আয়রন মুক্ত পরিষ্কার পানির জন্য নিজের সেট করে ফেলুন In-Line Water Purifier

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 พ.ย. 2021
  • আয়রন মুক্ত পরিষ্কার পানির জন্য নিজের সেট করে ফেলুন In-Line Water Purifier
    অধিকাংশ বাড়িতেই পানিতে আয়রন এক বড় সমস্যার। আয়রন যুক্ত পানি ব্যবহার ও পান করার কারণে বিভিন্ন সমস্যার তৈরি হয়।
    পানিতে থাকা এই আয়রন দূর করার জন্য অনেক ব্যয়বহুল ফিল্টার ব্যবহার করার প্রয়োজন হয়। কিন্তু যদি এই ইন-লাইন ফিলটার সেট করে নেই তাহলে খুব সহজেই আয়রন মুক্ত পানি পেতে পারি। আর এই ফিল্টার দামের খুব কম ও মেইনটেইনেন্স খরচ ও কম।
    এই ভিডিওতে In-Line ফিল্টার সম্পর্কে বিস্তারিত ও সেট আপ সম্পর্কে বলা হয়েছে। আশা করছি আপনাদের ভাল লাগবে ।
    ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করতে পারেন।
    আর আমাদের পূর্বের অন্য সকল ভিডিওর মত DIY ভিডিও নিয়মিত দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।
    ধন্যবাদ।
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 102

  • @shahangur3221
    @shahangur3221 2 ปีที่แล้ว +1

    ভাল লাগলো

    • @ihsanmediabd
      @ihsanmediabd  8 หลายเดือนก่อน

      ধন্যবাদ ভাই। আশা করছি আমাদের অন্যন্যা ভিডিওগুলোর ভাল লাগবে।

  • @itube7277
    @itube7277 ปีที่แล้ว

    Good video.

  • @MK_Helal_Ahmed
    @MK_Helal_Ahmed ปีที่แล้ว +2

    informative video ছিলো ❤

    • @ihsanmediabd
      @ihsanmediabd  8 หลายเดือนก่อน

      ধন্যবাদ ভাই

  • @avnikahossain2843
    @avnikahossain2843 2 ปีที่แล้ว +2

    Amr gram er bari Pani besi vlo na ayta use korle ki Pani use Korte parbo?

    • @ihsanmediabd
      @ihsanmediabd  8 หลายเดือนก่อน

      জ্বী এটার পানি সরাসরি ব্যবহার করতে পারবেন, তবে এটার পানি সরাসরি না খাওয়াই ভাল। কারন এটাদিয়ে একেবারে ন্যানো পার্টিকেল ও জীবাণু দূর হয়না।

  • @user-mv3be1py7p
    @user-mv3be1py7p 22 วันที่ผ่านมา

    Eigula ki asholei kaj kre skin er holud bhab dur krbe?

    • @ihsanmediabd
      @ihsanmediabd  19 วันที่ผ่านมา

      ভাই স্কিনের হলুদ ভাব দূর করবে কিভাবে। এটা পানির আয়রন ও ময়লা দূর করবে।

  • @user-ih5ec2my1x
    @user-ih5ec2my1x 4 หลายเดือนก่อน

    Vai ei filter er pani diye ranna kora jbe ki

    • @ihsanmediabd
      @ihsanmediabd  3 หลายเดือนก่อน

      জ্বী ভাই, আমাদের বাড়িতেও এটার পানি দিয়েই রান্না করা হয়। তবে পানিতে যদি অত্যধিক পরিমান আয়রন বা ময়লা থাকে তাহলে রান্না না করাই ভাল হবে।

  • @rockyhossain
    @rockyhossain 2 ปีที่แล้ว

    এই পদ্ধতিতে কি সঙ্গে সঙ্গে পানি পরিষ্কার হয়ে বের হবে.?

    • @ihsanmediabd
      @ihsanmediabd  8 หลายเดือนก่อน

      জ্বী, স্বাভাবিক পানির নলের মতই।

  • @saima209
    @saima209 18 วันที่ผ่านมา

    এলবো টা কত ইনৃচির ছিলো?

