এই ভিডিওতে দেখানো "Aarti Pakhreen Homestay" - তে আমাদের একদিনের থাকার অভিজ্ঞতা ভিডিওতে ঐ হোমস্টে থেকেই সরাসরি আপনাদের কাছে তুলে ধরেছি । যদি কেউ এই হোমস্টে বুকিং করতে চান তাহলে সম্পূর্ণ নিজ দায়িত্বে ভালো করে কথা বলে নিয়ে তবেই বুকিং করবেন । এই হোমস্টে বুকিং সংক্রান্ত কোন ব্যাপারে "Anindya's Travelogue" channel অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া Biren Thapa অথবা Koushik Das কেউই কোনোভাবে দায়ী থাকবে না ।
অপূর্ব লাগল। এ এক অসাধারণ অভিজ্ঞতা। মনে হয় স্বর্গ যদি কোথাও থাকে তা এখানেই। অসাধারণ প্রাকৃতিক পরিবেশের সংগে জড়িয়ে থাকা বিভিন্ন পৌরানিক ইতিহাস ,আপনাদের অনবদ্য উপস্থাপনা মনকে এক অন্যলোকে নিয়ে যায়। আপনারা সত্যিই অশেষ ভাগ্যশালী, .তাই এই ভাবে গর্ভগৃহে স্বয়ং কেদারনাথের অর্চনা করার সৌভাগ্য লাভ করলেন। আমাদেরও সুযোগ হয় এই অপরূপ দৃশ্য দর্শন.করার। খুব ভাল থাকবেন সবাই।
খুব ভাল লাগল ভিডিওটি। জায়গাটির প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। তার সংগে আপনাদের আন্তরিক ও সাবলিল উপস্থাপনা মন ভরিয়ে দেয়। দুজনের হাসি মুখ আমাদের ও আনন্দ দেয়। খুব ভাল থাকবেন দুজনেই।
সত্যিই এটা কেমন যেন "অফ বিট"। মনে ছন্দ পতন। মন ছুঁলো না। আপনাদের আনন্দে আমাদের আনন্দ এবং উল্টোটা। তাই হয়তো। কোন এক ছোট সফরে সফর সঙ্গী হতে চাই... অপেক্ষায় থাকলাম। অনেক শুভেচ্ছা ও শুভকামনা থাকলো। 🌿🙏🍀
Ranju valley gechilam....bhison sundor....specially sunrise ta dekhar moto...r oi waterfall ta jeta trek kore jete hoye... Amra Golden Sojourn homestay t e chilam ...khub khub bhalo legechilo
গর্ব করে বলতে পারি এই চ্যানেলটা আমাদের হৃদয়ের, অবর্ণনীয় সৌন্দর্য্য সঙ্গে দারুন উপস্থাপনা আর বৌদির সহযোগিতা. তবে মিষ্টি খাবার রিভিউটা কিন্তু মিস করছি খুব অনিন্দদা
Aapnar video vison interesting ebong informative. Kintu aamar aaro valo lage aapnar background music selection jeta aapnar videoguloke aaro mileage dai. Keep it up.
We went to Puri in March this year; instead of going with Victoria Club Hotel's pandaji, we followed Sir's recommendation and contacted Sunil Mahapatra, who completely changed our opinion of Jagannath temple pandas in the best way possible. We'll be forever grateful to Sir and Ma'am for this wonderful experience. Both have repeatedly proven themselves to be two of the most reliable vloggers on this platform today. Regards, Debalina
দাদাভাই ও বৌদিভাইয়ের সঙ্গে আজ দেখলাম রঙ্গজু ভ্যালি… গাঢ় সবুজ মেখলা জড়ানো পাহাড়ের ঢেউয়ের মাঝে একটি সুন্দর জনপদ❤পাখিদের কিচিরমিচির, ধূমায়িত চায়ের কাপ আর পাহাড়ের কুয়াশা সরিয়ে জাফরানী সূর্যোদয় … মন ভরিয়ে দিল❤সঙ্গে পাহাড়ী নরম মাটির পথ ধরে লালু ভুলু-র সঙ্গে ঘুরে বেড়ানো গঙ্গা পার্ক, রাজা রাণী ফলস আর দূরে পাহাড়ী বাঁকের গল্প নিয়ে মংপু শহর… অসাধারণ ভিউ আর ভিডিওগ্রাফি❤ বাড়ী হল সবচেয়ে আরামের জায়গা … পাহাড়ের হোম-স্টে তে আমরা খুঁজি আন্তরিকতা, মানুষগুলোর সারল্য এবং আতিথেয়তা যা ভ্রমণের সঙ্গে একটা নতুন মাত্রা যোগ করে… বৌদিভাইয়ের সঙ্গে আমি সম্পূর্ণ একমত❤ এই গরমে একঝলক ঠান্ডা হাওয়ায় মন জুড়িয়ে দিল দাদাভাইদের এই ব্লগটি… অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল আপনাদের জন্য❤অপেক্ষা করছি পরবর্তী পর্বের জন্য❤ লে -লাদাখ ভ্রমণের আপনাদের কোনও ভিডিও আছে দাদাভাই ? থাকলে আমায় একটু জানাবেন ❤
