আপনার কথাগুলো সব ভালো লাগলো আমি, ল অফ অ্যাট্রাকশন, জাদু, দ্য সিক্রেট, এই বইগুলো ক্রমাগত পড়ি। আপনি বলেছেন "আমি রাগবো না" ইউনিভার্স কিন্তু না শব্দটা বাদ দিয়ে সবকিছু শুনতে পারে। এক্ষেত্রে বলতে হবে আমি খুব শান্ত মেজাজের, আমি নিজেকে সব সময় শান্ত রাখতে পারি, আমি শান্ত হচ্ছি। তবেই ল অফ অ্যাট্রাকশন আপনাকে শান্ত করবে। "আমি রাগবো না" এই কথাটা বললে, আপনি রাগ কেই আকর্ষণ করছেন নিজের অজান্তে।
আপনার এই ভিডিওটি পর আমার কেমন জানি মনে হলো, সব তথ্য আমার কাছে পরিষ্কার হয়ে গেল। ইচ্ছা, স্বপ্ন, জীবনের চাহিদা, বাস্তবায়নের বেসিক একটা রুল, আপনি সহজ ভাবে বর্ণনা করেছেন, অনেক রেফারেন্স হিসাবে এটি কাজ করবে। আকর্ষণ -ভাইব্রেশন- মেনিফেস্টেশন এই জাতীয় যত তথ্য জ্ঞান ভিডিও আছে সেগুলোর চেয়ে অনেক উত্তম আপনার এই video । এমনকি ইংরেজি ইংরেজি ভাষায় যত ভিডিও আছে, সেগুলোও এত সুন্দরভাবে আপনার মতো করে বলতে পারে নি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
Law of attraction নিয়ে অনেক ভিডিও দেখেছি। বাট, আপনার এই ভিডিওটি দেখার পর আমার কেমন জানি মনে হলো, সব তথ্য আমার কাছে পরিষ্কার হয়ে গেল। অসংখ্য ধন্যবাদ। ❤❤❤❤
অসাধারণ একটি ভিডিও দেখলাম। এ রকম ভিডিও আগেও দেখেছি। কিন্তু এখানে এতো সুন্দরভাবে বুঝিয়ে দেয়া হয়েছে যা ছিল সত্যই অতুলনীয়। এ রকম আরো ভিডিও'র অপেক্ষায় রইলাম।
আমার দেখা ভিডিও গুলোর মধ্যে সব চেয়ে সুন্দর ও ভালো লাগার মধ্যে এই ভিডিওটা ছিলো সেরা, আমি একটা মেয়েকে তার অজান্তেই অনেক পছন্দ করতাম প্রকৃতিক সেই খেলাতে আজ সে আমার অনেক কাছে চলে এসেছে আমি যেটা কখনো ভাবতেও পারি নাই তাহলে এটাই হতে পারে আকর্ষণের খেলা ।
আপনাকে অনেক ধণ্যবাদ বিষয়টি অন্তত বাংলা ভাষায় সকলের সামনে নিয়ে আসার জন্য। এই বিষয় গুলো সম্পর্কে আরও এ্যাডভান্স লেভেলের জ্ঞান আছে। আপনার সহজ ও সরল উপস্থাপন একটি দারুণ সূচনা দিতে পারে। বিশেষ করে আমাদের দেশের যুব সমাজের জন্য এ ধরনের জ্ঞান চর্চা একটি শক্তিশালী পজিটিভ মাইন্ডসেট তৈরিতে ভূমিকা রাখবে বলে আশা রাখি। শুভকামনা আপনার জন্য।
ও ভাইয়া,, আমি কখনও কোন ভিডিও তে কমেন্ট করি না,, আপনার জন্য আমার মন থেকে ভালবাসা ❤ এই বিষয়ের আমি ১০ বছর থেকে ভিডিও দেখছি কিন্তু আপনি এতো অভিনব কায়দায় তুলে ধরেছেন,,, আপনি সেরাদের সেরা 🎉🎉🎉
সুন্দর,,এই আকর্ষণের নিয়ম সম্পর্কে অনেক আগে থেকেই জানি,,তবে এটার উপরে আরো বড় ভিডিও বানাবেন আশা করি। এই আকর্ষণের নিয়মের ভেতর অনেক গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে আছে এই সম্পর্কে অসাধারণ মানুষের জানা প্রয়োজন।
