দুনিয়ার সাথে তাল মিলিয়ে চললে মধ্যবিত্ত, উচ্চবিত্ত, নিম্নবিত্ত এসব শ্রেনীভেদ সামনে আসবে এটাই স্বাভাবিক ।।।। বাস্তবিক অর্থে অবস্থা আল্লাহ তায়ালার পক্ষ থেকে আসে,,,, দ্বীনের বুঝ, দ্বীনের জন্য কষ্ট মুজাহাদা না থাকার কারনে দুনিয়ার একটু অসুবিধা কে অনেক বড় মনে হয় মানুষের কাছে ।।। দুনিয়ার সফলতা আসল সফলতা না,,, আর দুনিয়ার ব্যর্থতা আসল ব্যর্থতা না।।। হেদায়েত এর রাস্তায় যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের জীবনের দিকে তাকান,,, তাদের ঘটনা পড়ে ইন্সপিরেশন নেন।।। নবী, সাহাবা, আল্লাহ ওয়ালা যারা তাদের ঘটনা পড়েন।।।। দেখবেন নিজেদের অবস্থা কে তখন কিছু মনে হবে না..... আফসোস একারনে আজকাল সবাই নিজেদের কথা বলতে বেশি পছন্দ করে,,, আল্লাহওয়ালাদের কথা বলতে মানুষ তেমন চায় না।।।। নিজেদের মধ্যে ধোকা আছে আর আল্লাহ তায়ালা যাদের কবুল করে দুনিয়া থেকে নিয়ে গেছেন তাদের জীবনের ঘটনার মধ্যে আল্লাহর সন্তুষ্টি আছে।।।।।
শেষের কথাগুলো একদম আমার মনের সাথে মিলে গেল।আমি একটা সেরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ি অন্যতম সেরা বিষয় নিয়ে।কিন্তু আমি যখন ভবিষ্যৎ নিয়ে ভাবলাম তখন কিবরিয়া ভাইয়ের মতো হুবহু কথাগুলি মাথায় আসলো।তাই অনেক রিস্ক নিয়ে আমার যা ভালো লাগে,আমি জীবনে যে গল্প তৈরী করতে চাই সেদিকেই আগাচ্ছি।ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ে❤
" আরজে কিবরিয়া " একটা কথা অনেক ভাল বলেছে। হুমায়ুন আহমেদের লেখা পড়লে মনে হয় গল্পের চরিত্রগুলো মনে হয় সামনেই আছে। আরও কয়েকজন বাংলা কথাসাহিত্যিক আছে যাদের লেখা পড়লে মনে হয় চরিত্রগুলো সামনেই আছে। তাঁরা হলেন, সমরেশ মজুমদার, শীর্ষেন্দুমুখোপাধ্যায়, বিভুতিভুষন।
সঞ্চালক ও কিবরিয়া সাহেব অসাধারণ কিছু কথা বলেছেন বিশেষ করে কিবরিয়া সাহেব শেষের দিকে যে কথাগুলো বলেছেন।আপনারা পাবলিক ফিগার আপনাদের কথা মানুষ শুনে সুতরাং আমি মনে করি সমাজের জন্য আপনারা অনেক গুরুত্বপূর্ণ একটা অবদান রাখতে পারেন। বিশেষ করে আমাদের পড়াশোনার জন্য এই যে ৩০ টা বছর গোল্ডেন সময় নষ্ট করা হচ্ছে বিদ্যা গিলিয়ে।
আসললে প্রতিটা মানুষের জীবনই এক একটা উপন্যাস। সবার জীবনেই কষ্ট থাকে। আমি অনেক মানুষের জীবনের গল্প শুনেছি কিন্তু শুনতে শুনতে এখন আর কিছুই ভালো লাগে না। আমি গল্প শুনতে পছন্দ করিনা এখন আর। আমি গল্প পরিবর্তন করতে পছন্দ করি। আমি চাই সব ভালো মানুষের জীবনের সেই স্বপ্ন, ইচ্ছা আকাংখা গুলা পুরোন হোক তেমন কিছু করতে। শুধু মানুষের জীবনের কষ্ট গুলা শুইনা কি হবে যদি তার কষ্ট গুলার সমাধানই করা না যায়। কিন্তু দিন শেষে আমি হতাশ কারন সব ভালো মানুষের কষ্টের সমাধান করা এই দুনিয়াতে কখন সম্ভব হবে বলে মনে হয় না। একটি মানুষের জীবনের কষ্ট দূর করাই কঠিন হইয়া যায়। সেখানে ............