আপনাদের সঙ্গী যখন সারমেয় কুল সব সময় হয় তখন তাদের কিছু খাবার খাওয়ানো দরকার।আমি কিন্তু ব্যক্তিগত ভাবে কোথাও বেড়াতে যাওয়ার পথে আমার সফরসঙ্গী হয় আমি কিন্তু এদের খাবার খাওয়াই তবে রনজু ভ্যালি আহামরি লাগলো না।ধন্যবাদ
সঠিক তথ্য তুলে ধরার জন্য ধন্যবাদ। সত্যি, আপনাদের অন্যান্য পাহাড় উপাখ্যানের তুলনায় এই জায়গাটির আবেদন অনেকটাই কম। স্থান মাহাত্মে নয়, আন্তরিকতার অভাবে। তা ভালই বোঝা গেল। আপনাদের এই spot-on review নতুন এই Homestay টির বাজার হয়ত খানিকটা spoil করবে, তবে পর্যটকরা উপকৃত হবেন। 😊😊
দাদা, আপনার নিরপেক্ষ মতামত খুব ভাল লাগল । রামপুরিয়ার মা ও ছেলের আন্তরিকতা সত্যিই অসাধারণ । যদি আপনার সময় ও সুযোগ হয়, তাহলে একবার অরুণাচল রাজ্য টা আমাদের দেখাতে পারেন । তিন টা ভিডিও খুব উপভোগ করলাম...👍🙏🏻
একেবারে সঠিক সময় যা কে বলে!!!আমি এই মুহূর্তে Kalimpong এ এক homestay তে রয়েছি। আজই সকালে Darjeeling এ তিন দিন কাটিয়ে এখানে এসেছি। সেই কারণে আপনাদের আজকের এই পর্ব দেখতে আরও বেশি করে ভালো লাগছে। Background music টা খুব ভালো লাগলো। আর আপনাদের অসংখ্য ধন্যবাদ...আপনাদের video দেখে Darjeeling এ Jai Hotel এ থেকেছি Room 401 এ। আমাদের সবার খুবই ভালো লেগেছে। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন।
Thank you je apnara detail e bolechen ..karon apnader vdo o kothar opor base kre amra plan kri ..oneke vlogger ra puropuri bolen na ..darjeeling e Dorjeeling hmsty book kre amra osubidher mdhye i porechilam ..siri diye je. onekta niche namte hoy seta vdo te keu dekhay va bole ni ..amader payer prob chilo ..vlogger der ki bhabe amra bhorsa krbo
I agree with Saswati that usual expectation from a Homestay is warmth and hospitality and not a cold attitude. However, I also 18:25 disagree with a generalised view about hotels ( 15:28 ) …..that there is a lack of warmth and hospitality in hotels. It depends on the hotel category obviously! Hospitality, personal attention and utmost professionalism are the hallmarks of certain brand chain hotels. I’m speaking from my extensive experience!
আপনাদের উপস্থাপনা র কোনো তুলনা নেই কিন্তু Ranju valley আমাদের আকর্ষণ করতে পারলো না ,বিশেষ করে আমাদের মতো সিনিয়র citizen দের অত হেঁটে ওখানে থাকতে যাবার কোনো ইচ্ছে করবে না তার সাথে যেখানে আন্তরিকতার ছোঁয়া নেই .যাইহোক সঠিক চিত্র তুলে ধারার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানালাম .ভালো থাকবেন .
Watched the video and the irritating uneven 100 meter road before entry point to the homestay. A looking glass in a resting place on road is surprising.
