সত্যি বলতে অসাধারণ,,লেখা এবং পাঠ করা দুটোই,,, compliment কীভাবে দেব জানিনা,,একটা আলাদা অনুভুতি কাজ করলো গল্পটা শুনে,,,,,নিজেকেও কিছুক্ষণ এর জন্যে ঐ চরিত্রে বসিয়েছিলাম,, carry on❤️❤️❤️❤️
অসাধারণ আবৃত্তি ৷ ❤ সত্যি অসাধারণ ৷ লেখাটা যেমন, পড়া টাও তেমন ৷ মনে হচ্ছিলো আপনি আপনার নিজের জীবনি বলছেন ৷ শুভ কামনা রইলো দিদি ৷ বাংলাদেশ থেকে: - মফিদুল ইসলাম ৷ সিলেট ৷৷
Khub sundar laglo didi, apnar kabita balar bachan bhangi te kabita gulo jen jibon peye jay. Hope all will take a lesson from the every poems from your voice,very very special thank you from this great efforts.
# ২৫ বছর বয়সি মেয়েটা # # কলমে - উর্মিলা বানিয়া # আজ আমার জন্মদিন ৷ আয়োজন যৎসামান্য, এই বাড়ির লোকজনদের নিয়ে একটি ঘরোয়া ছোটখাটো অনুষ্ঠান ৷ আমার ভাই শখ করে এইবার একটা কেক আনিয়েছে৷ তাতে আবার আমার নাম লেখা ৷ একটু লক্ষ্য করতে দেখলাম বয়সটাও লিখে এনেছে , 'পঁচিশ' ৷ ২৫ সংখ্যাটা দেখে একটু ইতস্তত বোধ করছিলাম অবশ্য ৷ কবে যে বয়স ২৫ এর দোরগড়ায় এসে পৌঁচেছে বুঝতে পারিনি ৷ মা কাকিমাদের মুখে কখনো কখনো শুনতাম , মেয়েরা ২০ মানে বুড়ি ৷ বয়ঃসন্ধি পার হয়ে যৌবনে পা দেওয়া হল ২৫ ৷ বেশি ছুড়িও না আবার বুড়িও না ৷ ২৫ বয়সি মেয়েটা কলেজ ইউনিভার্সিটি করে করে আর নিজের দিকে তাকানো সেইভাবে সময় পায়নি ৷ মেয়েদের ইনডিপেন্স হতে হবে , সেই দৌড়ে সে সর্বদা ব্যস্ত ৷ ২৫ বয়সি মেয়েটা কলেজ ইউনিভার্সিটিতে যে নিজেকে সবসময় ব্যস্ত , ক্লান্ত মনে করতো ; এখন বাড়িতে থেকে সে আরও অনেক ব্যস্ত ৷ রান্না করা , বাবা মার খেয়াল রাখা , অন্যদের ফাইফরমাস খাটা সবই কেমন একা হাতে সামলে নেয়৷ হয়তো অনেক কিছু না পাওয়ার নিরাশার চাইতে , নিজেকে ব্যস্ত রাখা অনেক সোজা ৷ ২৫ বয়সি মেয়েদের মন থাকতেও থাকতে নেই ৷ কোথাও রিলেটিভের বাড়িতে যেতে নেই , গেলেই কেউ সুযোগ পেলেই সমালোচনা করতে ব্যস্ত ৷ " ওমুক বাবুর মেয়েটার বয়স তো অনেক হল , এখনো বিয়ে হয়নি ৷ বাবাঃ ! আমার মেয়ে এর থেকে কত ছোট ওর বিয়ে হয়ে গিয়ে বাচ্চা হয়ে গেল ৷ বেশি বয়স হয়ে গেলে আবার ছেলে খুঁজে পাওয়া মুশকিল ৷ কম বয়সে মুখের যা শ্রী থাকে বেশি বয়স হয়ে গেলে তা আবার বুড়িয়ে যায় ৷ তা চাকরি বাকরিওতো পায়নি শুনছি , চেষ্টা করছে ৷ অবশ্য পেলে তা অন্য কথা ৷" সমাজে সুভাকাঙ্খির অভাব নেই ৷ কথায় আছে , 'যার বাড়ির মেয়ে তার হুশ নেই পাড়াপড়শির ঘুম নেই' ৷ নিত্য দিন এই ২৫ বয়সি মেয়েটার বয়স ও বিয়ে অনেকের কাছে এই দুটো topic common বিষয় হয়ে উঠেছে ৷ এখন সে পি.এন.পি .