এত বড় গাছ বাঁচানো মুশকিল তবু চেষ্টা করে দেখা যেতে পারে গোড়ার মাটি অনেকটা তুলে ফেলে ফিউরাডন বলে যে দানা ওষুধ পাওয়া যায় সেটা প্রায় আড়াইশো গ্রাম গোড়ায় ছড়িয়ে জল দিতে হবে।
Dada amar potol ar jomi acha 2 bigha borsa ta potol gach ar kando, potol a, gachar sakor a haja o pocha rog laga acha kono oshud a kaj hoccha na.... Jodi kono somadhan bola dan tahola khub upokar hoba amar...
এই মিশ্রণটি ড্রাগন গাছের গোড়াও দেয়া যাবে তবে যেহেতু এখন ফুল আসছে তাই এখন স্প্রে করবেন না।এতে ড্রাগন গাছের গোড়া পচা রোগ বা শিকড় পচা রোগ দূর হবে। তাই বর্ষার শুরুতে ও বর্ষার শেষে একবার ড্রাগন গাছের গোড়ায় দিতে পারেন।
দাদা, আমার টবের কতবেল গাছে নিমাটোর হয়ে ছিল। আমি গাছটার শিকড় কেটে রি পটিং করে দিয়ে ছিলাম,প্রায় একমাস আগে। এবং ডাল গুলো শুকিয়ে যাচ্ছে দেখে কেটে ফাঙ্গিসাইট লাগিয়ে দিয়েছি। কিন্তু সমস্যা হচ্ছে গাছের ডাল এবং কাঁটা কালো হয়ে যাচ্ছে।গাছটা এখনো বেঁচে আছে। কিন্তু আমার মনে হচ্ছে গাছটা ধিরে ধিরে মরে যেতে পারে।এই অবস্থায় কীভাবে গাছটা কে বাঁচাতে পারবো,যদি দয়া করে একটু বলে দেন, খুব উপকার হয়। গাছটার জন্য মনটা খুব খারাপ হয়ে আছে।🙏🙏
প্রতি লিটার জলে পাঁচগ্রাম ফিটকিরি দিয়ে একবার দেখুন ফাঙ্গিসাইড দিয়ে নিমাটোড দূর করা যায় না।এর৭ দিন পর কারবো ফিউরান 3G গ্রুপের দানাদার কীটনাশকব্যবহার করতে হবে মোটামুটি কুড়িগ্রামের মতো।
দারুন
অসংখ্য ধন্যবাদ💐💐
Fitkiri and tute Hardware Dukane paben
জবা ফুল গাছে ব্যবহার করা যাবে ?
অবশ্যই করা যায় তবে তুঁতে খুব বেশি ব্যবহার করা যাবে না বছরে দুবার ব্যবহার করা যাবে
Hare Krishna Khub Upokari Video Dada Bhalo Thakben
হরে কৃষ্ণ এভাবে আমাদের সাথে থাকুন
দারুণ গুরুত্বপূর্ণ ভিডিও এটি। আশাকরি সবাই উপকৃত হবেন। আপনাকে অনেক ধন্যবাদ 🙏
অনেক অনেক ধন্যবাদ।এই ভাবে পাশে থাকার অনুরোধ জানাই।
খুব উপকারী এবং সময়োপযোগী প্রতিবেদন 👌👌
Very helpful video. Thanks a lot.
Thank you very much 💐
সময়োপযোগী ভিডিওর জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি এধরণের আরো ভিডিও দিয়ে আমাদের উপকার করে যাবেন। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।
অনেক অনেক ধন্যবাদ এভাবে আমাদের সঙ্গে থাকুন।
very interesting video
সেলুন থেকে কেউ ফিটকিরি কিনবেন না, এটা পাওয়া যাবে মসলার দোকানে।
Useful information.Thank you.
খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছেন দাদা।
ধন্যবাদ
@@versatilegardener স্বাগতম।
very informative ❤
Thanks 💐
দাদা বলছি তুঁতে আর চুন মিশিয়ে ফাঙ্গি সাইট তৈরি করা যাবে
অবশ্যই বানানো যাবে এই ভিডিওতে সেই কথা বলা আছে।
দশকরমার দোকানে পাওয়া যাবে
মুদিখানার দোকানে পেয়ে যাবেন
ফিটকিরি কত পরিমান মাটির গাছে দিতে হবে।
হাফ চা চামচ প্রতি লিটার জল
Tute kothay pabo, ki dokane paoya jay
মুদিখানার দোকানে পেয়ে যাবেন
বড়ো মুদিখানার দোকানে
Alum ki mango r lemon plant use kora jabe
তুঁতে ও চুন ব্যবহারের দশ দিন পর আমরা ফিটকিরি ব্যবহার করতে পারি
@@versatilegardener ok amar asole aam r lemon gach ache tai jiggas korlam dewa jabe kina
Dada bordo mixture ei monsoon season kotodin interval use kora jabe
আকাশ পরিষ্কার থাকলে তবেই ব্যবহার করবেন মেঘলা আকাশে ব্যবহার করা যাবে না। মোটামুটি মাসে একবার করে ব্যবহার করলেই হবে।
বেল ফুল গাছের ওপর সমভনধে বলুন।
ঠিক আছে। ধন্যবাদ💐💐
Go on😮
Thanks 💐
Nice video
Thanks 💐🌹
জবা বা অনান্য ফুল গাছে দেওয়া যাবে
দেওয়া যাবে তবে তবে তুঁতে ও চুন বর্ষায় একবার তারপর শীতের শুরুতে একবার দেবেন। আর ফিটকিরি প্রতি মাসে একবার দিতে পারেন।
@@versatilegardener ঠিক আছে আমি ফিরিয়ে দেবো ধন্যবাদ আপনাকে
আমি বুঝতে পারলাম না কি ফিরিয়ে দেবেন
আমাদের বাড়িতে ৩০-৪০ ফুট লম্বা বেলগাছ শুকিয়ে যাচ্ছে। দয়া করে একটু পরামর্শ দেবেন প্লিজ।
এত বড় গাছ বাঁচানো মুশকিল তবু চেষ্টা করে দেখা যেতে পারে গোড়ার মাটি অনেকটা তুলে ফেলে ফিউরাডন বলে যে দানা ওষুধ পাওয়া যায় সেটা প্রায় আড়াইশো গ্রাম গোড়ায় ছড়িয়ে জল দিতে হবে।
@@versatilegardener অনেক ধন্যবাদ দাদা। চেষ্টা করে দেখবো কি হয়।
Dada amar potol ar jomi acha 2 bigha borsa ta potol gach ar kando, potol a, gachar sakor a haja o pocha rog laga acha kono oshud a kaj hoccha na....
Jodi kono somadhan bola dan tahola khub upokar hoba amar...
Bristi komle gacher gorar mati sariya prati liter jole 3 gm.redomill gold fungicide sathe 1 gm.prati liter jole plantomycin misiye gorai dhalun ar gache amister top fungicide spray korun.
দাদা ড্রাগন ফলের gache কি ভাবে ব্যাবহার করাজাইকিনবাজাবেনাবলবেন
এই মিশ্রণটি ড্রাগন গাছের গোড়াও দেয়া যাবে তবে যেহেতু এখন ফুল আসছে তাই এখন স্প্রে করবেন না।এতে ড্রাগন গাছের গোড়া পচা রোগ বা শিকড় পচা রোগ দূর হবে। তাই বর্ষার শুরুতে ও বর্ষার শেষে একবার ড্রাগন গাছের গোড়ায় দিতে পারেন।
সবজি গাছে দেওয়া যাবে???