আপনার Raju valley দেখলাম প্রথম থেকেই ভালো লাগছিল না, তবে এই যে বলেছি আপনার ধরা বিবরণ অসাধারণ লাগে, তাই আপনার কথা শোনার জন্য দেখা, তবে ভাবের কিছু নয় it is part of the game।
তামসাং রামপুরিয়া হয়ে কবে এখানে এলেন? আমার মনে হয় প্রত্যেক এপিসোডের শুরুতে তারিখটা বলে দিলে ভালো হয়। কিছু মনে করবেন না প্লিজ। খুব ভালো লাগলো যথারীতি। আপনাদের ফ্রি ফেয়ার কমেন্ট খুবই ভালো।
জায়গা টা খুব ই ভালো লাগলো কিন্তু ঐ যে বললেন কোথায় যেন একটা আতিথেয়তা র অভাব আর দাম টা আন্দাজে খাওয়া দাওয়া তেমন নয়, এর জন্য ভালো লাগলো না 😀। ধন্যবাদ।
Akdom thik barir moto ambiance na palay home stay tya thakar ki manay.. pahar ar homestay gulo business orientation aktu kom e hoy. Apon kore neya Ghar mar manus ar modha 1jon vaba abong Sai manus gulaor satha milay misay takhar moja onak basi
Ki bolchen ki?? Amra full family ekhon ei muhurte Arti-Pakhrin Homestay tei royechi kintu completely differ korchi apnader statement er. Ulte borong amra proti mashei pahar e kono na kono jaygay jai r ekhane ami onek beshi atitheyota pachhi. Owners Firoj ji r onar wife er moto manush hoy na. Ami sondeho prokash korchi apnader ei je negative statement gulo dilen seshe tar uddesso niye. Ami just sotti bolchi obak hoye gelam apnader statement shune, karon amader khetre ekdom e ulto. Amra kitchen e boshe onader sathe adda dichhi, onara amader room e eshe golpo korchen, khabar somoy ek bhabe pashe thakchen r bar bar jiggasa korchen amader r kochu lagbe kina. Amra 29 tarikh sondha 7 tay decide kore booking sere rat 11 tay Hooghly jela theke start diye by road eshe lunch time e pouchechi, pouchotei onara jiggasa korlen amader nischoi khub khide peyeche, r sathe sathei khabar dilen, r ha oboswoi egg curry e chilo. Ek kothay amar thaka one ofbthe besh real homeatay jekhane puropuri barir feel pachhi.
আমাদের আপনাদের মতন ভাগ্য হয়নি । আমাদের সাথে খাওয়ার সময় ওনারা একবার এসে জিজ্ঞাসা পর্যন্ত করেননি । এমনকি হোমস্টের মালিকের স্ত্রী তো আমরা আসার সাথে সাথেই বেরিয়ে চলে গেলেন । আর কি খাবার দিয়েছে সেগুলো তো ভিডিওতেই দেখিয়েছি । এখানে তো আমাদের কোন স্বার্থ নেই । আমরাও প্রায় প্রতি দুমাসেই পাহাড়ে ঘুরে বেড়াই।আমরা যেভাবে দেখেছি সেটাই বলেছি । তবে আপনারা ভালো আতিথেয়তা পাচ্ছেন এটা জেনে আমার ভালো লাগলো । অনেক ধন্যবাদ 🙏
Hentey😂 ashey chehara ta kemon😂 dekhar jonyo ayenaaa.. Apnara eto sweet tayeee poshugulo apnader shongo daye… Darjeeling dekhey 😍😍😍 R sorry to say homestay ta JOGHONNO…khabar gulo dekhey amar poreeshkar o laglo na…cha er shongey no biscuits which they should serve jodeeo ameee khayeee na… I think one of the worst homestays jekhaney apnara thekechen…..
এই ভিডিওতে দেখানো "Aarti Pakhreen Homestay" - তে আমাদের একদিনের থাকার অভিজ্ঞতা ভিডিওতে ঐ হোমস্টে থেকেই সরাসরি আপনাদের কাছে তুলে ধরেছি । যদি কেউ এই হোমস্টে বুকিং করতে চান তাহলে সম্পূর্ণ নিজ দায়িত্বে ভালো করে কথা বলে নিয়ে তবেই বুকিং করবেন ।
এই হোমস্টে বুকিং সংক্রান্ত কোন ব্যাপারে "Anindya's Travelogue" channel অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া Biren Thapa অথবা Koushik Das কেউই কোনোভাবে দায়ী থাকবে না ।
Khub valo laglo
আপনার ব্লগ এই জন্যই ভালো লাগে, আপনি জায়গা ও হোমস্টে সম্বন্ধে honest review দেন।
আপনার বিভিন্ন পাহাড়ের ভিডিও গুলো এতবার দেখছি যে বাড়িতে পাগল বলছে । খুবই ভালো উপস্থাপনা ❤️❤️❤️।
অনেক ধন্যবাদ আপনাকে 🙏
খুব ভালো লাগলো। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
অপূর্ব অদ্ভুত সুন্দর দৃশ্য বর্ননা তো এতো ভালো লাগে বলবার অপেক্ষা রাখে না কালিম্পং দেখার জন্য অপেক্ষায় রইলাম আমার প্রিয় জেয়গা বহুবার যাবার পরেও আবার ইচ্ছা করে যেতে।
M
pl
l
p
Ppp
lmopl
pump
o
pp..