সি কথাগুলো শুনেও না শোনার ভান করে এড়িয়ে যায় ৷ ২৫ বছর বয়সি মেয়েটা এখন একটা কঠিন অসুখে ভুগছে 'নষ্টালজিয়া' ৷ তার শৈশব স্মৃতি কিংবা স্কুলে কাটানো মিষ্টি-মধুর বন্ধুত্ব কিংবা কলেজ ক্যাম্পাসে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া, ক্যান্টিনে খাওয়া দাওয়া কিংবা ক্লাস বন্ধ করে বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে যাওয়া , আবার কখনোবা রঙিন স্বপ্নে কারোর উপর ক্রাশ খাওয়া , সব মনে পড়ে যায় ৷ যেন তার হতাশাগ্রস্ত মনে কোন প্রজাপতি তার রঙিন ডানায় আঁকিবুকি কেটেছে ৷ জীবনে অনেকটা সময় পেরিয়ে এসেও, ২৫ বছর বয়সি মেয়েটা নতুন করে কারুর প্রেমে পড়তে চায় ৷ কোন স্পেশাল মানুষের জন্য সে নিজেকে সাজিয়ে তুলতে চায় ৷ আবার সেই স্পেশাল মানুষের মনেও স্পেশাল হয়ে উঠতে তার মন চায় ৷ মনটা বারবার রঙিন হতে চায় ৷ মনে হয় , কেউ আমার জীবনেও থাকুক , আমার সমস্ত কথা সে শুনুক ৷ আমার সমস্ত মান অভিমান তাকে ঘিরে থাকুক ৷ হয়তোবা তার রঙিন স্বপ্নের কেন্দ্রবিন্দু হয়ে আমি থাকি ৷ এইভাবে কঠিন বাস্তবতার মাঝেও রঙিন স্বপ্নে দিশেহারা হতে মন চায় ৷ ২৫ বছর বয়সি মেয়েটা সারাদিন নিজেকে ব্যস্ত রাখলেও , দিনের শেষে নিজেকে একা পেতে চায়৷ হয়তবা সবার থেকে নিজেকে আড়ালে রাখতে চায় ৷ কখনোবা দুঃখ পেলে নিজেকে সেই দুঃখে, নিমজ্জিত না করে তবুও সব ভুলে মন খুলে হাসতে চায় ৷ পাত্রপক্ষের দেখতে এসে তার রূপগুন বিচার বিবেচনা করার পর শেষে না বলে যাওয়াটা যেন জীবনের কঠীন বাস্তব সত্যে দাঁড় করিয়ে দেয় ৷ এর চেয়েও বেশি কষ্ট পায় , তার মা বাবার কাছে নিজেকে বোঝা মনে করা ৷ চিৎকার করে কাঁদতে বড় সাধ হয় কিন্তু সে কান্নার কোন শব্দ থাকে না শুধু স্তব্ধতা থাকে ৷ একটা সময়, ২৫ বয়সি মেয়েদের বন্ধুত্বের পরিসর বড় ছোট হয়ে যায় ৷ Friend list এ একজন বা দুজন পড়ে থাকে ৷ সবাই নিজের নিজের জায়গায় ব্যস্ত হয়ে যায় ৷ কেউ বা বিয়ে করে নতুন সংসার নিয়ে ব্যস্ত , আবার কেউবা কোন কাজে ব্যস্ত ৷ মোবাইলে আর unlimited calls টার দরকার পড়ে না৷ Talk time ই যথেষ্ট ৷ এই বয়সে এসে চঞ্চল সবুজ মনটাও ফিকে হয়ে যায় ৷ একসময় বেশি কথা বলা মেয়েটাও চুপ হয়ে যায় ৷৷ দিদি ভাই আমার এই লেখাটা যদি পাঠ করো তাহলে আমার ভালো লাগবে ৷ আমার একটা অনুরোধ যদি রাখো ৷ তোমার প্রত্যেকটি ভিডিও আমি নিয়মিত দেখি ৷ তোমার মুখে কবিতার প্রত্যেকটি কথা গুলো সত্যি আমার শুনতে ভালো লাগে ৷
সত্যি বলতে অসাধারণ,,লেখা এবং পাঠ করা দুটোই,,, compliment কীভাবে দেব জানিনা,,একটা আলাদা অনুভুতি কাজ করলো গল্পটা শুনে,,,,,নিজেকেও কিছুক্ষণ এর জন্যে ঐ চরিত্রে বসিয়েছিলাম,, carry on❤️❤️❤️❤️
তোমার উপস্থাপনা অসাধারণ....একটা আলাদা অনুভূতি হলো...সবাই যদি এই ভাবে ভাবতে পড়তো!!!!
