২০১৮ সালে কেরালায় গিয়েছিলাম,, আল্লাহর অশেষ রহমতে,, কেরালায় না গেলে কেউ বিশ্বাস করবেন না কেরালা কতটা সুন্দর, সবুজে ঘেরা, বিশাল রাজ্য,, আমি আমার শশুর সহ, আমরা ৯ জন একসাথে গিয়েছিলাম,, ওহহ এখনো মিস করি কেরালা,, বেচে থাকলে আবারও যাবো কেরালায় ইনশাআল্লাহ
রত্না মুখার্জী পূর্ব বর্ধমান প:ব:সুমন বাবু কন্যা কুমারী থেকে কেরালা যাওয়ার পথে মনো মুগ্ধ ক র প্রাকৃতিক সৌন্দর্য্য দেখে আমি অভিভূত!।তোমার মনোগ্রাহী ও সাবলীল বর্ণনা খুব ভালো লাগে। সেই সঙ্গে ঘরে বসে এতো সুন্দর সুন্দর দেশ আর রাজ্য তাদের জীবন যাত্রা দেখতে পাচ্ছি।অনেক না জানা বিষয় জানতে পারছি।এর জন্য তোমাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।তোমার উপস্থাপনা আমার খুব পছন্দ।আমি তোমার সব ভিডিও দেখি।আমি তোমার মায়ের মতো।তাই তুমি করে বললাম। সব জায়গা যেতে না পারলেও তোমার ভিডিওর মাধ্যমে সেইসঙ্গে নিখুত বর্ণনায় সব দেখতে পাচ্ছি।তুমি ভালো থেকো।আর এমনি করে আমাদের আনন্দ দিও।শুভ কামনা রইলো।
দক্ষিণ ভারতের বৈচিত্র্য তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে দাদা। আমি চাই গোটা ভারতের বৈচিত্র্য এভাবে তুলে ধরুন। আপনি ভারত রয়েছেন, দেখে খুবই ভালো লাগছে। ভালো থাকবেন🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳।
আমি খুলনা থেকে বলছি, সুমন ভাই আমার প্রিয় একজন মানুষ প্রিয় ব্যক্তিত্ব। মন থেকে আপনার জন্য দোয়া করি। আমি আপনার প্রতিটি ভিডিও দেখি খুব ভালো লাগে। শুভকামনা রইল আপনার জন্য ভাই। আল্লাহ হাফেজ।
ভারত বর্ষ ভাগ হওয়ার পরে হ্রদের সৃষ্টি হলে হতে পারে তখন পাকিস্তান ছিল,বাংলাদেশ হওয়্যার আগ পর্যন্ত প্রায় ২৩ বছর পাকিস্তান ছিল।পরে স্বাধীন হয়েছে।পাকিস্তানের জন্ম ভারত বর্ষ থেকে, আর যখন বাংলাদেশ জন্ম হয় তখন পাকিস্তান থেকে হয়েছে। যাক অনুমানের উপর কমেন্ট করেছি । নো মাইন্ড।
আমরা সাধারণ মানুষ। আমাদের পক্ষে এতোকিছু দেখা সম্ভব না। আমাদের দেশটাই এখন ও দেখতে পারিনি। আমি আপনার ভিডিও গুলো সব দেখি। ইতিহাস সম্পর্কে জানতে খুব ভালো লাগে। আপনার জন্য পুরো ভারতবর্ষ দেখতে পাচ্ছি। I am proud of you👌👌
সুমন আংকেল,আপনার চলার পথে পথে কেরালার রাস্তার সৌন্দর্য ও সমুদ্র বীচ ভিডিও চিত্রের মাধ্যমে দেখালেন,সত্যিই চমৎকার লাগল।শহরের বাকী নিদর্শন দেখার অপেক্ষায় রইলাম। সেই সাথে আপনার কষ্টের ভিডিও ধারনের সুবাদে অকর্মন্য বয়সে আজ ঘরে বসে অনেক ঐতিহাসিক নিদর্শন দেখার সুযোগ করে দিয়েছেন, সে জন্য অশেষ ধন্যবাদ।
আমরা কেরালার কোটাকাল আয়ুর্বেদাশালায় দুই সপ্তাহ ছিলাম আমার মেয়ের চিকিৎসা সুবাদে। তাদের সততায় আমরা এতটাই মুগ্ধ যে সেখানে পার্মানেন্টলি বসবাস করার চিন্তাভাবনা করছি। আমরা কানাডায় সেটেলড কিন্তু আশ্চর্যের বিষয় নিজের দেশকেও এতটা টানে না যতটা কেরালা টানে। অনেক ভাল লাগলো প্রিয় শহরকে আবারও দেখে❤
আমি কেরালায় যায় নি।ভাই তোমার পাঠানো ভিডিও তে কেরালা দেখে আমি অভিভূত।ঘরে বসে কেরালার সৌন্দর্য দেখাবার জন্য অনেক ধন্যবাদ ।খুব ভালো থেকো আর এরকম ভিডিও বানিয়ে যাও 👍👍👍👍
খুববববববববব দারুণ একটা ভিডিও। সালাউদ্দিন সুমন ভাইয়ের ভিডিও মানেই special all things. উপস্থাপনা খুবই মুগ্ধ করে আমাদের দর্শকদের কে। Special salute to Salauddin Sumon bhai.
