Monir Khan - Khoto Bikhoto Kore Dao | ক্ষত বিক্ষত করে দাও | Bangla Hit Song 2018

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @lokmankhan9082
    @lokmankhan9082 3 ปีที่แล้ว +81

    2021এই গানটা কে কে শুনতে আইছেন
    __ তার একটা লাইক দিয়ে জান __
    __ 💔💔💔💔__
    _ 🥀_

    • @mamuniraq
      @mamuniraq 3 ปีที่แล้ว

      Amid mamun

    • @mdnosib184
      @mdnosib184 3 ปีที่แล้ว

      Vai ami

    • @anupbiswas1338
      @anupbiswas1338 2 ปีที่แล้ว

      শুধু ২১ নয়, উপরওয়ালা বাঁচিয়ে রাখলে ২০৬১ তেও এই গান,,,,

  • @sakibhossan9823
    @sakibhossan9823 2 ปีที่แล้ว +9

    ছোটবেলায় এই গানের মানে বুঝতাম না জীবন থেকে ২৫ টা বছর পার হওয়ার পর এই গানের প্রতিটা অক্ষরের বাস্তবতা খুজে পাই,
    এ গান শুনতে সাহস লাগে প্রচুর সাহস লাগে🙂🙂

  • @Shamim_hasan_official
    @Shamim_hasan_official 2 ปีที่แล้ว +8

    তাকে হারিয়ে পাগলের মতো কেঁদেছিলাম স্যার আপনার গানগুলো আমাকে বাঁচিয়ে রেখেছে 😭😭😭 ভালো থাকুক আমার বেইমান পাখিটা😭😭😭
    Date: 13/08/2022

  • @rearbangla
    @rearbangla 2 ปีที่แล้ว +8

    কি গান, যতবার শুনি মনে হয় প্রথম শুনছি , মনে যেন একটি শান্তি লাগে আজ ৬ বছর ধরে গানটি শুনছি।

  • @yousufreja1199
    @yousufreja1199 5 ปีที่แล้ว +19

    বিরহের কথাগুলো এতো সুন্দরভাবে আর কেউ তুলে ধরতে পারেনি!!!
    মনির খান 💜

  • @Health2626
    @Health2626 3 ปีที่แล้ว +16

    আমার ক্ষমতা থাকলে মনির খান আর গীতিকার মিল্টন খন্দকার কে নোবেল পুরুস্কার দিতাম।শিল্প অনেক আছে অনেক আসবে কিন্তু মনির খানের মতো কেউ হবে না।এতে আবেগ দিয়ে কেউ গান বলতে পারে না।এ যেন গান নয় জীবনের কথা।তার কন্ঠে বাদ্যযন্ত্রের প্রয়োজন হয় না।

  • @RemonGaming
    @RemonGaming 6 ปีที่แล้ว +10

    কত বছর ধরে গান শুনি ওনার, কখনও মনে হয়নি ওনার একটা গানও খারাপ।
    কত মায়া কত বিরহ কত সুর কত রকমের প্রকাশ!
    হুম ওনিই বেষ্ট ওফ মনির খান ওয়ার গ্রেটেষ্ট সিঙ্গার রিলি আই লাভ হিম! ♥
    #সৌদি প্রবাসি।

  • @kulsun6195
    @kulsun6195 หลายเดือนก่อน +6

    সবার উপর মায়া আসে না আর যার উপর একবার আসে তাকে কখনো ভোলা যায় না

    • @JasminAktar-r5w
      @JasminAktar-r5w หลายเดือนก่อน +1

      যার উপর মায়া আসে সেই আবার বোঝে না এরই নাম ভালোবাসা

    • @TechBangla-45
      @TechBangla-45 หลายเดือนก่อน

      thik

  • @mdyeasinislam7233
    @mdyeasinislam7233 2 ปีที่แล้ว +1186

    একটি মেয়ের সাথে রিলেশন করতাম যখন ওই মেয়েটা রিলেশনে থাকার মাঝখানে আমার সাথে খুব খারাপ খারাপ ব্যবহার আচরণ করতো তখনই আমি গানটি শুনতাম কারণ আমি তাকে হারানোর আগেই হারানোর অনুভব করতে চাইতাম তাকে ছাড়া আমি কি সত্যি থাকতে পারবো যখন দেখি সত্যি তাকে ছাড়া আমার বেঁচে থাকা মোটেও সম্ভব নয় তখনই আমি খুব বাজে ভাবে কান্না করে দিতাম।আজ সে আমার কাছে এক বছর হল নাই হয়তো এই জীবনে আর তাকে পাওয়া হলো না 😅 এখনো তাকে আমি খুব ভালোবাসি হয়তো এই কথাটা তাকে কোনদিন বলতে পারব না তাই কমেন্টে বলে গেলাম আর এই পুরা কমেন্টটা করার একটি কারণ এখানে যারাই আছে তো আমার মত মানে ভালোবাসার মানুষটাকে হারিয়ে বসে আছে তারা এই কমেন্টটি দেখলে আমার মনের আক্ষেপ বুঝতে পারবে কেননা এইসব কথা আমি এখন কেউকে বলতে পারিনি এখনো তোমাকে খুব ভালোবাসি হাওয়া আর সারা জীবন যতদিন বেঁচে আছি ততদিনটি ওই প্রথম দিনের মতোই তোমাকে ভালোবেসে যাবো আল্লাহ হাফেজ( ইয়াসিন)