ছোটবেলা থেকেই আমরা বুঝে উঠার আগেই আমাদের কাঁধে বইয়ের বুঝা চাপানো হয়, আমরা বুঝি আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একাডেমিক্যালি ভাল করা, কিন্তু এর বাহিরেও যে একটা বিশাল বড় জগৎ আছে এটা বুঝে কয়জনে? এর বাইরে যে লাইফটা অনেক বড় এই তর্ডটাই তো গ্রো করেনা...
দারুণ!!!প্রতিটা কথা অনেক বেশি তথ্যবহুল ছিল।আসলেই ব্যাপার গুলো কোন বইতে প্রকাশিত হয়না,প্রতিটা মানুষের জীবনই আসলে অনেক গল্প বহুল।সবাই সেটা বলতে পারেনা। যে টা কিবরিয়া ভাইয়ের বলেছে বা ওনার গবেষণালব্ধ ফল।অসাধারণ ভাইয়া এক কথায়!❤❤❤❤❤❤!
স্টোরি টেলিং এই স্কিল টা কিবরিয়া ভাইয়ার স্পীচ টা থেকে শিখলাম, যা আমার ফরেইন ল্যাংগুয়েজ শিখার জন্য বিশাল প্ল্যাটফর্ম ❤️❤️ যা আমি ২ বার এক্সাম দিয়েও অর্জন করতে পারিনি। অনেক ধন্যবাদ ইয়াহিয়া আমিন স্যার এবং কিবরিয়া স্যার❤
Yahia amin apnar video gula amar khub valo lage,ami apnar theke inspire hoye Al -Quran er Koekta surah ami Memorize korte perechi.Apnake Er Jonno Obossoi Allah apnake Swab Diben.Ameen
ভাইয়া বিগত কয়েকমাস ধরে অনিদ্রা রোগে ভুগছি কোনোভাবেই রাতে সঠিক সময়ে ঘুমাতে পারছি না যদিও রাত ২-৩ টার পর ঘুম পায় ৩-৪ বার ঘুমে সমস্যা হয় মাথার মধ্যে সবসময় চাপ ঘুরতে থাকে এই সমস্যার সমাধান কিভাবে পাবো
আল্লাহর রাস্তায় হিজরত করেন।।। মানুষকে আল্লাহর দিকে ডাকেন, এবং সাথে নিজে নেক আমল করেন।।। ইস্তেগফার পরেন।।। দ্বীন এবং আমলের দ্বারা সমাধান করেন।।। সুন্নত হিসেবে চিকিৎসক এর পরামর্শ নেন আর আল্লাহর ওপর একীন করেন যে আল্লাহ তায়ালাই আপনাকে এ অবস্থা দিছেন আর তিনিই সুস্থ করবেন।।। দুনিয়াদারদের পরামর্শ নিলে স্হায়ী সমাধান পাবেন না।।।।
নানা ব্যস্ততায় '২২শে শ্রাবণ' মুভিটা দেখা হয় নাই। খুব রিসেন্টলি দেখার পরিকল্পনা করেছিলাম। হয় তো কয়েক দিনের মধ্যেই দেখতাম। এই ভিডিও দেখে স্পয়লার পেয়ে গেলাম। 😢
Dear Yahia Amin ,Amar jiboner Akta golpo chilo,but bolte parchina,Proshno Onek ache kintu Ami kawke jigges kore nijey bibroto hote chaina.Allahr sathe kotha boli kintu amar proshner uttor to khuje paina.If you have time can You Explain!if possible