Mo.
l.okmm0m.o.m.o😅m.on.om0.pm.p.ok.o0.lm0mom
om
o.po.ommmokm0.o.0mo.pm.p.p😅.p.p.0mm.o😅mpmn.mmonon.ik
অপূর্ব লাগল। এ এক অসাধারণ অভিজ্ঞতা। মনে হয় স্বর্গ যদি কোথাও থাকে তা এখানেই। অসাধারণ প্রাকৃতিক পরিবেশের সংগে জড়িয়ে থাকা বিভিন্ন পৌরানিক ইতিহাস ,আপনাদের অনবদ্য উপস্থাপনা মনকে এক অন্যলোকে নিয়ে যায়। আপনারা সত্যিই অশেষ ভাগ্যশালী, .তাই এই ভাবে গর্ভগৃহে স্বয়ং কেদারনাথের অর্চনা করার সৌভাগ্য লাভ করলেন। আমাদেরও সুযোগ হয় এই অপরূপ দৃশ্য দর্শন.করার। খুব ভাল থাকবেন সবাই।
অনেক ধন্যবাদ 🙏
Very Nice
Besh bhalo laglo.
Awesome
আপনাদের ভিডিও দেখতে খুব ভালো লাগে। এই প্রচণ্ড গরমে আপনাদের সাথে পাহাড়ে মানস ভ্রমণ করতে খুব ভালো লাগছে
Rongju Valley খুব আকর্ষক লাগলে না, তবে বপাহীডের কোলে ছোট্ট এই সব জায়গা বড়ই সুন্দর। আর আপনাদের পরিবেশন সবসময় ভাল।
God bless you both ❤
Darun laglo
Ki sundor.Saromeyo duti apnader poth dekhiye niyegelo❤❤
খুব সুন্দর, সব দিক থেকে ❤
অনেক ধন্যবাদ 🙏
খুব ভাল লাগল ভিডিওটি। জায়গাটির প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। তার সংগে আপনাদের আন্তরিক ও সাবলিল উপস্থাপনা মন ভরিয়ে দেয়। দুজনের হাসি মুখ আমাদের ও আনন্দ দেয়। খুব ভাল থাকবেন দুজনেই।
অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏
Khub valo laglo dada o di tomra valo theko ❤
Your team is best for pepple who dont get opportunities to travel
Thank you. Stay tuned ❤️
Osadharon video👍👍👍
মুদ্রার এপীঠ এবং ওপীঠ। তথ্য দিয়ে সহায়তার জন্য ধন্যবাদ। কালিংপঙ এর ভিডিও দেখার জন্য আগ্রহ প্রকাশ করলাম
খুব সুন্দর একটি ভিডিও দেখলাম 👌❤
Thank you 😊
অসাধারণ সুন্দর লাগল ❤❤❤❤
apurbo sabujer somaroho, asadharon parbatmalar rup, khub sundar surjodoy
Ata o khub bhalo laglo.Ai offbit place gulo apnader vedio r modhye diye dekhe nite parchi.Ai sob jaiga te to jawa hoy na.Bhalo thakben.
Thank you 🥰
সত্যিই এটা কেমন যেন "অফ বিট"। মনে ছন্দ পতন।
মন ছুঁলো না। আপনাদের আনন্দে আমাদের আনন্দ এবং উল্টোটা। তাই হয়তো।
কোন এক ছোট সফরে সফর সঙ্গী হতে চাই...
অপেক্ষায় থাকলাম।
অনেক শুভেচ্ছা ও শুভকামনা থাকলো। 🌿🙏🍀
সত্যিই ছন্দপতন 😔
Khub valo laglo ♥️ porer blog r jonnoi apekhai railam
খুবই সুন্দর লাগলো ❤❤❤❤
ভীষণ ভালো লাগল। পরবর্তী ভিডিও র অপেক্ষায় রইলাম।
Adhvut sundor video...!! Naam taao ki sundor..❤❤❤ Ranju Valley...!!! Mone hoye jeno BACHHA MEYE NUPUR PAAYE NOTUN HAANTE SHIKHECHE...❤❤❤❤
Bubu dii khub sundor bhabe elaborate korlen..👌👌👌👌👌
Aapnader 2jon er hi sense of humor.... durdanto..!!!! Khub bhalo laage.