ভালো লাগলো। সকল তথ্যের সাথে, সকল ধর্ম ও সব ধরণের মানুষের বিষয়টা ব্যাখ্যা করার জন্য। আপনি যে বিষয়গুলো নিয়ে ভিডিও বানান, আমার আগ্রহের জায়গা ঠিক এই বিষয়গুলোই। আর আমি আমার এই আগ্রহের কারণে অনেক আগে থেকেই কিছু কিছু বিষয় জানি৷ মহাজাতকের কোয়ান্টাম মেথম বইটি থেকে যোগ ব্যায়ামের বই, আমার দশ বছর আগেই কেনা হয়েছে। আমার জ্ঞান এখনও ক্ষুদ্র, তবুও একটা বিষয় আমি বোধহয় জানি, সেটা হলো, "আমি রাগবো না" এটা না বলে, "আমি সকল রাগান্বিত পরিস্থিতিতে নিজের রাগকে কন্ট্রোল করে স্বাভাবিক থাকবো" এই বাক্যটা নিজের অবচেতন মন বেশি ভালোভাবে অনুসরণ করতে পারবে। পুরো ভিডিও টা অনেক সুন্দর ছিলো। ধন্যবাদ৷
একদম ঠিক বলেছেন। এভাবেই বলা উচিত। আমি আসলে থিম টা বোঝানোর চেষ্টা করেছি। মূল বিষয় হলো যেভাবেই বলা হোক, সেটা যেন ইতিবাচক হয় এবং সাথে অনুভূতিটও জুড়ে দিতে হবে। মন্তব্যের জন্য ধন্যবাদ।
@@JotangkoBrand-1.618 জী ধন্যবাদ। তবে কিছু কথা না বললেই নয়। আপনার ভিডিও মেকিং দেখলেই বোঝা যায়, আপনি কতটা পরিশ্রম করে, অসাধারণ এডিট ও কথা, ব্যাকগ্রাউন্ড সাউন্ড এবং ছবির সমন্বয় করেন, এক কথায় অসাধারণ। আপনার উপস্থাপনাও অসাধারণ।
Thank you so much for making this kind of topic video because lot of us aren’t aware of our existence and we don’t know how to use these tools to make our life better
Thanks, your good works will help many like me from this show. You handed me another good weapon-- helping me to understand attraction theory in a different way.
@@JotangkoBrand-1.618 আমি যতটুকু বুঝি তা থেকে কিছু কিছু গুরুতর বিষয় আমার কাছে মনে হয়েছে ইসলামের মৌলিক বিশ্বাসের সাথে যায় না। হতে পারে আমি Law of attraction সম্পর্কে কম জানি অথবা ইসলাম সম্পর্কে কম জানি অথবা ২ টাই ভুল জানি। আমি free সময়ে আমার observation লিখে পাঠাবো। যদি আমার বক্তব্যে কোনো ভুল থাকে, তাহলে আপনি সংশোধন করে দিতে পারেন । আলোচনা ও সত্যের অনুসন্ধান সবার জন্যই গুরুত্বপূর্ণ।
@@JotangkoBrand-1.618 আমি যতটুকু জানি বুঝি তাতে কিছু বিষয় ইসলামের সাথে যায় না মনে হয়েছে। হতে পারে আমার limited knowledge এর জন্য এমন ধারণা। আমি free time এ আমার observation ইমেইলে শেয়ার করবো। যদি আমার বক্তব্যে কোনো ভুল থাকে, তাহলে আপনি সংশোধন করে দিতে পারেন। আলোচনা ও সত্যের অনুসন্ধান সবার জন্যই গুরুত্বপূর্ণ।
এইগুলা হলো আসল শিক্ষা ভাই।।।স্কুল কলেজে যা শিকায় সেটা কোনো শিক্ষা না।।।তাই আমাদের সমাজ এলোমেলো হয়ে গেছে।।।সঠিক শিক্ষা মানুষকে চিনতে শিকায়।।।কি পড়লাম জীবনে।।।😢😢😢।।।শুধু সার্টিফিকেট এর জন্য মুখস্ত বিদ্দা ।।।অন্তর তো অন্ধ হয়ে যায় সবার ।।।যদি ভেতরের অন্ধকার দূর না হয়।।।বৈষম্য ।।