  • @adamazad7205
    @adamazad7205 2 ปีที่แล้ว +1

    ভাই pp হাউজিং টা কথায় পাওয়া যায়?

    • @ihsanmediabd
      @ihsanmediabd  8 หลายเดือนก่อน

      যেকোন পানির ফিল্টারের দোকানে খোজ করে দেখতে পারেন অথবা দারাজ বা যেকোণ অনলাইন শপে পাবেন।

  • @eshatanvi7555
    @eshatanvi7555 ปีที่แล้ว +3

    ভাইয়া আমরা নতুন ফ্ল্যাটে শিফট করেছি...একদম স্বচ্ছ পরিষ্কার পানির জন্য এই ফিল্টার গুলোর মধ্যে কোন ব্রান্ড এর ফিল্টার টি বেশি ভালো হবে আর আনুমানিক মূল্য কতো হবে জানালে অনেক অনেক উপকৃত হতাম। আর এই ফিল্টার গুলো থেকে সরাসরি পানি নিয়ে পান করা যাবে কিনা?? ... রিপ্লাই করবেন প্লিজ!💖

    • @sm.tahmid2331
      @sm.tahmid2331 ปีที่แล้ว +1

      পানি পান করার জন্য নাকি ব্যাবহার?

    • @ihsanmediabd
      @ihsanmediabd  8 หลายเดือนก่อน

      ভাই আমি তো ফিল্টার বিক্রির সাথে জড়িত নই। আবার আমি সব ফিল্টার ব্যবহারও করিনাই, তাই কোনটা ভাল হবে সেই বিষয়ে বলতে পারলাম না। তবে এটা দিয়ে প্রায় সচ্ছ পানি পাবেন, কিন্তু এটা থেকে সরাসির পানি পান না করাই ভাল হবে। কেননা এটা শুধু পানি থেকে ছোট বড় বিভিন্ন অপদ্রব্য দূর করে। কোন জীবাণু বা একেবারে ন্যানো পার্টিকেল দূর করেনা।

  • @ArifulIslam-uw8uu
    @ArifulIslam-uw8uu ปีที่แล้ว +2

    কোথায় থেকে কিনবো ভাই

    • @ihsanmediabd
      @ihsanmediabd  8 หลายเดือนก่อน

      যেকোন পানির ফিল্টারের দোকানে খোজ করে দেখতে পারেন অথবা দারাজ বা অনলাইন থেকেও অর্ডার করতে পারবেন

  • @rajibkhan4443
    @rajibkhan4443 ปีที่แล้ว +1

    Vai thikana den amar akta lagbe

    • @ihsanmediabd
      @ihsanmediabd  8 หลายเดือนก่อน

      ভাই আমার পরিচিত দোকান তো নেই। তবে আপনি পানির ফিল্টারের দোকান গুলোতে পাবেন, আর অনলাইন থেকেও অর্ডার করতে পারবেন। আর ঢাকা গুলিস্তান স্টেডিয়াম মার্কেটে ফিল্টারের দোকান গুলাতে পাবেন

  • @shopnosharashobuj737
    @shopnosharashobuj737 3 หลายเดือนก่อน +1

    মটরের মাধ্যমে যে ট্যাংকিতে পানি ডুকে যেই ডুকার মাঝে কি এই ফিল্টার ব্যবহার করা যাবে পরামর্শ চাচ্ছি

    • @ihsanmediabd
      @ihsanmediabd  2 หลายเดือนก่อน

      না ভাই, ওই লাইনে ব্যবহার করলে চাপে ফেটে যাবে। ওইখানে ব্যবহারের জন্য আরো বড় সাইজের পাওয়া যায়।

  • @nasimmia3256
    @nasimmia3256 ปีที่แล้ว +1

    ভাই একটা আমার লাগবে

    • @ihsanmediabd
      @ihsanmediabd  8 หลายเดือนก่อน

      আপনার আশেপাশের পানির ফিল্টারের দোকানে খোজ করে দেখুন, আশা করি পেয়ে যাবেন। আপনি চাইলে অনলাইন থেকেই অর্ডার করতে পারবেন।

