❤ কি লিখবো তোমায় জীবনটাকে কালো মেঘের মতো অন্ধকার করে দিয়ে সব খুশী আর আনন্দ নিয়ে গেলে অচেনা পথে। কোন পথে তোমায় খুজবো আমি । আমি নিজেই তো হাড়িয়ে গেছি আজ তোমাকে হারিয়ে। কথা বলনা তাই আশাগুলো মরে গেছে স্বপ্ন গুলো আর স্বপ্ন হয়ে জাগেনা। ঠিকানা দাওনি তাই মনের কাছে তোমার কাছে ঠিকানা চাইনি। ভালোবেসে কাটা দিয়ে গেছো তাই নিয়ে ধন্য আছি মনে রেখো দুরের মানুষ হয়ে থাকবো দুরে ।যা আমি তোমার কাছ থেকে সঞ্চয় করেছি।
❤ নিজের ওস্তিত্য টুকু হারায়নি ওটুকু রেখে দিয়েছি তোমার ভালোবাসা পাওয়ার জন্য। দুর থেকে তোমার ভালবাসা বাতাসে ভেসে আসবে আমি তা মন প্রাণ ভরে নতুন আবার জেগে উঠবো । কোন ব্যাথা নেই আজ তুমি সুখে আছো। আপন জনের অপেক্ষায় আছো। তাই যারা কাছে আছে তারা কাছে থাক । তারা তো পারে না জানিতে তাহাদের চেয়ে তুমি কাছে আছ। আমার হদয় খানিতে। বলার কিছু নেই দুরে দুরে দুরে বহু দুরে। তুমিই আমার সব।
খাটি বাঙালির আভিজাত্য সঙ্গীত শিল্পীর গান শুনলেই বাঙালী প্রেমিক উত্তমকুমার মুখটা ভেসে আসে সন্ধা মুখারজী শুনলে সুচিত্রাসেন প্রেম দৃষ্টি বুকের মধ্যে ভালবাসার শিহরন হয়।বুরো বয়সে ভালবাসা কড়া নারে হৃদয় দুয়ারে। এখন সব উরনচন্ডি গায়ক দের গান শুধু বাজনাতে আর লিরিক্স মাথা নেই মুন্ডু নেই তার জন্য প্রেম টেকেনা। সব প্যাঁদা পেঁদির ঘাড়ে ঝোলাঝুলি ছাড়া ভাবি না। রফি সাহৈব কিশোরদা লতাজি শুনলে দিলিপকুমার রাজেন্দ্রকুমার জিতেন্দ্র দেবানন্দ আশাপাড়েখ বৈজন্তিমালা জুটি মনে পরে। যেটা অমর প্রেমের জমজমাট স্পর্শকাতর হাত ধরা। এখনকার প্রজন্মের সব উড়োউঁড়ো গায়ক গায়িকা যা শোনার পর আর মনে ধরে না। গুনগুন করে না।যেটা রাহুল দেব সলীল চৌধুরী বাপিদা র সুর মনে চনমন করত যখনিণতাদের গান শোনা যাবে।
❤হতে পারো তুমি তোমার কাছে রাগি।হতে পারো তুমি তোমার কছে বদ মেজাজি । কিন্তু আমার কাছে তুমি আমার পরাণ অনেক কষ্ট পাওয়া ভালোবাসা আমার ভিতরে বাহিরে শুধু একজনি তুমি। তোমার কষ্টে এতো বড় পৃথিবীতে আমি একা অসহায় হয়ে গেছি। পৃথিবীর বাজার দরকরে নয় আমাকে মূল্যায়ন করেছো মূল্যে দিয়েছো ভালোবাসার। তোমার কাছে এতো কিছু পাওয়ায় পর আর কিছু কি চাইতে পারি লজ্জা লজ্জা।
God gifted voice , evergreen singer in the whole world, Hemanta Mukherjee also a great music composer and film producer.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉.------ Dr Tarun Mallick & Lipika Mallick -- Bonga ,24 pgs ( N)