  • @northsouthofficial3204
    @northsouthofficial3204 4 ปีที่แล้ว +48

    এরকম হৃদয়ছোঁয়া লিরিক্স ও সুর একমাত্র গুরু আহমেদ ইমতিয়াজ বুলবুলের পক্ষেই সম্ভব। মিস ইউ গুরু

    • @anikmusicbangla4091
      @anikmusicbangla4091 3 ปีที่แล้ว +2

      একদম সঠিক কথা বলেছেন ভাই।ধন্যবাদ আপনাকে।।

  • @akashbarman5133
    @akashbarman5133 3 ปีที่แล้ว +6

    দেশ ছেড়ে দিয়েছি বিদেশে বাস করি কিন্তু আপনার গান শুনতে ভুলে যাইনি আজও শুনি.I LOVE YOU MY SINGER মনির খান

  • @tanvirahmed-8373
    @tanvirahmed-8373 5 ปีที่แล้ว +38

    সত্যিকারের ভালোবাসা না থাকলে এমন দরদ দিয়ে গান গাওয়া খুব একটা সহজ নয়!
    ভালোবাসা অবিরাম!

  • @ShamimMiah-f3t
    @ShamimMiah-f3t 2 ปีที่แล้ว +7

    তারে হারিয়ে আমি দুই দিন প্যারিস হসপিটালে ভর্তি ছিলাম।আলহামদুলিল্লাহ এখন আর তার মতো বেইমানের জন্য আমার মন খারাপ থাকে না। অনেক ভালো আছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আর একটা কথা আমার মতো যদি কারো সাথে এমন হয় তাহলে নিজের জীবন নষ্ট করবেনা। ভালো থাকোক পৃথিবীর সব স্বার্থপর প্রিয় মানুষ।

  • @kmporan9702
    @kmporan9702 2 ปีที่แล้ว +11

    যারা মনির ভাইয়ের গান শুনতে ভালবাসেন, মন থেকে, তারাই হাত তুলেন🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 I love him🥰🥰🥰🥰🥰

  • @jb_r14
    @jb_r14 4 ปีที่แล้ว +16

    বাংলার বোকে এমন শিল্পী জন্ম আর হবেনা, লক্ষ্য লক্ষ্য কোটি কোটি গ্রাম বাংলার সাধারণ মানুষের মনের কথা পাওয়া যায় মনির খানের গানে,,,এবং কন্ঠ অসাধারণ।

  • @kaziregan1802
    @kaziregan1802 3 ปีที่แล้ว +12

    এই গানগুলো শুনলে,কেন জানি বুকের মাঝে অজানা ব্যাথা এসে নাড়া দেয়

  • @minhajahmed6691
    @minhajahmed6691 3 ปีที่แล้ว +34

    কাউকে ভালোবাসার হাজার পথ আছে।
    - কিন্তু, তাকে ভোলার কোনো পথ নেই।

  • @iamjewel8638
    @iamjewel8638 5 หลายเดือนก่อน +11

    কমেন্ট করে রেখে গেলাম, কেউ লাইক দিলে আবার শুনতে আসবো,এই বিরহ এর গান❤🥰

  • @BloggerFarzana
    @BloggerFarzana 8 หลายเดือนก่อน +8

    ২০২৪ এসে কে কে শুনছেন একটা লাইক দিয়ে জাইয়েন আবার এসে শুনবো❤

  • @MdAshik-fe2pf
    @MdAshik-fe2pf 3 ปีที่แล้ว +5

    💔প্রথম প্রেমের পর থেকে যে কত বার গানটা শুনছি তা নিজেও বলতে পারবো না।ধন্যবাদ মনির ভাই আপনাকে আমাদের জন্য এইসব কিছু শ্রেষ্ঠ গান উপহার দেওয়ার জন্য💞।💯০৫.০৯.২০২১💯

  • @জিসানআহমেদ-ড৭ঠ
    @জিসানআহমেদ-ড৭ঠ 5 ปีที่แล้ว +14

    লাখো লাখো মানুষের মনে লুকিয়ে থাকা কথা গুলো যেন মনির খানের গানে ফুটে ওঠে,, তাই এটা মনির খান নয় লাখো মানুষের গান।

