সেয়ানে সেয়ানে কোলাকুলি | কলমে : সরজিৎ ঘোষ | কন্ঠে পারমিতা

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025

ความคิดเห็น • 198

  • @chitritamondal6985
    @chitritamondal6985 ปีที่แล้ว +35

    সত্যি বলতে অসাধারণ,,লেখা এবং পাঠ করা দুটোই,,, compliment কীভাবে দেব জানিনা,,একটা আলাদা অনুভুতি কাজ করলো গল্পটা শুনে,,,,,নিজেকেও কিছুক্ষণ এর জন্যে ঐ চরিত্রে বসিয়েছিলাম,, carry on❤️❤️❤️❤️

  • @suklaghosh8313
    @suklaghosh8313 ปีที่แล้ว +7

    তোমার উপস্থাপনা অসাধারণ....একটা আলাদা অনুভূতি হলো...সবাই যদি এই ভাবে ভাবতে পড়তো!!!!

  • @sumonapal4478
    @sumonapal4478 ปีที่แล้ว +2

    অসাধারণ, ❤❤❤❤ এমন মা বাস্তবে থাকলে কতইনা ভালো হতো।।

  • @Mofidul721
    @Mofidul721 ปีที่แล้ว +6

    অসাধারণ আবৃত্তি ৷ ❤ সত্যি অসাধারণ ৷ লেখাটা যেমন, পড়া টাও তেমন ৷ মনে হচ্ছিলো আপনি আপনার নিজের জীবনি বলছেন ৷ শুভ কামনা রইলো দিদি ৷ বাংলাদেশ থেকে: - মফিদুল ইসলাম ৷ সিলেট ৷৷

  • @srikumarchaudhuri1174
    @srikumarchaudhuri1174 ปีที่แล้ว +1

    খুবই সুন্দর লেখা , বাস্তব অভিজ্ঞতা প্রসূত ।
    পরিবেশনা অসাধারণ ।

  • @BimalDey-cw1wk
    @BimalDey-cw1wk ปีที่แล้ว

    শুনতে শুনতে কখনপারমিতা এসে গেলো বুঝতে পারিনি।
    খুব ভালো লাগলো।
    ধন্যবাদ।

  • @swapanupadhyay1015
    @swapanupadhyay1015 ปีที่แล้ว

    দারুন দারুন অসাধারণ 👍🏻

  • @alobanerjee7049
    @alobanerjee7049 ปีที่แล้ว +1

    Ghor bashtob, asadharon bacon vogngi,mon vore gelo, valo thhako sona maa

  • @amahapatra1991
    @amahapatra1991 7 หลายเดือนก่อน

    অসাধারণ।এটি একটি শিক্ষনিয় গল্প।

  • @debdipbhowmick9187
    @debdipbhowmick9187 ปีที่แล้ว

    Outstanding.. Eto sundor bornona gibone aage khono sunini..

  • @atikulislam3860
    @atikulislam3860 ปีที่แล้ว +1

    দারুন সুন্দর। বাস্তব চিত্র জীবনের।।
    ধন্যবাদ তোমাকে❤

  • @srabanisengupta7308
    @srabanisengupta7308 7 หลายเดือนก่อน +1

    Ashadharan
    Very sweet voice . nicely way of telling story . great one ,keep it up .

  • @roseblack7927
    @roseblack7927 ปีที่แล้ว

    Ashadharon lekha aar apurba path...❤❤❤khub bhalo legechhe

  • @kamalakantabag4742
    @kamalakantabag4742 ปีที่แล้ว

    অসাধারণ । অসাধারণ । এক কথায় অসাধারণ।

  • @SajalDas-vx7fu
    @SajalDas-vx7fu ปีที่แล้ว

    অসাধারণ এমন একটি বিষয় নিয়ে খুব খুব ভালো লাগলো

  • @siprasipra2310
    @siprasipra2310 ปีที่แล้ว +1

    খুব ভালো লাগলো।শেষ টায় চোখে জল চলে আসছিল।

  • @arpitanaskar4373
    @arpitanaskar4373 ปีที่แล้ว

    Bha darun laglo

  • @mohdsalehbablu5725
    @mohdsalehbablu5725 ปีที่แล้ว

    চমৎকার সত্যি কথা গুলো, শুনতে খুব ভালো লাগলো, শ্রদ্ধা ও ভালোবাসা অবিরাম, দিদি আপনাকে।

  • @somadebnath7641
    @somadebnath7641 ปีที่แล้ว

    Sotti didivai asadharon....Ata sunte sunte mone kichu nara diye gelo...amio bibahito...hoyto tar jannoi ai anuvuti...