অপেক্ষায় ছিলাম এই ভিডিওর। আমার ওদের খাবার-দাবার নিয়ে জানার আগ্রহ ছিলো। ব্যাপক মাছ দেখলাম মানে তারা আমাদের মতোই মেছো নিশ্চয়ই..। তাদের রসনার তেমন কোন ভিডিও কি পাব? না পেলেও অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটার জন্য৷ মালেশিয়ায় যত তামিলদের সাথে পরিচয় হয়েছে সবাই খুব মিষ্টি স্বভাবের ছিলো।
সালাউদ্দিন সুমন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি মুগ্ধ হলাম। তামিলনাড়ু কন্যা কুমারী ও কেরালার গ্রামীণ জনপদের রাস্তা ঘাট প্রাকৃতিক সুুন্দর এক নিলা ভুমির ভিডিও দেখাইলেন ভাই আবারও শুভেচ্ছা ও অভিনন্দন।
choto rajyo tai taratari rducation spread hoe gache also Missionaries played a huge role in Kerala.. But Normally Tamilnadu is more educated & produced more IITian, Scientists ,Doctors ,Chess GMs, Ceo's & more brainy people
সুমন ভাই, আপনার প্রতিটি ভিডিও আমি দেখি।আপনার উপস্থাপনা,সঠিক ইতিহাস প্রচারের প্রয়াস এক কথায় অসাধারণ। চণ্ডীদাস ও রজকিনীর কাহিনী নিয়ে একটা ভিডিও বানালে অনেক ভাল হতো।
সুমন ভাই , আপনার সমস্ত blog গুলো দেখি তুরস্ক থেকে কেরালা আসাম কোনোটাই miss করিনা, তবে আসামের মায়ং যেখানে এক তান্ত্রীকের সঙ্গে যোগাযোগ করেছিলেন, একটা মন্তব্য করেছিলেন , আপনি তন্ত্র মন্ত্রে বিশ্বাস করেন না, খুব ভালো কথা, এই বিজ্ঞানের যুগে না মানাটাই স্বাভাবিক, তবে আরেকটি blog আপনি বাংলাদেশের বগুড়ার কোনো এক ভুতুরে গ্রামে গিয়ে যেখানে কোনো লোকজন থাকেনা , সেখানে গিয়ে একটা জাম গাছ ছুঁয়েছিলেন, কিন্তু জাম ছিঁড়ে খাবার সাহস দেখাতে পারলেন না, খেয়ে সারা পৃথিবীতে যারা আপনার subscriber তারা দেখে বুঝতে পারতো এই গুজব শুধু মাত্র গুজব,
ধন্যবাদ ভাই আপনার মাধ্যমে আমরা ঘরে বসে এতো সুন্দর পৃথিবীর দৃশ্য দেখতে পারি। ভাই আমাদের কিশোরগঞ্জ আসেন কিশোরগঞ্জের ঐতিহ্য পাগলা মসজিদ শোলাকিয়া ঈদ গা মাঠ ও ঈঁশাখার বাড়ি নরসুন্দা নদ নিকলি বেরিবাদ বালিখোলা ইটনা মিটামইন হাওর হাওরের তাজা মাছ আরো অনেক কিছু।
বড় ভাই,,, একি জেলার ভাই,,,, আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব ভাই বুঝতে পারছি না,,❤️ আমি কেরেলা না যেয়ে ওও কেরেলা ভ্রমণ করে ফেললাম আপনার জন্য✌️ যদি সম্ভব হই ভারত বর্ষের প্রতিটি প্রদেশ আপনে দেখাবেন ইনশাআল্লাহ
দাদা.. ভিডিও'র ৫৭ সেকেণ্ডে ও ২২ মিনিটে যে মাছ টি দেখালেন ওটা আমাদের এখানে আঞ্চলিকতায় "আমাদি" বা "আমুদে" মাছ বলে ★★ যাক্.. এই ভাবে গোটা পৃথিবী ঘুরে আমাদের কে ঘরে বসে মনোরঞ্জন দেবেন, ভালো থাকবেন দাদা। শামিম ভাই/কোলকাতা। আর.. হ্যাঁ.. কোলকাতায় এলে আমার বাড়িতে আসার আমন্ত্রন জানালাম।
