Ka Tabo Kanta with lyrics | Hemanta Mukherjee | Sanyasi Raja | HD Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025

ความคิดเห็น • 178

  • @gautamkumardas1971
    @gautamkumardas1971 3 ปีที่แล้ว +77

    ঈশ্বর প্রদত্ত গলা শুধু নয়, স্বয়ং ঈশ্বর যদি গান গাইতেন, তবে তা হত পরম শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

  • @shilajitkarbhowmik5807
    @shilajitkarbhowmik5807 2 ปีที่แล้ว +38

    এই গান শুনলে আমার বাস্তবের 'সন্ন্যাসী রাজা'-র কথা মনে পড়ে যায়। তিনি বীর সন্ন্যাসী বিবেকানন্দ। আর মনে পড়ে যায় এক 'সন্ন্যাসীনি রানী'-র কথা। তিনি মা জগদম্বার অষ্টসখীর অন্যতমা লোকমাতা রা্নী রাসমণি।

  • @pradipghosh6144
    @pradipghosh6144 ปีที่แล้ว +19

    স্বয়ং ঈশ্বর যেন গাইছেন। স্বর্গ থেকে ভেসে আসছে দৈববাণী কে তোমার স্ত্রী কে বা তোমার পুত্র .....

  • @digantadipta4461
    @digantadipta4461 3 ปีที่แล้ว +129

    মনে হয় স্বর্গলোক থেকে কোনো দেবদূত কণ্ঠে স্তোত্র গীত হচ্ছে, প্রণাম🙏

  • @samratbasuthakur7740
    @samratbasuthakur7740 3 ปีที่แล้ว +62

    হরি ওং, হরি ওং, হরি ওং, হরি ওং
    .
    .
    কা তব কান্তা কস্তে পুত্রঃ
    সংসারো‌য়মতীব বিচিত্রঃ |
    কস্য় ত্বং বা কুত আয়াতঃ
    তত্বং চিন্তয় তদিদং ভ্রাতঃ ||
    .
    ভজ গোবিন্দং ভজ গোবিন্দং
    গোবিন্দং ভজ মূঢমতে ||
    .
    .
    মা কুরু ধনজন যৌবন গর্বং
    হরতি নিমেষাত-কালঃ সর্বম |
    মায়াময়মিদম-অখিলং হিত্বা
    ব্রহ্মপদং প্রবিশাশু বিদিত্বা ||
    .
    ভজ গোবিন্দং ভজ গোবিন্দং
    গোবিন্দং ভজ মূঢমতে ||
    .
    .
    নলিনী দলগত জলমতি তরলং
    তদ্বজ্জীবিত মতিশয় চপলম |
    ক্ষনমতি সজ্জন সঙ্গতীরেকা
    ভবতি ভবার্নব তরনে নৌকা ||
    .
    ভজ গোবিন্দং ভজ গোবিন্দং
    গোবিন্দং ভজ মূঢমতে ||
    .
    .
    কা তব কান্তা কস্তে পুত্রঃ
    সংসারো‌য়মতীব বিচিত্রঃ |
    কস্য় ত্বং বা কুত আয়াতঃ
    তত্বং চিন্তয় তদিদং ভ্রাতঃ ||
    .
    ভজ গোবিন্দং ভজ গোবিন্দং
    গোবিন্দং ভজ মূঢমতে ||
    .
    .
    হরি ওং, হরি ওং, হরি ওং, হরি ওং ||

    • @mrray252
      @mrray252 2 ปีที่แล้ว +1

      এর অর্থ কী

    • @sandipranjan4579
      @sandipranjan4579 2 ปีที่แล้ว +2

      Lyrics ta upload karar jonye dhanyabad 🙏🙏🙏🙏

    • @tapaskumarbhar6206
      @tapaskumarbhar6206 ปีที่แล้ว

      এটাই আমাদের সারা জীবনের পাথেয় । ধন্যবাদ ।

    • @tulikabhattacharyya6132
      @tulikabhattacharyya6132 ปีที่แล้ว

      ​er artho ki?

    • @shilachowdhury9186
      @shilachowdhury9186 9 หลายเดือนก่อน

      দারুণ গানটা সবটা জানতে পারলাম

  • @bihucreates7100
    @bihucreates7100 6 หลายเดือนก่อน +6

    যখন ই শুনি..যতবার শুনি..গায়ে কাঁটা দেয় ..এই রকম কন্ঠস্বর আর পাওয়া যাবে না

  • @pradiptomukherjee1452
    @pradiptomukherjee1452 3 ปีที่แล้ว +22

    No one can ever be better than this song sung in Hemanta Babu's immortal voice..

