    • @abeedlateef8059
      @abeedlateef8059  ปีที่แล้ว +1

      প্রয়োজনীয় পরিমাণে দিলে আর কিছু লাগে না।

  • @smfishfream3170
    @smfishfream3170 ปีที่แล้ว

    মাগুরের পুকুরে খর কী কারপের থেকে বেসিদেওয়া যাবে

  • @rabbyhossain3829
    @rabbyhossain3829 ปีที่แล้ว

    স্যার আসসালামু আলাইকুম
    আমার ১২০ শতাংশ পুকুরে ২০০০ দেশি মাগুর মাছ আছে ৪ টায় কেজি হবে। কিন্তু কালার আসে নাই। মাছের কালার করার জন্য আমার করনীয় কি

    • @abeedlateef8059
      @abeedlateef8059  ปีที่แล้ว

      খাবারের সাথে মসুরের ডাল এর পাউডার মিশিয়ে দিন।

  • @rafiqulislammohsin7164
    @rafiqulislammohsin7164 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম,
    ধন্যবাদ স্যার, এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও দেওয়ার জন্য!
    স্যার, আপনার কথামতো হাতে বানানো খাবার কোম্পানির কেনা খাবারের সাথে মিশিয়ে একসাথে প্রয়োগ করা যাবে।
    কোম্পানির কেনা খাবারটা ভাসমান হওয়ায় আমরা বুঝতে পারি মাছ কতটুকু পরিমান খাবার খায় বা খাবার ঠিকমতো খাইতেছে কিনা, কিন্তু হাতে বানানো খাবারটা যেহেতু ডুবন্ত খাবার হিসেবে গন্য হবে তাই হাতে বানানো খাবারটা মাছ ঠিকমতো খাইতেছে কিনা সেটা কিভাবে বুঝতে পারব বা কিভাবে নিশ্চিত করা যাবে?
    এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য জানাবেন প্লিজ!!!

    • @user-js1lv5jj8p
      @user-js1lv5jj8p ปีที่แล้ว

      ট্রে ব্যবহার করুন

    • @abeedlateef8059
      @abeedlateef8059  ปีที่แล้ว +1

      75% খাবার ছড়িয়ে দিবেন এবং 25% খাবার ঝুড়িতে দিয়ে চেক করলেই বুঝতে পারবেন।

  • @sohelmahfuz635
    @sohelmahfuz635 ปีที่แล้ว

    স্যার নোনা টেংরা মাছের জন্য কত পারসেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার ভালো হবে।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  ปีที่แล้ว +1

      ৩০% আমিষ সম্বলিত খাবার।

  • @prabinchoudhury6518
    @prabinchoudhury6518 ปีที่แล้ว

    নমস্কাৰ ছাৰ, ডেল্টামেথ্ৰিন গ্ৰুপেৰ 2.8 ইচিৰ ডছ কি হবে।আমাদেৰ এখানে অন্ন পাওয়া জায়না ।আসাম ভাৰত

  • @amjonysarkar9346
    @amjonysarkar9346 ปีที่แล้ว +1

    স্যার এরোটর লাগালে একক মাগুর কত পিচ দেওয়া যাবে

    • @abeedlateef8059
      @abeedlateef8059  ปีที่แล้ว +1

      ৬০০ টা।

    • @amjonysarkar9346
      @amjonysarkar9346 ปีที่แล้ว

      @@abeedlateef8059 ধন্যবাদ স্যার

  • @ARR19
    @ARR19 ปีที่แล้ว

    মাগুরের কালার গোল্ডেন করতে কি করতে হবে? দয়া করে যদি জানান ভাল হয়।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  ปีที่แล้ว

      খাবারের মধ্যে মসুরের ডালের গুড়া এবং সয়াবিনের পাউডার যুক্ত করেন।

    • @ARR19
      @ARR19 ปีที่แล้ว

      @@abeedlateef8059 জাযাকাল্লাহ।

    • @ARR19
      @ARR19 ปีที่แล้ว

      @@abeedlateef8059 প্রতি কেজি খাদ্যে কি পরিমাণ? কতদিন চলবে?