জীবনের উদ্দেশ্য কি সেটাই তো আজ মানুষ ভুলে গেছে ।।। আর আপনাদের ফলো করলে তো মাশাআল্লাহ দুনিয়া ছাড়া আর কিছুই পাওয়া যাবে না,,, যদি আল্লাহ তায়ালা যতটুকু দিবেন ততটুকু পাওয়া যাবে ।।। যে আখিরাতের ফসল চায় সেই উত্তম।।। ভাই যদি অনুসরণ করতেই হয়,, গল্প বা ঘটনা শুনতেই হয় তবে সাহাবাদের টা শুনেন বা শোনান মানুষকে,,, আপনার আমারটার মধ্যে ধোকা ছাড়া কিছুই পাওয়া যাবে না।।। আর সাহাবাদের টায় আল্লাহ তায়ালার কবুলকৃত পথ পাওয়া যাবে ।।।।।
আমাদের মা-বাবারা জীবনের অনেকটা সময় পর্যন্ত আমাদের ছোট বলিয়া নিষ্ঠুর বাস্তবতা বিষয় থেকে দূরে রাখে। তাই বাস্তবতা সম্পর্কে থাকি আমি অজ্ঞ। আর যখন বুঝতে পারে ততক্ষণে দায়িত্বের বোঝা কাঁধে এসে ভর করে!
একমত আছি।ছোট বলিয়া, হুট করে বলে তুই বড় হয়ে গেছোস তারপর দায়িত্ব এর বিশাল বোঝা চাপিয়ে দিয়ে সাথে আবাত বিয়ে করিয়ে সাংসারিক অশান্তি করার রাস্তা করে দিয়ে জীবন তেনা তেনা করে দেয়।
স্কিল দিয়েও তেমন লাভ হয় না এখন,এইযে যোগ্যতা থাকার পরও মানুষ দেশে সহজে চাকরি পায় না,আবার বিদেশে স্কিল আছে কিন্তু ইন্ডিয়া, পাকিস্তানিগো ন্যশনালিজন এর কারনে চাকরি পাই না, অনেকে বলবে স্কিল কাজে লাগিয়ে নিজে কিছু করতে কিন্তু সব যায়গায় নিজে চাইলেও কিছু করা যায় না, আবার করা সুযোগও হয় না
The harsh truth is that the thumble of this video and the key point of the video is not matched.but this 16 minutes reveal so many things and this 16 minutes video just past away like two or three minutes.kibriya brother says about the multi problem of our youth generation who are really don't know how to Shine or choose their right track and enjoy and gather most important experience to lead their life.
It's not middle class story ,as everyone commenting . It's a social structure and emotion which had been created by colonial power , even it's not come from a comprehensive life thought .