  • @iloradutta7233
    @iloradutta7233 ปีที่แล้ว

    খুব খুব ভালো লাগলো, লেখনী, পাঠ দুটোই 👍👍👍

  • @MuktaGhosh-n6c
    @MuktaGhosh-n6c 6 วันที่ผ่านมา

    Asadharon lagche

  • @bodhandutta2293
    @bodhandutta2293 ปีที่แล้ว

    খুব ভালো লাগলো...সঠিক কাহিনী সুন্দর উপস্থাপনা....

  • @bidyut-bitansarkar6558
    @bidyut-bitansarkar6558 ปีที่แล้ว +5

    দারুন লেখা আর অসাধারন পাঠ। চোখে জল এনে দেওয়া উপস্থাপনা। আবহ বেশ নতুনত্ব। সাউন্ড ব্যলেনস নিখুঁত। Topnotch.

  • @mitalidas4537
    @mitalidas4537 ปีที่แล้ว

    অসাধারণ লাগলো

  • @anarulkhan1842
    @anarulkhan1842 ปีที่แล้ว

    Darun darun ❤❤❤

  • @sutapachakraborty8744
    @sutapachakraborty8744 ปีที่แล้ว

    Darun lekha....darun bola...apurbo

  • @s.m.a.family242
    @s.m.a.family242 ปีที่แล้ว

    Asadharan😘😘😘

  • @baisakhidasgupta371
    @baisakhidasgupta371 ปีที่แล้ว

    অপূর্ব 🌹❤️

  • @taniaazad8790
    @taniaazad8790 ปีที่แล้ว +1

    সত্যিই অসাধারণ সত্যি কথা।

  • @laxmiroy7163
    @laxmiroy7163 ปีที่แล้ว

    চোখে জল এসে গেলো অসাধারণ

  • @sumanapaul823
    @sumanapaul823 4 หลายเดือนก่อน

    অসাধারণ পাঠ ❤️❤️❤️❤️❤️❤️

  • @Bagichatv
    @Bagichatv ปีที่แล้ว +1

    আপনার ভিডিও অসাধারণ।।

  • @jitendranathdas
    @jitendranathdas ปีที่แล้ว

    Khub sundar laglo didi, apnar kabita balar bachan bhangi te kabita gulo jen jibon peye jay.
    Hope all will take a lesson from the every poems from your voice,very very special thank you from this great efforts.

  • @bandarbuilders3906
    @bandarbuilders3906 ปีที่แล้ว +1

    আমি বাংলাদেশ থেকে আপনার উপস্থাপনা অসাধারণ যিনি রচনা করেছেন তাকে ও প্রনাম ,বাংলার চিরাচরিত বউ শাশুড়ির যুদ্ধ ছাড়া সংসার টা না ঠিক মতো জমে উঠে না।

  • @priyankabarman6743
    @priyankabarman6743 ปีที่แล้ว

    Kotha gula khub sundhor 😔😔khub valo laglo

  • @rekhasarkar4387
    @rekhasarkar4387 ปีที่แล้ว

    একটাই কথা -অসাধারণ।

  • @sanjaykanthal9569
    @sanjaykanthal9569 ปีที่แล้ว

    Ki asadharon!

  • @ruksanahasnat2336
    @ruksanahasnat2336 ปีที่แล้ว

    ❤onek onek valobasha. Onek valo laglo. Shunte shunte chokhe pani eshe gelo. Ekta shikhkhonino.