  • @mihirkumarpaul9123
    @mihirkumarpaul9123 10 หลายเดือนก่อน

    DORB, এইটা কী ? প্রচলিত নাম কী ,

    • @abeedlateef8059
      @abeedlateef8059  10 หลายเดือนก่อน

      Deoiled Rice Bran.
      তেল নিকষিত ধানের কুঁড়া।
      এর প্রচলিত অন্য কোন নাম নাই।

  • @mamaunkhan7039
    @mamaunkhan7039 ปีที่แล้ว

    প্রিয় স্যার ক্ষমা করবেন,জানতে চাই মাগুর মাছের খাবা রে কেন?ভিটামিন মিনারেল প্রিমিক্স কেন ব্যবহার করেন নাই

    • @abeedlateef8059
      @abeedlateef8059  ปีที่แล้ว +1

      আমার হিসাবে ওগুলি লাগে না ভাই।

  • @nayemshakhe1583
    @nayemshakhe1583 ปีที่แล้ว

    কত গুলো মাছ ১ কেজি খাবার খায়....?

  • @alamgirhossin5847
    @alamgirhossin5847 ปีที่แล้ว

    পুকুরের পানির গভিরতা ২.৫/৩.৫ ফিট আয়তন ২৮ শতাংশ কি মাছ চাষ করা ভাল হবে? কোন মাছ চাষে লাভবান হতে পারব

    • @abeedlateef8059
      @abeedlateef8059  ปีที่แล้ว

      তেলাপিয়া করতে পারেন।

    • @alamgirhossin5847
      @alamgirhossin5847 ปีที่แล้ว

      কত গুলু মাছ ছারব? কি খাবার দিব ও পরিমান কত??

  • @salauddinkha7544
    @salauddinkha7544 ปีที่แล้ว

    আমি হাইব্রিট মাগোর ছারছি আমি সুদু বাস্সময় ফিট দেই চলবে কি

  • @prodipkairi727
    @prodipkairi727 ปีที่แล้ว

    Pukurer jol lal hoye gele ki korbo

    • @abeedlateef8059
      @abeedlateef8059  ปีที่แล้ว

      পরিমিত পরিমাণে চুন প্রয়োগ।

    • @prodipkairi727
      @prodipkairi727 ปีที่แล้ว

      @@abeedlateef8059 per decimal 150 lime add korar pore urea DAP soiso khoul per decimal 100 gram use korsi er 3-4 din pore colour lal hoise... Ekn ki korbo sir

  • @shobujbangla7695
    @shobujbangla7695 ปีที่แล้ว

    স্যার আপনার আপনার সাথে দেখা করতে চাই।দয়া করে একটু সুযোগ দিবেন?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  ปีที่แล้ว

      কোনো সমস্যা নাই।

  • @ujjalmondal2890
    @ujjalmondal2890 ปีที่แล้ว

    কেঁচো দিলে কেমন রিজাল হবে?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  ปีที่แล้ว +1

      খুবই ভাল হবে। কিন্তু পারবেন কি!

    • @ujjalmondal2890
      @ujjalmondal2890 ปีที่แล้ว

      @@abeedlateef8059 ভার্মি কম্পোস্ট যেভাবে করা হয়, সেখানে প্রচুর কেঁচো থাকে বা উৎপন্ন হয় সঠিক পরিচর্যা করলে। এইভাবে কেঁচো চাষ করে আমরা খাওয়াতে পারি। ভালো থাকবেন স্যার।

  • @imrannazir2147
    @imrannazir2147 ปีที่แล้ว

    স্যার আমি ১৯ তারিখ থেকে ক্লাস করতে চাই ,আমার করনীয়।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  ปีที่แล้ว

      আলোচনার বিষয় : ৪৮ টি।
      পদ্ধতি : ফেস বুক গ্রুপে অনলাইন প্রশিক্ষণ।
      ( প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার, রাত ৮:৩০ ঘটিকায় শুরু হবে। বিষয় শুরুতে জানিয়ে দেয়া হবে)
      রেজিঃ ফি ও ভর্তি হবার নিয়ম:
      বিকাশ/নগদ এক কালীন ৩০৬০/- টাকা মোবাইল নাম্বার 01714230217 নাম্বারে পাঠিয়ে রেফারেন্স হিসাবে আইডি নাম লিখে গ্রুপে জয়েনিং রিকোয়েস্ট দিতে হবে।
      Western Union বা Money gram এর মাধ্যমে
      KAZI ABEED LATEEF এর অনুকূলে টাকা পাঠিয়েও ভর্তি হওয়া যাবে।

