@@moriomakter6563 আমার ম্যানশন এখানে মুসলমান আর ধর্মীয় বলতে ইসলাম ধর্ম-ই বুঝানো হয় ,, আপনি হয়তো জানেন পৃথিবীতে ধর্ম একটাই তা হচ্ছে ইসলাম ,, আর বাকি যে গুলো আছে সেগুলো হচ্ছে জাত শ্রেণি - ইত্যাদি তথ্য সূত্র ডক্টর জাকির নায়ক...! ✍️✍️
@@arifulislamshanto5091 আল্লাহই তো আমাদেরকে ভাষা শিক্ষা দিয়েছেন।আল্লাহ সব ভাষাই বুঝেন। বাংলাতে আরবি শব্দ সঠিকভাবে উচ্চারন করা যায়না। সেজন্য আরবি শব্দ আরবিতেই সঠিকভাবে উচ্চারন করতে হবে।আরবিতে এমন কিছু শব্দ আছে যেগুলো সঠিকভাবে উচ্চারণ না করলে অর্থের পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে।এছাড়াও "তাজবিদের" নিয়ম অনুযায়ী কুরআনের আয়াতগুলো বাংলাতে সঠিকভাবে উচ্চারণ করা যায় না। আর এসব কারণেই কুরআন আরবিতে সঠিকভাবে পাঠ কারতে হবে।
ধন্যবাদ, চ্যানেল ২৪। এই ভাইদের সাক্ষাৎকার হয়তো অন্য কোন টেলিভিশন চ্যানেল নিত না। এর কারণ হিসেবে তারা বলতো যে, এই হুজুর কুসংস্কারপূর্ণ কথাবার্তা বলছেন কিন্তু আদতে যে তার জীবনে ঘটে যাওয়া কথাগুলো সেই ব্যক্তি বলছে, অন্যসব টেলিভিশন চ্যানেল এটা বিশ্বাসই করত না। ধন্যবাদ চ্যানেল ২৪ কে এরকম একটি আয়োজন উপস্থাপন করার জন্য।
@@MustafaChowdhury-bo6bl আল্লাহর কালাম পবিত্র কুরআনে কারীম যেখানে পড়ানো হয় তারা সেখানেই পড়তে যায়। স্কুলে শুধুমাত্র ইসলামি সাব্জেক্ট পড়ানো হয়না, আরো অনান্য সাব্জেক্টও পড়ায় স্কুলে। বাকি সাব্জেক্ট গুলো তাদের প্রয়োজন নাই তাই তারা পড়েনা
আমি ইউটুবে গান শুনাই,, সবাই শুনো,, ১৮০০++ সদস্য্য হলো, আরো অনেক দূরজেতে চাইই,, আর ভালো লাগলে দয়ায়া করে এই বোনের চেনেলেরর সদস্য হও ❤️🇧🇩🇧🇩। বাংলাদেশের বরিশাল থেকে শুভকামনা অবিরাম
আমি ইউটুবে গান শুনাই,, সবাই শুনো,, ১৮০০++ সদস্য্য হলো, আরো অনেক দূরজেতে চাইই,, আর ভালো লাগলে দয়ায়া করে এই বোনের চেনেলেরর সদস্য হও ❤️🇧🇩🇧🇩। বাংলাদেশের বরিশাল থেকে শুভকামনা অবিরাম
বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হিসেবে ,,এবং যেভাবে আমাদের দেশের হাফেজ রা বিশ্বের বিশ্ব সেরা হয়ে দেশে ফিরতেছেন, এতে উচিৎ নয় কি আমাদের দেশে আন্তর্জাতিক মানের কোরআন প্রতিযোগিতা আয়োজন করা সরকারিভাবে আপনারা কি একমত আমার সাথে,,,, আপনারা কি চান বাংলাদেশে আন্তর্জাতিক মানের কোরআন প্রতিযোগিতার আয়োজন করা হোক,, 🇧🇩🇧🇩
Subhan Allah ❤️❤️❤️ Bhai je kono amol korar age jene niben Rasul sallelahu alaihe Wa sallam er Sunnah motabek Kina, jodi na hoy upokar theke opokar beshi, Iman chole jete pare kuf'r hole tai Sunnah Kina jachai korben insha Allah, ami Sunnah motabek ekta dua jani ja Rasul sallelahu alaihe Wa sallam er Sunnah o Bolesen, asha kori upokritto hobe o Allah SWT r upor kritoggota prokash korben o Sunnah motabek cholbe,, Ameen DUA FOR PAIN IN BODY It is recommended to put your hand on the site of the pain when reciting this next supplication. Reference is Sahih Muslim 2202. “Place your hand at the place where you feel pain in your body and say, ‘Bismillah’ (in the name of Allah) three times and seven times while wiping the area each time, ‘A’udhu billahi wa qudratihi min sharri ma ajidu wa uhadhiru‘ (I seek refuge with Allah and with His Power from the evil (pain) that I find and that I fear).”
@@Alhamdulillah1111 Sir, if any non-muslim do the same, who is sufferings from kidney problem, will it work? eager to know your reply. Sir, I have subscribed to your channel, if it releases my pain, then it is ok, otherwise, I will not believe any religion.
@@engrpks Brother Salam(peace) to you, "In the Name of Allah, the Beneficent, the Merciful" in my life i get always Help from Allah SWT because i try to live the way of Allah SWT and try to Satisfied him, you can do the same then i m sure you will get Help too but if you make angry to Allah SWT and wish Help that is not fair and justice, you have to trust in Allah SWT 100% that only Allah SWT an Help you and solve your all problem also, think if some one hurt you and asking to get Help, will you Help? But Allah SWT has big Mercy even we are doing wrong always and doing rubbish and dirty things but Allah SWT forgive us and give lots of things in our life what is seen and unseen, if you believe or not believe any religion its depend to you but i m as a Muslim i believe Islam is only Allah SWT, s deen, deen does not means religion, deen means the full way of life to Satisfied Allah SWT, not as like other religion that sometimes pray and sometimes busy by different things themself, i request you plz shower first and Read Al Quran and ask to Allah SWT Help you and guide you the way Allah SWT can Satisfied to you, keep your heart clean and soft when you will do it then you will feel by Heart you have connection with Allah SWT then tell to Allah SWT that you are Kind and Merciful plz Help me i m sure Allah SWT will Help you because Allah SWT love we Creature only pray and ask Allah SWT always and we surrender to Allah SWT and satisfied Allah SWT, very simple you need first good relation with your Creator Allah SWT and satisfied him also love and Respect other human who are Allah SWT, s Creature only sake of Allah SWT, lots of things very hard to explain you here even if i talk with you it takes many days better you read Al Quran and learn and Islam and ask to Allah SWT Direct by your heart then surely Allah SWT Help you and solve your problem but remember to be fair and justice and nice and kind, be wise and smart never be foolish yourself that if you don,t get Help then don,t believe and religion, just you need to belive only Islam and follow Islam to connection with Allah SWT and good relation with Allah SWT and satisfied him then Allah SWT will Satisfied you and solve your all problem, remember one thing we need Allah SWT, s Help but Allah SWT does not need our Help because we live in this world Power and Mercy by Allah SWT, take care and Help yourself just try to follow what i requested or adviced to you for your good life not for myself, yes i try to Help others coz its a Good deeds to Satisfied Allah SWT nothing else, be happy