  • @humairayesmin1863
    @humairayesmin1863 ปีที่แล้ว +1

    ভাই এই পিপি হাউজিং গুলো কোথায় পাবো আমি ঢাকা রায়েরবাজার এলাকায় থাকি

    • @homaunkovir1439
      @homaunkovir1439 ปีที่แล้ว +1

      দারাজ ও ফেইসবুক মার্কেট প্লেইসে এ পাবেন

    • @ihsanmediabd
      @ihsanmediabd  8 หลายเดือนก่อน

      যেকোন পানির ফিল্টারের দোকানে খোজ করে দেখতে পারেন। আর গুলিস্তান স্টেডিয়াম মার্কেট এর প্রায় অনেক দোকানেই পাবেন

  • @zubaerhossainkhan9173
    @zubaerhossainkhan9173 ปีที่แล้ว +1

    এটা কোন দোকান গুলাতে পাওয়া যায় আর নাম কি।

    • @ihsanmediabd
      @ihsanmediabd  8 หลายเดือนก่อน

      সাধারনত পানির ফিল্টারের দোকানেই পাওয়া যায়। আপনি চাইলে অনলাইন থেকেই অর্ডার করতে পারবেন। এগুলাকে ইন-লাইন ফিল্টার/সিঙ্গেল ফিল্টার হাউজিং বিভিন্ন নামে পরিচিত।

  • @sadiamitu7638
    @sadiamitu7638 ปีที่แล้ว +1

    Vaia amr barir pani ekdom lal.... Etto airon...egula clean hobe eita te?

    • @qalbcentre1445
      @qalbcentre1445 ปีที่แล้ว +1

      Area name plz

    • @ihsanmediabd
      @ihsanmediabd  8 หลายเดือนก่อน

      জ্বী আশা করি ক্লিন হবে।
      সাধারণত পানির ফিল্টারের দোকানেই পাওয়া যায়। আপনি চাইলে অনলাইন থেকেই অর্ডার করতে পারবেন।
      এগুলাকে ইন-লাইন ফিল্টার/সিঙ্গেল ফিল্টার হাউজিং বিভিন্ন নামে পরিচিত।

    • @ihsanmediabd
      @ihsanmediabd  8 หลายเดือนก่อน

      এগুলাকে ইন-লাইন ফিল্টার/সিঙ্গেল ফিল্টার হাউজিং বিভিন্ন নামে পরিচিত।

  • @mdkobirmiha8399
    @mdkobirmiha8399 ปีที่แล้ว +1

    কোথায় পাওয়া যাবে।

    • @ihsanmediabd
      @ihsanmediabd  8 หลายเดือนก่อน

      যেকোন পানির ফিল্টারের দোকানেই পাওয়া যায়। আপনি চাইলে অনলাইন থেকেই অর্ডার করতে পারবেন।

  • @mithunmondol2722
    @mithunmondol2722 2 ปีที่แล้ว +2

    কত লিটার পানি দিবে

    • @ihsanmediabd
      @ihsanmediabd  7 หลายเดือนก่อน

      নির্ভর করবে পানির কোয়ালিটির উপর

  • @user-kp5xy7hl9c
    @user-kp5xy7hl9c 2 หลายเดือนก่อน

    এটা কি ট্যংকের সাথে সেটআপ করা যাবেে?

    • @ihsanmediabd
      @ihsanmediabd  2 หลายเดือนก่อน

      না ভাই, ট্যাংকের সাতে ব্যবহার করার জন্য এগুলার বড় সাইজের পাওয়া যায়।

  • @rituislam2032
    @rituislam2032 ปีที่แล้ว +1

    এগুলি কোথায় পাবো? আর নাম কি, একটু ডিটেইলস বলতেন। আমার উপকার হতো।

    • @gsempirey7675
      @gsempirey7675 ปีที่แล้ว

      Daraz ai paye jaben

    • @ihsanmediabd
      @ihsanmediabd  8 หลายเดือนก่อน

      যেকোন পানির ফিল্টারের দোকানেই পাওয়া যায়। আপনি চাইলে অনলাইন থেকেই অর্ডার করতে পারবেন।

