#mannadey
ฝัง
- เผยแพร่เมื่อ 17 ธ.ค. 2024
- আজ থেকে মোটামুটি ২ বছর আগে আমার এই ইউটিউব চ্যানেলটিতে আমি নিয়মিত গান আপলোড শুরু করি। আপনাদের ভালোবাসা ও কমেন্টে ভরে যায় আমার মেসেজ বক্স। কিন্তু সব থেকে বেশি যাঁর গান আপনারা আমায় গাইতে বলেন বা যাঁর গান শুনে আমার বড়ো হয়ে ওঠা, যাঁর গান শুনে বাংলা গানকে ভালোবাসতে শেখা তাঁর জন্মদিন আগামী কাল।
আপনাদের বহু অনুরোধের গান আমি চেষ্টা করলাম গাইতে। পদ্মশ্রী মান্না দের ১০৩ তম জন্মদিনে আমার শ্রদ্ধাঞ্জলি।
গান: তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছো
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর: মান্না দে
মূল শিল্পী: মান্না দে
কভার ভোকাল: পিয়ালী
Follow me in Facebook:
/ pialymusic
Follow me in Instagram:
/ pialymusic
Copyright disclaimer ----
I do not own any of the soundtrack.
This video was made for pure entertainment purpose. These copyrights belong to it’s rightful owners.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
This video is made just for Promotional & non-commercial purposes. No copyrights infringements intended. Dear artists and producers .
All Rights to Music Label Co. & No Copyright infringement
Tumi anek jatno kore
Manna Dey
Bengali Song
Pulak Bandopadhyay
তুমি অনেক যত্ন করে
Bengali Sad Song
Pialy Kundu
#pialykundu #mannadey #tumi_anek_jatno_kore #all_time_greats #bengali_sad_song #banglasadsong #mannadeysong #mannadeysongs
সুর তরংগে ভেসে যাওয়া কালজয়ী এ গান পিয়ালী মা আজ এতো ভাষাতীত আবেগে গেয়েছে যে তা আমার সকল বেদনা জাত মুগ্ধতাকে ছাড়িয়ে গেছে । নিশ্চয়ই পিয়ালীর পরম গুরু , প্রেরণার উৎস , সঙ্গীতের প্রথম প্রেম , আমাদের সকলের নমস্য মান্না দে মহাশয় মহাসিন্ধুর ওপার থেকে এ অশ্রুঝরা গান শুনে আবারো কেঁদে ওঠেও পিয়ালীকে আশীর্বাদের ইথার পত্র পাঠাচ্ছেন ।
ভালো আছেন তো?
@@SURERAKASHE রোদে পুড়ে যাচ্ছিলাম , বৃষ্টি ঝরলো আজ অঝোর ধারায় , এখনো ঝরছে । এতে আপাতত বেঁচে গেলাম ।
ঈদ মোবারক।
@@abunasarbhuiyan8820 ঈদের শুভেচ্ছা ও ভালবাসা জানাই সকল মুসলিম ভাই বোনকে ।
আহা কি দরদী কন্ঠ।দারুন লাগলো, অভিনন্দন শুভেচ্ছা সহ
এই গান টি কতবার শুনেছি। হিসাব নেই।প্রতি দিন শুনি ।
ধন্যবাদ
আহা! যেমন সুন্দর উচ্চারণ তেমনই বলিষ্ঠ, আবেগপূর্ণ কণ্ঠ,,,,,অপূর্ব অপূর্ব
ধন্যবাদ অনেক
এইসব কালজয়ী গান শোনার শ্রোতা দিন দিন কমে যাচ্ছে,,অসাধারণ
ধন্যবাদ অনেক
না এটা ঠিক বলেননি পিয়ালী দির তাহলে এতো ভিউ হতো না আমার মতো ইয়ং প্রজন্মও শুনছি
তোমার অনেক যত্ন করে গাওয়া গানের কাছে আমরা হেরেছি, শ্রোতাদের ভালবাসায় আড়াই লক্ষের ছোঁয়া পেলো....খুব ভাল লাগছে...