কিবরিয়া ভাই "মধ্যবিত্ত নিয়ে যে statement টা দিয়েছে, এইটা যথেষ্ট সত্য।।🫠🙂🖖
১০০%
দুনিয়ার সাথে তাল মিলিয়ে চললে মধ্যবিত্ত, উচ্চবিত্ত, নিম্নবিত্ত এসব শ্রেনীভেদ সামনে আসবে এটাই স্বাভাবিক ।।।। বাস্তবিক অর্থে অবস্থা আল্লাহ তায়ালার পক্ষ থেকে আসে,,,, দ্বীনের বুঝ, দ্বীনের জন্য কষ্ট মুজাহাদা না থাকার কারনে দুনিয়ার একটু অসুবিধা কে অনেক বড় মনে হয় মানুষের কাছে ।।। দুনিয়ার সফলতা আসল সফলতা না,,, আর দুনিয়ার ব্যর্থতা আসল ব্যর্থতা না।।। হেদায়েত এর রাস্তায় যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের জীবনের দিকে তাকান,,, তাদের ঘটনা পড়ে ইন্সপিরেশন নেন।।। নবী, সাহাবা, আল্লাহ ওয়ালা যারা তাদের ঘটনা পড়েন।।।। দেখবেন নিজেদের অবস্থা কে তখন কিছু মনে হবে না..... আফসোস একারনে আজকাল সবাই নিজেদের কথা বলতে বেশি পছন্দ করে,,, আল্লাহওয়ালাদের কথা বলতে মানুষ তেমন চায় না।।।। নিজেদের মধ্যে ধোকা আছে আর আল্লাহ তায়ালা যাদের কবুল করে দুনিয়া থেকে নিয়ে গেছেন তাদের জীবনের ঘটনার মধ্যে আল্লাহর সন্তুষ্টি আছে।।।।।
100%
🎉❤😂😢😮😮😅😊 4:35
শেষের কথাগুলো একদম আমার মনের সাথে মিলে গেল।আমি একটা সেরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ি অন্যতম সেরা বিষয় নিয়ে।কিন্তু আমি যখন ভবিষ্যৎ নিয়ে ভাবলাম তখন কিবরিয়া ভাইয়ের মতো হুবহু কথাগুলি মাথায় আসলো।তাই অনেক রিস্ক নিয়ে আমার যা ভালো লাগে,আমি জীবনে যে গল্প তৈরী করতে চাই সেদিকেই আগাচ্ছি।ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ে❤
Kon varsity and kon subject?
Go ahead
(Kjttrtyyyggthj
@@ShantasNaturalBeautyiiuy5
একদম সত্যি বলেছেন কিবরিয়া ভাই, মধ্যবিত্ত শ্রেণীর মানুষের জীবন কতোটা যন্ত্রণার।
২ জনের কথাই অনেক ভালো সুন্দর এবং গুরুত্বপূর্ণ আমার অনেক ভালো লেগেছে সব গুলো কথাই
খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো। অনেক ভালো লেগেছে
" আরজে কিবরিয়া " একটা কথা অনেক ভাল বলেছে। হুমায়ুন আহমেদের লেখা পড়লে মনে হয় গল্পের চরিত্রগুলো মনে হয় সামনেই আছে। আরও কয়েকজন বাংলা কথাসাহিত্যিক আছে যাদের লেখা পড়লে মনে হয় চরিত্রগুলো সামনেই আছে। তাঁরা হলেন, সমরেশ মজুমদার, শীর্ষেন্দুমুখোপাধ্যায়, বিভুতিভুষন।
সররেশ - উত্তরাধিকার 🎉❤
জীবনানন্দের লেখা পড়ুন
সঞ্চালক ও কিবরিয়া সাহেব অসাধারণ কিছু কথা বলেছেন বিশেষ করে কিবরিয়া সাহেব শেষের দিকে যে কথাগুলো বলেছেন।আপনারা পাবলিক ফিগার আপনাদের কথা মানুষ শুনে সুতরাং আমি মনে করি সমাজের জন্য আপনারা অনেক গুরুত্বপূর্ণ একটা অবদান রাখতে পারেন। বিশেষ করে আমাদের পড়াশোনার জন্য এই যে ৩০ টা বছর গোল্ডেন সময় নষ্ট করা হচ্ছে বিদ্যা গিলিয়ে।
এই ১৭ মিনিটে আমি যা শিখছি, তা আমার জীবনের ১৭ বছরের ভ্যালু এড করে। অসাধারণ ❤
আমার দেখা সেরা ভিডিও
আমি আসলে নিজের থেকে পছন্দ মতো হয়েছে এমন কৌতূহল বিষয় নিয়ে যেকোনো কিছু ভালো লাগে কিন্তু এখন আপনার কথাও শুনে ভালো লাগছে...❤❤
আলহামদুলিল্লাহ সমস্ত প্রসংশা মহান আল্লাহর
আসললে প্রতিটা মানুষের জীবনই এক একটা উপন্যাস। সবার জীবনেই কষ্ট থাকে। আমি অনেক মানুষের জীবনের গল্প শুনেছি কিন্তু শুনতে শুনতে এখন আর কিছুই ভালো লাগে না। আমি গল্প শুনতে পছন্দ করিনা এখন আর। আমি গল্প পরিবর্তন করতে পছন্দ করি। আমি চাই সব ভালো মানুষের জীবনের সেই স্বপ্ন, ইচ্ছা আকাংখা গুলা পুরোন হোক তেমন কিছু করতে। শুধু মানুষের জীবনের কষ্ট গুলা শুইনা কি হবে যদি তার কষ্ট গুলার সমাধানই করা না যায়। কিন্তু দিন শেষে আমি হতাশ কারন সব ভালো মানুষের কষ্টের সমাধান করা এই দুনিয়াতে কখন সম্ভব হবে বলে মনে হয় না। একটি মানুষের জীবনের কষ্ট দূর করাই কঠিন হইয়া যায়। সেখানে ............