কেরালায় যে জায়গায় ঘুরতে গিয়েছিলেন নাম হলো তিরুবনতপুরম্। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। আপনি খুব সুন্দর করে ভিডিও গুলো দেখান বিভিন্ন জায়গার। অনেক দিন ধরে আপনার ভিডিও গুলো দেখে আসছি। খুবই ভালো লাগে।
ভারতের এমন সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের কারণেই হয়তো আমার ভারতের প্রতি অন্যরকম ভালোলাগা কাজ করে,, সত্যি কথা বলতে ভারতের স্ট্রিট ফুড আর প্রাকৃতিক সৌন্দর্য গুলাই আমারে ভারতের প্রতি অন্যরকম ভালোলাগার কারণ , কখনো সুযোগ হয়ে অবশ্যই ভারত ঘুরে দেখমু
মনে বুঝবার খমতা থাকলে ভাষা কোন বেপার না। আমি যখন সৌদি আসছি তখন ওদের কথা শুনে আমি ভাবতাম। কি ভূল করলাম। সৌদি কেন আসলাম আলহামদুলিল্লাহ এখন আমার পাঁচ বছর চলে যাচ্ছে।
এই জীবনে আর যাওয়া হবে কি-না জানি না!? সুমন ভাই আপনার মাধ্যমে এক চির অদেখাকে দেখলাম এবং অজানাকে জানলাম। অসাধারণ আপনার ভিডিওগুলো! ভালো থাকবেন শরীরে ও মনে। 💝
আমাদের সুমন ভাই সত্যি কারের
পর্যটক
আমাদের নিষ্পলক দৃষ্টি তার ভিডিও রাখে আটক।
কেরালার সৌন্দর্য্য নয়নাভিরাম
সুমন ভাইয়ের দৌলতে চোখের আরাম।
ধন্য আপনি, ধন্য আপনার প্রচেষ্টা
আমরা আপনার সান্নিধ্য পাই অনেকটা।
ধন্যবাদ সুমন ভাই ।
২০১৮ সালে কেরালায় গিয়েছিলাম,, আল্লাহর অশেষ রহমতে,, কেরালায় না গেলে কেউ বিশ্বাস করবেন না কেরালা কতটা সুন্দর, সবুজে ঘেরা, বিশাল রাজ্য,, আমি আমার শশুর সহ, আমরা ৯ জন একসাথে গিয়েছিলাম,, ওহহ এখনো মিস করি কেরালা,, বেচে থাকলে আবারও যাবো কেরালায় ইনশাআল্লাহ
ঘরে বসে পৃথিবীর সৌন্দর্য উপভোগের সুযোগ করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ❤❤❤❤❤
আমার কেরালা বন্ধু আছে
হ্যা
@@kamrulhasan8574 ppp
@@kamrulhasan8574
গিয়েছেন কখনো?
@@Elinslikings না।তবে বিদেশে আমরা এক রুম এক সাথে কাজ করি।।তাদের খাবার সংস্কৃতি সাথে অনেক পরিচিতি হয়েছি
কেরালা শহরগুলো যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি কলকাতা থেকে অনেক সুন্দর অনেক পরিপাটি অনেক সাজানো গোছানো এবং পরিষ্কার-পরিচ্ছন্ন খুব ভালো লাগছে
রত্না মুখার্জী পূর্ব বর্ধমান প:ব:সুমন বাবু কন্যা কুমারী থেকে কেরালা যাওয়ার পথে মনো মুগ্ধ ক র প্রাকৃতিক সৌন্দর্য্য দেখে আমি অভিভূত!।তোমার মনোগ্রাহী ও সাবলীল বর্ণনা খুব ভালো লাগে। সেই সঙ্গে ঘরে বসে এতো সুন্দর সুন্দর দেশ আর রাজ্য তাদের জীবন যাত্রা দেখতে পাচ্ছি।অনেক না জানা বিষয় জানতে পারছি।এর জন্য তোমাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।তোমার উপস্থাপনা আমার খুব পছন্দ।আমি তোমার সব ভিডিও দেখি।আমি তোমার মায়ের মতো।তাই তুমি করে বললাম। সব জায়গা যেতে না পারলেও তোমার ভিডিওর মাধ্যমে সেইসঙ্গে নিখুত বর্ণনায় সব দেখতে পাচ্ছি।তুমি ভালো থেকো।আর এমনি করে আমাদের আনন্দ দিও।শুভ কামনা রইলো।
আমরা যারা যেতে পারিনা, তাঁদের কাছে দারুন অভিজ্ঞতা। খুব ভালো লাগলো 🙏🙏🙏🇮🇳🇮🇳