রাকিব ভাই আশা করি পর্ব ২ তে আপনি এটি আলোচনা করবেন Law of Attraction বা Manifestion বিষয় টি যদি সত্য হতো তাহলে কেন অনেকে ট্রাই করে ত US President হয়ে যেত বা পৃথিবীর সব সম্পদ নিয়ে নিত।
Newton's law of universal gravitation states that every particle in the universe attracts every other particle with a force that is proportional to the product of their masses and inversely proportional to the square of the distance between their centers. The gravitational force is represented by the equation: F: = G m M: / d^2 * G is the universal gravitational constant, with a value of 6.67E-11 N*m^2/kg^2 d: is the distance between the two objects
আসসালামু আলাইকুম প্রিয় ভাই। আপনার প্রত্যেকটা ভিডিও অনেক গুরুত্বপূর্ণ। আপনি আপনার ইচ্ছে অনুযায়ী ভিডিও দিবেন।তবে আমাদের কথা অবশ্যই মাথায় রাখবেন।কোনোদিন ভিডিও না দেওয়ার সিদ্ধান্ত নিবেন না,এটা আমার অনুরোধ।
আকাশের উপর, ভেসে থাকা মেঘের খন্ড, সূর্যের প্রচন্ড তাপে, কাল, সাদা,বর্ণ,,,,,হয়ে ধারণ করে, আকর্ষণ, সব কিছু তেই দেখা যায়, শুধুই,, যে, নিজ থেকে, অদৃশ্য হয়ে,, থাকে, থাকে, কেউ,, দেখতে পায় না ,,,,, সুবহান আল্লাহ,,
স্যার আপনার ব্যাখ্যা গুলি আমার ধারণা এবং বিপদের সাথে মিলে যাচ্ছে ধন্যবাদ স্যার আপনাকে 😢😢😢
আপনার কথাগুলো সব ভালো লাগলো আমি, ল অফ অ্যাট্রাকশন, জাদু, দ্য সিক্রেট, এই বইগুলো ক্রমাগত পড়ি। আপনি বলেছেন "আমি রাগবো না" ইউনিভার্স কিন্তু না শব্দটা বাদ দিয়ে সবকিছু শুনতে পারে। এক্ষেত্রে বলতে হবে আমি খুব শান্ত মেজাজের, আমি নিজেকে সব সময় শান্ত রাখতে পারি, আমি শান্ত হচ্ছি। তবেই ল অফ অ্যাট্রাকশন আপনাকে শান্ত করবে। "আমি রাগবো না" এই কথাটা বললে, আপনি রাগ কেই আকর্ষণ করছেন নিজের অজান্তে।
Well Said.
Right
সহমত
আপনার এই ভিডিওটি পর আমার কেমন জানি মনে হলো, সব তথ্য আমার কাছে পরিষ্কার হয়ে গেল। ইচ্ছা, স্বপ্ন, জীবনের চাহিদা, বাস্তবায়নের বেসিক একটা রুল, আপনি সহজ ভাবে বর্ণনা করেছেন, অনেক রেফারেন্স হিসাবে এটি কাজ করবে। আকর্ষণ -ভাইব্রেশন- মেনিফেস্টেশন এই জাতীয় যত তথ্য জ্ঞান ভিডিও আছে সেগুলোর চেয়ে অনেক উত্তম আপনার এই video । এমনকি ইংরেজি ইংরেজি ভাষায় যত ভিডিও আছে, সেগুলোও এত সুন্দরভাবে আপনার মতো করে বলতে পারে নি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
অবহেলিত হয়ে পরে থাকা আমার কিছু জ্ঞান প্রাণ ফিরে পেলো, আপনার নিখাঁদ জ্ঞানের আলোচনা শুনে! ধন্যবাদ আপনাকে!
