সঙ্গীত সরকার,ভাই আমার তুমি তো লৌকিক সাহসী এক মানব। তোমার রত্নগর্ভা মায়ের অসাধারণ সন্তান তুমি। তুমি বাঙালি তোমার নাম লিখা থাকবে দুই বাংলায়। ফেইসবুক আইডিতে একটা লাইভ করো,আমরা বুঝতে পারছি নস তোমার আইডি কোনটা।
গানের প্রতিটি লাইন গা শিহরিত করে দেয়। এই বাংলায় কখনো রাজাকারের ঠাঁই ছিল না ভবিষ্যতেও থাকবে না। ঘুরে দাঁড়াবে আবার বাংলাদেশ আওয়ামী লীগ ইনশাআল্লাহ। জয়বাংলা জয় বঙ্গবন্ধু।
Hazar hazar pran dia sahajjo to korechilo aj sei indiakei galagal day bangladeshira..ajo sahajjo kore jache apnader loraita apnaderoto lorte hobe kobe egie asben kobe mathe namben @@NILAKASERSADAMEGH9908
জাতীয় সংগীত পরিবর্তন জরুরী কেন❓ আমার সোনার বাংলা গানটি যদি আমরা শুধুমাত্র গান হিসাবে মূল্যায়ন করি তাহলে সেটি অসাধারণ, মারাত্মক সুর, গানের কথাগুলি গ্রাম বাংলার সাথে মিশে যায়। তবে আমাদের জাতীয় সংগীত হিসেবে কোনভাবেই যায় না। ১) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালের বঙ্গভঙ্গের বিরোধিতা করে এই গানটি রচনা করেছিলেন। বঙ্গভঙ্গ রদ হয়ে যায় 1911 সালে। এরপর 1947 সালে বাংলা ভেঙে বাংলার পশ্চিম অংশ যোগ দেয় ভারতের সাথে এবং পূর্ব অংশ যোগ দেয় পাকিস্তানের সাথে। ফলে যুক্ত বাংলার অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায়। অতঃপর পূর্ব বাংলার নামকরণ হয় পূর্ব পাকিস্তান। অতঃপর আবারও 1971 সালে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হয়ে একটি নতুন স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের জন্ম হয়।তাহলে আমরা তো এখন আর অখন্ড বাংলার অংশ নই। বাংলাদেশ একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র। যেহেতু গানটি লেখা হয়েছিল উভয় বাংলাকে উদ্দেশ্য করে তাই এই গানটি এখন আমাদের সার্বভৌমত্বের মর্যাদাকে ক্ষুণ্ণ করে। বাংলাদেশ যদি অখন্ড বাংলার অংশ থাকতো তাহলে এই গানটি জাতীয় সংগীত হিসেবে সঠিক ছিল। ২) 1971 সালের মুক্তিযুদ্ধে ভারত কৌশলগত কারণে আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছিল। স্বাধীনতা পরবর্তী সংবিধান রচনা এবং রাষ্ট্রের বিভিন্ন নীতি নির্ধারণের ক্ষেত্রে ভারতের চাপ ছিল। আমরাও তখন বিভিন্ন কারণে ভারতের চাপ উপেক্ষা করতে পারি নাই। 2024 এর গণ অভ্যুত্থানে আমরা নতুন একটি মুক্ত বাংলাদেশ পেয়েছি। সুতরাং জাতীয় সংগীত সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় গুলি শুধরে নেওয়ার সময় এসেছে। ৩) বঙ্গভঙ্গ রদ এর পর ঢাকা বিশ্ববিদ্যালয় গঠিত হওয়ার সময় কবি রবীন্দ্রনাথ বিরূপ মন্তব্য করেছিলেন! ৪) ব্রিটিশরা ভারত বর্ষ প্রায় 190 বছর শাসন শোষণ করেছিল! সবচেয়ে বেশি শোষিত নির্যাতিত হয়েছে এই বাংলা অঞ্চল! আর এইসব অঞ্চলের জমিদাররা সর্বতোভাবে ইংরেজদের সহযোগিতা করেছে। অনেক জমিদার জমিদারি হারানোর ভয়ে ভারতবর্ষের স্বাধীনতা চায়নি। অধিকাংশ জমিদার ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিরোধিতা করেছে। রবীন্দ্রনাথ ঠাকুর জমিদার বংশের লোক ছিলেন। প্রথম দিকে তিনি ইংরেজদের সমর্থন করেছিলেন। পরে অবশ্য আন্দোলন বেড়ে যাওয়ার পর স্বাধীনতাকামীদের পক্ষ নিয়েছিলেন। ৫) এই গানটি ছিল বাউল গগন হরকরার গাওয়া একটি গান। কবি রবীন্দ্রনাথ বাউল গগনের গানটির সুর নকল করে তাতে কিছু নতুন শব্দ যোগ বিয়োগ করেন। সুতরাং চুরি করা নকল সুরের গান জাতীয় সংগীত হিসেবে রাখা আমাদের জন্য অপমানজনক। ৬) এই গানটিতে ' মা' শব্দটির ব্যবহার রয়েছে, মা বলতে শুধু দেশ মাতাকে বুঝানো হয়নি! 1905 সালে যখন বঙ্গভঙ্গ করা হলো সে সময় এর বিরোধিতা করে কলকাতার দাদারা তীব্র আন্দোলন শুরু করে, সে সময় তারা বলেছিল, বঙ্গভঙ্গ করা মানে দেবী কালি মাতার অঙ্গচ্ছেদ করা। সনাতন ধর্মানুসারে কালী দেবী কে দেশ মা হিসেবে বুঝানো হয়েছে! ওমা তোর চরণ তলে ঠেকাই মাথা, বাক্যটি দেবী কালিমার পায়ে মাথা ঢুকানোর কথা বলা হয়েছে…! সুতরাং এই গানটি আমাদের ইসলামের মূলনীতির সাথে সাংঘর্ষিক বটে।(এই ধরনের অপর একটি দেশাত্মবোধক গান আছে কিন্তু সেটি বাংলাদেশের জাতীয় সংগীত নয় বিধায় আমাদের সমস্যা নেই, গানটি হচ্ছে... আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি...) বাংলাদেশি ভাই-বোনদের কাছে আমার বিনীত আবেদন ব্যাপারটি ভেবে দেখবেন। এটি ছাড়াও অনেক সুন্দর সুন্দর গান আছে। যেমন ধরুন ফরিদা পারভীনের গাওয়া এই পদ্মা এই মেঘনা এই যমুনা নদী তটে...