  • @TV-kj9my
    @TV-kj9my ปีที่แล้ว

    স্যার ১০ হাজার লিটার ট্যাংকে কপার সালফেট কতটা পরিমাণে দেওয়া যেতে পারে। একটু জানাবেন

    • @abeedlateef8059
      @abeedlateef8059  ปีที่แล้ว

      দুঃখিত ভাই। এরকম ক্ষেত্রে আমি পরামর্শ সেই না।

  • @tabibrhaman1600
    @tabibrhaman1600 ปีที่แล้ว

    স্যার মাগুর মাছ কী বালুর পুকুরে হয়???

    • @abeedlateef8059
      @abeedlateef8059  ปีที่แล้ว

      হ্যাঁ ভাই হবে।

  • @shidurromaun3631
    @shidurromaun3631 ปีที่แล้ว

    সার সারে তিন ফিট পানিতে কি মাগুর চাষ করা যাবে জুধি জায.তাহলে শতকে কত পিচ দ্যা জবা ধন্যবাদ

  • @jayantaroy6696
    @jayantaroy6696 ปีที่แล้ว

    নমস্কার স্যার খুব সুন্দর আলোচনা।
    যতই আপনার ভিডিও দেখি ততই মাছ চাষের ইচ্ছা বাড়ে।
    আমার 10শতক পুকুরে 1000 পিস 15gm সাইজের মাগুর এবং খুব কম সংখ্যক রুই, কাতলা আছে। আমি মাসিক পরিচর্যা হিসাবে দুই বার লবণ এবং চুন দিই (শতকে 200 গ্রাম)এবং দুই বার গোবর,খোল,ডি,এ,পি র মিশ্র ণ দিই। নিয়মিত ভাসমান ফিড খাওয়ানো হয়। (আপনার দেওয়া পরিমাণ মত)
    কিন্ত জলের কালার খুবই ঘোলা । জলের কালার সবুজ করার জন্য কি করবো দয়াকরে জানান ।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  ปีที่แล้ว

      আপনার দেয়া খাবারে ওদের পেট ভরছে না।
      খাদ্যের পরিমাণ পর্যায়ক্রমে বাড়ান।

    • @jayantaroy6696
      @jayantaroy6696 ปีที่แล้ว

      স্যার , আপনার 3নং পর্বে আমার প্রশ্নের উত্তরে আপনিই আমাকে প্রতিদিন 1 কেজি খাবার দিতে বলেছেন আমি তাই দিই স্যার (রাত 9 টাতে) । দয়াকরে পরিমাণ বলুন স্যার।
      সরিষার খোল 48 ঘন্টা ভিজিয়ে দেওয়া যাবে কি ? যদি যায় পরিমাণ কত দেব কতদিন অন্তর?

  • @imamhossain5670
    @imamhossain5670 ปีที่แล้ว

    স্যার, অনেকে প্রবাওটিক দেওয়ার জন্য বলে।প্রবাওটিক কি আসলেই ভাল কাজ করে ? প্রবাওটিক ব্যবহার না করে এর পরিবর্তে আমরা অন্য কি ব্যবহার করতে পারি ?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  ปีที่แล้ว

      মাটির পুকুরে ওগুলোর দরকার হয় না।

    • @imamhossain5670
      @imamhossain5670 ปีที่แล้ว

      @@abeedlateef8059 ধন্যবাদ স্যার।

  • @ziyahaidar7819
    @ziyahaidar7819 ปีที่แล้ว

    স্যার আমি ভারত থেকে আপনার ফোন নন্বর টা দিলে খুব উপকৃত হবো

    • @abeedlateef8059
      @abeedlateef8059  ปีที่แล้ว

      এখানে কি দেয়া যাবে ভাই!!!🤔🤔🤔

  • @pathersathi7501
    @pathersathi7501 ปีที่แล้ว

    Dada apnar mobile number te daban

    • @abeedlateef8059
      @abeedlateef8059  ปีที่แล้ว

      তাহলেতো মারা যাব!

  • @bayezidbostami6494
    @bayezidbostami6494 ปีที่แล้ว

    Thanks sir