আপনার সাথে কি এরকম অনেকবার হয়েছে ? মানে কোন বিপদের শঙ্কার কারণে বিপদটা এসেছে ? প্লিজ রিপ্লাই
এক কথায় অভূতপূর্ব , আজ থেকে প্রচেষ্টা শুরু করা যাবে, সাফল্য আসবেই আমার,
Law of attraction নিয়ে অনেক ভিডিও দেখেছি। বাট, আপনার এই ভিডিওটি দেখার পর আমার কেমন জানি মনে হলো, সব তথ্য আমার কাছে পরিষ্কার হয়ে গেল। অসংখ্য ধন্যবাদ। ❤❤❤❤
প্রিয় জনাব, আপনি অনেক জ্ঞানী মানুষ। অনেক পড়ালেখা করেন। আপনার চর্চা অব্যাহত রাখুন। আপনার ভিডিও'র জন্য মুখিয়ে থাকি। Go ahead my dear sweetheart.
আপনার সকল প্রোগ্রাম খুবই জ্ঞানগর্ভমূলক। শুভকামনা রইল।
অসাধারণ একটি ভিডিও দেখলাম। এ রকম ভিডিও আগেও দেখেছি। কিন্তু এখানে এতো সুন্দরভাবে বুঝিয়ে দেয়া হয়েছে যা ছিল সত্যই অতুলনীয়। এ রকম আরো ভিডিও'র অপেক্ষায় রইলাম।
অনেক অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আমি এটা নিয়ে অনেক গবেষণা করেছি কয়েকদিন। আর আজকেই দেখলাম আপনি ভিডিও দিয়েছেন। এটাও কিন্তু law of attraction!❤😂
সত্যিই তাই। আপনার গবেষণাগুলো দেখার অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ।
@@JotangkoBrand-1.618 আল্লাহ চাইলে ইন শা আল্লাহ।
Ei vdo amr etoi bhalo lage ami bar bar dekhi amn type vdo chai dada
Super!
আমার দেখা ভিডিও গুলোর মধ্যে সব চেয়ে সুন্দর ও ভালো লাগার মধ্যে এই ভিডিওটা ছিলো সেরা, আমি একটা মেয়েকে তার অজান্তেই অনেক পছন্দ করতাম প্রকৃতিক সেই খেলাতে আজ সে আমার অনেক কাছে চলে এসেছে আমি যেটা কখনো ভাবতেও পারি নাই তাহলে এটাই হতে পারে আকর্ষণের খেলা ।
Amr bf amr theke cole geche 2 month Jabot kono rltn nei tobe ami trust kori se firbe
আপনাকে অনেক ধণ্যবাদ বিষয়টি অন্তত বাংলা ভাষায় সকলের সামনে নিয়ে আসার জন্য। এই বিষয় গুলো সম্পর্কে আরও এ্যাডভান্স লেভেলের জ্ঞান আছে। আপনার সহজ ও সরল উপস্থাপন একটি দারুণ সূচনা দিতে পারে। বিশেষ করে আমাদের দেশের যুব সমাজের জন্য এ ধরনের জ্ঞান চর্চা একটি শক্তিশালী পজিটিভ মাইন্ডসেট তৈরিতে ভূমিকা রাখবে বলে আশা রাখি। শুভকামনা আপনার জন্য।
এডভান্স লেভেলের বিষয়গুলি কোন জায়গা থেকে জানতে পারব ? প্লিজ কিছু লিংক দিন ।
আকর্ষণের সূত্র নিয়ে পর্ব 2 চাই।
Its a really fantastic and mind blowing video as well.
Mohajatok er meditation......