একজন শিল্পী হয়েও দেশের মানুষের পাশে দাঁড়ানো যায় এবং সব দিক থেকে সাহায্য করা যায় আজ আবার তা বাস্তবে প্রমাণিত হলো তোমার প্রতিটি গান যেন আগুনের শিহরণ জেগেছে আজ মনে হচ্ছে আমরা কারা মুক্ত শৃঙ্খলা মুক্ত নিজেদের অধিকার আদায়ে লড়তে ইচ্ছে জেগেছে ধন্যবাদ তোমাকে চালিয়ে যাও গুরু তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি
আমাদের নিয়ে আপনাদের এতো ভাবতে হবে না। নিজেদের নিয়ে ভাবুন কাজে আসবে। গুটি কয়েক লীগ ছাড়া আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি৷ ১৭ বছর পর ভারতীয় গোলামীর হাত থেকে আজাদ হয়েছি৷ মুক্তভাবে বাংলার জমিনে শ্বাস নিচ্ছি, স্বাধীনভাবে কথা বলতে পারছি। আর মুজিবকে আপনাদের পিতা বানান আহাম্মকের দল। মুজিব যে জাতির পিতা গণভোট করলে ৭% ভোটও পাবে না। আমাদের জাতির পিতা ইব্রাহিম আ:@@sarkersangit65
আরো ৯৪ হাজার কোটি টাকা পাচার করে,আবারও ৬২ হাজার কোটি টাকা অবৈধ ভাবে ছাপিয়ে বাজারে ছেড়ে দিয়ে,জিনিস পত্রের দাম মানুষের ধরা ছোয়ার একেবারে বাইরে নিয়ে যেতে,আবারও শেখ হাসিনা ও আওয়ামী লীগের সরকার বাংলাদেশে দরকার। তা না হলে,কিছু মানুষের হুশ ফিরবে না। তারা এখনো চেতনার ট্যাবলেট খেয়ে বেহুশ হয়ে আছে।
গান তো নয় , যেন এক কঠিন সমাজ ব্যবস্থার প্রতিচ্ছবি। আপনি চালিয়ে যান ।এই জাতিকে জাগ্রত করতে আপনিই পারেন ।আপনার গান যেন প্রতিটি মানুষের হৃদয় স্পর্শ করে ।
আপনার গান যত শুনি ততই মনের অনুভূতি বাড়ে। এমন দেশাত্মবোধক গান খুব কম ই শোনা যায়। ভালো থাকবেন, এভাবেই চালিয়ে যান...... ভারত,পশ্চিমবঙ্গ, পূর্ব বর্ধমান 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর দেশের অবস্থা যখন করুণ হয় তখন এই ভাইটার প্রথম প্রতিবাদী গান শুনে আমি তার গানের প্রেমে পড়ে গিয়েছিলাম। তখন আপনার পরিচয় জানতে আমার খুব ইচ্ছে করছিলো আপনার গানের ভেতর বর্তমান দেশের পরিস্থিতি ফুটে ওঠে। আমার বিশ্বাস প্রতিবাদী গান গাওয়ার কারনে আপনাকে একদিন পুরষ্কৃত করা হবে। শুভ কামনা দাদা ভাই।❤
এই গানটা পাওয়ার জন্য ইউটিউবে ১ ঘন্টা ঘাটাঘাটির পরে পেলাম। আসলেই এই গান শুনলে শরীরের রক্ত গরম হেয়ে উঠে। বিবেক জাগ্রত হয়ে উঠে। অনেক ধন্যবাদ বাংলাদেশের বাস্তব চিত্র নিয়ে এই গানটি বানানোর জন্য। মোদি সাব শুধু প্লান করুক আমরা তা বাস্তবায়ন করব। আর আপনারা শুধু এই রক্ত গরম করা গান গেয়ে আমাদের চাংঙ্গা করে রেখেন। কারন এখন শুধু পশ্চিমবঙ্গের শিল্পীরাই আমাদের শেষ ভরসা কারন এই অবিচার অনিয়ম নিয়ে রক্ত গরম করা গান বাংলাদেশে আর কেউ গান গাইবে না করান তারা ইউনুসকে তাদের খোদা হিসেবে মানে। আমরা এই ষড়যন্ত্রের প্রতিশোধ নিবই নিব। শুধু আপনারা আমাদের পাশে থাইকেন।. আপনার জন্য শুভকামনা। ২১ সেপ্টেম্বর ২০২৪ শনিবার মধ্যরাত ৩:০৮ মিনিটে কমেন্ট করে গেলাম
Haire America er dalal .....Bangladesh er santi benosto kore dele evade.....Bangladesh er proti ta gram e khoje nia dakhun ki obostha..... Ai song er proti ta katha sotto so plz ..... R ai singer modi er cau e na uni ak jon bangali ata e tar boro porichoi ...... Allah apnader sothik buj dan korun jara amon vaben
তোমার গান শুনতে শুনতে আবার আমি চলে গেছি একত্বরে ৭১ তোমার মত শিল্পীরাও বাঙালি হৃদয়কে জাগ্রত করে দিয়েছিল তখন বাঙালি প্রতিবাদ জেগে উঠেছিল গর্জে উঠেছিল অসংখ্য ধন্যবাদ
@@nasahminattanim9753জুলাইয়ে ঘটনা কে মনে করে কি আবার হত্যা, ধর্ষণ, খুন দাঙা কি উচিৎ যারা প্রাণ দিল তারা এটা চেয়ে ছিল ? ঐ শহীদকে নিয়ে আসতে পারবেন? ওদের ইচ্ছে কি ছিল আমি মরছি এখন তুমি ও মর এটা কি যুক্তি ভাই, একটু ভেবে বলবেন?আজ আমি যেমন নিরাপদ নই ঠিক তেমনি আপনিও নিরাপদ নন। তাহলে বুদ্ধি বিবেক,সবার উপর বিশ্বাস ফিরিয়ে আনেন আর প্রচুর ভাবেন।ধন্যবাদ
@@Banglish_Academy july and august ছিলো তোমার রাজাকার দের ষড়যন্ত্র, তারা চেয়েছিল অনেক ছাত্র কে রাস্তায় নামিয়ে দিবে, তাদের মৃত্যু হবে অনেক শহীদ হবে, তাদের রক্তের উপর পাড়া দিয়ে রাজাকার রা আবারো দেশ কে পাকিস্তান বানাবে, তারা এটাই চায়, ক্ষমতা দখলের ষড়যন্ত্রে এত মানুষের প্রান গেলো, একপক্ষ হাসিনা কেই দোষ দিবে শুধু, আসল মাস্টারমাইন্ড কে ছিলো সময় হলে জাতি জানবে, আবারে বাংলার মাটিতে রাজাকার দের বিচার হবে❤
স্বদেশের বিপদে যারা ত্যাগ স্বীকার করে তারাই প্রকৃত মানুষ।তোমার এই সাহসী বীরত্বের জন্য হাজার কোটিবার সালাম।এভাবেই চালিয়ে যেতে হবে।এক দিন অন্ধকার কেটে আলোর উদয় হবেই।
ভাই তোমার গানটা আমার দেশপ্রেমকে আরো বাড়িয়ে দিল ভাই তোমার কাছে তোমার জন্য আমার অশেষ অশেষ দোয়া করি ভাই তোমাকে আল্লা বাঁচিয়ে রাখন তুমি কোন কথা শুনবে না ইনশাল্লাহ বিজয়ী আসবে অল্প কিছুদিনের ভিতরে বিজয়ের মুখ দেখবে ইনশাল্লাহ
এক অসাধারণ গান.. অহংকারী নচিকেতার সঙ্গে তোমাকে তুলনা করবো না। শুধু তোমাকে স্যালুট জানাই। তোমার গলায় এরকম প্রতিবাদী গান সোনার জন্য অপেক্ষা করে থাকি। Subhasis From Delhi
কি আর বলবো, মুখে ভাষা নেই । তুমি আমার পুত্রসম , তাও বলছি এগুলি গান নয় , মনের জ্বালা, মনের আগুন এবং প্রানের হুংকার । চালিয়ে যাও, অনেক লম্বা দৌড়ের ঘোড়া তুমি। আশীর্বাদ রইলো ।
অসংখ্য ধন্যবাদ বাংলার নিপীড়িত অত্যাচারিত মানুষের দূর্বিষহ জীবনের ছবি আপনার গানের মাধ্যমে ফুটিয়ে তোলার জন্য ... বাংলায় কেউ আজ ভালো নেই.. আপনার গানের মাধ্যমে সবার বিবেক জাগ্রত হোক....✊
কিরে ভাই সামান্য কয়েকদিন আগেই আওয়ামী লীগের সন্ত্রাসীরা সামরিক অস্ত্র দিয়ে সাধারণ ছাত্রদের উপরগুলি ছুঁড়ে হত্যা করল এতই ভুলে গেলে অল্প দিনে। তখন তোমাদের প্রতিবাদী গান কোথায় ছিল।
@@sarkersangit65 ধন্যবাদ দাদা উত্তর দেবার জন্য। বাঁচি বা মরি, ন্যায়ের সাথে ছিলাম,ন্যায়ের সাথে থাকব। যুদ্ধ হবে এক সাথে প্রস্তুত আছি। আপনি সাবধানে থাকবেন দাদা!!!