আমি ইউটুবে গান শুনাই,, সবাই শুনো,, ১৮০০++ সদস্য্য হলো, আরো অনেক দূরজেতে চাইই,, আর ভালো লাগলে দয়ায়া করে এই বোনের চেনেলেরর সদস্য হও ❤️🇧🇩🇧🇩। বাংলাদেশের বরিশাল থেকে শুভকামনা অবিরাম
দ্রুত মাথাব্যথা থেকে মুক্তি পেতে এ দোয়া পড়া-لَا يُصَدَّعُونَ عَنْهَا وَلَا يُنزِفُونَ উচ্চারণ: লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। অর্থ: যা পান করলে তাদের শিরপীড়া হবে না এবং বিকারগ্রস্তও হবে না। (সুরা ওয়াক্বিয়া : আয়াত ১৯)
@@krishnakishore3254আমার আম্মুর মামার সাথেও ঘটেছিল এমনই এক ঘটনা। রাতে একদিন ঘুমাতে যাওয়ার সময় আম্মুর মামাকে জ্বিন বলেছিল তুমি ঘুমাও আমি লাইট বন্ধ করে দিবনি। কিন্তু আম্মুর মামা সেইদিন ঘুমায় নাই আর জেগেই ছিল। এইদিকে জ্বিন ভাবছে সে হয়তো ঘুমাইছে। তাই সে তার হাত লম্বা কইরা লাইট বন্ধ করছে। এইদিকে মামা এইটা দেখে অনেক চিৎকার চেচামেচি করতেছিল। কিন্তু জ্বিন তাকে বারবার বুঝানোর চেষ্টা করতেছিল যে সে তার কোন ক্ষতি করবে না। সে এখানে পড়ালেখা করতে এসেছে। পড়ালেখা শেষে চলে যাবে। এরপর কি ঘটছিল তা মনে নাই আম্মু অনেক আগে বলেছিল ঘটনার কথা। তবে এর পর মেবি আম্মুর মামার চিৎকারে সবার আসার আগেই জ্বিন চলে গেছিল।
Al-Waqi'ah 56:19 لَّا يُصَدَّعُونَ عَنْهَا وَلَا يُنزِفُونَ Bengali - Fozlur Rahman যা পান করলে তাদের মাথাব্যথাও হবে না, নেশাও লাগবে না। Bengali - Tafsir Abu Bakr Zakaria সে সুরা পানে তাদের শিরঃপীড়া হবে না, তারা জ্ঞানহারাও হবে না--- [১] [১] يُصَدَّعُوْنَ শব্দটি صدع থেকে উদ্ভুত। অর্থ মাথা ব্যথা। দুনিয়ার সুরা অধিক মাত্রায় পান করলে মাথাব্যথা ও মাথাঘোরা দেখা দেয়। জান্নাতের সুরা এই সুরা-উপসর্গ থেকে পবিত্র হবে। [ফাতহুল কাদীর কুরতুবী] আর يبزفون এর আসল অর্থ কুপের সম্পূর্ণ পানি উত্তোলন করা। এখানে অর্থ জ্ঞানবুদ্ধি হারিয়ে ফেলা, বা বিরক্তি বোধ করা। মহান আল্লাহ জান্নাতবাসীদের যে সমস্ত পানীয় দ্বারা সম্মানিত করবেন তন্মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে, সুরা। কিন্তু সেগুলো কখনো দুনিয়ার মদের মত হবে না। দুনিয়ার মদ বিবেক নষ্ট করে, মাথা ব্যথা সৃষ্টি করে, পেট ব্যথার উদ্রেক করে, শরীর অসুস্থ করে, রোগ-ব্যাধি টেনে আনে। [ফাতহুল কাদীর] মহান আল্লাহ বলেন, “তাদেরকে ঘুরে ঘুরে পরিবেশন করা হবে বিশুদ্ধ সুরাপূর্ণ পাত্রে শুভ্ৰ উজ্জ্বল, যা হবে পানকারীদের জন্য সুস্বাদু। তাতে ক্ষতিকর কিছু থাকবে না এবং তাতে তারা মাতালও হবে না।” [সূরা আস-সাফফাত:৪৫-৪৭] অন্য আয়াতে বলেছেন, “মুত্তাকীদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেয়া হয়েছে তার দৃষ্টান্তঃ তাতে আছে নির্মল পানির নাহর, আছে দুধের নহর যার স্বাদ অপরিবর্তনীয়, আছে পানকারীদের জন্য সুস্বাদু সুরার নহর, আছে পরিশোধিত মধুর নহর।” [সূরা মুহাম্মদ:১৫] তাছাড়া সেটা পান করে তারা জ্ঞানহারাও হবে না। আবার পান করতে বিরক্তি বোধও হবে না। বলা হয়েছে, “তারা তাতে মাতালও হবে না” [সূরা আস-সাফফাত:৪৭] আলোচ্য সূরার আয়াতেও সে সুরার গুণাগুণ সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়ে বলা হয়েছে, “তাদের সেবায় ঘোরাফিরা করবে চির-কিশোরেরা, পানপত্র, কুজা ও প্রস্রবণ নিঃসৃত সুরাপূর্ণ পেয়ালা নিয়ে, সে সুরা পানে তাদের শিরঃপীড়া হবে না, তারা জ্ঞানহারাও হবে না। [সূরা আল-ওয়াকি'আহ: ১৭-১৯] ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, দুনিয়ার মদের চারটি খারাপ গুণ রয়েছে। মাতলামী, মাথাব্যথা, বমি ও পেশাব। পক্ষান্তরে জান্নাতের সুরা এগুলো থেকে সম্পূর্ণ পবিত্র থাকবে। [কুরতুবী] অন্য আয়াতে মহান আল্লাহ জান্নাতের সুরা সম্পর্কে বলেন যে, “তাদেরকে মোহর করা বিশুদ্ধ পানীয় হতে পান করানো হবে; ওটার মোহর মিসকের, এ বিষয়ে প্রতিযোগীরা প্রতিযোগিতা করুক।” [সূরা আল-মুতাফফিফীন: ২৫-২৭] কুরআন অ্যাপ পেতে : gtaf.org/apps/quran #GreentechApps
@@MustafaChowdhury-bo6bl ওরা শুধু মাএ কোরআন শিক্ষা নেওয়া জন্য মানুষের রুপ ধারন করে মাদ্রাসায় ছাত্র হয়ে প্রবেশ করে যদি ওরা বুঝতে পারে ওরা যে জিন এটা কেউ জেনে গেছে তাহলে আর থাকে না চলে যায় নিজের দেশে মানুষের মধ্যে যেমন ভালো মন্দ আছে তেমন জিন দের মধ্যেও ভালো মন্দ আছে
@@MustafaChowdhury-bo6bl আপনি মনে হয় সমস্যায় আছেন ভাই। আল্লাহ আপনাকে সমস্যা থেকে রক্ষা করুক এবং সঠিক বুঝ দান করুক আমিন। কারণ, লক্ষ করলাম আপনি শুধু এই প্রশ্ন এই লাইন টাই সবার কমেন্টে গিয়ে করতেছেন। বেসিক্যালি আপনি বিব্রান্তি ছড়ানোর চেষ্টা করতেছেন। আপনি একটু ভাবে থাকতে চাইতেছেন কিন্তু উল্টা আলগা মডার্ন হয়ে গেছেন
@@MustafaChowdhury-bo6bl আল্লাহর কালাম পবিত্র কুরআনে কারীম যেখানে পড়ানো হয় তারা সেখানেই পড়তে যায়। স্কুলে শুধুমাত্র ইসলামি সাব্জেক্ট পড়ানো হয়না, আরো অনান্য সাব্জেক্টও পড়ায় স্কুলে। বাকি সাব্জেক্ট গুলো তাদের প্রয়োজন নাই তাই তারা পড়েনা। আমরা সবাই জানি এবং একটি ইউনিভার্সাল ট্রুথ এইযে, পবিত্র কুরআনে কারীম শুধুমাত্র মানবজাতির জন্য নয় বরং সমগ্র জগতের জন্য রহমত স্বরুপ। এটি সারা জাহানের গ্রন্থ। তাই জ্বীনেরাও পবিত্র কুরআন পড়বে এটিই স্বাভাবিক
Assalamu alaikum wa rahmatullahi obaraka tuhu! Baki dua Gulo janale Valo hoto shamoshai porle amol kora keto. Amin Jaan te chachi aro kyekti dua r Kotha .