দক্ষিণ ভারতের বৈচিত্র্য তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে দাদা। আমি চাই গোটা ভারতের বৈচিত্র্য এভাবে তুলে ধরুন। আপনি ভারত রয়েছেন, দেখে খুবই ভালো লাগছে। ভালো থাকবেন🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳।
Indian darun❤️
অসাধারন প্রাকৃতিক সৌন্দর্য দেখে যে কেউ মুগ্ব হবে ধন্যবাদ সালাউদ্দিন ভাইকে।
সালাউদ্দিন সুমন ভাই যতগুলো বিষয় তুলে ধরেন সবই জ্ঞান সমৃদ্ধ। বাংলাদেশ থেকে দেখছি।
দক্ষিণ ভারতের একজন মানুষ সুপারস্টার মিঠুন চক্রবর্তীর বই দেখছে একজন বাঙালি হিসাবে খুবই ভালো লাগলো।
আরব সাগর দেখার স্বপ্ন পূরণ হলো।
ধন্যবাদ সুমন ভাই।
আমি খুলনা থেকে বলছি, সুমন ভাই আমার প্রিয় একজন মানুষ প্রিয় ব্যক্তিত্ব। মন থেকে আপনার জন্য দোয়া করি। আমি আপনার প্রতিটি ভিডিও দেখি খুব ভালো লাগে। শুভকামনা রইল আপনার জন্য ভাই। আল্লাহ হাফেজ।
ভারত বর্ষ ভাগ হওয়ার পরে হ্রদের সৃষ্টি হলে হতে পারে তখন পাকিস্তান ছিল,বাংলাদেশ হওয়্যার আগ পর্যন্ত প্রায় ২৩ বছর পাকিস্তান ছিল।পরে স্বাধীন হয়েছে।পাকিস্তানের জন্ম ভারত বর্ষ থেকে, আর যখন বাংলাদেশ জন্ম হয় তখন পাকিস্তান থেকে হয়েছে। যাক অনুমানের উপর কমেন্ট করেছি । নো মাইন্ড।
চার বছর ধরেই কেরেলাই থাকি, সত্যিই সৌন্দর্যৈর লীলাভূমি কেরেলা
কেরালা কোথায় থাকেন?
কেরেলা কোথায় অবস্থিত🤔🙄
❤️
❤️
@@riyaaktherpriya4212hi
আরব সাগর দেখার স্বপ্ন পূরণ হলো। সুমন ভাইকে অনেক ধন্যবাদ
আমরা সাধারণ মানুষ। আমাদের পক্ষে এতোকিছু দেখা সম্ভব না। আমাদের দেশটাই এখন ও দেখতে পারিনি। আমি আপনার ভিডিও গুলো সব দেখি। ইতিহাস সম্পর্কে জানতে খুব ভালো লাগে। আপনার জন্য পুরো ভারতবর্ষ দেখতে পাচ্ছি। I am proud of you👌👌
LOVE FROM KERALA 🌴🍏🌴🍏🌴🍏🌴🍏💕🌴🌴🍏🌴🍏🌴🍏🐧🐧
অসংখ্য ধন্যবাদ সুমন ভাইকে।আমি বাংলাদেশ থেকে বলছি,আমি এত অনুভব করছি,ঘরে বসে ভারতবর্ষ এর সবকিছু দেখে।পারলে বেশি করে ভারতের সবকিছু নিয়ে আপলোড করেন।
সুমন আংকেল,আপনার চলার পথে
পথে কেরালার রাস্তার সৌন্দর্য ও সমুদ্র
বীচ ভিডিও চিত্রের মাধ্যমে দেখালেন,সত্যিই
চমৎকার লাগল।শহরের বাকী নিদর্শন দেখার অপেক্ষায় রইলাম। সেই সাথে
আপনার কষ্টের ভিডিও ধারনের সুবাদে
অকর্মন্য বয়সে আজ ঘরে বসে অনেক
ঐতিহাসিক নিদর্শন দেখার সুযোগ করে
দিয়েছেন, সে জন্য অশেষ ধন্যবাদ।
সুমন ভাই আপনার মধুময় জীবনটাকে আমার কাছে খুবই ঈর্ষান্বিত মনে হয়। যাইহোক ভালো থাকবেন আপনার জীবনটা যেন আরো সুন্দর এবং মধুময় হয়।
কেরালার কন্যাকুমারী ও ত্রিবান্দ্রাপূরম দেখানোর জন্য সুমন ভাইকে বাংলাদেশ থেকে শুভেচ্ছা জানাচ্ছি । ধন্যবাদ সকলকে ।
কন্যাকুমারী কেরালা তে নয় দাদা, তামিলনাড়ু তে রয়েছে।
সুমন ভাইও বাংলাদেশী
@@jisanhusayn sumon pakka khankir polA
ত্রিবান্দ্রাপূরম নয় তিরুবনন্তপুরম!