❤ তুমি এমন অনেক কথাই বলো তুমি মন থেকে যা বলো না। আবার অনেক তোমার সত্যি কথা আমি বলি ছলনা। আমি সত্যি তোমাই আঘাত বিশ্বাস করি। তাইতো তোমাকে আপন মনে হয় । নিজের মনে হয় । কাছের মানুষ মনে হয়। নিজের দুনিয়া মনে হয়।কি লিখছি জানি না চলে গেছো ভাষাহীন বোবা করে দিয়ে গেছো তাই সব লেখা আজ অর্থহীন হয়ে গেছে। প্রাণ নেই লেখায় তবু লিখছি। দুনিয়ার ভিতর থেকে যাকে আমি আমার দুনিয়া ভেবে ছিলাম ভেবে ছিলাম আমার একটাই নীল আসমান যাকে আমি আমার সবচচ উপরের মানুষ মনে করে ছিলাম আজো সে আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে আজো ফাঁকি দিচ্ছে। কথা বলেনা আমার সাথে ছলচাতুরী করছে। অতিতের দুরসহ কষ্ট গুলি আমায় দিয়ে বর্তমান নিয়ে চলে যাওয়া তুমি ফিরে এসো ফিরে এসো আমার চরণ তলে আমি তোমার অপেক্ষায় আছি ।
❤যদি ফিরে আসো তবে আমার নাম ধরে ডেকো । আমি সব বেদনা ভুলে গিয়ে তোমায় বুকের ভিতর তুলে নেবো নিজের করে।আপন করে এক অচেনারে। তোমার মতো বলতে পারবোনা তবে তোমকে হাড়ানোর জন্য নয় পাওয়ার জন্য হাউ মাঊ করে চুপি চুপি অনেক কাঁদি কেউ দেখে না কেউ জানেনা । আজ তোমাকে বললাম। আমি যে তোমাকে ছাড়া একটু ও ভালো নেই তোমাকে ছাড়া সে কথা আমি আর কাকে বলবো কারণ তুমিই তো আমার সব। যে আমায় ঘর দিয়েছে সে ঘরে আমি সংসার পেয়েছি কিন্তু স্বামী। পায়নি।। আমি তোমাকে পেয়েছি কখনো হারাতে চায়না। আমার হাত দুটো যদি ধরতে পারো তবে সে হাতের পরশে তোমার ছুয়ে দেবো ব্যাথা মুছে দেবো কখনো তোমায় কাঁদতে দেবো না। তুমি কান্না করলে আমার কিচ্ছু ভালো লাগে না। তোমার সাথে কথা বলতে খুব ইচ্ছে করে। একটু কথা বলার জন্য কতো অপেক্ষা করলাম তোমার মন রাখলাম অপমান হলাম আর কি চাও নিজে হেরে গিয়ে তোমাকে উপরে উঠিয়ে দিলাম।। আমি ভেংগে গেলেও তুমি সুখে থেকো।
❤সব কিছু থেকে বঞ্ছিত হলেও। তোমাকে নিয়ে স্বপ্ন দেখতে তো বারন নেই।মনে রেখো আমায় সেই স্বপ্ন ভেঙ্গে দেবার অধিকার বা সাহস তোমার নেই। এমন কি ভগবানের ও নেই। আমি নির হারা এক পাখি ডাল ভেঙে গেছে তাই ভানা ঝাপটাতে ঝাপটাতে লতায় পাতায় তোমাকে জরিয়ে ছিলাম বন্ধনে কিন্তু সব ভুল তাইতো সময়ে অসময়ে মন কেঁদে তবুও তোমাই মিছে মিছে পাওয়া আর হলো না।
❤ও পাগল তোমার বৌ বাচ্চা এরা সবাই কোথায় আছে । কেমন আছে ওরা সবাই। তুমি কোথায় থাকো কোথায় খাওয়া দাওয়া করো । চিন্তা করোনা দেখবে এক সময় সব ঠিক হয়ে গেছে। আমি আল্লাহর কাছে সব সময় দোয়া করি তোমার জন্য। অতোটা ভেঙ্গে পোরনা ভালো য়খনতোমার শুরু হবে তখন ভালো রাখার জায়গা খুঁজে পাবেনা । তুমি শুধু তোমার রাগটা কমাও।
Hemantada. Laho more Pranam. O Sraddhangali Dadar kono bikalpa R Konodino habena With thanks You are Living inmy Hert. Your Lovley aged Brother TapasBanerjee Manbazar. Purulia.
