সবজি সিদ্ধ করে পানি ফেলে দেবার ঘটনাটা মানে নিতে পারছি না। ঐ ফেলে দেওয়া পানির সাথে আপনি সব "হেব্বী জোশ" ফেলে দিয়েছেন! সিদ্ধ করার সময় খুব অল্প পানি দিতে পারতেন যা সবজি সিদ্ধের সাথে সাথে শুকিয়ে যেতে পারতো। আমার অন্তত্য তাই মনে হয়েছে। রান্নার স্বাধ যে এখনো "হেব্বী জোশের" তাতে কোনো সন্দেহ নাই যদিও! ধন্যবাদ। ✔👌❤😊
বিদেশে বসে video গুলা দেখে মন ঠান্ডা করি, যদিও same শবজি গুলা এইখানে পাই না, খালি আসে আলু, গাজর, ফুলকপি, বরবটি, চেষ্টা করবো তাও। অনেক অনেক ধন্যবাধ আপনার এই recepie গুলার জন্য। বাংলা চাইনিজ এর সব গুলা রিসিপিএ আমি বানাইসি, অনেক easy আর মজা ছিল।
Fatmah S আসসালামু আলাইকুম আপু । আসলে সবজি আপু সবজি সময়ের জন্য রান্না করতে পারি না । তবে মাংসের চেয়ে অনেক ভাল সবজি খাওয়া । আমরা তো ছেলে মানুষ মাঝে মধ্যে কিছু সবজি আনলে বাসতে বাসতে জান শেষ 😭😭😭😭 এই জন্য বেশি সবজি , ভর্তা, শুটকি এবং টক তরকারি খাইতে ইচ্ছে করলেও খেতে পারি না । দোয়া করবেন দেশে গিয়ে প্রিয় জনদের হাতের রান্না বেশি বেশি করে খেতে পারি । আল্লাহ পাক সবাইকে সুস্থ এবং ভাল রাখুন এই প্রত্যাশা করি । আমিইন
আসালামুআলাইকুম। কেমন আছেন? ... আপনি তো সেই দিনগুলোতে নিয়ে গেলেন , যখন এই ভাজি না থাকলে সকালের নাস্তায় মন বসতো না, সাথে হালুয়া আর পরোটা , কি দারুণ! শোকরান আপানাকে ...
Enjoy Amar Rannaghor ami apnr sob rannai dekhi &like o kori. Kenona apni onk sahoj sundor o pranjol vasai bujia bolen ata amr khub valo lage.kin2 temon akta comment kora hoina.via amr akta request chilo, hoteler jhal roast dekhanor jonno. Asole misti roast sob somoyto khete valo lagena. Tai kindly jodi hoteler jhal roast er recipita den tobe boro upokrito hotam. Allah apnk susto sundor o valo rakhun.