  • @guljerali9259
    @guljerali9259 11 หลายเดือนก่อน +1

    এ কার্টিসটা যখন অনেক ময়লা হয়ে যায়। পরিস্কার করার পদ্ধতি কিভাবে

    • @ihsanmediabd
      @ihsanmediabd  8 หลายเดือนก่อน

      সাধারন পানিতে হালকা ভাবে ধুয়ে নিলেই হবে।

  • @mirmamun6071
    @mirmamun6071 2 ปีที่แล้ว +1

    Ei piltar ta amar lagbe vai

    • @ihsanmediabd
      @ihsanmediabd  2 ปีที่แล้ว

      আপনি যদি ঢাকা থাকেন তাহলে ফিল্টারের দোকান গুলোতে খোজ করে দেখুন পাবেন। অন্যথায় দারাজ থেকে অর্ডার করতে পারেন। তবে অর্ডার করার আগে মূল্য যাচাই ও সেলারের সাথে চেটিং করে বিস্তারিত নিশ্চিত হয়ে নিবে।

  • @giasuddin289
    @giasuddin289 ปีที่แล้ว +2

    কোথায় পাবো

    • @ihsanmediabd
      @ihsanmediabd  8 หลายเดือนก่อน

      সাধারণত পানির ফিল্টারের দোকান গুলোতে পাবেন। আর অনলাইনেও থেকেও সহজেই অর্ডার করতে পারবেন

  • @obukprithibi4667
    @obukprithibi4667 ปีที่แล้ว +3

    একটা ফিল্টার কত দিন ব্যবহার করা যায়?

    • @jonakiwatertreatmentpoint2778
      @jonakiwatertreatmentpoint2778 ปีที่แล้ว +1

      1-3 mas

    • @ihsanmediabd
      @ihsanmediabd  8 หลายเดือนก่อน

      নির্ভর করবে পানির কোয়ালিটির উপর। পানিতে যদি বেশি কাঁদা ও আয়রন থাকে তাহলে তারাতারি পরিবর্তন করতে হবে। আর কম হলে বেশিদিন ব্যবহার করতে পারবেন। তবে আপনি ব্যবহার করলেই বুঝবেন পরিবর্তনের সময় হলে এটার পানির গতি অনেক কমেযায়

  • @farjanaaktherakhi8515
    @farjanaaktherakhi8515 4 หลายเดือนก่อน

    ভিতরের যে ফিল্টারটি আয়রনে ভরে গেলে চেঞ্জ করতে হয় সেটার ভালো মানেরগুলার দাম কতো এবং বাজারে কি বলে কিনতে হবে?

    • @ihsanmediabd
      @ihsanmediabd  3 หลายเดือนก่อน

      পিপি ফিল্টার বললেই দোকানী বুঝে ।

  • @lizuahmed9396
    @lizuahmed9396 2 ปีที่แล้ว +5

    ভাই আমি নিয়েছি কিন্তু আয়রন মুক্ত হয়নি, পানি ১০-১৫মিনিট রাখলে পানি হলুদ রং ধারন করে।

    • @ihsanmediabd
      @ihsanmediabd  2 ปีที่แล้ว +2

      এমন হওয়ার কথা নয় ভাই, আমিঃ প্রায় ১ বছরের বেশি ব্যবহার করছি এমন হয় না। আপনি ভিতরে যেই কার্টিস টা আছে ওইটা পালটে দেখুন।

    • @user-fp3um3nf5l
      @user-fp3um3nf5l ปีที่แล้ว

      ভাই আপনার মোবাইল নাম্বার টা দেন।
      আমি আপনাকে বলছি কি কারণে হলুদ হচ্ছে

  • @khadijaakter1754
    @khadijaakter1754 2 ปีที่แล้ว +1

    ভাই,এই ফিল্টারগুলোকে কি ফিল্টার বলে? আর এগুলো কোথায় পাওয়া যাবে?