  • @iranichattopadhyay7407
    @iranichattopadhyay7407 ปีที่แล้ว

    ❤❤দারুন দারুন দারুন

  • @dbhattacharjee1435
    @dbhattacharjee1435 ปีที่แล้ว

    Ufff sotti asadharon ... mon ta puro vora galo ❤❤❤❤❤

  • @sanjuktabiswas2825
    @sanjuktabiswas2825 ปีที่แล้ว

    Ak kothai darun👌👌

  • @maniskitchen5186
    @maniskitchen5186 ปีที่แล้ว +1

    Darun❤❤❤❤🎉🎉🎉🎉

  • @sudeepachanda4063
    @sudeepachanda4063 ปีที่แล้ว

    ধন্যবাদ, এতো সুন্দর কবিতা উপহার দেওয়ার জন্য

  • @dreamationdesigns2534
    @dreamationdesigns2534 ปีที่แล้ว

    সত্যি অসাধারণ ❤❤❤

  • @pijushsengupta2318
    @pijushsengupta2318 ปีที่แล้ว

    Adbhut sundor kabitata. Ashay roilam erakam aro kabita sunte pai. ❤❤

  • @suhinirannaghorblog9907
    @suhinirannaghorblog9907 ปีที่แล้ว

    খুব খুব ভালো লাগলো গল্পটা শুনে সরাসরি বাস্তব জীবনের গল্প বলে কথা

  • @Swalpo_Prochesta
    @Swalpo_Prochesta ปีที่แล้ว +2

    কথাগুলো ভীষণ ভাবে সত্যি ❤

  • @subhradas7719
    @subhradas7719 ปีที่แล้ว

    অসাধারণ লাগলো।।

  • @SambhuKumarSarkar-h8h
    @SambhuKumarSarkar-h8h 9 หลายเดือนก่อน

    কি সুন্দর কন্ঠে এই কথা গুলো শুনে খুব ভালো লাগলো। শুভেচ্ছা রইল ❤ভালো থেকো বোন ❤আলিপুরদুয়ার থেকে তোমার অচেনা এক দাদা 🎉শম্ভু সরকার ❤

  • @rinkumistri6197
    @rinkumistri6197 ปีที่แล้ว

    অসাধারণ ❤

  • @sumanmaity4845
    @sumanmaity4845 ปีที่แล้ว

    সত্যি অসাধারণ খুব ভালো লাগলো 😢

  • @susamabanerjee3351
    @susamabanerjee3351 ปีที่แล้ว

    Darun laglo

  • @sukantadey7489
    @sukantadey7489 ปีที่แล้ว

    দারুন দারুন

  • @ZakirHossain-nn5no
    @ZakirHossain-nn5no ปีที่แล้ว

    Paramita u r simply best

  • @Kalyani758
    @Kalyani758 ปีที่แล้ว

    Khub sundor Di bhai 💗💗💗

  • @dibyendunath2423
    @dibyendunath2423 ปีที่แล้ว

    Excellent really excellent.....

  • @akcb5970
    @akcb5970 ปีที่แล้ว

    অসাধারণ লেখনী এবং একইসাথে কন্ঠের প্রকাশ ভঙ্গি।

  • @rupasutradhar7110
    @rupasutradhar7110 ปีที่แล้ว

    Ki osadharon 🙌🙌🙌❤️

  • @mondal234
    @mondal234 ปีที่แล้ว

    ❤darun

  • @simasaha5057
    @simasaha5057 ปีที่แล้ว

    Ki misti tomar voice, bolar style apurbo

  • @taraknathdas1449
    @taraknathdas1449 ปีที่แล้ว

    Da. run. khub sundor laglo galpo ta. pura. bastab.

  • @purnimaroy1785
    @purnimaroy1785 ปีที่แล้ว

    O1sadharon laglo

  • @krishnamukherjee1887
    @krishnamukherjee1887 ปีที่แล้ว

    Asadharon❤️

  • @susmitamajumder5854
    @susmitamajumder5854 ปีที่แล้ว +1

    Excellent ❤

  • @shakuntalasonar1683
    @shakuntalasonar1683 ปีที่แล้ว +1

    Jai guru maa antarik pranam asadhran video extra ordinary🎉❤🙏🙏

  • @ayantikabanerjee951
    @ayantikabanerjee951 ปีที่แล้ว

    Asadharon লাগলো ❤

  • @anitaghosh9509
    @anitaghosh9509 ปีที่แล้ว +1

    Excellent ❤❤
    Thank you very much sarajeet and Paramita ❤❤

  • @nitishkumarroy7757
    @nitishkumarroy7757 ปีที่แล้ว

    আবহমান কাল থেকে প্রতি সংসার এর সমস্যার উপর গল্প খানি খুব সুন্দর শিক্ষা বহন করে। বলবার শান্ত স্নিগ্ধ ধরন সত্য ই অনবদ্য ।