সংগীত সরকার ভাই মাশাল্লাহ ভাই আপনার গানগুলো অনেক অনেক ভালো লাগে আপনি সত্যি কথা বলেন উত্তর পথের ফলে ইনশাল্লাহ আল্লাহ আছে আমরা আছি আপনার সাথে ভালোবাসা অবিরাম ভাই ❤
আপনার গানের ভক্ত হিসেবে বলতে চাই আপনার কণ্ঠ সত্যিই অসাধারণ! প্রতিটি নোট প্রতিটি সুর যেন হৃদয় ছুঁয়ে যায়নআপনার গানে এক ধরনের জাদু আছে, যা মনকে প্রশান্ত করে আপনার প্রতিটি পারফর্মেন্সেই নতুন কিছু পাওয়া যায় তাই সব গানই আমি মুগ্ধ হয়ে শুনি আপনার গানের মধ্যে এত আবেগ এবং গভীরতা থাকে যে তা অনুপ্রাণিত করে। খুব ইচ্ছে করছে আপনাকে একটা হিন্দি গান গাইতে শুনি। যদি সুযোগ পান দয়া করে আমাদের জন্য একটি হিন্দি গান উপহার দিন অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা
দেশে অশান্তি এইভাবে লেগে থাকলে হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান রা মিলে জাতি সঙ্গে উনাদের সমস্যার কথা চিন্তা করে কিন্তু পরবর্তীতে বাংলাদেশ খন্ডিত হয়ে যেতে পারে।
ভাই তোমার কোটা আন্দোলন থেকে শুরু করে এখন পর্যন্ত প্রতিটা প্রতিবাদী গান মন জয় করার মত বিশ্বাস করো ভাই তোমাকে মন থেকে স্যালুট তোমাকে যদি ক্ষমতায় কখনো বঙ্গবন্ধু বেঁচে থাকতে কিনবে শেখ হাসিনা তেতো তাহলে সত্যিই তুমি বাংলাদেশের গর্বিত শিল্পী হিসেবে কোন দলের দালালি করতেছি না তুমি সত্যিই বঙ্গবন্ধুর আদর্শকে তুলে ধরতেছ তোমার গানের মাধ্যমে❤❤
সঙ্গীত সরকার,ভাই আমার তুমি তো লৌকিক সাহসী এক মানব। তোমার রত্নগর্ভা মায়ের অসাধারণ সন্তান তুমি।
তুমি বাঙালি তোমার নাম লিখা থাকবে দুই বাংলায়।
ফেইসবুক আইডিতে একটা লাইভ করো,আমরা বুঝতে পারছি নস তোমার আইডি কোনটা।
Sarker Sangit লিখে Search করলে পেয়ে যাবেন। ভালোবাসা নিবেন। আপনাদের হৃদয়ে খানিকটা জায়গা দিবেন।
❤️@@sarkersangit65
আপনি মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের বঙ্গসো জদি বিটিসরা জদি থাকতো তাহলে আপনি ঠিকি এভাবেই চামচামি করতে কারাওই লোহোকপাট কাজিনোজরুলের সরন কর
দাদা আপনার গানগুলো কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে দাদা আপনি কিন্তু অনেক সুন্দর
ভাই আপনার এই গান ডাউনলোড করে ফেসবুকে পোস্ট করতে পারবো...???
হয়তো ১০০ বারের বেশি শুনেছি গানটা।
সত্যি গায়ের লোম দাঁড়িয়ে যায় 😢
😂😂😂😂😂
দেশটা ভারতকে দিয়ে দেন তাহলেই ত সব অত্যাচার শেষ হয়
জাগো বাঙালি ✊
একাত্তর, স্বাধীনতা রক্ষায় জাগো। প্রয়োজনে আবার জীবন দিবো তবুও দেশের স্বাধীনতা রক্ষা করবো। জয় বাংলা ✊
@@MdRashed-c1x tor hat noi mathataoo jangiyar vitore ache
@@Jhorna_Chy insallha
এই শিল্পী ভাইকে পৃথিবীর শ্রেষ্ঠ প্রতিবাদী শিল্পী হিসেবে সম্মান দেওয়া হোক
দেশ ইন্ডিয়াকে দিয়ে দেন তাহলেই ত সব অত্যাচার শেষ
রক্তে আগুন ধরে যায় এই গান শুনে 🔥 71 এর হাতিয়ার গর্জে উঠো আরেক বার💪🤛 জয় বাংলা
জয় বঙ্গবন্ধু 💪🤛🇧🇩
দেশটা ভারতকে দিয়ে দিলেই সমাধান হবে
গানের প্রতিটি লাইন গা শিহরিত করে দেয়।
এই বাংলায় কখনো রাজাকারের ঠাঁই ছিল না ভবিষ্যতেও থাকবে না। ঘুরে দাঁড়াবে আবার বাংলাদেশ আওয়ামী লীগ ইনশাআল্লাহ। জয়বাংলা জয় বঙ্গবন্ধু।
ইনশাআল্লাহ @@HasanuzzamanRabbi
😅😅😂
😂😂😂😂
ভারত থেকে বলছি ।তোমার এই অসাধারণ গান শুনে চোখে জল চলে আসে
Jol noi : Sahajjo korun
Amader , sashastra biplob e....
বাংলাদেশের সৃষ্টি লগ্ন থেকে ভারত ছিল থাকবে এবারও ভারত পরম বন্ধুত্বের প্রমাণ রেখেছে।
@@NILAKASERSADAMEGH9908 সৃষ্টিলগ্ন থেকে ভারত বাংলাদেশ পাশে ছিল থাকবে আজীবন। এবারও ভারত বন্ধুত্বের প্রমাণ রেখেছে। 🎉🎉🎉
আওয়ামী লীগ বাংলাদেশের গনহত্যা চালিয়েছে। তাদের পক্ষে গান গেয়ে সে অপরাধীদের সাফাই গাইছে।
Hazar hazar pran dia sahajjo to korechilo aj sei indiakei galagal day bangladeshira..ajo sahajjo kore jache apnader loraita apnaderoto lorte hobe kobe egie asben kobe mathe namben @@NILAKASERSADAMEGH9908
অদ্ভুত সুন্দর। প্রতিটা শব্দ যেন এক একটা স্বাধীনতার কাব্য লেখা।।। 👌👌🙏🙏🙏
বাংলাদেশ 🇧🇩 থেকে তোমাকে অনেক ধন্যবাদ,প্রতিটি গনই বিপ্লবী 💪🇧🇩
❤❤❤❤❤❤❤
অনেক সুন্দর পতিবাদ @@konkonakerantisuva
বলার ভাষা হারিয়ে ফেলছি,সেলুট ভাই, তোমার গানের মূল্যায়ন একদিন পাবে।
জাতীয় সংগীত পরিবর্তন জরুরী কেন❓
আমার সোনার বাংলা গানটি যদি আমরা শুধুমাত্র গান হিসাবে মূল্যায়ন করি তাহলে সেটি অসাধারণ, মারাত্মক সুর, গানের কথাগুলি গ্রাম বাংলার সাথে মিশে যায়। তবে আমাদের জাতীয় সংগীত হিসেবে কোনভাবেই যায় না।
১) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালের বঙ্গভঙ্গের বিরোধিতা করে এই গানটি রচনা করেছিলেন। বঙ্গভঙ্গ রদ হয়ে যায় 1911 সালে। এরপর 1947 সালে বাংলা ভেঙে বাংলার পশ্চিম অংশ যোগ দেয় ভারতের সাথে এবং পূর্ব অংশ যোগ দেয় পাকিস্তানের সাথে। ফলে যুক্ত বাংলার অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায়। অতঃপর পূর্ব বাংলার নামকরণ হয় পূর্ব পাকিস্তান। অতঃপর আবারও 1971 সালে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হয়ে একটি নতুন স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের জন্ম হয়।তাহলে আমরা তো এখন আর অখন্ড বাংলার অংশ নই। বাংলাদেশ একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র। যেহেতু গানটি লেখা হয়েছিল উভয় বাংলাকে উদ্দেশ্য করে তাই এই গানটি এখন আমাদের সার্বভৌমত্বের মর্যাদাকে ক্ষুণ্ণ করে। বাংলাদেশ যদি অখন্ড বাংলার অংশ থাকতো তাহলে এই গানটি জাতীয় সংগীত হিসেবে সঠিক ছিল।
২) 1971 সালের মুক্তিযুদ্ধে ভারত কৌশলগত কারণে আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছিল। স্বাধীনতা পরবর্তী সংবিধান রচনা এবং রাষ্ট্রের বিভিন্ন নীতি নির্ধারণের ক্ষেত্রে ভারতের চাপ ছিল। আমরাও তখন বিভিন্ন কারণে ভারতের চাপ উপেক্ষা করতে পারি নাই। 2024 এর গণ অভ্যুত্থানে আমরা নতুন একটি মুক্ত বাংলাদেশ পেয়েছি। সুতরাং জাতীয় সংগীত সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় গুলি শুধরে নেওয়ার সময় এসেছে।
৩) বঙ্গভঙ্গ রদ এর পর ঢাকা বিশ্ববিদ্যালয় গঠিত হওয়ার সময় কবি রবীন্দ্রনাথ বিরূপ মন্তব্য করেছিলেন!