গল্প বলতে পারা কিভাবে গুরুত্বপূর্ণ স্কিল হয়❔
0:10 🥱
ঠিক বলেছেন ভাই,মধ্যবিত না বলতে পারে না সইতে পারে।😢
Hmmm
ছোটবেলা থেকেই আমরা বুঝে উঠার আগেই আমাদের কাঁধে বইয়ের বুঝা চাপানো হয়, আমরা বুঝি আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একাডেমিক্যালি ভাল করা, কিন্তু এর বাহিরেও যে একটা বিশাল বড় জগৎ আছে এটা বুঝে কয়জনে? এর বাইরে যে লাইফটা অনেক বড় এই তর্ডটাই তো গ্রো করেনা...
thought ( থট)
তর্ড না।
দারুণ!!!প্রতিটা কথা অনেক বেশি তথ্যবহুল ছিল।আসলেই ব্যাপার গুলো কোন বইতে প্রকাশিত হয়না,প্রতিটা মানুষের জীবনই আসলে অনেক গল্প বহুল।সবাই সেটা বলতে পারেনা। যে টা কিবরিয়া ভাইয়ের বলেছে বা ওনার গবেষণালব্ধ ফল।অসাধারণ ভাইয়া এক কথায়!❤❤❤❤❤❤!
স্টোরি টেলিং এই স্কিল টা কিবরিয়া ভাইয়ার স্পীচ টা থেকে শিখলাম, যা আমার ফরেইন ল্যাংগুয়েজ শিখার জন্য বিশাল প্ল্যাটফর্ম ❤️❤️
যা আমি ২ বার এক্সাম দিয়েও অর্জন করতে পারিনি।
অনেক ধন্যবাদ
ইয়াহিয়া আমিন স্যার এবং কিবরিয়া স্যার❤
ছোট বেলায় এমন ভাবনা আমার ও ছিল। এই স্কুল কলেজ এ যা শিখছি। বাস্তব জীবনে তা কোন কাজেই মিলে না
কথা বলাটা সত্যিই একটা আর্ট এটা Rj কিবরিয়া প্রমাণ করে দিয়েছেন। উনার কথা মন্ত্রমুগ্ধের মতো শুনি।
সকালটা শুরু হলো দারুন কিছু কথা দিয়ে। ধন্যবাদ দুজনকেই
Yahia amin apnar video gula amar khub valo lage,ami apnar theke inspire hoye Al -Quran er Koekta surah ami Memorize korte perechi.Apnake Er Jonno Obossoi Allah apnake Swab Diben.Ameen
একদম ঠিক কথা বলছে কিবরিয়া ভাই❤️👍..........