  • @rajibahmed9274
    @rajibahmed9274 2 ปีที่แล้ว +6

    এরকম অনেক গানের গীতিকার,সুরকার প্রয়াত আহম্মেদ ইমতিয়াজ বুলবুল কে, মহান আল্লাহ তায়ালা, জান্নাত দান করুক

  • @raihansordar1405
    @raihansordar1405 2 ปีที่แล้ว +13

    আমার মতো কে কে আছো
    যাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসি
    তাকে একনজর দেখা না হওয়ার আগে সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে

    • @MdShahin-xt2fh
      @MdShahin-xt2fh 2 ปีที่แล้ว

      আপনার বাস্তব গল্পটা শুনতে খুব ইচ্ছে করে।সম্ভব হলে আমি আপনাকে ফোন করে শুনবো।স্যার যদি করে একটু সাহায্য করেন।

    • @nezaralturki5900
      @nezaralturki5900 2 ปีที่แล้ว

      Bai. Amr Amon tai gote silo Ami Diego 4 bosor just matise na deke matro akta din tar akta pic dekse matro akta pic disil

  • @jibonrohman383
    @jibonrohman383 2 ปีที่แล้ว +7

    ক্যাসেটের সময় শুনেছিলাম, আহা কত সুমধুর ছিলো সেই দিনগুলো, খুব মিস করি,, আহা আবার যদি ফিরে পেতাম সেই শৈশব !

  • @shubhajitstatusandmusic5487
    @shubhajitstatusandmusic5487 3 ปีที่แล้ว +14

    2022 তে কে কে শুনছেন লাইক দিন

  • @nurulamindipu3259
    @nurulamindipu3259 3 ปีที่แล้ว +9

    ভালোবাসা টা আসলে সবার জন্য না , কিছু ভালোবাসা পরিবারের জন্য বিসর্জন দিতে হয় ,আর কিছু ভালোবাসা স্বার্থপর মানুষের কাছে হেরে যায়।

  • @শূন্যতা-দ৮ভ
    @শূন্যতা-দ৮ভ ปีที่แล้ว +10

    তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর একটা গান শোনা হতো না প্রিয়। স্মৃতি রেখে গেলাম । যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটা শুনতে আসবে তখন কেউ like দিলে notification পেয়ে আমি আবারো শুনতে আসবো প্রিয় গানটা। 😭😭

  • @MDARIFULALAM-z2r
    @MDARIFULALAM-z2r 9 หลายเดือนก่อน +3

    মনির খান শুধু শীল্পি নয় একজন আবেগের নাম।ধন্যবাদ জানা সেই গুনি মানুষ মিল্টন খন্দকার কে যিনি না থাকলে হয়তো মনির কে মনির খান হিসাবে পেতাম না❤❤২০২৪ সালে এসে এই গান শুনছি

  • @fenisonagazi4572
    @fenisonagazi4572 6 ปีที่แล้ว +33

    চোখের পানি টা আর দরে রাখতে পারলাম না সালমা তোর কারনে।

  • @shahinshahin3336
    @shahinshahin3336 3 ปีที่แล้ว +6

    আমার জিবনে যে এ গানটা কত বার শুনছি, তা আমি নিজেও জানি না, আল্লাহ যদি বাচিয়ে রাখে ২০ বছর পর এ কমেন্ট টা যেন দেখতে পারি, আর পরের তারা প্রায় ৫০ বছর পর যেন কমেন্ট টা দেখে বুঝতে পারে এ গান গুলা কত মূল্যয়ন ছিল।

  • @ovikhan8373
    @ovikhan8373 5 หลายเดือนก่อน +8

    সে চলে গেছে আজ ৪ টা বছর হয়ে গেলো
    কিন্তু এখনো তার কথা খুব মনে পরে
    তাই এই গান টা শুনতে আসি
    যদি কেউ লাইক দেই আবার শুনতে আসবো😅

  • @moniruzzamanmonir409
    @moniruzzamanmonir409 ปีที่แล้ว +8

    প্রিয় তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর lyrics,গান শোনা হতনা,কমেন্ট টা রেখে দিলাম বৃদ্ধ বয়সের জন্য ও ভবিষ্যতের জন্য কেউ লাইক করলে যেন আবার শুনতে পারি প্রিয় গান টা

  • @user-Onikahmed
    @user-Onikahmed 8 หลายเดือนก่อน +4

    আল্লাহ হয়তো তাকে ভুলার শক্তি দাও নাহ হলে আমাকে তোমার কাছে নিয়ে যাও আল্লাহ🤲🤲
    আমি আর পারছি নাহ আল্লাহ 😭😭