Bhaia, chomotkar ekta recipe. Bashay 1st tym bananor por sobar etto pocchondo hoise j ajk abar ranna korlam... onk onk dhonnobad.... aro onk eirokom valo valo recipe diyen bhaia :)
যতই সাজাই বাড়ি গাড়ি ঘর ছাড়তে হবে কিছু বছর পর, একবার ভেবে দেখোনারে মন যেথায় গিয়ে থাকতে হবে হাজার লক্ষ্য কোটি বছর । কেন এলাম এই ধরাতে ভুলে গেছি আজ , চলছি সদা মন্দ পথে ভুলে শরম লাজ । হাদিস কোরআন পড়িনা সময় নাই নামাজের , আল্লাহকে ভয় করি না ভয় করি সমাজের । একবার ভেবে দেখোনারে মন কি যে হবে মরনেরি পর । সত্য ভুলে মিথ্যার পিছু সময় যাচ্ছে চলে , চিরসত্য মরন কভু আসবেনা যে বলে । একবার ভেবে দেখোনারে মন সঙি তোমার মাটিরি কবর।
tutul rahman আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুললাহি ওয়াবারাকাতুহু । কেমন আছেন ভাইজান? আশা করি আল্লাহর অশেষ কৃপায় পরিবারের সবাইকে নিয়ে খুব ভাল আছেন । ভাল থাকার জন্য মহান আল্লাহর নিকট প্রার্থনা করি, আল্লাহ পাক সবাইকে সুস্থ এবং ভাল রাখুন, এবং আখেরাতের কথা স্মরণ করুন মৃত্যু কে ভয় করুন । আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমানের ভিত্তিতে মৃত্যু বরণ করুন, আমিইন 👐
আসসালামুয়ালাইকুম আঙ্কেল, আশা করছি আপনি সুস্থ ও ভাল আছেন। আপনি একজন অসাধারন ব্যাক্তি,এবং আর অসাধারন ইউটিউবার। আপনি যে বাংলাদেশি হোটেল রান্নার যে সিরিজ টা শুরু করেছেন সেটা অতুলনীয়!!!! আপনাকে অসংখ্য ধন্যবাদ এর জন্য!!! আপনি যেন সবসময় এত ক্রিয়েটিভ আর ভাল থাকেন এই কামনা করছি। আমার একটি ছোট প্রশ্ন ছিল, আপনার বেশ কয়েকটা ভিডিও তে দেখেছি বাদাম বাটার কথা উল্লেখ আছে, কিন্তু কোন বাদামের বাটা তা উল্লেখ করতে হয়ত ভুলে গিয়েছেন,আপনি যদি একটু বলতেন,তাহলে ভাল হত। ধন্যবাদ এবং ভাল থাকবেন।
ওয়ালাইকুম আস সালাম। আসলে যে বাদামই বাতেন না কেন, রান্নায় সব একই ! তবে আমি অর্ধেক কাঁচা চীনা বাদাম আর বাকি অর্ধেক কাঠ + পেস্তা বাদাম বেটে ব্যবহার করি। আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।
আসসালামু আলাইকুম, ভাই,মনে চাইতাছে খাইয়া তামা তামা কইরা লাইতে? দোয়া করবেন, আমি আগামি সপ্তাহে হোটেল ব্যাবসা শুরু করতাছি আর এই সবজি হবে আমার হোটেলের প্রদান আকুষসন।
ওয়ালাইকুম আস সালাম। যদি হোটেলের বাবসা শুরু করেন, তবে ডেসক্রিপশনে যে আরেকটা ভাজির লিঙ্ক আছে, ওটা দেখেন ! ওটা সবচেয়ে মজার ভাজি। আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।
সবজির পানি ফেললে সব ভিটামিনই তো চলে যাবে, থাকলো কি আর? যাইহোক, লকডাউনের শুরুতে অফুরান ছুটি পেয়ে আপনার চ্যানেলের সাথে পরিচয়।৩০/৪০টি রান্না ডাউনলোড করেছি। রেঁধেছিও কিছু কিছু। আমার সাথে আপনার ভিডিও দেখে দেখে আমার বাচ্চা, হাজব্যান্ড আপনার ডায়লগ মুখস্থ করে ফেলেছে,,"হেব্বি জোশ, তামা তামা কইরা খাইবেন"",,হা হা। আর কিছু দিন ওর খেলার অংশই ছিল ব্যালকনির ফুল গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে রেসিপি রেসিপি খেলা,,,পাতা কুটি কুটি করে আপনাদের মতো বলতো। আর আমারও এতো ভালো লেগেছে ফেসবুকে আপনার ভিডিও শেয়ার করে লিখলাম, অসাধারণ এক রন্ধন শিল্পী যে সহজ উপকরণ দিয়ে চমৎকার সব দেশি বিদেশি রান্না করে এবং অন্যদের ঢং ঢাং না করে মজা করে কথা বলে। শুভ কামনা