অসাধারণ, ❤❤❤❤ এমন মা বাস্তবে থাকলে কতইনা ভালো হতো।।
অসাধারণ আবৃত্তি ৷ ❤ সত্যি অসাধারণ ৷ লেখাটা যেমন, পড়া টাও তেমন ৷ মনে হচ্ছিলো আপনি আপনার নিজের জীবনি বলছেন ৷ শুভ কামনা রইলো দিদি ৷ বাংলাদেশ থেকে: - মফিদুল ইসলাম ৷ সিলেট ৷৷
খুবই সুন্দর লেখা , বাস্তব অভিজ্ঞতা প্রসূত ।
পরিবেশনা অসাধারণ ।
শুনতে শুনতে কখনপারমিতা এসে গেলো বুঝতে পারিনি।
খুব ভালো লাগলো।
ধন্যবাদ।
দারুন দারুন অসাধারণ 👍🏻
Ghor bashtob, asadharon bacon vogngi,mon vore gelo, valo thhako sona maa
অসাধারণ।এটি একটি শিক্ষনিয় গল্প।
Outstanding.. Eto sundor bornona gibone aage khono sunini..
দারুন সুন্দর। বাস্তব চিত্র জীবনের।।
ধন্যবাদ তোমাকে❤
Ashadharan
Very sweet voice . nicely way of telling story . great one ,keep it up .
Ashadharon lekha aar apurba path...❤❤❤khub bhalo legechhe
অসাধারণ । অসাধারণ । এক কথায় অসাধারণ।
অসাধারণ এমন একটি বিষয় নিয়ে খুব খুব ভালো লাগলো
খুব ভালো লাগলো।শেষ টায় চোখে জল চলে আসছিল।
Bha darun laglo
চমৎকার সত্যি কথা গুলো, শুনতে খুব ভালো লাগলো, শ্রদ্ধা ও ভালোবাসা অবিরাম, দিদি আপনাকে।
Sotti didivai asadharon....Ata sunte sunte mone kichu nara diye gelo...amio bibahito...hoyto tar jannoi ai anuvuti...
খুব খুব ভালো লাগলো, লেখনী, পাঠ দুটোই 👍👍👍
Asadharon lagche
খুব ভালো লাগলো...সঠিক কাহিনী সুন্দর উপস্থাপনা....
দারুন লেখা আর অসাধারন পাঠ। চোখে জল এনে দেওয়া উপস্থাপনা। আবহ বেশ নতুনত্ব। সাউন্ড ব্যলেনস নিখুঁত। Topnotch.
অসাধারণ লাগলো
Darun darun ❤❤❤
Darun lekha....darun bola...apurbo
Asadharan😘😘😘
অপূর্ব 🌹❤️
সত্যিই অসাধারণ সত্যি কথা।
চোখে জল এসে গেলো অসাধারণ
অসাধারণ পাঠ ❤️❤️❤️❤️❤️❤️
আপনার ভিডিও অসাধারণ।।
Khub sundar laglo didi, apnar kabita balar bachan bhangi te kabita gulo jen jibon peye jay.