  • @sharmisthabhattacharjee5131
    @sharmisthabhattacharjee5131 ปีที่แล้ว

    Darun
    akdom sotti

  • @bivashchowdhury4258
    @bivashchowdhury4258 ปีที่แล้ว

    অসাধারণ 🙏

  • @mdsuhelrana2778
    @mdsuhelrana2778 ปีที่แล้ว

    অনেক ভালো লাগছে, অসাধারণ লেখা

  • @manadutta1140
    @manadutta1140 ปีที่แล้ว

    Asadharon laglo ❤️🤗

  • @alakanandabhattacharjee4711
    @alakanandabhattacharjee4711 ปีที่แล้ว

    Oshadharon ....

  • @almamunmamun4
    @almamunmamun4 ปีที่แล้ว

    বিউটিফুল

  • @urmilabania6484
    @urmilabania6484 ปีที่แล้ว +8

    # ২৫ বছর বয়সি মেয়েটা #
    # কলমে - উর্মিলা বানিয়া #
    আজ আমার জন্মদিন ৷ আয়োজন যৎসামান্য, এই বাড়ির লোকজনদের নিয়ে একটি ঘরোয়া ছোটখাটো অনুষ্ঠান ৷
    আমার ভাই শখ করে এইবার একটা কেক আনিয়েছে৷ তাতে আবার আমার নাম লেখা ৷ একটু লক্ষ্য করতে দেখলাম বয়সটাও লিখে এনেছে , 'পঁচিশ' ৷
    ২৫ সংখ্যাটা দেখে একটু ইতস্তত বোধ করছিলাম অবশ্য ৷
    কবে যে বয়স ২৫ এর দোরগড়ায় এসে পৌঁচেছে বুঝতে পারিনি ৷
    মা কাকিমাদের মুখে কখনো কখনো শুনতাম , মেয়েরা ২০ মানে বুড়ি ৷
    বয়ঃসন্ধি পার হয়ে যৌবনে পা দেওয়া হল ২৫ ৷
    বেশি ছুড়িও না আবার বুড়িও না ৷
    ২৫ বয়সি মেয়েটা কলেজ ইউনিভার্সিটি করে করে
    আর নিজের দিকে তাকানো সেইভাবে সময় পায়নি ৷
    মেয়েদের ইনডিপেন্স হতে হবে , সেই দৌড়ে সে সর্বদা ব্যস্ত ৷
    ২৫ বয়সি মেয়েটা কলেজ ইউনিভার্সিটিতে যে নিজেকে সবসময় ব্যস্ত , ক্লান্ত মনে করতো ; এখন বাড়িতে থেকে সে আরও অনেক ব্যস্ত ৷
    রান্না করা , বাবা মার খেয়াল রাখা , অন্যদের ফাইফরমাস খাটা সবই কেমন একা হাতে সামলে নেয়৷
    হয়তো অনেক কিছু না পাওয়ার নিরাশার চাইতে , নিজেকে ব্যস্ত রাখা অনেক সোজা ৷
    ২৫ বয়সি মেয়েদের মন থাকতেও থাকতে নেই ৷
    কোথাও রিলেটিভের বাড়িতে যেতে নেই ,
    গেলেই কেউ সুযোগ পেলেই সমালোচনা করতে ব্যস্ত ৷
    " ওমুক বাবুর মেয়েটার বয়স তো অনেক হল , এখনো বিয়ে হয়নি ৷
    বাবাঃ ! আমার মেয়ে এর থেকে কত ছোট ওর বিয়ে হয়ে গিয়ে বাচ্চা হয়ে গেল ৷
    বেশি বয়স হয়ে গেলে আবার ছেলে খুঁজে
    পাওয়া মুশকিল ৷
    কম বয়সে মুখের যা শ্রী থাকে বেশি বয়স হয়ে গেলে
    তা আবার বুড়িয়ে যায় ৷
    তা চাকরি বাকরিওতো পায়নি শুনছি , চেষ্টা করছে ৷
    অবশ্য পেলে তা অন্য কথা ৷"
    সমাজে সুভাকাঙ্খির অভাব নেই ৷ কথায় আছে , 'যার বাড়ির মেয়ে তার হুশ নেই পাড়াপড়শির ঘুম নেই' ৷
    নিত্য দিন এই ২৫ বয়সি মেয়েটার বয়স ও বিয়ে
    অনেকের কাছে এই দুটো topic common বিষয়
    হয়ে উঠেছে ৷
    এখন সে পি.এন.পি .সি কথাগুলো শুনেও না শোনার