  • @virusjoker273
    @virusjoker273 2 ปีที่แล้ว +10

    2022 এ এসে কে কে গান টি শুনছেন😪😪

  • @mdhafijulislam6655
    @mdhafijulislam6655 2 ปีที่แล้ว +6

    মনির খানের গান শুনতে আমার কোনো বছরের প্রয়োজন পরে না, আমি সব সময় তার গান শুনি। 🥰😍❤️

  • @SrabonMahmud-l4k
    @SrabonMahmud-l4k 3 ปีที่แล้ว +8

    আমার জীবন এর শ্রেষ্ঠ গান এটা যখন সুনি খুব মিস করি তাকে।😭

  • @mdmoniratoz7709
    @mdmoniratoz7709 ปีที่แล้ว +5

    এই গানটার চেয়ে সুন্দর গান আর একটাও নেই,, কতবার যে সুনেছি তার হিসাব নেই,, যতবার সুনি মনে হয় প্রথম বার গুনলাম,, প্রিয় মনির খান আপনি সারা জীবন মনের মধ্যে বেচে থাকবেন ❤❤❤

  • @নাজমুলবাঙ্গালী
    @নাজমুলবাঙ্গালী 9 หลายเดือนก่อน +2

    এই গানটা প্রায় সময়ই নিজেকে নিরব করে দেয়😢। খুব প্রিয় একটা গান❤

  • @JunaidKhan-ws9lf
    @JunaidKhan-ws9lf 3 ปีที่แล้ว +7

    আসিফ, মনির খান, এন্ড্রু কিশোর এদের মত শিল্পী হয়তো বাংলাদেশ হবে না কারণ এদের গানগুলো হৃদয়ে লাগে বাস্তবের সাথে মিলে যায়

  • @rajibmia7861
    @rajibmia7861 3 ปีที่แล้ว +11

    2021 সালে শেসে গান শুনে কে কে

  • @VivoYi-pi8pd
    @VivoYi-pi8pd 5 ปีที่แล้ว +19

    পানি যেমন অনেক ঠান্ডা হতে হতে এক সময় বরফে পরিনত হয়!
    তেমনি একটি মন অনেক কষ্ট পেতে পেতে এক সময় পাথরে পরিনত হয়।
    এটাই কি বিধাতার বিধান!!!!!!!!

  • @mosharofmia1917
    @mosharofmia1917 2 ปีที่แล้ว +7

    সুখ হলো উড়ার পাখি মতো
    কেউ খাচায় ভরে রাখে
    আবার কেউ ভিতরে জ্বলে পুড়ে চাই হয়ে যায় 😓

  • @RiderShofiqul_Islam
    @RiderShofiqul_Islam 2 ปีที่แล้ว +4

    কমেন্ট করে রেখে গেলাম পরের পজন্মের পুলাপান এর জন্য।।।
    ওরা এক সময় বলতে পারবে এসব গানে কি রকম মায়া ছিলো 💔
    সকলের ভালোবাসা পূর্নতা পাক😭
    মুনির খান ভাই ভালোবাসা অবিরাম ❤

  • @NAHIDHASAN-zq9li
    @NAHIDHASAN-zq9li 2 ปีที่แล้ว +13

    2022 এ কে কে শুনছেন এই গান

  • @স্বপ্নেরপৃথিবী২০২৩

    ভালোবাসা হারিয়ে কষ্ট বুকে চাপা রেখে সৃতি হিসেবে কমেন্ট রেখে গেলাম এরপর লাইক দেখে বুঝতে পারবো কতজন গানটি শুনতে এসে কমেন্টটি পড়ে গেলো!💔😭

  • @mdzahidhossain2475
    @mdzahidhossain2475 4 ปีที่แล้ว +14

    হৃদয়ের বাইরে যে শত্রু আমার জন্য অপেক্ষা করছে তাকে মোকাবিলা বা এড়িয়ে যাওয়া যায়।
    কিন্তু হৃদয়ে বসতিগড়া শত্রুকে দমন করা বড্ড কঠিন।
    তার আঘাত সহ্য করা যায় না, ঘায়েল করে দেয় হৃদয়।

  • @habiburrahoman1874
    @habiburrahoman1874 2 ปีที่แล้ว +8

    মিথ্যা ভালোবাসার কাছে হেরে যায় সত্যি কারের ভালোবাসা,,,,,
    ছলনাময়ী নারী,,,,,

  • @parbejofficial7880
    @parbejofficial7880 2 ปีที่แล้ว +5

    একসময় এই গান গুলো অনেক বিরক্তি লাগতো কিন্তূ এখন বাস্তবতার মুখোমুখি হয়ে এই গুন গুলোই বেশি শুনি
    এভাবেই হার মানতে হয় জীবনের প্রতিটি মুহুর্তে যা প্রতিটা মানুষের কাছে অনেক কষ্টের যা জ্বলন্ত আগুন হাতে নেয়ার সমতুল্য।আমি মধ্যবিত্ত বলছি আমি মধ্যবিত্ত বলছি।

  • @djrokibofficial6264
    @djrokibofficial6264 4 ปีที่แล้ว +10

    সবসময় আমি মনির খানের অঞ্জনার গান শুনি।2021

  • @golamrabbany1514
    @golamrabbany1514 3 ปีที่แล้ว +7

    পারলাম না চোখ থেকে পানি বেরিয়ে এসেছে 🥺🥺🥺

  • @aminulislam3041
    @aminulislam3041 2 ปีที่แล้ว +14

    ২০২২ সালে এসেও কে কে শুনছেন
    ?