৪) ব্রিটিশরা ভারত বর্ষ প্রায় 190 বছর শাসন শোষণ করেছিল! সবচেয়ে বেশি শোষিত নির্যাতিত হয়েছে এই বাংলা অঞ্চল! আর এইসব অঞ্চলের জমিদাররা সর্বতোভাবে ইংরেজদের সহযোগিতা করেছে। অনেক জমিদার জমিদারি হারানোর ভয়ে ভারতবর্ষের স্বাধীনতা চায়নি। অধিকাংশ জমিদার ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিরোধিতা করেছে। রবীন্দ্রনাথ ঠাকুর জমিদার বংশের লোক ছিলেন। প্রথম দিকে তিনি ইংরেজদের সমর্থন করেছিলেন। পরে অবশ্য আন্দোলন বেড়ে যাওয়ার পর স্বাধীনতাকামীদের পক্ষ নিয়েছিলেন।
৫) এই গানটি ছিল বাউল গগন হরকরার গাওয়া একটি গান। কবি রবীন্দ্রনাথ বাউল গগনের গানটির সুর নকল করে তাতে কিছু নতুন শব্দ যোগ বিয়োগ করেন। সুতরাং চুরি করা নকল সুরের গান জাতীয় সংগীত হিসেবে রাখা আমাদের জন্য অপমানজনক।
৬) এই গানটিতে ' মা' শব্দটির ব্যবহার রয়েছে, মা বলতে শুধু দেশ মাতাকে বুঝানো হয়নি! 1905 সালে যখন বঙ্গভঙ্গ করা হলো সে সময় এর বিরোধিতা করে কলকাতার দাদারা তীব্র আন্দোলন শুরু করে, সে সময় তারা বলেছিল, বঙ্গভঙ্গ করা মানে দেবী কালি মাতার অঙ্গচ্ছেদ করা। সনাতন ধর্মানুসারে কালী দেবী কে দেশ মা হিসেবে বুঝানো হয়েছে! ওমা তোর চরণ তলে ঠেকাই মাথা, বাক্যটি দেবী কালিমার পায়ে মাথা ঢুকানোর কথা বলা হয়েছে…! সুতরাং এই গানটি আমাদের ইসলামের মূলনীতির সাথে সাংঘর্ষিক বটে।(এই ধরনের অপর একটি দেশাত্মবোধক গান আছে কিন্তু সেটি বাংলাদেশের জাতীয় সংগীত নয় বিধায় আমাদের সমস্যা নেই, গানটি হচ্ছে... আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি...)
বাংলাদেশি ভাই-বোনদের কাছে আমার বিনীত আবেদন ব্যাপারটি ভেবে দেখবেন। এটি ছাড়াও অনেক সুন্দর সুন্দর গান আছে। যেমন ধরুন ফরিদা পারভীনের গাওয়া এই পদ্মা এই মেঘনা এই যমুনা নদী তটে...
অসাধারণ হয়েছে। বেশি বেশি শুনি , সময়োপযোগী প্রতিবাদী কণ্ঠস্বর। শুভকামনা রইল আপনার জন্য।
দেশের ক্রান্তিলগ্নে আপনার প্রতিবাদী গানগুলো আমাদের চির ঋণী করে রাখলো!
আপনার প্রতি অজস্র শ্রদ্ধা ও ভালোবাসা! ❤
valobasha Niben, Haal Dhorun Desher. nahola ora desh ta k sesh kora deba..
🎉
Very nice friend
দাদা, লাখো কোটি নিপীড়িত বাংলাদেশির পক্ষ থেকে তোমাকে সালাম।
হুম লুটপাট করতে পারছো না তাই খোকা
❤❤❤❤❤❤
@@jimahmed-gt9oi😂😂😂 রাইট
চল@@jimahmed-gt9oi
@@jimahmed-gt9oiএখন তো তোরা লুটপাট করতে পারছিস তাই তো তোদের ভালো
আপনার প্রতিবাদী কন্ঠস্বরে আমরা চীরঋণী হয়ে থাকবো। অসংখ্য ভালোবাসা, শ্রদ্ধা , কৃতজ্ঞতা।
দেশ ইন্ডিয়াকে দিলেই আর অত্যাচার থাকবে নাহ্
ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি সত্যি কারের দেশ প্রেমিক বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক।
একজন শিল্পী হয়েও দেশের মানুষের পাশে দাঁড়ানো যায়
এবং সব দিক থেকে সাহায্য করা যায়
আজ আবার তা বাস্তবে প্রমাণিত হলো
তোমার প্রতিটি গান যেন আগুনের শিহরণ জেগেছে
আজ মনে হচ্ছে আমরা কারা মুক্ত শৃঙ্খলা মুক্ত নিজেদের অধিকার আদায়ে লড়তে ইচ্ছে জেগেছে
ধন্যবাদ তোমাকে চালিয়ে যাও গুরু
তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি
Ai Rokto Thanda Hote Daoya Jabe Na. Rokte Joluk Agun Puruk Tate Ottachari. Onnay Er Sathe Ar Aposh Noy..
আমাদের নিয়ে আপনাদের এতো ভাবতে হবে না। নিজেদের নিয়ে ভাবুন কাজে আসবে। গুটি কয়েক লীগ ছাড়া আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি৷ ১৭ বছর পর ভারতীয় গোলামীর হাত থেকে আজাদ হয়েছি৷ মুক্তভাবে বাংলার জমিনে শ্বাস নিচ্ছি, স্বাধীনভাবে কথা বলতে পারছি। আর মুজিবকে আপনাদের পিতা বানান আহাম্মকের দল। মুজিব যে জাতির পিতা গণভোট করলে ৭% ভোটও পাবে না। আমাদের জাতির পিতা ইব্রাহিম আ:@@sarkersangit65
@@sarkersangit65 I hats off you.....
Just hats off BOSS.....
বৈষম্যের :- খৃস্টান/হিন্দু/পাহাড়ি/সমতলে কেও পেলনা ছাড়, মৃত্যু আর উৎসব চলবে আর কত কাল।
আপনাকে সেলুট ভাই সত্য তুলে ধরার জন্য।
জানি আপনি এই গানটার অনেক বিপাকে পড়বেন।
আমি কতোবার যে এই গান শুনালাম হিসেব নেই। প্রতিদিন রাতে ঘুমের আগে এটা এবং মহাপ্রলয় না শুনলে ঘুম আসেনা।
এই গানটি একবিংশ শতাব্দীর রণসংগীত।✊🇧🇩🇮🇳✊
জয় বাংলা,,, ভারতের অন্তর্ভুক্ত হতে আওয়াজ তুলুন
এই গানের প্রতিটি কথা যেন রক্তে আগুনের মশাল শিহরিত শরীরের প্রতিটি অঙ্গ।
হে বীর তুমি চালিয়ে যাও যাগাতে হবে এই বাংলার প্রতিটি বাঙালি কে ❤️❤️❤️
protibad cholche cholbe. apnader sobai k ak hote hobe
হুম জয় মুসলিমের ইনশাআল্লাহ
@@MdmonirulIslam2158
Israel bharat = binash Islam
দাদা তোমাকে ধন্যবাদ আমাদের উৎসাহ দেওয়ার জন্য।
osadarone
বাবা রে তোমার গান শুনে দু চোখের জল বাধা মানছে না! তুমি একটা আগুন!