  • @dipanitasen2352
    @dipanitasen2352 2 ปีที่แล้ว +28

    যত বার শুনি গায়ে কাঁটা দেয়।অসাধারন কন্ঠ🙏

  • @AmitDey-el6mn
    @AmitDey-el6mn ปีที่แล้ว +6

    "মা কুরু ধন জন যৌবন গর্বম, হরতি নিমেষাৎ কালঃ সর্বম", জীবনের মূল বাণী ঈশ্বর তূল্য কন্ঠে❤❤❤
    হরিঃ ॐ তত্ সত্। হরিঃ ॐ। হরিঃ ॐ। হরিঃ ॐ।

    • @talbandamsk7264
      @talbandamsk7264 10 หลายเดือนก่อน +2

      কয়জন উপলব্ধি করতে পারেন, এই কালজয়ী স্তোত্র

  • @nabadutchakrabarty9448
    @nabadutchakrabarty9448 2 ปีที่แล้ว +12

    অপূর্ব ,মন ছুয়ে গেল ,হেমন্ত বাবুর কন্ঠে অসাধারণ লাগলো।

  • @satyajit567
    @satyajit567 ปีที่แล้ว +8

    এক এবং অদ্বিতীয় ❤হেমন্ত মুখোপাধ্যায়।সবাই চেষ্টা করেন,,, কিন্তু এই একটি কণ্ঠ হৃদয় জিতে নেন❤

  • @pankajgupta6678
    @pankajgupta6678 2 ปีที่แล้ว +9

    ধন্য ধন্য , ভগবানের কন্ঠ শুনলাম ।
    🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏

  • @durgasankarbhakta5154
    @durgasankarbhakta5154 3 ปีที่แล้ว +19

    'ভগবান' -এর কন্ঠ।
    প্রনাম।।

  • @erd9566
    @erd9566 3 ปีที่แล้ว +24

    অপূর্ব ।সারা গায়ে একটা শিহরণ জাগে এই অসাধারণ কথায়, magical সুরে আর golden voice এ গানটা শোনামাত্র।প্রণাম ।

  • @sabyasachimukhopadhyay6498
    @sabyasachimukhopadhyay6498 3 ปีที่แล้ว +24

    Divine voice of Hemanta Mukherjee really mesmerizes all of us.

  • @साग्निकव्यानार्जी-र1ख

    অপূর্ব.... শ্লোক গুলি হেমন্ত বাবুর কণ্ঠে যেন প্রাণ পেয়েছে 🙏🙏

    • @AkashMondal-gb4tf
      @AkashMondal-gb4tf 4 ปีที่แล้ว +3

      Sotty eta sunle buk ta jano bhara kranto hoye jai.. 1 bar sunle kichuta Mon borena. At least 1 hour suni ami

  • @shyamaldas5373
    @shyamaldas5373 6 ปีที่แล้ว +23

    আহা জীবনের মুল কথাগুলো
    বুদ্ধদেব সংসার ত্যাগী হোলেন
    ভরা জোছনায়,জোছনাকুমারীকে
    রেখে কপিলাবস্তর রাজকুমার
    হারিয়ে গেলেন,শালবনের ছায়ে।
    বিদায় সুন্দরী বিদায় বস্তগত পৃথিবী।

