ঘরে বসেই বানিয়ে নিন পারফেক্ট ''চিকেন নাগেটস'' | Easy Homemade KFC/ McDonalds Chicken Nuggets Recipe
ฝัง
- เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024
- Learn how to make delicious Chicken Nuggets with a special preservation method in this easy recipe video. Perfect for a tasty snack or meal!
চিকেন নাগেটস বানানো খুবই সহজ আর মজাদার। বাচ্চারা থেকে শুরু করে বড়োরা সবাই এই টেস্টি স্ন্যাক্স খুব পছন্দ করে। আসুন দেখি কিভাবে বানাবেন এই দারুন রেসিপিটি।
উপকরণঃ
মুরগির বুকের মাংস - ৫০০ গ্রাম (ছোট টুকরো করে কাটা)
ডিম - ২ টা
ময়দা - ১ কাপ
ব্রেড ক্রাম্বস - ২ কাপ
লবণ - স্বাদমতো
গোলমরিচ গুঁড়ো - ১ চা চামচ
রসুন বাটা - ১ চা চামচ
আদা বাটা - ১ চা চামচ
তেল - ভাজার জন্য
প্রণালিঃ
প্রথমে মুরগির টুকরোগুলো ধুয়ে পরিষ্কার করে নিন।
মুরগির টুকরোগুলোতে লবণ, গোলমরিচ গুঁড়ো, রসুন বাটা, এবং আদা বাটা মিশিয়ে মেরিনেট করে নিন ৩০ মিনিটের জন্য।
একটি পাত্রে ময়দা নিন, আরেকটি পাত্রে ডিম ফেটিয়ে রাখুন, এবং তৃতীয় পাত্রে ব্রেড ক্রাম্বস রাখুন।
মেরিনেট করা মুরগির টুকরোগুলো আগে ময়দায় গড়িয়ে নিন, তারপর ডিমে ডুবিয়ে নিন, এবং শেষে ব্রেড ক্রাম্বসে মুড়িয়ে নিন।
একটি প্যানে তেল গরম করুন। তেল গরম হয়ে গেলে মুরগির টুকরোগুলো হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিন।
মচমচে চিকেন নাগেটস তৈরি! টমেটো সস বা পছন্দের কোনো ডিপের সাথে পরিবেশন করুন।
আশা করি রেসিপিটি পছন্দ হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না!
Keywords:
চিকেন নাগেটস রেসিপি, সহজ চিকেন রেসিপি, মচমচে চিকেন নাগেটস, Bengali chicken nuggets, সহজ স্ন্যাক্স রেসিপি, বাচ্চাদের পছন্দের রেসিপি, Chicken recipe Bengali, বাঙালি রেসিপি, Crispy chicken nuggets, Homemade chicken nuggets, মুরগির নাগেটস, Quick chicken snacks, Fry chicken nuggets, Chicken snacks for kids.
Yummy
Thank you❤❤
আমার ছেলের অনেক পছন্দের একটা খাবার। দেখে মনে হচ্ছে অনেক মজা হয়েছে।
অনেক ধন্যবাদ তোমাকে❤❤ ভাগ্নিকে বাসায় নিয়ে আসিও। বানিয়ে খাওয়াবো।।
চমৎকার রেসিপি❤❤
দারুন রেসিপি ❤❤
ভিডিওটি সম্পূর্ণ দেখে তোমার পরিবারের চলে আসলাম তুমি আমার পরিবার এসো 🧡