NAZMA HOSSAIN ওয়াআলাইকুম আসসালাম ওয়ারাহমাতুললাহি ওয়াবারাকাতুহু । ঠিক আছে যদি বানান তাহলে তারিখ টা জানাবেন কেমন ? দাওয়াত দিতে হবে না 😆 😆 😆 😆 😆 দৌড়ে এসে তামা তামা কইরা খাবো ইনশাল্লাহ 😂😂😂😂😂😂😂
না। তিতা হয় নাই ! বাবুর্চি বলেছে যে পোড়ানোর কাছাকাছি ভাঁজতে হবে। উনি তো পাশেই দাড়িয়ে ছিলেন ! সেজন্যই দেখবেন যে হোটেলের ভাজিতে মশলাগুলো পুড়ে কালো কালো হয়ে থাকে ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।
আপনার রেসিপি তো রেসিপি কমেন্ট্রির প্রশংসা না করে পারছিনা। হেভি,জোস ব্যকগ্রাউন্ড। আর সবচেয়ে ভালো লাগে আপনার don't care attitude. না হ্য় বাকিদের ভিডিও দেখলে মনে হ্য় তাদের দেখানো ভাবেই যদি সব খাপেখাপ না হয় তাইলে ফাঁসি।
আমি চাই যে মানুষ বেসিক আইডিয়াটা পাক আর তদের মত করে রান্না করুক। আমার মতো করে করতে হবে কেন ?? তাদের রুচি মতো রান্না করবে। সবার রুচি তো এক না ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।
আপনি চাইলে পানি না ফেললেও পারেন ! আমি তো ওদের রেসিপি দেখালাম। আপনি আপনার মতো করে রান্না করে নিবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।
Vai dhaka shohore kon hotel e ato different type vegi diye......deito ac gada alu pepey r actu onno shobji......ato different vegi quamrul vai ar hotel e deya shomvob.... (namer banan ta ki thick hoyese)....Sohani
জি, বানান ঠিক হইছে ! অনেক মজার ভাজি বেচে, তেজগাও নাবিস্কর উল্টা দিকে যে গলিটা ঢুকেছে, তাতে প্রায় ১০০ গজ গেলেই একটা হোটেল পাবেন, শুধু পরোটা, ভাজি আর মিষ্টি বিক্রি করে। ওটা একবার খেয়ে দেখেন ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।
সবজি সিদ্ধ করে পানি ফেলে দেবার ঘটনাটা মানে নিতে পারছি না। ঐ ফেলে দেওয়া পানির সাথে আপনি সব "হেব্বী জোশ" ফেলে দিয়েছেন! সিদ্ধ করার সময় খুব অল্প পানি দিতে পারতেন যা সবজি সিদ্ধের সাথে সাথে শুকিয়ে যেতে পারতো। আমার অন্তত্য তাই মনে হয়েছে।
রান্নার স্বাধ যে এখনো "হেব্বী জোশের" তাতে কোনো সন্দেহ নাই যদিও! ধন্যবাদ। ✔👌❤😊
বিদেশে বসে video গুলা দেখে মন ঠান্ডা করি, যদিও same শবজি গুলা এইখানে পাই না, খালি আসে আলু, গাজর, ফুলকপি, বরবটি, চেষ্টা করবো তাও। অনেক অনেক ধন্যবাধ আপনার এই recepie গুলার জন্য। বাংলা চাইনিজ এর সব গুলা রিসিপিএ আমি বানাইসি, অনেক easy আর মজা ছিল।
Onek protikkher por pawa gelo recipe ta ter jonno many times thanks bhai .