  • @শরতেরআকাশN
    @শরতেরআকাশN ปีที่แล้ว +5

    এই গানটি শুনলে আমার চোখ দিয়ে জল ঝরে 😢। তাকে আর পাব না কোনদিন। ১৮ বছর গত হল। এখনো এক মুহূর্তের জন্য তাকে ভুলতে পারি না।

  • @MdMilon-t7u
    @MdMilon-t7u หลายเดือนก่อน +4

    ৮ টা বছরের সম্পর্ক হঠাৎ ভেংগে গেল কোনো কারণ ছাড়াই এটাই বাস্তবত 😢😢 তাই আজ এই গান শুনা 😭🙏

  • @szzahirulislam6479
    @szzahirulislam6479 2 ปีที่แล้ว +10

    ২০২২ সালে এসেও গানটি শোনলাম এবং কমেন্ট করে গেলাম।

  • @semulhossen2958
    @semulhossen2958 5 ปีที่แล้ว +13

    মনির ভাই মানে বাংলাদেশ এর সেরা গায়ক।তিনি গান করেন তার ভিতর থেকে। আমরা আছি মনির ভাইয়ের সাথে।।।এই গানটি অনেক লাগছে শুনতে।তাই বার রার শুনছি।।।

  • @md.mizankhan893
    @md.mizankhan893 ปีที่แล้ว +7

    সত্তি কারের ভালোবাসা কখনই ভুলা যায় না, আর প্রথম ভালো বাসা সব সময় সত্তি কারের হয়, কিন্তু সবার কপালে থাকে না ভালো বাসার মানুষ টা,তাকে ছাড়া এখন ৭ বছর পাড় হয়ে গেলো,(২০১৭) মিচ ইউ তানিয়া,জানি এখানে অনেকেই আসবে কমেন্ট করতে, আমার জিবনের কিছু চিতি রেখে গেলাম।❤❤

  • @angurjames8520
    @angurjames8520 8 หลายเดือนก่อน +4

    তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর একটা গান শোনা হতো না প্রিয়♥। স্মৃতি রেখে গেলাম , যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটা শুনতে আসবে তখন কেউ লাইক দিলে notification পেয়ে আমি আবারো স্মৃতিচারণ করতে শুনতে আসবো এই গানটা!

  • @ShafiqulIslam-fb2sv
    @ShafiqulIslam-fb2sv 4 ปีที่แล้ว +300

    ২০২১ এ এসে কে কে শুনতেছেন।

  • @mdshojib1468
    @mdshojib1468 3 ปีที่แล้ว +13

    আসিফ, মনির খান ছিলো বলেই ব্যর্থ প্রোমিক রা একটু শান্তনা পায়

    • @ajoysarkar4840
      @ajoysarkar4840 3 ปีที่แล้ว

      ভাইয়া তুমি ঠিক কথা কইছ

  • @mdkutubali6397
    @mdkutubali6397 2 ปีที่แล้ว +9

    ২০২২ এসে কেউকি গানটা এখনও শোনেননি???

  • @MdTarikul-tq4oe
    @MdTarikul-tq4oe 9 หลายเดือนก่อน +5

    3/3/2024
    তোমাকে পেয়ে গেলে এতো সুন্দর গানটা শোনা হত না প্রিয় স্মৃতি রেখে গেলাম,,, যুগ যুগ ধরে মানুষ যখন এই গান শুনতে আসবে তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আবার তোমায় ভেবে গানটা শুনবো প্রিয়

  • @MohammedFahim-yo9vk
    @MohammedFahim-yo9vk 11 หลายเดือนก่อน +5

    আমি একটা ছেলেকে অনেক ভালোবাসতাম সে আমাকে কষ্ট দিয়ে চলে গেচে এ গান এগুলো শুনলে আমার বুকটা চিরে যায়😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @MuradBepary-v7l
      @MuradBepary-v7l 8 หลายเดือนก่อน

      ছেলেরা কোনো দিন মেয়েদের ভালোবাসার মর্যাদা দিতে পারবে না ছেলেরা শুধু নিজের স্বার্থ বুঝে ❤❤😢😢😢