    • @utpalkumarroy2424
      @utpalkumarroy2424 4 ปีที่แล้ว +7

      -1- হে মূঢ় জন কেবলমাত্র অর্থ উপার্জনের তৃষ্ণা পরিত্যাগ কর। এই ধরনের চিন্তা তোমার মনকে কেবলমাত্র জাগতিক করে দেবে সুতারং মনে এর জন্য বিতৃষ্ণা সৃষ্টি কর। তোমার উত্তম কর্ম্মের দ্বারা উপার্জিত যে অর্থ তোমাকে স্বচ্ছল
      রাখে তার দ্বারাই তোমার মনকে খুশী রাখো।-
      2-- কে তোমার স্ত্রী? কেই বা তোমার সন্তান? এই সংসার হল অতীব বিচিত্র। তুমি কার? তুমি কোথা থেকে এসেছ? তত্ত্ব
      সহকারে এই বিষয়ে চিন্তা করে দেখ।
      3-- ধন, জন ও যৌবনের গর্ব না করাই ভাল কারন সময় এই সকলকে নিমেষে গ্রাস করে ফেলে। এই অখিল জগতকে মায়াময় জেনে সেই পরম ব্রহ্ম পরমপুরুষের চরণে আশ্রয় গ্রহন করাই তোমার পক্ষে ভালো।
      4-- পদ্মপাত্রার উপর জলবিন্দু যে রকম অস্থির প্রানীর মধ্যে প্রাণও সেই রকম অস্থির। তাই এই ক্ষণজীবনে যদি ক্ষণকালের জন্যও সাধুসঙ্গ করে থাকো তাহলে এই ভব সাগরে হতে সেই সাধু সঙ্গ নৌকা হয়ে তোমাকে পার করে দেবে।
      5.প্রাক প্রসব অবস্থা, জন্ম, মৃত্যু এগুলি ক্রমাগত, এই সংসারের এই ক্ষণ ভঙ্গুর রূপ তুমি স্পষ্ট ভাবে দেখতে পাও। তাহলে হে মানুষ তুমি কিসে সন্তুষ্ট থাকো?
      6-- দিন-রাত্রি, সন্ধ্যা-সকাল, শীত-বসন্ত কতবার আসে কতবার চলে যায়, সময়ের এই খেলা দেখতে দেখতে আয়ু শেষ হয়ে যায় কিন্তু তবুও এই বায়ুর মত অফুরন্ত আশা মানুষের আর ফুরায় না।
      7.-- অঙ্গ সকল কুঁচকে গিয়ে এমন হয় যেন গলে গলে পড়ছে, মাথা থেকে সব চুল উঠে যায়, দাঁত পড়ে গিয়ে মুখ বিবর চুপসে যায়, ঠুকরে ঠুকরে হাঁটে, হাতে ধরে থাকা লাঠিটাও যখন থর থর করে কাঁপতে থাকে তখনো মানুষ এই আশা নামক ফাঁকা মাটির হাঁড়িটা ছাড়তে চায় না।
      8.সেই দেবতাদের মন্দির স্বরূপ তরুতলে যদি বাস করা হয়, পৃথিবীর ভূপৃষ্ঠ কে শয্যা করা হয় এবং অজিন বসন যদি পরিধান করা হয় এবং সংসারের সকল ভোগে ত্যাগে আগ্রহ না রেখে সব কিছু পরিত্যাগ করে দেওয়ার এই বৈরাগ্যভাব কাকে না খুশি করে।
      9.-- শত্রু-মিত্র পুত্র-বন্ধু বান্ধব আদি যা কিছু সম্পর্ক আছে এদের সাথে এবং ঝগড়া সন্ধি ইত্যাদি বিষয়ে বিশেষ যত্ন করার কোন দরকার নেই। ভগবান চারিপাশে ব্যাপ্ত আছেন এই কথাটি মনে রেখে সকলের প্রতি সমান যত্ন নেওয়ার চেষ্টা সব সময়েই করা উচিত।
      10.-- এই মহাদেশ সসাগরা জগৎ সংসার ব্রহ্মা (সৃষ্টি কর্তা), ইন্দ্র (ভোগ কর্তা), সূর্য্য (পালন কর্তা), রুদ্র (সংহার কর্তা) কতৃক পরিচালিত হয়। তুমি-আমি এই লোক সমূহে ক্ষণ ভঙ্গুর পদার্থ মাত্র। তাহলে কিসের জন্য তুমি দুখঃ শোকে জর্জরিত হয়ে থাকো!
      11.তুমি আমি আর কেউ নই আমরা সেই এক সর্ব্বঘটে পরিব্যাপ্ত ব্যাপ্তময় বিষ্ণু এর জন্য ব্যর্থই আমার প্রতি অসিহষ্ণুতা বশত রাগ করে থাকো। চেয়ে দেখ চারিদিকে যা কিছু দেখতে পাচ্ছ সব তোমারই আত্মারই অংশ, আত্মার আত্মীয়। সুতারং যত্ন সহকারে মন থেকে এই ভেদজ্ঞান দূর করে দাও।
      12.-- বালকেরা যেরকম খেলার প্রতি আসক্ত, তরুনরা যেরকম তরুনীদের প্রতি আসক্ত, বৃদ্ধেরা যে রকম বিষয় চিন্তার প্রতি আসক্ত থাকে, পরম ব্রহ্মেকে জানার জন্য সেই রকম আকুল করা আসক্তি দেখ কারো মধ্যে দেখা যাচ্ছে না।
      13-- অনর্থকারী অর্থ চিন্তায় সব সময়ে ডুবে আছো কিন্তু জেনে রাখো তাতে লেশ মাত্র সত্যিকারের সুখ নেই। হে ধনী, সংসারের লোকেরা এমনকী নিজের সন্তানরাও তোমাকে যে শ্রদ্ধা ভক্তি প্রদর্শন করে তা তোমার ধন প্রাপ্ত করার জন্য। সব সময় এমনি হয়ে থাকে নীতিকথাতে তাই বলা আছে।
      14-- যতদিন তুমি অর্থ উপার্জন করতে পারবে ততদিন তোমার পরিবারের সকলে তোমার খুব অনুরক্ত থাকবে। তুমি যা বলবে তাই হবে, তোমার কথায় সবাই ওঠা বসা করবে। তারপরে যখন সময়ের চক্রে জরা ব্যাধি ইত্যাদি এসে তোমার দেহে বাসা বাধবে, নড়বড়ে হয়ে তুমি বিছানায় শুয়ে থাকবে, তোমার বাড়িতেই তোমারই পরিবারের কেউ আর তোমার কথা জিজ্ঞেস করবে না, তোমার সাথে কথা বলবে না, তোমার সঞ্চিত অর্থের দ্বারা কোন সেবাদাসী নিয়োজিত হয়ে তোমার সামনে বসে খবরের কাগজ পড়বে।
      15-- কাম, ক্রোধ, লোভ ও মোহ চেষ্টা করে পরিত্যাগ কর। নিজের আত্মাকে জানার চেষ্টা কর, তুমি কে? এই আত্মজ্ঞান না হলে তুমি মূর্খই রয়ে যাবে। এই জীবন-মৃত্যু ময় সংসারে জন্ম জন্মান্তর ধরে পচতে হবে।
      16-- এই ঝাড়া ষোলটি পদের দ্বারা শিষ্যদের সবাইকে আমি উপদেশ প্রদান করলাম। কিন্তু এতেও যার বিবেক জাগ্রত হয় না তার সেই এক পরব্রহ্মে মতি কিভাবে হবে?