সবকিছুই পাবেন, একে একে। আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।
Ai recipe tai dorkar chilo
Ami tw majhe majhe kine khai
Recipe ta khub helpful r khub easy ooo
Onek dhonnobad apnake
এবার বানিয়ে খান ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।
আপনার অনেক রেসিপি আমি ট্রাই করেছি। সত্যি হেববি জোশ হয়। ধন্যবাদ।
মাসআললাহ খুব সুন্দর হইছে সবজি ভাজিটা।অনেক মজা তামা তামা করে খাওয়া যাবে।আল্লাহ্ আপনাকে সব সময় ভালো রাখুন সুস্থ রাখুন
তোমাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ তোমাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।
Fatmah S
আসসালামু আলাইকুম আপু ।
আসলে সবজি আপু সবজি সময়ের জন্য রান্না করতে পারি না ।
তবে মাংসের চেয়ে অনেক ভাল সবজি খাওয়া ।
আমরা তো ছেলে মানুষ মাঝে মধ্যে কিছু সবজি আনলে বাসতে বাসতে জান শেষ 😭😭😭😭
এই জন্য বেশি সবজি , ভর্তা, শুটকি এবং টক তরকারি খাইতে ইচ্ছে করলেও খেতে পারি না ।
দোয়া করবেন দেশে গিয়ে প্রিয় জনদের হাতের রান্না বেশি বেশি করে খেতে পারি ।
আল্লাহ পাক সবাইকে সুস্থ এবং ভাল রাখুন এই প্রত্যাশা করি । আমিইন
Ai koi din onak osadaron recipe paici..sob gula perfect chilo..😊🙂Tai anok donnobad Bhai Apnaka..
আপনাকেও অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।
ভুনাখিচুড়ি রান্না করেছিলাম জাকির ভাইয়ার রেসিপি দেখে অনেক মজা হয়েছে ভাই।এই সবজিটাও করব ইনশাআল্লাহ
হোটেলের রান্না আসলেই অনেক সোজা আর মজার ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।
Bhai you’re such a helpful. Onek kichu shikhey nichchi!!
শিখেন ! সিখার শেষ নাই ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।
Enjoy Amar Rannaghor
আপনাকেও আল্লাহ ভাল রাখুন।
মাশাল্লাহহ!
আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইটার হাতের যশ আরো বাড়ায় দেন,আমিন।
আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।
Onk sundor recipe. Sokal a ruti r sathe khaber jonno aro onk vaji r recipe chai
Habby josh hoica...😊😊😊
আসলেই হেব্বি জোশ ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।
আপনার রেসিপি গুলো খুব ভালো লাগে
Wife made this following your exact instruction! Khub moja hoisilo. Thanks Bhai.
habby hoyese vaijan apnake thanks
আপনাকেও অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।
আসালামুআলাইকুম। কেমন আছেন? ... আপনি তো সেই দিনগুলোতে নিয়ে গেলেন , যখন এই ভাজি না থাকলে সকালের নাস্তায় মন বসতো না, সাথে হালুয়া আর পরোটা , কি দারুণ! শোকরান আপানাকে ...
ওয়ালাইকুম আস সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।
Dhonnobad resipe ti dewr jonno sokale banabo
বানান ! কেমন হইছে?? আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।
Thank you via. Ai recipita debar jonno.
আপনাকেও অনেক ধন্যবাদ আমার রান্না দেখার জন্য। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।
Enjoy Amar Rannaghor ami apnr sob rannai dekhi &like o kori. Kenona apni onk sahoj sundor o pranjol vasai bujia bolen ata amr khub valo lage.kin2 temon akta comment kora hoina.via amr akta request chilo, hoteler jhal roast dekhanor jonno. Asole misti roast sob somoyto khete valo lagena. Tai kindly jodi hoteler jhal roast er recipita den tobe boro upokrito hotam. Allah apnk susto sundor o valo rakhun.
Vaijan oshadharon hoiche,
হেব্বি জোশ ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।
হেব্বি জস
আসলেই হেব্বি জোশ ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।
Nice ❤️❤️ Bangladeshi mom vlog
আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।
Bah osthir
হেব্বি জোশ ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।
Bhaia, chomotkar ekta recipe. Bashay 1st tym bananor por sobar etto pocchondo hoise j ajk abar ranna korlam... onk onk dhonnobad.... aro onk eirokom valo valo recipe diyen bhaia :)
অসাধারণ হয়েছে।
হেব্বি জোশ ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।
আপনার বর্ণনার ভংগী টা খুব মজার। তাই, চেষ্টা করি আপনার রেসিপি ব্যবহার করতে।
তাই নাকি ! হেব্বি জোশ তো ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।
Ashallamualaykum vaiya khub lovonio vaji recipe darun hoyese
অনেক সুন্দর
ওয়াও দারুন।
আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।
Onek cool......