Aamar ektu late hoye gelo video dekhte..😊😊❤❤❤
Khub bhalo thakben..❤
জায়গাটা সত্যিই খুব সুন্দর । অসংখ্য ধন্যবাদ ❤️
Firoj bhai khub bhalo lok..amrao okhane thki..vul information ota..jani na apnader sathe ki goteche but amra dudin chilam khub bhalo babohar nd hospitality peyechi...
ভালো হলেই ভালো ।
Nice views ❤ 🌷♥️
Beautiful place
khub valo laglo vlog ti. ar apnader honest review i apnader ar pachta travel vlog chanel er theke alada kore chenay💞💞
Thank you 😊
Anindya tomar subscription kano barche na. 10 lakhs subscribers hoa uchit chilo. Tumi r madam darun❤. Carry on brother
সবাই ভিডিও দেখুক, সেটাই যথেষ্ট 😊
বেশ ভালো লাগলো
Ranju valley gechilam....bhison sundor....specially sunrise ta dekhar moto...r oi waterfall ta jeta trek kore jete hoye...
Amra Golden Sojourn homestay t e chilam ...khub khub bhalo legechilo
🥰🥰
গর্ব করে বলতে পারি এই চ্যানেলটা আমাদের হৃদয়ের, অবর্ণনীয় সৌন্দর্য্য সঙ্গে দারুন উপস্থাপনা আর বৌদির সহযোগিতা. তবে মিষ্টি খাবার রিভিউটা কিন্তু মিস করছি খুব অনিন্দদা
আবার সমতলে নেমে মিষ্টি হবে 😀 আর ভিডিওগুলি ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ 🙏 সঙ্গে থাকবেন 🌹
Aapnar video vison interesting ebong informative. Kintu aamar aaro valo lage aapnar background music selection jeta aapnar videoguloke aaro mileage dai. Keep it up.
Thank you 😊
পাহাড় এ এখন সমতল লোকজন এর ছোয়া লেগেছে। আগের মতো আর ভালোলাগা পাওয়া কঠিন।
Khub valo laglo👌👌
পাহাড় খুবই পছন্দ ইচ্ছা থাকলেও ঘোড়া হয় না, আপনার ভিডিওর মাধ্যমে আমার ঘোড়া হয়ে যাচ্ছে ধন্যবাদ ভালো থাকবেন
অনেক ধন্যবাদ আপনাকে 🙏
Good josh...Great work...
Darun lagchey dekhte. Keep up
Noboborser meet up dekhlam, rampurhat dekhlam tbe bari elen kbe r ghurte gelen kbe amadero sathe nin dada, darun laglo bhalo thakben dujonei thanks
Khub valo laglo.....ai home stay chhara r ki ki valo home stay ache ekhane....janale valo hoto
আমি দেখিনি । মনে হয় নেই ।
We went to Puri in March this year; instead of going with Victoria Club Hotel's pandaji, we followed Sir's recommendation and contacted Sunil Mahapatra, who completely changed our opinion of Jagannath temple pandas in the best way possible. We'll be forever grateful to Sir and Ma'am for this wonderful experience. Both have repeatedly proven themselves to be two of the most reliable vloggers on this platform today.
Regards,
Debalina
Thanks for your valuable feedback and update 🙏
Khub valo jayga na holeo, motamuti laglo.
খুবই ভালো,,,,,
Akhane ato garomer madhy apander ai vlog chokher aram mane santi deche. Khub bhalo laglo.