Nice...amio eitai sobaike bojhate chai...The Law of attraction. Thanks
অনেক কিছু বুঝতে পারলাম,মানুষের চিন্তা এক মহাশক্তি,
Expression with explanation outstanding and animation as well❤❤শুভকামনা রইলো
ও ভাইয়া,, আমি কখনও কোন ভিডিও তে কমেন্ট করি না,, আপনার জন্য আমার মন থেকে ভালবাসা ❤ এই বিষয়ের আমি ১০ বছর থেকে ভিডিও দেখছি কিন্তু আপনি এতো অভিনব কায়দায় তুলে ধরেছেন,,, আপনি সেরাদের সেরা 🎉🎉🎉
এর জন্য শুকরিয়া বা কৃতজ্ঞ থাকা প্রয়োজন।
Alhamdulillah , Alhamdulillah , Alhamdulillah , ❤
সুন্দর,,এই আকর্ষণের নিয়ম সম্পর্কে অনেক আগে থেকেই জানি,,তবে এটার উপরে আরো বড় ভিডিও বানাবেন আশা করি। এই আকর্ষণের নিয়মের ভেতর অনেক গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে আছে এই সম্পর্কে অসাধারণ মানুষের জানা প্রয়োজন।
এটা কোথা থেকে জেনেছেন ? কোন বই ? জানাবেন প্লিজ
এই বিষয় টি নিয়ে আমি খুবই আগ্রহী আর অনেক ভিডিও দেখেছি। তবে এই ভিডিওটা এখনো দেখা সব গুলির মধ্যে সবথেকে সহজ বোধগম্য বলে মনে হলো
দারুণ লাগলো ভিডিও
The Law of Attraction really exists.
Thank You Allah
Thank You Universe ❤️❤️❤️
সুন্দর করে কথা বলার জন্য একটি ভিডিও বানাবেন 🙂
এইরকম সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ
এমন একটা ভিডিও অনেক দিন ধরে খুঁজেছিলাম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া 🥰
অসাধারণ আপনার প্রতিটা আলোচনার বিষয়। চালিয়ে যান শুভকামনা 🤍🤍
Darun
আলহামদুলিল্লাহ আপনাকে অফুরন্ত ভালোবাসা আন্তরিক ধন্যবাদ
thank you for sharing this amezing knowledge
নিজেকে নতুন উদ্যমে শক্তিশালী করতে সক্ষম হব বলে বিশ্বাস জন্মেছে।
ভালো লাগলো। সকল তথ্যের সাথে, সকল ধর্ম ও সব ধরণের মানুষের বিষয়টা ব্যাখ্যা করার জন্য। আপনি যে বিষয়গুলো নিয়ে ভিডিও বানান, আমার আগ্রহের জায়গা ঠিক এই বিষয়গুলোই। আর আমি আমার এই আগ্রহের কারণে অনেক আগে থেকেই কিছু কিছু বিষয় জানি৷ মহাজাতকের কোয়ান্টাম মেথম বইটি থেকে যোগ ব্যায়ামের বই, আমার দশ বছর আগেই কেনা হয়েছে। আমার জ্ঞান এখনও ক্ষুদ্র, তবুও একটা বিষয় আমি বোধহয় জানি, সেটা হলো, "আমি রাগবো না" এটা না বলে, "আমি সকল রাগান্বিত পরিস্থিতিতে নিজের রাগকে কন্ট্রোল করে স্বাভাবিক থাকবো" এই বাক্যটা নিজের অবচেতন মন বেশি ভালোভাবে অনুসরণ করতে পারবে। পুরো ভিডিও টা অনেক সুন্দর ছিলো। ধন্যবাদ৷
একদম ঠিক বলেছেন। এভাবেই বলা উচিত। আমি আসলে থিম টা বোঝানোর চেষ্টা করেছি। মূল বিষয় হলো যেভাবেই বলা হোক, সেটা যেন ইতিবাচক হয় এবং সাথে অনুভূতিটও জুড়ে দিতে হবে। মন্তব্যের জন্য ধন্যবাদ।
@@JotangkoBrand-1.618 জী ধন্যবাদ। তবে কিছু কথা না বললেই নয়। আপনার ভিডিও মেকিং দেখলেই বোঝা যায়, আপনি কতটা পরিশ্রম করে, অসাধারণ এডিট ও কথা, ব্যাকগ্রাউন্ড সাউন্ড এবং ছবির সমন্বয় করেন, এক কথায় অসাধারণ। আপনার উপস্থাপনাও অসাধারণ।
দূর্দান্ত❤ হয়েছে ভিডিও টা