ভাইয়া বিগত কয়েকমাস ধরে অনিদ্রা রোগে ভুগছি
কোনোভাবেই রাতে সঠিক সময়ে ঘুমাতে পারছি না
যদিও রাত ২-৩ টার পর ঘুম পায় ৩-৪ বার ঘুমে সমস্যা হয়
মাথার মধ্যে সবসময় চাপ ঘুরতে থাকে
এই সমস্যার সমাধান কিভাবে পাবো
আল্লাহর রাস্তায় হিজরত করেন।।। মানুষকে আল্লাহর দিকে ডাকেন, এবং সাথে নিজে নেক আমল করেন।।। ইস্তেগফার পরেন।।। দ্বীন এবং আমলের দ্বারা সমাধান করেন।।। সুন্নত হিসেবে চিকিৎসক এর পরামর্শ নেন আর আল্লাহর ওপর একীন করেন যে আল্লাহ তায়ালাই আপনাকে এ অবস্থা দিছেন আর তিনিই সুস্থ করবেন।।। দুনিয়াদারদের পরামর্শ নিলে স্হায়ী সমাধান পাবেন না।।।।
Public administration! DU! Rj Kibriya vai o amdr Department er baah. Shune valo laglo as ami shekhan theke graduation complete korbo soon...
Kibria bhai is a natural talented man ! MashaAllah
পাঠ্য পুস্তকে আমরা যা শিখি তা বাস্তব জীবনে তেমন কাজে আসে না আর বাস্তব জীবনে যা কাজে আসে তা পাঠ্য পুস্তকে থাকে না।
অসাধারণ!
Akdom thek ktha.amra medal class er meyera beshe kosto pai ai jinne
নানা ব্যস্ততায় '২২শে শ্রাবণ' মুভিটা দেখা হয় নাই। খুব রিসেন্টলি দেখার পরিকল্পনা করেছিলাম। হয় তো কয়েক দিনের মধ্যেই দেখতাম। এই ভিডিও দেখে স্পয়লার পেয়ে গেলাম। 😢
Dear Yahia Amin ,Amar jiboner Akta golpo chilo,but bolte parchina,Proshno Onek ache kintu Ami kawke jigges kore nijey bibroto hote chaina.Allahr sathe kotha boli kintu amar proshner uttor to khuje paina.If you have time can You Explain!if possible
ইয়াহিয়া আমিন গলা বয়েস সত্যি অসাধারণ।
tui ki bolis ,,,,,banan thik kor
@@litonislam2961😂😂
Shomoyer ovabe purota dekhte Pai ni, aj purota dekhlam, alhamdulillah apnader jonno, onek onek onek doa roilo
জীবনের উদ্দেশ্য কি সেটাই তো আজ মানুষ ভুলে গেছে ।।। আর আপনাদের ফলো করলে তো মাশাআল্লাহ দুনিয়া ছাড়া আর কিছুই পাওয়া যাবে না,,, যদি আল্লাহ তায়ালা যতটুকু দিবেন ততটুকু পাওয়া যাবে ।।। যে আখিরাতের ফসল চায় সেই উত্তম।।। ভাই যদি অনুসরণ করতেই হয়,, গল্প বা ঘটনা শুনতেই হয় তবে সাহাবাদের টা শুনেন বা শোনান মানুষকে,,, আপনার আমারটার মধ্যে ধোকা ছাড়া কিছুই পাওয়া যাবে না।।। আর সাহাবাদের টায় আল্লাহ তায়ালার কবুলকৃত পথ পাওয়া যাবে ।।।।।
একমত ❤❤
সহমত
right
Right
Fact
Alhamdulillah onakti right
আল্লাহ আপনি মহান আমাদের মনের নেক আশা গুলো পূর্ণ করে দেন।
পছন্দের দুজন মানুষকে না শুনে কি থাকা যায় 🥰🥰
প্রাতিষ্ঠানিক শিক্ষা মানুষের জ্ঞ্যানের কলেবর বৃদ্ধি করে এবং তার ভিত্তি মজবুত হয় ।
অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও আশা করি জীবনে চলার পথে অনেক কাজে লাগবে। ভালোবাসা রইলো আপনাদের প্রতি❤🎉
2ta favorite person, Allah 2jon k nek hayat dan korok, onak bhalo rakhuk❤
তার মধ্যবিত্তদের নিয়ে কথাটা হুবহু আমি রিলেট করতে পারছি❤
জাজাকাল্লাহ খাইরান ❤
Educated মানেই যে বাবা হিসেবে সফল। বা জীবনে খুশি থাকা যায় । এটা একটা ভ্রম । সবার ক্ষেত্রেই একই😂😂❤❤❤
He should be a film director.....😊
Then we could get many academic award winning cinemas /stories.....☺️
Mad
@@aqsaamaramuteinssound9124 ~~~
Your thinking level is soooo low that you didn't understand I praised Him ....