ভুল উচ্চারণ করার চেয়ে ইংরেজি তে লিখুন। উচ্চারন লিখে দিয়েছি।
সৌন্দর্য আরেক নাম সুমন ভাই ❤️❤️
🇮🇳
দাদা দারুন।
ভারতে আপনাকে স্বাগত।
অতিথি দেব ভব।
🙏
ভালো থাকবেন।
পশ্চিমবঙ্গ থেকে বলছি।
সত্যি মনোমুগ্ধকর পরিবেশ শুধু চেয়ে চেয়ে দেখলাম
ধন্যবাদ স্যার আপনার ভিডিও দেখার কারণে এত দূর মালেশিয়া থেকে এই মনোমুগ্ধকর পরিবেশটা দেখতে পেলাম
আমরা কেরালার কোটাকাল আয়ুর্বেদাশালায় দুই সপ্তাহ ছিলাম আমার মেয়ের চিকিৎসা সুবাদে। তাদের সততায় আমরা এতটাই মুগ্ধ যে সেখানে পার্মানেন্টলি বসবাস করার চিন্তাভাবনা করছি। আমরা কানাডায় সেটেলড কিন্তু আশ্চর্যের বিষয় নিজের দেশকেও এতটা টানে না যতটা কেরালা টানে। অনেক ভাল লাগলো প্রিয় শহরকে আবারও দেখে❤
সুমন দা ভারতের পশ্চিমবঙ্গে এলে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরে অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে। সে গুলির একটি ভিডিও চাই। 🇮🇳❤️🇧🇩
দক্ষিণ ভারতের সৌন্দর্য তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ। খুব সুন্দর সঞ্চালন। অনেক অনেক শুভ কামনা রইলো।
আমি কেরালায় যায় নি।ভাই তোমার পাঠানো ভিডিও তে কেরালা দেখে আমি অভিভূত।ঘরে বসে কেরালার সৌন্দর্য দেখাবার জন্য অনেক ধন্যবাদ ।খুব ভালো থেকো আর এরকম ভিডিও বানিয়ে যাও 👍👍👍👍
আপনার ভিডিও থেকে ইতিহাস ঐতিহ্য নতুন আপডেট সবকিছু পাওয়া যায় 👍👍👍
আপনার এমন একটা পর্ব নাই যে আমি দেখি না অনেক ভালো লাগে সত্যি থ্যাঙ্ক ইউ ভাই
❤️💕❤️
অসংখ্য ধন্যবাদ সালাউদ্দিন ভাইকে। এত সুন্দর করে উপস্থাপন করা জন্য এবং সু্ন্দর সুন্দর দৃশ্য গুলো দেখানোর জন্য। ❤️❤️
খুববববববববব দারুণ একটা ভিডিও। সালাউদ্দিন সুমন ভাইয়ের ভিডিও মানেই special all things. উপস্থাপনা খুবই মুগ্ধ করে আমাদের দর্শকদের কে। Special salute to Salauddin Sumon bhai.
সৌন্দর্যের মুগ্ধতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে সত্যি মন ভরে গেল❤❤
ইনশাআল্লাহ কেরালা যাওয়ার ইচ্ছে আছে, আল্লাহ রহমত করলে যাব,ওমান থেকে দেখছি।
অপেক্ষায় ছিলাম এই ভিডিওর। আমার ওদের খাবার-দাবার নিয়ে জানার আগ্রহ ছিলো। ব্যাপক মাছ দেখলাম মানে তারা আমাদের মতোই মেছো নিশ্চয়ই..। তাদের রসনার তেমন কোন ভিডিও কি পাব? না পেলেও অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটার জন্য৷ মালেশিয়ায় যত তামিলদের সাথে পরিচয় হয়েছে সবাই খুব মিষ্টি স্বভাবের ছিলো।
এই চ্যানেল টা একটু দেখুন প্লিজ #ca_moto_vlogs
সাউথ ইন্ডিয়ার প্রতিটি জায়গা গুলোই আমার কাছে অসম্ভব সুন্দর লাগে। 4 মাস হয়ে গেলো এখনো নতুন লাগে তামিল নাড়ু❣️❣️❣️।
দাদা প্লিজ এই চ্যানেল টা দেখে আসুন #ca_moto_vlogs
ধন্যবাদ ভাই, আমাদের দেখার সুযোগ করে দেয়ার জন্য❤️
সুমন ভাই আপনার উপস্থাপনা অসাধারণ। খুব ভাল লাগে। বাংলাদেশের একটি হ্রদ বৃষ্টির জলে সৃষ্টি তখন পাকিস্তান ছিল , যেভাবে বর্নন করেছেন খুব সুন্দর। ধন্যবাদ।
বাংলার ওয়াল্ড ট্রাভেলার। আশা করি সুমন ভাই আমাদের পৃথিবী ঘুরে দেখাবে।
ঘরে বসে পৃথিবীর সৌন্দর্য উপভোগ করছি।অসংখ্য ধন্যবাদ আপনাকে ☺️