অনেক ধন্যবাদ 🙏
love from Bangladesh ❤
দাদাভাই ও বৌদিভাইয়ের সঙ্গে আজ দেখলাম রঙ্গজু ভ্যালি… গাঢ় সবুজ মেখলা জড়ানো পাহাড়ের ঢেউয়ের মাঝে একটি সুন্দর জনপদ❤পাখিদের কিচিরমিচির, ধূমায়িত চায়ের কাপ আর পাহাড়ের কুয়াশা সরিয়ে জাফরানী সূর্যোদয় … মন ভরিয়ে দিল❤সঙ্গে পাহাড়ী নরম মাটির পথ ধরে লালু ভুলু-র সঙ্গে ঘুরে বেড়ানো গঙ্গা পার্ক, রাজা রাণী ফলস আর দূরে পাহাড়ী বাঁকের গল্প নিয়ে মংপু শহর… অসাধারণ ভিউ আর ভিডিওগ্রাফি❤
বাড়ী হল সবচেয়ে আরামের জায়গা … পাহাড়ের হোম-স্টে তে আমরা খুঁজি আন্তরিকতা, মানুষগুলোর সারল্য এবং আতিথেয়তা যা ভ্রমণের সঙ্গে একটা নতুন মাত্রা যোগ করে… বৌদিভাইয়ের সঙ্গে আমি সম্পূর্ণ একমত❤
এই গরমে একঝলক ঠান্ডা হাওয়ায় মন জুড়িয়ে দিল দাদাভাইদের এই ব্লগটি… অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল আপনাদের জন্য❤অপেক্ষা করছি পরবর্তী পর্বের জন্য❤
লে -লাদাখ ভ্রমণের আপনাদের কোনও ভিডিও আছে দাদাভাই ? থাকলে আমায় একটু জানাবেন ❤
অসংখ্য ধন্যবাদ ❤️ তবে আমরা এখনও লাদাখ যাইনি ।
৩৩ বছর পর দারজিলিং দেখে পুরো হতাশ হলাম দারজিলিং পুরো concrete jungle হয়ে গেছে
Pokriyabong er reviews din plz
আপনাদের সঙ্গী যখন সারমেয় কুল সব সময় হয় তখন তাদের কিছু খাবার খাওয়ানো দরকার।আমি কিন্তু ব্যক্তিগত ভাবে কোথাও বেড়াতে যাওয়ার পথে আমার সফরসঙ্গী হয় আমি কিন্তু এদের খাবার খাওয়াই তবে রনজু ভ্যালি আহামরি লাগলো না।ধন্যবাদ
Really say off beat place so good..... Bt plz onno kothao jan.. 😊
আপনি ঠিক করে দিন এই গরমে কোথায় যাবো ।
@@AnindyasTravelogue Apnar kache amk khub choto... So 🙏off bit apnar jonno ok..
@@AnindyasTravelogue ami apnake khub besi respect kori dada .. Darjeeling Kalimponk.. Shimla... Ladakj...etc
Satti Katha sahajei bale deotai bhalo tahale homestay aar hoteler madhye parthakya kothay
সঠিক তথ্য তুলে ধরার জন্য ধন্যবাদ।
সত্যি, আপনাদের অন্যান্য পাহাড় উপাখ্যানের তুলনায় এই জায়গাটির আবেদন অনেকটাই কম। স্থান মাহাত্মে নয়, আন্তরিকতার অভাবে। তা ভালই বোঝা গেল।
আপনাদের এই spot-on review নতুন এই Homestay টির বাজার হয়ত খানিকটা spoil করবে, তবে পর্যটকরা উপকৃত হবেন। 😊😊
সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏
Ekhon dekhlam, jaygata bhalo , homestay r location bhalo but kothao ekta kichu missing pelam
🤔
Ronju valley theke kanchanjangha er view nei?
না, নেই ।
Very nice joy guru from sarisha diamond harbour w b. ❤
দাদা, আপনার নিরপেক্ষ মতামত খুব ভাল লাগল । রামপুরিয়ার মা ও ছেলের আন্তরিকতা সত্যিই অসাধারণ । যদি আপনার সময় ও সুযোগ হয়, তাহলে একবার অরুণাচল রাজ্য টা আমাদের দেখাতে পারেন । তিন টা ভিডিও খুব উপভোগ করলাম...👍🙏🏻
অনেক ধন্যবাদ আপনাকে 🌹
একেবারে সঠিক সময় যা কে বলে!!!আমি এই মুহূর্তে Kalimpong এ এক homestay তে রয়েছি। আজই সকালে Darjeeling এ তিন দিন কাটিয়ে এখানে এসেছি। সেই কারণে আপনাদের আজকের এই পর্ব দেখতে আরও বেশি করে ভালো লাগছে। Background music টা খুব ভালো লাগলো।
আর আপনাদের অসংখ্য ধন্যবাদ...আপনাদের video দেখে Darjeeling এ Jai Hotel এ থেকেছি Room 401 এ। আমাদের সবার খুবই ভালো লেগেছে।
পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।
ভালো থাকবেন।
জয় হোটেল ভালো লাগলো জেনে ভালো লাগলো 🌹
🙏❤️🙏
Apnader বক্তব্য khub bhalo laglo ....Amar o thik ekmot j home stay jeno hotel er মতো na হয়....❤❤
দাদা বৌদি আপনাদের ভিডিও কোনও দিন মিস্ করিনা এইটাও খুব ভালো লাগলো। আর ঐ হোমস্টের ব্যাপারে আমিও একমত।
Darjiling kobe jaben?