❤ও সোনা ময়না ধরে দেখতো তুমি পুরুষ মানুষ নাকি অন্য কিছু।বলি কি যদি পুরুষ হয়ে থাকো তবে নিজে আগে পুরুষত্যো নিয়ে নিজে মানুষ হ ও নিজের বৌকে মানুষ বানাও।কেন তাকে ভয় পাও তুমি তাহলে ওর আর তোমার ভিতরে পার্থক্য থাকলো কি ।। মনে রেখো তুমিই পুরুষ তুমিই সব ।আর যদি। তা না পারো সেটা তোমার ব্যাথতা। আমি গতো কোরবানির ঈদের দিন সকালে আমাদের দুজনের মধ্যে খুব ঝগড়া হয় আমাকে খুব বাজে বাজে তোমার মতো গাল দিয়েছে আমি সব সজ্য করেছি ইদ্রিস রাগ করে না খেয়ে বাহিরে চলে যাবে সেই মুহূর্তে পিছন থেকে আমি জরিয়ে ধরে বলি না খেয়ে কোথাও যাওয়া যাবেনা। দোষটা ওর ছিলো । তখন আমার নিরবতায় ও পানি হয়ে গেলো । নিজের ভুল বুঝতে পারলো ।্হ্যা এটাই আমার শিক্ষা। অথচ ওর উপরে আমার একরাশ অভিযোগ। মনে রেখো দুমুঠো ভাতের জন্য একটা মেয়ে তার আদরের বাবা মাকে ছেড়ে আসেনা । তোমাকে এ সামান্য টুকু বললাম বাকিটা বুঝে নিও। পরিশেষে একটা কথাই বলবো আমার যেটুকু ধয্যো আছে তা তোমার বৌয়ের নেই। তাই তোমার বৌকে তোমার ঠিক করতে হবে । তোমার কাছে আশাকরি তুমি। সব ঠিক করতে পারবে ।
এই গান চিরকাল চিরদিনের । শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায় ও শ্রদ্ধেয় সলিল চৌধুরীর অনবদ্য সৃষ্টি । এই মহান মানুষগুলো বিস্তীর্ণ আকাশের উজ্জ্বল নক্ষত্র । ওনাদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম।
❤ ব্যাথা আছে। কথা নেই। কথা আছে । দেখা নেই। তোমাকে না দেখে অজানা সুখ পেলাম। ভালোবাসলাম। মনে রাখলাম। হাড়িয়ে ফেললাম। সব হারিয়ে যাওয়ার এই দিনে চোর হয়ে তোমাকে কোথায় খুজবো আমি। ভয় পেলোনা আমি তোমাকে খুঁজলে ও তোমাকে চুরি করবো না কারণ মন চুরি করে আমি তোমায় পাইনি । আমাকে হারায়ে যদি তোমার সব চাওয়া পাওয়া হয়ে যায় তবে আমি সব কটা সরিয়ে দিয়ে যতো দুরে আছি আরো দুরে সরে থাকবো। অনেক আঘাতে বেহায়া হয়ে গেছি । তবে শান্ত হয়ে গেছি দুচোখে অশ্রু নিয়ে আর স্বপ্ন দেখিনা। তুমি ভালো থাকলে আমি শান্তি পায় । তুমি ভালো থাকলে মনে আনন্দের উৎসব জেগে উঠে। আমি তোমার এ জীবন দেখতে চায়নি। একটা ন্যাচারাল জীবন তোমার জন্য অপেক্ষা করুক এ শুভ কামনায় আমি।