    • @utpalkumarroy2424
      @utpalkumarroy2424 4 ปีที่แล้ว +6

      মুঢ় জহীহি ধনাগমতৃষ্ণাম কুরু তনুবুদ্ধে মনসি বিতৃষ্ণাম্‌।
      যল্লভতে নিজকর্ম্মোপাত্তম্‌ বিত্তং তেন বিনোদয় চিত্তম্‌।।১।।
      রাখে তার দ্বারাই তোমার মনকে খুশী রাখো।-
      কা তব কান্তা কস্তে পুত্রঃ সংসারোহয়মতীববিচিত্রঃ।
      কস্য ত্বং বা কুতঃ আয়াতঃ তত্ত্বং চিন্তয় তদিদং ভাতঃ।।২।।
      মা কুরু ধনজনযৌবনগর্বম্‌ হরতি নিমেষাৎ কালঃ সর্ব্বম্‌।
      মায়াময়মিদমখিলং হিত্বা ব্রহ্মপদং প্রবিশাশু বিদিত্বা।।৩।।
      নলিনীদলগতজলমতিতরলং তদ্বজ্জীবনমতিশয়চপলং।
      ক্ষণমিহ সজ্জনসঙ্গতিরেকা ভবতি ভবার্ণবতরণে নৌকা।।৪।।
      যাবজ্জনমং তাবন্মরনণং তাবজ্জননীজঠরে শয়নং।
      ইহ সংসারে স্ফূটতরদোষঃ কথমিহ মানব তব সন্তোষঃ।।৫।।
      দিনযামিন্যৌ সায়ম্প্রাতঃ শিশিরবসন্তৌ পুনরায়াতঃ।
      কালঃ ক্রীড়তি গচ্ছত্যায়ুঃ তদপি ন মুঞ্চত্যাশাবায়ুঃ।।৬।।
      অঙ্গং গলিতং পলিতং মুণ্ডম্‌ দন্ত-বিহীনং জাতং তুণ্ডম্‌।
      করধৃতকম্পিতশোভিতদণ্ডম্‌ তদপি ন মুঞ্চত্যাশাভাণ্ডম্‌।।৭।।
      সুরবরমন্দিরতরুতলবাসঃ শয্যাভূতলমজিনং বাসঃ।
      সর্ব্বপরিগ্রহভোগত্যাগঃ কস্য সুখং ন করোতি বিরাগঃ।।৮।।
      শত্রৌ মিত্রে পুত্রে বন্ধৌ মাকুরু যত্নং বিগ্রহসন্ধৌ।
      ভব সমচিত্তঃ সর্ব্বত্র ত্বং বাঞ্ছস্যচিরাদ্‌ যদি বিষ্ণুত্বং।।৯।।
      অষ্টকুলাচলসপ্তসমুদ্রাঃ ব্রহ্মাপুরন্দরদিনকররুদ্রাঃ।
      ন ত্বং নাহং নায়ং লোকঃ তদপি কিমর্থং ক্রিয়তে শোকঃ।।১০।।
      ত্বয়ি ময়ি চান্যত্রৈকোবিষ্ণুঃ ব্যর্থং কুপ্যসি ময্যসহিষ্ণুঃ।
      সর্ব্বং পশ্য আত্মনাত্মানং সর্ব্বতোৎসৃজ ভেদজ্ঞানম্‌।।১১।।
      বালস্তাবৎ ক্রীড়াসক্ত-স্তরুণস্তাবৎ তরুনীরক্তঃ।
      বৃদ্ধস্তাবচ্চিন্তামগ্নঃ পরমে ব্রহ্মণি কোহপি ন লগ্নঃ।।১২।।
      অর্থমনর্থং ভাবয় নিত্যং নাস্তি ততঃ সুখলেশঃ সত্যং।
      পুত্রাদপি ধনভাজাং ভীতিঃ সর্ব্বত্রৈষা কথিতা নীতিঃ।।১৩।।
      -
      যাবদ্বিত্তোপার্জ্জনশক্তঃ তাবন্নিজপরিবারো রক্তঃ।
      তদনু চ জরয়া জর্জ্জরদেহে বার্ত্তাং কোহপি ন পৃচ্ছতি গেহে।।১৪।।
      কামং ক্রোধং লোভং মোহং ত্যক্ত্বাত্মানং পশ্যতি কোহহং।
      আত্মজ্ঞানবিহিনা মূঢ়া স্তে পচ্যন্তে নরকে নিগূঢ়াঃ।।১৫।।
      ষোড়শপজ্ঝটিকাভিরশেষঃ শিষ্যানাং কথিতোহভ্যুপদেশঃ।
      যেষাং নৈব করোতি বিবেকং তেষাং কঃ কুরুতে মতিরেকং।।১৬।।