@Razia_Munni কারণ তারা মৃত্যুর পরের জীবনের ইলম শিখতে আসে। স্কুল কলেজে তোহ শুধুমাত্র দুনিয়াবি জ্ঞানে ডুবন্ত। যেমনঃ আপনিও এই অতি সামান্য বিষয় টাও বুঝতে পারলেন নাহ্। আফসোস।
@@sadiafatema7672 হুম সেটাই ভাবছি । ঔষধ, ভ্যাকসিনও সব এরকম আমেরিকায় আবিষ্কার হয়, মেডিকেল প্রযুক্তি গুলাও। ওগুলো আবার ঠিকাছে। ভূয়া শুধু মহাকাশ গবেষণা । নিজের প্রয়োজনে সরাসরি সেগুলোর সুফল ভোগ করা যায় তো, তাই ওগুলো ঠিক আছে। 😄
আমি দোয়া করি সবার যেন জ্বিনের সাথে দেখা হয়, ভাল মানুষের সাথে ভাল জ্বিনের, খারাপ মানুষের সাথে ও ভাল জ্বিনের দেখা হয়, খাারপ মানুষের সাথে ভাল জ্বিনের দেখা হলে সে তার কোন ক্ষতি করবেনা কিন্তু খারাপ জ্বিনের সাথে দেখা হলে তাকে মেরে ফেলবে। তাই দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সব ধর্মের মানুষকে ভাল জ্বিনের সাথে দেখা করিয়ে দিক।
আমি ইউটুবে গান শুনাই,, সবাই শুনো,, ১৮০০++ সদস্য্য হলো, আরো অনেক দূরজেতে চাইই,, আর ভালো লাগলে দয়ায়া করে এই বোনের চেনেলেরর সদস্য হও ❤️🇧🇩🇧🇩। বাংলাদেশের বরিশাল থেকে শুভকামনা অবিরাম
আলহামদুলিল্লাহ এমন ঘটনা অনেক ঘটে, আমাদের বাড়ির মসজিদের ইমাম সাহেব যখন ছাত্র ছিলো, তখন উনার সাথেও একজন জ্বীন মানুষের ছদ্দবেশে লেখাপড়া করতো, উনি এটা অনেকদিন পর বুঝতে পারে। আর জ্বীনদের মধ্যেও কিছু ভালো জ্বীন আছে যারা আল্লাহর ইবাদত করে,আবার কিছু শয়তান আছে যারা মানুষের হ্মতি করে। আল্লাহ তায়ালা মানুষ এবং জীন জাতিকে বানিয়েছেন একমাত্র আল্লাহ তায়ালা র ইবাদত করার জন্য, এ কথা সবাই জানেন। তাই এই ঘটনা আসলেই সত্যি এটাও অবিশ্বাসের কিছু নাই।
আলহামদুলিল্লাহ আমি গর্বিত ,, আমি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত আমার শিক্ষা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষা...! 💪💪
ইসলাম ধর্মীয় শিক্ষা শিক্ষিত,
@@moriomakter6563 আমার ম্যানশন এখানে মুসলমান আর ধর্মীয় বলতে ইসলাম ধর্ম-ই বুঝানো হয় ,, আপনি হয়তো জানেন পৃথিবীতে ধর্ম একটাই তা হচ্ছে ইসলাম ,, আর বাকি যে গুলো আছে সেগুলো হচ্ছে জাত শ্রেণি - ইত্যাদি তথ্য সূত্র ডক্টর জাকির নায়ক...! ✍️✍️
4 bochor onek deri,beche thakba kina tar guarantee ki
Alhamdulillah Val vaiya
@@moriomakter6563 v.
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ
‘আমার এবাদত করার জন্যই আমি মানব ও জিন জাতি সৃষ্টি করেছি।’ (সুরা যারিয়াত : আয়াত ৫৬
جزاك الله
আল্লাহ অবশ্যই জ্বীন এবং মানুষকে সৃষ্টি করেছেন কেবল মাত্র তাহার ইবাদতের জন্য।
Amean
Allah hu akbar
আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য । এই টা কুরআনের আয়াত
@@Theatg531 আয়াত নাম্বার কত
Right 👍
....ঐ ব্যক্তি কতোই না উত্তম
যে রবের প্রিয় হতে পেরেছে ❣️...
সুরা: আল-ওয়াক্বিয়া
আয়াত নং :-19
لَّا يُصَدَّعُونَ عَنْهَا وَلَا يُنزِفُون
একটু বাংলা উচ্চারণ লিখে দিবেন প্লিজ?
লা ইউসদ্দাউনা আনহা ওয়ালা ইউনজীফুন
উচ্চরণ: ইউসাদ্দা ‘ঊনা’ আনহা-ওয়ালা ইউনঝিফূন।
@@babusheikh3669 ভুল হয়েছে আপনার
প্রায় প্রতিটি বড় মাদ্রাসায় এমন জিনের বাচ্চারা পড়তে আসে
জিনের মধ্যে যেমন খারাপ আছে তেমন ভালো আছে ❤️
😅😅😅😅😅
Right
🤣
আমি জ্বীন, আমিও মাদ্রাসায় পড়ছি,কিছুদিন আগে জ্বীনের বাদশার মেয়ে বিলকিসকে বিয়ে করছি।
😆😆😆
মুসলিম হলে অবশ্যই আমাদের জিন বিশ্বাস করতে হবে।
Acca
facked
Mc
কুরআনের সূরা জ্বীনে তাদের কথা বর্নিত আছে
তাই অস্বীকার করার কিছু নাই যে জ্বীন আছে
@@avoidazizul9517 চ্যানেল শুধু তাদের trp বাড়ানোর জন্য এধরনের কাজ করে থাকে।
মাদ্রাসায় জ্বীনেরা আগে থেকেই পড়াশোনা করে এটা নতুন কিছু না।আল্লাহ্ জ্বীন ও মানুষকে ওনার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন।
Ginra school a Porte voi pai keno ?
@@MustafaChowdhury-bo6bl tui jiga ja
@@MustafaChowdhury-bo6bl জ্বীনরা পড়তে আসলে তো কুরআন হাদিসই শিখবে। বাংলা ইংরেজি পড়ার কোনো দরকার আছে ওদের? স্কুলে পড়ে কি করবে ওরা
@@MustafaChowdhury-bo6bl স্কুলের পড়াশুনা জ্বীনের কোন কাজে আসবে না।
@@mdmominkhan6649 কেন?
এই খানে যে দোয়াটির কথা বলা হলো তাঃ
" লা ইউ সাদ্দাউনা আনহা ওয়ালা ইউন জিফুন"৭ বার পাঠ করে দুই বার দুরদে ইব্রাহিম পাঠ করবেন।
বাংলায় পাঠ করলে হবে???
@@arifulislamshanto5091 না। আরবিতে সঠিকভাবে পাঠ কারতে হবে।🙂
@@user--n কেনো বাংলা কি আল্লাহতায়ালা বুঝেন না???নাকি জ্বিন বুঝে না??
@@arifulislamshanto5091 আল্লাহই তো আমাদেরকে ভাষা শিক্ষা দিয়েছেন।আল্লাহ সব ভাষাই বুঝেন।
বাংলাতে আরবি শব্দ সঠিকভাবে উচ্চারন করা যায়না। সেজন্য আরবি শব্দ আরবিতেই সঠিকভাবে উচ্চারন করতে হবে।আরবিতে এমন কিছু শব্দ আছে যেগুলো সঠিকভাবে উচ্চারণ না করলে অর্থের পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে।এছাড়াও "তাজবিদের" নিয়ম অনুযায়ী কুরআনের আয়াতগুলো বাংলাতে সঠিকভাবে উচ্চারণ করা যায় না। আর এসব কারণেই কুরআন আরবিতে সঠিকভাবে পাঠ কারতে হবে।
@@arifulislamshanto5091 আশা নিয়ে কমেন্ট বক্সে এসেছিলাম যে হয়তো কেউ দোয়াটা লিখে রাখবে।আলহামদুলিল্লাহ আশাহত হলাম না। যাযাকাল্লাহ।
দোয়াটা শিখিয়ে দেওয়ার জন্যে ভাইয়্যাকে ধন্যবাদ..💜❤️💕
দো'আ টা কেউ জানলে বলেন
Hum coto abbo 😊🙃
😊😊
দোয়াটা সঠিক ভাবে কেউ লিখে দিন তো
لَّا يُصَدَّعُونَ عَنْهَا وَلَا يُنزِفُونَ (الواقعة - 19)
৬৩ বছরের জীবনের মধ্যে জিনি একটাও মিথ্যা কথা বলেনাই তিনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ)❤️❤️
Right
বানান শুদ্ধ করেন!