হেব্বি জোশ ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।
খুব সুন্দর
আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।
Amar khub favourite tnx
তাই নাকি ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।
Sundor .....👌👌.....🍜🍜.....
আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।
Enjoy Amar Rannaghor thx..
যতই সাজাই বাড়ি গাড়ি ঘর
ছাড়তে হবে কিছু বছর পর,
একবার ভেবে দেখোনারে মন
যেথায় গিয়ে থাকতে হবে
হাজার লক্ষ্য কোটি বছর ।
কেন এলাম এই ধরাতে
ভুলে গেছি আজ ,
চলছি সদা মন্দ পথে
ভুলে শরম লাজ ।
হাদিস কোরআন পড়িনা
সময় নাই নামাজের ,
আল্লাহকে ভয় করি না
ভয় করি সমাজের ।
একবার ভেবে দেখোনারে মন
কি যে হবে মরনেরি পর ।
সত্য ভুলে মিথ্যার পিছু
সময় যাচ্ছে চলে ,
চিরসত্য মরন কভু
আসবেনা যে বলে ।
একবার ভেবে দেখোনারে মন
সঙি তোমার মাটিরি কবর।
ওটাই আসল ঠিকানা কিন্তু ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।
tutul rahman
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুললাহি ওয়াবারাকাতুহু । কেমন আছেন ভাইজান? আশা করি আল্লাহর অশেষ কৃপায় পরিবারের সবাইকে নিয়ে খুব ভাল আছেন । ভাল থাকার জন্য মহান আল্লাহর নিকট প্রার্থনা করি,
আল্লাহ পাক সবাইকে সুস্থ এবং ভাল রাখুন, এবং আখেরাতের কথা স্মরণ করুন
মৃত্যু কে ভয় করুন ।
আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমানের ভিত্তিতে মৃত্যু বরণ করুন, আমিইন 👐
Saif i akdom right bolcen baiya oita amader asol thikana.
আমিন
Saif i Allah jeno amader ke kolema mukhe moron den.Ameen.
অনেক ভাল লাগলো .
আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।
Onk din pore apnar ranna r apnar kotha sune onk valo laglo. Onkiss kortam apnake r apnar ranna ta,, tama tama kore khao sobai hihihi
Thank you via nice.
আপনাকেও অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।
আসসালামুয়ালাইকুম ভাই
খুব সুন্দর মজাদার রেসিপি টা
খুব সহজভাবে শিখিয়ে দিলেন👍
ধন্যবাদ ভাই🌹
valo laglo. try korbo inshaallah
আসসালামুয়ালাইকুম আঙ্কেল, আশা করছি আপনি সুস্থ ও ভাল আছেন। আপনি একজন অসাধারন ব্যাক্তি,এবং আর অসাধারন ইউটিউবার। আপনি যে বাংলাদেশি হোটেল রান্নার যে সিরিজ টা শুরু করেছেন সেটা অতুলনীয়!!!! আপনাকে অসংখ্য ধন্যবাদ এর জন্য!!! আপনি যেন সবসময় এত ক্রিয়েটিভ আর ভাল থাকেন এই কামনা করছি।
আমার একটি ছোট প্রশ্ন ছিল, আপনার বেশ কয়েকটা ভিডিও তে দেখেছি বাদাম বাটার কথা উল্লেখ আছে, কিন্তু কোন বাদামের বাটা তা উল্লেখ করতে হয়ত ভুলে গিয়েছেন,আপনি যদি একটু বলতেন,তাহলে ভাল হত।
ধন্যবাদ এবং ভাল থাকবেন।
ওয়ালাইকুম আস সালাম। আসলে যে বাদামই বাতেন না কেন, রান্নায় সব একই ! তবে আমি অর্ধেক কাঁচা চীনা বাদাম আর বাকি অর্ধেক কাঠ + পেস্তা বাদাম বেটে ব্যবহার করি। আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।
Nice
Amr Onnk Valo laghlo
জোস আর তামা তামা তামা তামা তামা 💛💛👍👍😱😱