  • @computerman6919
    @computerman6919 4 ปีที่แล้ว +6

    এগুলো গান মানুষের বাস্তব জীবনের মিলিয়ে জায়।অনেক স্রিতি মনে করে দেয় স্যালুট স্যার আপনার এ গান গুলো আমাদের উপহার দেওয়ার জন্য । আমি সব সময় গান গুলো সুনি এবং আমার কাছে ভালোই লাগে আপনার গান n

  • @lxarifjahan7806
    @lxarifjahan7806 4 ปีที่แล้ว +46

    কখনো ভাবিনী জীবনটা এভাবে বদলে যাবে।কাউকে কষ্ট দিয়ে কেউ কোনো দিন সুখি হয়না।আর আমি তো তোমাকে ভালোবেসে দুঃখকে আপন করে নিয়েছ।

  • @rashedkhan4284
    @rashedkhan4284 3 ปีที่แล้ว +7

    কমেন্ট করে গেলাম যাতে পরবর্তী প্রজন্ম জানতে পারে যে আমরা কি ধরনের গান শুনতাম ২০২১ 🙂🥀🥀

  • @raikamoni2329
    @raikamoni2329 ปีที่แล้ว +8

    ভালোবাসাহীন জীবন কাটানো যে কতটা কষ্টের, সেটা যে কাটায় সে জানে,, 😭😭😭😭

  • @familyentertainmentpabna704
    @familyentertainmentpabna704 2 ปีที่แล้ว +5

    এই বাংলার বুকে অনেক শিল্পী আসবে যাবে কিন্তু এমন একজন শিল্পী আর আসবেনা

  • @sfasikkhan1862
    @sfasikkhan1862 4 ปีที่แล้ว +8

    গানটা কতবার শুনেছি বলে বুঝাতে পারবো না....
    অনেক ভালোলাগা একটি মনোমুগ্ধকর গান 💝

  • @MohammedMohammed-bk9iu
    @MohammedMohammed-bk9iu 4 ปีที่แล้ว +10

    মনির খান, আমাদেশ বাংলার,, সকল মানুষের অন্তরে মিশে আছে,আর থাকবে অজীবন

  • @RobinKhan-yz3xy
    @RobinKhan-yz3xy 3 ปีที่แล้ว +6

    সেই ছোট থেকে গান টা শুনে আসছি, বড় হয়েও প্রতিদিন ৫ বার হলেও এই গানটা শুনি, এতটা ভালো লাগে গানটা,১৪/১০/২০২১

  • @srsparvez5731
    @srsparvez5731 2 ปีที่แล้ว +9

    যাকে কখনো হারাতে চাই নি সেই জীবন থেকে হারিয়ে গেলো

  • @loyality6025
    @loyality6025 9 หลายเดือนก่อน +4

    অন্জনার সাথে অন্তরার অনেক মিল। আমাকে ছেড়ে চলে গেছে ১৪ ই ফেব্রুয়ারী ২০২০। আজ ৩০. ০৩.২৪ আজও অসম্ভব ভালবাসি। কিন্তু সে অন্যের সংসারে ভালো নেই মাঝে মাঝে ফোন দিয়ে বলে। অথচ সেই মানুষটাকে হাজার চেষ্টা করেও আমার করতে পারিনি। আজও জানিনা কারণটা কি ছিল। তার কথা মনে হলে এই গানটা শুনতে আসি মনে প্রশান্তি পাই😭😭😭😭

  • @mijanurrahmanifti5415
    @mijanurrahmanifti5415 3 ปีที่แล้ว +9

    তরে ৭ টি বছর দরে দেখিনা কথাও হয়না, একটা দিন কল ও দিতে পারতি হাজার কথা জমে আছে। হয়ত কোনদিন ও আর বলা হবেনা, খুব জানতে ইচ্চেকরে কেমনে এমন করলি রে পাগলি তরে ছারা প্রতিটি রাত চোখেরজলে রাত কাটে।মিস করি তকে খুব

  • @মোঃসোহাগ-ঝ৩ঠ
    @মোঃসোহাগ-ঝ৩ঠ 3 ปีที่แล้ว +8

    ২০২১ সালে যারা গানটি শুনছ তারাই লাইক কর

  • @সত্যেরসন্ধানে-ত৯ভ
    @সত্যেরসন্ধানে-ত৯ভ 4 ปีที่แล้ว +6

    এগুলো গান মানুষের বাস্তব জীবনের মিলিয়ে জায়।অনেক স্রিতি মনে করে দেয় স্যালুট স্যার আপনার এ গান গুলো আমাদের উপহার দেওয়ার জন্য । আমি সব সময় গান গুলো সুনি এবং আমার কাছে ভালোই লাগে আপনার গান

  • @ummeasma7816
    @ummeasma7816 2 ปีที่แล้ว +7

    অনেক আগেও ভাল লাগতো এখনো খুব ভাল লাগে গান টা।তাই কমেন্ট করে গেলাম 2022

  • @ranjonbarmon
    @ranjonbarmon ปีที่แล้ว +7

    হোক না মন খারাপ ক্ষতি কি?
    জীবন তো চলছে।
    হয়তো ঘুমিয়ে নয়তো
    দীর্ঘশ্বাস ফেলে???