    ভান করে এড়িয়ে যায় ৷
    ২৫ বছর বয়সি মেয়েটা এখন একটা কঠিন
    অসুখে ভুগছে 'নষ্টালজিয়া' ৷
    তার শৈশব স্মৃতি কিংবা স্কুলে কাটানো মিষ্টি-মধুর বন্ধুত্ব কিংবা কলেজ ক্যাম্পাসে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া, ক্যান্টিনে খাওয়া দাওয়া কিংবা
    ক্লাস বন্ধ করে বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে যাওয়া ,
    আবার কখনোবা রঙিন স্বপ্নে কারোর উপর ক্রাশ খাওয়া , সব মনে পড়ে যায় ৷
    যেন তার হতাশাগ্রস্ত মনে কোন প্রজাপতি তার রঙিন ডানায় আঁকিবুকি কেটেছে ৷
    জীবনে অনেকটা সময় পেরিয়ে এসেও,
    ২৫ বছর বয়সি মেয়েটা নতুন করে কারুর
    প্রেমে পড়তে চায় ৷
    কোন স্পেশাল মানুষের জন্য সে নিজেকে
    সাজিয়ে তুলতে চায় ৷
    আবার সেই স্পেশাল মানুষের মনেও স্পেশাল হয়ে উঠতে তার মন চায় ৷
    মনটা বারবার রঙিন হতে চায় ৷
    মনে হয় , কেউ আমার জীবনেও থাকুক ,
    আমার সমস্ত কথা সে শুনুক ৷
    আমার সমস্ত মান অভিমান তাকে ঘিরে থাকুক ৷
    হয়তোবা তার রঙিন স্বপ্নের কেন্দ্রবিন্দু হয়ে
    আমি থাকি ৷
    এইভাবে কঠিন বাস্তবতার মাঝেও রঙিন স্বপ্নে দিশেহারা হতে মন চায় ৷
    ২৫ বছর বয়সি মেয়েটা সারাদিন নিজেকে
    ব্যস্ত রাখলেও , দিনের শেষে নিজেকে একা পেতে চায়৷
    হয়তবা সবার থেকে নিজেকে আড়ালে রাখতে চায় ৷
    কখনোবা দুঃখ পেলে নিজেকে সেই দুঃখে,
    নিমজ্জিত না করে তবুও সব ভুলে
    মন খুলে হাসতে চায় ৷
    পাত্রপক্ষের দেখতে এসে তার রূপগুন বিচার বিবেচনা করার পর শেষে না বলে যাওয়াটা যেন জীবনের কঠীন বাস্তব সত্যে দাঁড় করিয়ে দেয় ৷
    এর চেয়েও বেশি কষ্ট পায় , তার মা বাবার কাছে
    নিজেকে বোঝা মনে করা ৷
    চিৎকার করে কাঁদতে বড় সাধ হয় কিন্তু
    সে কান্নার কোন শব্দ থাকে না শুধু স্তব্ধতা থাকে ৷
    একটা সময়, ২৫ বয়সি মেয়েদের বন্ধুত্বের
    পরিসর বড় ছোট হয়ে যায় ৷
    Friend list এ একজন বা দুজন পড়ে থাকে ৷
    সবাই নিজের নিজের জায়গায় ব্যস্ত হয়ে যায় ৷
    কেউ বা বিয়ে করে নতুন সংসার নিয়ে ব্যস্ত ,
    আবার কেউবা কোন কাজে ব্যস্ত ৷
    মোবাইলে আর unlimited calls টার দরকার পড়ে না৷
    Talk time ই যথেষ্ট ৷
    এই বয়সে এসে চঞ্চল সবুজ মনটাও ফিকে
    হয়ে যায় ৷
    একসময় বেশি কথা বলা মেয়েটাও চুপ হয়ে যায় ৷৷
    দিদি ভাই আমার এই লেখাটা যদি পাঠ করো তাহলে আমার ভালো লাগবে ৷ আমার একটা অনুরোধ যদি রাখো ৷ তোমার প্রত্যেকটি ভিডিও আমি নিয়মিত দেখি ৷ তোমার মুখে কবিতার প্রত্যেকটি কথা গুলো সত্যি আমার শুনতে ভালো লাগে ৷

    • @AbrittiTubebyMoushumi
      @AbrittiTubebyMoushumi ปีที่แล้ว

      আমি কি এই কবিতা পাঠ করতে পারি?