সালাউদ্দিন সুমন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি মুগ্ধ হলাম। তামিলনাড়ু কন্যা কুমারী ও কেরালার গ্রামীণ জনপদের রাস্তা ঘাট প্রাকৃতিক সুুন্দর এক নিলা ভুমির ভিডিও দেখাইলেন ভাই আবারও শুভেচ্ছা ও অভিনন্দন।
মেলোডিয়াস ভয়েস,অসাধারণ সুরের সাথে প্রকৃতি যেন মিশে গেছে,ভালবাসা রইল ভাইয়া,ভিডিওগুলো দেখে খুব ভাল লাগলো
আপনার, ভিডিও আসায় থাকি, 🇧🇩❤️ অনেক সুন্দর লাগছে দৃশ্য ।
Sultan Mohammad Eskander
আপনার ফোন নাম্বরটা দেবেন প্লিজ
কে
❤
কেরালা রাজ্যে ভারতবর্ষে একটি অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের উদাহরণ।
ভাই আমার কাছে সবচেয়ে সুন্দর লাগছে। এই এলাকার নারিকেল গাছ গুলো। কত সুন্দর ভাবে অনেক ধন্যবাদ ভাইয়া।
কেরেলার মানুষ খুব ই ভাল এবং উচ্চ শিক্ষিত, তাদের মন টা ভাল,,
আমি দিল্লি থেকে অংশ বিশ্বাস। সুমনদা তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুন্দর করে দেখানোর জন্য। কেরালা সেতো অদ্ভুত।
ভারত বর্ষের সবথেকে শিক্ষিত রাজ্য কেরেলা ❤️❤️
choto rajyo tai taratari rducation spread hoe gache also Missionaries played a huge role in Kerala.. But Normally Tamilnadu is more educated & produced more IITian, Scientists ,Doctors ,Chess GMs, Ceo's & more brainy people
@@unclekanaamcuttingwalahai332 😂😂,😂 andi
কেরালা
0:11
@@unclekanaamcuttingwalahai332 absolutely right
আবার এক সুন্দর বিষয়, উপস্থাপনা ও কন্ঠ।
You speak so softly n eloquently. All the best Sir .Wishes from India.
সুমন ভাই, আপনার প্রতিটি ভিডিও আমি দেখি।আপনার উপস্থাপনা,সঠিক ইতিহাস প্রচারের প্রয়াস এক কথায় অসাধারণ।
চণ্ডীদাস ও রজকিনীর কাহিনী নিয়ে একটা ভিডিও বানালে অনেক ভাল হতো।
যশোরে থেকে বলছি দারুন লাগছে তামিলনাডু চেন্নাই কেরালা রাজ্যের সব ভিডিও পাশে আছি থাকবো
ক্যারালাতে প্রতিদিনই বৃষ্টি হয়
জানেন মা বড় ভাই 🥰🥰🥰
কেনো বৃষ্টি হয়
@@riyaaktherpriya4212 dhus..
@@riyaaktherpriya4212 😂
ধন্যবাদ সুমন ভাই এত সুন্দর প্রকৃতির সৌন্দর্য ঘুরে ঘুরে দেখানোর জন্য।
ভীষণ ভালো লাগলো আর অপেক্ষায় রইলাম তোমার সাথে কেরালা ঘুরে দেখব বলে। ভালো থেকো সুমন ভাই।
SUMON DADA YOUR BENGALEE LANGUAGE BRIEFING IS HIGH STANDARD. GOD/ ALLAH MAY BLESS YOU ALWAYS. NAMASKAR 🙏🙏🙏
Dada apnake aneek aneek dhanyavaad janai, abong amar antorikh namashkar niben, apnar video guli, sattiy bhison, manomughdhakar, hoye thake, ato sundar, sudhya nikhud bangla baken, jeno mon ta kothaye hariya jaye, bhalo thakun, sustha thakun sei prathona kori🙏 Joy HindJoy Bharat🙏🇮🇳 , form Delhi
নারকেল বাগানটা খুব ভালো লেগেছে। দারুন একটা জায়গা। ধন্যবাদ আপনাকে
এইরকম একটা ভ্লগ সত্যি মন ছুঁয়ে গেল ♥️ 🇮🇳
ঘরে বসে পৃথিবীর সৌন্দর্য উপভোগের সুযোগ করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমরা যারা যেতে পারিনা, তাঁদের কাছে দারুন অভিজ্ঞতা। খুব ভালো লাগলো
বাংলাদেশ-ভারত পাকিস্তান একটি রাষ্ট্র হলে খুবই ভালো হতো