না সবজি গাছে না দেওয়াই ভালো।
Fitkari koto gram debo
5 গ্রাম প্রতি লিটার জলে।
দাদা ফুলের গাছ টবের মাটিতে কতোদিন পর পর দেবো ফিট কারী কেননা জৈব ও রাসায়নিক সার তো দিতে হয় তাই
মাসে একবার
খুবই উপযোগী প্রতিবেদন। কিন্তু এই তুঁতে কোথায় পাওয়া যায় যদি বলেন খুবই উপকৃত হব। উত্তরের অপেক্ষায় রইলাম।
মুদিখানার দোকানে পেয়ে যাবেন
দশ কর্মার দোকানে পাবেন
এই মিশ্রণে মিনিবাগ মরে যাবে তো...
না
এটা কি ঘেঁষের টবে ব্যবহার করা যাবে?
ফটকিরি ব্যবহার করা যাবে তুঁতে ব্যবহার না করাই ভালো
দাদা অনেক সাদা মনের মানুষ। বাংলাদেশ থেকে অনেক শুভঃ কামনা।
অনেক অনেক ধন্যবাদ এভাবেই সাথে থাকুন 💐💐
তুঁতে কোথায় পাব
মুদিখানার দোকানে পেয়ে যাবেন
🙏🙏🙏
Thanks 💐💐
Dada amar tober matite tricoderma , pseudomonus deya ache ami ki ei mixture use korte pari
না, দরকার নেই
ফটকিরি বছরে কতবার দেওয়া যাবে?
ফুলের গাছে প্রতিমাসে একবার দেওয়া যাবে ফলের গাছের ক্ষেত্রে দু তিন মাস ছাড়া ছাড়া
তুতে কোথায় কিনতে পাওয়া যায়?
মুদিখানার দোকান অথবা দশকর্মা ভান্ডারে।
দাদা, আমার টবের
কতবেল গাছে নিমাটোর হয়ে ছিল। আমি গাছটার শিকড় কেটে রি পটিং করে দিয়ে ছিলাম,প্রায় একমাস আগে। এবং ডাল গুলো শুকিয়ে যাচ্ছে দেখে কেটে ফাঙ্গিসাইট লাগিয়ে দিয়েছি। কিন্তু সমস্যা হচ্ছে গাছের ডাল এবং কাঁটা কালো হয়ে যাচ্ছে।গাছটা এখনো বেঁচে আছে। কিন্তু আমার মনে হচ্ছে গাছটা ধিরে ধিরে মরে যেতে পারে।এই অবস্থায় কীভাবে গাছটা কে বাঁচাতে পারবো,যদি দয়া করে একটু বলে দেন, খুব উপকার হয়। গাছটার জন্য মনটা খুব খারাপ হয়ে আছে।🙏🙏
প্রতি লিটার জলে পাঁচগ্রাম ফিটকিরি দিয়ে একবার দেখুন ফাঙ্গিসাইড দিয়ে নিমাটোড দূর করা যায় না।এর৭ দিন পর কারবো ফিউরান 3G গ্রুপের দানাদার কীটনাশকব্যবহার করতে হবে মোটামুটি কুড়িগ্রামের মতো।
কিন্তু দাদা এই তুঁত জগাড় করা বেশ কঠিন, কোনো দোকানে পাচ্ছিনা
আমাদের এখানে মুদিখানা দোকানে পেয়ে যাই একটু চেষ্টা করে দেখুন পেয়ে যাবেন।
বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে দেয়া যাবে
বৃষ্টি একটু থামলে দিন
1 লিটার জলটা কতগুলো টবে দেবো
10 ইঞ্চি হলে কতটা 12 ইঞ্চি হলে কতটা তারও বেশি হলে কতটা
@indrajitdas1736 250-300 ml.
লেবু গাছে সবে ফুল এর গুটি এসছে, এখন কি স্প্রে করা যাবে এই মিশ্রণ?
করা যাবে কোন অসুবিধা নেই
@@versatilegardener ❤️অসংখ্য ধন্যবাদ🤝
বকবক কম করলে বেশি subsপাবেন
Thanks 💐
Very helpful ❤❤
thanks