বাবা তোমার প্রতিটি গানই বাস্তব কথা দিয়ে তৈরি। আমার ভয় হয় তোমাকে নিয়ে সাবধানে থেকো। তোমার জন্য অনেক দোয়া রহিল।
ধন্যবাদ আপনাকে সুন্দর একটা মূল্যবান কথা বলায় অনার জন্য দোয়া করবেন
বর্তমান সরকার মানবিক না হয়ে যদি বিগত সরকারের মত কঠিন, হিংস্র হত এতদিনে গুম হয়ে যেত তাই আপনার চিন্তার কোন কারণ নাই @@KaziJasim-j7g
উনি হাসিনার মতোই ভারতে আছেন, বাঙ্গু মুমিনরা কিচ্ছু করতে পারবেনা, নিশ্চিত থাকুন।@@AyeshaAkter-i1t
এই ভাইকে পৃথিবীর সবচেয়ে বড় প্রতিবাদী শিল্পী হিসেবে সম্মান দেওয়া হোক ❤❤❤❤❤
Hmm
R8
সঠিক
right ❤❤❤❤❤
এসব কোন নিউজ মিডিয়া হয় না
গানটা শুনে কিছুটা কদেছি, শরিরের রক্ত ডকবক করে জেগে ওঠেছে,,হাজার হাজার বুলেট আমার শরীরে বিধলেও বলবো জয় বাংলা জয় বঙ্গবন্ধু,,,,
স্যালুট দাদা,,,
Joy bangla
আরো ৯৪ হাজার কোটি টাকা পাচার করে,আবারও ৬২ হাজার কোটি টাকা অবৈধ ভাবে ছাপিয়ে বাজারে ছেড়ে দিয়ে,জিনিস পত্রের দাম মানুষের ধরা ছোয়ার একেবারে বাইরে নিয়ে যেতে,আবারও শেখ হাসিনা ও আওয়ামী লীগের সরকার বাংলাদেশে দরকার। তা না হলে,কিছু মানুষের হুশ ফিরবে না। তারা এখনো চেতনার ট্যাবলেট খেয়ে বেহুশ হয়ে আছে।
Wb theke Jay bangla
"অস্ত্র ধর
যুদ্ধ কর
বাংলা মাকে মুক্ত কর"
অসাধারণ!!
তোমাকে বিপ্লবী লাল সালাম!! ......
প্রতিটি শব্দ যেন রক্তে আগুনের লেলিহান শিখা জ্বালিয়ে দিচ্ছে! এক কথায় অসাধারণ। বাংলাদেশ থেকে শুভকামনা। ❤️❤️
এক নচিকেতার মৃত্যু,আর এক নচিকেতার জন্ম।
সত্যি দাদা তুমি আবার বাঙালি কে তার পুরনো রূপে ফিরিয়ে আনছে
লাভ ফ্রম হাওড়া❤❤❤❤
Nochikata dada ki mittu hoyeche
@@BissojitRoy-s1kমরে নি। চটি চেটে চেটে আধমরা অবস্থায় পিসির সায়ায় তলায় বিশ্রাম নিচ্ছে। তবে পরিণতি ভালো নয়।
নচি'ই কেন হতে হবে?
@@BissojitRoy-s1kবিবেকের মৃত্যু
দাঙ্গা বাজাও না শেষ হইয়া জাবে
আমি গর্বিত আমি বাঙালি ❤❤🇧🇩🇧🇩❤❤ এই বার সবাই এক হয়ে দেখাবার সময় এসে গেছে বাংলাকে মুক্ত করার💞💞💞
জয় বাংলা,,, ভারতের অন্তর্ভুক্ত হতে আওয়াজ তুলুন
😂😂😂😂 🇮🇳❎🇧🇩✅@@RuhulAmin-j2y5y
অবিরাম ভালোবাসা এই কঠিন সময়ে এই গানটি আমাদেরকে দেওয়ার জন্য ধন্যবাদ,
জয় বাংলা জয় বঙ্গবন্ধু,
তোমাকে অভিনন্দন। তুমিই প্রকৃত মেধাবী, আর ম্যাওধারীরা কোটায় উপদেষ্টা।
True 😢
Ekta English sentence bolte parena,abr bole era medhabi..
Think bolsen, desh ta ke sesh Kore felse era rajakar er cheyeo kharap
ঠিক ভারত আমাদের একমাত্র ভালরাখতে পারবে,,তাই আমরা ভারতের অঙ্গরাজ্য হতে চাই
গান তো নয় , যেন এক কঠিন সমাজ ব্যবস্থার প্রতিচ্ছবি। আপনি চালিয়ে যান ।এই জাতিকে জাগ্রত করতে আপনিই পারেন ।আপনার গান যেন প্রতিটি মানুষের হৃদয় স্পর্শ করে ।
Jege Uthuk bangali, Hok protibad sob onnay er biruddhe. valobasha niben, sathe thakben
@@sarkersangit65
জয় সনাতন ❤🙏🙏🙏
দাদা ধন্যবাদ আপনাকে আমাদের উৎসাহ দেওয়ার জন্য।
@@sarkersangit65চোরদের দোসর লুটপাটকারি হাসু আপার জন্য এত কষ্ট
@@jimahmed-gt9oibangali nekre ra lutpat kore cos this is East pakistan
দাদা আমি বাংলাদেশী। তোমার গানগুলো আমার হৃদয়ে তীরের মতো বিধছে....