তুমি আসবেনা জেগে ও দিনের আলোয় প্রহর গুনি যার সাথে কোনো দিন আর দেখা হবেনা তবু না দেখা তুমি শুধুই আমার আর কারো না।নয়ন ভরে তোমায় দেখিনি তাতে কি ছবি করে দু চোখে এঁকে তো রেখেছি । যাও তুমি হাড়িয়ে তোমার আপন জনের কাছে । আমি তোমাকে পেয়েছি হৃদয় ও মাঝে আর কিচ্ছু চাই না।দুর থেকে তোমার সাথী হয়ে তোমার প্রেম হয়ে তোমার ভালোবাসা হয়ে রয়ে যাবো। কখন তোমার সুখের জন্য হাতছানি দিয়ে কখনো কাছে ডাকবো না। বেদনার রং নীল সেই রং কে ভালবেসে নীল আকাশ কে ভালবেসে যাবো তোমাকে বুকে করে ।
অসাধারণ, যত শুনি ততই মুগ্ধ হই,
প্রয়াত বাবু হেমন্ত মুখোপাধ্যায়ের গান গুলি পরিবেশনের জন্য আপনাকে ধন্যবাদ।।।
0:10 0:10 0:11 0:11 0:12 0:12 0:12 0:12 0:12 0:12 0:12 0:12 0:12 0:13 0:13 0:13 0:13 0:13 0:13 0:13 0:13 0:13 0:14 0:14 0:14 0:14 0:14 0:14 0:15 0:15 0:11 0:11 0:11
Bbbb b। N। B। N। B। B। BBB। B। B। B bb
1:19 1:19 1:19 1:19 1:19
❤ কি লিখবো তোমায় জীবনটাকে কালো মেঘের মতো অন্ধকার করে দিয়ে সব খুশী আর আনন্দ নিয়ে গেলে অচেনা পথে। কোন পথে তোমায় খুজবো আমি । আমি নিজেই তো হাড়িয়ে গেছি আজ তোমাকে হারিয়ে। কথা বলনা তাই আশাগুলো মরে গেছে স্বপ্ন গুলো আর স্বপ্ন হয়ে জাগেনা। ঠিকানা দাওনি তাই মনের কাছে তোমার কাছে ঠিকানা চাইনি। ভালোবেসে কাটা দিয়ে গেছো তাই নিয়ে ধন্য আছি মনে রেখো দুরের মানুষ হয়ে থাকবো দুরে ।যা আমি তোমার কাছ থেকে সঞ্চয় করেছি।
❤ চিৎকার করে বলতে ইচ্ছে করে তুমি শুধু আমার আমার শুধু আমার??
❤ নতুনের গন্ধ পাওয়ার আগেই তুমি ও একা আমি ও একা মাঝখানে সব ইতিহাস ????