Ami eksomoy husbend er kormo sutre Darjeeling jelar Jaldhaka hydeĺ project e thaktam, Apnar vlog dekhi, Agami November '24e amra M.P jabo, Apnar M.P vlog dekhechi, Sundor barnana.
Suveccha janben. Valo thakben. Namasker 😊❤
অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏 ভালো থাকবেন ।
Aunonyo Aunindo upobhog korlam background score suitable ❤❤ susthotar sathe bhalo thakun........
Thank you 😊
কাঞ্চনজঙ্ঘা দেখা হল না, আকাশ পরিষ্কার থাকলে দেখা
যাবে?
এই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না ভিডিওতেই তো বললাম ।
মোটামুটি
R kanchanjongha niye kotodin...??
আপনার কাছেই জিজ্ঞেস করছি । এই গরমে আর কোন জায়গা দেখতে চান ? পুরী, রাজস্থান নাকি সাউথ ইন্ডিয়া ?
❤️❤️❤️❤️❤️
Thank you je apnara detail e bolechen ..karon apnader vdo o kothar opor base kre amra plan kri ..oneke vlogger ra puropuri bolen na ..darjeeling e Dorjeeling hmsty book kre amra osubidher mdhye i porechilam ..siri diye je. onekta niche namte hoy seta vdo te keu dekhay va bole ni ..amader payer prob chilo ..vlogger der ki bhabe amra bhorsa krbo
পরিবেশ তো অসাধারণ কিন্তু ব্যবহার যখন ভালো নয় তখন পয়সা খরচ করে সেখানে না যাওয়াই ভালো 😊😊😊 আর ভিডিও নিয়ে বলার মতো সাহস আমার নেই 😊😊😊
তা নয়, আপনাদের সাথে নাও হতে পারে ।
❤❤
Konoden nam sunene
I agree with Saswati that usual expectation from a Homestay is warmth and hospitality and not a cold attitude. However, I also 18:25 disagree with a generalised view about hotels ( 15:28 ) …..that there is a lack of warmth and hospitality in hotels. It depends on the hotel category obviously! Hospitality, personal attention and utmost professionalism are the hallmarks of certain brand chain hotels. I’m speaking from my extensive experience!
Agree with you 👍
Khub monorom
আপনাদের উপস্থাপনা র কোনো তুলনা নেই কিন্তু Ranju valley আমাদের আকর্ষণ করতে পারলো না ,বিশেষ করে আমাদের মতো সিনিয়র citizen দের অত হেঁটে ওখানে থাকতে যাবার কোনো ইচ্ছে করবে না তার সাথে যেখানে আন্তরিকতার ছোঁয়া নেই .যাইহোক সঠিক চিত্র তুলে ধারার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানালাম .ভালো থাকবেন .
পরেরবার দার্জিলিং এলে বলবেন কাকু দেখা করার খুব ইচ্ছা আছে 😊
Okay 👍
Watched the video and the irritating uneven 100 meter road before entry point to the homestay. A looking glass in a resting place on road is surprising.
আপনাদের পরিবেশন বেশ ভাল লাগল।তবে এই ভ্যালি তে home stay র এরকম ব্যবহার হলে কারুর যাওয়া উচিত নয়।
Amader ekhane already booking ache ei mash e.. ektu sceptical hoye gelam ebar onader bebohar er kotha shune 😒 dupurer lunch o sotti besh sochoniyo dekhlam...
সবার সাথেই একই রকম হবে এমন কোন কথা নেই । ঘুরে আসতে পারেন ।
Rangjuvalley kintu khub ekta ahamori laglo na. Anyway carry on.
🐕❤
আপনার Raju valley দেখলাম প্রথম থেকেই ভালো লাগছিল না, তবে এই যে বলেছি আপনার ধরা বিবরণ অসাধারণ লাগে, তাই আপনার কথা শোনার জন্য দেখা, তবে ভাবের কিছু নয় it is part of the game।
Ekdom Dzongu r homestay r moto.