Hope all will take a lesson from the every poems from your voice,very very special thank you from this great efforts.
আমি বাংলাদেশ থেকে আপনার উপস্থাপনা অসাধারণ যিনি রচনা করেছেন তাকে ও প্রনাম ,বাংলার চিরাচরিত বউ শাশুড়ির যুদ্ধ ছাড়া সংসার টা না ঠিক মতো জমে উঠে না।
Kotha gula khub sundhor 😔😔khub valo laglo
একটাই কথা -অসাধারণ।
Ki asadharon!
❤onek onek valobasha. Onek valo laglo. Shunte shunte chokhe pani eshe gelo. Ekta shikhkhonino.
❤❤দারুন দারুন দারুন
Ufff sotti asadharon ... mon ta puro vora galo ❤❤❤❤❤
Ak kothai darun👌👌
Darun❤❤❤❤🎉🎉🎉🎉
ধন্যবাদ, এতো সুন্দর কবিতা উপহার দেওয়ার জন্য
সত্যি অসাধারণ ❤❤❤
Adbhut sundor kabitata. Ashay roilam erakam aro kabita sunte pai. ❤❤
খুব খুব ভালো লাগলো গল্পটা শুনে সরাসরি বাস্তব জীবনের গল্প বলে কথা
কথাগুলো ভীষণ ভাবে সত্যি ❤
অসাধারণ লাগলো।।
কি সুন্দর কন্ঠে এই কথা গুলো শুনে খুব ভালো লাগলো। শুভেচ্ছা রইল ❤ভালো থেকো বোন ❤আলিপুরদুয়ার থেকে তোমার অচেনা এক দাদা 🎉শম্ভু সরকার ❤
অসাধারণ ❤
সত্যি অসাধারণ খুব ভালো লাগলো 😢
Darun laglo
দারুন দারুন
Paramita u r simply best
Khub sundor Di bhai 💗💗💗
Excellent really excellent.....
অসাধারণ লেখনী এবং একইসাথে কন্ঠের প্রকাশ ভঙ্গি।
Ki osadharon 🙌🙌🙌❤️
❤darun
Ki misti tomar voice, bolar style apurbo
Da. run. khub sundor laglo galpo ta. pura. bastab.
O1sadharon laglo
Asadharon❤️
Excellent ❤
Jai guru maa antarik pranam asadhran video extra ordinary🎉❤🙏🙏
Asadharon লাগলো ❤
Excellent ❤❤
Thank you very much sarajeet and Paramita ❤❤
আবহমান কাল থেকে প্রতি সংসার এর সমস্যার উপর গল্প খানি খুব সুন্দর শিক্ষা বহন করে। বলবার শান্ত স্নিগ্ধ ধরন সত্য ই অনবদ্য ।
Darun
akdom sotti
অসাধারণ 🙏
অনেক ভালো লাগছে, অসাধারণ লেখা
Asadharon laglo ❤️🤗
Oshadharon ....