ধন্যবাদ
তোমার সেরা গানগুলোর মধ্যে এই গানটি অন্যতম সেরার সেরা। অভিভূত করেছ আমায়। মান্না দের পর এতো হদয় হরণকারী গান আজ আবার শুনলাম উত্তরবঙ্গে ভাগ্নীর বিয়েতে এসে। সাফল্যের খবর শুনে ভীষণ আনন্দ পেলাম।
সবচেয়ে পছন্দের শিল্পী হলো মান্না দে
এই জেনারেশন হয়েও মান্নাদের গান গুলো অন্তরে বাজে,,
তিনি বেঁচে থাকবেন তার দরদ ভরা গানে,,🙂
আর পিয়ালী,, আপনিও অনেক যত্ন করে গেয়েছেন😍💙
ধন্যবাদ
আবেগ ভরা সুমধুর কন্ঠের অসাধারণ পরিবেশনা। কিং বদন্তী শ্রদ্ধেয় মান্নাদের গানগুলোর মধ্যে এটি অন্যতম ভীষণ প্রিয় গান আমার।
পরম শ্রদ্ধেয় শিল্পীর জন্মদিনে অসামান্য শ্রদ্ধাঞ্জলির জন্য ধন্যবাদ। সব গানই আপনি বেশ যত্ন সহকারে পরিবেশন করেন, শ্রী মান্না দে'র গান হলে তো কথাই নেই। আজও তার ব্যত্যয় ঘটেনি, অসাধারণ উপস্থাপন..
কি আর বলবো পিয়ালি!!!! অসাধারণ তোমার সঙ্গীত পরিবেশন.... সুরের মূর্ছনায় আপ্লুত হৃদয়.... এককথায় অনবদ্য ❤❤❤❤👋👋👋👋
মান্না দের হৃদয় ছোঁয়া গান তুমি এতো আবেগ দিয়ে গেয়েছ আমরা বলার ভাসা নেই অনেক অনেক ভালো লেগেছে আরও অনেক হৃদয় ছোঁয়া গান শুনতে চাই ভাল থেকো
ভীষণ ভালো উপস্থাপন। শ্রী মান্না দে'র যে গানগুলি গেয়েছেন তার মধ্যে অন্যতম, ভিউ এর বিচারে তৃতীয়..
Reach dekhe ar labh nei.. asha chhere diyechi 😀
সুর তরংগে ভেসে যাওয়া কালজয়ী এ গান পিয়ালী আজ এতো ভাষাতীত আবেগে গেয়েছে যে তা আমার সকল বেদনা জাত মুগ্ধতাকে ছাড়িয়ে গেছে । অসাধারণ তোমার সঙ্গীত পরিবেশন.... সুরের মূর্ছনায় আপ্লুত হৃদয়.... এককথায় অনবদ্য ❤❤❤❤
অশেষ ধন্যবাদ
আহা! কী অপূর্ব গায়কী!! ভাবে, ভঙ্গিমায় বিভোর হয়ে কথার কি অপূর্ব পরিস্ফুটন!মনে হচ্ছে যেন যোগ্য উত্তরসুরি!! আজকের দিনে এত সুন্দর শ্রদ্ধাঞ্জলী বোধহয় আর কিছু হতে পারে না... 🙏🙏🙏
ঠিক বলেছেন
অসাধারণ গাইলে তুমি। না না তুমি নয়,গাইলো তোমার প্রাণ। মুগ্ধ হলাম বোন।
তোমার অন্তরের আবেগ গানের আত্মাকে স্পর্শ করে গেল।
পরম বেদনার মধ্য থেকেই তো উঠে আসে সুমধুর সঙ্গীত। আপনার এই গানের মধ্য দিয়ে মান অভিমানের সুর ফুটে উঠেছে।খুব নিপুণ ভাবে আপনি তার ফুটিয়ে তুলতে পেরেছেন। আপনাকে ধন্যবাদ।
ভাব ভাষা ওসুরের সমন্বয়ে এবং শিল্পীর সুন্দর মিষ্টি কন্ঠের অপূর্ব সংগীত পরিবেশনে এক সুন্দর ভাব পরিমন্ডলের . সৃষ্টি হয়েছে এক স্বর্গীয় অনুভুতিতে মনটা ভবে উঠেছে ৷ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে ৷
নির্মল চক্রবর্তী
বারাকপুর
খুব দরদ দিয়া গায়া
।
গানটি আপনার কন্ঠে বলুবার শুনেছি আজও শুনলাম ৷ আমার কাছে এ গান যেন চিরনূতন ৷ যত শুনি ততই মুগ্ধ হয়ে উঠি ৷
এ গানের ভাষা বুঝে উঠতে গেলে অন্তরে র গভীরে ডুব দিতে হয়। সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপনি।
Tomer eto sundor gaan ! Maa tomake kichuy balar ney .