গানের প্রতিটি লাইন সম্পূর্ণ বাস্তব 😮😮😮
অসাধারণ দাদা। You are great ❤❤❤
Joluk rokte agun puruk ta te ottachari. hok protibad, take love
Hmmm sob gula kota bastobe r loge milse😮
আপনি কোথায় থাকেন?@@sarkersangit65
@@sarkersangit65এতদিন কই ছিলেন,,,
@@sarkersangit65বাংলাদেশের পুলিশ হাজার হাজার সদস্য কে নিয়ে একটা গান করেন প্লিজ
আপনার গান যত শুনি ততই মনের অনুভূতি বাড়ে। এমন দেশাত্মবোধক গান খুব কম ই শোনা যায়। ভালো থাকবেন, এভাবেই চালিয়ে যান...... ভারত,পশ্চিমবঙ্গ, পূর্ব বর্ধমান 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
তোমার প্রতি টি গান শুনে শিহরিত হই। ভালো থেক, সাবধানে থেক।
Valobasha Niben, Share Kore Protibad pouche deban ghore ghore
Hmm❤
I like the song I salute you 💕💝😢
@@sarkersangit65 ❤❤
@@sarkersangit65একদম ঠিক বলেছেন দাদা আর চুপ থাকলে নিজের বিপদ নিজেরাই ডেকে আনবো জাগো বঙ্গবাসী জাগো হিন্দু জাগো 🚩🚩🚩✊✊✊⚖️⚖️
শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর দেশের অবস্থা যখন করুণ হয় তখন এই ভাইটার প্রথম প্রতিবাদী গান শুনে আমি তার গানের প্রেমে পড়ে গিয়েছিলাম। তখন আপনার পরিচয় জানতে আমার খুব ইচ্ছে করছিলো আপনার গানের ভেতর বর্তমান দেশের পরিস্থিতি ফুটে ওঠে। আমার বিশ্বাস প্রতিবাদী গান গাওয়ার কারনে আপনাকে একদিন পুরষ্কৃত করা হবে। শুভ কামনা দাদা ভাই।❤
Valobasha Niben. Avabe protibad er sathe thakben, deshe shanti amader e firia ante hoba
আমিও🥹🥹
আমিও সর্বপ্রথম
এ কেমন নষ্টামি চলছে বাংলায়।
এই গানটি শুনেই ভাই আপনার ভক্ত হয়ে গেছি।এসব প্রতিবাদী গান শুনলে গায়ে কাটা দেয়।। অসম্ভব সুন্দর।।
😂😂😂
@@sarkersangit65❤❤❤❤❤
দাদা তোমাকে ভালোবাসা বাংলাদেশ থেকে, তোমার প্রতিবাদী কন্ঠ হৃদয়ে কম্পন তোলে।
জয় বাংলা,,, ভারতের অন্তর্ভুক্ত হতে আওয়াজ তুলুন
বাংলাদেশ থেকে তোমাকে ধন্যবাদ,
প্রতিটি গানই বিপ্লবী
❤❤❤
আওয়াজ তুলুন,,,,,আমাদের ভারতের অন্তর্ভুক্ত হলেই সমাধান হবে
রাজশাহী থেকে তোমাকে ধন্যবাদ জানাই অদম্য সাহসিকতার জন্যে।
জয় বাংলা,,, ভারতের অন্তর্ভুক্ত হতে আওয়াজ তুলুন
@@RuhulAmin-j2y5yindia chilo bole bangla te swadhin bhabe bache acho..tmr dadi nani der jigas koro osikhto Manus thiki boleche gaan tay
এই গানটা পাওয়ার জন্য ইউটিউবে ১ ঘন্টা ঘাটাঘাটির পরে পেলাম। আসলেই এই গান শুনলে শরীরের রক্ত গরম হেয়ে উঠে। বিবেক জাগ্রত হয়ে উঠে। অনেক ধন্যবাদ বাংলাদেশের বাস্তব চিত্র নিয়ে এই গানটি বানানোর জন্য। মোদি সাব শুধু প্লান করুক আমরা তা বাস্তবায়ন করব। আর আপনারা শুধু এই রক্ত গরম করা গান গেয়ে আমাদের চাংঙ্গা করে রেখেন। কারন এখন শুধু পশ্চিমবঙ্গের শিল্পীরাই আমাদের শেষ ভরসা কারন এই অবিচার অনিয়ম নিয়ে রক্ত গরম করা গান বাংলাদেশে আর কেউ গান গাইবে না করান তারা ইউনুসকে তাদের খোদা হিসেবে মানে। আমরা এই ষড়যন্ত্রের প্রতিশোধ নিবই নিব। শুধু আপনারা আমাদের পাশে থাইকেন।. আপনার জন্য শুভকামনা।
২১ সেপ্টেম্বর ২০২৪ শনিবার মধ্যরাত ৩:০৮ মিনিটে কমেন্ট করে গেলাম
আপনার প্রতিবাদের সাথেও সুর মেলালাম। এই দেশকে অনেক ভালবাসি। এই দেশ সবার। যে যেখানে জন্মেছে সেটাই তার দেশ।
আমি আজ সারা দিন খোঁজার পর মাত্র পেলাম, shahin ara sultana পেইজ এ গানটি বাজতেছিল নাম দেয়া ছিল sarkar sangit,
সালাম তোমার কন্ঠকে, সালাম তোমার লেখার কথা গুলোকে। ধন্যবাদ ভাই 🎉
Haire America er dalal .....Bangladesh er santi benosto kore dele evade.....Bangladesh er proti ta gram e khoje nia dakhun ki obostha.....
Ai song er proti ta katha sotto so plz .....
R ai singer modi er cau e na uni ak jon bangali ata e tar boro porichoi ......
Allah apnader sothik buj dan korun jara amon vaben
সময় উপযোগী বাস্তব মুখি কথা 🔥
সাহসী ভাই আমার 🥰🖤
জয় বাংলা জয় বঙ্গবন্ধু
I love you brother 🥰❤️
তোমার গান শুনতে শুনতে আবার আমি চলে গেছি একত্বরে ৭১ তোমার মত শিল্পীরাও বাঙালি হৃদয়কে জাগ্রত করে দিয়েছিল তখন বাঙালি প্রতিবাদ জেগে উঠেছিল গর্জে উঠেছিল অসংখ্য ধন্যবাদ
Aj desher Nrisongshota 71 theke kom noy, lorte hobe ai onnay er biruddhe
🌹🌹🌹
জুলাইয়ের হত্যাকাণ্ডের কথা তো বললেন না এই হত্যাগুলো কি মিথ্যে ছিল
@@nasahminattanim9753drama cilo sobai bojegaca
@@nasahminattanim9753জুলাইয়ে ঘটনা কে মনে করে কি আবার হত্যা, ধর্ষণ, খুন দাঙা কি উচিৎ যারা প্রাণ দিল তারা এটা চেয়ে ছিল ? ঐ শহীদকে নিয়ে আসতে পারবেন? ওদের ইচ্ছে কি ছিল আমি মরছি এখন তুমি ও মর এটা কি যুক্তি ভাই, একটু ভেবে বলবেন?আজ আমি যেমন নিরাপদ নই ঠিক তেমনি আপনিও নিরাপদ নন। তাহলে বুদ্ধি বিবেক,সবার উপর বিশ্বাস ফিরিয়ে আনেন আর প্রচুর ভাবেন।ধন্যবাদ
অসাধারণ প্রতিবাদী কণ্ঠস্বর। মনটা ভরে গেছে তোমার এই গানটা শুনে। জাতির এই ক্লান্তি ক্ষণে তোমার এই বিপ্লবী প্রতিবাদ লাখো বাঙালির পথ দেখাবে। তুমি এগিয়ে যাও, জাতি একদিন তোমার প্রতিবাদের মূল্য ঠিকই দিবে।
জয় বাংলা,,, ভারতের অন্তর্ভুক্ত হতে আওয়াজ তুলুন
সবাই যেখানে চুপ হয়ে থাকছে
সেখানে আপনি আপনার গানের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন অনেক অনেক ধন্যবাদ ❤️
Ar Chup Thaka Noy. Protibad Gore Tulun Onaay er Biruddhe
তুই আসিস তোর প্রতিবাদ পিছন দিয়ে দিবো@@sarkersangit65
@@sarkersangit65 July and August a tomar Awaj kothay silo dada.....?