তামসাং রামপুরিয়া হয়ে কবে এখানে এলেন? আমার মনে হয় প্রত্যেক এপিসোডের শুরুতে তারিখটা বলে দিলে ভালো হয়। কিছু মনে করবেন না প্লিজ। খুব ভালো লাগলো যথারীতি। আপনাদের ফ্রি ফেয়ার কমেন্ট খুবই ভালো।
আমি সব ভিডিওতেই তারিখ উল্লেখ করি । কিন্তু এখানে ভিডিওটা কবে দিতে পারবো সেই নিয়ে চিন্তায় ছিলাম । তাই এপ্রিল মাসে গেলেও তারিখ উল্লেখ করিনি ।
আপনাদের উপস্থাপন খুব ভাল, কিন্ত রনজু ভ্যালি তেমন ভালো লাগল না।
ডাইরেক্ট homestay মোবাইল no টা দেয়া উচিত।বীরেন থাপা মিডল ম্যান।
জায়গা টা খুব ই ভালো লাগলো কিন্তু ঐ যে বললেন কোথায় যেন একটা আতিথেয়তা র অভাব আর দাম টা আন্দাজে খাওয়া দাওয়া তেমন নয়, এর জন্য ভালো লাগলো না 😀। ধন্যবাদ।
Not satisfy Home stay. Thank you.
আমি বাংলাদেশ থেকে দেখছি, দাদা ১৩০০/- কি একজনের জন্য না দুই জনের জন্য বল্ল ভাল হত আপনাকে ধন্যবাদ
1300 per head....জনপ্রতি
এটা প্রায় হোটেল। সঠিক অর্থে Homestay নয়।
এত কম খরচে দারজিলিংএ হোটেল পাওয়া যাবে না
Akdom thik barir moto ambiance na palay home stay tya thakar ki manay.. pahar ar homestay gulo business orientation aktu kom e hoy. Apon kore neya Ghar mar manus ar modha 1jon vaba abong Sai manus gulaor satha milay misay takhar moja onak basi
১০০% সঠিক ।
Ki bolchen ki?? Amra full family ekhon ei muhurte Arti-Pakhrin Homestay tei royechi kintu completely differ korchi apnader statement er. Ulte borong amra proti mashei pahar e kono na kono jaygay jai r ekhane ami onek beshi atitheyota pachhi. Owners Firoj ji r onar wife er moto manush hoy na. Ami sondeho prokash korchi apnader ei je negative statement gulo dilen seshe tar uddesso niye. Ami just sotti bolchi obak hoye gelam apnader statement shune, karon amader khetre ekdom e ulto. Amra kitchen e boshe onader sathe adda dichhi, onara amader room e eshe golpo korchen, khabar somoy ek bhabe pashe thakchen r bar bar jiggasa korchen amader r kochu lagbe kina. Amra 29 tarikh sondha 7 tay decide kore booking sere rat 11 tay Hooghly jela theke start diye by road eshe lunch time e pouchechi, pouchotei onara jiggasa korlen amader nischoi khub khide peyeche, r sathe sathei khabar dilen, r ha oboswoi egg curry e chilo. Ek kothay amar thaka one ofbthe besh real homeatay jekhane puropuri barir feel pachhi.
আমাদের আপনাদের মতন ভাগ্য হয়নি । আমাদের সাথে খাওয়ার সময় ওনারা একবার এসে জিজ্ঞাসা পর্যন্ত করেননি । এমনকি হোমস্টের মালিকের স্ত্রী তো আমরা আসার সাথে সাথেই বেরিয়ে চলে গেলেন । আর কি খাবার দিয়েছে সেগুলো তো ভিডিওতেই দেখিয়েছি । এখানে তো আমাদের কোন স্বার্থ নেই । আমরাও প্রায় প্রতি দুমাসেই পাহাড়ে ঘুরে বেড়াই।আমরা যেভাবে দেখেছি সেটাই বলেছি । তবে আপনারা ভালো আতিথেয়তা পাচ্ছেন এটা জেনে আমার ভালো লাগলো । অনেক ধন্যবাদ 🙏
@@AnindyasTravelogue ha khabar to dekhlam e apnader lunch e omlet diyeche. Ami to oi jonnoi aro obak hochhi emon kano.
Hentey😂 ashey chehara ta kemon😂 dekhar jonyo ayenaaa..
Apnara eto sweet tayeee poshugulo apnader shongo daye…
Darjeeling dekhey 😍😍😍
R sorry to say homestay ta JOGHONNO…khabar gulo dekhey amar poreeshkar o laglo na…cha er shongey no biscuits which they should serve jodeeo ameee khayeee na… I think one of the worst homestays jekhaney apnara thekechen…..
Appreciate your observation 😊
Khub valo laglo