God blees you.
দুর্দান্ত.. ভীষণ ভালো। আপনার গান শুনলে ঐ কথাটাই বার বার মনে আসে.. ক'জনা হৃদয় দিয়ে গাইতে জানে? আপনার মতো এমন অসামান্য শিল্পীর গানেও যে আশানুরূপ ভিউ হচ্ছে না এতে আপনি হারছেন না, হারছে শ্রোতারা, হারছে গোটা বাঙালী জাতি..
Se ar ki kora jabe 😌.. kichu akta missing.. jeta ami jani naa nischoy
@@PialyKunduOfficial tapaschakraborty
গতকাল ছিল শ্রী মান্না দে'র জন্মদিন আর আজ শ্রী পুলক বন্দ্যোপাধ্যায়ের। দুজনার জন্মদিনেও কী অদ্ভুত মিল। আপনার এই অসামান্য গানখানি দুই কিংবদন্তির প্রতি শ্রদ্ধাঞ্জলি হয়ে রইল..
আহা আহা আহা আহা আহা আহা আহা অনুভূতির যে স্তরে গিয়ে গান টি গাইলেন ,অসাধারণ এগিয়ে যান
ধন্যবাদ
মান্না দে শুনলে প্রান ভরে আশীর্বাদ করতেন আমার ধারণা। একবার টিভিতে উনি জাজ্ হয়ে এসেছিলেন। অন্যতম প্রতিযোগী শুভঙ্কর ভাস্করের কন্ঠে "আমার শেষ বিচারের আশায়" গানটি শুনে বলেছিলেন "বুঝতে পারছি গান টা ভাল করেই শিখেছো! " ভারি সুন্দর গেয়েছেন আপনি!!
এই আবেগ পূর্ণ কণ্ঠের কী ভাবে প্রশংসা করি, ভাষা নেই। হৃদয় দিয়েই অনুভব করা যায়। 🙏
ধন্যবাদ
বহুদিন পরে এতো আবেগ দিয়ে একটি গান শুনলাম ❤❤❤❤
অনেক ধন্যবাদ 🙏😀
অপূর্ব গাইলেন। এটি মান্না দের অমর সৃষ্টি। খুব ধরে গাইলেন। Thank you very much
Many many thanks
খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর
অসাধারণ
খুব দরদ দিয়ে গেয়েছো। কিংবদন্তী শিল্পীর জন্ম দিন উপলক্ষে তাঁর প্রতি যোগ্য সম্মান দেখানো হলো। তুমি ভালো থেকো।
😀🙏
অসাধারণ গেয়েছো পিয়ালী। সুক্ষ কারুকাজগুলো চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছো।
অনেক ধন্যবাদ
যদিও অনেক আগে গান টি গেয়েছ, কিন্তু মনে হচ্ছে এই বুঝি একটু আগেই গেয়েছ। অসাধারণ। ধন্যবাদ