এই জন্যই তো কই হোটেল এর ভাজি এত মজা হয় কেমনে 🤔🤔যাই হোক ভাই আপনাকে অনেক ধন্যবাদ ❤️❤️
আপনাকেও অনেক ধন্যবাদ। সুজির হালুয়া পাইছেন?? আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।
Enjoy Amar Rannaghor জি ভাই পাইছি আমি তো কয়দিন আগে দেখেছি কিন্তু আমার মনে নাই 😎আপনাকে ও অনেক ধন্যবাদ ভালো থাকবেন ভাই 💞💞
আসসালামু আলাইকুম,
ভাই,মনে চাইতাছে খাইয়া তামা তামা কইরা লাইতে?
দোয়া করবেন, আমি আগামি সপ্তাহে হোটেল ব্যাবসা শুরু করতাছি আর এই
সবজি হবে আমার হোটেলের প্রদান আকুষসন।
ওয়ালাইকুম আস সালাম। যদি হোটেলের বাবসা শুরু করেন, তবে ডেসক্রিপশনে যে আরেকটা ভাজির লিঙ্ক আছে, ওটা দেখেন ! ওটা সবচেয়ে মজার ভাজি। আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।
Kamrul bhai, if possible ami chicken tikka recipe ta khujchilam, oita diyen . Readymade packet spice na.jei moshla ami ghore banate parbo.thnx apnake.
আচ্ছা, পাবেন ইনশাহ আল্লাহ্। আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।
Vaia AA,
Thank you for the Recipe.
Restaurent r Porata Recipe ta akto diben please. Ai vhaji r shathe heavy josh hobe.☺️
পরাটা টা ওদের খুবই সোজা আর সস্তা রেসিপি ! ওটা পারলে সবার শেষে দিবো। আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।
আসলামু আলাইকুম ভাই আপনার রানার রেসপি ভাল লাগে আপনাদের দু জনের দাওয়াত রইল ??? আমি থাকি হল পুরান ঢাকাই । বাড়ি গাজীপুর !
Khub e Moja ai vaji ta amr husband kheye bolse ami hotel theke kine anesii
Amr abbu o Valo bolse
Zajakaallahu khair,hotel er porotar recipe ta dien . please
হোটেলের পরোটা সবচেয়ে সোজা আর সস্তা পরাটা ! ওটার রেসিপি নামেই সময়ের অপচয় ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।
Excellent hoyeche
Thank u ভাইয়া 💜💜💜💜
আপনাকেও অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।
U r awsome😁😁😁😁😁
তাই নাকি ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন!
Excellent recipe
সবজির পানি ফেললে সব ভিটামিনই তো চলে যাবে, থাকলো কি আর?
যাইহোক, লকডাউনের শুরুতে অফুরান ছুটি পেয়ে আপনার চ্যানেলের সাথে পরিচয়।৩০/৪০টি রান্না ডাউনলোড করেছি। রেঁধেছিও কিছু কিছু। আমার সাথে আপনার ভিডিও দেখে দেখে আমার বাচ্চা, হাজব্যান্ড আপনার ডায়লগ মুখস্থ করে ফেলেছে,,"হেব্বি জোশ, তামা তামা কইরা খাইবেন"",,হা হা। আর কিছু দিন ওর খেলার অংশই ছিল ব্যালকনির ফুল গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে রেসিপি রেসিপি খেলা,,,পাতা কুটি কুটি করে আপনাদের মতো বলতো।
আর আমারও এতো ভালো লেগেছে ফেসবুকে আপনার ভিডিও শেয়ার করে লিখলাম, অসাধারণ এক রন্ধন শিল্পী যে সহজ উপকরণ দিয়ে চমৎকার সব দেশি বিদেশি রান্না করে এবং অন্যদের ঢং ঢাং না করে মজা করে কথা বলে। শুভ কামনা
মোরগ পোলাও রেছেপি টা দিয়েন ভাই
দিবো ইনশাহ আল্লাহ্। আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।
Enjoy Amar Rannaghor আমিন
bhaiya morog polaw r beef tahari recipe ta deyan.