বিউটিফুল
# ২৫ বছর বয়সি মেয়েটা #
# কলমে - উর্মিলা বানিয়া #
আজ আমার জন্মদিন ৷ আয়োজন যৎসামান্য, এই বাড়ির লোকজনদের নিয়ে একটি ঘরোয়া ছোটখাটো অনুষ্ঠান ৷
আমার ভাই শখ করে এইবার একটা কেক আনিয়েছে৷ তাতে আবার আমার নাম লেখা ৷ একটু লক্ষ্য করতে দেখলাম বয়সটাও লিখে এনেছে , 'পঁচিশ' ৷
২৫ সংখ্যাটা দেখে একটু ইতস্তত বোধ করছিলাম অবশ্য ৷
কবে যে বয়স ২৫ এর দোরগড়ায় এসে পৌঁচেছে বুঝতে পারিনি ৷
মা কাকিমাদের মুখে কখনো কখনো শুনতাম , মেয়েরা ২০ মানে বুড়ি ৷
বয়ঃসন্ধি পার হয়ে যৌবনে পা দেওয়া হল ২৫ ৷
বেশি ছুড়িও না আবার বুড়িও না ৷
২৫ বয়সি মেয়েটা কলেজ ইউনিভার্সিটি করে করে
আর নিজের দিকে তাকানো সেইভাবে সময় পায়নি ৷
মেয়েদের ইনডিপেন্স হতে হবে , সেই দৌড়ে সে সর্বদা ব্যস্ত ৷
২৫ বয়সি মেয়েটা কলেজ ইউনিভার্সিটিতে যে নিজেকে সবসময় ব্যস্ত , ক্লান্ত মনে করতো ; এখন বাড়িতে থেকে সে আরও অনেক ব্যস্ত ৷
রান্না করা , বাবা মার খেয়াল রাখা , অন্যদের ফাইফরমাস খাটা সবই কেমন একা হাতে সামলে নেয়৷
হয়তো অনেক কিছু না পাওয়ার নিরাশার চাইতে , নিজেকে ব্যস্ত রাখা অনেক সোজা ৷
২৫ বয়সি মেয়েদের মন থাকতেও থাকতে নেই ৷
কোথাও রিলেটিভের বাড়িতে যেতে নেই ,
গেলেই কেউ সুযোগ পেলেই সমালোচনা করতে ব্যস্ত ৷
" ওমুক বাবুর মেয়েটার বয়স তো অনেক হল , এখনো বিয়ে হয়নি ৷
বাবাঃ ! আমার মেয়ে এর থেকে কত ছোট ওর বিয়ে হয়ে গিয়ে বাচ্চা হয়ে গেল ৷
বেশি বয়স হয়ে গেলে আবার ছেলে খুঁজে
পাওয়া মুশকিল ৷
কম বয়সে মুখের যা শ্রী থাকে বেশি বয়স হয়ে গেলে
তা আবার বুড়িয়ে যায় ৷
তা চাকরি বাকরিওতো পায়নি শুনছি , চেষ্টা করছে ৷
অবশ্য পেলে তা অন্য কথা ৷"
সমাজে সুভাকাঙ্খির অভাব নেই ৷ কথায় আছে , 'যার বাড়ির মেয়ে তার হুশ নেই পাড়াপড়শির ঘুম নেই' ৷
নিত্য দিন এই ২৫ বয়সি মেয়েটার বয়স ও বিয়ে
অনেকের কাছে এই দুটো topic common বিষয়
হয়ে উঠেছে ৷
এখন সে পি.এন.পি .সি কথাগুলো শুনেও না শোনার
ভান করে এড়িয়ে যায় ৷
২৫ বছর বয়সি মেয়েটা এখন একটা কঠিন
অসুখে ভুগছে 'নষ্টালজিয়া' ৷
তার শৈশব স্মৃতি কিংবা স্কুলে কাটানো মিষ্টি-মধুর বন্ধুত্ব কিংবা কলেজ ক্যাম্পাসে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া, ক্যান্টিনে খাওয়া দাওয়া কিংবা
ক্লাস বন্ধ করে বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে যাওয়া ,
আবার কখনোবা রঙিন স্বপ্নে কারোর উপর ক্রাশ খাওয়া , সব মনে পড়ে যায় ৷
যেন তার হতাশাগ্রস্ত মনে কোন প্রজাপতি তার রঙিন ডানায় আঁকিবুকি কেটেছে ৷
জীবনে অনেকটা সময় পেরিয়ে এসেও,
২৫ বছর বয়সি মেয়েটা নতুন করে কারুর
প্রেমে পড়তে চায় ৷