আরো ভিডিও চাই যেকোনো টপিক নিয়ে.. ভালো লাগে এসব বিজ্ঞানভিত্তিক আলোচনা ❤
আমি আপনার ভিডিওর অপেক্ষায় থাকি
আশা করি সৃষ্টিকর্তার অস্তিত্বের
প্রমান নিয়ে আরেকটি বিস্তারিত তথ্য ও প্রমাণ বহুল ভিডিও করবেন
এটা খুবই দরকার
Thank you
Bah khub sundor 👏
Very well explained
অনেক ধন্যবাদ আপনাকে। বিষয়টি আমার কাছে পরিষ্কার হয়ে গেল।
Apnr ei vdo ami bar bar dekhi onk motivate hoi plz amn vdo aro banan
Apnake sob somoy dekhar cestay thaki. Donno bad
সুন্দর উপস্থাপন
ভীষন ভালো ব্যাখ্যা।
🙏🙏🙏
Khub e valo lagloh... 1st time vedio tah dhaklam.
Excellent vdo. I was in search of this topic.
Apnar video gulo khub informative big believer in loa I have attracted many things and event in my life aro onek video anen 😊
😊
Bohut aacha laga
👌👌👌
Thank you so much for making this kind of topic video because lot of us aren’t aware of our existence and we don’t know how to use these tools to make our life better
Thanks, your good works will help many like me from this show. You handed me another good weapon-- helping me to understand attraction theory in a different way.
Your presentation is mind-blowing. 👍❤
Opekkhay thaki❤
ভাল vdo
Good advice sir. Most valuable kotha ❤.
Good advice sir,
সত্য আর খুব সুন্দর
Dhyana ebong shorirer 7 ti chokro niye video banayen plss.
Law of Attraction ইসলামের মৌলিক বিশ্বাসের পরিপন্থী। তাই এটি পরিহার করাই উত্তম
আপনি দয়া করে ইসলাম নিয়ে গভীরভাবে পড়াশোনা করবেন প্লিজ। কোনো প্রকারের জাজমেন্ট করার আগে পড়াশোনা-গবেষণা প্রয়োজন।
@@JotangkoBrand-1.618
আমি যতটুকু বুঝি তা থেকে কিছু কিছু গুরুতর বিষয় আমার কাছে মনে হয়েছে ইসলামের মৌলিক বিশ্বাসের সাথে যায় না। হতে পারে আমি Law of attraction সম্পর্কে কম জানি অথবা ইসলাম সম্পর্কে কম জানি অথবা ২ টাই ভুল জানি।
আমি free সময়ে আমার observation লিখে পাঠাবো। যদি আমার বক্তব্যে কোনো ভুল থাকে, তাহলে আপনি সংশোধন করে দিতে পারেন । আলোচনা ও সত্যের অনুসন্ধান সবার জন্যই গুরুত্বপূর্ণ।
@@JotangkoBrand-1.618
আমি যতটুকু জানি বুঝি তাতে কিছু বিষয় ইসলামের সাথে যায় না মনে হয়েছে। হতে পারে আমার limited knowledge এর জন্য এমন ধারণা। আমি free time এ আমার observation ইমেইলে শেয়ার করবো।
যদি আমার বক্তব্যে কোনো ভুল থাকে, তাহলে আপনি সংশোধন করে দিতে পারেন। আলোচনা ও সত্যের অনুসন্ধান সবার জন্যই গুরুত্বপূর্ণ।
❤অসাধারণ,অসাধারণ
ভাল
❤❤❤❤❤very nice topic you discussed ❤❤❤❤
ধন্যবাদ স্যার আপনি একদম সঠিক 💖
Thank you sir
চমৎকার
ধন্যবাদ ❤
ধন্যবাদ স্যার 🙏
JATANGKO .MANY MANY THANKS.
অনেক সুন্দর লাগলো আপনার কথা গুলো অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সব সময়
Brilliant.