সবই পাবেন ! আজকেই তো বিফ তেহারি দিলাম ! দেখেছেন?? আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।
Nice.
হেব্বি জোশ ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।
Khub valo recipe.
অনেক মজার ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।
ভাল্লাগছে। সবজিও আর আপনার এটিটিউড ও 😁 কিপ ইট আপ
Hebby Joss hoyese
আসলেই হেব্বি জোশ ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।
Thank you Vaiya ,
আপনাকেও অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।
এএঋ
ধন্যবাদ ভাইয়া
আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।
Bhai kon badam diyechen ar baburchir recipe golor jonno onek donnobad
আমি প্রথম না।
নাহ ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।
খুব সুন্দর হইছে
আপনি অষ্টম হইছেন ! হার্ট পাইছেন ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।
Rezowana Rupa তগথতুিপগুচে
Wow excellent vaia....thanks
আপনাকেও অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।
hotel er cheka porota or tana porotar recipe diben please.Thanks.
হোটেলের পরোটা সবচেয়ে সোজা ! ওটার রেসিপি দেওয়া মানেই আপনাদের সময় নষ্ট করা ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।
Excellent akta recipe. Thank you so much bhai.
Badam bata te ki ki badam dilen bhaiya
সমান পরিমান চিনা বাদাম, কাঠ বাদাম আর পেস্তা বাদাম একসাথে বাটা ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।
Thanks bhaiya
হেব্বি জোশ! ভাই কেমন আছেন? শরীর ভালো তোহ?
আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই। আপনি কেমন আছেন? আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।
Khub bhalo banalen tto sabji !!!!!
Stay blessed brother !!!!
Az kintu ami first
জি ! ঠিক কইছেন ! আপনি প্রথম হইছেন ! হার্ট পাইছেন ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।
সবজির কালার দেখে সাবক্রাইব করলাম ভাই
special vaji dekhte chai
Great job. Healthy
হেব্বি জোশ ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।
1st like this time... he he...
তাই নাকি ! আপনি সপ্তম হইছেন ! হার্ট পাইছেন ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।
Assalamualycum vai. Insallah banabo. Allah apnader k valo rakuk
NAZMA HOSSAIN
ওয়াআলাইকুম আসসালাম ওয়ারাহমাতুললাহি ওয়াবারাকাতুহু ।
ঠিক আছে যদি বানান তাহলে তারিখ টা জানাবেন কেমন ? দাওয়াত দিতে হবে না 😆 😆 😆 😆 😆 দৌড়ে এসে তামা তামা কইরা খাবো ইনশাল্লাহ 😂😂😂😂😂😂😂
NAZMA HOSSAIN amar pora hoise.Tumi delete korte paro
ওয়ালাইকুম আস সালাম। বানান। পছন্দমত সবজি দিয়েন। আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।
Amazing...😊thank u for recipie
Vai ki badem use koren
আমি অর্ধেক চীনা বাদাম আর অর্ধেক পেস্তা + কাঠ বাদাম দিয়েছি ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।
আচ্ছা কামরুল ভাই পাচঁ ফোড়ন টা যে এতক্ষণ ভাজলেন তিতা হয় নি? নাকি আঁচ কমিয়ে ভাজলেন
না। তিতা হয় নাই ! বাবুর্চি বলেছে যে পোড়ানোর কাছাকাছি ভাঁজতে হবে। উনি তো পাশেই দাড়িয়ে ছিলেন ! সেজন্যই দেখবেন যে হোটেলের ভাজিতে মশলাগুলো পুড়ে কালো কালো হয়ে থাকে ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।
It looks very yummy. Brother
জি, মজার সবজি ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।
Thanks for your contribution Bhaiya !