Tore allah towfiq Dan koruk
জীন না জীবন হবে বানান শুদ্ধ করেন।
Islam ke puji kore like kamanor dhanda bondho koren..
Like kono kaje na lagle o Islamee khoti thik i korchen apni
ধন্যবাদ, চ্যানেল ২৪। এই ভাইদের সাক্ষাৎকার হয়তো অন্য কোন টেলিভিশন চ্যানেল নিত না। এর কারণ হিসেবে তারা বলতো যে, এই হুজুর কুসংস্কারপূর্ণ কথাবার্তা বলছেন কিন্তু আদতে যে তার জীবনে ঘটে যাওয়া কথাগুলো সেই ব্যক্তি বলছে, অন্যসব টেলিভিশন চ্যানেল এটা বিশ্বাসই করত না।
ধন্যবাদ চ্যানেল ২৪ কে এরকম একটি আয়োজন উপস্থাপন করার জন্য।
yes
গোবর খাওয়ায় দিতি তাইলে বুঝতাম...
সময় টিভিও বিশ্বাস করে যে পৃথিবীতে সত্যিই জিন আছে
এটা ওই লোকের মানসিক সমস্যা
Thank Channel24 এই রকম একটি ভিডিও বানানোর জন্য
ভালোই করেছেন,আজকাল এগুলোই ভাল চলছে। এসব এপিসোডের বাজার সত্যি ভালো, এগিয়ে যান, সাফল্য কামনা করি।
আল্লাহর রহমতে 100% সত্য এই ওয়াকিয়া সূরাটা
Ginra school a Porte voi pai keno?
@@MustafaChowdhury-bo6bl আল্লাহর কালাম পবিত্র কুরআনে কারীম যেখানে পড়ানো হয় তারা সেখানেই পড়তে যায়। স্কুলে শুধুমাত্র ইসলামি সাব্জেক্ট পড়ানো হয়না, আরো অনান্য সাব্জেক্টও পড়ায় স্কুলে। বাকি সাব্জেক্ট গুলো তাদের প্রয়োজন নাই তাই তারা পড়েনা
@@showaibkhanrana7693 thik bolsen Vaiya❤️
@@MustafaChowdhury-bo6bl Mustafa chowdhury Bhai apnar gram kuthai
Shob surai 100% cause ta Allah talar bani
আল্লাহ পাকের সৃষ্টির রহস্য বোঝা বড় কঠিন
Bojha onak sohoj kintu Manush bujha na Vai
আমি ইউটুবে গান শুনাই,, সবাই শুনো,, ১৮০০++ সদস্য্য হলো, আরো অনেক দূরজেতে চাইই,, আর ভালো লাগলে দয়ায়া করে এই বোনের চেনেলেরর সদস্য হও ❤️🇧🇩🇧🇩। বাংলাদেশের বরিশাল থেকে শুভকামনা অবিরাম
@@Mahi-0C0 বুঝেও না বুঝার ভান করে থাকে ।
@@rafezasultana214 hmm
রাইট,,
দোয়ার বিষয়টা আলহামদুলিল্লাহ্ কার্যকর এবং সত্য, এটা একজন হুজুরে শিখাইছিল তখন জেনেছিলাম।
Dua ta aktu likha diban..Dile valo hoto
দোয়া টা লিখে দেবেন প্লিজ
Surah waqiahr line ata...
Dua ta bolben plz
@@nusratnur110 waqiah surar 19 no ayat...
ohhh joss vi☺☺☺
love from tangail ☺
❤সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়❤
কিন্তু কোন কিছুর জন্য মিথ্যাকে বর্জন করা চলে না❤
❤❤সুবহাআল্লাহ❤❤
কি লিখসেন নিজে বুঝেন?
😂😂😂
ভিডিও 4:47
‘লা ইউ-সাদ্দা-উনা আনহা ওয়া লা ইউযু-ফুন।’ (সূরা: ওয়াকিয়া, আয়াত : ১৯)।
Alhahamdulillah vai
Ja apni aitar bangla likhe dilen
ai dhoa ta ki porle thik hoiya jabe
আবারও প্রমানিত হলো, ইসলাম একটা শাশ্বত ধর্ম। আল্লাহু আকবর
অনুষ্ঠান টা সত্যিই সুন্দর!!
Stupid der kase sobi sundor
আমি ইউটুবে গান শুনাই,, সবাই শুনো,, ১৮০০++ সদস্য্য হলো, আরো অনেক দূরজেতে চাইই,, আর ভালো লাগলে দয়ায়া করে এই বোনের চেনেলেরর সদস্য হও ❤️🇧🇩🇧🇩। বাংলাদেশের বরিশাল থেকে শুভকামনা অবিরাম
@@BristyySarkhel ❌❌🎶❎ মুসলিম হলে বলছি,এটা আমাদের জন্য গুনাহের কাজ😔 হালাল উপায়ও আপনি উপার্জন করতে পারেন।👍
@@myfavorites2240 😄😄😄😄😄😄😄😄😄😆😆😆😆😆😆😆😆😆
@@myfavorites2240 আমি তো কারো ক্ষতি করছি না আর চুরিও করছি না, তাহলে এটা তো হালাল আমার মতে
আমার এতক্ষণ মাথা ব্যথা ছিলো এই আমল করার পর এখন মাথা ব্যাথা নাই,, আলহামদুলিল্লাহ,, আল্লাহ মহান,,,,ধন্যবাদ
আমলটা একটু বলবেন ভাইজান...
😂😂😂
Kon amol ta vai
মাশাআল্লাহ অসাধারণ সুন্দর ভিডিও ❤
উচ্চারণ : লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইয়ুংযিফুন।’ (সুরা ওয়াকিয়া : আয়াত ১৯)
বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হিসেবে ,,এবং যেভাবে আমাদের দেশের হাফেজ রা বিশ্বের বিশ্ব সেরা হয়ে দেশে ফিরতেছেন, এতে উচিৎ নয় কি আমাদের দেশে আন্তর্জাতিক মানের কোরআন প্রতিযোগিতা আয়োজন করা সরকারিভাবে আপনারা কি একমত আমার সাথে,,,, আপনারা কি চান বাংলাদেশে আন্তর্জাতিক মানের কোরআন প্রতিযোগিতার আয়োজন করা হোক,, 🇧🇩🇧🇩
সুন্দর সুন্দর !!চ্যানেল ২৪ এর উত্তরোত্তর বৃদ্ধি হোক,এমন ক্রিয়েটিভ কাজ আরো বেশী করে করা উচিত কারন দেশে এখন আর কোন সমস্যা নেই।
Channel 24 কে ধন্যবাদ এইরকম সত্য ঘটনা তুলে ধরার জন্য
আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত করুন আমিন
...................."শ্রেষ্ঠ বাক্য"....................