❤ নিজের ওস্তিত্য টুকু হারায়নি ওটুকু রেখে দিয়েছি তোমার ভালোবাসা পাওয়ার জন্য। দুর থেকে তোমার ভালবাসা বাতাসে ভেসে আসবে আমি তা মন প্রাণ ভরে নতুন আবার জেগে উঠবো । কোন ব্যাথা নেই আজ তুমি সুখে আছো। আপন জনের অপেক্ষায় আছো। তাই যারা কাছে আছে তারা কাছে থাক । তারা তো পারে না জানিতে তাহাদের চেয়ে তুমি কাছে আছ। আমার হদয় খানিতে। বলার কিছু নেই দুরে দুরে দুরে বহু দুরে। তুমিই আমার সব।
খাটি বাঙালির আভিজাত্য সঙ্গীত শিল্পীর গান শুনলেই বাঙালী প্রেমিক উত্তমকুমার মুখটা ভেসে আসে সন্ধা মুখারজী শুনলে সুচিত্রাসেন প্রেম দৃষ্টি বুকের মধ্যে ভালবাসার শিহরন হয়।বুরো বয়সে ভালবাসা কড়া নারে হৃদয় দুয়ারে। এখন সব উরনচন্ডি গায়ক দের গান শুধু বাজনাতে আর লিরিক্স মাথা নেই মুন্ডু নেই তার জন্য প্রেম টেকেনা। সব প্যাঁদা পেঁদির ঘাড়ে ঝোলাঝুলি ছাড়া ভাবি না। রফি সাহৈব কিশোরদা লতাজি শুনলে দিলিপকুমার রাজেন্দ্রকুমার জিতেন্দ্র দেবানন্দ আশাপাড়েখ বৈজন্তিমালা জুটি মনে পরে। যেটা অমর প্রেমের জমজমাট স্পর্শকাতর হাত ধরা। এখনকার প্রজন্মের সব উড়োউঁড়ো গায়ক গায়িকা যা শোনার পর আর মনে ধরে না। গুনগুন করে না।যেটা রাহুল দেব সলীল চৌধুরী বাপিদা র সুর মনে চনমন করত যখনিণতাদের গান শোনা যাবে।
❤হতে পারো তুমি তোমার কাছে রাগি।হতে পারো তুমি তোমার কছে বদ মেজাজি । কিন্তু আমার কাছে তুমি আমার পরাণ অনেক কষ্ট পাওয়া ভালোবাসা আমার ভিতরে বাহিরে শুধু একজনি তুমি। তোমার কষ্টে এতো বড় পৃথিবীতে আমি একা অসহায় হয়ে গেছি। পৃথিবীর বাজার দরকরে নয় আমাকে মূল্যায়ন করেছো মূল্যে দিয়েছো ভালোবাসার। তোমার কাছে এতো কিছু পাওয়ায় পর আর কিছু কি চাইতে পারি লজ্জা লজ্জা।
God gifted voice , evergreen singer in the whole world, Hemanta Mukherjee also a great music composer and film producer.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉.------ Dr Tarun Mallick & Lipika Mallick -- Bonga ,24 pgs ( N)
ধন্যবাদ সারেগামা কে , এই অ্যালবাম টির জন্য ।
Great singer,great voice,
My all time favourite singer🙏
Ei gaan gulo shune Bara hoye uthechchi.Unforgettable ❤❤❤❤❤
❤ beautiful, nice wonderful what more can I explain!!!!!!
Hemanta Mukherjee the KING of MELODY. G.Mookerjee, Austin,Tx,USA