  • @sumanachakraborty8135
    @sumanachakraborty8135 ปีที่แล้ว

    Darun lekha.

  • @mithuadak3990
    @mithuadak3990 ปีที่แล้ว

    Osadharon

  • @chhayapatra7417
    @chhayapatra7417 ปีที่แล้ว

    অসাধারণ👏✊👍

  • @mousumiashina
    @mousumiashina ปีที่แล้ว

    লেখা আর পাঠ দুটোই খুব ভাল লাগল❤❤

  • @mdhefezhafez3925
    @mdhefezhafez3925 ปีที่แล้ว

    Really Excellent..

  • @kakolikthayrkobitay2672
    @kakolikthayrkobitay2672 ปีที่แล้ว

    বেশ লাগলো। 👍👍👌👌

  • @mohammodsydurahmansumon8306
    @mohammodsydurahmansumon8306 ปีที่แล้ว

    Masha allah so sweet and Cute

  • @barnalighosal3799
    @barnalighosal3799 ปีที่แล้ว

    Khub sundar

  • @malabhattacherjee5307
    @malabhattacherjee5307 ปีที่แล้ว

    Khub sundor ❤

  • @sonalisaha7742
    @sonalisaha7742 ปีที่แล้ว

    Asadharon laglo❤❤

  • @kakalimajumder8958
    @kakalimajumder8958 ปีที่แล้ว

    Darun laglo👌❤

  • @FahimAhmad-k8z
    @FahimAhmad-k8z ปีที่แล้ว

    খুব ভালো লাগলো

  • @jhumarpaaksala9308
    @jhumarpaaksala9308 ปีที่แล้ว

    অসাধারণ 🥰

  • @bidhanmitra7738
    @bidhanmitra7738 ปีที่แล้ว

    Asadharan

  • @sarminholly7188
    @sarminholly7188 ปีที่แล้ว

    Oshadaron

  • @Nondikrishna
    @Nondikrishna ปีที่แล้ว

    অসাধারণ দিদি,,, ❤

  • @rabiroy9509
    @rabiroy9509 ปีที่แล้ว

    Nice one...
    Realistic

  • @albertbasak5628
    @albertbasak5628 ปีที่แล้ว

    Excellent story & your narration is really appreciable.
    Really you are a educated woman.
    Hates Off madam

  • @ramisasmom
    @ramisasmom ปีที่แล้ว

    Speechless and heart touching 😢

  • @SDFamily1tip
    @SDFamily1tip ปีที่แล้ว

    খুব ভালো

  • @jamessikder2057
    @jamessikder2057 ปีที่แล้ว +1

    দিদি, যখন শশুর বাড়ি থেকে নিজের বাড়ি আসার পর যে ভাবে চলছিলে শুনে আমি মুচকি মুচকি হাসছিলাম 🤭🤭আবার ধুমকেও গিয়ে ছিলাম🤨🤨। সব শেষে অসাধারণ 😊😊😊😊

  • @jayachatterjee7106
    @jayachatterjee7106 ปีที่แล้ว

    Bhison sotti kotha 👍

  • @susmitanaskar5081
    @susmitanaskar5081 ปีที่แล้ว

    Osadhron golpo

  • @somadas8567
    @somadas8567 ปีที่แล้ว

    asadharon asadharon

  • @gopaldebnath9402
    @gopaldebnath9402 ปีที่แล้ว

    খুব সুন্দর ও মিস্টি মধুর বাস্তব সত্য কথা। কবি ও আবৃত্তিকার কে জানাই আমার আন্তরিক ধন্যবাদ 🌹🌹♥️♥️🪔 বাবা নাম কেবলম বাবা নাম কেবলম 🙏🏼