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদু রসূলুল্লাহ্[ﷺ]
এমন সত্য একটি প্রতিদিনের জন্য ধন্যবাদ। এটি অবশ্যই uncommon ছিল
ধন্যবাদ ভাই দোয়াটি শিখিয়ে দেওয়ার জন্য❤️❤️ আমি 6বছর ধরে মাথা ব্যাথায় ভুগতেছি 😰 বয়স আমার 15 😭 আশা রাখি এই দোয়াটি কাজে লাগবে ইনশাআল্লাহ❤️
Subhan Allah ❤️❤️❤️
Bhai je kono amol korar age jene niben Rasul sallelahu alaihe Wa sallam er Sunnah motabek Kina, jodi na hoy upokar theke opokar beshi, Iman chole jete pare kuf'r hole tai Sunnah Kina jachai korben insha Allah, ami Sunnah motabek ekta dua jani ja Rasul sallelahu alaihe Wa sallam er Sunnah o Bolesen, asha kori upokritto hobe o Allah SWT r upor kritoggota prokash korben o Sunnah motabek cholbe,, Ameen
DUA FOR PAIN IN BODY
It is recommended to put your hand on the site of the pain when reciting this next supplication. Reference is Sahih Muslim 2202.
“Place your hand at the place where you feel pain in your body and say, ‘Bismillah’ (in the name of Allah) three times and seven times while wiping the area each time, ‘A’udhu billahi wa qudratihi min sharri ma ajidu wa uhadhiru‘ (I seek refuge with Allah and with His Power from the evil (pain) that I find and that I fear).”
কোরআনের আয়াত এইটা
@@Alhamdulillah1111 Sir, if any non-muslim do the same, who is sufferings from kidney problem, will it work? eager to know your reply. Sir, I have subscribed to your channel, if it releases my pain, then it is ok, otherwise, I will not believe any religion.
@@engrpks
Brother Salam(peace) to you,
"In the Name of Allah, the Beneficent, the Merciful"
in my life i get always Help from Allah SWT because i try to live the way of Allah SWT and try to Satisfied him, you can do the same then i m sure you will get Help too but if you make angry to Allah SWT and wish Help that is not fair and justice, you have to trust in Allah SWT 100% that only Allah SWT an Help you and solve your all problem also, think if some one hurt you and asking to get Help, will you Help? But Allah SWT has big Mercy even we are doing wrong always and doing rubbish and dirty things but Allah SWT forgive us and give lots of things in our life what is seen and unseen, if you believe or not believe any religion its depend to you but i m as a Muslim i believe Islam is only Allah SWT, s deen, deen does not means religion, deen means the full way of life to Satisfied Allah SWT, not as like other religion that sometimes pray and sometimes busy by different things themself, i request you plz shower first and Read Al Quran and ask to Allah SWT Help you and guide you the way Allah SWT can Satisfied to you, keep your heart clean and soft when you will do it then you will feel by Heart you have connection with Allah SWT then tell to Allah SWT that you are Kind and Merciful plz Help me i m sure Allah SWT will Help you because Allah SWT love we Creature only pray and ask Allah SWT always and we surrender to Allah SWT and satisfied Allah SWT, very simple you need first good relation with your Creator Allah SWT and satisfied him also love and Respect other human who are Allah SWT, s Creature only sake of Allah SWT, lots of things very hard to explain you here even if i talk with you it takes many days better you read Al Quran and learn and Islam and ask to Allah SWT Direct by your heart then surely Allah SWT Help you and solve your problem but remember to be fair and justice and nice and kind, be wise and smart never be foolish yourself that if you don,t get Help then don,t believe and religion, just you need to belive only Islam and follow Islam to connection with Allah SWT and good relation with Allah SWT and satisfied him then Allah SWT will Satisfied you and solve your all problem, remember one thing we need Allah SWT, s Help but Allah SWT does not need our Help because we live in this world Power and Mercy by Allah SWT, take care and Help yourself just try to follow what i requested or adviced to you for your good life not for myself, yes i try to Help others coz its a Good deeds to Satisfied Allah SWT nothing else, be happy
ভাই ভালো ডক্টর দেখান নিউরোলজির।
খুব সুন্দর একটি ঘটনা এরকম আরো কিছু ঘটনা শোনার ইচ্ছে
আলহামদুলিল্লাহ আপনাদের ভালবাসায় এগিয়ে যাচ্ছি আগামীর পথে
হাবিবুল্লাহ ভাইকে দেখে খুব ভালো লাগলো তার সাথে একটি ট্রেনিং এ ছিলাম দীর্ঘ তিন মাস যাবত তেজগাঁও ।
এই সব অনুষ্ঠান খুব ভালো লাগে ধন্যবাদ আপনাদের কে এই রকম অনুষ্ঠান আরোও চাই।
Surah Al-Waqia 56, Verse 19:
لَّا یُصَدَّعُوۡنَ عَنۡہَا وَ لَا یُنۡزِفُوۡنَ ﴿ۙ۱۹﴾
লা-ইউসাদ্দা'ঊনা'আনহা-ওয়ালা ইউনঝিফূন।
তা পানে না তাদের মাথা ব্যথা করবে, আর না তারা মাতাল হবে।
দূরূদ শরীফ আরবিঃ
اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ. وَّعَلٰى اٰلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلٰى اِبْرَاهِيْمَ وَعَلٰى اٰلِ اِبْرَاهِيْمَ' اِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ. اَللّٰهُمَّ بَارِكْ عَلٰى مُحَمَّدٍ. وَّعَلٰى اٰلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلٰى اِبْرَاهِيْمَ وَعَلٰى اٰلِ اِبْرَاهِيْمَ. اِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ.
দুরুদ শরীফ বাংলা উচ্চারণ
দুরুদ শরীফ বাংলা উচ্চারণ : “আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদিন, কামা সাল্লাইতা আলা ইবরাহিমা ওয়া আলা আলি ইবরাহীমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদিউ, ওয়া আলা আলি মুহাম্মদিম, কামা বারাকতা আলা ইবরাহীমা, ওয়া আলা আলি ইবরাহিমা, ইন্নাকা হামিদুম মাজিদ।”
দুরুদ শরীফ অর্থ
অর্থ: হে আল্লাহ! তুমি মুহাম্মাদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ও তাঁর বংশধরের প্রতি রহমত নাযিল করো যেমন রহমত নাযিল করেছিলে ইবরাহীম আলাইহিস সালাম ও তাঁর বংশধরের প্রতি। নিশ্চয় তুমি প্রশংসনীয় ও মর্যাদাবান। হে আল্লাহ! তুমি মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম ও তাঁর বংশধরের প্রতি বরকত নাযিল করো যেমন বরকত নাযিল করেছিলে ইবরাহীম আলাইহিস সালাম ও তাঁর বংশধরের প্রতি। নিশ্চয় তুমি প্রশংসনীয় ও মর্যাদাবান। (সহীহ বুখারী, হাদীস:২৯৭০)
Tnq vaiya
ধন্যবাদ
আপনাকে অনেক ধন্যবাদ
شكرا
ধন্যবাদ ভাই,,
সকল মাদ্রাসায় এবং মসজিদে জিন সব সময় থাকে পড়াশোনা এবং ইবাদতের জন্য।
100% সত্যি
Jin thake porashuna korar Jonno .. hahahaha 😅😆
@@bhattacharyyatipu499 etar bujhar jonno apnar idea thakte hbe ,ta na hole bujhben na
আমি ইউটুবে গান শুনাই,, সবাই শুনো,, ১৮০০++ সদস্য্য হলো, আরো অনেক দূরজেতে চাইই,, আর ভালো লাগলে দয়ায়া করে এই বোনের চেনেলেরর সদস্য হও ❤️🇧🇩🇧🇩। বাংলাদেশের বরিশাল থেকে শুভকামনা অবিরাম
@@bhattacharyyatipu499 eitai shotti. Ete hashir kichui nai. Jin rau lekhapora kore.
