মেঘলা ও নীলাচল পর্যটন কমপ্লেক্স ভ্রমন। বান্দরবান সদর।

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2023
  • মেঘলা পর্যটন কেন্দ্রটি বান্দরবন শহরের প্রবেশদ্বার বান্দরবান-কেরানীহাট সড়কের পাশে অবস্থিত। বান্দরবান জেলা শহরে প্রবেশের ৫ কি:মি: আগে মেঘলা পর্যটন এলাকাটি অবস্থিত। মেঘলায় চিত্তবিনোদনের বিভিন্ন উপকরণের মধ্যে রয়েছে- চিড়িয়াখানা, শিশুপার্ক, সাফারি পার্ক, প্যাডেল বোট, ক্যাবল কার, উন্মুক্ত মঞ্চ ও চা বাগান। এখানে সবুজ প্রকৃতি, লেকের স্বচ্ছ পানি আর পাহাড়ের চূঁড়ায় চড়ে দেখতে পাবেন ঢেউ খেলানো বান্দরবানের নয়নাভিরাম দৃশ্য। বেশ কিছু উঁচু নিচু পাহাড় দ্বারা ঘেরা একটি লেককে ঘিরে গড়ে উঠেছে মেঘলা পর্যটন কেন্দ্র। ঘন সবুজ গাছ আর লেকের স্বচ্ছ পানি পর্যটকদের প্রকৃতির কাছাকাছি টেনে নিচ্ছে প্রতিনিয়ত।
    এছাড়াও নীলাচল বাংলাদেশের একটি অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র বান্দরবান শহর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে অবস্থিত। এটি সমুদ্রপৃষ্ট থেকে প্রায় দুই হাজার ফুট উচ্চতায় টাইগার পাড়ায় পাহাড়ের উপর অবস্থিত। নীলাচল থেকে পুরো বান্দরবান শহরকে দেখা যায়। মেঘমুক্ত আকাশ থাকলে দূরের কক্সবাজার সাগর সৈকত হাতছানী দেয় পর্যটকদের। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা সমানভাবে বিমোহিত করে পর্যটকদের। নীলাচলে বর্ষা, শরৎ আর হেমন্তকালে হাতের কাছে মেঘ খেলা করে।
    মেঘলা ও নীলাচল পর্যটন কমপ্লেক্স।
    ভ্রমন খরচঃ ১ জনের হিসাবনুযায়ী।
    *ঢাকা - বান্দরবান বাস ভাড়া নন এসি (আপ ডাউন) = ১৬০০/ টাকা।
    *অটো রিজার্ভঃ ৫০০/ টাকা।
    *খাবার খরচঃ
    সকালে ১০০/টাকা
    দুপুরে ১৫০/টাকা
    রাতে ১৫০/টাকা
    সুতরাং ১দিনে ৪০০ টাকা।
    *অন্যান্য খরচ ৫০০/ টাকা।
    .......
    *সর্বমোট খরচঃ ৩০০০/ টাকা মাত্র।

ความคิดเห็น • 20

  • @MdRasel-pw6nn
    @MdRasel-pw6nn ปีที่แล้ว +1

    অসাধারন ভাই

  • @Md.Shikder83
    @Md.Shikder83 3 หลายเดือนก่อน

    বাশির সুরের অসাধারণ গানের সুরটা সিলেক্ট করেছেন শুধু এইজন্য সাবস্ক্রাইব করেছি, ভিডিও ভালো লাগলো। ধন্যবাদ

    • @shadhinbdvlogs6966
      @shadhinbdvlogs6966  3 หลายเดือนก่อน +1

      আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইজান।

  • @mahfuj7.8
    @mahfuj7.8 ปีที่แล้ว +1

    কি সুন্দর ❤❤❤

  • @ms.arifislam1359
    @ms.arifislam1359 ปีที่แล้ว +1

    অফুরন্ত ভালবাসা বন্ধু❤️🥰🥰

  • @AffectionateBowtieCat-tj5be
    @AffectionateBowtieCat-tj5be 4 หลายเดือนก่อน +1

    মেঘলা গিয়েছি কিছুদিন আগে তবে দুই এক দিন পর নিলাচর যাওয়ার ইচ্ছা আছে ❤

  • @MdRasel-pw6nn
    @MdRasel-pw6nn ปีที่แล้ว +1

    এতো সুন্দর ভাবে দেখানোর জন্য ধন্যবাদ ভাই আপনাকে।

  • @naztravel
    @naztravel ปีที่แล้ว +1

    চমৎকার ডকুমেন্ট। এই মাত্র আপনার পরিবারে সদস্য হলাম। আমার পরিবারে আসার আমন্ত্রণ জানালাম। আসবেন কি?

    • @shadhinbdvlogs6966
      @shadhinbdvlogs6966  ปีที่แล้ว

      আমার পরিবারের সদস্য হওয়ায় আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ডকুমেন্ট এর প্রশংসা করার জন্য ধন্যবাদ।
      ইনশাল্লাহ অবশ্যই আমি আপনার পরিবারের সদস্য হব কারণ সকলেই সকলের সাহায্যে এগিয়ে আসা উচিত।

  • @nahidnahid7206
    @nahidnahid7206 9 หลายเดือนก่อน +1

    ভাই একা জাব লোকালে ভাড়া কত আর কি ভাবে জাবো বান্দারবান থেকে নিলাচল বললে উপকৃত হব
    ধন্যবাদ

    • @shadhinbdvlogs6966
      @shadhinbdvlogs6966  8 หลายเดือนก่อน

      বাজেট কম হলে ৩৮০ টাকা দিয়ে ট্রেনে চট্টগ্রাম যাবেন এবং সেখান থেকে ১৮০ টাকা ভাড়া দিয়ে বাসে চরে বান্দরবান যেতে পারবেন ।

  • @zahirulislam2823
    @zahirulislam2823 5 หลายเดือนก่อน

    রান্না করা যাবে?

    • @shadhinbdvlogs6966
      @shadhinbdvlogs6966  5 หลายเดือนก่อน

      হুমম।

    • @zahirulislam2823
      @zahirulislam2823 5 หลายเดือนก่อน

      @@shadhinbdvlogs6966 কোথায় আছে??

    • @shadhinbdvlogs6966
      @shadhinbdvlogs6966  5 หลายเดือนก่อน

      মেঘলার ভিতরে রান্না করার ব্যবস্থা আছে