❤ তুমি এমন অনেক কথাই বলো তুমি মন থেকে যা বলো না। আবার অনেক তোমার সত্যি কথা আমি বলি ছলনা। আমি সত্যি তোমাই আঘাত বিশ্বাস করি। তাইতো তোমাকে আপন মনে হয় । নিজের মনে হয় । কাছের মানুষ মনে হয়। নিজের দুনিয়া মনে হয়।কি লিখছি জানি না চলে গেছো ভাষাহীন বোবা করে দিয়ে গেছো তাই সব লেখা আজ অর্থহীন হয়ে গেছে। প্রাণ নেই লেখায় তবু লিখছি। দুনিয়ার ভিতর থেকে যাকে আমি আমার দুনিয়া ভেবে ছিলাম ভেবে ছিলাম আমার একটাই নীল আসমান যাকে আমি আমার সবচচ উপরের মানুষ মনে করে ছিলাম আজো সে আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে আজো ফাঁকি দিচ্ছে। কথা বলেনা আমার সাথে ছলচাতুরী করছে। অতিতের দুরসহ কষ্ট গুলি আমায় দিয়ে বর্তমান নিয়ে চলে যাওয়া তুমি ফিরে এসো ফিরে এসো আমার চরণ তলে আমি তোমার অপেক্ষায় আছি ।
❤যদি ফিরে আসো তবে আমার নাম ধরে ডেকো । আমি সব বেদনা ভুলে গিয়ে তোমায় বুকের ভিতর তুলে নেবো নিজের করে।আপন করে এক অচেনারে। তোমার মতো বলতে পারবোনা তবে তোমকে হাড়ানোর জন্য নয় পাওয়ার জন্য হাউ মাঊ করে চুপি চুপি অনেক কাঁদি কেউ দেখে না কেউ জানেনা । আজ তোমাকে বললাম। আমি যে তোমাকে ছাড়া একটু ও ভালো নেই তোমাকে ছাড়া সে কথা আমি আর কাকে বলবো কারণ তুমিই তো আমার সব। যে আমায় ঘর দিয়েছে সে ঘরে আমি সংসার পেয়েছি কিন্তু স্বামী। পায়নি।। আমি তোমাকে পেয়েছি কখনো হারাতে চায়না। আমার হাত দুটো যদি ধরতে পারো তবে সে হাতের পরশে তোমার ছুয়ে দেবো ব্যাথা মুছে দেবো কখনো তোমায় কাঁদতে দেবো না। তুমি কান্না করলে আমার কিচ্ছু ভালো লাগে না। তোমার সাথে কথা বলতে খুব ইচ্ছে করে। একটু কথা বলার জন্য কতো অপেক্ষা করলাম তোমার মন রাখলাম অপমান হলাম আর কি চাও নিজে হেরে গিয়ে তোমাকে উপরে উঠিয়ে দিলাম।। আমি ভেংগে গেলেও তুমি সুখে থেকো।
❤সব কিছু থেকে বঞ্ছিত হলেও। তোমাকে নিয়ে স্বপ্ন দেখতে তো বারন নেই।মনে রেখো আমায় সেই স্বপ্ন ভেঙ্গে দেবার অধিকার বা সাহস তোমার নেই। এমন কি ভগবানের ও নেই। আমি নির হারা এক পাখি ডাল ভেঙে গেছে তাই ভানা ঝাপটাতে ঝাপটাতে লতায় পাতায় তোমাকে জরিয়ে ছিলাম বন্ধনে কিন্তু সব ভুল তাইতো সময়ে অসময়ে মন কেঁদে তবুও তোমাই মিছে মিছে পাওয়া আর হলো না।
Surer aar ek naam e to Hemanta Mukherjee. Prithibir shes dineo ei gaan notun hoye theke jabe.❤
❤রাত অনেক হয়েছে এখন ঘুমাও। দয়াকরে।
❤ও পাগল তোমার বৌ বাচ্চা এরা সবাই কোথায় আছে । কেমন আছে ওরা সবাই। তুমি কোথায় থাকো কোথায় খাওয়া দাওয়া করো । চিন্তা করোনা দেখবে এক সময় সব ঠিক হয়ে গেছে। আমি আল্লাহর কাছে সব সময় দোয়া করি তোমার জন্য। অতোটা ভেঙ্গে পোরনা ভালো য়খনতোমার শুরু হবে তখন ভালো রাখার জায়গা খুঁজে পাবেনা । তুমি শুধু তোমার রাগটা কমাও।
বাংলা গানের এক ঈশ্বর ❤️ !
Hemantar Gan sunte ami khhub valobasi , Thanks .
Sundar, bhalo.excelent, beautiful,nice, good
Shilpi tumi abar phire eso dharar buke.Maya jana
আমাদের দু:খের রাতে যিনি একাই কেঁদেছেন আমাদের হয়ে, আর আমাদের আনন্দদিনে বইয়ে দিয়েছেন বসন্তের অমলিন হাওয়া.........