আলহামদুলিল্লাহ, এই আমল আমি অনেক আগে থেকেই করি। যেকোনো ব্যথা ভালো হয়। ❤
দ্রুত মাথাব্যথা থেকে মুক্তি পেতে এ দোয়া পড়া-لَا يُصَدَّعُونَ عَنْهَا وَلَا يُنزِفُونَ
উচ্চারণ: লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। অর্থ: যা পান করলে তাদের শিরপীড়া হবে না এবং বিকারগ্রস্তও হবে না। (সুরা ওয়াক্বিয়া : আয়াত ১৯)
@@saadia7372 দুরুদে ইবরাহিম পড়ছেন???
(7) لَا يُصَدَّعُونَ عَنْهَا وَلَا يُنزِفُون durud sharif
@@saadia7372jerokom hasi apnar emoji te tamon halka apnar bissas a ...bissas kom deikha apnar komenai
Hun@@AlamgirHossain-ru9lr
অসাধারণ ছিলো ❤️
বাংলাদেশের প্রতিটি বড় মাদ্রাসায় জ্বিন পড়াশোনা করে
Amader sylhet e renga madrasah and jameya MUhi: manikkuna madrasahay jinn er uopostiti lokko kora jay
th-cam.com/video/o9_n6Kooru4/w-d-xo.html
Right
Ginra school a Porte voi pai. 😄😄😄😄😄😄😄
@@mrkrajaul1233 😏😏😏😏😏
এই অনুষ্ঠান টা অনেক ভালো লাগে
বোকা আর মুর্খ দের ভালোই লাগবে
Mohan Allah Rabbul Alamin..balo janen..shokol doroner bepod take amader shovaike Hafajot korun..amr family ka o ..Allah Humma Amin
গল্পটা গল্পের মত থাকলেই ভালো হতো, অভিনয় সংযোজন গল্পটা সস্তা করে ফেলেছে
আমি নিজেও এরকম কিছু ঘটনার সাক্ষী। আর এটাতো আল্লাহর স্পষ্ট বলে দেয়াই আছে যে"আমি জিন এবং মানুষকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য তৈরি করেছি"
আমার আব্বুর কাছেও এরকম ঘটনা শুনেছি। কিন্তু তারা পাশ করে বের হয়ে যাওয়ার পরে বড় হুজুর এই কথা অন্য ছাত্রদের বলতেন। পড়া অবস্থায় বলতেন না।
tarmani huzurra janto jin asto
amio sunchi,tobe teacher kivabe janto.qurane ase gin er kotha tai bissas kori
Ami jin hoile age apnake dhortam.
@@ayshaakhter5668 কেন? কারণ কি?
It's same, Nasima.
এমন ঘটনা আগে অনেক ঘটতো, আমার এক চাচাতো ভাই এক জীনের সঙ্গে পড়ছে ২ বছর, বেশ আগের কথা
Are you serious?
@@krishnakishore3254 madrasay egula ohoroho hoy amar ek fupar satheo hoichilo
@@krishnakishore3254আমার আম্মুর মামার সাথেও ঘটেছিল এমনই এক ঘটনা। রাতে একদিন ঘুমাতে যাওয়ার সময় আম্মুর মামাকে জ্বিন বলেছিল তুমি ঘুমাও আমি লাইট বন্ধ করে দিবনি। কিন্তু আম্মুর মামা সেইদিন ঘুমায় নাই আর জেগেই ছিল। এইদিকে জ্বিন ভাবছে সে হয়তো ঘুমাইছে। তাই সে তার হাত লম্বা কইরা লাইট বন্ধ করছে। এইদিকে মামা এইটা দেখে অনেক চিৎকার চেচামেচি করতেছিল। কিন্তু জ্বিন তাকে বারবার বুঝানোর চেষ্টা করতেছিল যে সে তার কোন ক্ষতি করবে না। সে এখানে পড়ালেখা করতে এসেছে। পড়ালেখা শেষে চলে যাবে। এরপর কি ঘটছিল তা মনে নাই আম্মু অনেক আগে বলেছিল ঘটনার কথা। তবে এর পর মেবি আম্মুর মামার চিৎকারে সবার আসার আগেই জ্বিন চলে গেছিল।
@@candidate4972 apnar ai golpo ta onek purana golpo.
@@candidate4972 ভাই ব্যাপারটা ঠাকুর মার ঝুলি হয়ে গেলো না !!!
Why the background drama n music? That's irritating...🤨
Sundor hoyce video
জ্বীনকে অস্বীকার করা যাবে না। কারণ কুরআনে আছে এ বিষয়টি
লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইয়ুংযিফুন।’ (সুরা ওয়াকিয়া : আয়াত ১৯) 4:18 মাথা ব্যাথার জন্য/৭ বার/২বার দুরুদ কপালে -,
অসংখ্য ধন্যবাদ ❤
আপনাকে অনেক ধন্যবাদ
আমার ভীষণ মাথা ব্যাথা হয়,,,৩০ দিনের মধ্যে ২৫দিন তো থাকে,,আমি ইমানের সাথে এই দোয়া পাঠ করে দেখবো,,আল্লাহ যেন আমাকে রহমত দান করেন
আমিন।
গল্পের সাথে অভিন। তাহলে তো গল্প পুরাতন জানা। উপস্থাপনের এক্সপ্রেশন দেখে মনে হয় জীবনে প্রথম বার শুনতাছি
আগে ডিসকাভারী চ্যানেলে এমন নাটক দেখাইতো। অসাধারণ অভিনয় 👌👌
১০০% সত্য ঘটনা। কারণ আমার ও এ ব্যাপারে কিছু অভিজ্ঞতা আছে। এবং আমাকেও জিনে ধরেছিল।
Al-Waqi'ah 56:19
لَّا يُصَدَّعُونَ عَنْهَا وَلَا يُنزِفُونَ
Bengali - Fozlur Rahman
যা পান করলে তাদের মাথাব্যথাও হবে না, নেশাও লাগবে না।
Bengali - Tafsir Abu Bakr Zakaria
সে সুরা পানে তাদের শিরঃপীড়া হবে না, তারা জ্ঞানহারাও হবে না--- [১]
[১] يُصَدَّعُوْنَ শব্দটি صدع থেকে উদ্ভুত। অর্থ মাথা ব্যথা। দুনিয়ার সুরা অধিক মাত্রায় পান করলে মাথাব্যথা ও মাথাঘোরা দেখা দেয়। জান্নাতের সুরা এই সুরা-উপসর্গ থেকে পবিত্র হবে। [ফাতহুল কাদীর কুরতুবী] আর يبزفون এর আসল অর্থ কুপের সম্পূর্ণ পানি উত্তোলন করা। এখানে অর্থ জ্ঞানবুদ্ধি হারিয়ে ফেলা, বা বিরক্তি বোধ করা। মহান আল্লাহ জান্নাতবাসীদের যে সমস্ত পানীয় দ্বারা সম্মানিত করবেন তন্মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে, সুরা। কিন্তু সেগুলো কখনো দুনিয়ার মদের মত হবে না। দুনিয়ার মদ বিবেক নষ্ট করে, মাথা ব্যথা সৃষ্টি করে, পেট ব্যথার উদ্রেক করে, শরীর অসুস্থ করে, রোগ-ব্যাধি টেনে আনে। [ফাতহুল কাদীর]
মহান আল্লাহ বলেন, “তাদেরকে ঘুরে ঘুরে পরিবেশন করা হবে বিশুদ্ধ সুরাপূর্ণ পাত্রে শুভ্ৰ উজ্জ্বল, যা হবে পানকারীদের জন্য সুস্বাদু। তাতে ক্ষতিকর কিছু থাকবে না এবং তাতে তারা মাতালও হবে না।” [সূরা আস-সাফফাত:৪৫-৪৭]
অন্য আয়াতে বলেছেন, “মুত্তাকীদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেয়া হয়েছে তার দৃষ্টান্তঃ তাতে আছে নির্মল পানির নাহর, আছে দুধের নহর যার স্বাদ অপরিবর্তনীয়, আছে পানকারীদের জন্য সুস্বাদু সুরার নহর, আছে পরিশোধিত মধুর নহর।” [সূরা মুহাম্মদ:১৫]
তাছাড়া সেটা পান করে তারা জ্ঞানহারাও হবে না। আবার পান করতে বিরক্তি বোধও হবে না। বলা হয়েছে, “তারা তাতে মাতালও হবে না” [সূরা আস-সাফফাত:৪৭]
আলোচ্য সূরার আয়াতেও সে সুরার গুণাগুণ সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়ে বলা হয়েছে, “তাদের সেবায় ঘোরাফিরা করবে চির-কিশোরেরা, পানপত্র, কুজা ও প্রস্রবণ নিঃসৃত সুরাপূর্ণ পেয়ালা নিয়ে, সে সুরা পানে তাদের শিরঃপীড়া হবে না, তারা জ্ঞানহারাও হবে না। [সূরা আল-ওয়াকি'আহ: ১৭-১৯]
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, দুনিয়ার মদের চারটি খারাপ গুণ রয়েছে। মাতলামী, মাথাব্যথা, বমি ও পেশাব। পক্ষান্তরে জান্নাতের সুরা এগুলো থেকে সম্পূর্ণ পবিত্র থাকবে। [কুরতুবী] অন্য আয়াতে মহান আল্লাহ জান্নাতের সুরা সম্পর্কে বলেন যে, “তাদেরকে মোহর করা বিশুদ্ধ পানীয় হতে পান করানো হবে; ওটার মোহর মিসকের, এ বিষয়ে প্রতিযোগীরা প্রতিযোগিতা করুক।” [সূরা আল-মুতাফফিফীন: ২৫-২৭]
কুরআন অ্যাপ পেতে : gtaf.org/apps/quran
#GreentechApps
আপনি
লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইয়ুংযিফুন।' (সুরা ওয়াকিয়া : আয়াত ১৯).
লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইয়ুংযিফুন।
লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইয়ুংযিফুন
Thanks channel 24
স্টোরিটা আরো বড় হলে ভালো হতো😢
Today's story was a lot of fun. I want more stories like this
জ্বীনের চরিত্রে অভিনয় করেছে
কুমিল্লার ছেলে " নেয়াতম " ❤️
অনেক অনেক ভালোবাসা ও শুভ কামনা রইলো তোমার জন্য ❤️❤️❤️
দোয়াটি কি বাংলাতে লিখে দেওয়া যাবে।
News 24 কে ধন্যবাদ''''সত্য প্রচার করার জন্য
এমন ঘটনা আমি ছোট বেলা শুনেছি
এক মাদ্রাসায় দুইটা ছাত্র ছিল ওরা জিন
ছিল
Ginra school a Porte voi pai. Tai madrasai pore.😃😃😃😃😃😃😃😃😃
@@MustafaChowdhury-bo6bl ওরা শুধু মাএ কোরআন শিক্ষা নেওয়া জন্য মানুষের
রুপ ধারন করে মাদ্রাসায় ছাত্র হয়ে প্রবেশ
করে যদি ওরা বুঝতে পারে ওরা যে জিন এটা
কেউ জেনে গেছে তাহলে আর থাকে না
চলে যায় নিজের দেশে
মানুষের মধ্যে যেমন ভালো মন্দ আছে
তেমন জিন দের মধ্যেও ভালো মন্দ আছে
ami o sunsilam emon akta kahini
@@MustafaChowdhury-bo6bl মাদ্রাসার হুজুর রা তো আদর করে পড়ায় তাই । স্কুলে তো খালি পিডায় !
@@MustafaChowdhury-bo6bl tui ki malu naki.ekhane ki korish malu
জীনের অভিনয়টা নীল-পাঞ্জাবী ভাইয়ে সেরররা করছে👍
এরকম গল্প বহুত শুনেছি কিন্ত বাস্তবতা কতটুকু তা আজো কোথাও প্রমান হয় নাই
Ginra school a Porte voi pai.😄😄😄😄😄😄😄
@@MustafaChowdhury-bo6bl হ আমার একটা পরী পোন্দানোর শখ🥱
বড় কোন বাগান বা শশানে যাবেন রাএ ১২ টার পর
@@MustafaChowdhury-bo6bl আপনি মনে হয় সমস্যায় আছেন ভাই। আল্লাহ আপনাকে সমস্যা থেকে রক্ষা করুক এবং সঠিক বুঝ দান করুক আমিন।
কারণ, লক্ষ করলাম আপনি শুধু এই প্রশ্ন এই লাইন টাই সবার কমেন্টে গিয়ে করতেছেন। বেসিক্যালি আপনি বিব্রান্তি ছড়ানোর চেষ্টা করতেছেন। আপনি একটু ভাবে থাকতে চাইতেছেন কিন্তু উল্টা আলগা মডার্ন হয়ে গেছেন
এখন মানুষের উশৃংখল জীবন যাপনে ওরা মানুষের পাশে কম আসে
Matha bethar amol ta ami o.. Alhamdulillah.. Olpo kicukhoner modde chole jay❤
পুরো ভিডিও লিংকটা কি দেওয়া যাবে
এমন প্রোগ্রাম আরও চাই।।। ধন্যবাদ
আল্লাহ্ মালিক লাইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
Allah is great 🥰☪️
Puro video ta kothai diya6o
আচ্ছা দেখানো ভিডিও কি ঐ সময় রেকর্ড করেছিলেন নাকি আপনারা নিজেরাই ভিডিও করে দেখাচ্ছেন আর নাকি ঐখানে সিসি ক্যামেরা ছিল
এই আমলটা আমিও নিয়মিত করি আলহামদুলিল্লাহ।
লা ইয়ু ছদ্দাউুনা আনহা অলাইয়ুন জিফুন ৭ বার তারপর ২বার দুরুদে ইব্রাহীম পড়তে হবে
sura waqiya.. r ayat
Ginra school a Porte voi pai.
Hmm thik vaiya....
@@MustafaChowdhury-bo6bl আল্লাহর কালাম পবিত্র কুরআনে কারীম যেখানে পড়ানো হয় তারা সেখানেই পড়তে যায়। স্কুলে শুধুমাত্র ইসলামি সাব্জেক্ট পড়ানো হয়না, আরো অনান্য সাব্জেক্টও পড়ায় স্কুলে। বাকি সাব্জেক্ট গুলো তাদের প্রয়োজন নাই তাই তারা পড়েনা।
আমরা সবাই জানি এবং একটি ইউনিভার্সাল ট্রুথ এইযে, পবিত্র কুরআনে কারীম শুধুমাত্র মানবজাতির জন্য নয় বরং সমগ্র জগতের জন্য রহমত স্বরুপ। এটি সারা জাহানের গ্রন্থ। তাই জ্বীনেরাও পবিত্র কুরআন পড়বে এটিই স্বাভাবিক
Surah Al-Waqia 56, Verse 19:
لَّا یُصَدَّعُوۡنَ عَنۡہَا وَ لَا یُنۡزِفُوۡنَ ﴿ۙ۱۹﴾
লা-ইয়ুছোয়াদ্দা‘ঊনা ‘আন্হা-অলা- ইয়ুন্যিফূন।
তা পানে না তাদের মাথা ব্যথা করবে, আর না তারা মাতাল হবে।
দূরূদ শরীফ আরবিঃ
اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ. وَّعَلٰى اٰلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلٰى اِبْرَاهِيْمَ وَعَلٰى اٰلِ اِبْرَاهِيْمَ' اِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ. اَللّٰهُمَّ بَارِكْ عَلٰى مُحَمَّدٍ. وَّعَلٰى اٰلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلٰى اِبْرَاهِيْمَ وَعَلٰى اٰلِ اِبْرَاهِيْمَ. اِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ.