@@Banglish_Academy july and august ছিলো তোমার রাজাকার দের ষড়যন্ত্র, তারা চেয়েছিল অনেক ছাত্র কে রাস্তায় নামিয়ে দিবে, তাদের মৃত্যু হবে অনেক শহীদ হবে, তাদের রক্তের উপর পাড়া দিয়ে রাজাকার রা আবারো দেশ কে পাকিস্তান বানাবে, তারা এটাই চায়, ক্ষমতা দখলের ষড়যন্ত্রে এত মানুষের প্রান গেলো, একপক্ষ হাসিনা কেই দোষ দিবে শুধু, আসল মাস্টারমাইন্ড কে ছিলো সময় হলে জাতি জানবে, আবারে বাংলার মাটিতে রাজাকার দের বিচার হবে❤
জয় বাংলা,,, ভারতের অন্তর্ভুক্ত হতে আওয়াজ তুলুন
ভারত থেকে দেখছি। অসাধারণ প্রতিবাদী গান। প্রত্যেকটি অক্ষরে অক্ষরে লোম দাঁড়িয়ে যায়❤❤❤
এই গান শুনলে শরীর কাটা দিয়ে উঠে,,,✊
বাংলার শেরা এই দুইটা গান,,,✌️
জয় বাংলা,,, ভারতের অন্তর্ভুক্ত হতে আওয়াজ তুলুন
স্বদেশের বিপদে যারা ত্যাগ স্বীকার করে তারাই প্রকৃত মানুষ।তোমার এই সাহসী বীরত্বের জন্য হাজার কোটিবার সালাম।এভাবেই চালিয়ে যেতে হবে।এক দিন অন্ধকার কেটে আলোর উদয় হবেই।
ভাই,আমরা যখন যোগ্য নেতৃত্বের অভাবে দিশেহারা। তখন আপনার এই প্রতিবাদী কন্ঠস্বর জেগে থাকুক।
ভাই তোমার গানটা আমার দেশপ্রেমকে আরো বাড়িয়ে দিল ভাই তোমার কাছে তোমার জন্য আমার অশেষ অশেষ দোয়া করি ভাই তোমাকে আল্লা বাঁচিয়ে রাখন তুমি কোন কথা শুনবে না ইনশাল্লাহ বিজয়ী আসবে অল্প কিছুদিনের ভিতরে বিজয়ের মুখ দেখবে ইনশাল্লাহ
ভাই বিশ্বাস করো চোখের পানি অজান্তেই গড়িয়ে পড়ে আমার গালে 😭😭😭
জয় বাংলা জয় বঙ্গবন্ধু 🇧🇩🇧🇩
এক অসাধারণ গান.. অহংকারী নচিকেতার সঙ্গে তোমাকে তুলনা করবো না।
শুধু তোমাকে স্যালুট জানাই।
তোমার গলায় এরকম প্রতিবাদী গান সোনার জন্য অপেক্ষা করে থাকি।
Subhasis From Delhi
Onek Onek Valobasha niben. Valo Thakben. Onnay er sathe aposh korben na
❤❤❤❤❤@@sarkersangit65
নচিকেতা কে হারমানালে দাদা@@sarkersangit65
Thanks
গানটা শুনে আমি হতভাগ,,, সত্যি তুমি অসাধারণ সাহসী সন্তানের এ যুগের।।।। এগিয়ে যাও।
সঠিক বলেছেন। আমিও মানসিকভাবে একটা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি।
জয় বাংলা,,, ভারতের অন্তর্ভুক্ত হতে আওয়াজ তুলুন
বাংলাদেশের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই
জয় বাংলা,,, ভারতের অন্তর্ভুক্ত হতে আওয়াজ তুলুন
You are great.আমি একজন ভারতীয়। তোমার জন্য গর্বিত,এরকম একজন সাহসী প্রতিবাদী কে salute।
অসাধারণ।বলার ভাষা নাই।বর্তমান দেশের চিত্র সব এসেছে এ গানে।
লাল সালাম দাদা.
প্রিয় স্বদেশে আজ আমরা পরাধীন.
আপনার এসব প্রতিবাদী গান আমাদের রক্তে আগুন ধরিয়ে দেয়
জয় বাংলা জয় বঙ্গবন্ধু 🇧🇩🇧🇩✊✊
ভারতকে দেশ দিয়ে দিলেই ত সব সমাধান হয়,,এত টেনশন কেন দাদা
অসাধারণ গান। বর্তমান বাংলার প্রেক্ষাপটে এই গানের মাধ্যমে সবকিছু তুলে ধরা হয়েছে। প্রতিবাদী কন্ঠস্বর। সুর❤❤❤ অসাধারণ
Gan ta sotti khob daron cilo
কি আর বলবো, মুখে ভাষা নেই । তুমি
আমার পুত্রসম , তাও বলছি এগুলি গান
নয় , মনের জ্বালা, মনের আগুন এবং
প্রানের হুংকার । চালিয়ে যাও, অনেক
লম্বা দৌড়ের ঘোড়া তুমি। আশীর্বাদ
রইলো ।
Moner Jala Ar Mona Chepe Rakha Noy. Joggo Jobab Din Onnay Er Against a . Onnay Er Sathe Ar Aposh Noy.
❤
❤
❤
❤@@sarkersangit65
ছাত্রদের মারা নিয়ে কয়টা প্রতিবাদী গান করছো সোনা?😂😂@@sarkersangit65
❤@@sarkersangit65
শত শত ধন্যবাদ এমন প্রতিবাদ আরও চাই
জয় বাংলা
জয় বাংলা,,, ভারতের অন্তর্ভুক্ত হতে আওয়াজ তুলুন
ভাষা নেই ধন্যবাদ জানানোর মত। খুব খুবই ভালো লাগলো এই প্রতিবাদি কন্ঠ।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলাদেশের জয় ❤❤❤
জয় বাংলা,,, ভারতের অন্তর্ভুক্ত হতে আওয়াজ তুলুন
অসংখ্য ধন্যবাদ বাংলার নিপীড়িত অত্যাচারিত মানুষের দূর্বিষহ জীবনের ছবি আপনার গানের মাধ্যমে ফুটিয়ে তোলার জন্য ... বাংলায় কেউ আজ ভালো নেই.. আপনার গানের মাধ্যমে সবার বিবেক জাগ্রত হোক....✊
🤣🤣🤣🤣🤣,
তোমরা গুটিকয়েক ছাড়া সবাই ভালো আছে।।।
হুম🙁🙁🙁
কিরে ভাই সামান্য কয়েকদিন আগেই আওয়ামী লীগের সন্ত্রাসীরা সামরিক অস্ত্র দিয়ে সাধারণ ছাত্রদের উপরগুলি ছুঁড়ে হত্যা করল এতই ভুলে গেলে অল্প দিনে। তখন তোমাদের প্রতিবাদী গান কোথায় ছিল।
😂😂😂ঠিক@@Billah231
"অশিক্ষিত জাতী আমাদের, বিবেক দিয়েছে ফাঁকি"।
রাজা বলেছেন মল ত্যাগ পাপ,
তাই তো না খেয়ে থাকি"!
তুমি অনেক বরো যোদ্ধা বির হিসেবে রবে জাতির প্রানে,,,,দোয়া রোহিলো তোমাতে,,,,
যতই শুনি অবাক হই।তুই কে রে ভাই।কি শুরু করলি।রক্তে আগুল লাগিয়ে দিচ্ছিস।এত জোশ প্রতিটি শব্দ চয়নে গানের টোনে পুরাটাই আগুন❤❤❤❤🇧🇩🇧🇩🇧🇩🇧🇩❤❤❤
আমি ভাষা হারিয়ে ফেলেছি কী বলিষ্ঠ কন্ঠস্বর। জীবন্ত শব্দের শক্তিতে জাগ্রত হয়েছে ঘুমন্ত সত্বা। মন্ত্রমুগ্ধের মত শুনলাম। রক্তে রক্তে বয়ে গেল সুনামি!!!!!!!!!❤❤❤❤❤🩹❤🩹❤🩹❤🩹💙💙💙💙
রক্তে প্রবাহিত এই সুনামি ভাসিয়ে নিয়ে যাক সকল অনাচার। হাল ধরুন দেশ ও জাতির
@@sarkersangit65 ধন্যবাদ দাদা উত্তর দেবার জন্য। বাঁচি বা মরি, ন্যায়ের সাথে ছিলাম,ন্যায়ের সাথে থাকব। যুদ্ধ হবে এক সাথে প্রস্তুত আছি। আপনি সাবধানে থাকবেন দাদা!!!
❤
কথা গুলো যেনো আগুন যা সত্যি বাঙালি কে জাগানোর জন্য যথেষ্ঠ।❤
Sei Prottasha Sobar.. jege uthuk bangali
🙏@@sarkersangit65
জয় বাংলা,,, ভারতের অন্তর্ভুক্ত হতে আওয়াজ তুলুন
তোমার গান শুনে, গায়ের লোম দাঁড়িয়ে যায়, তোমার গান শুনে যে কেউ যুদ্ধে নেমে যাবে, ❤জয় বাংলা ❤জয় বঙ্গবন্ধু ❤🎉🎉
রাজ্যের এই দুরাবস্থায় এই রকম একটা কণ্ঠের খুব দরকার ছিল ভাই, স্যালুট
সেলুট জানাই ভাই আপনাকে 🇧🇩 বাংলাদেশের প্রতিটি মানুষের অন্তরের কথা 🇧🇩
জয় বাংলা,,, ভারতের অন্তর্ভুক্ত হতে আওয়াজ তুলুন
কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি।
আর তুমি বিদ্রোহী গায়ক❤❤
Isliye najrul ko koi bhi muslim pasand nahi karte hai
❤
জয় বাংলা জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ আপনাকে।
একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেক বার ✊✊ জয় বাংলা জয় বঙ্গবন্ধু 🇧🇩
Joy bangla joy bonghobondhu
Joy bangla❤
জয় বাংলা জয় বঙ্গবন্ধু
Lojja hoy naa....desh ta to joy Bangla kore diche hasina....kana bodhir na ki era...