গরুর মুত খাওয়ার ইচ্ছে অনেক কি বলেন
একমত
কোন হিসাবে।
সহমত
সুমন ভাই , আপনার সমস্ত blog গুলো দেখি তুরস্ক থেকে কেরালা আসাম কোনোটাই miss করিনা, তবে আসামের মায়ং যেখানে এক তান্ত্রীকের সঙ্গে যোগাযোগ করেছিলেন, একটা মন্তব্য করেছিলেন , আপনি তন্ত্র মন্ত্রে বিশ্বাস করেন না, খুব ভালো কথা, এই বিজ্ঞানের যুগে না মানাটাই স্বাভাবিক, তবে আরেকটি blog আপনি বাংলাদেশের বগুড়ার কোনো এক ভুতুরে গ্রামে গিয়ে যেখানে কোনো লোকজন থাকেনা , সেখানে গিয়ে একটা জাম গাছ ছুঁয়েছিলেন, কিন্তু জাম ছিঁড়ে খাবার সাহস দেখাতে পারলেন না, খেয়ে সারা পৃথিবীতে যারা আপনার subscriber তারা দেখে বুঝতে পারতো এই গুজব শুধু মাত্র গুজব,
ভালোবাসা অবিরাম সুমন ভাই 💝💝🥰💕❤️
সুমন ভাই আপনার উপস্থাপনা সত্যিই খুব প্রশংসনীয়, আপনি অনেক বড় TH-camr হোন এই কামনা সর্বদাই করি।
অফুরন্ত ভালোবাসা রইলো ভারত থেকে❤❤❤❤❤❤❤❤
Our beautiful & idyllic The Republic Of India 🇮🇳❤
ধন্যবাদ ভাই আপনার মাধ্যমে আমরা ঘরে বসে এতো সুন্দর পৃথিবীর দৃশ্য দেখতে পারি।
ভাই আমাদের কিশোরগঞ্জ আসেন
কিশোরগঞ্জের ঐতিহ্য পাগলা মসজিদ শোলাকিয়া ঈদ গা মাঠ ও ঈঁশাখার বাড়ি নরসুন্দা নদ নিকলি বেরিবাদ বালিখোলা ইটনা মিটামইন হাওর
হাওরের তাজা মাছ আরো অনেক কিছু।
বড় ভাই,,, একি জেলার ভাই,,,,
আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব ভাই বুঝতে পারছি না,,❤️
আমি কেরেলা না যেয়ে ওও কেরেলা ভ্রমণ করে ফেললাম আপনার জন্য✌️
যদি সম্ভব হই ভারত বর্ষের প্রতিটি প্রদেশ আপনে দেখাবেন ইনশাআল্লাহ
পুরোনো স্মৃতি ফিরে এলো। ধন্যবাদ সুমন ❤️yes কেরালা অনেক শহরের থেকেই পারিচ্ছন্ন।
দাদা.. ভিডিও'র ৫৭ সেকেণ্ডে ও ২২ মিনিটে যে মাছ টি দেখালেন ওটা আমাদের এখানে আঞ্চলিকতায় "আমাদি" বা "আমুদে" মাছ বলে ★★ যাক্.. এই ভাবে গোটা পৃথিবী ঘুরে আমাদের কে ঘরে বসে মনোরঞ্জন দেবেন, ভালো থাকবেন দাদা। শামিম ভাই/কোলকাতা। আর.. হ্যাঁ.. কোলকাতায় এলে আমার বাড়িতে আসার আমন্ত্রন জানালাম।
সুমন ভাই আপনার ভিডিও যত দেখি তত বেশি মগ্ধ হয়
ইন্ডিয়া যাওয়া আমার অনেক ইচ্ছা আছে জুম্মা কাশ্মীর আর মুম্বাই 🇧🇩🇳🇪🥰
Thik ase asun ami gure dekhabo
Amar bari india Assam
I Love My India ❤️
Jumma na
চলে আসেন।
কেরালায় যে জায়গায় ঘুরতে গিয়েছিলেন নাম হলো তিরুবনতপুরম্। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন।
আপনি খুব সুন্দর করে ভিডিও গুলো দেখান বিভিন্ন জায়গার। অনেক দিন ধরে আপনার ভিডিও গুলো দেখে আসছি। খুবই ভালো লাগে।
ধন্যবাদ। সত্যি নতুন ও বাস্তব অভিজ্ঞতা।
খুব ভালো লাগলো সুমন। তোমার সঞ্চালন ও বিশ্লেষণ দারুন ইচ্ছে করছে তোমার সঙ্গে ঘুরে বেড়াই
আসুন দাদা, একসাথে ঘুরিফিরি
খুব ভালো লাগলো ভিডিওটি দাদা ধন্যবাদ ভাই আপনাকে আপনি ভালো থাকবেন সবাই 🇮🇳🌹🌷🌷🇦🇪🙏
ভাই আপনার উপস্থাপনা অত্যান্ত মনোমুগ্ধকর 💞 অসাধান।
Suman is an unique youtuber, my best wishes always there for you, God bless you n your family 🙏