    • @jonakiwatertreatmentpoint2778
      @jonakiwatertreatmentpoint2778 ปีที่แล้ว

      vari kada moyla

    • @ihsanmediabd
      @ihsanmediabd  7 หลายเดือนก่อน

      ইন লাইন ওয়াটার ফিল্টার, সিঙ্গেল হাউসিং ফিল্টার।

  • @user-be5mk7ku3i
    @user-be5mk7ku3i 2 ปีที่แล้ว

    কোথায় পাওয়া যাবে ভাই।।

    • @ihsanmediabd
      @ihsanmediabd  2 ปีที่แล้ว +1

      পানির ফিল্টার বিক্রি করে এমন দোকানে খোজ করলে পেতে পারেন। অনলাইনে দারাজে পাবেন।

    • @shamimara3249
      @shamimara3249 11 หลายเดือนก่อน

      ভাইয়া রিজেনেবল প্রাইজে কোথায় পাবো ? ?

    • @shamimara3249
      @shamimara3249 11 หลายเดือนก่อน

      সাথে সাথেই কি পরিস্কার পানি পাবো, প্লিজ জানান ভাইয়া😊

  • @RuhulAmin-km3zz
    @RuhulAmin-km3zz 2 ปีที่แล้ว +1

    ভাই অামার পানিতে অারসেনিক অাছে
    এইটা লাগালে কি পানি পান করা যাবে

    • @mdtoriqulislam449
      @mdtoriqulislam449 ปีที่แล้ว

      Na

    • @common_sense_supreme
      @common_sense_supreme ปีที่แล้ว

      আর্সেনিক দূর করতে হলে দামি RO ফিল্টার লাগবে। 6-7 হাজার টাকা দাম। আর পিউরিট এর আছে 18 হাজার থেকে শুরু।

    • @ihsanmediabd
      @ihsanmediabd  7 หลายเดือนก่อน

      না ভাই এটার পানি সরাসরি না খাওয়াই ভাল। কারণ এটা দিয়ে পানির জীবানু বা ন্যানো পার্টিকেল ফিল্টার হয়না। শুধু আয়রন, কাঁদা, বাদি দূর করে পরিষ্কার পানি পাবেন।

  • @mamedicin
    @mamedicin ปีที่แล้ว +2

    একটা কার্টিজ দিয়ে কত লিটার পানি পরিশোধন করা যায়?

    • @jonakiwatertreatmentpoint2778
      @jonakiwatertreatmentpoint2778 ปีที่แล้ว

      6000-9000

    • @ihsanmediabd
      @ihsanmediabd  8 หลายเดือนก่อน

      ভাই এটা ডিপেন্ড করে পানির কোয়ালিটির উপর। আয়রন বেশি হলে দ্রুত ময়লা হয়।

  • @nourinajuba1240
    @nourinajuba1240 ปีที่แล้ว

    Vaiya apni sell kren ?

    • @ihsanmediabd
      @ihsanmediabd  8 หลายเดือนก่อน

      না আপু আমি সেল করিনা। আপনি দারাজে সার্চ করে দেখুন, খুব সহজেই পেয়ে যাবেন।

  • @novembernovember8958
    @novembernovember8958 2 ปีที่แล้ว +1

    কয়দিন যাবে

    • @ihsanmediabd
      @ihsanmediabd  2 ปีที่แล้ว

      পানির কোয়ালিটির উপর নির্ভর করবেন। আমর আনিশ্চিত ভাবে বলতে পারছিনা

  • @babuislam-mx7fm
    @babuislam-mx7fm 26 วันที่ผ่านมา

    কথায় পাব

    • @ihsanmediabd
      @ihsanmediabd  24 วันที่ผ่านมา

      পানির ফিল্টার বিক্রি করে এমন যেকোন দোকানে খোজ করে দেখতে পারেন, অথবা স্যানিটারির দোকানে বললে তারা এনে দিতে পারে।
      আর কোথাও না পেলে দারাজে নিশ্চিত পারেন। সেখান থেকে অর্ডার করতে পারবেন।

  • @Faizur24
    @Faizur24 ปีที่แล้ว

    ১০০% পানি আয়রন মুক্ত হয় কি..?