❤❤❤❤
নচিকেতা জীবনমুখী গান করতো কিন্তু তোমার গান ও ভাষা গুলো অনেক অনেক এডভ্যান্স ❤️❤️❤️❤️
এই প্রথম মনে হলো সত্যি বাংলাদেশে একজন হলেও সত্যি কারের বাংঙালি আছে তোমাকে সেলুট
😂😂😂
😂😂😂
Sangit vai bangladeshi na indian
বাংলাদেশ হলো হিংসার দেশ 😂 হিংসা ছাড়া কিছু নাই
O WB 6ele bangladeshi na o indian
অসাধারণ প্রতিবাদী গান ভাইয়া। একদম রক্তে আগুন জ্বালিয়ে দিল।
এরকম আরোও গান গাবেন ভাইয়া। ধন্যবাদ। ❤🇧🇩
জয় বাংলা,,, ভারতের অন্তর্ভুক্ত হতে আওয়াজ তুলুন
সংগীত সরকার ভাই মাশাল্লাহ ভাই আপনার গানগুলো অনেক অনেক ভালো লাগে আপনি সত্যি কথা বলেন উত্তর পথের ফলে ইনশাল্লাহ আল্লাহ আছে আমরা আছি আপনার সাথে ভালোবাসা অবিরাম ভাই ❤
আপনার গানগুলো শুনে, শরীর কাটা দিয়ে উঠে
মন থেকে দোয়া রইলো, আপনি বিখ্যাত হয়ে উঠুন,এমন সব গান নিয়ে 🤲
আপনার প্রতিটা গান শুনে শিহরিত হয় ধন্যবাদ আপনাকে এত সুন্দর সত্য গান বলার জন্য। জয় বাংলা জয় বঙ্গবন্ধু
১৯৭১ এর চেতনা জাগরিত হোক। এই বৃদ্ধ বয়সে আমার আগুন জ্বলছে। এটা কেবল সংগীতই নয় এটা একটা বিপ্লব।
আমার মনের কথাটাই বলেছেন ❤❤❤
আপনার গানের ভক্ত হিসেবে বলতে চাই আপনার কণ্ঠ সত্যিই অসাধারণ! প্রতিটি নোট প্রতিটি সুর যেন হৃদয় ছুঁয়ে যায়নআপনার গানে এক ধরনের জাদু আছে, যা মনকে প্রশান্ত করে আপনার প্রতিটি পারফর্মেন্সেই নতুন কিছু পাওয়া যায় তাই সব গানই আমি মুগ্ধ হয়ে শুনি আপনার গানের মধ্যে এত আবেগ এবং গভীরতা থাকে যে তা অনুপ্রাণিত করে। খুব ইচ্ছে করছে আপনাকে একটা হিন্দি গান গাইতে শুনি। যদি সুযোগ পান দয়া করে আমাদের জন্য একটি হিন্দি গান উপহার দিন অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা
এইতো সুন্দর গান ধন্যবাদ ভাই, বাংলাদেশ কুমিল্লা থেকে....
অপূর্ব সুন্দর একটা মিষ্টি গান উপহার দিয়েছে দর্শকদের ❤❤❤❤❤❤❤❤ download korlam ❤❤ India থেকে
অসাধারণ লাগল।
রাজ্যের এই দুরাবস্থায় এই রকম একটা কণ্ঠের খুব দরকার ছিল ভাই, স্যালুট!!🙋
কুটি কুটি মানুষের মনের কথা গানের মাধ্যমে তুলে ধরেছেন। অসাধারণ ❤❤❤
অসাধারণ ভাই
সেলুট তোমাকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু ✊
তোমার গান হৃদয় ছুঁয়ে গেল। সাহসী মা এর সাহসী সন্তান তুমি। তোমাকে অনেক ধন্যবাদ ভাই
শিহরিত হওয়ার মতো গানটা, অনেক অনেক ভালবাসা রইলো ভাই আপনার জন্য❤❤❤
Hats off to you... Hats off ভাই আমার ❤❤❤❤❤
আওয়ামীপন্থী সবাইকে বলছি,আপনারা সবাই গানটা ছড়িয়ে দেন।
😂😂
তুই প্যাকি জারজ না হলে হাসবে কেন?
ঠিক বলেছেন ধন্যবাদ আপনাকে
Inshallah❤
😂😂
আয়নাঘর
অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু
অসাধারণ!!! আপনিই আমাদের বিদ্রোহী শিল্পী!!! বিজয় আসবেই ইনশাআল্লাহ
এই গান শুনলে প্রতিবাদী মন কিছু করতে চায়,,, স্যালুট তোমায় এই সুন্দর একটা প্রতিবাদী গান উপহার দেওয়ার জন্য
Protibadi mon k dabea rakhle cholbe na. lorte hobe onnay er biruddhe
লাল সালাম দাদা,প্রিয় স্বদেশে আজ আমরা পরাধীন। আপনার এসব প্রতিবাদি গান আমাদের রক্তে আগুন ধরিয়ে দেয়।
জয় বাংলা ✌️
দেশে অশান্তি এইভাবে লেগে থাকলে হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান রা মিলে জাতি সঙ্গে উনাদের সমস্যার কথা চিন্তা করে কিন্তু পরবর্তীতে বাংলাদেশ খন্ডিত হয়ে যেতে পারে।
জয় বাংলা
ভাই view টা ই সব নয় প্রতিবাদী গান ই বেস্ট প্রতিবাদ ❤❤কলকাতা থেকে অনেক ভালবাসা রইলো ❤❤
Valobasha Norontor. Sathe thakben
যতোবারই শুনি ততোই মুগ্ধ হই দোয়া ও শুভ কামনা রইলো আপনার জন্য ভাই আমার ❤
ভাই তোমার কোটা আন্দোলন থেকে শুরু করে এখন পর্যন্ত প্রতিটা প্রতিবাদী গান মন জয় করার মত বিশ্বাস করো ভাই তোমাকে মন থেকে স্যালুট তোমাকে যদি ক্ষমতায় কখনো বঙ্গবন্ধু বেঁচে থাকতে কিনবে শেখ হাসিনা তেতো তাহলে সত্যিই তুমি বাংলাদেশের গর্বিত শিল্পী হিসেবে কোন দলের দালালি করতেছি না তুমি সত্যিই বঙ্গবন্ধুর আদর্শকে তুলে ধরতেছ তোমার গানের মাধ্যমে❤❤
Sotter Adorshe Ujjibito Hok jati, Onnay er Sathe Ar aposh noy, Valobasha niben
এই ভাইয়ের প্রতিটি গান শুনে চোখে পানি চলে আসে,,,মনে হয় গান না এগিয়ে অসহায় মানুষের প্রাণের কথা,,,৷
আপনার গান কে স্যালুট আন্দোলন হোক এই ভাবে অভয়ার বিচার চাই মিডিয়া দেরকে স্যালুট
অসাধান গান।বাংলার ১৮ কোটি মানুষের মনের কথা তোমার কন্ঠে।
😂
অত্যন্ত দু:খ্য জনক অধ্যায়।
অনেক সুন্দর গান
প্রতিবাদী গান ❤❤❤❤।
ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর বাস্তব একটা গান উপহার দেওয়ার জন্য 👌👌👌👌
Gaan shunei nijeke shantona den 😂
কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না😭😭জয় বাংলা জয় বঙ্গবন্ধু ❤️❤️
কে ভাই তুই😂
@@A2MGamingBD16 আমি বঙ্গবন্ধুর স্বাধীন দেশের নাগরিক। দয়া করে নিজের পরিচয় দিবেন না তাহলে ৩ লাখ ধর্ষিতা মা বোনের অপমান হবে🙏
কে এটা শুনে কি করবেন@@A2MGamingBD16