So good video 🌱
স্টোরি টেলিং এর বেস্ট ভিডিও টা❤❤
Jibon botle debar motho Kotha tnx kibriya vai
সত্যিই জীবনে যাদের ভালো কোনো মেন্টর নাই তারা জীবনে আগাতে পারে না
"তার সাথে কিসের হিসাব,
যিনি (আল্লাহ্) বে-হিসাবে দান করেন"
অসাধারণ একটা ভিডিও♥️♥️♥️
Amin bhai er kotha bujsi, but answer pelam na. Story kivabe bole
কিবরিয়া ভাই কথা গুলো অনেক কিছু শিখার আছে
আমাদের মা-বাবারা জীবনের অনেকটা সময় পর্যন্ত আমাদের ছোট বলিয়া নিষ্ঠুর বাস্তবতা বিষয় থেকে দূরে রাখে। তাই বাস্তবতা সম্পর্কে থাকি আমি অজ্ঞ। আর যখন বুঝতে পারে ততক্ষণে দায়িত্বের বোঝা কাঁধে এসে ভর করে!
একমত আছি।ছোট বলিয়া, হুট করে বলে তুই বড় হয়ে গেছোস তারপর দায়িত্ব এর বিশাল বোঝা চাপিয়ে দিয়ে সাথে আবাত বিয়ে করিয়ে সাংসারিক অশান্তি করার রাস্তা করে দিয়ে জীবন তেনা তেনা করে দেয়।
Absulately right bhaiya
No doubt in it.
I appricate with you
ধন্যবাদ ❤
ইয়াহিয়া ভাই আপনাকেই বেশি ভালো লাগে ❤
স্কিল দিয়েও তেমন লাভ হয় না এখন,এইযে যোগ্যতা থাকার পরও মানুষ দেশে সহজে চাকরি পায় না,আবার বিদেশে স্কিল আছে কিন্তু ইন্ডিয়া, পাকিস্তানিগো ন্যশনালিজন এর কারনে চাকরি পাই না, অনেকে বলবে স্কিল কাজে লাগিয়ে নিজে কিছু করতে কিন্তু সব যায়গায় নিজে চাইলেও কিছু করা যায় না, আবার করা সুযোগও হয় না
আর যে কিবরিয়া ভাই কে সেই শুরু থেকে এখন ও ফলো করে আসছি, লাভ ইউ বস❤️
The harsh truth is that the thumble of this video and the key point of the video is not matched.but this 16 minutes reveal so many things and this 16 minutes video just past away like two or three minutes.kibriya brother says about the multi problem of our youth generation who are really don't know how to Shine or choose their right track and enjoy and gather most important experience to lead their life.
অনেক ভালো লাগলো 🌸
ইয়াহিয়া আমিন ভাই এর কাছে অনুরোধ জানাচ্ছি গেষ্ট কে আল্লাহর ওয়াস্তে বক্তব্য বলতে দেন, শেষ করতে দেন। এরপর আপনি বলেন ভাই
most wanted episode
It's not middle class story ,as everyone commenting . It's a social structure and emotion which had been created by colonial power , even it's not come from a comprehensive life thought .