স্বর্গীয় কণ্ঠ, স্বর্গীয় গান
Hemanta
Mukherjee
Is
Ever
Distlnguished
ভারতীয় উপমহাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ কণ্ঠশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়: আবীর আহাদ মুক্তিযোদ্ধা, ঢাকা।
অতুলনীয়।
Lyrics , music composition and golden voice of Legend Singer Hemanta Mukhopadhyay juxtaposed each other , ..eternal song ..
Hemantada. Laho more Pranam. O Sraddhangali Dadar kono bikalpa R Konodino habena With thanks You are Living inmy Hert. Your Lovley aged Brother TapasBanerjee Manbazar. Purulia.
Asadharan voice.
A grade singer, A grade musician, only one singer of variety Rabindrasangeet
manik manik
❤ও সোনা ময়না ধরে দেখতো তুমি পুরুষ মানুষ নাকি অন্য কিছু।বলি কি যদি পুরুষ হয়ে থাকো তবে নিজে আগে পুরুষত্যো নিয়ে নিজে মানুষ হ ও নিজের বৌকে মানুষ বানাও।কেন তাকে ভয় পাও তুমি তাহলে ওর আর তোমার ভিতরে পার্থক্য থাকলো কি ।। মনে রেখো তুমিই পুরুষ তুমিই সব ।আর যদি। তা না পারো সেটা তোমার ব্যাথতা। আমি গতো কোরবানির ঈদের দিন সকালে আমাদের দুজনের মধ্যে খুব ঝগড়া হয় আমাকে খুব বাজে বাজে তোমার মতো গাল দিয়েছে আমি সব সজ্য করেছি ইদ্রিস রাগ করে না খেয়ে বাহিরে চলে যাবে সেই মুহূর্তে পিছন থেকে আমি জরিয়ে ধরে বলি না খেয়ে কোথাও যাওয়া যাবেনা। দোষটা ওর ছিলো । তখন আমার নিরবতায় ও পানি হয়ে গেলো । নিজের ভুল বুঝতে পারলো ।্হ্যা এটাই আমার শিক্ষা। অথচ ওর উপরে আমার একরাশ অভিযোগ। মনে রেখো দুমুঠো ভাতের জন্য একটা মেয়ে তার আদরের বাবা মাকে ছেড়ে আসেনা । তোমাকে এ সামান্য টুকু বললাম বাকিটা বুঝে নিও। পরিশেষে একটা কথাই বলবো আমার যেটুকু ধয্যো আছে তা তোমার বৌয়ের নেই। তাই তোমার বৌকে তোমার ঠিক করতে হবে । তোমার কাছে আশাকরি তুমি। সব ঠিক করতে পারবে ।
Amar Priya Gyak Priya Ganguli❤❤😅 😂❤❤ ❤❤❤❤ Dhanyabad
কি আর বলি আমি speechless
The lyrics, each word and it's composition approach towards a classical feelings, I find a nice rhythm of Physics in it.
Nicely explained by Mr Samadder!👍👌
01ĺp
ইশ্বর প্রদত্ত কন্ঠ ।❤
Wonderful❤ melody
Hemanta Mukherjee, my all time favourite.
অতুলনীয়
Aishwarik voice ❤️❤️
Pro tip: you can watch series on flixzone. Me and my gf have been using it for watching a lot of movies these days.
@Benton Arjun yup, been watching on Flixzone} for since november myself :D
@@nikolasevan3564 replyigtonikolasevan
A very nice compilation.Sailed through the boyhood memories. An excellent tribute to the immortal voice.Thanks to SAREGAMA.
Jayprakash Gupta Biplabukherjee
BIPLAB MUKHERJEE chayapaya
Jayprakash Gupta
Sudhir Nag
চিরনূতন,,,,,,
শ্রদ্ধায় মাথা নত হয়ে যায়।
if God would have sing the songs ,perhaps he would have sang through Hemanta Mukherjee:s voice.
Amazing comments , exactly so👍👍
Voice of God.....best singer of all time
F
F
খুবই সুন্দর গান,
Nice
Great singer 💗
hemanta mukhapadhay you are great !
