শীতের রাতে উষ্ণতার ফেরিওয়ালা !
ฝัง
- เผยแพร่เมื่อ 11 ก.พ. 2025
- শীতের রাতে উষ্ণতার ফেরিওয়ালা ! অসহায়দের গায়ে কাপড় জড়ালেন "অ্যাম্বুলেন্স দাদা" পদ্মশ্রী করিমুল হক
#খবর_সোজাসুজি - কনকনে শীতের রাতে যেখানে অনেকেরই গায়ে গরম কাপড় থাকে না, সেখানে এক মানুষ নিজের হাতে পৌঁছে দিচ্ছেন উষ্ণতার পরশ। জলপাইগুড়ি জেলার প্রত্যন্ত চা বাগানের দেবীপুর গ্রামে এক অসাধারণ দৃশ্যের সাক্ষী থাকল সবাই-পদ্মশ্রী করিমুল হকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ।এই মানুষটিকে সবাই চেনে "অ্যাম্বুলেন্স দাদা" নামে। নিজের বাইককে অ্যাম্বুলেন্স বানিয়ে বিনামূল্যে অসহায়দের চিকিৎসার জন্য হাসপাতালে পৌঁছে দিয়েছেন বছরের পর বছর। এবারও তিনি দাঁড়ালেন গরিবদের পাশে, তবে এক অন্যভাবে।"শুধু চিকিৎসা নয়, শীতেও আমি থাকব মানুষের পাশে"
রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের দেবীপুর এলাকায় শীতের কষ্ট লাঘবের জন্য ছোট-বড় সবার হাতে তুলে দেওয়া হল উষ্ণতার উপহার-পুরনো শীতবস্ত্র। করিমুল হক নিজে এই উদ্যোগে সামিল হলেন, নিজের হাতে দিলেন কম্বল, সোয়েটার, চাদর। তিনি বলেন, "প্রতিদিনই শহর থেকে পুরনো কাপড় সংগ্রহ করি, বিশেষ করে শিলিগুড়ি ও জলপাইগুড়ি থেকে। সেই কাপড়গুলোই আমি দুঃস্থদের দান করি, যাতে অন্তত শীতের রাতে তারা একটু উষ্ণতা পায়।" শুধু একদিনের কর্মসূচি নয়, এটা তাঁর প্রতিদিনের কাজ। শহর থেকে সংগ্রহ করা কাপড় তিনি নিয়মিত বিতরণ করেন, যাতে কোনো গরিব মানুষ শীতে কষ্ট না পায়।করিমুল হকের এই মানবিক উদ্যোগ দেখে এলাকার মানুষ আবেগে আপ্লুত।এই মানুষটি প্রমাণ করেছেন, সাহায্য করতে হলে ধনী হতে হয় না,বড় মন থাকতে হয়। জীবনভর মানুষের পাশে দাঁড়িয়ে আজও তিনি বলে চলেছেন, "মানুষের জন্যই তো আমার জীবন।"