আপনাকেও অনেক ধন্যবাদ আমার রান্না দেখার জন্য। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।
আপনার রেসিপি তো রেসিপি কমেন্ট্রির প্রশংসা না করে পারছিনা। হেভি,জোস ব্যকগ্রাউন্ড। আর সবচেয়ে ভালো লাগে আপনার don't care attitude. না হ্য় বাকিদের ভিডিও দেখলে মনে হ্য় তাদের দেখানো ভাবেই যদি সব খাপেখাপ না হয় তাইলে ফাঁসি।
আমি চাই যে মানুষ বেসিক আইডিয়াটা পাক আর তদের মত করে রান্না করুক। আমার মতো করে করতে হবে কেন ?? তাদের রুচি মতো রান্না করবে। সবার রুচি তো এক না ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।
Wow so yummy
হেব্বি জোশ ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।
Thanks
আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।
Bah
আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।
দারুন
কতকেজিৰাজিৰসাথেকত টুক মসলা দিতে হৰে ,ৰাই
Apnar recipe amr oneck valo lage .
Hotel style to oneck recipe delen akhon aktu hotel style vorta recipe dele valo hoto.
বাহ বাহ
Vaiya baccader tiffin er jonno easy kichu recepi den .plz plz plz
সবজি রান্না অনেক সুন্দর হইছে ভাই,কিন্তু একটা কথা সবজি সিদ্ধ করে পানি ফেলে দিলে তো ভিটামিন সব চলে যাবে,অল্প করে পানি দিয়ে সেটা পরে ব্যবহার করা যাবেনা?
আপনি চাইলে পানি না ফেললেও পারেন ! আমি তো ওদের রেসিপি দেখালাম। আপনি আপনার মতো করে রান্না করে নিবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।
👍👍👍
Ki badam bata dibo bhaia.
ভাইয়া..আমি হোটেলের আলু ভাজিটা চাচ্ছিলাম....এই রেসিপিতে কি শুধু আলু দিয়ে ভাজি করলে সেইম হবে?
না ! আলু তো পানি ছাড়ে না ! আর হোটেলে তো সাধারণত শুধু আলু আর ভাজি করে না ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।
Vai dhaka shohore kon hotel e ato different type vegi diye......deito ac gada alu pepey r actu onno shobji......ato different vegi quamrul vai ar hotel e deya shomvob.... (namer banan ta ki thick hoyese)....Sohani
জি, বানান ঠিক হইছে ! অনেক মজার ভাজি বেচে, তেজগাও নাবিস্কর উল্টা দিকে যে গলিটা ঢুকেছে, তাতে প্রায় ১০০ গজ গেলেই একটা হোটেল পাবেন, শুধু পরোটা, ভাজি আর মিষ্টি বিক্রি করে। ওটা একবার খেয়ে দেখেন ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।
সরিষা বাটা কি শুধু সরিষা নাকি লবন , মরিচ দিয়ে বেটে নেয়া ? ভাইয়া ।
শুধু সরিষা ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।
ভাই টিককা কাবাব রেসিপি যদি বানাতেন
সবই পাবেন ইনশাহ আল্লাহ্। আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।
It's really yummy
জি, বেশ মজার ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।
Last a j bagar dilen. Oita na korle hobena??
তাহলে সুঘন্ধ গবে না তো ! ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন!
Nice.... Doa roilo.
আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।
সবজিগুলো প্রথমে কি আধা সেদ্ধ করবো?
Nice 👍👍👍