  • @Health2626
    @Health2626 5 ปีที่แล้ว +9

    কিছু বলার নাই।কিছু গান কন্ঠ হৃদয়ের কথা বলে।

  • @sumonrafin771official2
    @sumonrafin771official2 2 ปีที่แล้ว +6

    ২০২২ এসে কে কে শ্তনতেছেন 🚶‍♂️🚶‍♂️🚶‍♂️🚶‍♂️🚶‍♂️🚶‍♂️

  • @akashdey6182
    @akashdey6182 10 หลายเดือนก่อน +4

    এক এক সময় মনে হয় মনির খান দাদার গানি শুনি শুধু তার ভালো বাসার ভালো লাগার অনজনাকে না পাওয়ার সব কস্ট উজাড় করে কত সুন্দর করে গাইছেন। এক বিন্দু ও বাদ দেননি উনার সব দুঃখ কস্টের থেকে।না জানি অনজনাকে পেলে আর কত সুন্দর করে গাইতেন তিনি।বেচে থাকুক এরকম শিল্পী আমাদের মাঝে। ২০২৪ কে কে শুনছেন এ-ই গানটি

  • @mdkamalhosen8111
    @mdkamalhosen8111 7 หลายเดือนก่อน +3

    ২০২৪ সালে এসেও গান গুলো যেনো স্পর্শ কাতর লাগে,এসব গান গুলো শুনলেও মনে হয় একটা মানুষ একটা মানুষ কে কতটা ভালোবাসতে পারে,বিশেষ করে কমেন্ট গুলো পড়লে মনে হয়,হাজারো জীবন্ত লাশের মেলা 💔🥀

  • @saponchandra-das1330
    @saponchandra-das1330 8 หลายเดือนก่อน +3

    স্যালুট মনির খাঁন স্যারকে, আমাদের সুন্দর সুন্দর গান উপহার দেওয়ার জন্য।

  • @BD42GAMER
    @BD42GAMER 2 ปีที่แล้ว +6

    আমার সব থিকে ভালো লাগার শিল্পি মনির খান আমার মতো কে কে পছন্দো করেন

  • @mdmuhiburrahman7249
    @mdmuhiburrahman7249 3 ปีที่แล้ว +7

    ১২ বছর আগে শুনেছি ভাল লাগত ২০২১ সালে এসে ও শুনলাম আর ভাল লাগে

  • @arashashraful855
    @arashashraful855 ปีที่แล้ว +8

    সত্যি কারের ভালবাসা একটা ই ।
    স্বামী স্ত্রীর ভালবাসা।

  • @Nadim-u6l
    @Nadim-u6l 8 หลายเดือนก่อน +4

    ২০২৪ এ এসে কে কে এই গান শুনতে আসছো😊

    • @BDBaul360
      @BDBaul360 8 หลายเดือนก่อน

      ami

  • @mdfariduddin5747
    @mdfariduddin5747 11 หลายเดือนก่อน +5

    ২০১৪ সালে তাকে হারিয়েছি,,,তখন প্রতিদিন রাতে এই গানটা শুনতাম😢,,,১ বাপের ছেলে পেয়ে ছলে গেছে,,কারণ তার অনেক টাকা বিদেশ থেকে এসেছে😢😢 ,,,২০২৩ সালে শুনলাম স্বামী নাকি আরেকটা বিয়ে করছে এখন টাকা নিয়ে ঘুমাও

  • @জীবনহুসাইনঅনন্ত
    @জীবনহুসাইনঅনন্ত 5 ปีที่แล้ว +9

    i love you vai...ভাই আপনার গানের কোনদিনও মরণ হবেনা,,, প্রতিটা মানুষের জিবনের সাথে আপনার গানের মিল আছে।
    তবে আমার জিবনের সাথে সবচেয়ে বেশি মিল রয়েছে

  • @mdrhidoy5461
    @mdrhidoy5461 2 ปีที่แล้ว +7

    মনযোগ দিয়ে একা একা শুনলে বুঝা যায় এই গানের মর্ম ও যথার্থ

  • @sohag7547
    @sohag7547 11 หลายเดือนก่อน +4

    জানি আমার নিরব কান্না তার অবধি পৌঁছবে না তবুও কাঁদছি।হয়তো সে স্বামী সংসার নিয়ে ব্যস্ততার মাঝে আমায় ভুলে গেছে বা যাবে।এদিকে তার স্মৃতি গুলো আমাকে অসম্ভব রকম কষ্ট দিয়ে নিঃশেষ করে দিচ্ছে।তবুও চাই সে ভালো থাকুক।