ভারতের এমন সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের কারণেই হয়তো আমার ভারতের প্রতি অন্যরকম ভালোলাগা কাজ করে,, সত্যি কথা বলতে ভারতের স্ট্রিট ফুড আর প্রাকৃতিক সৌন্দর্য গুলাই আমারে ভারতের প্রতি অন্যরকম ভালোলাগার কারণ , কখনো সুযোগ হয়ে অবশ্যই ভারত ঘুরে দেখমু
Always welcome to India
Kerala is the land of coconut and coconut trees.Very beautiful vlog.From India West Bengal.🙂🇮🇳🇧🇩
আপনার উপস্থাপনা গুলো খুবই ভালো হয়, আপনার কথা বলার ধরন খুবই চমৎকার। এজন্যই আপনার প্রোগ্রামগুলো নিয়মিত দেখি।
ধন্যবাদ অসাধারণ ভিডিও উপহার দেওয়ায় সুমন ভাই ❤️❤️❤️❤️
আমি এখন কেরালায় আছি সত্যি কেরালা খুব সুন্দর একটি জায়গা
প্রিয় সুমন ভাই 💕🥀
আপনার ভিডিও তে এক মুহূর্তের জন্যও থাকার খুব ইচ্ছা
জানিনা সেটা আদৌ হবে কি না
আপনার ভিডিও দেখে মুগ্ধতায় ভরে যায় আমার অশান্ত মন
সুমন ভাইয়ের ভিডিও মানে JUST অসাধারণ💖💖💖
স্বপ্নের মতো একটা জয়গা এই কেরেলা। এ বছরে ইনশা-আল্লাহ যাব এবছরে...
সুমন ভাই ঢাকার বাসায় আপনার দাওয়াত রইল...
দাওয়াত গ্রহণ করলে খুবই খুশি হতাম...🥰
আমার দেশের বাসা সোনাতলা উপজেলা...
Assalamualaikum, I really wanted to see the video of the state of Kerala. Thank u so much brother. From Toronto.
সালাহউদ্দীন ভাইয়ের লাাল গাড়ীতে করে কেরালা ভ্রমন খবই চমৎকার। আলহামদুলিল্লাহ 🌏🇧🇩
As always excellent combination of background classical music, narratives and nature...best wishes brother Sumon ...
খুব সুন্দর ভিডিও। দেখার মত জায়গা কেরেলা।
Really it's a lovely place. Kerala is a so beautiful place. It's so clean city and the natural environment is really amazing.
ভাইয়া সত্যি জানি এই সব জায়গায় যাওয়ার সোভাগ্যে কখনো আমাদের হবেনা কিন্ত আপনার মাধ্যমে দেখার সোভাগ্যে হলো।
আমরা যারা যাইতে পারি না তাদের জন্য সুমন ভাই এর ভিডিও ভরসা। সুন্দর একটা ভিডিও।
কেরেলায় যাবো একদিন ইন শা আল্লাহ।অনেক দিনের ইচ্ছে❤
Weldon brother,from tripura 🇮🇳
মনে বুঝবার খমতা থাকলে ভাষা কোন বেপার না। আমি যখন সৌদি আসছি তখন ওদের কথা শুনে আমি ভাবতাম। কি ভূল করলাম। সৌদি কেন আসলাম
আলহামদুলিল্লাহ এখন আমার পাঁচ বছর চলে যাচ্ছে।
পাকিস্তান দেশটাকে আপনার ক্যামেরায় তুলে ধরেন অনেক সুন্দর জায়গা আছে দেখার মতো
~কাটু তোর আব্বার দেশে গেলে সে ফিরে আসতে পারবে তো সেই ভয়েই য়ায় না
দক্ষিণ ভারতের সৌন্দর্য উপভোগ করার মতো তবে আপনার ভিডিও দেখানো টা খুব সুন্দর
আলহামদুলিল্লাহ,আল্লাহ পাক রাব্বুল আলামিনের সৃষ্টি কতই না সুন্দর! 🥰
না জানি স্বয়ং আল্লাহ পাক রাব্বুল আলামীন কতই সুন্দর! 🥰🥰🥰
Nice Joke 🤣
😂
এই জীবনে আর যাওয়া হবে কি-না জানি না!? সুমন ভাই আপনার মাধ্যমে এক চির অদেখাকে দেখলাম এবং অজানাকে জানলাম। অসাধারণ আপনার ভিডিওগুলো! ভালো থাকবেন শরীরে ও মনে। 💝
শুধু কেরালা সুন্দর ভাবে নিজ হাতে গড়েন নাই গোটা বিশ্ব জগত। আল্লাহ নিজে কুরআনে বলেছেন আমার দুনিয়া ভ্রমণ করো এবং দেখো, I am from 🇮🇳 Assam
Andh Namazi Spotted
আল্লাহ না ভাই, ঈশ্বর সৃষ্টি করেছেন।
সুমন ভাই এক কথায় বলতে গেলে অসাধারন