    • @souhardya947
      @souhardya947 ปีที่แล้ว

      ​@@utpalkumarroy2424 ধন্যবাদ ❤️।

  • @smitaghosh590
    @smitaghosh590 4 ปีที่แล้ว +11

    Kono bisheshon e jatheshto noy.....Ashadharon!!....Apurbo !! aamar shasrodhho pronam janai ....Hemanta Mukhopadhya & Nachiketa Ghosh ke....aar erakom keu janmabe na !!

  • @RanjanChakraborty-l9x
    @RanjanChakraborty-l9x ปีที่แล้ว +2

    O sadharon... Apurbo... indescribable..

  • @debasischatterjee2080
    @debasischatterjee2080 ปีที่แล้ว +8

    এই তো ঈশ্বর এর নির্যাস নির্মিত,,,কণ্ঠ,,,

  • @goutambanerjee7645
    @goutambanerjee7645 5 ปีที่แล้ว +22

    কি অসাধারণ উচ্চারণ!আমার প্রণাম

  • @ishaansen7112
    @ishaansen7112 5 ปีที่แล้ว +38

    Voice from the heaven

  • @lopamudramazumder6809
    @lopamudramazumder6809 3 ปีที่แล้ว +33

    স্বয়ং সলিল চৌধুরী বলেছেন ওনার গলায় ভগবান গান করেন স্বয়ং মহম্মদ রফি সাহাব বলেছেন যে গান আমরা গাইতে পারবোনা তাই মান্না দা কে গাইতে বলা হোক । আমরা বাঙালি রা অর্থ না থাকলে ও এ ব্যাপারে সত্যি ভাগ্যবান আমরা এনাদের পেয়েছি।

    • @mrray252
      @mrray252 2 ปีที่แล้ว +2

      এটা তো মান্নাদের গলা না

    • @lopamudramazumder6809
      @lopamudramazumder6809 2 ปีที่แล้ว +1

      @Mr.Roy এখানে ওনার বলতে হেমন্ত মুখোপাধ্যায়ের কথা বলতে চেয়েছি পরে মান্না দে র কথা বলেছি।

    • @Mon_jachaay_tai
      @Mon_jachaay_tai 3 หลายเดือนก่อน

      🙏🙏🙏

  • @ramajitbanerjee2415
    @ramajitbanerjee2415 21 วันที่ผ่านมา

    উফফফ, কি গেয়েছেন। অন্ধকারে চুপচাপ একা শুনলে গায়ে যেন কাঁটা দেয়। 🥰🥰

  • @anjanadey3884
    @anjanadey3884 7 หลายเดือนก่อน +1

    BHAJO GOBINDONG BHAJO GOBINDONG MURAHOMATE. SAY GOBINDO GOBIDO O SILLY HUMAN BEINGS. WHAT A VOICE GOD GIFTED YOU HEMANTABABU.JUST LIKE ANGEL SANG FROM HEAVEN.

  • @ashokdaphale4184
    @ashokdaphale4184 ปีที่แล้ว +6

    That's the guy who sung "me dolkar daryacha Raja". Unable to believe. 😭❤️

    • @souhardya947
      @souhardya947 ปีที่แล้ว

      Even he was the guy who sang songs like 'Gomu sangtina' and 'hai apna dil to awara'

    • @ajantaroy3466
      @ajantaroy3466 ปีที่แล้ว

      Undoubtedly...God gifted talent, irrespective of language and genre ❤

  • @saibalmitra1775
    @saibalmitra1775 3 ปีที่แล้ว +10

    Amazing !!! Directly from the heavens.

  • @biswajitpronanmarutidas7595
    @biswajitpronanmarutidas7595 8 หลายเดือนก่อน +1

    এ যেনো এক অমৃত বাণী
    হে প্রভু তোমায় প্রণাম

  • @goutamdas1623
    @goutamdas1623 9 หลายเดือนก่อน +6

    ঈশ্বর যদি গান গাইতেন , সেটা বোধহয় এইরকমই হতো |

  • @aranik9503
    @aranik9503 10 หลายเดือนก่อน +4

    সত্যিই খুবই শরগীয় অনুভুতি ।

  • @dasgupta.27
    @dasgupta.27 4 ปีที่แล้ว +6

    No words to describe such a soulful and heart touching slokas rendered beautifully by great Hemantda