  • @mohdakashhussnainalvee357
    @mohdakashhussnainalvee357 6 ปีที่แล้ว +30

    মনটা যখন খারাপ থাকে তখন ব্স্ এর গান শুনলে মনটা আপনা আপনি শীতল হয়ে যায়,,, সেলুট বস্।।ভাইজান এই কমেন্টস টা আপনি দেখবেন।। যদি রিপ্লে নাও করতে পারেন তাহলে অন্তত একটা লাইক দিলে নিজেকে ধন্য মনে করব।।

    • @bangla_gan
      @bangla_gan 6 ปีที่แล้ว

      😇
      th-cam.com/video/pR5S_DIw8WQ/w-d-xo.html

  • @jahangiralam-rn1bf
    @jahangiralam-rn1bf 4 ปีที่แล้ว +8

    2003-2004 থেকে আজো শুনছি গান গুলো, যখনি গান গুলো শুনি কাথাই জানি হারিয়ে যাই বার বার, আর মনটা কেমন জানি হয়ে যায়।

  • @csksnbzjsb6981
    @csksnbzjsb6981 2 ปีที่แล้ว +6

    চাইলাম কিছু লিখবো কিন্তু কমেন্ট পড়ে আর ইচ্ছে হলো না একটা কথাই বলতে চাই
    যাকে যত বেশি ভালো বাসা যায় সেই মানুষ টাই বেশি কষ্ট দেয় 😭😭😭😭

  • @swapnobazi
    @swapnobazi ปีที่แล้ว +4

    গানগুলো শোনার সময় ছোটবেলার কথা মনে পড়ে।আমার বয়স যখন ১২-১৫ তখন সব সময় সব জায়গায় শুধু মনির খানের গানই বাজতো।

  • @azom1140
    @azom1140 2 ปีที่แล้ว +5

    কবে কোথায় ছিলো অঞ্জনারা,,,,,,,,,,, আজও আমি আমার অঞ্জনাকে খুশি তোমার গানের মাধ্যমে।
    তার এখন বিরাট সংসার, দু সন্তানের জননী। আমি এখনো তার বিযোগ বেদনায় ভবঘুরে, হয় ত তার মনের গভীর থেকে কষ্ট লাগছে
    যার ফলাফল হয়ত বহন করতে হচ্ছে।
    জানি কোন দিন দিন আসবে না আর ফিরে তবুও অঞ্জনারা ভালো থাকুক।
    কোন অভিযোগ নেই।।।।।।।

    • @mdsaikat9319
      @mdsaikat9319 2 ปีที่แล้ว

      ভালো লাগলো কথা গুলো ❤️❤️

    • @mdalaudin2528
      @mdalaudin2528 2 ปีที่แล้ว +1

      Anjonara sob somoy valo thake etai bastobata

  • @mdsawkot252
    @mdsawkot252 3 ปีที่แล้ว +5

    মনির খান শুধু একজন প্রমিক না।সে একজন বিশ্ব প্রমিক,যার তুলা হয় না কখনো।আমিও একজন হতভাগা,এক পাগলিকে না পাওয়া বেদনা আমারও আছে।

  • @ajoysarkar4840
    @ajoysarkar4840 3 ปีที่แล้ว +8

    কে কে আমার মত কমেন্ট পড়তে এসো সাড়া দিবা প্লিজ 😁

  • @অন্তরেরলিপি
    @অন্তরেরলিপি 2 ปีที่แล้ว +5

    ২০২২ সালের অগাস্টের ২০ তারিখে শুনছি।
    জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে 😭😭😭

  • @forhadalam7823
    @forhadalam7823 2 ปีที่แล้ว +6

    আমি ভাই কোনো মেয়ের প্রেমে পড়ি নাই,
    ভালোবাসার মানে বুঝি, একটা মেয়ে যখন একটা ছেলেকে ছেড়ে চলে যায়,, তখন তার কাছে জীবনের কোনো মানে থাকেনা" না. পেয়ে থাকলে তেমন একটা কষ্ট হয়না,, পেয়ে হারালে সেটা মেনে নেয়া যায়না, গান গুলো যতই শুনি ততই আমার কাছে ভালো লাগে, আমার অতিতের দিন গুলোর কথা মনে পড়ে যায়"
    সেই ২০০০ সাল থেকে গান গুলো শুনি, এখনো শুনতেছি" আমার কাছে এই গুলো কখনো পুরোনো হবেনা..( মোঃ ফরহাদ আলম)

  • @mokasrifmodinasrif9840
    @mokasrifmodinasrif9840 2 ปีที่แล้ว +5

    সত্যি গানটি কলিজায় লাগে,, এ গান গুলো প্রিয় মানুষ কে মনে করে দেয়,, ১১/০৩/২০২২....!💘💘💘💔💔💔