ধন্যবাদ
খুব ভালো গেয়েছো পিয়ালী। অপূর্ব লাগলো।
Thank you
গানটি শুনতে শুনতে অর্থ অনুসারে একটা ছবি আমার চোখের সামনে ভেসে উঠছিল। গানটি একটি সুন্দর ভালবাসার গান। মনে হচ্ছিল যেন মান অভিমানের পাল্লা বলছে।বিরহ না থাকলে মিলনে কোন সুখ থাকে না
বৈষ্ণব কবি বলেছেন রে প্রেমে বাধা নাই সে ভালবাসায় তিব্রতা নাই। অর্থ বুঝে সুরের সমন্বয়ে গানটি সুন্দর ভাবে উপস্থাপিত হয়েছে।
Thank you
অপূর্ব বন্ধু এই গানটা আমি রোজ শুনি ।যেমন কোকিলের ডাকে ঘুম ভাগে তেমনি এই গান শুনে ভিজা চোখে রোজ ভুমিএ পরি।
ধন্যবাদ অনেক
প্রিয় গুরু মান্নাদে হাজারও মান্নাদে জন্ম দিয়ে গেছে তার সুরের জাদু দিয়ে। অসাধারন গেয়েছেন।
ধন্যবাদ অনেক
কালজয়ী সঙ্গীত শিল্পী মাননা দের জন্ম দিন উপলক্ষে এর থেকে ভালো উপহার কি আর হতে পারে। পিয়ালী খুব দরদ দিয়ে সুন্দরভাবে গানটি উপস্থাপন করেছ। ভালো লাগলো।
Anek sundor,misti ganer kontho
খুব সুন্দর গাইলে,,,,আবেগ দিয়ে,অন্তর থেকে গাইলে বোলে, এতো প্রাণবন্ত হয়ে উঠলো গানটি।
অনেক ধন্যবাদ
অপূর্ব
আমি ভাষা হারিয়ে ফেলেছি.
ধন্যবাদ অনেক
অসাধারণ সুরেলা আবেগ জড়ানো কণ্ঠ তোমার, অনেক বড়ো বড়ো শিল্পীর গান শুনেছি কিন্তু না এমণ কন্ঠ স্বরের অধিকারীণী এক মাত্র তুমি ই তোমার তুলনা!💖💝🔥🔥😔😴
অনেক ধন্যবাদ 🙏
পিয়ালী খুব ভাল এবং সুন্দর লেগেছে।
Bahut accha👏👏
এক😊 কথায় 😊 গানটি 😊 অনবদ্য 😊 হয়েছে 😊 ধন্য ব।দ😊অসাধারণ😊গেয়েছ😊 প্রিয় 😊 শিল্পী 😊 মুগ্ধ ত।😊ছেয়ে😊র😊ইল😊a😊 popular song 😊of😊 every 😊sung😊by😊😊 you 😊 amazing 😊 bright 😊and😊 melodious 😊in😊a😊 sweet 😊tone😊😊
Outstanding Perfermence Piyali.God Bless U.❤👍
Tremendous sweet and mind -blowing Guru . I am crying Gurumoni.
Superb se bhi upper class Singer.