  • @nabadutchakrabarty9448
    @nabadutchakrabarty9448 2 ปีที่แล้ว +5

    খুব সুন্দর ,অসাধারণ , কোন তুলনা হয় না

  • @krishnenduchattopadhyay7825
    @krishnenduchattopadhyay7825 10 หลายเดือนก่อน +4

    হেমন্ত বাবুর দরাজ কন্ঠস্বরে এই সব গীত অনবদ্য তুলোনাহীন।

  • @anjanadey3884
    @anjanadey3884 7 หลายเดือนก่อน +1

    YOU ARE RIGHT DURGASHANKAR BHAKTA. REALLY GOD SANG IN HEMANTA MUKHRJIS VOICE. LATAJI SAID TRUELY. HEMANTADA WHEN SANG ANY SONG IT SEEMS THAT A SADHU JUST SINGINGING INA TEMPLE. BEST TRIBUTE TO HEMANTA MUKHERJI. RAFI SAB SAID I WILL NOT SANG THIS LIKE HIM. WHAT A DIVINE FEELINGS. I CANNOT EXPRESS. VERY VERY RESPECTFUL COMMENTS FOR THIS STOTRAS IN COMMENT BOX. MY PRANAM TO ALL COMMENTORS.

    • @anjanadey3884
      @anjanadey3884 7 หลายเดือนก่อน

      NO REPLY FOR THIS STOTRAS. I JUST FEEL.

  • @udayanbhattacharyya9547
    @udayanbhattacharyya9547 5 ปีที่แล้ว +18

    tear starts rolling

  • @anandabanerjee9175
    @anandabanerjee9175 2 ปีที่แล้ว +12

    ঈশ্বর যদি গান গাইতেন হেমন্ত বাবুর কণ্ঠে গাইতেন ---- সলীল চৌধুরী

  • @anjanadey3884
    @anjanadey3884 6 หลายเดือนก่อน

    WONDERFUL ALL COMMENTS ABOUT THIS STOTRAS OF HEMANTA MUKHERJI. BEST TRIBUTE ABOUT SINGER.

  • @tanmoydatta4459
    @tanmoydatta4459 ปีที่แล้ว +6

    যত বড় নাস্তিক হোক না কেন এই কন্ঠ এই গান চোখে জল আনবেই ।

    • @anjanadey3884
      @anjanadey3884 7 หลายเดือนก่อน

      SOME ANSWER NEEDS NO REPLY. IT ENTER DEEPLY IN HEART MIND SOUL. BELIEVE ME.

  • @sekharsamanta6266
    @sekharsamanta6266 ปีที่แล้ว +1

    Purified my mind and soul, as if Lord Krishna used to reside in his voice

  • @sukumarghosh1195
    @sukumarghosh1195 ปีที่แล้ว +1

    অপূর্ব nicely sung

  • @subirpramanik1384
    @subirpramanik1384 3 ปีที่แล้ว +8

    সংস্কৃতের জাদুই এমন ।

    • @bikashbhattacharyya9751
      @bikashbhattacharyya9751 2 ปีที่แล้ว +3

      দেবভাষা ।

    • @anjanadey3884
      @anjanadey3884 7 หลายเดือนก่อน +2

      MR. SUBIR PRAMANIK. I AGREED WITH YOU. ONLY PURE SANSKRIT IS PERFECT FOR DIVINE STOTRAS. ❤❤

  • @anjanadey3884
    @anjanadey3884 8 หลายเดือนก่อน

    YOUR ARE ABSOLUTELY RIGHT MR. DIGANTA DIPTA. BHAJO GOBINDONG BHOJO GOBINDONG

  • @amitaraha2965
    @amitaraha2965 3 ปีที่แล้ว +6

    খুব সুন্দর । মন ছুঁয়ে গেল ❤️

  • @maitrayee22
    @maitrayee22 ปีที่แล้ว +1

    Divine. Unique.
    Magnificent,
    Mesmerising.
    🙏🌹🙏🌹🙏🌹

  • @samiransarkar5519
    @samiransarkar5519 ปีที่แล้ว +2

    Ei sur ki ar kondin paowa jabe?ki sundor ,sunlei pran juriye jay

  • @truthfinder775
    @truthfinder775 ปีที่แล้ว +2

    এই গান শুনলে পিরবাবার উপস্থিতির কথা মনে করিয়ে দেয়।

  • @rampadapandit8671
    @rampadapandit8671 4 ปีที่แล้ว +8

    হেডফোন দিয়েই Adi Shankaracharya-র গান শুনলে মন যেন জুড়ে যায়।

  • @utpalasanyal7705
    @utpalasanyal7705 6 หลายเดือนก่อน +1

    অপূর্ব গেয়েছেন শ্রীকান্ত বাবুআপনাকে অসংখ্য ধন্যবাদ।

  • @santudhar4538
    @santudhar4538 2 ปีที่แล้ว +3

    Goosebumps 😌

  • @sudipmukherjee7524
    @sudipmukherjee7524 ปีที่แล้ว +4

    সবথেকে প্রিয় এই গানটি আমার।এর পাশে কোনো গান ই আসেনা।

  • @TusharMondal-ez1km
    @TusharMondal-ez1km 5 หลายเดือนก่อน +1

    অসাধারন কন্ঠস্বর❤❤❤❤

  • @anjanadey3884
    @anjanadey3884 6 หลายเดือนก่อน +1

    SRI GAUTAM DAS I HIGHLY APPRECIATE YOUR NICE COMMENT.