    • @ihsanmediabd
      @ihsanmediabd  8 หลายเดือนก่อน

      ভাই একেবারে ১০০% এর নিশ্চয়তা তো আমি দিতে পারবো না। তবে আপনি কিনার সময় কার্টিস টা ভাল কোয়ালিটির নিবেন। তাহলে ভাল রেজাল্ট পাবেন।

  • @farhanaafroz6589
    @farhanaafroz6589 ปีที่แล้ว

    আয়রন না এগুলো কাঁদা। ধন্যবাদ।

    • @ihsanmediabd
      @ihsanmediabd  8 หลายเดือนก่อน

      শুধু কাঁদা নয়, কাদার সাথে আরো ছোট বড় বিভিন্ন অপদ্রব্যও থাকে।

  • @faridahmed8644
    @faridahmed8644 ปีที่แล้ว

    ভাই এই পানিটা কি খাওয়া যাবে নাকি শুধু ব্যবহারের জন্য ?

    • @jonakiwatertreatmentpoint2778
      @jonakiwatertreatmentpoint2778 ปีที่แล้ว

      Sudhu Bebohar

    • @ihsanmediabd
      @ihsanmediabd  8 หลายเดือนก่อน

      না ভাই এটার পানি সরাসরি না খাওয়াই ভাল। কারন এটাদিয়ে একেবারে ন্যানো পার্টিকেল ও জীবাণু দূর হয়না।

  • @hmohammadsamim6614
    @hmohammadsamim6614 5 หลายเดือนก่อน

    গোসল করার জন্য কি বেস্ট হবে

    • @ihsanmediabd
      @ihsanmediabd  5 หลายเดือนก่อน

      জ্বী গোসলের জন্য বেষ্ট হবে

  • @MDSUMON-nf7ld
    @MDSUMON-nf7ld ปีที่แล้ว +1

    পানি কম আসতেছে কি করব

    • @jonakiwatertreatmentpoint2778
      @jonakiwatertreatmentpoint2778 ปีที่แล้ว +1

      filter bodol

    • @ihsanmediabd
      @ihsanmediabd  8 หลายเดือนก่อน

      ভিতরের কার্টিজ টা পরিবর্তন করুন। আর পরিবর্তন করতে না চাইলে ফিল্টার খুলে কার্টিজ পরিষ্কার করে আবার ব্যবহার করতে পারবেন।

  • @mominali3057
    @mominali3057 2 ปีที่แล้ว +1

    আপনার দোকানের মোবাইল নামবার দিলে যোগাযোগ করতাম।

    • @ihsanmediabd
      @ihsanmediabd  8 หลายเดือนก่อน

      দুখিত ভাই, আমার দোকান নেই। এটা মিঃ ব্যবহারের জন্যে কিনা। আর সবাইকে জানানোর জন্য ভিডিওটা শেয়ার করেছি।

  • @farhad640
    @farhad640 2 หลายเดือนก่อน

    পানি আয়রন মুক্ত হবে কি??

    • @ihsanmediabd
      @ihsanmediabd  2 หลายเดือนก่อน

      জ্বী ভাই হবে

  • @azazalfaruk4229
    @azazalfaruk4229 10 หลายเดือนก่อน

    শুধু আয়রন নয় বালি এবং মাটিও কি পরিষ্কার হয়ে আসবে?

    • @ihsanmediabd
      @ihsanmediabd  10 หลายเดือนก่อน

      জ্বী পরিষ্কার হবে, তবে সেক্ষেত্রে ভিতরের কার্টিস দ্রুত পরিবর্তন করতে হবে।

  • @AnowarHossain-cb4fn
    @AnowarHossain-cb4fn 7 หลายเดือนก่อน +1

    নাম্বার দেন কথা বলি

    • @ihsanmediabd
      @ihsanmediabd  7 หลายเดือนก่อน

      দুঃখিত ভাই, আমরা এটা বিক্রির সাথে জড়িত নই। অন্য কোন বিষয় জানার থাকলে কমেন্ট করতে পারেন।

  • @user-be5mk7ku3i
    @user-be5mk7ku3i 2 ปีที่แล้ว

    দাম কত ভাই

    • @ihsanmediabd
      @ihsanmediabd  2 ปีที่แล้ว +1

      ভাই দাম সম্পর্কে ভিডিওতে বলা হয়েছে। ভিডিওতে যেটা দেখেছেন এটার দাম ৬৫০ টাকা।