খুব খুব খুব খুব খুব খুবই সুন্দর ❤❤❤❤❤❤❤
Aha Mon bhore gelo, Dhonnobad janai
very very melody
পিয়ালী, এ গানের শিলপী আমার খুব বেশি প্রিয় এবং পছন্দের।তাঁর গান টি তোমার গলায় খুব মিষ্টি লাগলো।আমিও খুব গাই গান টা আমার খুব খুব খুব ভাল লাগে, তোমায় অনেক ধন্যবাদ গান টা গাওয়ার জন্য ।আরও ভাল ভাল গান গাও আরো বড় শিলপী হও অনেক অনেক শুভকামনা।তোমার জন্য।
অনেক ধন্যবাদ 😀🙏
আজকে মা তোমার গান শুনে খুব মুগ্ধ হলাম।
Thank you
আমি তন্ময় হয়ে শুনলাম । গানটি মান্না দে এর কন্ঠে অনেকবার শুনেছি কিন্তু কেনো জানি গানটি আজ সুরের দ্যোতনায় ভিন্ন মাত্রা পেলো। এগিয়ে যাও তুমিই সেরা।
🙏😀
কী এক গুরুত্বপূর্ণ গান পরিবেশন করলেন তোমাকে অসংখ্য ধন্যবাদ রইল।
অসাধারন গাইলে পিয়ালীদি। তুমি অন্তর দিয়ে গান কর তাই এত মধুময় হয়।
Thank you 😀🙏
এই গান টি শুনতে শুনতে তখন গানের অর্থ বুঝে অর্থাৎ গভীরে ঢুকে শুনতে থাকি তখন বিশেষ করে তূমিও কি একটূও হারোনি এই কথাটা মনে যেন বিশেষ ভাবে দাগ কেটে যায়। মনের সাদা পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকে।
Thank you
কোনো প্রশংসা যথেষ্ঠ নয় তোমার জন্য । অসভব সুন্দর গায়কী। অনেক শুভেচ্ছা
ধন্যবাদ
Super hit song
Beautiful singing
Heart touching song
Primary, High school, college,
সব এক সাথেই মনে পড়ে যাবে,
এই গানটি একবার শুনলে ই।
Keep it up
অনেক অনেক ধন্যবাদ 😀🙏
খুব কম শ্রোতা আছেন যাদের আজ চোখ ভেজেনি...এর থেকে ভালো শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন আর হয় না...ঈশ্বর তোমার মঙ্গল করুন পিয়ালী।
😀🙏
@@PialyKunduOfficial তুমি এমন করে কাঁদাবে ভাবিনি।সবুরে সত্যি মেওয়া পেলাম।ভালোবাসা নিও। 😊😊
মান্না দের অন্যতম শ্রেষ্ঠ গান. খুবই ভাল গেয়েছো.লাইভ প্রগামে তার চোখের পানি ঝরতে দেখেছি.
দারুণ গেয়েছেন দিদি
Khub sundor gayecho piyaly
ঈদ মোবারক শিল্পী ও গানের মতো শিল্প পরিবারের সকল সদ্স্যকে।
তোমার গান শুনে শাণিত সুরের সঞ্চারণকে স্বাগত জানাচ্ছি।
বাহ্ !! বাহ্ !! বেশ সুন্দর হয়েছে।।
Ki bolbo maam bolar kono Vasa nei asambhav sundor geyechen apnar gaaner gola apurbo sundar darun darun darun darun 🙏🙏🙏🙏🙏
Thank you very much 😀🙏
Asadharan asadharan asadharan mon vore gelo 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
Thank you
সুর সাথীকে অনেক শুভেচ্ছা-----আশীর্বাদ ---❤❤
Thank you
Khub sunder onak donobad apnake
দিদি ভাই কি বলবো। Mind blowing. Amazed. আমার কিছুই বলার নেয়। তোমার এ গানে হেরে গেছি। সত্যিই অপূর্ব। যত শুনি তারপরও তৃপ্তি পেলাম না। মনে হয় 7/24 শুনতেই থাকি। ভাষা হারিয়ে ফেলেছি। এই youtube এ স্বীকার করছি " আমি হেরে গেছি। "
Dhanyobaad anek
বড় সুন্দর গেয়েছেন আমার প্রিয় গানটি / শুভেচ্ছা
ধন্যবাদ অনেক
Tumi onek jotno kore gaile. Amar biswas Manna Day Tomay onek onek ashirbad korchen.Onar proti srodha, bhalobasa protiti sure phute utheche.onar protiti gan e tomar golay osadharon lage.Ajker ganti onoboddo laglo amar kache.
MashAllah MashAllah
Wonderful God Gifted Voice
Apurboo Apurboo gayoki tomar.mon bhore gelo
অসাধারণ সুন্দর গান! দারুণ সুন্দর পরিবেশনা। শুভ কামনা রইলো।
ধন্যবাদ
প্রাণঢালা গান । মন জুড়িয়ে গেল ।
অশেষ ধন্যবাদ
Apurbo geacho ai gaan ai projonmer kacheo anobodho.