  • @sabyasachiganai1990
    @sabyasachiganai1990 ปีที่แล้ว +4

    বর্তমানে বাংলা সিনেমার সবদিক দিয়ে কতটা অধঃপতন হয়েছে তা বোঝা যায়।

  • @chinubiswas1425
    @chinubiswas1425 ปีที่แล้ว +4

    Apuurba

  • @debasreebarua3980
    @debasreebarua3980 2 ปีที่แล้ว +1

    এতো সুন্দর একটা গান এতো ডিস্টার্ব করে শুনতে হবে বুঝতে পারিনি 😡

  • @SudiptaGhosh-t5m
    @SudiptaGhosh-t5m ปีที่แล้ว +1

    Asadharon

  • @ahanadas3240
    @ahanadas3240 6 ปีที่แล้ว +7

    অপূর্ব ❤❤

  • @StudyforGovtjobs-rj8vu
    @StudyforGovtjobs-rj8vu 3 ปีที่แล้ว +16

    হেমন্ত মুখোপাধ্যায় সাক্ষাৎ ঈশ্বর

  • @bamaprasadbhattacharjee9308
    @bamaprasadbhattacharjee9308 4 ปีที่แล้ว +3

    Hriday ta juriye gelo

  • @anjanadey3884
    @anjanadey3884 7 หลายเดือนก่อน

    SPLENDID. ❤❤

  • @debashisde425
    @debashisde425 ปีที่แล้ว +1

    কতবার শুণলাম, আরো কতবার শুণবো জানিনা।

  • @jabachakraborty9620
    @jabachakraborty9620 4 ปีที่แล้ว +3

    Thanks a lot
    Lyricks ta ankdin dhore khujchilam

  • @anjanadey3884
    @anjanadey3884 5 หลายเดือนก่อน +1

    HARI 🕉 HARI 🕉 HARI 🕉 TATSAT.

  • @taparoy9496
    @taparoy9496 2 ปีที่แล้ว

    Apurbo,khoob bhalo laglo

  • @rinasen8106
    @rinasen8106 ปีที่แล้ว +1

    Hori Om 🙏🙏🙏

  • @simabhowmick4356
    @simabhowmick4356 ปีที่แล้ว

    O......n....ek diner ichhe puron holo . 🙏

  • @krishnendubasu1966
    @krishnendubasu1966 ปีที่แล้ว

    Particularly this song of God primordial energy sings from brahma lok which seems to be. The Krishnendu Basu

  • @sc5021-d1m
    @sc5021-d1m 5 หลายเดือนก่อน

    Immersive ❤❤

  • @sushmitaroychowdhury9663
    @sushmitaroychowdhury9663 ปีที่แล้ว

    অসাধারণ! 🙏🏼 💞🌹

  • @PintuDas-xd8vh
    @PintuDas-xd8vh 2 ปีที่แล้ว

    প্রান ভরে যায় শুনলে

  • @ritabiswas9536
    @ritabiswas9536 ปีที่แล้ว

    Excellent!

  • @balarambhattacharya8783
    @balarambhattacharya8783 2 ปีที่แล้ว

    অপূর্ব

  • @RakhiChatterjee-q9f
    @RakhiChatterjee-q9f ปีที่แล้ว

    শত শত কোটি নমস্কার

  • @anjanadey3884
    @anjanadey3884 6 หลายเดือนก่อน +1

    THIS IS SRI GITA. WHOIS YOUR WIFE WHO IS YOUR SON FROM WHERE YOU COME WHERE YOUR DESTINATION. OH SILLY PEOPLE SAY CALL GOBINDO GOBINDO. WHOLE ALL RELIGION SAME . WE ALL ARE ALONE. NOBODY CAN SHAREOUR SADNESS OR GLADNESS. REALISE THIS.