ধারাবাহিক ভাবে law of attraction এর ভিডিও চাই,কারন এত বড় একটা বিষয় ৫-১০মিনিটেই শেষ হবার নয়।
Thanks
Excellent ❤❤❤❤❤❤❤
want more videos based on this topic!
Thanks❤❤❤
Thank you so much Bhaiya, this will help me a lot. 🌼🌼🌼🌼♥️ from New York
লাল গাভ সম্পর্কে বিস্তারিত ভিডিও বানান ভাই
ডেসক্রিপশন লিংকটা একদম দারুন ছিলো আসলে,,,!❤
এইগুলা হলো আসল শিক্ষা ভাই।।।স্কুল কলেজে যা শিকায় সেটা কোনো শিক্ষা না।।।তাই আমাদের সমাজ এলোমেলো হয়ে গেছে।।।সঠিক শিক্ষা মানুষকে চিনতে শিকায়।।।কি পড়লাম জীবনে।।।😢😢😢।।।শুধু সার্টিফিকেট এর জন্য মুখস্ত বিদ্দা ।।।অন্তর তো অন্ধ হয়ে যায় সবার ।।।যদি ভেতরের অন্ধকার দূর না হয়।।।বৈষম্য ।।
ধন্যবাদ দাদা ❤
রাকিব ভাই
আশা করি পর্ব ২ তে আপনি এটি আলোচনা করবেন
Law of Attraction বা Manifestion বিষয় টি যদি সত্য হতো তাহলে কেন অনেকে ট্রাই করে ত US President হয়ে যেত বা পৃথিবীর সব সম্পদ নিয়ে নিত।
Sir, you are so unique
Joy joy Johar sir @@@
Dada pls ei type er vdo make korun😭
Alhamdulilha
আপনার আলোচনা খুবই ভালো লাগে ❤
এভাবে কখনো ভেবে দেখিনি, চেষ্টা করবো
Astral projection সম্পর্কে জট খুলতে চাই
Newton's law of universal gravitation states that every particle in the universe attracts every other particle with a force that is proportional to the product of their masses and inversely proportional to the square of the distance between their centers. The gravitational force is represented by the equation:
F: = G
m
M: / d^2 * G is the universal gravitational constant, with a value of 6.67E-11 N*m^2/kg^2
d: is the distance between the two objects
ধন্যবাদ
জটাংক🎉
Thank sir
সমস্যা হলো এতো দেরিতে ভিডিও আাসাটা ভালো লাগছেনা। আরো বেশি টপিক নিয়ে আলোচনা করবেন স্বল্প বিরতি দিয়ে।
তথ্যের নির্ভূলতা নিশ্চিত করতে একটু দেরী হয় বটে। তবু চেষ্টা থাকবে।
আসসালামু আলাইকুম প্রিয় ভাই।
আপনার প্রত্যেকটা ভিডিও অনেক গুরুত্বপূর্ণ। আপনি আপনার ইচ্ছে অনুযায়ী ভিডিও দিবেন।তবে আমাদের কথা অবশ্যই মাথায় রাখবেন।কোনোদিন ভিডিও না দেওয়ার সিদ্ধান্ত নিবেন না,এটা আমার অনুরোধ।
late alway better than never...
ইউটিউবের লাস্ট কত বছর আগে কোথায় কমেন্ট করেছিলাম জানিনা। এখানে করতে হলো।
কম করে হলেও এটা কয়েকশত বার শুনবো।
Background music is so disturbing. It is very high. But your video is awesome.
Ak koti chai ak koti chai ak koti chai. 😊
আকাশের উপর, ভেসে থাকা
মেঘের খন্ড, সূর্যের প্রচন্ড তাপে, কাল, সাদা,বর্ণ,,,,,হয়ে
ধারণ করে, আকর্ষণ, সব কিছু তেই দেখা যায়, শুধুই,,
যে, নিজ থেকে, অদৃশ্য হয়ে,,
থাকে, থাকে, কেউ,, দেখতে পায় না ,,,,, সুবহান আল্লাহ,,