দারুণ দারুণ
অসাধারণ গান টা শূনে কলিজা ঠান্ডা হয়ে গেল। জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে যতবার শুনি তত বেশি ভালো লাগে। ধন্যবাদ পিয়ালী।
অনেক অনেক ধন্যবাদ 🙏😀
অপূর্ব গায়কী, আপনার গলায় অসাধারণ। চোখ বুজে, গানের প্রতিটি শব্দ সুরের লহরী
অনুভব করলাম। চরৈবেতি।
Anek dhanyobad
বাকরুদ্ধ হয়ে যাচ্ছি। অপূর্ব, অসাধারণ। হৃদয় ছুঁয়ে যাওয়া অসাধারন গান গেয়ে, পাগল করে দিলে।আর কোনো মন্তব্য করব না।
থ্যাঙ্কু 🙏
কি যত্ন করে গাইলে দিদি মনটা ভরে গেল । বাংলাদেশ থেকে বলছি ।
🙏😀
দিদি গো তোমার ভেতরে এত আবেগ। তোমার এই গানটা শুনলে অন্তর কেঁদে যায়।
খুব সূন্দর দিদিভাই, অসাধারণ গলা।
Thank you
গানটি খুব দরদ দিয়ে গেয়েছেন ভালো ৷
অসাধারণ গেয়েছেন,খুবই ভালো লাগলো!
ধন্যবাদ
....যতবার আপনার কণ্ঠে এ গান শুনি, দুচোখ জলে ভরে যায়। ভালো থাকবেন, আনন্দে থাকবেন।
অশেষ ধন্যবাদ
Ati valo lagar shilpy mannader gaoa kaljoye gaan tomar sumodhur konthe hridoyer antosthol theke apurbo surer melbondhon.
Anek dhanyobaad
অসাধারণ গায়কী তোমার আমি বাংলাদেশ চট্টগ্রাম জেলা থেকে শুনলাম।
Anek dhanyobaad
পিয়ালী বোন আমার খুব ভালো লাগলো তোমার গান, আমার প্রিয় বন্ধু এই পৃথিবীতে নেই, তার উদ্দেশ্যে মান্না দে এর গাওয়া , বন্ধু জনি না তুমি কেমন আছো,দিন গুলো কিভাবে কাটায় একবার এসে বলে যাও। এই গানটি গাওয়ার জন্য অনুরোধ রাখলাম । ধন্যবাদ
Dhanyobaad anek
মান্নাদের অসাধারণ যুগলবন্দী বুকের ভিতর কি জেন একটা অতভুত সুর বেজে ওঠে।
ধন্যবাদ অনেক
মুগ্ধ হয়ে শুনলাম দিদি।
Dhanyobaad anek
মনটা ভরে গেল , পিয়ালী
🙏😀
সত্যি কথা বলতে কি অপূর্ব সুন্দর কন্ঠস্বর ঈশ্বরের আশীর্বাদ ধন্য।❤❤
অনেক ধন্যবাদ
দুর্দান্ত কালজয়ী গান গাইছেন ভাই👌 অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন🙏
অসাধারণ অসাধারণ গান টা শুনতে পেলাম
অনেক ধন্যবাদ 🙏
তোমার কন্ঠে প্রতিটি গানই মনের জরতাকে দূর করে দেয়।সত্যিই তুমি অসাধারন।তোমাকে তুষ্ট করার ভাষা আমার জানা নেই।
অনেক ধন্যবাদ 😀🙏
Unparalleled presentation..most favourite.
Perfect emotion is there. Very good performance.
দারুন একটি গান।তুমি ও অনেক যত্ন করে গেয়েছো।
কর্মফল পাবেই। তোমার জয় হবেই।
আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা রইল।
ধন্যবাদ
অত্যন্ত সুন্দর । চমৎকার।
ধন্যবাদ
অসাধারণ ❤️
এই গান টি আপনার কণ্ঠে শুনতে এত ভালো লাগে রে বার শুনলেও আবার শুনতে ইচ্ছা করে।
ধন্যবাদ
Khub Sundar bhabe geyecho.ami to bhoson manna dey er bhokto.