কেন মাকারিমুল আখলাক্ব কোর্স টি করবেন?আল্লামা ইবনে উসাইমিন রহি এর রচিতمكارم الاخلاقএর ব্যাখ্যা কোর্স।

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ธ.ค. 2024

ความคิดเห็น • 1

  • @motiurrahmanmohammadi7250
    @motiurrahmanmohammadi7250  11 วันที่ผ่านมา

    السلام عليكم ورحمةالله وبركاته
    সুখবর সুখবর সুখবর, শুরু হতে যাচ্ছে আল্লামা ইমাম ইবনু উসাইমিন রহি এর রচিত مكارم الاخلاق এর ব্যাখ্যা মূলক কোর্স।
    ❝আমরা কিভাবে উত্তম চরিত্রের অধিকারী হতে পারি।❞
    সম্মানিত সুধী মন্ডলী! ইসলামের সৌন্দর্য সমূহের মধ্যে একটি সৌন্দর্য হল ইসলামিক শিষ্টাচার, নৈতিকতা, উত্তম চরিত্র। যা দ্বারা মানুষের হৃদয় খুব দ্রুত প্রভাবিত হয়। ইসলামিক নৈতিকতা, চরিত্রের ইসলাম প্রচার প্রসারে অনেক বড় ভূমিকা রয়েছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামিক চরিত্রের সমস্ত গুণে গুণান্বিত ছিলেন । যিনার চরিত্রের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে তাঁর চরিত্র কুরআন। আর কুরআনে তার চরিত্রের সম্পর্কে বলা হয়েছে যে তিনি মহান চরিত্রের অধিকারী। আল্লাহ তাআলা বলেন:
    وَ اِنَّکَ لَعَلٰی خُلُقٍ عَظِیۡمٍ
    আর নিশ্চয় আপনি মহান চরিত্রের উপর রয়েছেন। (আল-ক্বলাম :৪)
    ইসলামে উত্তম চরিত্রের অপরিসীম গুরুত্ব রয়েছে। উত্তম চরিত্র ও বিশুদ্ধ আকিদার মধ্যে এক গভীর সম্পর্ক রয়েছে। ফলে আল্লাহ তায়ালা কুরআনুল কারীমে ও তাঁর রাসূল হাদিসে উত্তম চরিত্রের গুণাবলীর মধ্যে কোনো গুনের কথা বলতে গিয়ে ঈমানের কথা বলেছেন অথবা মুমিনকে সম্বোধন করে বলেছেন। কিন্তু বড় দুঃখের বিষয় যে আমরা উত্তম চরিত্র কি জানতে পারলাম না। অনেকেই উত্তম চরিত্রকে কয়েকটি বিষয়ের সাথে সিমিত মনে করে। অথচ উত্তম চরিত্র মুমিনের আকিদার পরিপূরক বিষয়।
    উপরোক্ত বিষয়কে লক্ষ্য করে الدعوة الإسلامية السلفية
    আদ দা'ওয়াতুল ইসলামিয়্যাতুস সালাফিয়্যাহ এর পক্ষ থেকে আল্লামা ইবনু উসাইমীন (রহি) এর লিখিত "মাকারিমুল আখলাক্ব" বই এর অনলাইন দারস এর ব্যবস্থা করা হয়েছে। যে বইয়ের অন্যতম বিষয় হলো আমরা কিভাবে উত্তম চরিত্রের অধিকারী হতে পারি, উত্তম চরিত্রের প্রকারসমূহ, তার দিকসমূহ, দৃষ্টান্ত ও অমুসলিমদের সাথে কি রূপ ব্যবহার করতে হবে এবং নবী সাল্লাল্লাহু এর চরিত্রের পরিপূর্ণতার বর্ণনা।
    ইনশাআল্লাহ উপরোক্ত অনলাইন ক্লাসে অংশগ্রহণ করে উত্তম চরিত্র বুঝতে সক্ষম হবে তা কিভাবে অর্জন করতে হবে সেটাও জানতে পারবেন। তাই সকল সম্মানিত দ্বীনি ভাই বোনদেরকে উক্ত অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার অনুরোধ করছি।
    কোর্সটি কারা করতে পারবেন :-
    মাদরাসা, জেনারেল পড়ুয়া উভয়ে।
    *ক্লাস নিবেন :শাইখ আবু নাবিলা মতিউর রহমান মাদানী।
    হাদিস, মদিনা ইউনিভার্সিটি, সৌদি আরব।
    বিশিষ্ট দাঈ মালদ্বীপ।
    রেজিষ্ট্রেশন এর শেষ সময় ১০ ডিসেম্বর।
    * সপ্তাহে তিনটা করে ক্লাস হবে।
    * ক্লাস গুগুল মিট এ হবে।
    * বিকালে বাংলাদেশ সময় আসরের পরে ক্লাস হবে।
    * পুরুষ, নারী আলাদা গ্রুপ থাকবে।
    * মূল বই এর অনুবাদ দেয়া হবে।
    * কোর্স শেষে পরীক্ষা হবে এবং সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত দের জন্য পুরষ্কার থাকবে।
    * কোর্স ফী:- বাংলাদেশের জন্য ১০০টাকা এবং ইন্ডিয়ার জন্য ১০০ টাকা( আর কোন ফী নেই।)
    * কোর্স ফী পাঠাতে :- বাংলাদেশের জন্য -01606334929 bkash ইন্ডিয়ার জন্য +91 97331 17763 ফোন পে।
    * রেজিষ্ট্রেশন এর জন্য উল্লেখিত নাম্বারে কোর্স ফী দিয়ে নিম্নের ফরমটি পূরণ করুন -forms.gle/ei3Pj6K9GpPtpp8g9
    *
    * ক্লাস শুরু :-১৪-১২-২৪ ডিসেম্বর।
    * ২-৩ সপ্তাহে কোর্সটি শেষ হবে।
    কোর্সে সম্পর্কে কোন বিষয় জানতে - 01606334929 (Whatsapp only)
    ~ الدعوة الإسلامية السلفية
    আদ দা'ওয়াতুল ইসলামিয়্যাতুস সালাফিয়্যাহ।