একটা জিনিস ভাবি যদি নবী (সা:) এর যুগটা আবার ফিরে আসতো, আসবেতো জানি কিন্তু যদি আমাদের এই সময়টায় ফিরে আসতো তাহলে মানুষের জীবনের উদ্দেশ্য অন্য কিছু হতো ❤
আমিও তো গল্প বলতে পারি। যাক তাহলে আমিও জীবনে উন্নতি করতে পারবো। দোয়া করবেন আমার জন্য
আমি ভালো গল্প বলতে পারি।আমাকে মানুষ শুনে প্রশংসা করে।যাক্ এটার ও একটা গুন হতে পারে শুনে ভালো লাগছে।
Vaiya Ami onik somosai achi Ami apneder satha Kotha bolta chai
একটানা,,, ২,,৩টা পটকাষ্ট,,,,আরজে ভাইয়ের,,বিভিন্ন চ্যানেলে,,,, সুন্দর ও সবগুলো দেখলাম।
Very well said sir!!
Thanks
২০১২/১৩ থেকে রেডিও শুনা হচ্ছে হয়তো আরো আগে...❤
RJ ❤
When Kibria bhai and Yahia Amin bhai shares same screen it undoubtedly "ROCKS"🎉
Host এর উপরে Host
amar thoughts o kibria vai er sathe same
বাহ, আমার সমস্যা টা আমি বুঝতে পেড়েছি
ভাৰত থেকে দেখছি
আমাকে একজন ভালো মনো বিশেষজ্ঞ ডাক্তার সাজেশন করুন, যার ট্রিটমেন্ট ভালো পাশাপাশি গুড লুকিং হ্যান্ডসাম।
আমি একজন চিনি সে খুব ভালো
@Rj kibriya sir Kase joto golpo ase onek filem kora jibbo ....but balo director pite oibo
May Allah bless you all
Good idea vaya❤
সুন্দর এবং সুন্দর
ভাই ট্রেডিং এর হালাল র হারাম নিয়া একটা ভিডিও চাই
আমার পছন্দের দুজন ভাই।❤
7:31 "২২শে শ্রাবন" স্পয়লার
Right,,🖤🖤
কেমন করে পারে মানুষের মনের কথা বুঝতে।
Brother Yahya, why do you do what you do? Whats the story behind it?
Full episode link please
মোশাররফ করিম কে চাই।
প্লিজ একদিন নিয়ে আসুন।
Both of you are my favourite youtuber ❤😊
Lok tar face er sathe Afran nishor onek mil,Kothar Voice kotha bolar dhoron tao same.
r j kibria vai boss
পারসনাল কথা কাউকে না বলে শুধু আল্লাহু তায়ালা কেই বলা উচিত
হাহুতাশ করে লাভ নেই, একাডেমিক ক্যারিয়ার ভালো না হলে সারাজীবন হাহুতাশ করতে হয় যদি আপনি পড়ালেখা না করেন সেটা ভিন্ন কথা
আপনাদের কথাগুলো শুনে ইন্সপায়ার হয় একটা গল্প থাকা দরকার কিন্তু সাহস হয় না সাহসের দিক দিয়ে পিছিয়ে থাকি সবসময় মধ্যবিত্ত হাইডআউট এর কারনেই
Nice Discuse
গল্প বল েত েগ েল আঘাত েপ েত হয় স্বপ্ন েদখ েত
জান েত হয় স্বপ্ন েদ েখ তার
কা েছ িগ েয়ও যখন েভ েঙ্গ যায় িকন্তু তারপরও ঘু ের
দাড়া েনার গল্প থা েক তাহ ের গ্রহন েযাগ্য হ েব তখন েসই মানুষ েহ ের যায় না।
Tarot baba is back yarr!!
আমি আমার জীবনের গল্প বলতে চাই
arbi sobdo gula ato sensitive keno bujhi na aktu adik oidik hoilei kamsharse.
True 😊😊