অসাধারণ কন্ঠ মধুর কণ্ঠে গাইলেন।
Excellent Voice The Great Singer,🙏🙏🥀🥀🥀
অমর থাকো হেমন্তকুমার l
My all time favourite
very nice compilation !Dr.P.K.karak
Khub sundhor song
এই গান চিরকাল চিরদিনের । শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায় ও শ্রদ্ধেয় সলিল চৌধুরীর অনবদ্য সৃষ্টি । এই মহান মানুষগুলো বিস্তীর্ণ আকাশের উজ্জ্বল নক্ষত্র । ওনাদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম।
এখনো অনেক পণ্ডিত তুলনা করে কে বাংলার শ্রেষ্ঠ গায়ক।
সেগুলো মূর্খ
@@sadheswarimajilla1260😢
@@sadheswarimajilla1260🎉
Katha koyo. Nako. Sudhu shono
ঈশ্বর এর কণ্ঠ শুনছি।
A very nice song
Aiswarik power of God
এলবামের পঞ্চাশটা গান নিয়ে না এসে একশোটা গান নিয়ে আসতে পারলে না।
🙏🙏🙏
Soo nice
Please give a gap between the time and the name of songs which you have written in the description box !
Swàpner Rajputra
some songs live for ever...
🥰
2:25:27
Monar motho song
Aiswarik power of Gof
God
Hiii
how does anyone differentiate from a song of Hemanthda to the songs Shyamal Mitra's,it is impossible to separate the two voices
lol
U
Ree
Uugusahp
remembertokeepcommentsrespectfulandtofollowourcommunitygui
@sanatmondal
❤ ব্যাথা আছে। কথা নেই। কথা আছে । দেখা নেই। তোমাকে না দেখে অজানা সুখ পেলাম। ভালোবাসলাম। মনে রাখলাম। হাড়িয়ে ফেললাম। সব হারিয়ে যাওয়ার এই দিনে চোর হয়ে তোমাকে কোথায় খুজবো আমি। ভয় পেলোনা আমি তোমাকে খুঁজলে ও তোমাকে চুরি করবো না কারণ মন চুরি করে আমি তোমায় পাইনি । আমাকে হারায়ে যদি তোমার সব চাওয়া পাওয়া হয়ে যায় তবে আমি সব কটা সরিয়ে দিয়ে যতো দুরে আছি আরো দুরে সরে থাকবো। অনেক আঘাতে বেহায়া হয়ে গেছি । তবে শান্ত হয়ে গেছি দুচোখে অশ্রু নিয়ে আর স্বপ্ন দেখিনা। তুমি ভালো থাকলে আমি শান্তি পায় । তুমি ভালো থাকলে মনে আনন্দের উৎসব জেগে উঠে। আমি তোমার এ জীবন দেখতে চায়নি। একটা ন্যাচারাল জীবন তোমার জন্য অপেক্ষা করুক এ শুভ কামনায় আমি।
তুমি আসবেনা জেগে ও দিনের আলোয় প্রহর গুনি যার সাথে কোনো দিন আর দেখা হবেনা তবু না দেখা তুমি শুধুই আমার আর কারো না।নয়ন ভরে তোমায় দেখিনি তাতে কি ছবি করে দু চোখে এঁকে তো রেখেছি । যাও তুমি হাড়িয়ে তোমার আপন জনের কাছে । আমি তোমাকে পেয়েছি হৃদয় ও মাঝে আর কিচ্ছু চাই না।দুর থেকে তোমার সাথী হয়ে তোমার প্রেম হয়ে তোমার ভালোবাসা হয়ে রয়ে যাবো। কখন তোমার সুখের জন্য হাতছানি দিয়ে কখনো কাছে ডাকবো না। বেদনার রং নীল সেই রং কে ভালবেসে নীল আকাশ কে ভালবেসে যাবো তোমাকে বুকে করে ।