দুরুদ শরীফ বাংলা উচ্চারণ
দুরুদ শরীফ বাংলা উচ্চারণ : “আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদিন, কামা সাল্লাইতা আলা ইবরাহিমা ওয়া আলা আলি ইবরাহীমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদিউ, ওয়া আলা আলি মুহাম্মদিম, কামা বারাকতা আলা ইবরাহীমা, ওয়া আলা আলি ইবরাহিমা, ইন্নাকা হামিদুম মাজিদ।”
দুরুদ শরীফ অর্থ
অর্থ: হে আল্লাহ! তুমি মুহাম্মাদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ও তাঁর বংশধরের প্রতি রহমত নাযিল করো যেমন রহমত নাযিল করেছিলে ইবরাহীম আলাইহিস সালাম ও তাঁর বংশধরের প্রতি। নিশ্চয় তুমি প্রশংসনীয় ও মর্যাদাবান। হে আল্লাহ! তুমি মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম ও তাঁর বংশধরের প্রতি বরকত নাযিল করো যেমন বরকত নাযিল করেছিলে ইবরাহীম আলাইহিস সালাম ও তাঁর বংশধরের প্রতি। নিশ্চয় তুমি প্রশংসনীয় ও মর্যাদাবান। (সহীহ বুখারী, হাদীস:২৯৭০)
জ্বীন কে আল্লাহ্ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন
Ginra school a Porte voi pai keno?
@@MustafaChowdhury-bo6bl apni ki nastik
@@MustafaChowdhury-bo6bl স্কুলে কি কুরআন হাদিস শিখানো হয়?
@@MustafaChowdhury-bo6bl কারণ স্কুলে আরবী শিক্ষাকে প্রাধান্য দেয় হয়না।
Assalamu alaikum wa rahmatullahi obaraka tuhu! Baki dua Gulo janale Valo hoto shamoshai porle amol kora keto. Amin Jaan te chachi aro kyekti dua r Kotha .
আচ্ছা ভিডিও গুলো আসলো কোথা থেকে
আল্লাহ রহমত করো সবাই কে, বদ জীন হতে। ভালো মন্দ তো মানুষ ও জীন উভয়ের মধ্যেই আছে। আল্লাহ নিশ্চয়ই মানুষ ও জীন জাতি সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য।
@Razia_Munni কারণ তারা মৃত্যুর পরের জীবনের ইলম শিখতে আসে। স্কুল কলেজে তোহ শুধুমাত্র দুনিয়াবি জ্ঞানে ডুবন্ত। যেমনঃ আপনিও এই অতি সামান্য বিষয় টাও বুঝতে পারলেন নাহ্। আফসোস।
গল্পটা পুরো দিলে হয়তো ভালো হতো
তবে ঘটনা গুলো সত্য এরকম আমি আরো শুনেছি মাদ্রাসায় নাকি হয় জিন মানুষ সেজে পড়াশোনা করে
আমি যেই মাদ্রাসায় পড়েছি ঐ মাদ্রাসার হুজুর বলতেন এখানে নাকি জিন মানুষ রূপে লেখা পড়া করে
পরের পাট পাচ্ছি না কেন?
এ অনুষ্ঠান কয়টার দিকে হয়
মানুষের মধ্যে যেমন ভালো মন্দ আছে, তদ্রূপ জ্বীন জাতির মধ্যেও তেমন ভালো মন্দ আছে।
জ্বীনেরা কখনো হাভার্ড, ম্যাসেচুসেটস, স্ট্যানফোর্ডে পড়তে শুনিনি। সব জ্বীন শুধু মাদ্রাসায় পড়ে। আর বাংলাদেশের মাদ্রাসা গুলোতে একটু বেশি 😄
হুমম,যেমন এলিয়েনরা শুধু আমেরিকায় দেখা যায় আর কোথাও দেখা যায় না আর একমাত্র নাসায় শুধু এলিয়েন দেখে 😆😆
তোমার স্টান ফোড পড়ে কি চাকুরী করে জীবিকা নির্বাহ করবে বেয়াকুব যে ভালো জিন পরকালের জন্য আমল করবে
@@gmrabbani3678 লেখার কোনো আগা মাথা নাই, অর্থ নাই 🤣
@@sadiafatema7672 হুম সেটাই ভাবছি । ঔষধ, ভ্যাকসিনও সব এরকম আমেরিকায় আবিষ্কার হয়, মেডিকেল প্রযুক্তি গুলাও।
ওগুলো আবার ঠিকাছে। ভূয়া শুধু মহাকাশ গবেষণা । নিজের প্রয়োজনে সরাসরি সেগুলোর সুফল ভোগ করা যায় তো, তাই ওগুলো ঠিক আছে। 😄
হোয়াইট হাউজে জ্বীন অাছে। বারাক ওবামা নিজে বলেছে।অনেক নিউজ অাছে।নিউজগুলো দেখুন।
সপ্তাহে কমপক্ষে একবার তাহাজ্জুদ পড়ার চেষ্টা করুন এবং আপনি আপনার জীবনে খুব বড় পার্থক্য/ পরিবর্তন দেখতে পাবেন।
ইন-শা-আল্লাহ
Full video koi 🤔🤔
বাহ্ নাটক টা খুব সুন্দর হইছে।
আমার ছোট ভাই মাদ্রাসায় পড়ে, এমন ঘটনা হাজার হাজার ঘটে থাকে। জ্বিনেরাও মাদ্রাসায় পড়তে আসে।
আমি দোয়া করি সবার যেন জ্বিনের সাথে দেখা হয়, ভাল মানুষের সাথে ভাল জ্বিনের, খারাপ মানুষের সাথে ও ভাল জ্বিনের দেখা হয়, খাারপ মানুষের সাথে ভাল জ্বিনের দেখা হলে সে তার কোন ক্ষতি করবেনা কিন্তু খারাপ জ্বিনের সাথে দেখা হলে তাকে মেরে ফেলবে। তাই দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সব ধর্মের মানুষকে ভাল জ্বিনের সাথে দেখা করিয়ে দিক।
'ওমা- খলাক্কতুল জিন্না ওল ইংসা ইল্লা- লিয়া'বুদু---ন'
মহান আল্লাহর বানী। তাই আমি জ্বিনকে ১০০% বিশ্বাস করি। বিজ্ঞান যাই বলুক, তাতে কিচ্ছু যায় আসে না।
সহমত
আমি ইউটুবে গান শুনাই,, সবাই শুনো,, ১৮০০++ সদস্য্য হলো, আরো অনেক দূরজেতে চাইই,, আর ভালো লাগলে দয়ায়া করে এই বোনের চেনেলেরর সদস্য হও ❤️🇧🇩🇧🇩। বাংলাদেশের বরিশাল থেকে শুভকামনা অবিরাম
এই রকম অনুষ্ঠান আরও চাই
Apnara video kibabe korlen,
আলহামদুলিল্লাহ এমন ঘটনা অনেক ঘটে, আমাদের বাড়ির মসজিদের ইমাম সাহেব যখন ছাত্র ছিলো, তখন উনার সাথেও একজন জ্বীন মানুষের ছদ্দবেশে লেখাপড়া করতো, উনি এটা অনেকদিন পর বুঝতে পারে।
আর জ্বীনদের মধ্যেও কিছু ভালো জ্বীন আছে যারা আল্লাহর ইবাদত করে,আবার কিছু শয়তান আছে যারা মানুষের হ্মতি করে। আল্লাহ তায়ালা মানুষ এবং জীন জাতিকে বানিয়েছেন একমাত্র আল্লাহ তায়ালা র ইবাদত করার জন্য, এ কথা সবাই জানেন।
তাই এই ঘটনা আসলেই সত্যি এটাও অবিশ্বাসের কিছু নাই।
আল্লাহ তুমি মহান। আল্লাহ অবশ্যই মানুষ ও জ্বীন কে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য
শিক্ষাই৷ মুসলিম জাতিকে এগিয়ে নিতে পারে।
পাবনায় এই কাহিনী 😮❤
Ata koto number episode
আমার মনে হয় জীন টা অনেক ভালো ছিল তাই কাউকে কিছু বলেনি 🙂