কোন স্পেশাল মানুষের জন্য সে নিজেকে
সাজিয়ে তুলতে চায় ৷
আবার সেই স্পেশাল মানুষের মনেও স্পেশাল হয়ে উঠতে তার মন চায় ৷
মনটা বারবার রঙিন হতে চায় ৷
মনে হয় , কেউ আমার জীবনেও থাকুক ,
আমার সমস্ত কথা সে শুনুক ৷
আমার সমস্ত মান অভিমান তাকে ঘিরে থাকুক ৷
হয়তোবা তার রঙিন স্বপ্নের কেন্দ্রবিন্দু হয়ে
আমি থাকি ৷
এইভাবে কঠিন বাস্তবতার মাঝেও রঙিন স্বপ্নে দিশেহারা হতে মন চায় ৷
২৫ বছর বয়সি মেয়েটা সারাদিন নিজেকে
ব্যস্ত রাখলেও , দিনের শেষে নিজেকে একা পেতে চায়৷
হয়তবা সবার থেকে নিজেকে আড়ালে রাখতে চায় ৷
কখনোবা দুঃখ পেলে নিজেকে সেই দুঃখে,
নিমজ্জিত না করে তবুও সব ভুলে
মন খুলে হাসতে চায় ৷
পাত্রপক্ষের দেখতে এসে তার রূপগুন বিচার বিবেচনা করার পর শেষে না বলে যাওয়াটা যেন জীবনের কঠীন বাস্তব সত্যে দাঁড় করিয়ে দেয় ৷
এর চেয়েও বেশি কষ্ট পায় , তার মা বাবার কাছে
নিজেকে বোঝা মনে করা ৷
চিৎকার করে কাঁদতে বড় সাধ হয় কিন্তু
সে কান্নার কোন শব্দ থাকে না শুধু স্তব্ধতা থাকে ৷
একটা সময়, ২৫ বয়সি মেয়েদের বন্ধুত্বের
পরিসর বড় ছোট হয়ে যায় ৷
Friend list এ একজন বা দুজন পড়ে থাকে ৷
সবাই নিজের নিজের জায়গায় ব্যস্ত হয়ে যায় ৷
কেউ বা বিয়ে করে নতুন সংসার নিয়ে ব্যস্ত ,
আবার কেউবা কোন কাজে ব্যস্ত ৷
মোবাইলে আর unlimited calls টার দরকার পড়ে না৷
Talk time ই যথেষ্ট ৷
এই বয়সে এসে চঞ্চল সবুজ মনটাও ফিকে
হয়ে যায় ৷
একসময় বেশি কথা বলা মেয়েটাও চুপ হয়ে যায় ৷৷
দিদি ভাই আমার এই লেখাটা যদি পাঠ করো তাহলে আমার ভালো লাগবে ৷ আমার একটা অনুরোধ যদি রাখো ৷ তোমার প্রত্যেকটি ভিডিও আমি নিয়মিত দেখি ৷ তোমার মুখে কবিতার প্রত্যেকটি কথা গুলো সত্যি আমার শুনতে ভালো লাগে ৷
আমি কি এই কবিতা পাঠ করতে পারি?
Darun lekha.
Osadharon
অসাধারণ👏✊👍
লেখা আর পাঠ দুটোই খুব ভাল লাগল❤❤
Really Excellent..
বেশ লাগলো। 👍👍👌👌
Masha allah so sweet and Cute
Khub sundar
Khub sundor ❤
Asadharon laglo❤❤
Darun laglo👌❤
খুব ভালো লাগলো
অসাধারণ 🥰
Asadharan
Oshadaron
অসাধারণ দিদি,,, ❤
Nice one...
Realistic
Excellent story & your narration is really appreciable.
Really you are a educated woman.
Hates Off madam
Speechless and heart touching 😢
খুব ভালো
দিদি, যখন শশুর বাড়ি থেকে নিজের বাড়ি আসার পর যে ভাবে চলছিলে শুনে আমি মুচকি মুচকি হাসছিলাম 🤭🤭আবার ধুমকেও গিয়ে ছিলাম🤨🤨। সব শেষে অসাধারণ 😊😊😊😊
Bhison sotti kotha 👍
Osadhron golpo
asadharon asadharon
খুব সুন্দর ও মিস্টি মধুর বাস্তব সত্য কথা। কবি ও আবৃত্তিকার কে জানাই আমার আন্তরিক ধন্যবাদ 🌹🌹♥️♥️🪔 বাবা নাম কেবলম বাবা নাম কেবলম 🙏🏼