ভিডিওর জন্য ধন্যবাদ। প্রথমেই আপনার ভ্রাতুষ্পুত্রের সুদীর্ঘ আয়ু এবং সুস্বাস্থ্যের জন্য অনেক শুভেচ্ছা জানাই। ভিডিও নিয়ে যদি বলতে হয় তাহলে ভাই ব্যাপারটা ঠিক জমেনি। এতে অনেক সময় চলে গেছে এই বড় হোটেলের বিষয়ে বলতে গিয়ে, যেটা নিয়েই একটা আলাদা ভিডিও হতে পারে। এই ধরনের বুফের এত পদ থাকে যে সব কিছু খেয়ে দেখা কারোর পক্ষেই সম্ভব নয়। সুতরাং ছোট করে বিভিন্ন অংশ নিয়ে একটু বলে তারপর আপনি যা খেলেন সেটা নিয়ে একটু বিস্তারিত বলাই ভাল, বিশেষ করে সেগুলোর গুণমান কি রকম, কারণ বড় হোটেল হলেও আকছার কিছু পদ খুব সাধারণ, এমনকি খারাপও হতে পারে। এই ভিডিওটি কেমন যেন একটা খাপছাড়া ভাবে তোলা হয়েছে, এটা আমার মনে হয়েছে, তাই লিখলাম। ভাল থাকবেন 🙏
@@nirmalyamukhopadhyay1769 দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় দিয়ে লিখেছেন বলে। আমি একদমই নতুন চ্যানেল খুলেছি। আপনাদের মতন দর্শক দেখছেন বলে অনেক সমৃদ্ধ হচ্ছি প্রত্যেকদিন। জানি অনেক খামতি রয়ে গেছে। অস্বীকার করতে পারি না সেগুলো। যদি নেক্সট টাইম কোন সাজেশন থাকে নিশ্চই বলবেন একদম প্রাণ খুলে। Rectify করব। আরো একটা ব্যাপার একমত। সব খাবার মোটেও ভাল নয়। তবে হ্যাঁ ক্যালরি বেপারে ওনারা দেখলাম বেশ নজর দেন। তবে কোয়ালিটি ভালো। অন্তত ITC রয়্যাল র থেকে ভালো, এটুকু বলতে পারি। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। দীপাবলির অসংখ্য শুভেচ্ছা।
Excellent❤❤
Fantastic ❤❤❤❤
Fantastic
খুব খুব ভালো ,অসাধারণ লাগলো❤
ভিডিওর জন্য ধন্যবাদ।
প্রথমেই আপনার ভ্রাতুষ্পুত্রের সুদীর্ঘ আয়ু এবং সুস্বাস্থ্যের জন্য অনেক শুভেচ্ছা জানাই।
ভিডিও নিয়ে যদি বলতে হয় তাহলে ভাই ব্যাপারটা ঠিক জমেনি। এতে অনেক সময় চলে গেছে এই বড় হোটেলের বিষয়ে বলতে গিয়ে, যেটা নিয়েই একটা আলাদা ভিডিও হতে পারে। এই ধরনের বুফের এত পদ থাকে যে সব কিছু খেয়ে দেখা কারোর পক্ষেই সম্ভব নয়। সুতরাং ছোট করে বিভিন্ন অংশ নিয়ে একটু বলে তারপর আপনি যা খেলেন সেটা নিয়ে একটু বিস্তারিত বলাই ভাল, বিশেষ করে সেগুলোর গুণমান কি রকম, কারণ বড় হোটেল হলেও আকছার কিছু পদ খুব সাধারণ, এমনকি খারাপও হতে পারে। এই ভিডিওটি কেমন যেন একটা খাপছাড়া ভাবে তোলা হয়েছে, এটা আমার মনে হয়েছে, তাই লিখলাম। ভাল থাকবেন 🙏
@@nirmalyamukhopadhyay1769
দাদা
আপনাকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় দিয়ে লিখেছেন বলে। আমি একদমই নতুন চ্যানেল খুলেছি। আপনাদের মতন দর্শক দেখছেন বলে অনেক সমৃদ্ধ হচ্ছি প্রত্যেকদিন। জানি অনেক খামতি রয়ে গেছে। অস্বীকার করতে পারি না সেগুলো। যদি নেক্সট টাইম কোন সাজেশন থাকে নিশ্চই বলবেন একদম প্রাণ খুলে। Rectify করব।
আরো একটা ব্যাপার একমত। সব খাবার মোটেও ভাল নয়। তবে হ্যাঁ ক্যালরি বেপারে ওনারা দেখলাম বেশ নজর দেন। তবে কোয়ালিটি ভালো। অন্তত ITC রয়্যাল র থেকে ভালো, এটুকু বলতে পারি।
অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকবেন।
দীপাবলির অসংখ্য শুভেচ্ছা।
Mutton available chilo?
Mutton available chilo but misti r onek item sesh hobar por repeat korchilo na...
@Explore_offtime ok