  • @ashoketarumukherjee5391
    @ashoketarumukherjee5391 11 หลายเดือนก่อน

    Raja")
    কা তব কান্তা কস্তে পুত্রঃ সংসারোহয়মতীববিচিত্রঃ।
    কস্য ত্বং বা কুতঃ আয়াতঃ তত্ত্বং চিন্তয় তদিদং ভাতঃ।।
    ভজ গোবিন্দং ভজ গোবিন্দং গোবিন্দং ভজ মূঢমতে।
    মা কুরু ধনজনযৌবনগর্বম্ হরতি নিমেষাৎ কালঃ সর্ব্বম্।
    মায়াময়মিদমখিলং হিত্বা ব্রহ্মপদং প্রবিশাশু বিদিত্বা।।
    ভজ গোবিন্দং ভজ গোবিন্দং গোবিন্দং ভজ মূঢমতে।
    নলিনীদলগতজলমতিতরলং তদ্বজ্জীবনমতিশয়চপলং।
    ক্ষণমিহ সজ্জনসঙ্গতিরেকা ভবতি ভবার্ণবতরণে নৌকা।।
    ভজ গোবিন্দং ভজ গোবিন্দং গোবিন্দং ভজ মূঢমতে।
    কা তব কান্তা কস্তে পুত্রঃ সংসারোহয়মতীববিচিত্রঃ।
    কস্য ত্বং বা কুতঃ আয়াতঃ তত্ত্বং চিন্তয় তদিদং ভাতঃ।।
    ভজ গোবিন্দং ভজ গোবিন্দং গোবিন্দং ভজ মূঢমতে।।

  • @krishnendubasu1966
    @krishnendubasu1966 ปีที่แล้ว

    Excellent

  • @jabachakraborty9620
    @jabachakraborty9620 4 ปีที่แล้ว +4

    Achcha eta kisi brohmmopuran theke neoa na naki kalidaser kono grontho......
    Pls ektu janaben

    • @saydattcharmed
      @saydattcharmed 3 ปีที่แล้ว +4

      Adi Sankacharya r lekha Moha Mudgar r theke Bhaja Gauranga part ta eita

  • @souvikdey6077
    @souvikdey6077 2 ปีที่แล้ว +2

    Mukti............................

  • @kartickdgp8
    @kartickdgp8 4 ปีที่แล้ว +2

    Divine ❤️💗❤️👌

  • @anjanadey3884
    @anjanadey3884 7 หลายเดือนก่อน

    HARI OM 🕉 HARI 🕉 TAT SAT.

  • @ustinov10
    @ustinov10 2 ปีที่แล้ว

    Dhannyo Sri Sri Adi Shankar r rachana.

  • @sreeparnaroy4819
    @sreeparnaroy4819 3 ปีที่แล้ว +2

    That is true 🙏👍

  • @srimoyeesengupta4617
    @srimoyeesengupta4617 2 ปีที่แล้ว +1

    Durdanto

  • @sureswarisil5263
    @sureswarisil5263 2 ปีที่แล้ว

    অতীব সুন্দর

  • @ananyapressandpublication2465
    @ananyapressandpublication2465 5 หลายเดือนก่อน

    Amar khoob bhalo bhaggo tai ei rakam samoy ei prithibite esechilam jakhon ei sab bhagobaner dutra ei prithibite chilen.

  • @sougatasarkar4621
    @sougatasarkar4621 2 ปีที่แล้ว

    Pranam

  • @basabibhattacharya6899
    @basabibhattacharya6899 2 ปีที่แล้ว

    Oshadharon. Oishwarik poribesh onubhuto hoe.

  • @bidyutnag398
    @bidyutnag398 6 ปีที่แล้ว +3

    Sadhu Sadhu ...☺

  • @anjanadey3884
    @anjanadey3884 7 หลายเดือนก่อน +1

    SRIKANTO ACARYA I NOT COPARE YOUR SICERITY. BUT HEMANTA MUKHERJI ARE IMMORTAL IN THIS ETERNAL STOTRAS. ❤❤HIS DEPTH OF VOICE ARE UNPARALLED.

  • @malinasarkar9511
    @malinasarkar9511 ปีที่แล้ว

    Ki apurbo..

  • @sumanabhattacharya3783
    @sumanabhattacharya3783 ปีที่แล้ว +1

    Satti amrita swar shunchi

  • @debrajbanerjee9340
    @debrajbanerjee9340 2 ปีที่แล้ว

    প্রণাম ।

  • @somnathsantra1309
    @somnathsantra1309 2 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻অসাধারণ

  • @SUBHAJITNAG-hh2xn
    @SUBHAJITNAG-hh2xn 13 วันที่ผ่านมา

    Gaya kata dey, Santi Santi santi

  • @triptidas8917
    @triptidas8917 9 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @barunayandas186
    @barunayandas186 3 ปีที่แล้ว

    Bakruddha,bolar vasa nei,eai apurba sristir ki barnona ami debo!🙏🙏🙏

  • @anupsarnakar8767
    @anupsarnakar8767 2 ปีที่แล้ว

    Very very nice

  • @MousumiChakraborty23
    @MousumiChakraborty23 6 หลายเดือนก่อน

    🙏👏🙏🌷🙏❤️🙏

  • @animakunar571
    @animakunar571 3 ปีที่แล้ว

    Divine ,

  • @piyalichowdhury3676
    @piyalichowdhury3676 3 หลายเดือนก่อน

    🙏